দাদা, প্রথমত: আপনার এবং তাপসবাবু, উজ্জ্বলবাবু, প্রভাতবাবু, তুষারবাবু সহ বাকি অন্যান্যদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক নমস্কার জানাই। . দ্বিতীয়ত: শক্তিপুর এবং মাণিক্যহার, এই দুই গ্ৰামের বহুপ্রাচীন ইতিহাস এবং তার সঙ্গে বাড়তি পাওনা হিসেবে পেলাম শ্রীকৃষ্ণের বামপদ, আমার হৃদয় কেড়ে নিলো। . তৃতীয়ত: সত্যি সত্যি, এইরকম বহু থেকে বহুপ্রাচীন সব ইতিহাস ঝোঁপ জঙ্গলের মধ্যেই কালের নিয়মে হারিয়ে যাচ্ছে, আজ এই তাপসবাবুদের মতো কিছু মানুষজন এবং সর্বোপরি আপনার সুবাদে এইরকম কিছু বহুপ্রাচীন সব ইতিহাসের সাক্ষী আমরাও হতে পেরে সত্যি নিজেদের অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি এবং এই তাপসবাবুদের মতো কিছু মানুষজন এবং সর্বোপরি আপনার নিকট চির ঋণী ও কৃতজ্ঞ হয়ে থাকছি। . চতুর্থত: আজ ২৮শে জুন সোমবার, এমন একটা ভিডিও উপহার পেয়ে ধন্য হয়ে গেলাম কারণ যেখানে হর, সেখানে হরির উপস্থিতি না হলে কি চলে? . অনেক অনেক সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন আপনারা সবাই।
আরও একটি মনছোয়া অসাধারণ ভিডিও দেখলাম। প্রাচীন বাংলার আরও অমূল্য অধ্যায় সামনে আনলেন আপনি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার, তাপসবাবু ও অন্যান্য ব্যক্তিদের প্রতি। প্রত্যেকের আন্তরিকতা এই অনবদ্য ভিডিওটির অন্যতম উপাদান। মানিক্যহার, শক্তিপুর- মানস বাংলার সাথে এই তীর্থে মনে মনে ভ্রমণ করে কি শান্তি পেলাম যা ভাষায় প্রকাশ করা শক্ত। বার বার ভক্তিভরে প্রনাম জানাই শ্রী কৃষ্ণের চরনে, কপিলেশ্বর শিব ও পোড়া মা কালী কে। তাঁরা যেন আপনাদের সবার মঙ্গল করেন। 'প্রবাহ' বইটি পেতে আমি আগ্রহী। এগিয়ে চলুন আরও সার্থকতার দিকে । অনেক শুভকামনা রইলো।
এক কথায় বলা যায় অসাধারণ, অনেক অনেক উন্নতি হোক আপনার। আমরা সবাই আপনার সঙ্গে আছি, কয়েকটা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড খুব ভালো লেগেছে, শুভরাত্রি আগামী দিন খুব খুব ভাল কাটুক।
আমি মানিক্যহার গ্রামের পাশের গ্রামের গ্রাম মিল্কি আমার পৈত্রিক গ্রাম। ৭০ বছর বয়সে পুরানো দিনের স্মৃতি কে আঘাত করলেন। আগে মানিক্যহার মন্দিরে যেতাম। সেই স্মৃতি আজ হঠাৎ উস্কে দিলেন। তাই অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
সত্যি অসাধারণ ছিলো এই জীবন্ত ভিডিও টি। আপনার মনোমুগ্ধকর বর্ণনা র বিবরণ হৃদয় মনকে পাগল করে দেয়। ভীষন আবেগ প্রবন হয়ে পড়ি। মনে হয়,যদি এমন ই জায়গার স্থানীয় বাসিন্দা হতে পারতাম তাহলে বোধহয় জীবন টা ধন্য হয়ে যেত। অসংখ্য কৃতজ্ঞতা ও ভালোবাসা এবং চির শুভেচ্ছা জানাই খুব ভালো থাকবেন 🙏🌷💕
আমি গর্বিত আমার এলাকার ইতিহাস শোনার পর...!!! যে আমার এলাকাতেই যে এত ইতিহাস আছে সেটা জানতাম না...!!! & @মানস কাকা কে অ-সংখ্য ধন্যবাদ যে ইতিহাস টা সবার সামনে ইন্টার নেটের মাধ্যমে তুলে ধরার জন্য....!!!😊🇮🇳🇮🇳
প্রতিবারের মতই অনেক সুন্দর হয়েছে আমরা সব সময় সত্য ইতিহাস গুলো শুনতে চাই সে হোক হিন্দু মুসলিম খৃষ্টান বৌদ্ধ যে ধর্মেরই হোক না কেন আপনি সব সময় সত্যি কার এর ইতিহাস গুলো তুলে ধরবেন এই কামনা রাখি আমি এখন থেকে আপনার নিয়মিত একজন ভিজিটর হিসেবে রইলাম
আমি কোলকাতা থেকে এই ঠাকুর বাড়ীতে বহুবার গেছি, আমাকে ঠাকুর বাড়ীর শ্রী অনুজ ঠাকুর নিয়ে গেছেন, গিরিধারির পদচিহ্ন দেখেছি, আপনি এই বাড়ির ইতিহাস তুলে ধরার জন্যে ধন্যবাদ জানাই।
Apna k Giridhari Thakurbari niye video banano er jonno oses dhonnobad🙏🙏🙏🙏.... Ei Thakurbari amr mama er bari..... Apni aroo egiye jan ebong apnar channel er aroo unnoti hok eita e amr kamona🙏🙏🙏
খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আমাদের এলাকার আসবার জন্য।
খুব সুন্দর লাগল, ইতিহাস তুলে দরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
সত্যিই খুব ভালো লাগল স্যার। আমাদের এলাকার ঐতিহ্য ও প্রাচীন ইতিহাস সম্পর্কে একটা ভিডিও উপহার পেয়ে আমরা সত্যিই খুব সন্তুষ্ট
😀😀😀😀
দারুণ লাগলো আজকের ব্লগ, শ্রীকৃষ্ণের পাদপদ্ম দেখতে পেয়ে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হলো।
Apnar video osadharan legeche. Saktipur ebong Manikyahar jaygagulor itihas jene khub bhalo laglo. Bhagaban Sri Krishner bam payer chap dekhe ar videotei tanke pranam kore mon anande bhore geche. Apnar video gulo dekhle onek jaygar itihas jana jay.
অসাধারণ লাগলো এই ভিডিও টি দেখে আর নিজেকে একজন ভাগ্যবান মনে করলাম শ্রীকৃষ্ণের পাদ পদ্ম দরশন করে। আপনাকে অনেক ধন্যবাদ।
খুব ভালো লাগলো, ইতিহাসের তথ্য তুলে ধরা জন্য আপনাকে ধন্যবাদ।
খুব ভালো গাইড করেছেন, দারুণ জায়গা
খুব ভালো লাগলো আমাদের এলাকার এই ঐতিহ্য কে তুলে ধরার জন্য
ঐতিহ্যের উৎস-সন্ধান দেয় 'মানস বাংলা'। এবারেও তার ব্যতিক্রম হয়নি। দেখতে দেখতে ফিরে গেলাম অজানা অতীতে। মুগ্ধ হলাম আবার।
মানস ভাইকে অশেষ অভিনন্দন। 🙏
Mb saktipur o manikhar yatra apnar aitihasik commentary khoob bhalo sathe krishnar paer chchap aik adbhut anubhuti thanks
অসাধারণ কিছু দেখলাম, শুনলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন
দাদা,
প্রথমত: আপনার এবং তাপসবাবু, উজ্জ্বলবাবু, প্রভাতবাবু, তুষারবাবু সহ বাকি অন্যান্যদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক নমস্কার জানাই।
.
দ্বিতীয়ত: শক্তিপুর এবং মাণিক্যহার, এই দুই গ্ৰামের বহুপ্রাচীন ইতিহাস এবং তার সঙ্গে বাড়তি পাওনা হিসেবে পেলাম শ্রীকৃষ্ণের বামপদ, আমার হৃদয় কেড়ে নিলো।
.
তৃতীয়ত: সত্যি সত্যি, এইরকম বহু থেকে বহুপ্রাচীন সব ইতিহাস ঝোঁপ জঙ্গলের মধ্যেই কালের নিয়মে হারিয়ে যাচ্ছে, আজ এই তাপসবাবুদের মতো কিছু মানুষজন এবং সর্বোপরি আপনার সুবাদে এইরকম কিছু বহুপ্রাচীন সব ইতিহাসের সাক্ষী আমরাও হতে পেরে সত্যি নিজেদের অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি এবং এই তাপসবাবুদের মতো কিছু মানুষজন এবং সর্বোপরি আপনার নিকট চির ঋণী ও কৃতজ্ঞ হয়ে থাকছি।
.
চতুর্থত: আজ ২৮শে জুন সোমবার, এমন একটা ভিডিও উপহার পেয়ে ধন্য হয়ে গেলাম কারণ যেখানে হর, সেখানে হরির উপস্থিতি না হলে কি চলে?
.
অনেক অনেক সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন আপনারা সবাই।
অসাধারণ তথ্য পরিবেশন
দাদা সুন্দর ভিডিও দেখে ভালো লাগল । অনেক অজানা তথ্য জানতে পারলাম । ধন্যবাদ দাদা আপনাকে ।
Beautiful video capturing and showing
খুব ভালো এবং তথ্যসমৃদ্ধ। অনেক এগিয়ে যাক Mb.
আরও একটি মনছোয়া অসাধারণ ভিডিও দেখলাম। প্রাচীন বাংলার আরও অমূল্য অধ্যায় সামনে আনলেন আপনি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার, তাপসবাবু ও অন্যান্য ব্যক্তিদের প্রতি। প্রত্যেকের আন্তরিকতা এই অনবদ্য ভিডিওটির অন্যতম উপাদান। মানিক্যহার, শক্তিপুর- মানস বাংলার সাথে এই তীর্থে মনে মনে ভ্রমণ করে কি শান্তি পেলাম যা ভাষায় প্রকাশ করা শক্ত। বার বার ভক্তিভরে প্রনাম জানাই শ্রী কৃষ্ণের চরনে, কপিলেশ্বর শিব ও পোড়া মা কালী কে। তাঁরা যেন আপনাদের সবার মঙ্গল করেন। 'প্রবাহ' বইটি পেতে আমি আগ্রহী। এগিয়ে চলুন আরও সার্থকতার দিকে । অনেক শুভকামনা রইলো।
অসাধারণ কিছু দেখলাম, শুনলাম,
ইতিহাস কথা বলে, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন.
Khub valo lage aapner blog 👌❤️❤️
খুব ভাল লাগল..... আপনা অনেক অনেক ধন্যবাদ, এমন একটা অজানা কাহিনী শুনে,
Bangladesh theke dada wooow
খুব সুন্দর খুব দারুণ ভীষণ ভালো লেগেছে আমার 💯💯💯💯👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
Khub valo laglo nijer jaygar video dekhe, thank you❤️
এতো সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ
Darun laglo video ta☺☺onak purono history janta parlam 😊☺
ভগবানের পাদপদ্ম কোনো দিন দেখতে পাবো ভাবতে পারিনি। এইসব হয়েছে মানস বাবুর জন্য। ধন্যবাদ আপনাকে।
অপূর্ব!ভিষণ ভালো লাগলো,অনেক ইতিহাস জানতে পারলাম।
বিভিন্ন ভিডিও বা ভ্লগের দর্শক হিসাবে বলি, এই ভিডিওটি বেশ ভালো লাগলো। পুরাতনী দিনের বা ইতিহাসের বেশ কিছু বিষয় জানা গেলো। অনেক ধন্যবাদ
অনেক অনেক ভালো লাগলো ভিডিওটি
খুব ভালো ভিডিও দাদা নতুন প্রজন্ম কে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ
Precious historical information, searching and presentation to all and feel proud on rich culture of Murshidabad
এক কথায় বলা যায় অসাধারণ, অনেক অনেক উন্নতি হোক আপনার। আমরা সবাই আপনার সঙ্গে আছি, কয়েকটা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড খুব ভালো লেগেছে, শুভরাত্রি আগামী দিন খুব খুব ভাল কাটুক।
খুব সুন্দর দাদা।
Khub valo laglo vedio ta
প্রতিবারের মত আবারো মন ছুঁয়ে গেল ।।
মুর্শিদাবাদের ঐতিহ্যময় সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার এই প্রয়াস প্রশংসনীয়। শ্রদ্ধা জানাই।
Anack sundor laglo ai historical vidiota kaku🙏🙏🙏💖💖💖😊😊samridhyaghatok naihati
আমার চেনা এলাকা।12/13 বছর আগে দেখেছি আবার আপনার দৌলতে ভিডিও দেখলাম। ভালো লাগলো।
Khub bhalo laglo apnar video
খুব ভালো লাগে আপনার বিভিন্ন জায়গার বিভিন্ন পুরোনো ইতিহাস গুলো ভিডিও করে আমাদের দেখানোর জন্য
Asadharon laglo. Protiti video aapnar darun lage. Eto sundor oitihasik bornona samreddho video j ajana oitihasik tathya samporke anek kichu jante paari.
খুব ভালো লাগলো। ধন্যবাদ
🌳🍃🌿🪴🌿🍃🌳🍀🌳🍃🌿🪴🪴🪴🌿🍃🌳🌳🍃🍃🌿🪴🌿🍃🍃🍀🌳🍃🌿🪴🌿🍃🍃🍃🌳🍀🌳🍃🌿🪴🪴🍃🍃🌳🍀
👌 khub bhalo 👍
Video দেখার আগেই like দিলাম। 👍
Darun laglo vedio ta ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🇮🇳🚩🚩
অপেক্ষার প্রহর শেষ।
মানস দার ভিডিও পেয়ে গেলাম।❤️❤️❤️
আমি মানিক্যহার গ্রামের পাশের গ্রামের গ্রাম মিল্কি আমার পৈত্রিক গ্রাম। ৭০ বছর বয়সে পুরানো দিনের স্মৃতি কে আঘাত করলেন। আগে মানিক্যহার মন্দিরে যেতাম। সেই স্মৃতি আজ হঠাৎ উস্কে দিলেন। তাই অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
সত্যি অসাধারণ ছিলো এই জীবন্ত ভিডিও টি। আপনার মনোমুগ্ধকর বর্ণনা র বিবরণ হৃদয় মনকে পাগল করে দেয়। ভীষন আবেগ প্রবন হয়ে পড়ি। মনে হয়,যদি এমন ই জায়গার স্থানীয় বাসিন্দা হতে পারতাম তাহলে বোধহয় জীবন টা ধন্য হয়ে যেত। অসংখ্য কৃতজ্ঞতা ও ভালোবাসা এবং চির শুভেচ্ছা জানাই খুব ভালো থাকবেন 🙏🌷💕
এখান কার অনেকে জানেন না মানিকোহার এমন কিছু আছে খুব ভালো লাগলো হরে কৃষ্ণ জয় রাধে জয় গৌরাঙ্গ
First viewer Dada.
আমি গর্বিত আমার এলাকার ইতিহাস শোনার পর...!!!
যে আমার এলাকাতেই যে এত ইতিহাস আছে সেটা জানতাম না...!!!
& @মানস কাকা কে অ-সংখ্য ধন্যবাদ যে ইতিহাস টা সবার সামনে ইন্টার নেটের মাধ্যমে তুলে ধরার জন্য....!!!😊🇮🇳🇮🇳
🙏🙏🙏খুব ভালো লাগলো 🙏🙏🙏
আপনার নিত্য নতুন ভি ডি ও মনকে খুবিই সমৃদ্ধ করে, অনেক অভিজ্ঞতা হয় ,আপনাকে অনেক ভাল বাসা জানা লাম এবং আরও কিছু আশা ই রহিলাম
মুগ্ধ হয়ে শুনলাম,ভালো থাকবেন ও আনন্দে থাকবেন।
আপনারা ওনাকে বলুন ঊনি যেন আমাদের গ্রাম বীরসিংহ বিদ্যাসাগরের প্রামেগিয়ে একটা ভিডিও করেন
যাবো।
অনেক অনেক ধন্যবাদ কাকাবাবু ভিডিওটা অনেক সুন্দর হয়েছে
Dear Manas da. Another amazing episode . More respect for you. Keep continue and be well. Waiting for your another amazing episode.
Khub valo laglo.asonkho dhonnobad
Etihash manei amr bhalo laga. Ja amake niye jai shei shomoy e , nostalgic hoye pori. Bhalo laglo vidio ti . Bhalo thakben dada.
অসম্ভব সুন্দর একটি কালেকশান স্যার । আপনার ভিডিও গুলো খুবই সুন্দর লাগে । অনেক কিছু জানতে পারি।
নিজের এলাকার অনেক অজানা তথ্য জেনে সমৃদ্ধ হলাম। ধন্যবাদ।
আপনার ভিডিও খুব ভালো লাগে.......
এক কথায় অসাধারণ
দাদা দেখে খুব ভালো লাগলো
অজানা ইতিহাস জানতে পেরে খুব ভালো লাগলো।।
খুব ভালো লাগলো
Sotti koto ajana etihash jante parlam many many thanks Manas da. Onno episode ar jonno opekhay thaklam.
ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
Darun laglo, sir
আমার খুব ভালো লাগলো
শুনে আপনি উনার কথা মতো ভিডিও করছেন।
ধন্যবাদ দাদা।
❣️💚❣️💚❣️💚❣️💚❣️💚❣️💚❣️💚❣️💚❣️💚❣️💚
@Message channel এ তো কিছু নেই।
😭😭😭😭😭😭
দাদা অসাধারণ হয়েছে ভিডিও টি। মনে হয় যেন ভিডিও টা দেখার সময়ে সেই প্রাচীন সময়ে ফিরে গিয়ে ছিলাম
আপনার বিডিও গুলো খুব সুন্দর লাগছে
খুবই সুন্দর, ধন্যবাদার্হ আপনার উদ্যোগ!
খুব ভালো লাগলো 👍
অসাধারণ উপস্থাপনা।।।।।
চমৎকার লাগলো দাদা❤️
Thrilled indeed after waiting
ধন্যবাদ জানাই তাপস দা কে এবং মানাস বাংলা অ্যাডমিন কেউ কারণ শক্তিপুর নাম ছিলো না youtube খুব ভালো লাগলো ভিডিও তা দেখে আরো ভিডিও আশা করি
Khub Sundor...
মন ভরে গেল , দাদা । অনেক ধন্যবাদ আপনাকে । আমাদের সোনালি অতীতকে সামনে এনে কখন যে চোখে এনে দেন , বুঝতেই পারি না । অনেক অনেক শুভকামনা রইল ।
Thank you for giving such a informative video
আমার একটা এমনই চ্যানেল করার ইচ্ছা ছিলো। আপনি একদম ঠিকঠাক
Many unknown history of WB are being known to me from your video. Thank you.
খুব সুন্দর
Astounding!
খুব সুন্দর লাগছে
Manas da apnake oshonko dhonnobad amader eleakar itihas jonosomukkhe anar jonno
Khub valo Laglo sir amadr aii alakar video bania sobar kacha ato valo vaba poucha dabar jono 🖤
প্রতিবারের মতই অনেক সুন্দর হয়েছে আমরা সব সময় সত্য ইতিহাস গুলো শুনতে চাই সে হোক হিন্দু মুসলিম খৃষ্টান বৌদ্ধ যে ধর্মেরই হোক না কেন আপনি সব সময় সত্যি কার এর ইতিহাস গুলো তুলে ধরবেন এই কামনা রাখি আমি এখন থেকে আপনার নিয়মিত একজন ভিজিটর হিসেবে রইলাম
আমি কোলকাতা থেকে এই ঠাকুর বাড়ীতে বহুবার গেছি, আমাকে ঠাকুর বাড়ীর শ্রী অনুজ ঠাকুর নিয়ে গেছেন, গিরিধারির পদচিহ্ন দেখেছি, আপনি এই বাড়ির ইতিহাস তুলে ধরার জন্যে ধন্যবাদ জানাই।
অতুলনীয়
Apna k Giridhari Thakurbari niye video banano er jonno oses dhonnobad🙏🙏🙏🙏.... Ei Thakurbari amr mama er bari..... Apni aroo egiye jan ebong apnar channel er aroo unnoti hok eita e amr kamona🙏🙏🙏
দাদা অপেক্ষায় রইলাম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার আশায়।
ধন্যবাদ 🧡🧡💛🧡💛🧡💛🧡💛🧡💛🧡💛🧡
Sotti khub valo laglo
Khub sundor dada
Khub sundor dada..
দাদা মন ভোরে গেল
খুব ভালো লাগলো ভিডিও টা কারণ মানিক্যহার ঠাকুর বাড়ি তে আমার মামার বাড়ি
Ohhhh darunnnnnnnn
ধন্যবাদ দাদা
এতো সুন্দর উপস্থাপনা তে কারা যে dislike দেয় কে জানে।