Kanchan-Pinki Tussle: অভিযোগ দায়েরের পর এবিপি আনন্দে মুখ খুললেন কাঞ্চন, জবাব দিলেন পিঙ্কিও
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- ২০১৩-তে ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick) স্ত্রী পিঙ্কি। কাঞ্চনের অভিযোগ, তাঁর স্ত্রী হলেন তাঁর মায়ের অসুস্থতার কারণ। তিনি বলেন, ‘আমি আমার ছেলের শৈশব, বড় হওয়া দেখতে পাইনি। পিঙ্কি এখন আমার কাছে মাসে সাড়ে ৩ লক্ষ টাকা দাবি করেছেন, যেটা ভোট পরবর্তী সময়ে আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আমার প্রতি ক্ষোভ থাকে, তাহলে সেটা ৯ বছর পর আমি এমএলএ হওয়ার পর কেন প্রকাশ করল। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা একেবারেই সঠিক নয়। শ্রীময়ী নামে ওই নবাগতা অভিনেত্রী এইক্ষেত্রে কোনভাবেই জড়িত নয়।’ অন্যদিকে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের (Pinki Banerjee ) অভিযোগ, ‘দামি জিনিস, খেলনা আর আয়ার মাইনে দিয়ে ভালো বাবা হওয়া যায় না। আমি যে সাড়ে ৩ লক্ষ টাকা চেয়েছি তার প্রমাণ দেখাক। আমাকে রাস্তায় হ্যারাস করা হয়েছে বলেই আমি অভিযোগ দায়ের করেছি।’
#BengaliNews #ABPAnanda #ABPAnandaLive #KanchanMallick #PinkiBanerjee