🚫আমি মাত্র 50 টাকা দিয়ে বড় মাছ কিনেছি কি বিশ্বাস হচ্ছে নাতো?✅💯🤔
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- ঢাকা রামপুরা বনশ্রী স্বপ্ন তে গিয়েছিলাম শপিং করতে। ওইখানে গিয়ে দেখলাম বড় সাইজের মাছ গুলো কেটে কেটে ওরা বিক্রি করছে। বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম ভাইয়া এক পিস মাছ কি কেনা যাবে তারা বলছে অবশ্যই। 350 টাকা কেজি মাছ এক পিস মাছ যার ওজনে আসে মাত্র 50 টাকা আমি কিনলাম আর বাসায় নিয়ে ভেজে খেলাম । খুব ভালো লাগলো যারা আমার মত ব্যাচেলর ঢাকাতে থাকেন বিভিন্ন জব করেন বা স্টুডেন্ট তাদের জন্য সত্যিই অসাধারণ একটা উদ্যোগ আমার পক্ষ থেকে ধন্যবাদ স্বপ্নকে এমন একটা সুযোগ করে দেয়ার জন্য গরুর মাংস 300 গ্রামে যে প্যাকেজগুলো খুব ভালো লেগেছে। কারণ মাংসের দোকানে গিয়ে হাফ কেজি মাংস কিনতেও লজ্জা লাগে পারিনা। সেখানে 300 গ্রাম মাংস কিনতে পারি এটা অনেক ভালো লেগেছে।✅💯💚💘🥰🥳💐🌹💚💘#bangladeshi #beautiful #good #