সত্যের পথে মানুষের অভাব তো হবেই এটা আগে থেকেই জারা বজে কমেন্ট করে তারা নামাজি লোক তাদের দলের লোকেরা ইমাম হাসানকে কারবলার জমিনে শহিদ করছে। এই নামাজিরা কোনো দিনও নবীর আহালে বায়াতকে মানেনি আর মানবেও না
✳️✳️সুফিবাদ প্রকাশনালয় এখন অনলাইনে☑️😍ruclips.net/user/QalanderBabaJahangirBD কালান্দার বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বই বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরাই দিচ্ছি একদম পাইকারী মূল্যে। বাবা জাহাঙ্গীরের লিখিত বই এর নাম ও তার মূল্য নিচে দেওয়া হলোঃ ১।মারেফতের গোপন কথা (১০০ টাকা) ২।মারেফতের গোপন আলাপ (৬০ টাকা) ৩।মারেফতের বানী (১০০ টাকা) ৪।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-১ম খন্ড (১০০ টাকা) ৫।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-২য় খন্ড (৬০ টাকা) ৬।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-৩য় খন্ড (১০০ টাকা) ৭।ইতিহাস নয় সুফিবাদের রহস্য (১০০টাকা) ৮।নিহ্নবে চিত্তদাহ সুফিবাদ সার্বজনীন (১০০ টাকা) ৯।শরিয়তি শয়তান মারেফতি শয়তান (১০০ টাকা) ১০।কোরানের দৃষ্টিতে নামাজ ৮২ বার (১০ টাকা) ১১।গান বাজনার দলিল (৬০টাকা) ১২।ফকিরির আসল কথা (৬০টাকা) ১৩।ফকিরির গোপন কথা (৬০টাকা) ১৪।শরিয়তি সেজদা মারেফতি সেজদা (৬০ টাকা) ১৫।কোরানুল মাজিদ ১৫ পারা (হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা) (৪০০ টাকা) ১৬।মারেফতের গোপন দর্শন অনেকের অজানা (১০০ টাকা) ১৭।মারেফতের গোপন ভেদ-রহস্য(১০০ টাকা) ১৮।মারেফতের গোপন আলোচনা(৬০ টাকা) ১৯।রোজা ইফতার হজ্জ জাকাত ও কোরবানী (১০টাকা) ২০.মারেফতের গোপনেরও গোপন কথা (২০০টাকা) ২১.সুফিবাদের গোপনেরও গোপন কথা [উক্ত তালিকার ১২,১৩,১৬,১৭ও ১৮ নং এই পাঁচটি বই একসাথে](৪০০টাকা) ২২.ফকিরির গোপনেরও গোপন কথা [সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ ১,২,৩ ও ৪ খন্ড একসাথে] (৩০০টাকা) ২৩.মগ্ন তখন মোরাকাবায় -সৈয়দ তারিক(৬০টাকা) ২৪.উদয়ের পথে -মেহেদী মাসুদ (৬০টাকা) ২৫.মসনবী শরীফ (১ম খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (১৫০টাকা) ২৬.মসনবী শরীফ (২য় খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (১০০টাকা) ২৭.দেওয়ানে বু আলী শাহ কলন্দর (১ম খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (১০০টাকা) ২৮.দেওয়ানে বু আলী শাহ কলন্দর (২য় খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (৬০টাকা) ২৯.দেওয়ানে বু আলী শাহ কলন্দর (৩য় খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (৬০টাকা) এ সকল বই গুলো পেতে কল করূন এই নাম্বারেঃ ০১৭১৭৬৩৬৩৫৩, ০১৯১১৫৯৭৭৮০ #বি_দ্র: বই পড়ে যদি ভালো না লাগে উক্ত নাম্বারে কল দিয়ে আপনার টাকা বুঝে নিন। ঠিকানা- সুফিবাদ প্রকাশনালয় ১০৮ নিউ এলিফ্যান্ট রোড( ২য় তলা); ঢাকা১২০৫ মোঃ ০১৭১৭৬৩৬৩৫৩, ০১৯১১৫৯৭৭৮০ website: dr-babajahangir.com
জয়গুরু বাবা জাহাঙ্গীর আমার কিছু পরামর্শ আপনার কাছ থেকে নেওয়া দরকার সেটা হলো গ্যাস্টিক সংক্ষেপে কিছু ওষুধের উপকরণ আপনার কাছ থেকে আমি জানতে চাই কি ওষুধ খেলে আমি ভালো হতে পারি জয়গুরু বাবা জাহাঙ্গীর আপনার বেদম
মুর্শিদ মোরাকাবার নিয়মের উপর যদি কোন ভিডিও আপলোড করতেন তাহলে আমরা যারা দূরে আছি, ইচ্ছা থাকা সত্ত্বেও বাবার দরবারে যেতে পারছি না, তারা খুবই উপকৃত হতাম। বাসায় নির্জনে মোরাকাবার অনুশীলন কিছুটা হলেও করতে পারতাম।
আল্লাহ তা'য়ালা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ ও তাঁর রাসূলগণের প্রতি অবিশ্বাস করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস ও তাঁর রাসূলগণের বিশ্বাসের মধ্যে পার্থক্য করতে ইচ্ছে করে এবং বলে যে, আমরা কতিপয়কে বিশ্বাস করি ও কতিপয়কে অবিশ্বাস করি, এবং তারা এ মধ্যবর্তী পথ অবলম্বন করতে ইচ্ছে করে [সূরা নিসা-৪, আয়াত-১৫০] ওরাই প্রকৃতপক্ষে অবিশ্বাসী, এবং আমি অবিশ্বাসীদের জন্যে অবমাননাকর শাস্তি প্রস্তুত করে রেখেছি। [সূরা নিসা-৪, আয়াত-১৫১] এবং যারা আল্লাহ ও তাঁর রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তাদের কোন একজনের সাথে অন্য জনের পার্থক্য করে না-আল্লাহ তাদেরকেই তাঁদের প্রতিদান প্রদান করবেন এবং আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। [সূরা নিসা-৪, আয়াত-১৫২] ব্যাখ্যাঃ এই আয়াতে বর্ণিত হচ্ছে যে, মাত্র একজন নবীকেও যে মানে না সেও কাফির। ইয়াহুদীরা ঈসা (আ) ও মুহাম্মাদ (সা) ছাড়া অন্যান্য সমস্ত নবীকেই মানত। খ্রিষ্টানেরা শুধুমাত্র সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল মুহাম্মাদ (সা) ছাড়া সমস্ত নবীকেই বিশ্বাস করত। সুতরাং এ লোকগুলো যে আল্লাহ্ ও তাঁর রাসূলগণের মধ্য প্রভেদ আনয়ন করত (অর্থাৎ কোন নবীকে মানত ও কোন নবীকে অস্বীকার করত) তা যে, আল্লাহ্ প্রদত্ত দলিলের উপর ভিত্তি করে তা নয়। বরং শুধুমাত্র মনের ইচ্ছা, অত্যন্ত গোঁড়ামি এবং পূর্ব পুরুষের কথার উপর অন্ধ বিশ্বাসের কারণেই তারা এরুপ করত। এর দ্বারা এটাও জানা গেল যে, যে ব্যক্তি মাত্র একজন নবীকে মানে না সে আল্লাহর নিকট সমস্ত নবীকেই অস্বীকারকারী। সুতরাং তারা নিঃসন্দেহেই কাফির। অতঃপর মুহাম্মাদ (সা)-এর উম্মতের প্রশংসা করা হচ্ছে যে, তাঁরা আল্লাহ্ তা'য়ালার উপর বিশ্বাস স্থাপন করতঃ সমস্ত নবীকেই বিশ্বাস করে তাঁদের (নবীদের) মধ্যে ভিন্নতা সৃষ্টি করে না। (অর্থাৎ সমস্ত নবী-রাসূলকেই বিশ্বাস করে)। আল্লাহ্ তায়ালার শেষ গ্রন্থ কুরআন কারীমের উপর ঈমান এনে অন্যান্য সমস্ত আসমানি কিতাবকেও বিশ্বাস করে। এরপর তাঁদের (মুসলিমদের) প্রতিদান সম্পর্কে আল্লাহ তা'য়ালা বলেন যে, তিনি তাদেরকে তাদের আল্লাহ্ ও তাঁর রাসূলের [নবী মুহাম্মাদ (সা)] উপর ঈমান আনয়নের কারণে সত্বরই প্রতিদান প্রদান করবেন। তারা যদি কোন পাপকার্যও করে বসে তবুও তিনি তাদেরকে ক্ষমা করে দিবেন এবং তাদের উপর স্বীয় করুণা বর্ষণ করবেন। কেননা তিনি ক্ষমাশীল ও করুণাময়। [তাফসীর ইবনে কাসির (র)] স্রষ্টা (আল্লাহ্ তা'য়ালা) হলেন এক এবং একক সত্তা। সৃষ্টি [নবী মুহাম্মাদ (সা)] হলেন তাঁর [আল্লাহর] বান্দা ও রাসূল। স্রষ্টা [আল্লাহ তা'য়ালা] এবং সৃষ্টি [নবী মুহাম্মাদ (সা)] পৃথক। একে অপরের অংশ নন। [Mashuk alam] ২৭/১১/২০২০
প্রত্যেক রাসুলই নবী,কিন্তু সব নবী রাসুল নন।এতো সুন্দর কথার পর খাতমূন নব্যুয়াতের পর খাতমুন রাসুল বলা নিস্প্রয়োজন। তাই খাতমূন নাবিয়্যিনের পর রাসূলেরও পরিসমাপ্তি ঘটেছে।
সানজানা,আপনার ভাষার মার্জনীয়তা বজায় রাখা প্রয়োজন।যৌক্তিক আলোচনায় আমার কথা খন্ডন করতে পারলে আপনার কথা আমি মেনে নেবো। আপনি যদি খাতমুন নব্যুয়াত না মানেন তবে খাতমুন রাসুল নিয়ে পড়ে থাকলে আপনার ঈমান থাকা বা না থাকা নিয়ে প্রশ্ন উঠে। খাতমুন নব্যুয়াত না হলে খাতমুন রাসুল হবার প্রশ্নই উঠেনা।
দাড়ি আবু লাহাব, আবু জাহেল, মোয়াবিয়া, এজিদ, মীর জাফর, মীর সাদিক এবং গোলাম আযমেরও ছিল। উনি নবীজীর সবচেয়ে বড় সুন্নত "হেরা গুহার ধ্যান সাধনা" পালন করেন। তারই সূত্র ধরে বাবা নরসিংদী জেলার শিবপুর থানার নৌকাঘাটা গ্রামে একটি মোরাকাবা মোশাহেদা অর্থাৎ ধ্যান সাধনার স্কুল খুলেছেন। বর্তমান মোল্লারা নবীজীর এই ধ্যান সাধনা বা মোরাকাবা-মোশাহেদা নামক সুন্নতটি পালন তো দূরের কথা বরং অস্বীকার করে থাকে। অথচ, নবিজী কোরান পেলেন হেরা গুহায়, রুহুল কুদ্দুসের সাক্ষাৎ পেলেন সেই সাধনার ফলে। যা তিনি তাঁর উম্মতদের শিক্ষার জন্য করে গেলেন, শুধু মুখে বলে গেলেই পারতেন, কিন্তু নিজের জীবনে তা করে দেখিয়ে দিলেন, যদিও আদম সৃষ্টির আগেই নবি ছিলেন। ruclips.net/video/h4oLj_R4IyU/видео.html
@@alifhosenhosen3116 ধর্মীয় সাইনবোর্ড 'দাঁড়ি' ও আজমির শরীফ খাজা বাবার দরবারের চিফ গদিনশিন প্রসঙ্গে কিছু কথা: খাজা মঈনুদ্দিন চিশতী (আ.) এর মাজারে সুন্দর সময় কাটে সৈয়দ পারভেজ চিশতী দাদার সাথে । তিনিই হচ্ছেন Chief (প্রধান) গদিনশিন, যা ছবিতে দেখতে পাচ্ছেন, পিছনে মাথার উপর লেখা রয়েছে । খাজা বাবার দরবারে তিনিই একটু ব্যতিক্রম তথা আলাদা চরিত্রের । তাঁর হাটা চলা, কথা বলা, ভাব, ভঙ্গিতে রয়েছে আলাদা রকমের সৌন্দর্য । তিনি লম্বায় ৬ ফিট, স্লিম বডি, দেখতে হিরোদের মত । তাঁর মত স্মার্ট ম্যান আজমিরে আর চোখে পড়ে নি । দরবারে থাকাকালীন বেশ কয়েকবার কথা হয় তাঁর সাথে । এই অল্প সময়ের মধ্যেই কিভাবে যেন তাঁর সাথে এক গভীর সম্পর্ক তৈরি হয়ে যায় । তিনি জানতে চাইলেন রোজা আছি কি না, উত্তরে বললাম: না, রোজা রাখি না । তারপর তিনি চা পানির ব্যবস্থা করতে চাইলেন, আমরা বাঁধা দিলাম । কথা হলো অনেক সময় ধরে । একটা পর্যায়ে তিনি আমার বাংলাদেশী মোবাইল নাম্বারটি চাইলেন এবং তাঁর পার্সোনাল মোবাইলে সেভ করে রাখলেন; আর আমাকেও তাঁর পার্সোনাল মোবাইল নাম্বারটি দিয়ে রাখলেন । যাইহোক, যা বলতে চাচ্ছি: আমার কাছে সবচেয়ে ভাল লেগেছে তাঁর স্মার্টনেস । বিশেষ করে খাজা বাবার মাজারের চিফ গদিনশিনের মুখে মৌলবাদের সাইনবোর্ড দাঁড়ির চিহ্নমাত্র না থাকার বিষয়টি আমাকে খুব বেশি অবাক করেছে !! (উল্লেখ্য যে, সেখানে প্রায় সব খাদেমের মুখেই দাঁড়ি নেই)। চিফ গদিনশিনের মুখে দাঁড়ি না থাকার আদর্শটি প্রমাণ করে যে, এই দাঁড়ি গোঁফ সাধনার কোন অংশ নয় । ধর্মের উপর দেহের বিভিন্ন স্থানের, চুল-পশমের কোন গুরুত্ব বা ভূমিকা নেই । আত্মার মুক্তি অর্জনে কোন কালেই দাঁড়ির কোন ভূমিকা ছিল না, থাকতে পারে না । আর দাঁড়ি কখনোই একজন মানুষের সুন্দর পরিচিতি হতে পারে না । তাছাড়া- আল্লাহর (পরমের) পরিচয়ও দাঁড়ি গোঁফ না ওঠা বালকের ন্যায় (হাদিস)। রসুলের ১৭ সুন্নতের ভিতর দাঁড়ির কোন অস্তিত্ব নেই । তা সত্ত্বেও এজিদ বাহিনীরা সমাজকে করে তুলেছে টুপি দাঁড়ি নির্ভর, এবং ইসলামের নামে গড়ে তুলেছে নতুন আরেক পৌত্তলিক সমাজ_১ । দাঁড়ি-টুপিকে যখন সুন্নত বলে সমাজে চাপিয়ে দেয়া হলো, তখনই রসুলের বিজ্ঞানময় সুন্নত পাথর-চাপা পড়লো; ফলে মুসলিম জাতি ধর্মের সত্য থেকে বহু দূরে সরে গেলো । ইসলামে যদি দাঁড়ির বিশেষ কোন ভূমিকা থাকতো তাহলে হযরত বেলাল (র.) অবশ্যই দাঁড়ি রাখতেন । কিন্তু তিনি মহানবি (স.) কর্তৃক মনোনিত ইসলামের প্রথম মুয়াজ্জিন হওয়া সত্বেও তাঁর মুখে দাঁড়ির চিহ্ন ছিল না । হযরত বু-আলী শাহ্ কলন্দর বাবাও দাঁড়ি চেষে ফেলেছেন; আল্লামা ইকবাল ও জাতীয় কবি নজরুল দাঁড়ির বিরোধীতা করেছেন; আমার মুর্শিদকে দেখেছি বৃদ্ধ বয়সেও দাঁড়ি চেষে ফেলতে । কারণ আত্মশুদ্ধি লাভে দাঁড়ির কোন ভূমিকা নেই; এই দাঁড়ির সাথে ধর্মের কোন যোগসূত্র নেই, কামালিয়তের কোন সম্পর্ক নেই !! টিকা: ১. দাঁড়ি ছিল তদানিন্তন পৌত্তলিক আরব সমাজে নেতা নির্বাচনের প্রধান মাপকাঠি । স্কেল বা ফিতা দিয়ে দাঁড়ি মেপে আরব দেশে নেতা নির্বাচন করা হতো । এ জন্য পৌত্তলিকদের মধ্যে আদিকাল থেকেই দাঁড়ির প্রতিযোগিতা চলতো । সেই থেকেই দাঁড়ি রাখা সামাজিক ও ধর্মীয় বিধান (সুন্নত) হিসেবে গুরুত্ব পেয়েছে । আবু জাহেলের দাঁড়ি সবচেয়ে লম্বা ছিল বিধায় তিনিই সমাজ নেতার দায়িত্ব পেয়েছিলেন । পৌত্তলিকদের সেই কালচার বা প্রথাকে (যা রসুলেরও নয়, কোরান সম্মতও নয়) মুসলিম ধর্মের লগো এবং রসুলের সুন্নত নামে চালিয়ে দেয়া হয়েছে । ইয়াজিদের বেশ লম্বা দাঁড়ি ছিল, তার পিতা মুয়াবিয়া এবং দাদা আবু সুফিয়ানেরও লম্বা দাঁড়ি ছিল । তাদের পূর্বপুরুষদের সেই বংশীয় অভিজাত, ঐতিহ্য ও আদর্শ যেন সমাজ থেকে একেবারে মুছে না যায় সেটারই আজীবন মেয়াদী ব্যবস্থা করে রেখে গেছে দাঁড়ি সংক্রান্ত জাল হাদিস তৈরির মাধ্যমে !!
@@bookofbabajahangir3934 ভাই দাড়ি কোনো সাইনবোর্ড না এটা হলো রাসুলে আরাবির সুন্নাত যদি আপনি এই কথা বলে থাকেন তাহলে আপনার ঈমান থাকবে না আপনি খাজা বাবা বলেন বড় পিড় বলেন দুনিয়ার যত পিড় আউলীয়া বলেন সবাই রাসুলের কাছে ধরা কারন আমার প্রিয় রাসুলের সাফায়াত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না
ইশকের ক্রিয়া এমন, যাহার কারণে লিখিতে বসিলেই কলম ফাটিয়া চৌচির হইয়া যায়।মাওলানা জালাল উদ্দিন রুমি (রহঃ) আমরা আমাদের ** মহাকাল** Channel টিতে আমর মহাপুরুষদের বানী ও জীবনী নিয়ে কাজ করি । ভাল লাগলে আমাদের **মহাকাল** Channel এ ঘুরে আসতে পারেন Subscribe করতে পারেন। Channel এ ঘুরে আসতে উপরে বাম দিকে আকাশী রং এর গোলাকার লোগোতে ক্লিক করুন ।
✳️✳️সুফিবাদ প্রকাশনালয় এখন অনলাইনে☑️😍ruclips.net/user/QalanderBabaJahangirBD বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বই বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরাই দিচ্ছি একদম পাইকারী মূল্যে। বাবা জাহাঙ্গীরের লিখিত বই এর নাম ও তার মূল্য নিচে দেওয়া হলোঃ ১।মারেফতের গোপন কথা (১০০ টাকা) ২।মারেফতের গোপন আলাপ (৬০ টাকা) ৩।মারেফতের বানী (১০০ টাকা) ৪।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-১ম খন্ড (১০০ টাকা) ৫।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-২য় খন্ড (৬০ টাকা) ৬।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-৩য় খন্ড (১০০ টাকা) ৭।ইতিহাস নয় সুফিবাদের রহস্য (১০০টাকা) ৮।নিহ্নবে চিত্তদাহ সুফিবাদ সার্বজনীন (১০০ টাকা) ৯।শরিয়তি শয়তান মারেফতি শয়তান (১০০ টাকা) ১০।কোরানের দৃষ্টিতে নামাজ ৮২ বার (১০ টাকা) ১১।গান বাজনার দলিল (৬০টাকা) ১২।ফকিরির আসল কথা (৬০টাকা) ১৩।ফকিরির গোপন কথা (৬০টাকা) ১৪।শরিয়তি সেজদা মারেফতি সেজদা (৬০ টাকা) ১৫।কোরানুল মাজিদ ১৫ পারা (হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা) (৪০০ টাকা) ১৬।মারেফতের গোপন দর্শন অনেকের অজানা (১০০ টাকা) ১৭।মারেফতের গোপন ভেদ-রহস্য(১০০ টাকা) ১৮।মারেফতের গোপন আলোচনা(৬০ টাকা) ১৯।রোজা ইফতার হজ্জ জাকাত ও কোরবানী (১০টাকা) ২০.মারেফতের গোপনেরও গোপন কথা (২০০টাকা) ২১.সুফিবাদের গোপনেরও গোপন কথা [উক্ত তালিকার ১২,১৩,১৬,১৭ও ১৮ নং এই পাঁচটি বই একসাথে](৪০০টাকা) ২২.ফকিরির গোপনেরও গোপন কথা [সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ ১,২,৩ ও ৪ খন্ড একসাথে] (৩০০টাকা) ২৩.মগ্ন তখন মোরাকাবায় -সৈয়দ তারিক(৬০টাকা) ২৪.উদয়ের পথে -মেহেদী মাসুদ (৬০টাকা) ২৫.মসনবী শরীফ (১ম খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (১৫০টাকা) ২৬.মসনবী শরীফ (২য় খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (১০০টাকা) ২৭.দেওয়ানে বু আলী শাহ কলন্দর (১ম খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (১০০টাকা) ২৮.দেওয়ানে বু আলী শাহ কলন্দর (২য় খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (৬০টাকা) ২৯.দেওয়ানে বু আলী শাহ কলন্দর (৩য় খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (৬০টাকা) এ সকল বই গুলো পেতে কল করূন এই নাম্বারেঃ ০১৭১৭৬৩৬৩৫৩, ০১৯১১৫৯৭৭৮০ #বি_দ্র: বই পড়ে যদি ভালো না লাগে উক্ত নাম্বারে কল দিয়ে আপনার টাকা বুঝে নিন। ঠিকানা- সুফিবাদ প্রকাশনালয় ১০৮ নিউ এলিফ্যান্ট রোড( ২য় তলা); ঢাকা১২০৫ মোঃ ০১৭১৭৬৩৬৩৫৩, ০১৯১১৫৯৭৭৮০ website: dr-babajahangir.com
রাসূল ও নবী এর মধ্যে কোন পার্থক্য নেই। কুরআন করিমে কোথাও বলা নেই যে নবী আলাদা রসূল আলাদা,,,,,,, যদি নবী ও রাসূল আলাদা হয় তাহলে কুরআন করিমে থেকে দলিল যে কেউ দেন দেখি।
এমন সজ্জিত সিংহাসনে বসিয়া ভোগের অঢেল সরবরাহে সিক্ত হয়ে যখন নিরাসক্তের বানী উচ্চারিত হয় , ওয়াস ওয়াসিল খান্নাসের ধ্বনি অনুরণিত হয় ,তখন বক্তা কি বক্র কথা বলেন না ? তিনি কি আত্মবিরোধী (self contradiction) হয়ে আত্মবিনোদনে ভোগেন ?
আল্লাহ আল্লাহ আল্লাহ তুমি আমাদের হেফাজত করো । লা ইলাহা ইললালাহু মোহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটার অর্থ মনে হয় তিনি জানেন না ।যে ব্যাখ্যা করলেন বাও রে ? এই কথাটা কি উদ্দেশ্য বলা হয় তাও হয়তো জানেন না ? ইসলামের নাম বিক্রি করছেন ভাই এখনো সময় আছে সাবধান হয়ে যান ।আর ইসলাম ধর্মের বাহিরে নিজে মনগড়া কথা বলতে চাইলে নতুন ধর্ম তৈরি করেন এতে শয়তান খুশি হবে পয়সা পাতিও দিতে পারে ।এই লোকটা যা বলছেন তা যদি বুঝে থাকেন তাহলে তাকে বলুন ইসলাম ধর্ম আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ।ইতরামি করতে চাইলে বাইরে গিয়ে করেন ইসলামের নাম নিয়ে কেন ?
ওনার কথা ঠিক ! কিন্তু আমার ওবুজ মানুষ বুজবে না! সবাই শুধু দেখে কোন দিতে গালি দিলে ভাল হয় ! ভাই কেউ কার না! জার জার ধর্ম তার তার কাছে আমি খারাপ কাজ করলে কেউ আমাকে ধর্ম দিবে না! কাজেই আগে নিজে কে ঠিক করো ! নিজেই মানুষ না ! আরেক জনকে খারাপ বল কেন ! আমার ভুল হলে ক্ষমা করবেন ! ধন্যবাদ সবাইকে
Prothom guru dhora shukkho shirk. Tarporeo dhorte hobe. R last a giye ami e amar guru hoye jabo. Mane amie amar Allah hoye jabo ba Allah r amar moddhe kono difference thakbe na. Tai to? Tahole to ak ak jon guru ak ak jon Allah already hoye gecen. Just unader nijer kolponar rajjo porjontoi. Er beshi jodi apnader Allah shottar khomota thakto tahole apnara ki ki kore dekhanor khomota rakhen ta vebei ami obak. Beshi kicu bolte gele apnader motoi abol-tabol bola hoye jete pare. Tai dua kori Allah amar-apnar shobar imaan k mojbut korun. Ameen
সকল ভন্ডের দলের শুন. কোরান ও হাদিস পড়ো. আল্লাহর নবী বলেসেন .... বাবা একজন এই তা হলো নিজের বাবা. পীর কে বাবা বলা যাবে না. নিজের বাবা-মা কে ভালো ভাবে দেখা শুনা করো. টাকা পয়সা দেও.
Sob thik ase, kintu onar dharona ektu sekale, guru dhorte hoy manlam karon alor poth dekhabe, but guru ta kono human or ektay human hobe, ei logic ei 2020 te cholbena, ekhn manush pura world theke knowledge gather kore jekhan theke icca, sheikhan theke shikbe normal.Ekjon guru theke shikle sikhar cheye kom sikha hobe ulta, so apnar guru or sikkhok apni nije,gyan choray asr proti point e pointe, so jevabe paren jar theke paren sikhen, din sesh e apni apnar brain ke diben other wise sudhu guru dokkhnina diben🙄, but apni sekale manush hole jaite paren ei shei manush theke.but ekjon proper educated manush nijei parbe
সত্যের পথে মানুষের অভাব তো হবেই এটা আগে থেকেই জারা বজে কমেন্ট করে তারা নামাজি লোক তাদের দলের লোকেরা ইমাম হাসানকে কারবলার জমিনে শহিদ করছে। এই নামাজিরা কোনো দিনও নবীর আহালে বায়াতকে মানেনি আর মানবেও না
P
জয়গুরু
Hmm right
আগে এই জাহেল ভন্ডটাকে বিসমিল্লাহ শুদ্ধ ভাবে পড়া শিখতে বলুন।
হুম ভাইজান
বাবা আমার স্বপ্নে একবার মুরিদ করেছেন আমায় ।। আফসোস এরকম একজন মানুষ আর পাবো না ।। সারা দিন শুধু তার ওয়াজ শুনি ।। আর নিজের মাঝে নিজে হারিয়ে যাই ❤
অসাধারন কথা মালা😍
জয় গুরু
জয় আধ্যাত্বিক গুরু
জয় কামেলে মুর্শিদ মুকাম্মেল
জয় শিক্ষা গুরু।
🙏🏻❤️
ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব্বাল্লাহ, ইয়া নাবি আল্লাহ, ইয়া নুর আল্লাহ, ইয়া রহমতাল্লিল আলামিন, ইয়া গাউছে ছামদানী কুতুবে রব্বানী মাহাবুবে সোবহানী শেখ সৈয়্যেদ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জীলানি আল হাসাঈনি ওয়াল হোসাঈনি হযরত আলী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
কালান্দার ডা.বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী পাঁচ হাজার কোটি বছরে এইরকম মহা মানব আর হবেনা এই পৃথিবীতে আফসচ ###
জয় গুরু বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী
জীবনে বড় দুঃখ জীবীত অবস্থায় তাহার(গুরু) সাথে সাক্ষাৎ হলো না
উনারকে আমি অন্তত থেকে সন্মান করি তবে এই ভিডিওতে সাঁইজির কথা বলার জন্য উনার প্রতি ভালবাসা আরও গভীর হলো আল্লাহ পাক যেন উনার প্রতি সহায়ক হন
সত্য কথা বলেছিল আমাদের মহা নবী হযরত মোহামদ সাললাহু আলাইহি অসাললাম দয়াল নবীজি কোটী কোটী সালাম আপনার কদমে
So valuable speech and enough for change life.....
✳️✳️সুফিবাদ প্রকাশনালয় এখন অনলাইনে☑️😍ruclips.net/user/QalanderBabaJahangirBD
কালান্দার বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বই বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরাই দিচ্ছি একদম পাইকারী মূল্যে।
বাবা জাহাঙ্গীরের লিখিত বই এর নাম ও তার মূল্য নিচে দেওয়া হলোঃ
১।মারেফতের গোপন কথা (১০০ টাকা)
২।মারেফতের গোপন আলাপ (৬০ টাকা)
৩।মারেফতের বানী (১০০ টাকা)
৪।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-১ম খন্ড (১০০ টাকা)
৫।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-২য় খন্ড (৬০ টাকা)
৬।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-৩য় খন্ড (১০০ টাকা)
৭।ইতিহাস নয় সুফিবাদের রহস্য (১০০টাকা)
৮।নিহ্নবে চিত্তদাহ সুফিবাদ সার্বজনীন (১০০ টাকা)
৯।শরিয়তি শয়তান মারেফতি শয়তান (১০০ টাকা)
১০।কোরানের দৃষ্টিতে নামাজ ৮২ বার (১০ টাকা)
১১।গান বাজনার দলিল (৬০টাকা)
১২।ফকিরির আসল কথা (৬০টাকা)
১৩।ফকিরির গোপন কথা (৬০টাকা)
১৪।শরিয়তি সেজদা মারেফতি সেজদা (৬০ টাকা)
১৫।কোরানুল মাজিদ ১৫ পারা (হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা) (৪০০ টাকা)
১৬।মারেফতের গোপন দর্শন অনেকের অজানা (১০০ টাকা)
১৭।মারেফতের গোপন ভেদ-রহস্য(১০০ টাকা)
১৮।মারেফতের গোপন আলোচনা(৬০ টাকা)
১৯।রোজা ইফতার হজ্জ জাকাত ও কোরবানী (১০টাকা)
২০.মারেফতের গোপনেরও গোপন কথা (২০০টাকা)
২১.সুফিবাদের গোপনেরও গোপন কথা [উক্ত তালিকার ১২,১৩,১৬,১৭ও ১৮ নং এই পাঁচটি বই একসাথে](৪০০টাকা)
২২.ফকিরির গোপনেরও গোপন কথা [সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ ১,২,৩ ও ৪ খন্ড একসাথে] (৩০০টাকা)
২৩.মগ্ন তখন মোরাকাবায় -সৈয়দ তারিক(৬০টাকা)
২৪.উদয়ের পথে -মেহেদী মাসুদ (৬০টাকা)
২৫.মসনবী শরীফ (১ম খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (১৫০টাকা)
২৬.মসনবী শরীফ (২য় খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (১০০টাকা)
২৭.দেওয়ানে বু আলী শাহ কলন্দর (১ম খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (১০০টাকা)
২৮.দেওয়ানে বু আলী শাহ কলন্দর (২য় খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (৬০টাকা)
২৯.দেওয়ানে বু আলী শাহ কলন্দর (৩য় খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (৬০টাকা)
এ সকল বই গুলো পেতে কল করূন এই
নাম্বারেঃ
০১৭১৭৬৩৬৩৫৩, ০১৯১১৫৯৭৭৮০
#বি_দ্র: বই পড়ে যদি ভালো না লাগে উক্ত নাম্বারে কল দিয়ে আপনার টাকা বুঝে নিন।
ঠিকানা-
সুফিবাদ প্রকাশনালয়
১০৮ নিউ এলিফ্যান্ট রোড( ২য় তলা); ঢাকা১২০৫
মোঃ ০১৭১৭৬৩৬৩৫৩, ০১৯১১৫৯৭৭৮০
website: dr-babajahangir.com
জয়গুরু জয়গুরু ❤❤❤
জয় গুরু 🙏❤️
জয়গুরু বাবা জাহাঙ্গীর আমার কিছু পরামর্শ আপনার কাছ থেকে নেওয়া দরকার সেটা হলো গ্যাস্টিক সংক্ষেপে কিছু ওষুধের উপকরণ আপনার কাছ থেকে আমি জানতে চাই কি ওষুধ খেলে আমি ভালো হতে পারি জয়গুরু বাবা জাহাঙ্গীর আপনার বেদম
আমি পুরো কথা গুলি মোটামুটি শুনলাম। তাতে যা বুজলাম, ওনাকে পাবনা পাগলা হাসপাতাল পাঠাতে হবে।
পাবনায় এত বড় পাগলের চিকিৎসা হয়না।
১০০% সত্য আল্লাহ রাসুল, আর রাসূলি আল্লাহ। ❤
Always unbeaten legendary king of the world No.1 Baba Jahangir Rasul Allah and son's...
অনেক ভালো লাগলো ❤
জয় মহারাজের জয়🙏🙏🙏
🙏🏻❤️
মুসলিম জাতি এই কথার অর্থ বুঝতে পারে। এরা শুধু বুঝে মারামারি, গালাগালি, এটাই শান্তির ধর্ম।
ভারতে ইসলাম আসার পূর্বও এখানে মারামারি-কাটাকাটি ছিল। সুতরাং না বুঝে কমেণ্ট নাকরাই ভাল। এ সব বাবারা পথভ্রষ্ট, ভন্ড।
sd nath উল্টাপুল্টা কথা কইলে ত মারবই
হুম ঠিক বলছেন ভাই
দয়াল আমার
জ্ঞান ভান্ডারে স্বাগতম।
আমিন
অসাধারন।জয়গুরু।
জয় গুরু দরদী
🙏🏻❤️
মুর্শিদ মোরাকাবার নিয়মের উপর যদি কোন ভিডিও আপলোড করতেন তাহলে আমরা যারা দূরে আছি, ইচ্ছা থাকা সত্ত্বেও বাবার দরবারে যেতে পারছি না, তারা খুবই উপকৃত হতাম। বাসায় নির্জনে মোরাকাবার অনুশীলন কিছুটা হলেও করতে পারতাম।
ভিডিও গুলো দেখার জন্য অনুরোধ রইলো
👇🏻
ruclips.net/video/st7TQJVDt60/видео.html
👇🏻
ruclips.net/video/h4oLj_R4IyU/видео.html
কার কাছে কি চাইতাছেন?কোরআনা ও নবীর সুন্নতে কি বিশ্বাস নাই?
@@saifulislam-vx4ub ভাই কোনি কোন দরবার শরীফ এর পীর
@@azadmaih2284 জানিনা ভাই।
আল্লাহ তা'য়ালা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ ও তাঁর রাসূলগণের প্রতি অবিশ্বাস করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস ও তাঁর রাসূলগণের বিশ্বাসের মধ্যে পার্থক্য করতে ইচ্ছে করে এবং বলে যে, আমরা কতিপয়কে বিশ্বাস করি ও কতিপয়কে অবিশ্বাস করি, এবং তারা এ মধ্যবর্তী পথ অবলম্বন করতে ইচ্ছে করে
[সূরা নিসা-৪, আয়াত-১৫০]
ওরাই প্রকৃতপক্ষে অবিশ্বাসী, এবং আমি অবিশ্বাসীদের জন্যে অবমাননাকর শাস্তি প্রস্তুত করে রেখেছি।
[সূরা নিসা-৪, আয়াত-১৫১]
এবং যারা আল্লাহ ও তাঁর রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তাদের কোন একজনের সাথে অন্য জনের পার্থক্য করে না-আল্লাহ তাদেরকেই তাঁদের প্রতিদান প্রদান করবেন এবং আল্লাহ ক্ষমাশীল, করুণাময়।
[সূরা নিসা-৪, আয়াত-১৫২]
ব্যাখ্যাঃ এই আয়াতে বর্ণিত হচ্ছে যে, মাত্র একজন নবীকেও যে মানে না সেও কাফির। ইয়াহুদীরা ঈসা (আ) ও মুহাম্মাদ (সা) ছাড়া অন্যান্য সমস্ত নবীকেই মানত। খ্রিষ্টানেরা শুধুমাত্র সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল মুহাম্মাদ (সা) ছাড়া সমস্ত নবীকেই বিশ্বাস করত। সুতরাং এ লোকগুলো যে আল্লাহ্ ও তাঁর রাসূলগণের মধ্য প্রভেদ আনয়ন করত (অর্থাৎ কোন নবীকে মানত ও কোন নবীকে অস্বীকার করত) তা যে, আল্লাহ্ প্রদত্ত দলিলের উপর ভিত্তি করে তা নয়। বরং শুধুমাত্র মনের ইচ্ছা, অত্যন্ত গোঁড়ামি এবং পূর্ব পুরুষের কথার উপর অন্ধ বিশ্বাসের কারণেই তারা এরুপ করত। এর দ্বারা এটাও জানা গেল যে, যে ব্যক্তি মাত্র একজন নবীকে মানে না সে আল্লাহর নিকট সমস্ত নবীকেই অস্বীকারকারী। সুতরাং তারা নিঃসন্দেহেই কাফির।
অতঃপর মুহাম্মাদ (সা)-এর উম্মতের প্রশংসা করা হচ্ছে যে, তাঁরা আল্লাহ্ তা'য়ালার উপর বিশ্বাস স্থাপন করতঃ সমস্ত নবীকেই বিশ্বাস করে তাঁদের (নবীদের) মধ্যে ভিন্নতা সৃষ্টি করে না। (অর্থাৎ সমস্ত নবী-রাসূলকেই বিশ্বাস করে)। আল্লাহ্ তায়ালার শেষ গ্রন্থ কুরআন কারীমের উপর ঈমান এনে অন্যান্য সমস্ত আসমানি কিতাবকেও বিশ্বাস করে। এরপর তাঁদের (মুসলিমদের) প্রতিদান সম্পর্কে আল্লাহ তা'য়ালা বলেন যে, তিনি তাদেরকে তাদের আল্লাহ্ ও তাঁর রাসূলের [নবী মুহাম্মাদ (সা)] উপর ঈমান আনয়নের কারণে সত্বরই প্রতিদান প্রদান করবেন। তারা যদি কোন পাপকার্যও করে বসে তবুও তিনি তাদেরকে ক্ষমা করে দিবেন এবং তাদের উপর স্বীয় করুণা বর্ষণ করবেন। কেননা তিনি ক্ষমাশীল ও করুণাময়।
[তাফসীর ইবনে কাসির (র)]
স্রষ্টা (আল্লাহ্ তা'য়ালা) হলেন এক এবং একক সত্তা।
সৃষ্টি [নবী মুহাম্মাদ (সা)] হলেন তাঁর [আল্লাহর] বান্দা ও রাসূল।
স্রষ্টা [আল্লাহ তা'য়ালা] এবং সৃষ্টি [নবী মুহাম্মাদ (সা)] পৃথক। একে অপরের অংশ নন।
[Mashuk alam]
২৭/১১/২০২০
৫৩ বছর কুরআনের গবেষণা করে এখনো যে ব্যক্তি সঠিক ভাবে আয়াত উচ্চারন করতে পারেনা সে কিভাবে সঠিক ধারনা দিবে কুরআন সম্পর্কে
আরে মূর্খ উচ্চারন করে কোরআন পড়া আর কোরআন বুঝা কি এক হয় ???
হায়রে মুর্খরে,,
বেশি বুঝে গবেষণা করতে করতে জীবন শেষ
জয় গুরু
অসাধারন আলোচনা
চমৎকার আলোচনা
সত্য কথা বলেছেন তিনি বাবা
Dorud apnar upore'
you are the best baba Jahangir
Amen papa amen papa 🤲🏻🤲🏻🤝
মূর্খরা বুঝেনা এই কথার মানে
আল্লাহ পাক যারে কৃপা করে সেই কেবল বুঝতে পারে এখানে মূর্খ শিক্ষিতর কোন বিষয় না তাই আপনাদের কাছে অনুরোধ কাওকে ছোট করে দেখা ঠিক হবেনা
প্রত্যেক রাসুলই নবী,কিন্তু সব নবী রাসুল নন।এতো সুন্দর কথার পর খাতমূন নব্যুয়াতের পর খাতমুন রাসুল বলা নিস্প্রয়োজন।
তাই খাতমূন নাবিয়্যিনের পর রাসূলেরও পরিসমাপ্তি ঘটেছে।
Tor matha
সানজানা,আপনার ভাষার মার্জনীয়তা বজায় রাখা প্রয়োজন।যৌক্তিক আলোচনায় আমার কথা খন্ডন করতে পারলে আপনার কথা আমি মেনে নেবো।
আপনি যদি খাতমুন নব্যুয়াত না মানেন তবে খাতমুন রাসুল নিয়ে পড়ে থাকলে আপনার ঈমান থাকা বা না থাকা নিয়ে প্রশ্ন উঠে।
খাতমুন নব্যুয়াত না হলে খাতমুন রাসুল হবার প্রশ্নই উঠেনা।
প্রত্যেক নবীই রাসূল কিন্তু প্রত্যেক রাসুল নবী নন
তুমি ইগুরু
জয় দয়াময়
🙏🏻❤️
উনার আলোচনা বুঝার তৌফিক দান করুন হে আমার মালিক,,,
এ আবার কোন গজব??
আপনি সঠিক কথা বলেছেন।এই কথা গুলো সাধারণ মানষ বুঝবে না।
tahole ki potibondi hote hobe naki bojar jonno
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
বাবা জান
ওনার মুখে রাসুলের ছুন্নত নাই সে আবার নাকি বাবা কি বাবা আল্লাহ ভালো জানে আল্লাহ তাদেরকে হেয়েদায়ত করো
দাড়ি আবু লাহাব, আবু জাহেল, মোয়াবিয়া, এজিদ, মীর জাফর, মীর সাদিক এবং গোলাম আযমেরও ছিল। উনি নবীজীর সবচেয়ে বড় সুন্নত "হেরা গুহার ধ্যান সাধনা" পালন করেন। তারই সূত্র ধরে বাবা নরসিংদী জেলার শিবপুর থানার নৌকাঘাটা গ্রামে একটি মোরাকাবা মোশাহেদা অর্থাৎ ধ্যান সাধনার স্কুল খুলেছেন। বর্তমান মোল্লারা নবীজীর এই ধ্যান সাধনা বা মোরাকাবা-মোশাহেদা নামক সুন্নতটি পালন তো দূরের কথা বরং অস্বীকার করে থাকে। অথচ, নবিজী কোরান পেলেন হেরা গুহায়, রুহুল কুদ্দুসের সাক্ষাৎ পেলেন সেই সাধনার ফলে। যা তিনি তাঁর উম্মতদের শিক্ষার জন্য করে গেলেন, শুধু মুখে বলে গেলেই পারতেন, কিন্তু নিজের জীবনে তা করে দেখিয়ে দিলেন, যদিও আদম সৃষ্টির আগেই নবি ছিলেন।
ruclips.net/video/h4oLj_R4IyU/видео.html
এগুলো হলো সব ভন্ডামি ইসলাম কখনো এগুলার সাথে আপস করবেনা
আজ তাদের কারনে ইসলামের প্রতি বিশ্বাস হারিয়ে যাচ্ছে মানুষের ইসলাম বলে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না আর তারা বলে বাবার পায়ে সিজদা করো
@@alifhosenhosen3116 ধর্মীয় সাইনবোর্ড 'দাঁড়ি' ও
আজমির শরীফ খাজা বাবার দরবারের চিফ গদিনশিন
প্রসঙ্গে কিছু কথা:
খাজা মঈনুদ্দিন চিশতী (আ.) এর মাজারে সুন্দর সময় কাটে সৈয়দ পারভেজ চিশতী দাদার সাথে । তিনিই হচ্ছেন Chief (প্রধান) গদিনশিন, যা ছবিতে দেখতে পাচ্ছেন, পিছনে মাথার উপর লেখা রয়েছে । খাজা বাবার দরবারে তিনিই একটু ব্যতিক্রম তথা আলাদা চরিত্রের । তাঁর হাটা চলা, কথা বলা, ভাব, ভঙ্গিতে রয়েছে আলাদা রকমের সৌন্দর্য । তিনি লম্বায় ৬ ফিট, স্লিম বডি, দেখতে হিরোদের মত । তাঁর মত স্মার্ট ম্যান আজমিরে আর চোখে পড়ে নি । দরবারে থাকাকালীন বেশ কয়েকবার কথা হয় তাঁর সাথে । এই অল্প সময়ের মধ্যেই কিভাবে যেন তাঁর সাথে এক গভীর সম্পর্ক তৈরি হয়ে যায় । তিনি জানতে চাইলেন রোজা আছি কি না, উত্তরে বললাম: না, রোজা রাখি না । তারপর তিনি চা পানির ব্যবস্থা করতে চাইলেন, আমরা বাঁধা দিলাম । কথা হলো অনেক সময় ধরে । একটা পর্যায়ে তিনি আমার বাংলাদেশী মোবাইল নাম্বারটি চাইলেন এবং তাঁর পার্সোনাল মোবাইলে সেভ করে রাখলেন; আর আমাকেও তাঁর পার্সোনাল মোবাইল নাম্বারটি দিয়ে রাখলেন ।
যাইহোক, যা বলতে চাচ্ছি: আমার কাছে সবচেয়ে ভাল লেগেছে তাঁর স্মার্টনেস । বিশেষ করে খাজা বাবার মাজারের চিফ গদিনশিনের মুখে মৌলবাদের সাইনবোর্ড দাঁড়ির চিহ্নমাত্র না থাকার বিষয়টি আমাকে খুব বেশি অবাক করেছে !!
(উল্লেখ্য যে, সেখানে প্রায় সব খাদেমের মুখেই দাঁড়ি নেই)।
চিফ গদিনশিনের মুখে দাঁড়ি না থাকার আদর্শটি প্রমাণ করে যে, এই দাঁড়ি গোঁফ সাধনার কোন অংশ নয় । ধর্মের উপর দেহের বিভিন্ন স্থানের, চুল-পশমের কোন গুরুত্ব বা ভূমিকা নেই । আত্মার মুক্তি অর্জনে কোন কালেই দাঁড়ির কোন ভূমিকা ছিল না, থাকতে পারে না । আর দাঁড়ি কখনোই একজন মানুষের সুন্দর পরিচিতি হতে পারে না । তাছাড়া- আল্লাহর (পরমের) পরিচয়ও দাঁড়ি গোঁফ না ওঠা বালকের ন্যায় (হাদিস)। রসুলের ১৭ সুন্নতের ভিতর দাঁড়ির কোন অস্তিত্ব নেই । তা সত্ত্বেও এজিদ বাহিনীরা সমাজকে করে তুলেছে টুপি দাঁড়ি নির্ভর, এবং ইসলামের নামে গড়ে তুলেছে নতুন আরেক পৌত্তলিক সমাজ_১ ।
দাঁড়ি-টুপিকে যখন সুন্নত বলে সমাজে চাপিয়ে দেয়া হলো, তখনই রসুলের বিজ্ঞানময় সুন্নত পাথর-চাপা পড়লো; ফলে মুসলিম জাতি ধর্মের সত্য থেকে বহু দূরে সরে গেলো । ইসলামে যদি দাঁড়ির বিশেষ কোন ভূমিকা থাকতো তাহলে হযরত বেলাল (র.) অবশ্যই দাঁড়ি রাখতেন । কিন্তু তিনি মহানবি (স.) কর্তৃক মনোনিত ইসলামের প্রথম মুয়াজ্জিন হওয়া সত্বেও তাঁর মুখে দাঁড়ির চিহ্ন ছিল না । হযরত বু-আলী শাহ্ কলন্দর বাবাও দাঁড়ি চেষে ফেলেছেন; আল্লামা ইকবাল ও জাতীয় কবি নজরুল দাঁড়ির বিরোধীতা করেছেন; আমার মুর্শিদকে দেখেছি বৃদ্ধ বয়সেও দাঁড়ি চেষে ফেলতে । কারণ আত্মশুদ্ধি লাভে দাঁড়ির কোন ভূমিকা নেই; এই দাঁড়ির সাথে ধর্মের কোন যোগসূত্র নেই, কামালিয়তের কোন সম্পর্ক নেই !!
টিকা:
১. দাঁড়ি ছিল তদানিন্তন পৌত্তলিক আরব সমাজে নেতা নির্বাচনের প্রধান মাপকাঠি । স্কেল বা ফিতা দিয়ে দাঁড়ি মেপে আরব দেশে নেতা নির্বাচন করা হতো । এ জন্য পৌত্তলিকদের মধ্যে আদিকাল থেকেই দাঁড়ির প্রতিযোগিতা চলতো । সেই থেকেই দাঁড়ি রাখা সামাজিক ও ধর্মীয় বিধান (সুন্নত) হিসেবে গুরুত্ব পেয়েছে । আবু জাহেলের দাঁড়ি সবচেয়ে লম্বা ছিল বিধায় তিনিই সমাজ নেতার দায়িত্ব পেয়েছিলেন । পৌত্তলিকদের সেই কালচার বা প্রথাকে (যা রসুলেরও নয়, কোরান সম্মতও নয়) মুসলিম ধর্মের লগো এবং রসুলের সুন্নত নামে চালিয়ে দেয়া হয়েছে । ইয়াজিদের বেশ লম্বা দাঁড়ি ছিল, তার পিতা মুয়াবিয়া এবং দাদা আবু সুফিয়ানেরও লম্বা দাঁড়ি ছিল । তাদের পূর্বপুরুষদের সেই বংশীয় অভিজাত, ঐতিহ্য ও আদর্শ যেন সমাজ থেকে একেবারে মুছে না যায় সেটারই আজীবন মেয়াদী ব্যবস্থা করে রেখে গেছে দাঁড়ি সংক্রান্ত জাল হাদিস তৈরির মাধ্যমে !!
@@bookofbabajahangir3934 ভাই দাড়ি কোনো সাইনবোর্ড না এটা হলো রাসুলে আরাবির সুন্নাত যদি আপনি এই কথা বলে থাকেন তাহলে আপনার ঈমান থাকবে না আপনি খাজা বাবা বলেন বড় পিড় বলেন দুনিয়ার যত পিড় আউলীয়া বলেন সবাই রাসুলের কাছে ধরা কারন আমার প্রিয় রাসুলের সাফায়াত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না
Very nice
Kothi Bani Baba
খুব ভাল লাগল এমন মধুর বানী শুনে
ষে নিজে ভন্ড, সে অন্যকে ভড ভাবে।ষিনি আল্লাহকে ভালবাসে,রসুল সঃকে ভালবাসে তিনি মানুষকে ভালবাসেন।তিনি আল্লাহর অলিদেরকেও ভালবাসেন,শ্রদ্ধা করেন।তার উপর রসুল সঃ সন্তুষ্ট আল্লাহও সন্তুষ্ট।তিনিই মহাঙগ্যনী হন।তার নাই ভয়,নাই লয়।
জয় গুরু বাবা জান
জয় মূর্তি পূজারী তোমার বাবা তোমার আব্বাজান
ইশকের ক্রিয়া এমন, যাহার কারণে লিখিতে বসিলেই কলম ফাটিয়া চৌচির হইয়া যায়।মাওলানা জালাল উদ্দিন রুমি (রহঃ)
আমরা আমাদের ** মহাকাল** Channel টিতে আমর মহাপুরুষদের বানী ও জীবনী নিয়ে কাজ করি ।
ভাল লাগলে আমাদের **মহাকাল** Channel এ ঘুরে আসতে পারেন Subscribe করতে পারেন।
Channel এ ঘুরে আসতে উপরে বাম দিকে আকাশী রং এর গোলাকার লোগোতে ক্লিক করুন ।
✳️✳️সুফিবাদ প্রকাশনালয় এখন অনলাইনে☑️😍ruclips.net/user/QalanderBabaJahangirBD
বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বই বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরাই দিচ্ছি একদম পাইকারী মূল্যে।
বাবা জাহাঙ্গীরের লিখিত বই এর নাম ও তার মূল্য নিচে দেওয়া হলোঃ
১।মারেফতের গোপন কথা (১০০ টাকা)
২।মারেফতের গোপন আলাপ (৬০ টাকা)
৩।মারেফতের বানী (১০০ টাকা)
৪।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-১ম খন্ড (১০০ টাকা)
৫।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-২য় খন্ড (৬০ টাকা)
৬।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-৩য় খন্ড (১০০ টাকা)
৭।ইতিহাস নয় সুফিবাদের রহস্য (১০০টাকা)
৮।নিহ্নবে চিত্তদাহ সুফিবাদ সার্বজনীন (১০০ টাকা)
৯।শরিয়তি শয়তান মারেফতি শয়তান (১০০ টাকা)
১০।কোরানের দৃষ্টিতে নামাজ ৮২ বার (১০ টাকা)
১১।গান বাজনার দলিল (৬০টাকা)
১২।ফকিরির আসল কথা (৬০টাকা)
১৩।ফকিরির গোপন কথা (৬০টাকা)
১৪।শরিয়তি সেজদা মারেফতি সেজদা (৬০ টাকা)
১৫।কোরানুল মাজিদ ১৫ পারা (হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা) (৪০০ টাকা)
১৬।মারেফতের গোপন দর্শন অনেকের অজানা (১০০ টাকা)
১৭।মারেফতের গোপন ভেদ-রহস্য(১০০ টাকা)
১৮।মারেফতের গোপন আলোচনা(৬০ টাকা)
১৯।রোজা ইফতার হজ্জ জাকাত ও কোরবানী (১০টাকা)
২০.মারেফতের গোপনেরও গোপন কথা (২০০টাকা)
২১.সুফিবাদের গোপনেরও গোপন কথা [উক্ত তালিকার ১২,১৩,১৬,১৭ও ১৮ নং এই পাঁচটি বই একসাথে](৪০০টাকা)
২২.ফকিরির গোপনেরও গোপন কথা [সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ ১,২,৩ ও ৪ খন্ড একসাথে] (৩০০টাকা)
২৩.মগ্ন তখন মোরাকাবায় -সৈয়দ তারিক(৬০টাকা)
২৪.উদয়ের পথে -মেহেদী মাসুদ (৬০টাকা)
২৫.মসনবী শরীফ (১ম খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (১৫০টাকা)
২৬.মসনবী শরীফ (২য় খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (১০০টাকা)
২৭.দেওয়ানে বু আলী শাহ কলন্দর (১ম খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (১০০টাকা)
২৮.দেওয়ানে বু আলী শাহ কলন্দর (২য় খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (৬০টাকা)
২৯.দেওয়ানে বু আলী শাহ কলন্দর (৩য় খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (৬০টাকা)
এ সকল বই গুলো পেতে কল করূন এই
নাম্বারেঃ
০১৭১৭৬৩৬৩৫৩, ০১৯১১৫৯৭৭৮০
#বি_দ্র: বই পড়ে যদি ভালো না লাগে উক্ত নাম্বারে কল দিয়ে আপনার টাকা বুঝে নিন।
ঠিকানা-
সুফিবাদ প্রকাশনালয়
১০৮ নিউ এলিফ্যান্ট রোড( ২য় তলা); ঢাকা১২০৫
মোঃ ০১৭১৭৬৩৬৩৫৩, ০১৯১১৫৯৭৭৮০
website: dr-babajahangir.com
🙏🏻❤️
জয় বাবা
❤️🙏❤️
Tarek=👍👌👏💖💗
Joy guru
Joy Qalandar Baba Jahangir
গভির কথা
💐 আমাদের গ্রুপে জয়েন করতে=facebook.com/groups/669736776788550/
আমি এক মত
সঠিক কথা বলেছেন। ওনার অনেক গুলো লেখা বই আছে, বই গুলো পড়ার জন্য আহবান করছি।
ভাই আমি উনার সাথে দেখা করতে চাই?
❤
রাসূল ও নবী এর মধ্যে কোন পার্থক্য নেই। কুরআন করিমে কোথাও বলা নেই যে নবী আলাদা রসূল আলাদা,,,,,,, যদি নবী ও রাসূল আলাদা হয় তাহলে কুরআন করিমে থেকে দলিল যে কেউ দেন দেখি।
Joy Guru Joy Baba sureshwari Ibrahim Hussain iman all sureshwari Joy Guru Joy murshid kalandar Baba Jahangir beiman sureshwari Dada peer
আমি ফোনে কথা বলতে চায়। নাম্বার দিবেন?
সঠিক কথা বলেছেন বাবাজি
তোর বাপ কয়জন বলদা 😂
@@rexshojol2285 তোর বাবা মনে হাজার জন তুইতো জারজ।উনি আমার ছেলের বয়সি তাই ওনাকে বাবাজি বলেছি।
@@alaminislam1537 খানকিরপুলা তোর মায়েরে চুইদ্দা তোরে জন্ম দিছে তাই তুই অন্যজন কে বাবা ডাকিস 😂😂
🙏🙏🙏
🙏🏻❤️
Joy guro
Amin Bangladeshis Sa'adi Arab theke
pa'gol
grasias de vezla
একসেট বইয়ের দাম কত?
✳️✳️সুফিবাদ প্রকাশনালয় এখন অনলাইনে☑️😍ruclips.net/user/QalanderBabaJahangirBD
বাবা জাহাঙ্গীরের লিখিত বই, বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরাই দিচ্ছি একদম পাইকারী মূল্যে।
বাবা জাহাঙ্গীরের লিখিত বই এর নাম ও তার দর নিচে দেওয়া হলো।
১।মারেফতের গোপন কথা (১০০ টাকা)
২।মারেফতের গোপন আলাপ (৬০ টাকা)
৩।মারেফতের বানী (১০০ টাকা)
৪।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-১ম খন্ড (১০০ টাকা)
৫।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-২য় খন্ড (৬০ টাকা)
৬।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-৩য় খন্ড (১০০ টাকা)
৭।ইতিহাস নয় সুফিবাদের রহস্য (১০০টাকা)
৮।নিহ্নবে চিত্তদাহ সুফিবাদ সার্বজনীন (১০০ টাকা)
৯।শরিয়তি শয়তান মারেফতি শয়তান (১০০ টাকা)
১০।কোরানে সালাতের কথা (৬০ টাকা)
১১।জাকাত (২০টাকা)
১২।রোজা ও ইফতার (২০ টাকা)
১৩।কোরবানি ও হজ্জ (২০ টাকা)
১৪।শরিয়তি সেজদা মারেফতি সেজদা (৬০ টাকা)
১৫।কোরানুল মাজিদ বাংলা অনুবাদ ১ম খন্ড (১৫০ টাকা)
১৬।কোরানুল মাজিদ ২য় খন্ড (৬০ টাকা)
১৭।কোরানুল মাজিদ ৩য় খন্ড (৬০ টাকা)
১৮।কোরানুল মাজিদ ৪র্থ খন্ড (৬০ টাকা)
এ সকল বই গুলো পেতে কল করূন এই নাম্বারে 01717636353
বি দ্র: বই পড়ে যদি ভালো না লাগে উক্ত নাম্বারে কল দিয়ে বই গুলো ফেরত দিন এবং আপনার টাকা বুঝে নিন।
ঠিকানা-সুফিবাদ প্রকাশনালয়, ১০৮ নিউ এলিফ্যান্ট রোড( ২য় তলা); ঢাকা১২০৫
জয় মুশিদ
জয় দয়ময়।জয় দরোদী।
সত্য অবিকৃত।যারা ওনাকে না বুঝে গালাগালি করছেন তাদের বুঝা উচিত কুত্তার পেটে ঘী হজম হয় না।
এই বেটা তুই ঘি এর কি বুঝস???
great,,,,
কোন চ্যানেলে ডুকলাম,,,,,, আল্লাহ সোবহানাতায়ালা জানেন,,,,,
Lme hakkani kutub Rabbani gaon se sandhani ya 6:00 Syed Maulana Moinuddin Abdul Qadir Jilani Al Hasan Iqbal Hussaine Alia salato Salam
True talks with the God
এমন সজ্জিত সিংহাসনে বসিয়া ভোগের অঢেল সরবরাহে সিক্ত হয়ে যখন নিরাসক্তের বানী উচ্চারিত হয় , ওয়াস ওয়াসিল খান্নাসের ধ্বনি অনুরণিত হয় ,তখন বক্তা কি বক্র কথা বলেন না ? তিনি কি আত্মবিরোধী (self contradiction) হয়ে আত্মবিনোদনে ভোগেন ?
জয় দয়াময় কালান্দার বাবা জাহাঙ্গীর
tout kahake bole dekhlam
আল্লাহ আল্লাহ আল্লাহ তুমি আমাদের হেফাজত করো । লা ইলাহা ইললালাহু মোহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটার অর্থ মনে হয় তিনি জানেন না ।যে ব্যাখ্যা করলেন বাও রে ? এই কথাটা কি উদ্দেশ্য বলা হয় তাও হয়তো জানেন না ? ইসলামের নাম বিক্রি করছেন ভাই এখনো সময় আছে সাবধান হয়ে যান ।আর ইসলাম ধর্মের বাহিরে নিজে মনগড়া কথা বলতে চাইলে নতুন ধর্ম তৈরি করেন এতে শয়তান খুশি হবে পয়সা পাতিও দিতে পারে ।এই লোকটা যা বলছেন তা যদি বুঝে থাকেন তাহলে তাকে বলুন ইসলাম ধর্ম আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ।ইতরামি করতে চাইলে বাইরে গিয়ে করেন ইসলামের নাম নিয়ে কেন ?
এটা কে প্রথম দেখলাম
ওনার কথা ঠিক ! কিন্তু আমার ওবুজ মানুষ বুজবে না! সবাই শুধু দেখে কোন দিতে গালি দিলে ভাল হয় ! ভাই কেউ কার না! জার জার ধর্ম তার তার কাছে আমি খারাপ কাজ করলে কেউ আমাকে ধর্ম দিবে না! কাজেই আগে নিজে কে ঠিক করো ! নিজেই মানুষ না ! আরেক জনকে খারাপ বল কেন ! আমার ভুল হলে ক্ষমা করবেন ! ধন্যবাদ সবাইকে
তুমি বাল ফালাইন্না মাঘি
আহ
✨✨✨সোবহান আললাহ✨✨✨।
Prothom guru dhora shukkho shirk. Tarporeo dhorte hobe. R last a giye ami e amar guru hoye jabo. Mane amie amar Allah hoye jabo ba Allah r amar moddhe kono difference thakbe na. Tai to? Tahole to ak ak jon guru ak ak jon Allah already hoye gecen. Just unader nijer kolponar rajjo porjontoi. Er beshi jodi apnader Allah shottar khomota thakto tahole apnara ki ki kore dekhanor khomota rakhen ta vebei ami obak.
Beshi kicu bolte gele apnader motoi abol-tabol bola hoye jete pare. Tai dua kori Allah amar-apnar shobar imaan k mojbut korun. Ameen
Do you go to
সকল ভন্ডের দলের শুন. কোরান ও হাদিস পড়ো. আল্লাহর নবী বলেসেন .... বাবা একজন এই তা হলো নিজের বাবা. পীর কে বাবা বলা যাবে না. নিজের বাবা-মা কে ভালো ভাবে দেখা শুনা করো. টাকা পয়সা দেও.
Hazard Habibullah Mata bulleh Shah n Shah wali Qawwali Sultan hindal Rasool Syed Maulana Moinuddin Hasan Al Hasan Alia salato Salam
আমানত বস্তু কী? কৃপা করে বললে অনেক উপকৃত হতাম।
আমানত বস্তু হলো, তুমি যা দিয়ে সৃষ্টি হয়ছো
sedin sobai jahannam dekhbe. allah amake tomar jahannam dekhaio na. amin.
Jo hai Vishva bramhan ke andar Insan ki is paise lekar sar Tak iske andar hai jo hai Vishva bhraman ke andar hua hai Manav hai
সারগর্ভ কথা
সালা
ভন্ড ভন্ড ভন্ড ভন্ড ভন্ড ভন্ড
আচ্ছা ওর ঘাম মুছে দিচ্ছে একজন মহিলা বুজলাম না বিষয়টা।
Pune De ummid movie ke ne portable bolate Matka ho sakta nava geet diary application Dekho to pata nahin hai to lagti se
Ha ha ha ha ha ha ha ha ha... Namaj porento jahangir chaca?
আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই
এই আলেমের,টুপি দারি কই,আর ওনার সামনে মহিলা কি করে
Sob thik ase, kintu onar dharona ektu sekale, guru dhorte hoy manlam karon alor poth dekhabe, but guru ta kono human or ektay human hobe, ei logic ei 2020 te cholbena, ekhn manush pura world theke knowledge gather kore jekhan theke icca, sheikhan theke shikbe normal.Ekjon guru theke shikle sikhar cheye kom sikha hobe ulta, so apnar guru or sikkhok apni nije,gyan choray asr proti point e pointe, so jevabe paren jar theke paren sikhen, din sesh e apni apnar brain ke diben other wise sudhu guru dokkhnina diben🙄, but apni sekale manush hole jaite paren ei shei manush theke.but ekjon proper educated manush nijei parbe
যে দাড়ি রাখে না সে আল্লাহর ওলি হয় না
মালিক ভরসা
আলি আলী সম্পর্কে কিছু জানা আলী হযরত আলী করিমুল্লাহ মুহাম্মদ মোস্তফা সাল্লাম কি কিছু জানার তথ্য দিন পাঁচ পাঞ্জাতন সম্পর্কে তথ্য দিন
আলি আলী সম্পর্কে কিছু জানা আলী হযরত আলী করিমুল্লাহ মুহাম্মদ মোস্তফা সাল্লাম কি কিছু জানার তথ্য দিন পাঁচ পাঞ্জাতন সম্পর্কে তথ্য দিন
Onake gali deya thik noy, ami nije ki aktu vabe Dekhi,valo manush holam ki na,
ঐ মহিলা গুলো কে? প্রায়ই ইনার ঠোঁট মুছে দেয়?
Khati soytan
Fuck you Hater!
@@salmasultana6615 pakka Soytan
vondo akta