সবজি ঝরে যাওয়ার সমাধান মাত্র একশত টাকায়।।

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • যে ভুলে ফেরোমন ফাঁদ হতে পারে ফসলের জন্য ক্ষতির কারণ 🔎🔎👇👇
    • যে ভুলে সেক্স ফেরোমন ফ...
    ব্যবস্থাপনাঃ
    ১। ফেরোমন ফাঁদের ব্যবহারঃ কুমড়া জাতীয় ফসলে গাছ রোপনের ২/৩ সপ্তাহের মধ্যে অথবা ফুল আসার সাথে সাথে জমিতে ফেরোমন ফাঁদ পাততে হবে । (প্রতি ০৩ শতাংশ জমির জন্য ১টি ফাঁদ ব্যবহার করতে হবে) অথবা বসতবাড়ির আঙিনায় কিংবা ছাদবাগানে লাউ, করলা, শসা, চিচিঙ্গা, ধুন্দল ইত্যাদি ফসলের জন্য একটি মাত্র ফাঁদ যথেষ্ট।
    সেক্স ফেরোমন ফাঁদ: সেক্স ফেরোমন হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যা কোন প্রজাতির স্ত্রী পোকা কর্তৃক একই প্রজাতির পুরুষ পোকাকে প্রজনন কার্যে আকৃষ্ট করার জন্য প্রাকৃতিকভাবে তৈরি করা হয়। সেক্স ফেরোমনের গন্ধে পুরুষ পোকা আকৃষ্ট হয়ে স্ত্রী পোকার সহিত মিলনের জন্য এসে ফাঁদে পড়ে প্রাণ হারায়। কৃষকের নিকট এটি যাদুর ফাঁদ নামে পরিচিত।
    ২। সাবান মিশ্রিত পানি সব সময় পাত্রের তলা হতে উপরের দিকে কমপক্ষে ৩-৪ সে.মি. পর্যন্ত রাখা আবশ্যক। পাত্রের ঢাকনার মাঝে কালো রং এর একটি ল্যুপ বসানো থাকে। ল্যুপের নিচের ছিদ্রে সরু তার বাঁধা হয়। তারের অপর মাথায় ফেরোমন সম্বলিত টিউব (লিউর) এমনভাবে বাঁধতে হবে যেন লিউরটি সাবান মিশ্রিত পানি হতে ২-৩ সে.মি. উপরে থাকে। সতর্ক থাকতে হবে যেন পাত্রের তলায় রক্ষিত সাবান পানি শুকিয়ে না যায়। যত্নের সাথে ব্যবহার করলে একটি পাত্র (বৈয়াম) ২-৩ মৌসুম পর্যন্ত চলতে পারে।
    Visit করুন 👇
    🔍আমনের সুপার ভ্যারাইটি বায়ারের এজেড ৭০০৬
    ( • আমনে সুপার ভ্যারাইটি ব... )
    🔎 ধানের গান্ধী পোকার আক্রমণ হতে রক্ষার উপায়
    ( • সমলয় কৃষিই হতে পারে গা... )
    🔍🔎একই জমিতে আলু+ ভূট্টা একসাথে চাষ সময় বাচঁলো দুই মাস
    ( • আলু এবং ভূট্টা এক সাথে... )
    🔍লিচুর বাগঃ লিচুর নতুন আতঙ্ক, সমাধানে করনীয়
    ( • লিচুর বাগঃ লিচুর নতুন ... )
    🔎 সয়াবিন থেকে তেল কিভাবে তৈরি হয়
    ( • সয়াবিন তেল ফ্যাক্টরিতে... )
    🔎 ধানের ফলন বেশি পেতে যে তথ্যটি আপনাকে জানতেই হবে....
    ( • ধানের বেশি ফলন পেতে করণীয় )

Комментарии • 3

  • @kbd2061
    @kbd2061  2 года назад +1

    আসসালামু আলাইকুম,
    আপনার কৃষি বিষয়ক যেকোনো ধরনের প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন। আমরা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবো।
    ধন্যবাদ

    • @styliststarmonimazumder2162
      @styliststarmonimazumder2162 2 года назад +1

      লাউ,কুমরা,শসা,করলা এইসব ছোট অবস্থায় পোকায় কষ বের করে এর ফলে এই সবজি নষ্ট হয়ে যায়, এর থেকে পরিএানের উপায় কি বলবের স্যার।

    • @kbd2061
      @kbd2061  2 года назад

      ধন্যবাদ এসমস্ত ক্ষেত্রে আক্রমণ হয় মাছি পোকার আক্রমণে। আপনি কিউ ফেরো ব্যবহার করে দমন করতে পারবেন। ব্যবহারবিধি ঠিক এই ভিডিওর মতোই।