চেনা বর্ষার অচেনা রূপ | Devastating Monsoon | 2021 | Devastating Rainy Season in Bangladesh
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- চেনা বর্ষার অচেনা রূপ | Devastating Monsoon | 2021 | Devastating Rainy Season in Bangladesh
গ্রীষ্মের প্রবল খরতাপের পর বৃষ্টিস্নাত সজীবতা নিয়ে হাজির হয় বর্ষা। বাংলা-বর্ষপঞ্জী অনুযায়ী বাংলা বছরের দ্বিতীয় ঋতু বর্ষা কৃষির জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এ সময়ের অবিরল বারিধারা প্রকৃতি ও জীবসহ পরিবেশের প্রাণ সঞ্চারে রাখে অনন্য ভূমিকা।
বৃষ্টি তাই আমাদের জন্য আশির্বাদ হলেও, কখনও কখনও প্রবল বৃষ্টিপাত জনজীবনে নিয়ে আসে দুর্ভোগের চিত্র। উজান থেকে নেমে আসা ঢলে হাওর এলাকা তলিয়ে যায়। নাব্যতা হারানো অনেক নদী এ সময় অতিরিক্ত বর্ষার জল ধরে রাখতে না পেরে প্লাবিত করে জনপদ। অথচ একটা সময় ছিল, যখন বর্ষা দিনের বন্যার জল পলি বয়ে আনতো বলে উর্বর হতো নদী-তীরবর্তী কৃষিজমি। কিন্তু বর্তমান সময়ে বাঁধ দিয়ে নদী শাসনের ফলে নদীতেই পলির স্তর জমা, শাখা নদীর নাব্যতা হ্রাস ইত্যাদি কারণে বন্যা হয়ে দাড়াচ্ছে উপক’ল এলাকার মানুষের কাছে অভিশাপ। এ সময় আশ্রয় হারিয়ে অসহায় হয়ে পড়ে বন্যপ্রাণী। বন্যার ভয়াল গ্রাসে ক্ষতিগ্রস্ত হয় লক্ষ লক্ষ হেক্টর জমির শস্য। দিনের পর দিন জলাবদ্ধতা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের অভাবে দেশের বিভিন্ন প্রান্তে দেখা দেয় নানা মহামারী। এছাড়াও প্রবল জলপ্রবাহের কারণে সৃষ্ট নদী ভাঙনে সর্বশান্ত হয় নদী পাড়ে বসবাসকারী বহু পরিবার।
বর্ষাদিনের সর্বনাশা চিত্র দেখতে পাওয়া যায় শহরাঞ্চলেও। অপরিকল্পিত নগরায়নের কারণে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। পথ ঘাট ডুবে গিয়ে সৃষ্টি হয় দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা। নাজুক ড্রেনেজ ব্যবস্থা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি নানা কারণে ঢাকার জলাবদ্ধ রাস্তা এ সময় হয়ে ওঠে অত্যন্ত দুর্গন্ধময়, নোংরা ও রোগবিস্তারকারী।
নগরবাসীর অসচেতনতা ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাই মূলত বৃষ্টির পানি নিষ্কাশনের স্বাভাবিক ক্ষমতাকে অনেকখানি বিঘ্ন করছে। এছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে কখনো বর্ষাকাল শুরুর আগেই হচ্ছে তুমুল বৃষ্টি কিংবা বর্ষা মধ্যভাগ থাকছে একেবারেই বৃষ্টিহীন। বর্ষার এমন অপরিচিত আচরণ সরাসরি ক্ষতিগ্রস্ত করছে পরিবেশ ও প্রতিবেশকে, যার উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকে বহু উদ্ভিদ ও প্রাণী। আর এভাবেই বর্ষা দিনে বৃষ্টির চিরচেনা রূপ আমাদের কাছে ধরা দিচ্ছে একেবারে অচেনা হয়ে।
ঋতুর রাণী বর্ষার এমন চিত্র কারোই কাম্য নয়। তাই বর্ষায় বৃষ্টি আসুক আর্শিবাদ হয়ে, প্রকৃতির বুকে প্রশান্তির পরশ নিয়ে। আর এ জন্য সমাজের সর্বস্তরে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি নদী খননের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি, সুষ্ঠ পানি নিষ্কাশন ব্যবস্থা, প্রাকৃতিক জলাশয় ভরাট বন্ধ, পরিকল্পিত বাঁধ নির্মাণ ইত্যাদি পদক্ষেপ নেয়া গেলে এমন দুর্দশা অনেকাংশে লাঘব করা সম্ভব।
To reach us:
Web: www.pojf.org
Phone: (+88 02) 9830376-80
E-mail: www.info@pojf.org
Facebook: / pojfoundation
Twitter: / prokritiojibon
#Prokriti_O_Jibon #Prokriti_Kotha #Rainy_Season #Monsoon
বর্ষার সময় আমার মনে খুব আনন্দ হয়
ভালো লেগেছে। আপনার মাধ্যমে লাউয়াছড়া বনের ভেতর দিয়ে যে রেললাইন রয়েছে তা সরিয়ে নেওয়ার জন্য বনবিভাগ, রেলওয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি
Ai doroner post khovi guruttopurno,,, valo laglo video ta
প্রিয় দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরণের আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন।
❤❤❤❤❤❤ নাইছ
Nice
Arokom jagay 1 bar jete chai
দাওয়াত রইলো বেরাতে আসবেন?
@@mdshajalal5911 ha parle jabo
@@Krishna2022-p9u অনেক ধন্যবাদ,,, আললাহ আপনার ইচ্ছা অবশ্য ই পুরন করবেন।
Aerokom aro prakritic chobi dekhte chai
♥️💖💗💛♥️
আমরা বাংলাদেশের চিতাবাঘ ও মেঘলা চিতাবাঘ নিয়ে জানতে চায়
Ami o chi