কর্ণফুলী ক্রুজ শিপে কক্সবাজার থেকে সেন্টমার্টিন | কোন ক্লাসের সিট কেমন ও খরচ কত? বিস্তারিত...

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 318

  • @md.shahriarchowdhurysunny5520
    @md.shahriarchowdhurysunny5520 2 года назад +17

    প্রথমেই বলি... কর্ণফুলী জাস্ট মনোপলি বাবসা করতেসে। কক্স টু সেন্টমার্টিন ৩০০০+ একটু বেশি বেশি। আর ৬ ঘন্টা ভ্রমণ সাগরে অনেকের কাছে একটু বেশি বোরিং লাগবে. যদি বড় গ্রুপ এর সাথে না থাকা হয়, শুরুতে ভালো লাগবে সাগর দেখা, ভিউ, দৃশ্য। ২-৩ ঘন্টার পর এত বোরিং লাগা শুরু হবে যে মনে হবে শিপ থামাইয়া একটু হাঁটা হাঁটি করি. আর আসার সময়, ক্লান্তি আর একই রকম সিনারিওর জন্য আরো বেশি বোরিং লাগে যাওয়ার সময় থেকে।
    ম্যারিগোল্ড ভালো কিন্তু যখন যাত্রী ফুল হয়ে যায় এবং টয়লেট একটু কাছে হওয়াতে একটা বাজে গন্ধ এবং সাফোকেশন ফীল হয়. লেভেন্ডার ভালো কিন্তু ইঞ্জিন রুম এর শব্দ আর ঠান্ডার জন্য বসা কষ্টকর।
    আপাত দৃষ্টিতে সবচে বাজে হচ্ছে ওপেন ডেক. একবারে উপরের তা পেলে রোলিং হয়, অনেকের সি সিকনেস থাকলে ইগনোর করা উচিত। আর নিচের ওপেন ডেক এ দিনের বেলায় এত রোদ পরে যে বসার কোনো অবস্থা থাকে না. আর মালপত্র ওপেন থাকে, যা সেফটি একটা ব্যাপার হয়ে দাঁড়ায়।
    সব দিক দিয়ে ভাড়া, কোয়ালিটি বললে গ্লাডিওলাস টাই ভালো। লীলাক তা ভালো কিন্তু রোলিং হয়, গ্লাডিওলাস তাতে রোলিং কম লাগে আর হেড রেস্ট থাকতে রেস্ট নিতে সুবিধা।
    আর বলবো, পারলে কিছু পানিও এবং খাওয়া নিয়ে উঠা. শিপ এ খাওয়ার কোয়ালিটি জঘন্য, এবং অনেক অনেক বেশি। যদিও টিকেট এ বলা আছে খাওয়া নিয়ে উঠা যাবে না, কিন্তু শিপ এ এইটা চেক করতে দেখি নাই,

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад +2

      কমেন্ট টা পিন করে দিলাম। চমৎকার রিভিউ। আশাকরি অনেকেরই কাজে আসবে।

    • @wildworld7392
      @wildworld7392 2 года назад

      Jawar somoy ato boring hoisi kane dorsilam r jam na asar somoy oto ta mne hoy ni🙂

    • @travelstory98
      @travelstory98 2 года назад +2

      যাওয়ার ইচ্ছা টা মরে গেলো।।

    • @AAFFAANTV
      @AAFFAANTV 2 года назад

      এই আওয়ামিলীগের আমলে সব নতুন ব্যবসায়
      "মনোপলি"
      শুধু উপরের কমিশন ঠিক থাকলেই
      জনগণের কথা ভাবতে হয় না।

    • @milon_194
      @milon_194 Год назад

      ভিডিওটা দেখে সেন্টমার্টিন যাওয়ার ইচ্ছে হয়েছিল, কিন্তু আপনার কমেন্ট রিভিউ দেখে যাওয়ার ইচ্ছে মরে গেল।😢

  • @bishwamvarmondal4395
    @bishwamvarmondal4395 2 года назад +4

    অসাধারন ভাই।
    খুব সংক্ষিপ্তভাবে, সাবলীলভাবে প্রয়োজনীয় কথাগুলো বলেছেন।
    অন্য অনেক ভিডিওতে আজেবাজে কথা বলে সময় শেষ করে দেয়, অথচ প্রয়োজনীয় কথা স্কিপ করে যায়।
    আপনার মত একজনের ভিডিওর অপেক্ষায় ছিলাম। ধন্যবাদ ভাইয়া।।

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад +1

      আপনাকেও ধন্যবাদ ভাইয়া 🧡

  • @NextWithNoman
    @NextWithNoman 2 года назад +2

    দীর্ঘ দিন পর ইউটিউবে 💚💚
    তবে ভালো লাগার ব্যাপার এটা যে ফেসবুকে রেগুলার আছেন।
    লাভ ইউ প্রিয় ভাই

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад +2

      ফেসবুকের সুবিধা হচ্ছে ফোনে রেকর্ড করে ডিরেক্ট আপলোড দিয়ে দেয়া যায়। ইউটিউবে অনেক পলিশ করা লাগে।

  • @mohammadsayed791
    @mohammadsayed791 2 года назад +3

    কোন রকমের তালবাহানা ও ওভার স্মার্টনেস ছাড়া ক্লিন একটি ভিডিওর স্বাদ পেলুম। লাবিব ভাই ঠিক এই জায়গাতেই অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা।

  • @mdyeakubali8182
    @mdyeakubali8182 2 года назад

    অসাধারণ ছিল ভাই সামনে কয়েকদিন পরে যাবো তাই দেখছিলাম সব বলায় আমাদের খুব উপকার হলো ধন্যবাদ ভাই আপনাকে এমন ভিডিও দেবার জন্য

  • @QuranerMonzilbangla
    @QuranerMonzilbangla 2 года назад +1

    ধন্যবাদ ভাই ❤

  • @ismailhossen1264
    @ismailhossen1264 2 года назад +2

    লাবিব ভাই মানেই🌿❄️💧
    সল্প কথায় প্রয়োজনীয় সবকিছু। তবে 7:21 এটা 🔥🔥🔥🔥🤣🤣🤣

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      ওটা বোনাস 😄 ইগ্নোর 🤭

    • @ismailhossen1264
      @ismailhossen1264 2 года назад

      @@LabibIttihadul
      😁😁😁😁 বুঝিয়া লইলাম। ভাই ওখান কার খাবারের কেমন খরচ হবে ও বর্তমান রিসোর্টে ভাড়া কেমন রিজেনেবলের মধ্যে এটা নিয়ে একটা ভিডিও দিবেন প্লিজ।

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад +1

      @@ismailhossen1264 প্ল্যান আছে পছন্দের কয়েকটা রিসোর্ট নিয়ে ভিডিও বানানো

  • @Jilane2000
    @Jilane2000 2 года назад +3

    স্কটল্যান্ড থেকে ফিনল্যান্ড যেতে জাহাজ ভাড়া মাত্র ১০০০ টাকা।
    অথচ কক্স থেকে স্যান্টমার্টিনের ভাড়া ৩০০০ টাকা

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      ৩০০০ তো সর্বনিম্ন ভাড়া। ২৮ হাজারের ক্যাবিনের থাক বাদ্দেন 🤭

  • @বাংলাদেশেরজনগণ

    আসসালামু আলাইকুম।আপনার পুরো ভ্লগটি জনবান্ধব মূলক। অনেকগুলো তথ্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      আপনাকেও ধন্যবাদ

  • @kamrulhassan7352
    @kamrulhassan7352 2 года назад

    very useful information ! love you Labib vai !

  • @aminsheikh8457
    @aminsheikh8457 2 года назад +3

    মাত্র ৩ দিন আগে আসলাম। টেকনাফ থেকে গেছি। মাত্র ৪৫ মিনিট লাগছে। তেমন রিস্ক ছিল না। সাগর ঠান্ডা ছিল। আমাদের পাশের রুমে একজন এই শিপে আসছিল ৬ ঘন্টা ট্রাভেল করে গালি দিয়ে দিয়ে আসছে। সো একটু মনে সাহস থাকলে speed boat যেতে পারেন। ৮৩০ টাকা করে। টাইম অনেক অনেক বেচে যাবে

  • @abdulbarik7330
    @abdulbarik7330 8 месяцев назад

    এই ভিডিও তে সব কিছু জানলাম। ধন্যবাদ।

  • @dr.salmanmahiruhulkowser7782
    @dr.salmanmahiruhulkowser7782 2 года назад +2

    ইস্ট অথবা ওয়েস্ট
    লাবিব ভাই বেস্ট।।।।

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      সালমান ভাই বেষ্ট ❤️

  • @travelwithsheikh
    @travelwithsheikh 2 года назад +2

    অনেকদিন পর ইউটিউব এ দেখে ভাল লাগলো, চালিয়ে যাও

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      দোয়া কইরেন

    • @travelwithsheikh
      @travelwithsheikh 2 года назад

      ​ @Labib Ittihadul দোয়া আর ভালবাসা অবিরাম 🥰

  • @shahinkhan1194
    @shahinkhan1194 Год назад

    মজা পাইছি ভাই,😊😊😊😊

  • @abusyedjobair8325
    @abusyedjobair8325 2 года назад

    অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

  • @kazishohag
    @kazishohag 2 года назад

    এই ভিডিও আমার অনেক ভালো লাগে। ক্রিয়েটর কে অনুরোধ প্লিজ আর ভিডিও দিন।

  • @shafiqulislam3031
    @shafiqulislam3031 2 года назад

    আসসালামু আলাইকুম ভাই ভিডিও টা খুব ফাইন হইছে খুবই ভালো হয়েছে অজানা কিছু জানা হলো আপনার মাধ্যমে আপনাকে অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      আপনাকেও ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন 🧡

  • @shamsul8171
    @shamsul8171 2 года назад +1

    ভালও লাগলো আপনার ভিডিওটা। কিন্তু শেষের দৃশ্যে জেভাবে মানুষ নামলো তাতে মনে হইলো সব সদরঘাট এ নামসে। যেনো সেন্টমার্টিন না সদরমার্টিন।

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      এইটা সদরঘাট এর সেন্টমার্টিন শাখা 😉

  • @ahmedashiq2181
    @ahmedashiq2181 2 года назад +1

    ভাল্লাগছে ভাই ❤️

  • @mdshohag806
    @mdshohag806 2 года назад +2

    ভাই আপনি এত দিন পড়ে ভিডিও দিলেন আরো বেশি বেশি ভিডিও দিবেন ❤️❤️❤️

  • @majharul_islam_mithu
    @majharul_islam_mithu 2 года назад +1

    আগে কক্সবাজার থেকে টিকেট কেটে জাইতাম বাসের মধ্যে সকালের নাস্তা দিতো। ১-১.২ হাজার টাকার মধ্যে আপডাউন হয়ে যেতো।।এখন সর্ব নিম্ন ৩০০০টাকা।তাও আবার বাইরের খাবার নিয়ে উঠা যাইবো না।।এতো কারেন্ট কেনো জাহাজয়ালা দের?

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад +1

      টেকনাফ রুট ওপেন হলে এই প্যাকেজ গুলা আবারও আসবে।

  • @SaikatChow
    @SaikatChow 2 года назад

    Very informative video... Good work

  • @MonirHossain-eo6px
    @MonirHossain-eo6px 2 года назад

    অনেক ভালো একটা পরামর্শ দিয়েছেন আপনাকে ধন্যবাদ তবে এই এই ব্যবসা যারা করছে তারা নীরব ঢাকাটি করছে সরকারের উচিত এভেলেবেল করে দেওয়া যাতে অল্প ভাড়ায় আসা-যাওয়া করা যায় ঢাকা থেকে কক্সবাজার আসা-যাওয়া যায় দুই হাজার টাকা

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      ঢাকা থেকে কক্সবাজার ২২০০ তে হয়ে যায় আপ ডাউন

  • @princeaurangjeb2794
    @princeaurangjeb2794 2 года назад +43

    এ কারণে মানুষ দেশের বাইরে যায়।

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад +18

      শুধু ২ জনের শিপের টিকিট এর টাকা দিয়ে পাশের দেশে ঘুরে আসা যায়

    • @Habibmohib
      @Habibmohib 2 года назад +2

      @@LabibIttihadul Tik bolchen vai.

    • @ArifHossain94684
      @ArifHossain94684 2 года назад

      তো বাইরের দেশে এরকম একটা শিপের টিকিট কত?

    • @alhasib2007
      @alhasib2007 2 года назад

      @@ArifHossain94684 abl

    • @ArifHossain94684
      @ArifHossain94684 2 года назад

      @@alhasib2007 দেশের বাইরে এরকম একটা শিপের সিট ভাড়া কত?

  • @mdromzanalirazon8669
    @mdromzanalirazon8669 2 года назад

    এটা দিয়ে আমরা গেছিলাম। 😍

  • @mdisrailbd6112
    @mdisrailbd6112 2 года назад +1

    অনেকদিন পর আপনার ভিডিও দেখলাম।

  • @doctormanik7402
    @doctormanik7402 2 года назад

    choto vai, khub valo video banaisen.

  • @hasanalbanna1998
    @hasanalbanna1998 2 года назад +1

    ধন্যবাদ ভাই....

  • @urbiaroshishimu6043
    @urbiaroshishimu6043 3 месяца назад

    খুবই হেল্পফুল

  • @homeboxproduction07
    @homeboxproduction07 2 года назад

    khub valo laglo vai

  • @tanviranwar3651
    @tanviranwar3651 10 месяцев назад

    অনেক ধন্যবাদ ভাই উপকার হলো কয়দিন পরে আমি যাচ্ছি

    • @LabibIttihadul
      @LabibIttihadul  10 месяцев назад

      ১০ তারিখেই কিন্ত শেষ এই সিজনের জন্য

  • @sagormedia6824
    @sagormedia6824 2 года назад

    ভাই আপনার সাজেশন ভালো লাগছে

  • @kailashtewari7178
    @kailashtewari7178 2 года назад

    অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অনেক হেল্পফুল ভিডিও, তবে সিগারেটের ধুয়া ছড়ার দৃশ্যটা ভালো লাগেনি।

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      ওটা আসলে মজা করে দিছিলাম ভাইয়া

  • @tanjimahmed8504
    @tanjimahmed8504 2 года назад

    Welcome back bhai.
    Etodin keno content banacchilen na janar chilo.

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      ২০১৮ থেকে রেগুলার না। মাঝেমধ্যে বানাইম

  • @MahediHasan-dq8up
    @MahediHasan-dq8up 2 года назад

    অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অনেক হেল্পফুল ভিডিও ❤️

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      আপনাকেও ধন্যবাদ

  • @tajkeya755
    @tajkeya755 2 года назад +1

    শুধুমাত্র টেকনাফ থেকে শিপ ছাড়ছে না বলেই এবার সেইন্ট মার্টিন যাওয়া হচ্ছে না।🙃🙃

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      এটলিস্ট ৭০% মানুষের সেইম অবস্তা। ট্রিপের ৫০% খরচ হয়ে যাচ্ছে এই শিপের টিকিটে।

    • @yesminkhan8183
      @yesminkhan8183 2 года назад

      একই কারনে আমাদের যাওয়া হবে না

  • @iliashjaber2341
    @iliashjaber2341 2 года назад

    এতো এতো খরচ! এজন্যই দেশের মানুষ হাল্কা খরচ করে বাইরে চলে যায় !!

  • @Bulbul_Ahamed
    @Bulbul_Ahamed 2 года назад +2

    ২৮ হাজারে কাশ্মীর ট্যুর দেওয়া যাবে।
    ভিডিও এত ছোট কেন ভাই? অন্তত ১৫ মিনিট করবেন।

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      এটা ভ্লগ ছিল না ভাই। যাষ্ট ইনফরমেশন শেয়ার করা।

  • @shuvonandi3034
    @shuvonandi3034 2 года назад +5

    বরিশাল লঞ্চের ভাড়া ৩০০ এর চেয়ে ও অনেক ভালো

  • @VikiArafat
    @VikiArafat 2 года назад

    বর্তমান ভাড়া
    ঢাকা থেকে কক্সবাজার কত ভাড়া,,,,,?? আপ ডাউন জাহাজ ভাড়া কত,,,,,,,??
    রিসোর্ট ভাড়া কত,,,,১রাত কত?? / ২ রাত কত,,,?
    মোট কত টাকা লাগবে,,,,,???

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад +1

      ঢাকা টু কক্স ১১০০ মিনিমাম
      কক্স টু সেন্ট ৩০০০ মিনিমাম (কর্ণফুলী এক্সপ্রেস)
      রিসোর্ট প্রতি রাত ১০০০ মিনিমাম

  • @emraanmohtasim4475
    @emraanmohtasim4475 2 года назад

    লাভলি ❤️❤️❤️ অনেক অনেক ধন্যবাদ। সিরিয়াসলি কর্ণফুলি এক্সপ্রেসের একটা ডিটেইল ভিডিও খুজছিলাম। ব্যাক করছেন নাকি সেন্টমার্টিন থেকে?

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад +3

      প্রশ্নের মুখে দিতে হইলো। এটা পাব্লিশ করার প্ল্যান ছিল না। সেন্টমার্টিন বসে ফোনে এডিট করে আপলোড দিলাম।

  • @abu-vai-sunny-vai
    @abu-vai-sunny-vai 2 года назад +1

    Ei noukar vara eto??? Round ticket 500tkr 1 taka beshi hole boro dhoroner onnay hobe. Amra ship a Finland theke Sweden jai roundtrip matro 4000 tk 4 Jon(cabin). Shei hisheb korle round trip er price howa uchit 50 tk.

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад +1

      আর কোন অপশন নাই তো। কেউ একজন ট্রলার/স্পিডবোট বন্ধ করে রাখছে। টেকনাফ এর শিপ গুলাও বন্ধ করে রাখছে। যে ৩টা শিপ চলে, ৩টাই এই কোম্পানির।
      সেন্টমার্টিন গেলে হয় ওদের জাহাজেই নয়তো সাঁতার কেটে যাওয়া লাগবে।
      ৬ ঘন্টার জার্নি, খাবার/পানি নিয়ে শিপে উঠা যায় না। ওদের থেকেই হাই প্রাইজে কিনতে হয়।
      দেশের বাইরে আছেন, ভালো আছেন। দেশে আইসেন না।

  • @rakib9344
    @rakib9344 8 месяцев назад

    ভাই কোরবানি ঈদের পরে কি সেন্টমার্টিন রুট খোলা থাকবে? বা কর্ণফুলী ক্রুজ শিপ দিয়ে যাওয়া যাবে কি?

    • @LabibIttihadul
      @LabibIttihadul  8 месяцев назад

      না। সেপ্টেম্বর অক্টোবর এর দিকে চালু হয় প্রতিবছর

  • @hridoyahamed2768
    @hridoyahamed2768 2 года назад

    Bhai apnar video regular chai

  • @joyhossain2824
    @joyhossain2824 2 года назад

    Lavender/Marigold et seat nile puron lonch ghura ghuri kora jabe naki nich talai e bose thakte hobe ?

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      পুরা শিপ ঘুরাঘুরি করা যায়। ইভেন কিছু মানুষ বাদে অলমোস্ট বাকি সবাই ঘুরাঘুরি ই করে

  • @mizanurrahman3989
    @mizanurrahman3989 Год назад

    আচ্ছা ভাই, ২/৩/৪ দিন সেন্টমার্টিন থাকতে চাইলে সিস্টেম আছে? মানে আপ ডাউন টিকেটের সময়। সেক্ষেত্রে টিকেটের দাম কমবেশ হয় কি?

    • @LabibIttihadul
      @LabibIttihadul  Год назад

      না, দাম একই। টিকিট কাটার সময় ওয়ান ওয়ে বা আপ-ডাউন কাটা যায়

  • @thefone2668
    @thefone2668 2 года назад

    ট্রলার ও স্পিডবোট কি এভেইলেভেল ভাই?এগুলা যাওয়া যাচ্ছে?

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      মিয়ানমারের সাথে সীমান্ত ইস্যুর কারণে ট্যুরিস্টদের জন্য ট্রলার বন্ধ। স্পেশাল পার্মিশনে স্পীডবোটে আসা যায়। নেভি/কোস্টগার্ড পার্মিশন লাগে নরমাল্লি।

  • @nishinishi2900
    @nishinishi2900 Год назад

    আমার এখনও মনে আছে🙂 ১ টা সেন্টারফ্রুট ১০ টাকা রাখছে ভিতরে 😑 যা আমি লোকাল দোকান এ ২ টাকা করে কিনে খাই🥺

    • @LabibIttihadul
      @LabibIttihadul  Год назад

      আয় হায় 😑 এটা কোন কথা, সেন্টারফ্রুট ১০ টাকা 🥲

  • @Adiba7445
    @Adiba7445 2 года назад +1

    Nice

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      Thanks

    • @Adiba7445
      @Adiba7445 2 года назад

      ভাইয়া আপনার ভিডিও টা কি আমায় দিতে পারবেন

  • @sujanmia1634
    @sujanmia1634 2 года назад

    কি অবস্থা ভাই অনেক দিন পর ভিডিও পেলাম, সিলেট এর কোন ট্যুর থাকলে জানাবেন। আর ফেইসবুকে পাইনা কেন FB লিংক টা দিয়েন

  • @travelstory98
    @travelstory98 2 года назад

    ভেবেছিলাম সেনটমার্টিন যাবো, এখন দেখি এই টাকায় কাশ্মীর ঘুরা সম্ভব।।

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      সম্ভবত কাশ্মীরের খরচ কম লাগবে অপেক্ষাকৃত 😷

  • @fhsgarage6315
    @fhsgarage6315 2 года назад

    Vaia akon ki ctg er poribortey coxbazer theke sar a naki mv kornofuli

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      চিটাগাং এর টা "বে ওয়ান" ভাইয়া, একই কোম্পানির যদিও। এটা কক্সবাজারের টা।

  • @mahbubrahman2073
    @mahbubrahman2073 2 года назад

    ভিডিওটা সুন্দর। কিন্তু সিগারেটের সাজেশনটা ভালো লাগলো না। এটা একটা খারাপ জিনিস। নিরুৎসাহিত না করে আপনি বরং কীভাবে খাওয়া যাবে সেই উৎসাহ দিলেন পাশাপাশি নিজেও সিগারেট খেয়ে ধোয়া উড়িয়ে দেখালেন। এজন্যে ডিজলাইক।

  • @Pubg-qg5tj
    @Pubg-qg5tj 2 года назад

    Vai.....dhaka theke asle bus vhara koto porbe....??

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      মিনিমাম ১১০০ সম্ভবত। ঢাকা টু কক্স

  • @halimakhatun295
    @halimakhatun295 2 года назад

    Vai cox's bazar thaka ai kornofuly express charau ke onno kono jahaz a ke jaua jaba janabn amra recently jata cacce to janala upokar hoto r vaia akhon ke teknaff thaka ke jaua jai satau janabn r cox' bazar thaaka teknaff hoy kevaba jaua jaba sentmartin bolbn

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      টেকনাফ রুট এই মুহুর্তে ট্যুরিস্ট দের জন্য বন্ধ।
      শুধুমাত্র কক্সবাজার রুট ওপেন।
      শুধুমাত্র এই ১টাই জাহাজ চলতেছে। নতুন একটা জাহাজ নাকি শুরু করবে, সেটাও এই কর্ণফুলী কোম্পানির।

  • @toufikhasan7604
    @toufikhasan7604 2 года назад

    ঢাকা-বরিশালের রুটের লঞ্চ এর থেকে বেস্ট এবং লাক্সারিয়াস

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      কথা সত্য। এর থেক্র সুন্দর ডিজাইনের অনেক লঞ্চ আছে ঢাকা বরিশাল রুটে।

  • @FarukAbdullahbd
    @FarukAbdullahbd 2 года назад

    valo laglo

  • @travelcitybd9918
    @travelcitybd9918 2 года назад

    চমৎকার

  • @mazharulislam138
    @mazharulislam138 2 года назад

    Family niye gele onek luggage bags thake, kono Helper/Kooli paoya jai?

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      কুলি পাওয়া যায় না, তবে স্টাফ দের সহযোগিতা করতে দেখছি

  • @raihan1158
    @raihan1158 2 года назад

    ভাই এর ভিডিও মানেই সেরা🥰🥰

  • @princehrithikhr1860
    @princehrithikhr1860 2 года назад

    hello vai...amr ekta qstn er ans den....cox theke saint mertin a 1 rat thkbo then bck to cox in medium range... jodi 2 jon jai kmn cost hote pare/? idea dile vlo hoto...

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад +1

      ২ জন কক্স টু সেন্ট টু কক্স শিপ আপডাউন ৬০০০ টাকা
      মুটামুটি ভালো মানের কাপল রিসোর্ট ১ রাত ২৫০০ টাকা
      ৪ বেলা খাবার বিবিকিউ সহ ২ জনের ২০০০ টাকা
      ছেড়াদ্বীপ রিজার্ভ অটো নিয়ে ঘুরাঘুরি ৫০০
      জেটি টু রিসোর্ট আপ ডাউন ৪০০
      সেন্টমার্টিন এর আন্দাজে হিসাব দিলাম শুধু। যোগ করে নেন। ডেসক্রিপশনে একটা নাম্বার দেয়া আছে, হ্যাল্প নিতে পারেন চাইলে।

    • @princehrithikhr1860
      @princehrithikhr1860 2 года назад

      thank you so much vai eto sundr kore details a bujhanor jonno.....tnks a lot bro❤

  • @mdnafiur5458
    @mdnafiur5458 2 года назад

    আরো বেশি ভিডিও চাই

  • @mdradowanhossan3557
    @mdradowanhossan3557 2 года назад +1

    আমি কর্নফুলির ষ্টাপ দেখছি

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад +1

      তাই নাকি! আমি এখনো সেন্টমার্টিন, বে ওয়ানে ফিরবো সম্ভবত 😄

    • @mdradowanhossan3557
      @mdradowanhossan3557 2 года назад

      @@LabibIttihadul আপনি কোথায় আমি এখন সেন্টমাটি ক্রজেআছি,

  • @kisankhan7648
    @kisankhan7648 2 года назад

    Vai Apni Kon Camera Diye Video Koecen?

  • @arifulamin8167
    @arifulamin8167 2 года назад

    কোন মাস থেকে কোন মাস পর্যন্ত চলে?

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      সাধারণত ফেব্রুয়ারী বা মার্চের ১ম/২য় সপ্তাহ পর্যন্ত

  • @islamicsitv3635
    @islamicsitv3635 2 года назад +1

    ভাইয়া কক্সবাজার থেকে সেন্ট মার্টিন আপডাউন জনপ্রতি কত টাকা পড়ে

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      ডেসক্রিপশনে দেয়া আছে ডিটেইলস

  • @hassanraju
    @hassanraju 2 года назад

    সেন্ট মার্টিনের Hotel ar video den vai

  • @kadir6811
    @kadir6811 2 года назад

    ২৮ হাযার টাকা দিয়ে ২ জনে অনাহাসে ভারত নেপাল কিংবা ভূটান এই দেশ গুলো ঘুরে আসতে পারবে। আর সেইখানে কক্সবাজার থেকে সেন্টমার্টিন জেতে লাগে ২৮ হাযার টাকা। হায়রে বাংলাদেশ। কোন দেশে বসবাস করি।😔😔

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      এইটা কিন্তু শুধু ক্যাবিন ভাড়া ২ জনের। ফুড কিন্তু আলাদা 😷

  • @saimasvariousvlog6331
    @saimasvariousvlog6331 2 года назад

    এখন কি টেকনাফ থেকে শিপ ছাড়ে না?? / কবে থেকে টেকনাফ থেকে শিপ ছাড়বে?

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      এবছর সীমান্ত উত্তেজনার কারণে টেকনাফ রুট বন্ধ আছে। আদৌ খুলবে কিনা জানা নেই

  • @travelstory98
    @travelstory98 2 года назад

    ভাই টেকনাফ থেকে গেলে কি বেটার হয়??

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад +1

      খরচ অনেক কম হয়, কিন্তু শিপ পার্মিশন দেয়নি এই সিজনে এখনো।

  • @shirensultana3478
    @shirensultana3478 2 года назад

    ট্রলার, স্পীড বোট কি বন্ধ করে দিয়েছে?

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      লোকালদের জন্য ট্রলার/স্পিডবোট চলচ্ছে। কিন্তু ট্যুরিস্ট আসা নিষেধ

  • @abuhanifanoman786
    @abuhanifanoman786 6 месяцев назад

    বাচ্ছাদের ভাড়া কিভাবে নেয় জানাবেন প্লিজ

  • @pinick1971
    @pinick1971 2 года назад +1

    কম কত খরচের মধ্যে ২দিন গুরা যায়

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      ডেসক্রিপশন এ দেয়া নাম্বারবটায় ফোন করে আমার কথা বলে জিজ্ঞাসা করতে পারেন ইন ডিটেইলস।

  • @Dipu1Saha
    @Dipu1Saha 2 года назад +1

    🖤

  • @shiblihasan2960
    @shiblihasan2960 2 года назад

    Vai Teknaf kobe open hobe?

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      আন্দোলন চলতেছে এই ইস্যুতে। দেখাযাক কি হয়

  • @nktv3808
    @nktv3808 2 года назад

    Ei golah te jawrai caite cox Bazar ei goragori kora onk valo....

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад +1

      এই কথাটা ভাইয়া মানতে পারলাম না। কক্সবাজার আর সেন্টমার্টিন পুরাপুরি ই আলাদা জিনিস।

    • @nktv3808
      @nktv3808 2 года назад

      @@LabibIttihadul manlam apnar kotha kinto apni ekbar cintah korean eihane baratah ki nejjoh naki..amra jara sadaron manosder nagaler bahire

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      @@nktv3808 ভাড়া টা ন্যায্য না। আমি তো ভিডিওতে বলেই দিয়েছি, আপনার টাকা থাকলে যাবেন, আমার কি 🥴

  • @ismaildhaly
    @ismaildhaly 2 года назад

    5 Year baby er jonno ki ticket kora lagbe???

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      হ্যা। ভ্রমনের দিন ৫ বছর হলেই টিকিট লাগে।

  • @DrshamnoonBadrulTraveltricks
    @DrshamnoonBadrulTraveltricks 2 года назад

    সিন্ডিকেট এর দখলে সেন্টমাটিন

  • @KabirKhanm
    @KabirKhanm 2 года назад

    ভাইয়ের ১০০ k হতে গেলো

  • @sanchitaray7276
    @sanchitaray7276 2 года назад

    Ami ei mashei st.martin ghure esechhi.onekei bag e kore bairer khabar enechhilo.amra niyom mene kichhu neini.tar jonyo ami bf khete parini.karon ami veg.eta ektu kheyal rakhle bhalo

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      ভেজ ফুড থাকার কথা ওদের অপশনে। তবে আমি নিজেও আপনার মতই ট্যুরিস্ট। শিপের কেউ না। যাষ্ট, আসার দিন ভিডিও করেছিলাম।

  • @somparana7165
    @somparana7165 2 года назад

    এর থেকে ইন্ডিয়া বা নেপাল ঘুরে আসা ভালো এই খরচেই আসা যাবে

  • @rafatlimon4406
    @rafatlimon4406 2 года назад

    আপ্নের ভিডিও রেগুলার পাই না।
    নিয়মিত ভিডিও দেয়ার অনুরোধ রইলো। আপনে আমার পছন্দের ট্রাভেল ভ্লগার। অথচ আপ্নের ভিডিও পাই না 😔। ঐদিন শিপু ভাইর কাছে আপনের কথা জিজ্ঞেস করলাম। সেও কোনো আপডেট দিতে পারে নাই আপ্নের।

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      আমি তো ২০১৮ এর পর আর রেগুলার না। মাঝে মাঝে দিই

  • @sohaghossain9497
    @sohaghossain9497 2 года назад

    Ticket ki 1 Din aggay kattay hoi ?

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      ১৫,১৬, ১৮, ২৪, ২৫ এর টিকিট নাই কর্ণফুলীর। ১ মাস আগেই কাটা যায় টিকিট...

  • @shubirsarker778
    @shubirsarker778 2 года назад

    ৪ দিন হলো এই শিপে গিয়েছি সেন্টমার্টিন

  • @bidhanghosh7491
    @bidhanghosh7491 2 года назад +1

    ❤️

  • @nishuafrannisan
    @nishuafrannisan Год назад

    কক্সবাজার থেকে সেন্টমার্টিন যেতে কত টাকা খরচ লাগে এমন কিভাবে যাইলে ভালো হবে

    • @LabibIttihadul
      @LabibIttihadul  Год назад

      ২০০০ এর মত লাগবে সর্বোচ্চ

  • @sanayahmed7
    @sanayahmed7 2 года назад +2

    2800tk kore ticket katchilam amra

  • @b.m.nasimrezaanik6405
    @b.m.nasimrezaanik6405 2 года назад

    return korar somoi kotokhon lage?

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      এপ্রোক্সিমেটলি যেতে ৬, আসতে ৬ ঘন্টা

  • @applesquad9670
    @applesquad9670 2 года назад

    ❤️❤️

  • @aadiraj5577
    @aadiraj5577 2 года назад

    ভাই টিকেট কার থেকে নিবো নাম্বার দিলেন না যে....?

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      ভিডিও ডেসক্রিপশন এ দেয়া আছে নাম্বার ভাইয়া।

  • @RitaAktar-fv8zi
    @RitaAktar-fv8zi Год назад

    এখন কি লঞ্চ যায় সেন্টমার্টিন এ?????

  • @arafatkazi1728
    @arafatkazi1728 2 года назад

    Marigold এ bag রেখে ডেকে ঘুরাঘুরি করলে bag চুরি যাওয়ার সম্ভাবনা থাকে?!

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад +1

      আমি অপরিচিত এক কাপলের কাছে ব্যাগ রেখে ঘুরছি, তবে অন্য কাউকে এই পরামর্শ দিব না। ঘরে তালা দিয়ে রেখে গেলেও চুড়ির সম্ভাবনা থাকেই

  • @VikiArafat
    @VikiArafat 2 года назад

    ভাই,,,, কক্সবাজার থেকে সেন্টমার্টিন বর্তমানে কি কি জাহাজ চলাচল করতেছে,

    • @VikiArafat
      @VikiArafat 2 года назад

      বর্তমান ভাড়া
      ঢাকা থেকে কক্সবাজার কত ভাড়া,,,,,?? আপ ডাউন জাহাজ ভাড়া কত,,,,,,,??
      রিসোর্ট ভাড়া কত,,,,১রাত কত?? / ২ রাত কত,,,?
      মোট কত টাকা লাগবে,,,,,???

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад +1

      একটাই চলচ্ছে। কর্ণফুলী এক্সপ্রেস। কক্স টু সেন্ট। যেটার ভিডিও দেখলেন।

  • @Md.KhademulIslam-o5y
    @Md.KhademulIslam-o5y 2 месяца назад

    আট নয় বছর বাচ্চাদের কোন টিকেট করা লাগে কিনা একটু জানাবেন দয়া করে

  • @GgdggGff-o9i
    @GgdggGff-o9i 9 месяцев назад

    ভাই ঢাকা থেকে সেনটিমারটিন ভমন করতে কতো টাক লাগবে

    • @LabibIttihadul
      @LabibIttihadul  9 месяцев назад

      এখন তো সিজন না, শিপ চলাচল করে না এই মুহূর্তে। আবার অক্টোবর মাস্যার দিকে করতে পারে।

  • @asikurrahman6074
    @asikurrahman6074 2 года назад

    ভাই ফোন নাম্বার দিলেন না। টিকেট এর জন্য

    • @LabibIttihadul
      @LabibIttihadul  2 года назад

      ভিডিওর ডেসক্রিপশন এ দেয়া আছে তো

  • @mhprem9743
    @mhprem9743 2 года назад

    এই টাকা দিয়ে ইন্ডিয়ায় ভরপুর ঘুরে আসতে পারবো

  • @robinpower1213
    @robinpower1213 2 года назад

    ভাড়া কত?

  • @tanvirhasan3987
    @tanvirhasan3987 2 года назад

    ভাই,জাহাযের টিকেট
    যার কাছ থেকে আপনি কাটচেন
    উনার নাম্বার টা দেন