তারাপীঠ ভ্রমণ ২০২৩ | মাত্র ₹৩০০ টাকায় হোটেল | Couple Friendly Hotels | Vlogger Abhay

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #তারাপীঠ
    #তারাপীঠ_মন্দির
    #tarapithmandir
    #tarapith
    #tarapithtemple
    #birbhum
    #murshidabad
    #vlog13
    ▪ 𝙑𝙞𝙙𝙚𝙤 𝙘𝙧𝙚𝙖𝙩𝙤𝙧
    ▪ 𝙏𝙧𝙖𝙫𝙚𝙡 𝙑𝙡𝙤𝙜𝙜𝙚𝙧
    ▪ 𝘿𝙈 𝙛𝙤𝙧 𝙥𝙖𝙞𝙙 𝙥𝙧𝙤𝙢𝙤𝙩𝙞𝙤𝙣 𝙖𝙣𝙙 𝙘𝙤𝙡𝙡𝙖𝙗𝙤𝙧𝙖𝙩𝙞𝙤𝙣💌
    ⚫ EMAIL✉️:- abhaymondal061@gmail.com
    তারাপীঠ হোটেল এর নম্বর:-
    6295373381(সুকান্ত)
    তারাপীঠ কি শক্তিপীঠ না সিদ্ধপীঠ? অজানা রহস্যেভরা ইতিহাস জানলে শিউরে উঠবেন
    তারাপীঠের বর্তমান মন্দিরের ইতিহাস প্রায় দুশো বছর হলেও তারাপীঠের ইতিহাস কিন্তু হাজার দেড়হাজার বছরেরও অধিক। তার ইতিহাস প্রাচীন, আবছায়া, অস্পষ্ট এক অতীতের মধ্যে মিশে আছে। কেন এখানকার দেবী নাম তারা হল, তাই নিয়েও আছে পুরাণের এক কাহিনি।
    হিন্দু পুরাণ অনুসারে, শিবের রুদ্র তাণ্ডবের ফলে সতীর দেহের নানা অংশ বহু স্থানে ছড়িয়ে পড়েছিল। তার থেকে ভারত জুড়ে বিভিন্ন সতীপীঠের জন্ম হয়েছে। তারাপীঠকেও ৫১টি সতীপীঠের অন্যতম বলে মনে করা হয়। সতীর চোখের ঊর্ধ্বনেত্রের মণি অর্থাৎ তারা পড়ায় দ্বারকা নদীর পুব পাড়ের চণ্ডীপুর আজ তারাপীঠ। তবে তারাপীঠের আরও বেশি মাহাত্ম্য শক্তিপীঠ বা মহাপীঠ হিসাবে।
    কথিত আছে, সাধক বশিষ্ঠ দ্বারকার কুলে মহাশ্মশানের শ্বেত শিমূলের তলে পঞ্চমুণ্ডির আসনে বসে তারামায়ের সাধনায় সিদ্ধিলাভ করেন। তবে, সে দিনের শিমূল গাছ আজ আর নেই। খরস্রোতা দ্বারকাও আজ পরিণত হয়েছে নোংরা খাল। জনারণ্যে হারিয়ে গেছে মহাশ্মশানের ভয়াবহতা। ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠর সিদ্ধপীঠ এই তারাপীঠ আরও অনেকেরই সাধনপীঠ -- তাঁদের মধ্যে উল্লেখযোগ্য সাধক বামাক্ষ্যাপা।
    তারাপীঠের মন্দিরে সারা বছরই জনসমাগম হয় এবং প্রতিদিনই এখানে গরিবদের খাওয়ানো হয়। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে পুজো দিতে আসেন। মহাপীঠ বলে পরিচিত এই মন্দির, হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মস্থান। বলা হয়, তুমি যদি সৎ হও, তবে তুমি পৃথিবীর যেখানেই থাকো এবং যে ধর্মাচরণই করো না কেন, মা তারার আর্শীবাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে এবং তোমার আশা পূরণে সহায়তা করবে। তোমার হৃদয় ও মনের যাবতীয় যন্ত্রণা তিনি দূর করবেন।
    ইতিহাস
    তারাপীঠের বর্তমান মন্দিরের ইতিহাস প্রায় দুশো বছর হলেও তারাপীঠের ইতিহাস কিন্তু হাজার দেড়হাজার বছরেরও অধিক। তার ইতিহাস প্রাচীন, আবছায়া, অস্পষ্ট এক অতীতের মধ্যে মিশে আছে। একদিকে ইতিহাস, দলিল-দস্তাবেজ আর অন্যদিকে পুরাণ ও লোককথা। সব মিলেই তারাপীঠের মন্দির এবং তারামায়ের কাহিনি এক অন্য স্থান দখল করেছে । তারাপীঠের বর্তমান মন্দির মল্লারপুরের জমিদার স্থাপন করলেনও গল্পের শুরু জয়দত্ত সদাগরের কথা হতে। আজও মুখে মুখে চলে আসছে তাঁর কাহিনি। আজ থেকে প্রায় আটশো বছর আগের ঘটনা। তিনি ছিলেন বীরভূমের রত্নাগড় নিবাসী। একবার তিনি বাণিজ্যে প্রভূত সম্পদ, অর্থ লাভ করে বাড়ি ফিরছিলেন। চলার পথে অসুস্থতায় মৃত্যু হল তাঁর প্রাণাধিক পুত্রের। বাড়ি ফিরেই ছেলের অন্ত্যেষ্টি করবেন স্থির করে তিনি মাঝিদের বললেন, পুত্রের দেহটাকে ভালো করে ঘি মাখিয়ে রাখতে। তাতে পচন ধরবে না। এদিকে সন্ধ্যা নেমেছে। রাত্রিটা তাই পথেই বিশ্রাম নিতে হবে। চলতে চলতে থামলেন এক বিশাল জঙ্গলের পাশে। স্থানটির নাম চণ্ডীপুর।
    Facebook Page Link:-
    www.facebook.c...
    Instagram I'd Link:-
    www.instagram....
    My Facebook I'd:- www.facebook.c...
    Telegram Channel Link:-
    t.me/+2mw6hNax...
    মুর্শিদাবাদ ভ্রমণ ১:-
    • মুর্শিদাবাদ ভ্রমণ ২০২৩...
    মুর্শিদাবাদ ভ্রমণ ২:-
    • মুর্শিদাবাদ ভ্রমণ ২০২৩...
    ২০২৩ শ্রাবণ মাসে শিবগদি ভ্রমণ:-
    • Shivgadi Yatra 2023 | ...
    দক্ষিণেশ্বর মন্দির ভ্রমণ গাইড:-
    • দক্ষিণেশ্বর ভ্রমন ২০২৩...
    মায়াপুর ভ্রমণ গাইড:-
    • মায়াপুর ভ্রমন গাইড ২০...
    দীঘা সমুদ্র সৈকত ভ্রমণ গাইড:-
    • দীঘা ভ্রমন গাইড ২০২৩ |...
    দার্জিলিং ভ্রমণ গাইড:-
    • DARJEELING VLOG | ২ দি...
    দেওঘর ভ্রমণ গাইড:-
    • দেওঘর ও ক্রিকূট পাহাড়...
    দিল্লি ইন্ডিয়া গেট ভ্রমণ:-
    • দিল্লির ইন্ডিয়া গেট ও...

Комментарии • 3