আধার ও অধিকার || POTENTIAL & RIGHTS || জয়দীপ মহারাজ || JOYDEEP MAHARAJ

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 июн 2022
  • আগামী ১২ জুন, রবিবার, রাত ৮’টায় দর্শকদের জিজ্ঞাসা নিয়ে আলোচনা করবেন জয়দীপ মহারাজ। সোনার বাটি ছাড়া সিংহীর দুধ রাখা যায় না। এখান থেকেই উঠে আসে আধার ও অধিকারের প্রশ্ন। সেই জিজ্ঞাসা থেকেই অনুষ্ঠানটির নামকরণ ভাবা হয়েছে। সবাই স্বাগত।
    ● কোন কোন কামনা বাসনা আমাদের আধ্যাত্মিক পথের অন্তরায় নয় সে বিষয়ে যদি কিছু আলোকপাত করেন খুব ভাল হয়৷ 2:17
    ● মহারাজ আমাদের বঙ্গদেশে অনেক মহাপুরুষ জন্মেছেন, আবার এদেশে বেশীরভাগ মানুষ কিন্তু সনাতন ধর্ম মানেন না, ইসলাম follow করেন৷ এর পিছনে ঈশ্বরের কি কোন গূঢ় অভিপ্রায় আছে? 16:41
    ● প্রণাম মহারাজ৷ নাড়িশুদ্ধি প্রাণায়াম বা অনুলোম বিলোম প্রাণায়ামের কী কোন নেতিবাচক প্রতিক্রিয়া আছে শরীরে? 32:21
    ● ত্যাগ বাইরে নয় মনে করা এ ব্যাপারে আলোকপাত করবেন৷ আসলে আমরা সংসারী মানুষ এই ত্যাগের অভ্যাস কিভাবে করব? 35:21
    ● মহারাজ আপনার ভিডিওতেই শুনেছি সোনার পাত্র ছাড়া সিংহের দুধ রাখা যায় না৷ নিজেদের কি কোনভাবে সোনার পাত্র করে তোলা যায়? যদি যায় তাহলে সেটা কিভাবে? 54:22
    ● প্রণাম মহারাজ৷ দীক্ষার পূর্বে কোন ব্যক্তির কি জপধ্যান করব? বিভিন্ন মত সম্প্রদায়ের মধ্যে কোনটি আমার জন্য জানব কী করে? প্রকৃত তত্ত্বদর্শী গুরুকে পাব কিভাবে? 1:13:39
    ● অনেকেই বলেন কৃষ্ণ হচ্ছেন মূল আর বাকীরা সবাই দেবদেবী শাখাপ্রশাখা৷ এর অর্থ কি? 1:22:38
    ● সময়ের সাথে চাওয়া বা পাওয়ার কতটা বন্ধুত্ব বা সম্পর্ক মহারাজ? 1:26:54
  • РазвлеченияРазвлечения

Комментарии • 27

  • @truthexplorer5577
    @truthexplorer5577 Год назад +1

    মুগ্ধ হলাম শুনে।

  • @dipanwita0928
    @dipanwita0928 2 месяца назад

    প্রণাম মহারাজ 🙏🙏... এই যে আশার আলো দেখালেন... বাঙালির জাগরণের সময় হয়েছে... মন ভালো হয়ে যায় আপনার মুখ থেকে যখন এরকম শুনি। পথ দেখান মহারাজ আমরা যেন আপনার কাছ থেকে জানা সেই ঊর্ধ্বে চেতনাকে তুলতে সচেষ্ট হই

  • @truthexplorer5577
    @truthexplorer5577 Год назад +1

    কৃতজ্ঞতা ও প্রণাম।

  • @truthexplorer5577
    @truthexplorer5577 8 месяцев назад

    অপূর্ব।
    এই বক্তব্যের দর্শক হতে পারার সুযোগ পেয়ে কৃতজ্ঞ।
    আরও এমন আলোচনা হোক ❤

  • @kamalbanik9344
    @kamalbanik9344 2 года назад +1

    🙏🙏🙏

  • @banik_Bangladesh
    @banik_Bangladesh 2 года назад +3

    অভূতপূর্ব আলোচনা।অনেক ধন্যবাদ এবং প্রনাম।🙏🏻🙏🏻🙏🏻

  • @silabhattacharya1071
    @silabhattacharya1071 2 года назад +2

    🙏🏽🙏🏽🙏🏽Pronam Maharaj. Protyekta proshno- uttor alochona r madhyame anek Shekhar , barombar shunbo . Shradhya janai apnake , 🙏🏽🙏🏽🙏🏽

  • @biswajitmandal8516
    @biswajitmandal8516 5 месяцев назад

    🙏🙏🙏❤️

  • @amithazra946
    @amithazra946 2 года назад

    প্রণাম মহারাজ,
    ভিডিওটি শুনে খুব অনুপ্রাণীত হয়েছি। আমার একটা অন্য জিজ্ঞাসা ছিল, সেটি সংক্ষেপে নীচে ব্যক্ত করছি :
    অনেকের কাছে শুনেছি যে প্রতি মুহূর্তে কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি-স্থিতি-প্রলয় হচ্ছে অনবরত যা আমাদের কল্পনার অগোচর। সেইরকম কি আমরা এটাও ধরে নিতে পারি যে সময়ের চারিটি যুগ: সত্য,ত্রেতা,দ্বাপর এবং কলি একসাথে সমস্ত বিশ্বব্রহ্মা্ডে (মাল্টিভার্স) ঘটে চলেছে অনবরত? যদি এটির বিষয়ে কিছু আলোকপাত করেন তাহলে খুব উপকৃত হব।।
    আবার সশ্রদ্ধ প্রণাম জানাই, ধন্নবাদ।।

  • @sucharitajoardar9477
    @sucharitajoardar9477 2 года назад +2

    অপূর্ব!ঘরে বসেই সাধুসঙগ করতে পারছি,তার জন্য মরমিয়ার কাছে আমি কৃতজ্ঞ। কিন্ত পুরো আলোচনা টা শুনে আমার মনে হচ্ছে ,এসব comment করার কি আমি অধিকারী?

  • @truthexplorer5577
    @truthexplorer5577 Год назад

    ❤🙏🏿

  • @ritambose8976
    @ritambose8976 2 года назад +2

    মহারাজ কে হৃদয়ের অন্থস্থল থেকে প্রণাম🙏 নিবেদন করি,,,,আর জানাই ধন্যবাদ তিনি এই সুদীর্ঘ আলোচনায় এতো সুন্দর করে বোঝালেন,,,,ভালো থাকবেন মহারাজ,,,

  • @indranimitra8823
    @indranimitra8823 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @rinkusaha2146
    @rinkusaha2146 2 года назад

    ❤️🙏❤️

  • @bongadda4066
    @bongadda4066 2 года назад +1

    প্রণাম মহারাজ 🙏🙏 আপনি ভালো থাকবেন। 🙏

  • @Nordic_bong
    @Nordic_bong 2 года назад +4

    প্রণাম🙏
    মহারাজ শ্রীচৈতন্যদেব এর জীবনি ও কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা যদি করেন🙏

  • @urmimalaghosh7932
    @urmimalaghosh7932 Год назад

    আপনার অমূল্য কথাগুলো ধারণ করতে চাই।

  • @latikagoldar9575
    @latikagoldar9575 2 года назад +2

    আমি প্রথমে আপনাকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আপনার এই প্রশ্ন ও উত্তর পব্য খুব ভালো লাগলো। অনেক কিছু জানলাম।

  • @niveditasarkar0112
    @niveditasarkar0112 2 года назад +1

    সাষ্টাঙ্গ প্রণাম নেবেন 🙏

  • @tarasankarchatterjee4902
    @tarasankarchatterjee4902 2 года назад +1

    প্রণাম গুরুদেব।

  • @sukanta3941
    @sukanta3941 2 года назад +1

    প্রণাম মহারাজ। কাজে ব্যাস্ত ছিলাম তাই দেরী হলো।

  • @tapashsaha337
    @tapashsaha337 2 года назад +1

    ❤️🙏

    • @user-vv6iv5eo8w
      @user-vv6iv5eo8w 2 года назад

      Pranam Maharaj artma abon pran ki ak kripa kara janaben

  • @muktimaity7646
    @muktimaity7646 2 года назад

    ভক্তিপূর্ন প্রনাম আপনার চরণে।আভূমি প্রনাম আধ্যাত্মিক ত্রয়ীর স্রী চরণে।মহারাজ আপনি যদি একটি অঘোরী তন্ত্রের উপর আলোচনা চক্র করেন , ভীষণ ভালো লাগবে মাঝে মাঝে মাঝেই ওনাদের কথা বলতে শুনি কিন্তু ঠিক ঠিক বুঝতে পারিনা।যদি আপনি পারেন ,তাহলে খুব ভালো হয়।ভালো থাকবেন।আজকের আলোচনা সভায় অনেক গুলি বিষয় নিয়ে আলোকপাত করেছেন খুব ভালো লাগলো। বুঝতে পারলাম।

  • @piyalidutta6462
    @piyalidutta6462 2 года назад +1

    Khub sundor alochona maharaaj ..
    Asankhya dhanyawad apni amar question ta nilen..
    Technical revolution er fole agami dine j data science, machine learning aste choleche, er fole amader ja ja asubidher madhye diye jete hobe ,
    1)Tar sathe secret society ebong illuminati Group kon Gupta rahasya joriye ache?
    2) Swami k freemason bolar pichone ki dhoroner badmayesi kayem korar chesta cholche?
    3) artificial intelligence amader samaje pronodito howar sathe netajir ebong kalki avatar er ji jog?
    Etao sathe janale khub badhito hobo.
    Thank you so much

  • @pritamdas5145
    @pritamdas5145 2 года назад

    বোম্ভ্রোর স্বরূপ কি?