Это видео недоступно.
Сожалеем об этом.

জ্বলে নি আলো অন্ধকারে | সাধন ঘোষ | অ্যালবামঃ পথ-চাওয়াতেই আনন্দ

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 май 2024
  • আমার জ্বলে নি আলো অন্ধকারে
    দাও না সাড়া কি তাই বারে-বারে ।।
    তোমার বাঁশি আমার বাজে বুকে কঠিন দুখে, গভীর সুখেÑ
    যে জানে না পথ কাঁদাও তারে ।।
    চেয়ে রই রাতের আকাশ-পানে,
    মন যে কি চায় তা মনই জানে।
    আশা জাগে কেন অকারণে আমার মনে ক্ষণে ক্ষণে,
    ব্যথার টানে তোমায় আনবে দ্বারে ।।
    তথ্যপঞ্জি:
    রচনার তারিখ: অনুল্লিখিত। মনে করা হয় ১৩৩১ বঙ্গাব্দের (১৯২৫ খ্রি:) চৈত্র মাসের শেষ দিকে আরও কয়েকটি গানের সাথে চিরকুমার সভা নাটকের জন্য জ্বলে নি আলো অন্ধকারে গানটি রচিত হয়। কবির বয়স: ৬৪। রচনার স্থান: অনুল্লিখিত। প্রকাশ: ১. প্রবাহিণী কাব্য অগ্রহায়ণ ১৩৩২ (নভে:- ডিসে: ১৯২৫), প্রত্যাশা পর্যায়ের ২৩ সংখ্যক গান; ২. চিরকুমার সভা ১৩৩২, নাটকের ৩য় অঙ্ক ১ম দৃশ্যে নীরবালা-র গান। ৩. গীতবিতান (১ম সং) ৩য় খণ্ড, শ্রাবণ ১৩৩৯; ৪. গীতবিতান (২য় সং) ২য় খণ্ড, ভাদ্র ১৩৪৬; ৫. গীতবিতান (অখণ্ড), আশ্বিন ১৩৭১। পর্ব: প্রেম, ২৫৭ সংখ্যক গান। উপপর্ব: প্রেম-বৈচিত্র্য। রাগ: বেহাগ-খাম্বাজ। তাল: ষষ্ঠী। পূর্বতন স্বরলিপি: সঙ্গীতবিজ্ঞান প্রবেশিকা, শ্রাবণ ১৩৩৩, আনাদিকুমার দস্তিদার। প্রচলিত স্বরলিপি: স্বরবিতান-২, অনাদিকুমার দস্তিদার।
    পাঠভেদ:
    ১. জ্বলে নি আলো অন্ধকারে
    : গীতবিতান ১ম সংস্করণ ৩য় খণ্ড ১৩৩৯, ২য় সংস্করণ ২য় খণ্ড ১৩৪৬, অখণ্ড ১৩৭১; স্বরলিপি অংশ, স্বরবিতান-২।
    ------- ------- -------
    ১. আমার জ্বলে নি আলো অন্ধকারে
    : কথার অংশ, স্বরবিতান-২।
    সংগীতভাষ্য:
    ‘প্রজাপতির নির্বন্ধ’ উপন্যাসকে চিরকুমার সভা নামে নাট্যরূপ দেবার সময় রবীন্দ্রনাথ ঠাকুর নতুন লেখা ৮টি গান সংযোজন করেছিলেন। জ্বলেনি আলো অন্ধকারে নতুন লেখা গানগুলোর একটি। নাটকের ৩য় অংক ১ম দৃশ্যে এটি নীরবালা-র গান। নাট্যকাহিনির এক পর্যায়ে নীরবালার প্রেম-ব্যাকুলতাকে এ গান এমন করে তুলে এনেছে, কোনো সংলাপই যার জন্য যথেষ্ট নয়। নাটকের প্রয়োজনে লেখা হলেও জ্বলেনি আলো অন্ধাকারে অনুরাগে রক্তিম, বেদনায় আর্দ্র, প্রত্যাশায় প্রসন্ন একটি অনুপম প্রেমসংগীত। কবির ৬৪ বছর বয়সের রচনা এটি। তিনি নিজেই বলেছেন, পরিণত বয়সের গান ভাব বাৎলাবার জন্যে নয়, রূপ দেবার জন্য। হৃদয়ের গোপন কথা তাই এ গানে বাধা মানে না, প্রণয়ের আকুলতা আড়াল জানে না। মন যে কী চায় তা মনই জানে- এমন সহজ করে বলা রবীন্দ্রনাথে কমই আছে। আর ব্যথার টানে তোমায় আনবে দ্বারেÑ সে তো সকল কালের, সকল প্রেমের সারাৎসার।
    যন্ত্রানুষঙ্গ পরিচালনাঃ দুর্বাদল চ্যাটার্জী
    © কপিরাইটঃ সোমা ঘোষ (সর্বস্বত্ব সংরক্ষিত)

Комментарии • 6

  • @johndilipsarker5759
    @johndilipsarker5759 Месяц назад +1

    অসাধারণ স্যার প্রণাম নেবেন

  • @Mrittikadebnath
    @Mrittikadebnath Месяц назад +1

    স্যার,অসাধারণ গায়কী মুগ্ধ হয়ে শুনলাম।

  • @AKDLTGHT
    @AKDLTGHT 25 дней назад

    বিনম্র শ্রদ্ধা ও প্রনাম । অপূর্ব পরিবেশনা।

  • @mozumdervlogs8956
    @mozumdervlogs8956 2 месяца назад +1

    অসাধারণ, স্যার 🙏

  • @prakashghosh8988
    @prakashghosh8988 2 месяца назад +1

    Yes thanks so much for your r n tagore songs and it's very very sweet and excellent and again thanks from Kolkata the city of jay