Комментарии •

  • @zahir2023
    @zahir2023 2 года назад +261

    অনেক অনেক ধন্যবাদ দই ফ্যাক্টরির মালিক
    ভাইকে তার দোষ ধরিয়ে দেবার জন্য।
    এ রকম সক্রিয় অভিযান আরও চাই।

    • @baharakash8600
      @baharakash8600 Год назад

      ফ্যাক্টরির মালিক জানে সে কি চুরি করতেছে,ফ্যাক্টরির মালিক দুধের বাচ্চা না।হিন্দিতে একটা ডায়ালগ আছে,আপনা কাম বানতা বাড়বে যাক জনতা।এরা নিজের ভালো ছাড়া অন্যর ভালোর চিন্তা করে না।

  • @ziaulhoque1386
    @ziaulhoque1386 2 года назад +155

    ধন্যবাদ স্যার এরকম তদারকি সব ক্ষেত্রে হওয়া উচিত

  • @abir2ping
    @abir2ping 2 года назад +278

    এমন অভিযান নিয়মিত চাই। মেধাবী অফিসারের মেধার প্রয়োগ চাই।

    • @tushar3321
      @tushar3321 2 года назад +7

      অফিসারের নাম জহিরুল ইসলাম

  • @mdabdurrahman6094
    @mdabdurrahman6094 2 года назад +74

    সুন্দর কথা স্যার, আপনি সত্যের পথে চালিয়ে যান, আল্লাহ পাক আপনার সহায়তা প্রদান করবেন, আমিন।

  • @kumaruttam6090
    @kumaruttam6090 2 года назад +243

    স্যার কে অন্তরের অন্তস্থল থেকে অনেক ধন্যবাদ, অনিয়মের এই দেশে প্রশাসনের লোকজন যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে সাধারন সাধারণ লোকজন প্রতারিত হবে না।

    • @mdzaman8530
      @mdzaman8530 Год назад +1

      ভাই,
      দই ওয়ালার কাছথেকে মাল পায়নি তাই এটা করেছে!

    • @sarifriad1407
      @sarifriad1407 Год назад

      দুনিয়ায় সবচেয়ে বড় মাদা,,,,,চোদ হল সাংবাদিক।

    • @mohammadashrafuddinferdous9347
      @mohammadashrafuddinferdous9347 Год назад +1

      @@mdzaman8530 hote pare. Problem nai vai. Apnar jodi mone hoy apni jene sune onnay tar support nen. Problem ki!

    • @raju_raju_raju8170
      @raju_raju_raju8170 Год назад

      @@mdzaman8530 ফোনটা ঠিক কোনটা ভুল তো আল্লাই জানে তবে আমি দু ধরনের জিনিসই ইউটিউবে দেখেছি

    • @MdRaihan-sk1hp
      @MdRaihan-sk1hp Год назад

      এখানে সাংবাদিক এর নুরার বুজ পরা হয় নাই তাই উনি এটা দেখাচ্ছে।😊😊😊

  • @osmangoni9622
    @osmangoni9622 2 года назад +64

    এটা জহিরুল স্যারের আইডি থেকে নেয়া, উনি বর্তমানে আমাদের পাবনা জেলার ভোক্তা অধিকারের সহকারী পরিচালক পদে কর্মরত,, ধন্যবাদ স্যার কে।

  • @sabujck6129
    @sabujck6129 2 года назад +17

    ভোক্তা অধিকার আইনের সদস্যরা যেন দেশের প্রতিটা মিষ্টির দোকানে এ অভিযান চালায় তার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

  • @humayankabir4450
    @humayankabir4450 2 года назад +263

    দেশের প্রত্যেক জায়গায় এই প্রতারণা চলছে। সকল মিষ্টির দোকানে রেট দেওয়া উচিত।

    • @Ksagor00
      @Ksagor00 2 года назад

      বুকাচুদা

    • @mdrajnyonsheikh8029
      @mdrajnyonsheikh8029 2 года назад +1

      ঠিক বলেছেন ভাইজান ❤️💚🌹

    • @rarecell3423
      @rarecell3423 2 года назад +1

      ঠিক

    • @sazzadhosen9939
      @sazzadhosen9939 2 года назад

      সঠিক কথা বলেছেন ভাই,,,সব সালার মিস্টর দোকান্দারা সব চোর

  • @ekramulislam564
    @ekramulislam564 Год назад +4

    একশত ভাগ সঠিক ও যৌক্তিক কথা বলেছেন স্যার। দই ও পাতিলের ওজন কত তা সঠিকভাবে উল্লেখ করতে হবে।এছাড়া উৎপাদনের তারিখ ও মেয়াদ কত দিন পাতিলের গায়ে লিখিত থাকবে হবে।

  • @inamulmusawwirchoudhury1101
    @inamulmusawwirchoudhury1101 2 года назад +32

    এ ধরনের অভিযান খুবই জরুরী। কাস্টমাররা আর ঠকবে। গুনগত মান রক্ষার জন্য BSTI লাইসেন্স খুব জরুরী । আপনাকে ধন্যবাদ।

  • @fadilmahmoud.7591
    @fadilmahmoud.7591 2 года назад +78

    এতো কথা না বলে দুইটারে বাটন দিলেতো হয়।

  • @smtv7922
    @smtv7922 2 года назад +49

    সাংবাদিক ভাইকে অসংখ্য ধন্যবাদ

  • @mastertvbd6965
    @mastertvbd6965 2 года назад +26

    বিভিন্ন সেক্টরেই এখন কিছু ভাল কর্মকর্তা দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ।

    • @somudrosotodol6327
      @somudrosotodol6327 2 года назад +2

      কিন্তু কতদিন এটা স্থায়ী হবে সেটাই ভয়,, এসব ভালো কর্মকর্তার উপর মাঝে মাঝেই জীবনের হুমকি চলে আসতেছে, যার কারণে কয়েক বছর পরেই চুপ হয়ে যান তারা,,

  • @mdparvezmamun3448
    @mdparvezmamun3448 2 года назад +67

    এইভাবে দায়িত্ব নিয়ে সারাদেশে যদি কাজ করেন তাহলে দেশটা অনেক উন্নত

  • @shantofokir540
    @shantofokir540 2 года назад +11

    সার আপনাকে অনেক ধন্যবাদ জনগনের সারথে সুন্দর অভিযান পরিচালনা করার জন্য ।

  • @mahydulislam
    @mahydulislam Год назад +13

    এমন অভিযান নিয়মিত চাই।স্যার কে অন্তরের অন্তস্থল থেকে অনেক ধন্যবাদ

  • @rehantalukder6687
    @rehantalukder6687 2 года назад +20

    এ জন্য সকল জনগণকে আরো সচেতন হতে হবে

  • @mehnajislam4380
    @mehnajislam4380 Год назад +8

    সাংবাদিক ভাই খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিৎ। এরকম ভাবে বিভিন্ন দোকানে ও প্রতারণা করা হয়!!

  • @MdAlamin-tw3zu
    @MdAlamin-tw3zu 2 года назад +43

    আমরাতো ৬০ টাকা কেজি দুধের দামতো দিচ্ছি না। ১১০টাকা কেজি দইয়ের দাম দিচ্ছি দুধ জ্বাল দিয়ে ওজন কমলে কি হইছে।ওজন কমাতেইতো এটা দই হইছে।

    • @mhfaizurrahman6118
      @mhfaizurrahman6118 2 года назад +4

      আমিওতো এটাই বলি।। ভাই।। যদি পানি কমার কারন উনি দেখায় যে ১ কেজি দুধে এক কেজি দই হয়না।। তাই পানির দাম ধরে। তো আমার কথা হলো যদি পানি সহ দাম ধরে তাহলে দুধ ৬০ টাকা তাহলে দই ও সেই হিসেবে ৬০ টাকা হউয়া উচিত।। পানি কমে যায় বলেই তো আমরা দই এর দাম বেশি দেই। সেই পানির হিসেব যদি ধরেই তাহলে দই এর দাম ৬০ টাকা করা উচিত

    • @MdRasel-sb1cw
      @MdRasel-sb1cw 2 года назад

      @MH Faizur rahman আপনি তাহলে ৬০টাকা কেজি দই বিক্রয় শুরু করেন ভাই। জ্বালানি খরচ কে দিবে? আপনার শ্রম এর মূল্য কে দিবে? তারপর তার লাভ ধরবেন না? ওনাদের কি প্রতিদিন শত টন দই বিক্রয় হয় যে প্রতি কেজিতে ৫টাকা লাভ হলেই সুন্দর ভাবে সংসার চলে যাবে? আপনিতো দেখি মস্তবড় ফিনান্সিয়াল অ্যানালিস্ট! তাহলে একটু বলেনতো বোতলজাত পানি কেনো ২৫টাকা লিটার? পানিত টিউবওয়েল বসিয়েই তোলা হয়।

    • @nahidmunshi4298
      @nahidmunshi4298 5 месяцев назад

      Cinir dam. Jalanir dam...onar sromer dam keda dibe...uni to 110 bese...dokandar 300bese

  • @zahangir3268
    @zahangir3268 Год назад +2

    সকল পদক্ষেপ চলমান থাকতে হবে। স্ব স্ব কর্ম জীবনের সকলকে দায়িত্ববান হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইল। সর্বক্ষেত্রে আইনের সঠিক প্রয়োগ চাই। দায়িত্বে থেকে দায়িত্ব পালন করা সবার নৈতিক দায়িত্। এখানে উৎপাদক,গ্রাহক এবং চাকুরীরত ব্যক্তি সকলের দায়িত্ব সমান। আসুন সবাই সচেতন হই, সঠিকটা কই। জেডআলম (রাজশাহী)

  • @Shawon598
    @Shawon598 2 года назад +33

    অনেক ভালো লাগলো। এভাবে তো আগে কখনো ভাবিনি,,,,,,

  • @স্বপ্নপূরণ-ঢ২ত

    চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলছেন। স্যার কে অনেক ধন্যবাদ।

  • @sroy5653
    @sroy5653 2 года назад +14

    ভোক্তা অধিকার সংরক্ষণ এই পদক্ষেপ নেওয়া খুব ভালো হয়েছে কিন্তু সারা দেশে কঠোর ভাবে এটা প্রয়োগ করতে হবে

  • @mohammadkamal8090
    @mohammadkamal8090 2 года назад +26

    এতকিছু বলার কি দরকার এই জানোয়ারের বাচ্চা গুলোকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক

  • @প্রতিবাদীকন্ঠ-ফ৩দ

    চিনি হাওয়া হয়ে যায় 😜😜 দুর্নীতিবাজদের কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল

  • @abdullahassad8902
    @abdullahassad8902 2 года назад +1

    দই নিয়ে এরকম অভিযান আরো চাই
    আর ধন্যবাদ Rtv কে❤️❤️

  • @forhadhossain2727
    @forhadhossain2727 2 года назад +15

    এই ভাবে আরো অভিযান চালানোর দরকার।

  • @mdsojn855
    @mdsojn855 Год назад

    ধন্যবাদ এইরকম অভিযান আরো প্রয়োজন

  • @ukibabu
    @ukibabu 2 года назад +5

    ধন্যবাদ এই জিনিসটা তুলে ধরার জন্য। আমি জিনিস টা ভাবতাম এটা কেন কেউ তুলে ধরে না।

  • @RjMasumOfficial01
    @RjMasumOfficial01 Год назад

    সাংবাদিক ভাইকে অনেক ধন্যবাদ এই ধরনের একটা ভালো রিপোর্ট করার জন্য।

  • @mdsirazulislam4224
    @mdsirazulislam4224 Год назад +4

    ধন্যবাদ স্যারকে এই রকম প্রত্যেক জায়গায় তে প্রতিবাদ করতে হবে আপনার কথা গুলো অনেক সুন্দর। দূর্নীতি মুক্ত বাংলাদেশ চাই 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @MdFazlulhoqk
    @MdFazlulhoqk Год назад

    আজ ভাল একটা অভিগ্যতা অর্জন করলাম। ধন্যবাদ আর টিভি কে

  • @mdsabbirahamed1784
    @mdsabbirahamed1784 2 года назад +24

    দই এর সাথে কুটি সহ, আমাদের এখানে দুইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

  • @skbiswas6843
    @skbiswas6843 Год назад +7

    সবাই জানে কিন্তু কেও প্রতিবাদ বা প্রতিবেদন করেন না!
    আপনাকে ধন্যবাদ জানাই সাংবাদিক ভাই এবং Rtv কে

  • @AnisurRahman-wk7ft
    @AnisurRahman-wk7ft 2 года назад +27

    মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি ।এই ধরণের কাজ যাতে বন্ধ হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক আর জনগনের অধিকার আদায় করা হোক ।আর এই অভিযান পরিচালনা আরো বৃদ্ধি করে সারা বাংলাদেশের সব জায়গাতে করা হোক ।

    • @makjilany
      @makjilany 2 года назад +3

      সব কিছুতেই প্রধানমন্ত্রী কে কেন জড়ান ভাই ???

    • @AnisurRahman-wk7ft
      @AnisurRahman-wk7ft 2 года назад +1

      @@makjilany ভাই প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া কোন কিছুই সঠিক হয়না।যাদের দায়িত্ব যে কাজ করার যদি সকলেই সঠিক দায়িত্ব পালন করতো তাহলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগতোনা।কিন্তু সেটাতো হয়না ভাই তাই।

    • @makjilany
      @makjilany 2 года назад +1

      @black man তাঁর পক্ষে যতটুকু সম্ভব করেছেন, করিতেছেন, করবেনও ইনশা আল্লাহ... কিন্ত আমাদেরও সবকিছুতেই তাঁর মুখাপেক্ষী হওয়া থেকে বের হয়ে আসা উচিত...

    • @realconceptualframeworks8790
      @realconceptualframeworks8790 Год назад

      প্রধানমন্ত্রী ছাড়া সব কি আচোদা

  • @tonuzaakterdaisy6267
    @tonuzaakterdaisy6267 Год назад +3

    একদম ঠিক কথা,,, এদের ধরা উচিৎ।।। ভোক্তা অধিকার এ মামলা দেওয়া উচিত।

  • @mshmsh2751
    @mshmsh2751 2 года назад +6

    ধন্যবাদ প্রশাসনের কর্মকর্তাদের দূরনীতিকে দমন করার জন্য। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন (আমীন)

  • @jalalwahid3339
    @jalalwahid3339 2 года назад +50

    বাংলাদেশ ঠিক করতে হলে সোনার মানুষ চাই। এদেশে একে অন্যের দোষ খুঁজে, অথচ নিজের দোষ চোখে পড়ে না।

  • @delowarhossain1822
    @delowarhossain1822 2 года назад +4

    দেশের সকল দই উৎপাদন জায়গাগুলোতে এভাবে অভিযোগ চালানো হক।

  • @irishali1074
    @irishali1074 Год назад

    খুব সুন্দর একটা বিষয় নিয়ে অভিযান ছিল ধন্যবাদ।

  • @beautiful618
    @beautiful618 2 года назад +4

    সাংবাদিক ভাই কে হাজারো ধন্যবাদ 🥀🥀🥀🥀🥀

  • @shuvoahmed6888
    @shuvoahmed6888 2 года назад

    ধন্যবাদ রইলো এরকম জনগনের ভালোকাজ করার উপায় জানাবার জন্য।এরকম আরও প্রতিবেদন দিবেন

  • @AnisurRahman-xs8sz
    @AnisurRahman-xs8sz 2 года назад +3

    একমান দুধের দাম 50 টাকা করে ধরলেও 2000টাকা দাম, আর 12 কেজি চিনির দাম 80 টাকা করে ধরলেও আরও 960 টাকা (2000+960)=2960 টাকা =28 কেজি দই, 130 টাকা কেজি বিক্রি করলেও আসে(28×130) =3640,অথচ তারা এদেশে 250, 200 টাকা আর 150 টাকা কেজি বিক্রি করে আবার বাতিলের ওজন ধরে বিক্রি করে, তাও বলে লস হয় বিক্রি করে

  • @psfgaming6056
    @psfgaming6056 Год назад

    আমরা চাই দৌলতপুরে এভাবে অভিযান চালানো হোক

  • @yeasinarafat2170
    @yeasinarafat2170 2 года назад +3

    সার এর কথা বলার সিস্টেম অনেক ভালো♥️♥️

  • @ajitsarkar6942
    @ajitsarkar6942 2 года назад +1

    সঠিক পদ্ধতিতে দই উৎপাদনে খরচ হবে ২০০ টাকা প্রতি কেজি। ভ‍্যাট সহ ২৩০ টাকা। বক্সে ভরে বিক্রয় করতে হবে প্রতি কেজি ২৮০ টাকা । তখন আপনি নিজেই কিনতে চাইবেন না। মন্তব‍্য অনেকেই করতে পারবেন। বাস্তবে খুজে পাওয়া যাবেনা।

  • @ohe-yd5mm
    @ohe-yd5mm Год назад +4

    আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারি যে, দেশে এমন একজন খাঁটি ব্যবসায়ী নেই যে তাকে বিশ্বাস করা যায়। প্রতিটি ব্যবসায়ী কোনো না ভাবে প্রতারণা করবেই করবে। সবশেষে সেই প্রতারণার শিকার হয় ক্রেতারা। অথচ বিচারের বাণী নীরবে কাঁদে 😥

  • @RezaulKarim-bk5iy
    @RezaulKarim-bk5iy Год назад

    Ripoter Vaia, apnak onek Dhonnobad reporti prochar korar jonno...

  • @mdnoyon4489
    @mdnoyon4489 2 года назад +17

    দুনিয়ার বুকে যা কিছুই কর পরকালের খাতায় ইন্ট্রি হচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুক আমিন।

  • @bangladeshdiscoverbanglade8454

    আপনারা যে রিপোর্ট করেছেন তা খুব ভাল হয়েছে, তবে অনুরোধ রইল দই বানাতে কত খরচ হচ্ছে, তার এভারেজ হিসেব করে দাম নির্ধারণ করে দেন, আমরা যে ভাবে অনুমান করছি তাতে ব্যবসায় টিকবে কিনা, বা ভোক্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা তা সবই দেখা উচিত

  • @HasibJP
    @HasibJP 2 года назад +11

    ওরা যে বললো 40 কেজি দুধ জ্বালায়ে 30 কেজি বানায় ।। ওরা কি দই বিক্রি করে দুধের দামে ?নাকি 150 টাকা কেজি দরে?

  • @smichaelcosta4911
    @smichaelcosta4911 Год назад

    Thanks Sir. Ekhon Motka moricha Ghur cheek koren ???

  • @bangladeshcountry3893
    @bangladeshcountry3893 2 года назад +25

    এদেরকে ডিম থেরাপি দেওয়া দরকার ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

  • @md.abdulzabber4998
    @md.abdulzabber4998 Год назад +2

    ধন্যবাদ সাংবাদিক ভাই কে। এই প্রশ্ন আমার মনে অনেক দিন ধরে ছিল।

  • @selimhossain9537
    @selimhossain9537 2 года назад +3

    দই মিষ্টির মালিকদের দীর্ঘদিনের মনগড়া অনিয়ম পরিবর্তনের জন্য সারা দেশে সাড়াশি অভিযান আগে থেকেই প্রয়োজন আছে

  • @sumonsarker1247
    @sumonsarker1247 Год назад

    ধন্যবাদ আর টিভি কে।

  • @habibrajuetc.299
    @habibrajuetc.299 2 года назад +21

    দেশটা কি মগেরমুল্লুক

  • @mebashir7311
    @mebashir7311 Год назад +1

    Thank u sir to open the fact.

  • @ambiencebd7191
    @ambiencebd7191 2 года назад +10

    আমিরা মালসা প্রতি বেচি।।ওজন নয়।।এখন দুধের দাম, শ্রমিকের বেতন যা তাতে লাভ খুম কম হয়।।।যারা ব্যবসাতে নাই তারা জানে না উদ্যোক্তা হয়ার জ্বালা কত।

    • @abdulhalim-dr3ko
      @abdulhalim-dr3ko 2 года назад +1

      আপনি ঠিক বলেছেন। পরিস্কার করে বলতে পারেন এক লিটার দৈ এত টাকা দাম। তাইলে খুটির ঝামেলা আসে না।

  • @jamesgorman9596
    @jamesgorman9596 Год назад

    চমৎকার অভিযান।

  • @rashedulhasan4592
    @rashedulhasan4592 2 года назад +4

    Very good, bravo!!!

  • @shohidulislam-xj5rr
    @shohidulislam-xj5rr 2 года назад +10

    কেজিতে বিক্রি বন্ধ করতে হবে আরো অনেক কিছু।

  • @mohammadali-ny4vp
    @mohammadali-ny4vp 2 года назад

    I have a Question !!
    If Someone Sells Coconut !!
    Need a BSTI License Sir !!

  • @suzon-vi
    @suzon-vi 2 года назад +8

    মনগড়া করলে আপনি বাসায় খান, 😅😅
    ধন্যবাদ স্যার

  • @helalreja5060
    @helalreja5060 Год назад +1

    অসংখ্য ধন্যবাদ ভাইটি অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন দোকানদার

  • @razibulislam3282
    @razibulislam3282 2 года назад +7

    আমাদের এলাকায় দইয়ের খুটি ১ গ্রাম ও বাদ দেওয়া হয় না

  • @mdronipk4776
    @mdronipk4776 Год назад

    দই কেনা নিয়ে দোকানীর সাথে অনেক ঝামেলা করেছি। মাটির পাত্র ছাড়া শুধু দই পলিথিনে ঢেলে নিতে চেয়েছি কেউ দেয়নাই। দই কেনাও হয়নাই। এতবড় অনিয়ম মেনে নিতে পারিনি। দই ও কেনা হয়নি। এই বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্কে জড়িয়েছি কিন্তু আমার সমাজকে পরিবর্তন করতে পারিনি। বাধ্য হয়ে দই খাওয়াই ছেড়ে দিয়েছি।

  • @nantumia4998
    @nantumia4998 2 года назад +13

    ভাই দুর্নীতি কোন পূজ্যায় পৌচাইছে আমার মনে হয় খাত নাই জে ভোক্তারা ঠকেনা আল্লাহ তুমি সঠিক গেয়েন দান করেন

  • @sultansadik4355
    @sultansadik4355 Год назад

    স্যারকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তাআলা স্যারের মর্যাদা আরো বৃদ্ধি করে দিন

  • @alamin56hossin56
    @alamin56hossin56 2 года назад +18

    কথা ঠিক এদের মামলা দেওয়া হোক

  • @abushaied4169
    @abushaied4169 Год назад +1

    সারা দেশের চিত্র একই । আমরা সাধারন জনগন অসহায় ।

  • @Jubokrishi_Official
    @Jubokrishi_Official 2 года назад +4

    মাশাআল্লাহ এই আইন সারা বাংলাদেশে করা হক❤️

  • @AVOYLenden
    @AVOYLenden Год назад

    Thanks 👍

  • @theunlimitedfan391
    @theunlimitedfan391 2 года назад +4

    সুযোগের অভাবে আমরা সবাই সৎ সেজে আছি। সুযোগ পেলেই আসল রূপ।

  • @MdRana-xs7vq
    @MdRana-xs7vq 2 года назад

    ধন্যবাদ কথা গুলো অনেক ভালো লাগলো,,,

  • @ImranAlam-cm9zh
    @ImranAlam-cm9zh 2 года назад +4

    ভাই দয়া করে ঢাকার মিস্টি দোকানে জান।

  • @MdHabib-pi6db
    @MdHabib-pi6db Год назад

    সঠিক সত্য কথা বলছেন স্যার
    অনেক ধন্যবাদ স্যার

  • @Happyalom-s
    @Happyalom-s 2 года назад +3

    100%সঠিক কাজ৷

  • @abdulkarimkarim2107
    @abdulkarimkarim2107 2 года назад +1

    Salute sir সব জাইগাই প‍্রতারনা চলতেছে

  • @AshrafulIslam-du3cf
    @AshrafulIslam-du3cf Год назад +3

    প্রতিটি দই দোকানে অভিযান চালানো উচিৎ।

  • @srsr8215
    @srsr8215 Год назад

    Rtv কে অনেক ধন্যবাদ।

  • @masudhassan2431
    @masudhassan2431 2 года назад +7

    সব চিটার আর চিটার,এটা এমন দেশ যে মগের মুল্লুক ও হার মানতে বাধ্য।

  • @m.m.m9019
    @m.m.m9019 2 года назад +2

    ধন্যবাদ স্যার,

  • @techcircuit8699
    @techcircuit8699 2 года назад +10

    একটা দেশের যদি প্রত্যেকটা সেক্টরেই দুর্নীতি হয় তাহলে ওই দেশ যে এখনও ভালো ভাবে টিকে আছে তা কেবল সৃষ্টিকর্তার ই রহমত।

  • @mdrubelrubel4365
    @mdrubelrubel4365 Год назад

    সকল দুর্নীতি ও পন্যের মূল্য বৃদ্ধি নিয়ে ভিডিও করেন অনেক উপকার হবে।

  • @arafsabil8446
    @arafsabil8446 2 года назад +3

    সারাদেশে এই অভিজান চালানো উচিত

  • @tawsifrezachowdhury7478
    @tawsifrezachowdhury7478 7 месяцев назад +1

    মাটির হাঁড়ি ঢাকা শহরে ৬০-৮০ টাকা দামে বিক্রি হয়। উনি কি ফ্রি দিবে?

  • @jahangirsiddique9522
    @jahangirsiddique9522 Год назад +6

    ধন্যবাদ কর্তৃপক্ষকে! এভাবে সব জায়গায় অভিযান চালিয়ে প্রতারকদের আইনের আওতায় আনতে হবে!

  • @MDAlAmin-bc8dg
    @MDAlAmin-bc8dg Год назад

    Dhonnobad

  • @beauty6020
    @beauty6020 2 года назад +6

    এদের কে এভাবে না বলে চরম শাস্তির ব্যবস্থা করতে হবে

  • @cantcfo9151
    @cantcfo9151 2 года назад

    Rtv donnobad

  • @sakilahmed9628
    @sakilahmed9628 2 года назад +6

    স্যার আল্লাহ আপনাকে উওম প্রতিদান দিক।

  • @shahiduzzamansakib3187
    @shahiduzzamansakib3187 2 года назад +7

    এটা অনেক আগের নিউজ... আর টিভি আগের নিউজ চুরি করে দেখাচ্ছে

    • @ahmmedjakir7743
      @ahmmedjakir7743 Год назад

      আগের হউক বা পরের নিউজ সত্য।অতএব এখানে চুরির কি দেখলিরে ভাই। এমন প্রতারণা সারাদেশে চলছে।

  • @saddamhosain5892
    @saddamhosain5892 2 года назад

    Koto din ager videoo aita akhon up.. Delen kan

  • @mdsazzadmridha8528
    @mdsazzadmridha8528 2 года назад +5

    বুঝতে কোন কষ্ট হয়না
    বাপ হলো সিটিং আর পোলা হলো সিটিংয়ের ঘরে সিটিং

  • @jahangirallam3266
    @jahangirallam3266 2 года назад +2

    ধন্যবাদ আর টিভি চ্যানেলকে ধন্যবাদ সাংবাদিক ভাইকে ধন্যবাদ স্যার

  • @ঘুরিফিরিরাজবাড়ী

    সব যায়গায় এই অবস্থা

  • @nayeemahmed2050
    @nayeemahmed2050 Год назад

    রাইট। স্যারকে অসংখ্য ধন্যবাদ

  • @Sunny_Subhan
    @Sunny_Subhan 2 года назад +5

    thanks...
    এই রকম আরো পদক্ষেপ দেখতে চাই।
    উচ্চহারে জরিমানা, জেল দিলেই সব কিছু ঠিকঠাক হবে।
    ✌🏻

  • @RobiulHasan-vs7pc
    @RobiulHasan-vs7pc 2 года назад +12

    মামলা দেওয়া হোক