আপনার শিখানোর ক্ষমতা দেখে আমি অভিভূত! শিক্ষক এমনই হওয়া উচিত। অনেকেই আছেন, নিজে ভাল বুঝেন কিন্তু বুঝাতে পারেন না। আমার বিবেচনায় আপনি শতভাগ সফল শিক্ষক। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি।
আগে ব্যবহৃত রেগুলেটর গুলো ট্রান্সফরমার টাইপ রেগুলেটর ছিলো, তাই যেকোন স্পিডে মোট ওয়াট একই থাকতো এবং বিদ্যুৎ বিল সমান থাকতো, তাই বইয়ে এরকম লিখা আছে, বর্তমানে ব্যবহৃত রেগুলেটর গুলো ট্রায়াক ব্যবহার করে তৈরি করা তাই স্পিডের পরিবর্তনের সাথে সাথে বিল ও পরিবর্তন হয়। ধন্যবাদ।
সারা জীবন শুনে আসলাম ফেন আস্তে বা জুড়ে ঘুরুক বিদ্যুৎ বিল সমান আসে।এটা বিভিন্ন চাকুরির পরীক্ষায় আসে এবং সেটাই সঠিক উত্তর ধরে নেয়া হয়।আপনি সুন্দর করে বুঝিয়ে দিলেন সেটা সঠিক নয়।অনেক ধন্যবাদ আপনাকে।
আগের যে রেগুলেটর ছিলো এটায় বিল সমান আসতো কিন্তু এখন কার রেগুলার আলাদা আগের মত না তাই বিল কম আছে কিন্তু বই গুলোতে তৈরি হয়ছে এই রেগুলার সৃষ্টি আগে তাই বই আগের টা লেখা
ডিমারে ট্রাকস ফরমা হলে বিল সমান আসবে। IC ডিমার হলে,আস্তে চললে বিল কম আসবে,জোরে চললে বিল বেশি আসবে।যেমন ফোনের ব্রাইটনেস বেশি দিলে চার্জ বেশি খাবে।আবার ব্রাইটনেস কম দিলে চার্জ বেশি থাকে।
ধন্যবাদ স্যার ,বাস্তবিক ও প্যাক্টিক্যাল করে এ রকম সুন্দর ভিডিও দেওয়ার জন্য । আজকে দেখলাম, ভোল্টেজ ও এম্পিয়ার কম বা বেশি হওয়াতে বিদ্যুৎ বিল কম বেশি হয় । কিন্ত আমি ও বই এ পড়েছি ভোল্টেজ ও এম্পিয়ার কম বা বেশি হওয়াতে বিদ্যুৎ বিল একি হয়..
আপনার যুক্তি এবং উপস্থাপন সঠিক। আমি আমার বাসার ফ্যান আস্তে এবং জোরে ঘুরিয়ে প্রিপেইড মিটারে কোড চেপে লোড চেক করেছি। ফলাফল ফ্যান আস্তে ঘুরলে লোড কম নেয় আর জোরে ঘুরলে লোড বেশি নেয়। তার মানে ফ্যান আস্তে ঘুরলে টাকা কম কাটতেছে আর জোরে ঘুরলে টাকা বেশি কাটতেছে।
No nonsense video, explained and shown so precisely with calculations - hats off to you. I never saw this concept explained like this before. Keep up the good work. 👍
বই এী লেখা আদৌ ভুল ছিল না। আগে রেগুলেটর সিস্টেম ট্রান্সফটমার টাইপ ছিল যদি ও দেখতে বড় অড ছিল কিন্তু নিরাপদ ও দীর্ঘস্থায়ী ছিল। এখন মাসে মাসে রেগুলেটর পাল্টাতে হয়।
ভাইজান বিদ্যুতের ব্যবহার সম্পর্কে এমন হিসাব সুন্দর করে বুঝিয়ে দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে নিজ দায়িত্বে হেফাজতে রাখুন ও দীর্ঘজীবী দান করুন আমীন। দুনিয়ায় আপনার জীবনে সফলতা নেমে আসুক এবং আখেরাতের মুক্তি আপনার জন্য নিশ্চিত হোক। আমীন।
আগের রেগুলেটরের সাপেক্ষে বিদ্যুৎ খরচ সেইম থাকতো, অর্থাৎ ভুল ছিল না। এখনকার রেগুলেটরের সাপেক্ষে বিদ্যুৎ খরচের তারতম্য হয়। আশাকরি বুঝতে পেরেছেন। আরো জানার জন্য পড়াশুনা করুন। একটা ভিডিও দেখে কোনো সিদ্ধান্ত দেওয়া ঠিক নয়।
Your analysis is correct. I also agree with this. I have another explanation in this regard. When a fan moves faster then it's work done is higher because of it removes more air and does so more work and utilizes more energy to remove more air. This more mechanical energy is supplied by the electricity connected to it . Again for the lower speed it is just opposite.
স্যার শুধু মাত্র BRB ব্রান্ডের রেগুলেটর দিয়ে এক্সপেরিমেন্ট করে বলা মুশকিল য়ে ফ্যান আস্তে ঘুরলে বিল কম হবে, আর জোরে ঘুরলে বিল বেশি হবে, বাজারে আরো অনেক ব্র্যান্ডের রেগুলেটর আছে যে গুলোর ইন্টারনাল ফাংশন ভিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্টের মাধ্যমে হয়ে থাকে।
আমি ইউরোপ থেকে আপনার ভিডিও টা দেখছি খুব ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা না বললেই নয় আসলে আপনি একজন খুব ভালো লোক আমার পছন্দনিয় লোক আপনি ভালো থাকবেন।
ফ্যান আস্তে অথবা জোরে ঘুরলে একই বিল আসবে ও টা ঠিক এবং আপনি যেটা প্রমাণ করলেন এটাও সঠিক। কোয়েল জড়ানো রেগুলেটর, বাড়িতে আগে যে রেগুলেটর ব্যাবহার করা হত ওই রেগুলেটর ব্যাবহার করলে ফ্যান আস্তে অথবা জোরে যেমনি ঘুরবে বিদ্যুৎ বিল একই আসবে। ধন্যবাদ!
অনেক সুন্দর একটি ভিডিও দেওয়ার জন্য অাপনাকে অনেক ধন্যবাদ। স্যার আপনি হয়তো সত্য বলেছেন। এটা প্রমাণ করে দিয়েছেন। আমার মনে হয় বিদ্যুৎ বিভাগ তাদের মিটার গুলো এমনভাবে তৈরি করে নিয়েছে যে, ভোল্টেজ যাই হোক বিল একই আসবে। এবিষয়ে আপনার সুন্দর একটি ভিডিও কামনা তো অবশ্যই করি।
Present regulator or modern regultor works like your experiment, but old regulators means manual regulators don't work like as your experiments. Thanks for your practical experiments.
একটু ভুল হয়েছে ২য় ক্ষেত্রে রেগুলেটর লাগানোর পর ভোল্টেজ রিডিং ফ্যানের দুই প্রান্ত থেকে নেওয়া যাবে না! এইখানেও ভোল্টেজের মান 220 এর কাছাকাছি হবে কিন্তু কারেন্টের মান কমে যাওয়ায় টোটাল কনজিওম পাওয়ার কমে যাবে! আশা করি বুঝতে পারছেন !!😊
@@training24 ২য় ক্ষেত্রে আপনি শুধু ফ্যানের কনজিওম এনার্জি বের করেছেন( যেহেতু ফ্যানের across এর ভোল্টে নিয়েছেন) কিন্তু রেগুলেটর এর মধ্যে ও কিছু এনার্জি ব্যয় হবে যেটা আপনি হিসাবের বাহিরে রেখেছেন!
@@eyasin_ali you are absolutely right. Here, load is 2 so both are consuming power based on 2 separate voltage drop. Moreover, regulator function is controlling resistor value in line.
In first case, electrical energy converts rotating energy by fan only. In second & third case, electrical energy converts not only rotating energy by fan but also heat energy by regulator ( for resistor type regulator / old type ) itself. That's why in both cases power consumption will be same. ........ But, if you use thyristor control speed regulator / modern type, it doesn't consume such much energy, that's why in that case, it will save ultimate energy and money also.
Bhai it depends on type of regulator used.Power loss occurs in resistive type of regulator .Before coming of Step regulator (Electronic Capacitor type) we used resistance type and there was power loss in regulator for decreasing voltage for decreasing speed of fan .In resistance type regulator energy bill will be same for increase and decrease of speed as there is power loss in it. Thank you bhai for analyzing it nicely to common people. Pl comment on my view.
Thanks ,,,but the electricity bill will be same for transforfer type regulator. in case of resistive type, the more you increase the resistance, the less the current. So the power consumed will be less. hope you got it… 10:26
Dear trainer, Assalamu Alaikum. I respect for trying to teach your students/ followers. With due respect I want to say that your experimental result is composed of few mistakes. The mistakes are 1. Power factor to be fixed that is nearabout .9, the true sense of word, the power factor must vary with the reduction of applied voltage across the fan. Fan ( induction motor) becomes more reactive ( inductive) with reduction of applied voltage by means of regulator and that results lower power factor. 2. Fan (induction motor) is a non linear device and the degree of non linearity depends upon fews parameters. Mechanical load is one of the important parameters. Your experiment was performed under almost no mechanical load ( blade less) condition. But significant amount of non linearity must be evident when you would perform the same expriment with mechanical load condition ( fan with blade). You can extract actual experimental result when you will use wattmeter instead of volt or ampere meter. I did the same experiment to teach my students at university (I dont like to express the name of the university). Yes the power consumption is not the same at the various speed condition of the fan, but it lies within almost 80% of full speed power consumption. I write this comment only to share my knowledge. I dont like to argue. For more learning plz read books.
আমার ধারনা, ফ্যান এর পাকা গুলো লাগালে সঠিক ফলাফল আসতো। কারণ পাকা গুলো আস্তে ঘুরলে, বাতাসের তোড়ে ফ্যান বেশি শক্তি সঞ্চয় করবে। অপরদিকে জোরে ফ্যান চললে বাতাসের বেগ কমে যায়। যার দরুন পাকা গুলো তেমন বাঁধা প্রাপ্ত হয় না। ফলে জোরে আর আস্থে ঘুরলে বিদ্যুৎ বিল সমান বা কাছাকাছি থাকবে।
The earlier regulators were made with registance coils . The speed of fan would be controlled by the registance coils of the regulator , which connected in series. So, voltage drop occurred in coil as per existence of registance in OHM. After dropping voltage as per registance in the Regulator, balance voltage out of supply voltage made available for rotating the Fan. Hence, total line voltage would be used for rotating the Fan plus voltage drop in the regulator coil. So, same energy (KWH) would be consumed/utilised irrespective of speed of fan . Due to this aspect, same bill for low or high speed of fan would come. But nowadays earlier regulators are not utilised and the system is different. Hence, the consumption of electricity and its corresponding bill may be lower for low speed of fan and higher for comparatively high speed of fan. Thanks.
If you lower the fan speed, you can reduce the electricity consumption of the fan. Generally, the faster the fan speed, the more electricity it consumes. Therefore, if you reduce the fan speed, you may be able to save some money on your electricity bill. However, it's worth noting that the amount of electricity saved by lowering the fan speed may not be significant, especially if the fan is only one of many electrical devices in your home. Additionally, if you lower the fan speed too much, you may not get the same level of cooling or air circulation that you need, which could cause you to use other appliances, such as air conditioners or heaters, more frequently. Overall, it's a good idea to find a balance between energy savings and comfort when it comes to using your fan. You can experiment with different fan speeds and monitor your electricity usage to see what works best for you.
Marvelous information. No one have described earlier. Please inform about use of single phase motor from 3 phase supply. Is the bill same like a 3 phase motor of the same watt.
The regulator will also use up some energy. That too should be calculated in order to get the overall measurement of energy consumption. The regulator has a separate voltage use them to calculate the energy used by the regulator.
😊আপনি যাহা বলেছেন তাহা ১০০% সঠিক। আমি বিদ্যুত অফিসে মিটার পরিক্ষক হিসাবে কর্মরত ছিলাম। সেই সাথে চাইনিচ লোকের সাথে ভোট ও কারেন্ট সমন্বয় করে দেখেছি আপনার কথা সঠিক। ফ্যান যত বেশী ঘুরবে বিদ্যুত খরচ ততই বেশী হবে।
আমি ও এই বিষয়ে লেখা পড়া করছি । আমি ও ভাবতাম এরকম । কিন্তুু আশেপাশের অনেকেই আমার ভাবনাটাকে ভুল বলত ।ইলেকট্রিক ডিপ্লোমা ধারীও বলত , তখন সহজে মেনে নিতে পারতাম না । আজ ক্লিয়ার হইলাম
আপনার শিখানোর ক্ষমতা দেখে আমি অভিভূত! শিক্ষক এমনই হওয়া উচিত।
অনেকেই আছেন, নিজে ভাল বুঝেন কিন্তু বুঝাতে পারেন না। আমার বিবেচনায় আপনি শতভাগ সফল শিক্ষক। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি।
Hmm
আগে ব্যবহৃত রেগুলেটর গুলো ট্রান্সফরমার টাইপ রেগুলেটর ছিলো, তাই যেকোন স্পিডে মোট ওয়াট একই থাকতো এবং বিদ্যুৎ বিল সমান থাকতো,
তাই বইয়ে এরকম লিখা আছে,
বর্তমানে ব্যবহৃত রেগুলেটর গুলো ট্রায়াক ব্যবহার করে তৈরি করা তাই স্পিডের পরিবর্তনের সাথে সাথে বিল ও পরিবর্তন হয়।
ধন্যবাদ।
ধন্যবাদ 👍
9
speed ke komato kivabe?
ওনার ভিডিও টা অনেকটা হাতুড়ে ডাক্তারের ভিডিও।
@@md.sohelrana7331😂
সারা জীবন শুনে আসলাম ফেন আস্তে বা জুড়ে ঘুরুক বিদ্যুৎ বিল সমান আসে।এটা বিভিন্ন চাকুরির পরীক্ষায় আসে এবং সেটাই সঠিক উত্তর ধরে নেয়া হয়।আপনি সুন্দর করে বুঝিয়ে দিলেন সেটা সঠিক নয়।অনেক ধন্যবাদ আপনাকে।
আগের যে রেগুলেটর ছিলো এটায় বিল সমান আসতো কিন্তু এখন কার রেগুলার আলাদা আগের মত না তাই বিল কম আছে কিন্তু বই গুলোতে তৈরি হয়ছে এই রেগুলার সৃষ্টি আগে তাই বই আগের টা লেখা
যারা বলেন ফ্যান আস্তে ও জোরে ঘুরলে বিল একই আসবে সেটি মোটেও সঠিক নয়। ভোল্টেজ ও কারেন্ট এর
ডিমারে ট্রাকস ফরমা হলে বিল সমান আসবে। IC ডিমার হলে,আস্তে চললে বিল কম আসবে,জোরে চললে বিল বেশি আসবে।যেমন ফোনের ব্রাইটনেস বেশি দিলে চার্জ বেশি খাবে।আবার ব্রাইটনেস কম দিলে চার্জ বেশি থাকে।
বেটা ট্রান্সফরমা/আইসির ব্যবহার বুঝালে তো হয়
Thankyou very for this informative video
অনেক সুন্দর উদাহরণ দিয়েছেন স্যার বিষয়টা বুঝতো অনেক সহজেই পেরেছি। আশা করি আরো নতুন নতুন ভিডিও তে অনেক কিছু শিখতে পারবো।
ধন্যবাদ।
Thanks for your nice teaching
স্যার, বাংলাদেশের প্রতিটা মানুষ বা প্রতিটা কারেন্ট গ্রহকদের পক্ষ থেকে আপনাকে নিরন্তন শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ত😊
❤
3w
L@@suchiaktar4586
😅😅@@mdsaifulalam5041g😢😢😢
আপনার বোঝানোর তুলনা নাই (হয় না)। আপনি একজন অসাধারণ, যদি বেসিক কিছু জিনিস বুঝতে পারেন তাহলে উপকৃত হব।জগবনধু ভট্টাচার্য, পসচিম বঙ্গ, ভারত। 🙏🙏👌👌
খুবই গুরত্বপুর্ণ ভিডিও। কিন্ত আমরা যারা পুঁথি পড়ে শিখেছি তারা সবাই জানি ফ্যান কম বেশী চললেও বিদ্যুৎ বিল একই আসে। জেনে উপকৃত হলাম।
বই এর লেখা সঠিক ছিল। কারন তখন ট্রান্সফরমার টাইপ রেগুলেটর ডিল এবং বিদ্যুৎ সরবরাহের লাইনে ভোল্টেজ স্ট্যান্ডার্ড থাকতো।
মাশাআল্লাহ খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে।অসঙখো ধন্যবাদ।
আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখলাম খুব সুন্দর করে বোঝাতে পারবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ধন্যবাদ।
ধন্যবাদ স্যার ,বাস্তবিক ও প্যাক্টিক্যাল করে এ রকম সুন্দর ভিডিও দেওয়ার জন্য । আজকে দেখলাম, ভোল্টেজ ও এম্পিয়ার কম বা বেশি হওয়াতে বিদ্যুৎ বিল কম বেশি হয় । কিন্ত আমি ও বই এ পড়েছি ভোল্টেজ ও এম্পিয়ার কম বা বেশি হওয়াতে বিদ্যুৎ বিল একি হয়..
ha ato din tai jantam,
খুবই সুন্দর করে বুঝিয়েছেন । অসাধারণ ।
ধন্যবাদ।
লাইফে আপনার মত একজন টিচার খুব প্রয়োজন ছিল!
অসাধারণ!
আপনী যেমন ভাবে আমাদের বুঝাইলেন আপনাকে অশঙ্খ ধন্যবাদ মনে হচ্ছে কারেন্টের বিষয়ে আপনি বি সি এস করেছেন ❤
খুব সম্ভবত আপনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা বিসিএস না বি এস সি
@@Ridershojibaaaaaaa aaaaaa!!aaaaaaaaa!aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa!aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa!aaaaaaaAAaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa!aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa!aaAAaAAAaaaaAAAAAA!!!❤aa!!aa!!
ক😢ছঘ😅😊
না ভাই, এসব অংক আমাদের নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়েও আছে। একাদশ অধ্যায়ে দেখুন।
😢🎉😂😊😂❤
মাশাল্লাহ খুব সুন্দর করে বুঝিয়েছেন। আল্লাহ তায়ালার দীর্ঘ নেক হায়াত দান করুন। আমিন🤲
আমিন।
@@training24 স্যার
১টি পানির মটর / দুই গোরা
১টি ফ্রিজ
১টি রাইস কুকার
৪টি ফ্যান
৮টি ২০ ওয়াড লাইট
এর জন্য কত অ্যামপিয়ার mcb এবং Reeb ব্যবহার করবো
@@iddrisehowlader-oc9jm 40 A
আমিন
আপনার যুক্তি এবং উপস্থাপন সঠিক।
আমি আমার বাসার ফ্যান আস্তে এবং জোরে ঘুরিয়ে প্রিপেইড মিটারে কোড চেপে লোড চেক করেছি।
ফলাফল ফ্যান আস্তে ঘুরলে লোড কম নেয় আর জোরে ঘুরলে লোড বেশি নেয়।
তার মানে ফ্যান আস্তে ঘুরলে টাকা কম কাটতেছে আর জোরে ঘুরলে টাকা বেশি কাটতেছে।
রাইট
আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি আপনার ভিডিওর বিষয় খুব গুরুত্বপূর্ণ, মানুষের কাজে লাগবে এ বিষয়ে কোনো সন্দেহর অবকাশ নেই। ধন্যবাদ।
মাসাআল্লাহ সুন্দরভাবে বুঝিয়েছেন ❤
পুর্বের ধারনাটা ভুল প্রমান করে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব।যাযাকাল্লাহুমুল খায়ের।
চমৎকার ভিডিও। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে বোঝানোর জন্য।
❤GooD BROTHER ❤❤❤ DETAiLS ViDEO❤
Onk sundor bujhiyechen sir.Salute❤❤
খুব ভালো করেই বুঝিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে !
ধন্যবাদ।
No nonsense video, explained and shown so precisely with calculations - hats off to you. I never saw this concept explained like this before. Keep up the good work. 👍
So nice of you
❤
সুন্দর করে বুঝানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ
আপনাকে অসংখ্য ধন্যবাদ । খুঊব সুন্দর করে বুঝানোতে প্রাকটিক্যাল দেখানোতে পরিষ্কারভাবে বুঝলাম।
খুব সুন্দর বুঝিয়েছেন স্যার
এত সুন্দর করে বুঝানোর জন্য ধন্যবাদ স্যার
ধন্যবাদ।
Thanks a lot sir
বইয়ের ভুলগুলো সংশোধন এর জন্য পাঠ্যপুস্তক বোর্ডে জানানো দরকার এবং সোশ্যাল মিডিয়াতে এরকম প্রমান সহ বেশি বেশি প্রচার করা প্রয়োজন।
বই এী লেখা আদৌ ভুল ছিল না। আগে রেগুলেটর সিস্টেম ট্রান্সফটমার টাইপ ছিল যদি ও দেখতে বড় অড ছিল কিন্তু নিরাপদ ও দীর্ঘস্থায়ী ছিল। এখন মাসে মাসে রেগুলেটর পাল্টাতে হয়।
থ্যাংক ইউ ভাইজান গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার জন্য। আল্লাহ আপনার নেক হায়াত দান করুন আমিন।
আমিন।
চমৎকার একটা শিক্ষনীয় পোষ্টের জন্য অনেক অনেক শুভকামনা ও আন্তরিক দোয়া রইল ভাই
খুব সুন্দর করে বুঝিয়েছেন।।। এতদিন আমরা ভুলের মধ্যে ছিলাম
ধন্যবাদ।
এখানেও অনেক ভুল হয়েছে...।
কোথায়, কিভাবে??@@Wowboxxx
সচেতনতামূলক কার্যক্রম অনেক অজানা তথ্য জানানোর জন্য ধন্যবাদ।
ধন্যবাদ।
Thank you very much for giving us a correct information by calculating. I am very much pleased, thanks.
আপনাকে অনেক অনেক ধণ্যবাদ, অসাধারন বুঝানোর শক্তি।
ধন্যবাদ।
আপনার ভিডিও দেখে উপকৃত হলাম।এমন আরো শিক্ষা মূলক উপকারী ভিডিও চাই।
আমার চ্যানেল ঘুরে আসুন ।
আসসালামু আলাইকুম স্যার,,, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সাবলীলভাবে বোঝানোর জন্য দোয়া রইলো,,।
ধন্যবাদ
ভাইজান বিদ্যুতের ব্যবহার সম্পর্কে এমন হিসাব সুন্দর করে বুঝিয়ে দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে নিজ দায়িত্বে হেফাজতে রাখুন ও দীর্ঘজীবী দান করুন আমীন। দুনিয়ায় আপনার জীবনে সফলতা নেমে আসুক এবং আখেরাতের মুক্তি আপনার জন্য নিশ্চিত হোক। আমীন।
আমিন।
Ameen
খুব সুন্দর করে বুঝিয়েছেন স্যার।
ধন্যবাদ।
ভালো রিপ্রেসেন্টেশন বাচ্ছাদের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা রইলো।
আপনার এই পোস্ট টা খুব ভালো লাগলো।
ধন্যবাদ।
এতো দিন তা হলে ভুল জেনে ছিলাম। জাজাকাল্লাহ খায়রান।
ধন্যবাদ।
আরো চিন্তা করার দরকার আছে।
আগের রেগুলেটরের সাপেক্ষে বিদ্যুৎ খরচ সেইম থাকতো, অর্থাৎ ভুল ছিল না। এখনকার রেগুলেটরের সাপেক্ষে বিদ্যুৎ খরচের তারতম্য হয়। আশাকরি বুঝতে পেরেছেন। আরো জানার জন্য পড়াশুনা করুন। একটা ভিডিও দেখে কোনো সিদ্ধান্ত দেওয়া ঠিক নয়।
সুন্দর ভাবে সঠিক যন্ত্রপাতির মাধ্যমে লাইভ ভিডিও করে বুঝিয়েছেন এ জন্য ধন্যবাদ,,,,
ধন্যবাদ।
Your analysis is correct.
I also agree with this.
I have another explanation in this regard.
When a fan moves faster then it's work done is higher because of it removes more air and does so more work and utilizes more energy to remove more air. This more mechanical energy is supplied by the electricity connected to it .
Again for the lower speed it is just opposite.
ধন্যবাদ।
স্যার শুধু মাত্র BRB ব্রান্ডের রেগুলেটর দিয়ে এক্সপেরিমেন্ট করে বলা মুশকিল য়ে ফ্যান আস্তে ঘুরলে বিল কম হবে, আর জোরে ঘুরলে বিল বেশি হবে, বাজারে আরো অনেক ব্র্যান্ডের রেগুলেটর আছে যে গুলোর ইন্টারনাল ফাংশন ভিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্টের মাধ্যমে হয়ে থাকে।
মাশাআল্লাহ খুব সহজভাবে বিষয়টা বোঝা গেল। ❤❤
আমি ফরিদপুর থেকে আপনার একজন নিয়মিত দর্শক
সারা দেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও কল্যাণকর একটা ভিডিও বানিয়েছেন। যাঝাকাল্লাহ খাইরান।
ধন্যবাদ।
যদিও যা বলছেন সব মাথার উপর দিয়া গেছে। কিন্তু এতটুকু বুঝতে পারছি । আপনি খুব সুন্দর বুঝিয়ে বলেন। যেটা অন্য কোন কেউ বুঝিয়ে বলে না
আপনার প্রতিটি ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আপনি অনেক সুন্দর করে গুছিয়ে ভিডিও তৈরি করেন।আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুক। আমিন
ধন্যবাদ।
মাশাল্লাহ অনেক সুন্দরভাবে বুঝিয়েছ।
ধন্যবাদ।
আমি ইউরোপ থেকে আপনার ভিডিও টা দেখছি খুব ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা না বললেই নয় আসলে আপনি একজন খুব ভালো লোক আমার পছন্দনিয় লোক আপনি ভালো থাকবেন।
ধন্যবাদ।
জনস্বার্থে প্রয়োজনীয় তথ্য। ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ স্যার! বেঁচে থাকেন, সুস্থ থাকুন। শুভ কামনা করি।
ধন্যবাদ।
অনেক ধন্যবাদ স্যার আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য 🥰🥰
ধন্যবাদ।
ফ্যান আস্তে অথবা জোরে ঘুরলে একই বিল আসবে ও টা ঠিক
এবং আপনি যেটা প্রমাণ করলেন এটাও সঠিক।
কোয়েল জড়ানো রেগুলেটর, বাড়িতে আগে যে রেগুলেটর ব্যাবহার করা হত ওই রেগুলেটর ব্যাবহার করলে ফ্যান আস্তে অথবা জোরে যেমনি ঘুরবে বিদ্যুৎ বিল একই আসবে। ধন্যবাদ!
খুব সুন্দর বুঝিয়েছেন। অনেক ধন্যবাদ।
আপনার বোঝানোর কায়াদা অসাধারণ। খুব ভালো লাগলো ভিডিওটা। স্রষ্টা আপনার মঙ্গল করুন।
ধন্যবাদ।
মাশাল্লাহ মাশাল্লাহ জাযাকাল্লাহ খায়ের ।
আপনি এত সুন্দর করে বিষয়গুলো উপস্থাপন করেন এটা মুখের ভাষায় যদি বলি সুন্দর তাতে কম হবে।
ধন্যবাদ।
ভাই আপনি ভালো ভাবে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ আমাদের ধারনা ছিল কমবেশি চললেও কারেন্ট এক সমান লাগে
ধন্যবাদ।
অনেক সুন্দর একটি ভিডিও দেওয়ার জন্য অাপনাকে অনেক ধন্যবাদ। স্যার আপনি হয়তো সত্য বলেছেন। এটা প্রমাণ করে দিয়েছেন। আমার মনে হয় বিদ্যুৎ বিভাগ তাদের মিটার গুলো এমনভাবে তৈরি করে নিয়েছে যে, ভোল্টেজ যাই হোক বিল একই আসবে। এবিষয়ে আপনার সুন্দর একটি ভিডিও কামনা তো অবশ্যই করি।
ভিডিও লম্বা হলেও অনেক কার্যকরী ও দ্বিতীয় কোন ভিডিও দেখার দরকার হবেনা। ধন্যবাদ ভাইয়া
জাজাকাল্লাহ খয়রান
ধন্যবাদ।
স্যার আপনার ভিডিওগুলো সুন্দর আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখছি। অসংখ্য ধন্যবাদ।
সঠিক কথা বলেছেন।
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
Present regulator or modern regultor works like your experiment, but old regulators means manual regulators don't work like as your experiments. Thanks for your practical experiments.
শুধু ধন্যবাদ দিলে কম হয়ে যাবে,স্যার। দোয়া ও ভালোবাসা নিবেন ❤❤❤
একটু ভুল হয়েছে ২য় ক্ষেত্রে রেগুলেটর লাগানোর পর ভোল্টেজ রিডিং ফ্যানের দুই প্রান্ত থেকে নেওয়া যাবে না! এইখানেও ভোল্টেজের মান 220 এর কাছাকাছি হবে কিন্তু কারেন্টের মান কমে যাওয়ায় টোটাল কনজিওম পাওয়ার কমে যাবে! আশা করি বুঝতে পারছেন !!😊
আগে নিজে বুজুন । আমি বুজতে পরিনি।
@@training24 ২য় ক্ষেত্রে আপনি শুধু ফ্যানের কনজিওম এনার্জি বের করেছেন( যেহেতু ফ্যানের across এর ভোল্টে নিয়েছেন) কিন্তু রেগুলেটর এর মধ্যে ও কিছু এনার্জি ব্যয় হবে যেটা আপনি হিসাবের বাহিরে রেখেছেন!
আসসালামু আলাইকুম। @@eyasin_ali ভাই, আপনি একটা ভিডিও করে আমাদের বুঝান । দেখি বুঝতে পারি কি না।
@@eyasin_ali Yes you're right, besically it depends on what type of regulator being used.
@@eyasin_ali you are absolutely right. Here, load is 2 so both are consuming power based on 2 separate voltage drop. Moreover, regulator function is controlling resistor value in line.
গুরুত্বপূর্ণ একটি বিষয় আজ সুন্দর ভাবে জানলাম। ধন্যবাদ।
ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া
সঠিক তথ্য দেবার জন্য স্যারকে অনেক ধন্যবাদ
ধন্যবাদ।
In first case, electrical energy converts rotating energy by fan only.
In second & third case, electrical energy converts not only rotating energy by fan but also heat energy by regulator ( for resistor type regulator / old type ) itself.
That's why in both cases power consumption will be same.
........
But, if you use thyristor control speed regulator / modern type, it doesn't consume such much energy, that's why in that case, it will save ultimate energy and money also.
I agree with you.The person may be mistaken.
resistor type regulator is in museum, so we should forget that
Absolutely right.
Bhai it depends on type of regulator used.Power loss occurs in resistive type of regulator .Before coming of Step regulator (Electronic Capacitor type) we used resistance type and there was power loss in regulator for decreasing voltage for decreasing speed of fan .In resistance type regulator energy bill will be same for increase and decrease of speed as there is power loss in it.
Thank you bhai for analyzing it nicely to common people.
Pl comment on my view.
Thanks ,,,but the electricity bill will be same for transforfer type regulator. in case of resistive type, the more you increase the resistance, the less the current. So the power consumed will be less. hope you got it… 10:26
উপস্থাপনা খুব সুন্দর। শুভ কামনা রইলো ♥️♥️
ধন্যবাদ সার আপনাকে এত সুন্দর করে বুজানুর জন্ন৷ ❤❤❤❤
Dear trainer, Assalamu Alaikum. I respect for trying to teach your students/ followers. With due respect I want to say that your experimental result is composed of few mistakes. The mistakes are 1. Power factor to be fixed that is nearabout .9, the true sense of word, the power factor must vary with the reduction of applied voltage across the fan. Fan ( induction motor) becomes more reactive ( inductive) with reduction of applied voltage by means of regulator and that results lower power factor.
2. Fan (induction motor) is a non linear device and the degree of non linearity depends upon fews parameters. Mechanical load is one of the important parameters. Your experiment was performed under almost no mechanical load ( blade less) condition. But significant amount of non linearity must be evident when you would perform the same expriment with mechanical load condition ( fan with blade).
You can extract actual experimental result when you will use wattmeter instead of volt or ampere meter. I did the same experiment to teach my students at university (I dont like to express the name of the university). Yes the power consumption is not the same at the various speed condition of the fan, but it lies within almost 80% of full speed power consumption. I write this comment only to share my knowledge. I dont like to argue. For more learning plz read books.
বাংলায় কমেন্ট টা করলে সবার বুঝতে সুবিধা হতো,,আপনাকেও ধন্যবাদ স্যার
Yet, it is unclear...
আমার ধারনা, ফ্যান এর পাকা গুলো লাগালে সঠিক ফলাফল আসতো। কারণ পাকা গুলো আস্তে ঘুরলে, বাতাসের তোড়ে ফ্যান বেশি শক্তি সঞ্চয় করবে। অপরদিকে জোরে ফ্যান চললে বাতাসের বেগ কমে যায়। যার দরুন পাকা গুলো তেমন বাঁধা প্রাপ্ত হয় না। ফলে জোরে আর আস্থে ঘুরলে বিদ্যুৎ বিল সমান বা কাছাকাছি থাকবে।
The earlier regulators were made with registance coils . The speed of fan would be controlled by the registance coils of the regulator , which connected in series. So, voltage drop occurred in coil as per existence of registance in OHM. After dropping voltage as per registance in the Regulator, balance voltage out of supply voltage made available for rotating the Fan. Hence, total line voltage would be used for rotating the Fan plus voltage drop in the regulator coil. So, same energy (KWH) would be consumed/utilised irrespective of speed of fan . Due to this aspect, same bill for low or high speed of fan would come. But nowadays earlier regulators are not utilised and the system is different. Hence, the consumption of electricity and its corresponding bill may be lower for low speed of fan and higher for comparatively high speed of fan. Thanks.
Is cost same wheather speed may be?
It depends on which type of regulator is used. And Volt meter should be used in side of the regulator.
ক্যান ভাই ... একটা closed Circuit এর একেক point এ একেকরকম voltage থাকে নাকি
Yes, voltage can be different in different points
@@anupamB Then thanks for your kind info. Bro
If you lower the fan speed, you can reduce the electricity consumption of the fan. Generally, the faster the fan speed, the more electricity it consumes. Therefore, if you reduce the fan speed, you may be able to save some money on your electricity bill.
However, it's worth noting that the amount of electricity saved by lowering the fan speed may not be significant, especially if the fan is only one of many electrical devices in your home. Additionally, if you lower the fan speed too much, you may not get the same level of cooling or air circulation that you need, which could cause you to use other appliances, such as air conditioners or heaters, more frequently.
Overall, it's a good idea to find a balance between energy savings and comfort when it comes to using your fan. You can experiment with different fan speeds and monitor your electricity usage to see what works best for you.
Dear he is explained only celling fans, if you need air conditioning sides, save money, you can use inverter ac.
অসাধারণ। অনেকদিন পর বিষয়টি বুঝলাম। অসংখ্য ধন্যবাদ। ❤
ধন্যবাদ।
খুব ভাল লাগল। বাস্তব অভিজ্ঞতা হল।
Marvelous information. No one have described earlier. Please inform about use of single phase motor from 3 phase supply. Is the bill same like a 3 phase motor of the same watt.
The regulator will also use up some energy. That too should be calculated in order to get the overall measurement of energy consumption.
The regulator has a separate voltage use them to calculate the energy used by the regulator.
ঠিক বলেছেন ।
The regulator use little electricity to run or control the power of the fan !!
রেগুলেটর প্রায় একই পরিমান পাওয়ার টানে, যতটুকু ফ্যান নিজে টানে।
@@RKB1295 ato power regulator tanle regulator procondo gorom hoye nosto hobe
😊আপনি যাহা বলেছেন তাহা ১০০% সঠিক। আমি বিদ্যুত অফিসে মিটার পরিক্ষক হিসাবে কর্মরত ছিলাম। সেই সাথে চাইনিচ লোকের সাথে ভোট ও কারেন্ট সমন্বয় করে দেখেছি আপনার কথা সঠিক। ফ্যান যত বেশী ঘুরবে বিদ্যুত খরচ ততই বেশী হবে।
ধন্যবাদ।
অসাধারন ভাবে আপনি বুঝাতে চেষ্টা করেন। আমি খুবই উপকৃত হচ্ছি। দোয়া রইল স্যার ।আপনার জন্য।
ধন্যবাদ।
ধন্যবাদ , বিদ্যুতের সুন্দর এই সমীকরণটির মাধ্যমে আমরা সুন্দর সামাধান পেলাম । আপনাকে বিশেষ ধন্যবাদ ।
ধন্যবাদ।
আমি ও এই বিষয়ে লেখা পড়া করছি । আমি ও ভাবতাম এরকম । কিন্তুু আশেপাশের অনেকেই আমার ভাবনাটাকে ভুল বলত ।ইলেকট্রিক ডিপ্লোমা ধারীও বলত , তখন সহজে মেনে নিতে পারতাম না । আজ ক্লিয়ার হইলাম
খুব সুন্দর করে বুঝিয়েছেন ভাইজান আপনাকে ধন্যবাদ
আপনার ভিডিও গুলো চমৎকার। যে কেউ এগুলো বুঝতে পেরে উপকৃত হবেন।
অনেক ধন্যবাদ ভাই।
ধন্যবাদ।
ধন্যবাদ ভাই সময় নিলে ও কার্যকর ভিডিও
ধন্যবাদ।
Onek sundor kore bujate paren,, boss👍
অসাধারণ, আরো ভালো করে বুঝতে পারলাম। ধন্যবাদ।
ধন্যবাদ।
চমৎকার বিশ্লেষণ। অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
দাদা আপনার বিশ্লেষণ অসাধারণ ৷ খুব ভালোলাগলো ৷
ধন্যবাদ।
অসাধারণ সুন্দর উপস্থাপন। অনেক অজানা তথ্য জানতে পারলাম।।।
ধন্যবাদ।
ধন্যবাদ। অসাধারণ সমাধানের জন্য ❤
ভাই আপনাকে অসংখ্যো ধন্যবাদ । আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করুক।
Best presentation with solution ever I seen in my life.
ধন্যবাদ।
অসাধারণ 🥰🥰 অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏🙏
এ ভাবে বোঝা নোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤❤❤❤
ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও দেখানোর জন্য ।
আপনার বুঝানোর ক্ষমতা অতুলনীয় ❤❤❤
ধন্যবাদ সঠিক তথ্য জানিয়ে দেওয়ার জন্য 👍🥀🌷🌹
ধন্যবাদ।
❤ এত সুন্দর করে বোঝানোর জন্য আপনাকে ধন্যবাদ