Это видео недоступно.
Сожалеем об этом.

পথের পাঁচলীর ইন্দির ঠাকুরণ এর কাহিনী(চুনিবালা)। story of chunibala devi |pather panchali| satyajit

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2020
  • Chunibala Devi (1875-1955) was an Indian character actress best known for her performance in Satyajit Ray's Pather Panchali, where she played the old aunt, Indir Thakrun, to Apu and Durga.[1]
    Formerly a theatre actress, Chunibala Devi made her film debut with Bigraha in 1930, though after her second film, Rikta in 1939 she retired. She was brought out of her retirement at the age of 80 by Satyajit Ray to act in the pivotal role of her career. She became the first Indian to win an award in the best actor/actress category in an international film festival - The Manila Film festival, for her role of Indir Thakrun.[2][3]
    She died in Kolkata, of influenza, in 1955, before the release of Pather Panchali, although Ray had been to her house to show her a projection.

Комментарии • 244

  • @soulfulsumon
    @soulfulsumon 2 года назад +275

    সিনেমার একটা দৃশ্যেও একবারের জন্যও উনার অভিনয়টা ,,অভিনয় বলে মনেই হয়নি,,,ওই বয়সেও এত ন্যাচেরাল এক্টিং ভাবা যায়🙏🙏

    • @debasishchakrabarti4921
      @debasishchakrabarti4921 11 месяцев назад +2

      অভিনয় মনে না হওয়াই সঠিক, স্বাভাবিক অভিনয়, ন্যাচারাল এ্যাক্টিঙ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হচ্ছে ' artless art
      মাণিক'দা ছবিটিও সেইভাবেই হয়েছে 👌👏

  • @chhandastudio860
    @chhandastudio860 2 года назад +66

    মৃত্যুর আগেও ইতিহাস রচনা করে গেলো।
    চুনিবালা দেবী ❤️👍🏽

  • @drdipakmodak1838
    @drdipakmodak1838 Год назад +12

    আমার মতে পৃথিবীর মধ্যে এই বয়সের সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী এই
    চুনীবালা দেবী। সত্যজিৎ রায়ের
    অত্যাশ্চার্য আবিষ্কার।প্রণাম উনাদেরকে।🙏

  • @zedahmed8196
    @zedahmed8196 2 года назад +62

    বাকরুদ্ধ সেই চুনিবালার অভিনয় শত শত বছর ধরে বাংলা চলচ্চিত্রকে সুমহান আসনে আজকের মতোই স্বর্ণোজ্জ্বল করে রাখবে দর্শকের হৃদয়ে।।
    চির ভাস্কর হয়ে থাকবে সকলের মাঝে অভিনয় মূলতঃ কত্ত বিশাল একটি শিল্পকর্ম তা পরবর্তী প্রতিটি শিল্পীদের কাছে অনুসরণীয় হয়ে থাকবে----
    সত্যি বলতে কি- চুনিবালা যেন এই চরিত্রটি করার জন্যই বোধকরি জন্ম নিয়েছিলেন, বা ঐ বয়স অবধি বেঁচে ছিলেন।।
    সত্যিকার জীবনে হাজার প্রতিকূলতার মধ্যেও।।

  • @sagarikabhattacharjee8022
    @sagarikabhattacharjee8022 2 года назад +6

    এই বয়সে এতো অসাধারণ অভিনয় আমি কোনদিনও দেখিনি। এতো প্রানবন্ত অভিনয় ছিল যে মনেই হয়নি এটা অভিনয় একদম বাস্তব।🙏

  • @shiulianwarbely1789
    @shiulianwarbely1789 2 года назад +86

    ওনার অভিনয় টা অভিনয় মনে হয় নি,বাস্তব মনে হয়েছে।অসাধারণ 💜❤️💙

  • @sachindranathmandal6890
    @sachindranathmandal6890 2 года назад +85

    এই ছবির সবচেয়ে মর্মস্পর্শী দৃশ্য হল, হরিহর দূর্গার জন্য শাড়ি এনে যে পরিস্থিতির সম্মুখীন হলেন,তা অত্যন্ত হৃদয়বিদারক, কঠিন হৃদয় ও গলে যাবে।

    • @Am-sd1hc
      @Am-sd1hc 2 года назад +4

      Amar choke oi samoy jol chole asechilo atkate parini..

    • @zubayerkhan6835
      @zubayerkhan6835 2 года назад

      সত্যি ঐ দৃশ্যর কথা মনে হলে চোখে জল চলে আসে।

    • @koushikfoodandculture6891
      @koushikfoodandculture6891 2 года назад

      সত্যিই, ওই দৃশ্যে চোখে জল আস্তে বাধ্য।

    • @debasishchakrabarti4921
      @debasishchakrabarti4921 11 месяцев назад

      আবহে বাজানো হয়েছিল পটদীপ রাগে তার সানাই, দক্ষিণা মোহন ঠাকুর বাজিয়েছিলেন 👌🙏👏 মাণিক'দার ভাষায় ' আমার বিশ্বাস, এতে করুণরস আরও গভীর হয়েছিল'।

    • @debasishchakrabarti4921
      @debasishchakrabarti4921 11 месяцев назад

      ​@@koushikfoodandculture6891 আসতে

  • @himangshukumar5678
    @himangshukumar5678 2 года назад +76

    ছবির সবচেয়ে মর্মস্পর্ষী দিকটি হলো, দূর্গার মৃত্যু। আমি যতবার দেখেছি, ততোবার মনের অজান্তেই, চোখের কোনের অশ্রুধারা, অঝোর ধারায় ঝড়েছে, আমি আটকাতে পারিনী,

    • @pachforon201
      @pachforon201 2 года назад

      2nd part e apur baba mara jbe....maa mara jbe.....3rd part apur bou mara jbe ........apur trilogy......apu sobai k harieo chele k peye khusir jibon katabe

  • @rimisvibes8149
    @rimisvibes8149 2 года назад +11

    ইনার হাসিটা এত্ত সুন্দর। তাকে দেখে আমার নিজের ঠাকুমার কথা মনে পড়ে যায়। আর নিজেকে সামলাতে পারি নি । অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই সুন্দর সিনেমা উপহার দেওয়ার জন্য 🙏

  • @satyeshchakraborty8634
    @satyeshchakraborty8634 2 года назад +30

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী পড়তে গিয়ে যে চিত্রটি ইন্দির ঠাকুরণ বোলে চোখে ভেসে ওঠে টিক সেই মুখটি চুনিবালাদেবির। অসাধারণ যেনো বইয়ের পাতা থেকে উঠে এসেছে

  • @user-zq2pt5ps3l
    @user-zq2pt5ps3l 2 года назад +20

    উনার অভিনয় দেখে ১ বিন্দু মনে হয়নি এটা অভিনয়,,,,,একদম বাস্তব ছিলো🤩

  • @rakibhasanshuvo1019
    @rakibhasanshuvo1019 Год назад +8

    তাঁকে স্যালুট জানাই অসাধারণ ও একদম প্রাকৃতিক অভিনয়ের জন্য। "" পথের পাঁচালী"" আমার দেখা সেরা একটা চলচ্চিত্র। স্যালুট জানাই সত্যজিৎ রায় স্যারকে। 🖤

    • @biswas7736
      @biswas7736 Год назад

      পথের পাঁচালি পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ সিনেমা। চুনিবালার পৃথিবীতে জন্মই হয়েছিল শুধু এই সিনেমার জন্ম।

  • @sojibshaikh5539
    @sojibshaikh5539 Год назад +8

    সত্যি, এত বৃদ্ধ বয়সে চুনিবালা যে চমৎকার অভিনয় করেছেন, তা প্রশংসার যোগ্য বটে

  • @pinakiranjandasgupta3149
    @pinakiranjandasgupta3149 3 года назад +44

    Chunibala Devi made lndian film proud ,winning the award of the"Best Actress"in an International Film Festival.She certainly deserves the title Maha Abhinetree.

  • @joytisarkar7994
    @joytisarkar7994 Год назад +11

    চুনি বালা দেবীর অভিনয়ই ছিল এই ছবির প্রধান।ওনার অভিনয়ের কোন তুলনা হবে না, ভাষায় ও প্রকাশ করা যাবে না। যাই বলবো কম হবে।তবে একটাই কথা এই ছবিটি শ্রেষ্ঠা ছবি❤❤❤

  • @sabinakhatoon9755
    @sabinakhatoon9755 2 года назад +5

    Panther Panchali won 4 Oscar award in different categories for me 1 Oscar only for d 3:56 scene when Chunibala Devi falls on her head mind blowing in that age it takes huuuuge guts do that act HATS OFF

  • @kasturisihi2118
    @kasturisihi2118 2 года назад +27

    Her smile is so beautiful and her acting is so natural and real. My huge respect for late Chunibala Devi. She was a shining gem in Pather Pachali. ❤❤❤❤

  • @moumitamandalmitra4823
    @moumitamandalmitra4823 2 года назад +5

    বিভূতি ভূষণ এর ইন্দির ঠাকরুন এর চরিত্রে চুনিবালা দেবীর অভিনয় সত্যি স্মরণীয়.....

  • @biplabbaranbiswas6015
    @biplabbaranbiswas6015 2 года назад +9

    শুনতে শুনতে গায়ে কাঁটা দেয় । খুব ভালো লাগলো আপনার ভিডিও , ধন্যবাদ 🙏🙏

  • @suzonahmmedniloy1654
    @suzonahmmedniloy1654 2 года назад +7

    আমার দেখা সব ছবির মধ্যে সেরা একটি ছবি। বিনম্র শ্রদ্ধা রয়লো ছবি সংশ্লিষ্ট সবার প্রতি।🙏🙏🙏🙏

  • @faujifamily5678
    @faujifamily5678 2 года назад +5

    Asadharon avinoy......ak bar noi hajar hajar bar dekhleo Mon vorbena.jokhn uni Mara Jai tokhn Ami ritimoto kete felechilm🙏🙏🙏🙏

  • @shyamaljoardar6544
    @shyamaljoardar6544 2 года назад +12

    সত্যিই অনবদ্য অভিনয়, যা কিনা কোন দিন ভুলবার নয়।

  • @tapatibiswas6046
    @tapatibiswas6046 2 года назад +5

    এই ভিডিও টা না দেখলে জানতেই পারতাম না ওনার কথা সত্যি অসাধারণ

  • @shireenakhter7997
    @shireenakhter7997 2 года назад +4

    অনেক ভাল লাগে পথের পাঁচালীর সবার কাহিনী দেখতে ! খুব কম গল্পঃ ই আমার ভাল লাগে কিন্তু এই পথের পাঁচালী আমার মনে আজীবনের জন্য ঠাই করে নিয়েছে, প্রথম ভালবাসার মত ! আপনাকে অনেক ধন্যবাদ !

  • @md.fakhrulislam3350
    @md.fakhrulislam3350 Год назад +4

    মনোমুগ্ধকর অভিনয়ে ভরে উঠেছে দর্শকের প্রাণ ।

  • @consciousnesswithkd3810
    @consciousnesswithkd3810 2 года назад +9

    অসাধারণ ভিডিও। আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা মূল্যবান ভিডিও ইউটিউবে পোস্ট কারবার জন্য। 👍👍👍

  • @Filmdart2012
    @Filmdart2012 2 года назад +7

    চুনিবালা দেবীর এই কাহিনী জানা ছিল না । শেয়ার করার জ০ন্য অনেক ধন্যবাদ।

  • @kholamon9350
    @kholamon9350 2 года назад +29

    একটাই কথা বলতে হয় , জহুরী জহর চেনে ।

  • @siprachaudhuri5365
    @siprachaudhuri5365 2 года назад +3

    Eto asadharan avinoi unake dekhei chokhe jol ese jeto, bakoruddho hoye jeto 🙏🌹

  • @diliproy340
    @diliproy340 3 года назад +21

    Nostalgic, very very nostalgic. pranam Great Chunibala Devi & to Great National Professor Dr. Satyajit Roy.

  • @kalipadanag9813
    @kalipadanag9813 Год назад +1

    যা ই হোক , উনি তাঁর অনবদ্য অভিনয়ে আমার মন কেড়ে নিয়েছেন। আমি ভাবতে পারিনি,উনি অভিনয় করছেন। পাগল হয়ে গেছিলাম তাঁর অভিনয়ে।

  • @jagannathsaren1636
    @jagannathsaren1636 2 года назад +3

    Chunibalar Avinoy Asadharon lege6e r Apu Durga to Achei

  • @promimojumder3968
    @promimojumder3968 2 года назад +3

    অসাধারণ অন্তরছোয়াঁ ছিল তাঁর অভিনয় ❤️

  • @kamalmostafa3871
    @kamalmostafa3871 2 года назад +7

    স্বর্গীয়া চুনিবালা দেবীর অভিনয় তো অভিনয় মনে হয় নি ,জীবন্ত মনে হলো কিন্তু ভিডিওর ধারা বর্ণনা শেষের দিকে নিম্ন মানের মনে হলো।

  • @rathinpan3367
    @rathinpan3367 Год назад +1

    সত্যি পথের পাঁচালীতে ইন্দির ঠাকুরের ভূমিকায় চুনিবালার অসাধারণ অভিনয় কখনও ভোলার নয়। এমন বৃদ্ধার এত সাবলীল অভিনয় ছবিটিতে এক অন্য মাত্রা এনে দিয়েছে। পরিচালক সত্যজিত রায়ের এ এক বিরল আবিষ্কার চুনিবালা দেবী। 🙏🙏

  • @saibalchakraborty9798
    @saibalchakraborty9798 2 года назад +11

    The death scene , sudden fall just superb .
    No Bollywood, Tollywood actors charging crores can act such a scene today

  • @stubbornff3478
    @stubbornff3478 2 года назад +1

    সত্যিই কিংবদন্তি । আমরা কেউই একদিন থাকবো না , থাকবে এই অসাধরন অভিনয় গুলো। আপনাদের প্রণাম জানাই । আপনাদের মত অভিনেতা অভিনেত্রী হয়তো আর কোনোদিন তৈরী হবে না।

  • @bipulpalchowdhury4784
    @bipulpalchowdhury4784 2 года назад +14

    অভূতপূর্ব সিনেমার ইতিহাসে

  • @RiazKhan-nk7zj
    @RiazKhan-nk7zj 10 часов назад

    এই মুভিটা কোনো ভাবেই মুভি মনে হয়নি,,একদম বাস্তব চিত্রই মনে হয় তুলে ধরেছিলেন সত্যজিৎ রায় ❤

  • @debasishdas856
    @debasishdas856 2 года назад +5

    অনেক অজানা তথ্য জানলাম, ধন্যবাদ।

  • @s.mondal9653
    @s.mondal9653 2 года назад +3

    the great artist...madam chuniwala Devi....!!! aashcharya mrityu abhiinay ,...great...

  • @bratatibiswas1172
    @bratatibiswas1172 2 года назад +3

    Jini likhechhen täke dhonnobad eto sundor ekta lekhar jonno

  • @sohinibhattacharyya8600
    @sohinibhattacharyya8600 2 года назад +2

    Asadharan abhinoy parfect celaction

  • @eshitabarman6409
    @eshitabarman6409 3 года назад +17

    Pisi tomay jdi satti kakhono dekhte petam😔😔🥰❤❤❤❤❤

  • @subhasisdas8021
    @subhasisdas8021 2 года назад +9

    যতদূর জানা যায়, তিনি নিজে এই সিনেমা টি দেখার সুযোগ পাননি, রিলিজ হওয়ার আগেই তিনি চলে গেছিলেন ।।।।।

    • @mottakinurrahmanwasek4096
      @mottakinurrahmanwasek4096 2 года назад +1

      সত্যজিত রায় ছবিটি মুক্তির আগেই একটি প্রিমিয়ার শো দেখিয়ছিলেন চুনিবালা কে। তবে এ ছবি যে পৃথিবী জুড়ে হৈচৈ ফেলে দিয়েছিলো, তা তিনি দেখে যেতে পারেননি।

  • @MA-me5kt
    @MA-me5kt 2 года назад +3

    আমি ছোটো বয়সে ছবিটি দেখি কিন্তু, এই ৬০ এসেও ছবিটি আমার মনে উজ্জ্বল হয়ে রয়েছে!

  • @nahidahmed6102
    @nahidahmed6102 2 года назад +13

    আমি যতো বার দেখেছি ততো বার চোখের ঝল ফেলেছি....,,!!! 😥😥

  • @pallabisaha8528
    @pallabisaha8528 2 года назад +4

    দারুন অভিনয় করেছেন ❤️❤️

  • @antarasaha1271
    @antarasaha1271 2 года назад +5

    Ki poriman talent chilo manushtir modhye tai vabi... eagerly bose thaki onar ovinoy dekhle

  • @moulidas3248
    @moulidas3248 2 года назад +8

    Pisimar Mritu Jokhon Film A Dakhachilam Ato Ta Kanna Korachi , Nijai Obak Hoachi , She Is Legend , Tomai Jodi Akbar Dakta Patam Thakuma , Sudhu Akta Pronam Kortam .😔🥺🥺😣

  • @yousufalam9723
    @yousufalam9723 2 года назад +7

    অসাধারণ ও বাস্তব ছবির নি’মাতা সত্যজিৎ রায়।

  • @sohinibhattacharyya8600
    @sohinibhattacharyya8600 2 года назад +3

    Khub valo laglo

  • @NSakib103
    @NSakib103 2 года назад +5

    পথের পাঁচালিতে সবচেয়ে রিয়েলিস্টিক অভিনয় করেছেন তিনিই। বাকিরাও যে করেন নি, তা না। কিন্তু ঐ মহিলাকে মনেই হয় নাই যে অভিনয় করেছে। মনে হয়েছে বাস্তবেই কোন বুড়ির কর্মকান্ড ভিডিও করা হচ্ছে

  • @habibajaved9794
    @habibajaved9794 2 года назад +5

    এই বৃদ্ধা দের দেখা আমি বাংলাদেশ এ আমার শৈশব এ দেখেছি। এখন বয়স ৮০ হলেও এমন মেরুদন্ড বাকা মানুষ দেখি না।

  • @0joyi
    @0joyi Год назад +1

    চুনিবালা দেবীর অভিনয় বেশ সাবলীল ছিলো। অবাক হয়ে ছিলাম পুরো সময়।

  • @mdtazimhossain8254
    @mdtazimhossain8254 Год назад +2

    উনার অভিনয়ে পথের পাঁচালী সিনেমাটা পূর্ণতা পেয়েছে

  • @arpita9524
    @arpita9524 2 года назад +3

    অবিশ্বাস্য সুন্দর ♥️

  • @mamatapodder5516
    @mamatapodder5516 2 года назад +3

    Asadharon!

  • @dasindranil1
    @dasindranil1 3 года назад +9

    Oshaadharon laglo Sir Shune! ❤️

  • @humanityofsm108
    @humanityofsm108 2 года назад +8

    খুবই ভালো অভিনয় করেছেন ওনি🙏❤😢

  • @shampabose8984
    @shampabose8984 2 года назад +4

    আমার প্রিয় এক সিনেমা অপূর্ব ।

  • @sumitchaudhuri
    @sumitchaudhuri 2 месяца назад

    অসাধারণ। অসামান্যা অভিনেত্রী। প্রণাম জানাই

  • @subratapanda9195
    @subratapanda9195 2 года назад +3

    এক কথায় অসাধারণ অভিনয়

  • @walinewaz7922
    @walinewaz7922 2 года назад +3

    অনিন্দ্য সুন্দর উপস্থাপনা

  • @palashbiswas4802
    @palashbiswas4802 2 года назад +2

    আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদিমা

  • @nazmulhossain5973
    @nazmulhossain5973 Год назад +1

    সত্যিই হৃদয়ে দাগ কাটার মতো গল্প।

  • @Mira-xb8ve
    @Mira-xb8ve 2 года назад +2

    Asadharan avinay 🌹🌹💐💐

  • @debasishbose6360
    @debasishbose6360 3 года назад +9

    Mone rakhar moto bisoi Sob tuku Jananor jonno dhnnobad

    • @Dharapat
      @Dharapat  3 года назад +2

      আরো ভালো ভালো ভিডিওর জন্য চ্যানেলটিকে subscribe করুন

  • @arpitadutta5622
    @arpitadutta5622 3 года назад +11

    Thank you for sharing ❤️🙏

  • @anamikapal1673
    @anamikapal1673 3 года назад +8

    Amon manush amader banglay hajar hajar bar jonmak...chunibala devi k shotokoti pronam🙏🙏🙏🥰🥰🥰🥰🥰

  • @ashabiswas8973
    @ashabiswas8973 3 года назад +5

    Khub bhalo laglo..

  • @apusbanerjee9273
    @apusbanerjee9273 2 года назад +1

    Picir ovinoy ashadharan....puro mon chuye geche...

  • @gulshanara7019
    @gulshanara7019 2 года назад +5

    অসাধারণ ..!!

  • @siyadeveloper
    @siyadeveloper 2 года назад +3

    Choto bela thekei Pather pachali r khub priyo character chilo oi thakuma, ajj onar samporke jante pare onar poti respect aro bere gelo.

  • @maniklalpatra8588
    @maniklalpatra8588 Год назад +2

    বিশ্ব চলচ্চিত্রের একটি অবিস্মরণীয় ছবি মহান চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের "পথের পাঁচালী"। ছবিটি অন্তত দশবার দেখার সৌভাগ্য হয়েছে আমার। আমার কাছে এই ছবি পুরনো হবে না কখনও। সব চরিত্র ই অভিনয় গুণে বাস্তব এবং জীবন্ত। ইন্দিরঠাকুরুনের চরিত্রে চূনিবালাদেবীর অভিনয় সম্পর্কে কিছু বলার ভাষা আমার নেই। ভাবি, একি অভিনয় নাকি বাস্তবের কোনও ভিডিও চিত্র! ওনার বয়সে এমন অভিনয় আর কোন ও সিনেমায় দেখতে পাবো কিন সন্দেহ! উনাকে এবং সত্যজিৎ রায় কে আমার অযুত প্রণাম।

    • @tamajitray6152
      @tamajitray6152 11 месяцев назад

      দেখতে পাবেন আশা করছেন!!!!!!!!!!!

  • @attitudequeen6961
    @attitudequeen6961 2 года назад +4

    এই ঠাকুমা র কথা আমার ঠাকুর মার কথা মনে করিয়ে দিলো 😭😭😭

  • @onlysatisfying8446
    @onlysatisfying8446 2 года назад +2

    Oshadharon

    • @narayanroy4912
      @narayanroy4912 2 года назад

      মন ভরে গেল। অসাধারণ।

  • @sandhyasanyal924
    @sandhyasanyal924 2 года назад

    Apurbo onar obhinoy.....konodin bhola jabena....pother pachali manei jano apu, durga r chunibala devi 🙏
    Tarpor sorbojoya o r o onnano choritro ❤️

  • @bholanathmukhopadhyay9834
    @bholanathmukhopadhyay9834 2 года назад

    Ashadharon, Bolar kono vasa nei..

  • @alokekumarsarma2759
    @alokekumarsarma2759 Год назад

    বর্ণনা সুন্দর হযেছে। দুর্লভ তথ্য তুলে ধরলেন।

  • @AR-wr8tp
    @AR-wr8tp 2 года назад +3

    Chuniwala devir acting sobcheye sundor chilo ❤️ mone hochchilo sotti hochche acting mone e hlo na kno

  • @manojkdutto7368
    @manojkdutto7368 2 года назад +4

    চুনিবালা দেবির অনবদ্য " অভিনয় হীন অভিনয় " স্মৃতির মনিকোঠায় চিরকাল জ্বলজ্বল করবে।

  • @dipenmukherjee12
    @dipenmukherjee12 2 года назад +2

    Osadharon , It was a classical creature

  • @Riyadas-km5df
    @Riyadas-km5df 7 месяцев назад

    Darun acting koreche thakuma☺

  • @abhijitbose6439
    @abhijitbose6439 2 года назад +7

    Salute chunibala debi R joy

  • @soumendrashome2664
    @soumendrashome2664 Год назад +2

    তিনি আদৌ অভিনয় করেননি। তিনি চরিত্র হয়ে উঠেছিলেন। ধন্য!

  • @debasishdas561
    @debasishdas561 2 года назад +5

    Wonderful.

  • @biswapratipchatterjee6437
    @biswapratipchatterjee6437 10 месяцев назад

    Excellent Actress,Amazing🙏🙏🙏

  • @bijaysarkar760
    @bijaysarkar760 Год назад

    Khub sundor excellent

  • @tarunkumarbaidya2335
    @tarunkumarbaidya2335 2 года назад

    Khub bhalo laglo. Dekhe monei hoy na avhinoy, jano satyi

  • @AMClubBD
    @AMClubBD 2 года назад +3

    মুভিটা অসাধারণ 💚💚💚💚🇧🇩🇧🇩🇧🇩

  • @sushmitascorner2252
    @sushmitascorner2252 2 года назад +3

    ওনার অভিনয়টাই আমার মনে সবচেয়ে বেশি দাগ কাটে

  • @leenapadhi3704
    @leenapadhi3704 2 года назад +2

    excellent explanation

  • @shrabanichatterjee9540
    @shrabanichatterjee9540 3 года назад +4

    Asadharan

  • @arindamdas395
    @arindamdas395 2 года назад +2

    Sosroddho pronam roilo aye mohan natya samragyi r charane 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @debasishchakrabarti4921
    @debasishchakrabarti4921 11 месяцев назад +1

    'পথের পাঁচালী' কান চলচ্চিত্র উৎসবে ' বেস্ট হিউম্যান ডকুমেন্ট' গ্রা. পি পেয়েছিল। বিভিন্ন চলচ্চিত্র উৎসব থেকে ১২টি পুরস্কার অর্জন করেছিল। নিউ ইয়র্কের মোমা প্রেক্ষাগৃহে ৩৭ সপ্তাহ হাউসফুল চলেছিল। চুনিবালা দেবী ম্যানিলা চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রী'র পুরস্কার লাভ করেছিলেন। 👏👌✌🙏

  • @Dew_Drops.
    @Dew_Drops. Год назад

    দারুন অভিনয় ছিল....মারাত্মক

  • @user-ou1qk6vw8q
    @user-ou1qk6vw8q 2 года назад +3

    খুব ভালো একটি তথ্য।

  • @subratanandi1593
    @subratanandi1593 Год назад

    খুব ভালো লাগলো !

  • @rozinamondal6580
    @rozinamondal6580 2 года назад +5

    I wish time could be reversible and i will meet chunibala devi(Indir thakrun) I just need to hug her 😭😭😭😭