পঞ্চানন বর্মা র বর্ণময় জীবন কাহিনী | Panchanan Barma | জীবনী | Bangla

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • পঞ্চানন বর্মার পিতৃদত্ত পদবি ছিল ‘সরকার’। পিতা খোসাল চন্দ্র সরকার ও মাতা চম্পলদেবীর পুত্র পঞ্চাননের জন্ম হয় ১৮৬৫ খ্রিস্টাব্দে কোচবিহার রাজ্যের মাথাভাঙ্গা মহকুমার খলিসামারি গ্রামে। কোচবিহারের জেনকিন্স স্কুল ও ভিক্টোরিয়া কলেজ থেকে পঞ্চানন সরকার সাফল্যের সঙ্গে এফ. এ., বি. এ., এম. এ. (সংস্কৃত) এবং বি. এল. শিক্ষা সমাপ্ত করেন। কিন্তু রাজানুগ্রহ না থাকায় কোচবিহার রাজ্যে তিনি কোন উপযুক্ত কাজ পাননি। তাই ব্রিটিশ বাংলার রংপুরে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন (১৯০১) একজন আইনজীবী হিসাবে। একই সঙ্গে তিনি নিজেকে যুক্ত করেছিলেন সুরেশচন্দ্র রায়চৌধুরীর প্রতিষ্ঠিত বঙ্গীয় সাহিত্য পরিষদের রংপুর শাখার সঙ্গে। এই শাখার সাহিত্য পত্রিকার প্রথম সম্পাদক হিসাবে পঞ্চানন সরকার (বর্মা) তাঁর অনুসন্ধিৎসু মন নিয়ে আবিস্কার করেছিলেন ‘গোবিন্দ মিশ্রের গীতার’ পুঁথি। এই পত্রিকায় তিনি প্রকাশ করেছিলেন ‘দ্বিজকমল লোচনের চণ্ডিকাবিজয় কাব্যের টীকা' (১৯১৫), ‘কামতাবিহারী সাহিত্য’ শিরোনামের প্রবন্ধ (১৯১০) ও বেশ কয়েকটি কবিতা। অর্থাৎ ভারতের জাতীয় ইতিহাসের প্রেক্ষিতে পঞ্চাননের ‘কথা বলা’ ও ‘লেখার যোগ্যতা’ প্রমানের জন্য এই কয়েকটি উদাহরণই যথেষ্ঠ।
    #information #biography #panchananbarma
    Join this channel to get access to perks:
    / @amiavijitbolchi

Комментарии • 4

  • @swapanchakraborty6196
    @swapanchakraborty6196 Месяц назад

    খুব ভালো লাগল প্রতিবেদন।

  • @snag434
    @snag434 Месяц назад

    রাজবংশী সম্প্রদায় ভুক্ত পঞ্চানন বর্মা তার বর্ণময় জীবন কাহিনী সম্পূর্ণ অজানা ছিল সুন্দর কণ্ঠস্বরের মাধ্যমে অসাধারণ বিশ্লেষণ আজকের নব প্রজন্মের কাছে গ্রহণযোগ্য