ভোজন রশিকদের পছন্দের শীর্ষে "সবুজ বাংলা ওয়াটার পার্ক এন্ড রেস্টুরেন্টের "। cumillasdnews24.com
HTML-код
- Опубликовано: 28 ноя 2024
- ভোজন রশিকদের পছন্দের শীর্ষে "সবুজ বাংলা ওয়াটার পার্ক এন্ড রেস্টুরেন্টের "ফিস ফ্রাই ও ফিস বারবিকিউ
সবুজ বাংলা ওয়াটার পার্ক এন্ড রেস্টুরেন্টটি বর্তমানে কুমিল্লা ও আশপাশের জেলার ভোজন বিলাসী ও ভ্রমন পিপাসুদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ভোজন রশিকদের পছন্দের শীর্ষে রয়েছে কুমিল্লা মহানগরীর পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন কচুয়া চৌমুহনী রেলগেইট এলাকার "সবুজ বাংলা ওয়াটার পার্ক এন্ড রেস্টুরেন্টের " ফিস ফ্রাই ও ফিস বারবিকিউ। সামুদ্রিক মাছের পাশাপাশি "সবুজ বাংলা ওয়াটার পার্কের " নিজস্ব প্রজেক্টের তাজা মাছ ধরে ফিস ফ্রাই ও ফিস বারবিকিউ করে কাস্টমারদের সেবা প্রদানের বিষয়টি নজর কাড়ছে ভোজন বিলাসীদের। এছাড়াও মান সম্মত বাংলা ও চাইনিজ খাবার পরিবেশনেও তাদের বেশ খ্যাতি রয়েছে। রেল লাইনের পাশে স্বচ্ছ পানির উপর ভাসমান "সবুজ বাংলা ওয়াটার পার্ক এন্ড রেস্টুরেন্টটি" ব্যতিক্রমধর্মী ও দৃষ্টি নন্দন হওয়ায় শিশুসহ সকল বয়সী মানুষের মাঝে এর'ই মধ্যে ব্যাপক সাড়াও ফেলেছে । বিশেষ করে ভাসমান এ রেস্টুরেন্টটির সন্ধ্যাকালীন ভিউ পরিবার পরিজনদের নিয়ে আসা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে।
সম্প্রতি জনপ্রিয় কুমিল্লা এসডি নিউজ 24 এ "সবুজ বাংলা ওয়াটার পার্ক এন্ড রেস্টুরেন্টের" নিউজ প্রচারের পর কুমিল্লা জেলার গন্ডি ছাড়িয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার ভোজন বিলাসী ও ভ্রমন পিপাসুদের কাছ থেকেও ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান কাজী ফারুক। সবুজ বাংলা ওয়াটার পার্ক ভাসমান পানির উপরে "ফ্যামিলি রুম ও কনফারেন্স রুমে" মান সম্মত বাংলা ও চাইনিজ খাবার পরিবেশনের পাশাপাশি বিনোদনের জন্য রাখা হয়েছে ওয়াটার বোটসহ শিশুদের অন্যান্য আকর্ষনীয় বিনোদনের ব্যবস্থা।
Facebook Page : / cumillasdnews