যে ১০ টি ভুলে রোপনকৃত গাছ মারা যেতে পারে (10 Mistakes That Can Kill Your Plants)

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 июл 2022
  • #commonmistakes #plantdie #যেভুলেগাছমরছে
  • НаукаНаука

Комментарии • 86

  • @SahebTV372
    @SahebTV372 19 дней назад +1

    আপনার ভিডিও খুব ভালো লাগলো ধন্যবাদ ভাই

  • @kawsarsikder2415
    @kawsarsikder2415 2 года назад +4

    অনেক গুরুত্বপূর্ণ তথ্য 😍

  • @joydeepdas9531
    @joydeepdas9531 2 года назад +1

    অসংখ্য ধন‍্যবাদ এই ভিডিও টির জন‍্য

  • @salimmuhammad-nt5pe
    @salimmuhammad-nt5pe 6 дней назад

    u should give award

  • @baby9209
    @baby9209 Месяц назад

    Alhamdulillah video deke opokrito holam ❤️❤️

  • @jonymiah6086
    @jonymiah6086 День назад

    ধন্যবাদ

  • @amitsheikh2219
    @amitsheikh2219 2 года назад +11

    স্যার ছা‌দে বাগ‌নে গাছ মরার ১০ কারন ও ভা‌লো সুন্দর সুস্থ রাখার ১০ ট্রিপস ‌বিস্তা‌রিতভা‌বে দি‌লে অামার সহ অ‌নে‌কের উপকার হ‌বে। (অাম গাছ)।

  • @jonayedpasha7214
    @jonayedpasha7214 2 года назад

    ধন্যবাদ স‍্যার।রাউজান থেকে বলছি।

  • @AbdulHannan-hw1rl
    @AbdulHannan-hw1rl Год назад

    আপনাকেও অসংখ্য ধন্যবাদ

  • @zahirulhoque6766
    @zahirulhoque6766 2 года назад +1

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
    মামুন ভাই, বর্ষা মৌসুমেও কি চারা রোপনের পর মালচিং পেপার দিব? এতে করে বেশী ময়চ্চাররের প্রভাবে চারার কোন সমস্যা হবে নাতো? নাকি শুধুই শীতের সময়ের জন্য এ মালচিং ব্যবহার করবো?অনুগ্রহ করে যদি আপনার মূল্যবান পরামর্শটি জানাতেন?

  • @ShopnoAgro
    @ShopnoAgro Год назад

    আলহামদুলিল্লাহ উত্তম পরামর্শ

  • @user-jw7ml8je7j
    @user-jw7ml8je7j Месяц назад +1

    অলাইকুম আস সালাম

  • @msbelal2573
    @msbelal2573 Год назад

    অনেক সুন্দর হয়েছে

  • @RehanasGardeningVlogs
    @RehanasGardeningVlogs 2 года назад

    অনেক উপকারী ভিডিও।

  • @Sohan-i3l
    @Sohan-i3l 3 месяца назад

  • @royalgardennursery
    @royalgardennursery 2 года назад

    অনেক অনেক ধন্যবাদ।

  • @omorfaruk9665
    @omorfaruk9665 2 месяца назад

    ভাই সেগুনের চারা রোপণ পদ্ধতি এবং পরবর্তীতে চারা পরিচর্যা পদ্ধতি নিয়ে যদি কোন ভিডিও হতো খুব ভালো হতো খুবই উপকৃত হতাম

  • @debashischakraborty2320
    @debashischakraborty2320 2 года назад

    Khub sundor

  • @SimonMohaimin
    @SimonMohaimin 2 месяца назад

    আসসালামু আলাইকুম। ভাই, কাঠ গাছের বাগান করার সময়ও কি দুই থেকে আড়াই ফুট দৈর্ঘ্যের চারা নির্বাচন করবো? একটু পরামর্শ দিলে উপকৃত হব।

  • @milonhossain3866
    @milonhossain3866 2 года назад

    Dhonnobad

  • @mintusek-hi2lh
    @mintusek-hi2lh Год назад

    আমি ভারত থেকে ❤❤❤

  • @monirhossion7939
    @monirhossion7939 2 года назад +1

    স্যার আমি নতুনের ছাদ বাগান করছি এই গাছে কখন পানি দিতে হবে এবং প্রতিদিন পানি দিব কি কতটুকু পানি দিলে ভালো হয়

  • @nazmulhaque8648
    @nazmulhaque8648 2 года назад

    sir amar sadbagane katimon am gaser pata pure jasse . Ki treatment korbo ektu janaben.

  • @mdprince7187
    @mdprince7187 Год назад

    Tobe gac lagaleo ki malching korte hobe

  • @touhidhasan505
    @touhidhasan505 2 года назад +1

    খুবই উপকারী ভিডিও।

  • @mdtoyobali8512
    @mdtoyobali8512 5 месяцев назад

    আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার ভিডিও নিয়মিত দেখি, আমার একটি আম গাছ নিয়ে সমস্যা, আমি একটি সূর্য ডিম আমের চারা গাছ ভুল বসত মাটিতে রোপণ করেছি,, এখন আমি গাছটি সঠিক নিয়মে অন্য খানে লাগাতে চাই,,,,
    কিভাবে গাছটি অন্য জায়গায় লাগাবো দয়াকরে উপায় বলবেন 🙏

  • @mohammadhanif8129
    @mohammadhanif8129 2 года назад +1

    ১মাস হলো সূয ডিম আম গাছ লাগাইলাম মাটি হলো পইল আর গাছ বড় হওয়া জন্য কী করা উচিত একটু যদি বলতেন

  • @MrFariya-ms6mg
    @MrFariya-ms6mg 10 месяцев назад

    beder mati kivabe toyeir korbo jodi bolten valo hoto

  • @tanvirhossain2201
    @tanvirhossain2201 2 года назад +1

    গাছ রোপনের পর কি প্রুনিং করা যাবে??

  • @didarulislam22
    @didarulislam22 2 года назад +1

    thanks brother for your important information

  • @mohammadferdusulalam6644
    @mohammadferdusulalam6644 2 года назад

    আসসালামু আলাইকুম ভাই আমার পুরাতন চার বছর আগে র কাটিমন আম গাছে মালচিং
    শিট দিযে মালচিং করা যাবে কি

  • @iqbalbinbilalbuhiya9569
    @iqbalbinbilalbuhiya9569 2 года назад +2

    ভাই আপনার সাথে কথা বলতে চাই

  • @fahadstudent1256
    @fahadstudent1256 2 года назад

    স্যার আমার ছাদে ছোট বড় যত আমের ও লেবুর গাছ আছে গামোসিসে আক্রান্ত। উপায় বলেন

  • @abrarjawwad1770
    @abrarjawwad1770 Год назад

    আমার আম গাছে ব্যাকটেরিয়াল ব্ল্যাইট লক্ষন দেখছি। কি করবো?আমি clybio স্প্রে করেছিলাম এতে উপকার হবে?

  • @mdriyazrahman5798
    @mdriyazrahman5798 Год назад

    দুরোতো কত ফিট লাগাবো

  • @mdserajulislam9988
    @mdserajulislam9988 2 года назад +1

    ভাই ড্রাগন গাছের শিকড়ে সমস্যা হওয়ার কারণে গাছ শুকিয়ে গেছে এর জন্য কি প্রতিকার করব জানাবেন প্লিজ

  • @mdnasiruddin1234
    @mdnasiruddin1234 Год назад

    আম গাছে কলম করতে, হরমোন পাউডার কি লাগবে

  • @porjotonjagat3819
    @porjotonjagat3819 Год назад

    সাদা পলি এর মালচিং করা যাবে কী?

  • @nurbabu1003
    @nurbabu1003 Год назад

    ভাই কিবাবে গাছ রোপণ করলে পরবর্তীতে আবার তুলে অন্য যায়গায় নিয়ে রোপণ করা যায় প্লিজ জাইয়েন

  • @iqbalbinbilalbuhiya9569
    @iqbalbinbilalbuhiya9569 2 года назад +2

    মামুন ভাই আপনার অফিস কোন জায়গায় জানাবেন

    • @krisokerdorpon8573
      @krisokerdorpon8573  2 года назад +3

      Hathazari upazila, Hathazari ,chattogram

    • @ranjankundu9845
      @ranjankundu9845 Год назад

      @@krisokerdorpon8573 দাদা মশাই আমি এপার বাংলা পশ্চিমবঙ্গ থেকে বলছি। আমি এইবছর একটি আমের বাগান করছি, অলরেডি পশ্চিমবঙ্গে মৌসুমী ঢুকে গেছে, তাই প্রতি দু তিন অন্তর হালকা থেকে ভারীও বৃষ্টি হচ্ছে। কিন্তু আমি আগে থেকে আম গাছ লাগানোর জন্য গর্ত খুলিনি। কিন্তু আজকে গর্ত খুলেছি অনেকগুলো, কিন্তু খোঁড়া গর্ত থেকে শুকনো ঝুরঝুরে মাটি বেরোয়নী, যেহেতু ২দিন আগে বৃষ্টি হয়েছে। তাই খোঁড়া গর্তের হালকা ভেজা মাটির সাথে পুরানো গোবর সার এবং অন্যান্য উপাদান যা দেওয়ার কথা তা মিক্সড করে, সেই গর্তে চাপা দিয়েছি। কিন্তু আমাকে একজন বলেছিলেন খোঁড়া গর্তের আলগা মাটিটাকে আগে শোকাতে হতো, কিন্তু আমি সেই সময়টুকুতো পাচ্ছি না শোকানোর জন্য, মাঝখানে ৫/৬ দিনও যাচ্ছে না, আবার বৃষ্টি হয়ে যাচ্ছে। বর্তমানে আমি যেটা করেছি সেই গর্তে ১ মাস পর গাছ লাগালে কি ক্ষতি হবে? কিন্তু একজন বললেন আপনি যে প্রসেসে করেছেন, ওই প্রসেসে গাছ বাড়বে না, মাটি ভিতরে চিটচিট হয়ে যাবে? প্লিজ একটা পরামর্শ দিন স্যার। Reply দিবেন প্লিজ উপকৃত হতাম।

  • @MdMontu-pc4lv
    @MdMontu-pc4lv 7 месяцев назад

    পলি মাস্কিং ভিম কোথায় পাওয়া যায়

  • @siamkhan7474
    @siamkhan7474 Год назад

    ভাই 4 বছরের কলমের আম গাছে হরমোন ব্যবহার করা যাবে কি??

  • @RaselAhmed-rs1mp
    @RaselAhmed-rs1mp Год назад

    এখন নভেম্বর মাস।আমি কি এই মাসে কমলা বা মাল্টার গাছ রোপন করতে পারব??

  • @notopupgaming9058
    @notopupgaming9058 2 года назад

    স্যার আসসালামু আলাইকুম,,,,,
    আপনাকে কিছুদিন আগে ওয়াট্সআপে নক করে ছিলাম,চট্টগ্রাম খুলশী থেকে,আমি মোট চারা ৩৭ টি চারার বিস্তারিত রোপনের কথাও জানিয়েছিলাম,আমি চারা গাছ গুলো ছাদ বাগানে ১৮ টি ও বাগানে ১৯ টি মোট ৩৭ টি চারা গত ১১/৭/২০২২ ইং তারিখে রোপন করেছি,এখনো কোন চারা গাছের নতুন কোন কুশি দেখতে পাচ্ছি না,তাছাড়া আমার ৫ টি আমের চারা গাছের পাতা অতিরিক্ত গরমের রৌদ্রের তাপে পুড়ে গিয়ে গাছের প্রায় সব পাতা ঝড়ে পরেছে।তার মধ্যে সিয়াং মাই ২ টি,কিউজাই ১ টি, ব্রুনাই কিং ১ টি ও অপরটি হচ্ছে থাই বানানা ম্যাংগো পরবর্তী কতদিনের মধ্যে গাছের নতুন ডাল বেরুবে ও আর কি পরিচর্যা করতে হবে?মালচিং খড় দিয়ে করেছি এবং প্রতিদিন বিকেল বেলায় নিয়মিত পাতায় পানি স্প্রে ও গাছের গোড়ার চার পাশে পানি দিয়ে যাচ্ছি।এমতাবস্থায় আরো কিছু কি করনিয় আছে?দয়া করে উত্তরটুকু দিয়ে আমরা আপনার নতুন ফেসবুক ও ইউটিউব ফেন ফলোয়ার উদ্যোক্তাদের উৎসাহ ও উদ্দীপনা বাড়াতে এভাবেই সব সময় আমাদের পার্শ্বে থেকে সহযোগিতা করে যাবেন,সেই প্রত্যাশায় রহিলাম।আমার মোবাইল নংঃ০১৮১৯-৫৪৫০৪৫

  • @masudranadipu3369
    @masudranadipu3369 2 года назад

    আমি একটি ৮/৯ ফুটের কিউজাই আম গাছ প্রায় ১০/১২ দিন আগে দুপুরে তুলে অন্য জায়গা থেকে এনে বিকালে লাগিয়েছি।গাছ তোলার সময় শিকর অনেকটা ক্ষতিগ্রস্থ হয়েছিল। এখন গাছের কিছু কিছু পাতা শুকিয়ে ঝরে গেছে।গাছের আগা শুকিয়ে অনেক চিকন হয়ে গেছে।তবে সবুজ রং ঠিক আছে।গাছে যথেষ্ট পাতাও আছে।
    এখন কি করলে গাছ টি পরিপূর্ণ সুস্থ হবে?

  • @usmarma9467
    @usmarma9467 2 года назад

    জুন মাসে আমি হর্টিকালচার সেন্টার থেকে একটা রাম্বুটানের চারা কিনেছিলাম৷ চারা রোপণের কোন পূর্ব পরিকল্পনা ছিল না৷ তাই আগেভাগে গর্ত প্রস্তুত করে রাখিনি।
    চারা কেনার পরদিন গর্ত খুঁড়ে গোবর সার, ইউরিয়া, টিএসপি, এমওপি একসঙ্গে মিশিয়ে তিনদিন রেখে তারপর গাছ লাগিয়ে দিয়েছিলাম কিন্তু চারা বাঁচেনাই

  • @FarakkabadAgro
    @FarakkabadAgro 2 года назад

    নাইচ

  • @user-xg9ft4nb3f
    @user-xg9ft4nb3f 2 года назад

    💞👍

  • @rashedhossen5941
    @rashedhossen5941 2 года назад +3

    স্যার আম গাছ রোপণের ক্ষেত্রে মাটি কিভাবে তৈরি করতে হয়, কোন সার কতটুকু পরিমান দিতে হবে একটু জানালে উপকৃত হতাম।

    • @krisokerdorpon8573
      @krisokerdorpon8573  2 года назад +2

      গর্ত তৈরী এবং চারা রোপনের সঠিক নিয়মের একটা ভিডিও অাছে দেখতে পারেন।

  • @isarulaminisa6388
    @isarulaminisa6388 2 года назад

    ❤️❤️

  • @tariqmahmud1163
    @tariqmahmud1163 Год назад +1

    দাদা। একটা জিনিস জানার ছিলো। আজ ডিসেম্বরের ১০ তারিখ। এখনই আমার সূর্যডিম, ডকমাই ও চাকাপাত এ মুকুল এসেছে। এগুলোতে তো সাধারণত ফেব্রুয়ারিতে মুকুল আসে। আর এখন যে অবস্থা তাতে তো ফেব্রুয়ারিতে ফল হার্ভেস্ট করতে হবে। এরকম আমি আগে দেখি নি। ব্যাপারটা জেনে থাকলে জানাবেন। ধন্যবাদ।

    • @krisokerdorpon8573
      @krisokerdorpon8573  Год назад +2

      আসুক সমস্যা নাই তবে ভালোভাবে ব্যবস্থাপনা নিন, ভিডিও অাছে দেখতে পারেন।

    • @tariqmahmud1163
      @tariqmahmud1163 Год назад

      @@krisokerdorpon8573 ফল কি ফেব্রুয়ারিতে হার্ভেস্ট হবে?

  • @abdulmannanb1127
    @abdulmannanb1127 2 года назад

    স্যার শুকনো গোব দিয়ে গাছ লাগানো যাবে কি???

    • @krisokerdorpon8573
      @krisokerdorpon8573  2 года назад

      দিতে পারেন তবে ওটার ভিতর কোন পুষ্টি উপাদান থাকে না।

  • @greenbangladesh1971
    @greenbangladesh1971 2 года назад

    আসসালামু আলাইকুম, স্যার, আমি ছাদবাগান করার জন্য পরিকল্পনা করেছি,আজকে হাটহাজারী কৃষি র্ফামে গেছি,আপনি নাই,আপনি নাকি অন্য জায়গায় চলে গেছেন,এখন প্রাথমিক ভাবে কি কি গাছ দিয়ে শুরু করব,আর আপনার সাথে যোগাযোগের কোন ব্যবস্থা আছে কিনা.....?
    জাযাকাল্লাহ খায়ের

    • @krisokerdorpon8573
      @krisokerdorpon8573  2 года назад

      আমি হাটহাজারী উপজেলায় বসি, সময় করে অাসতে পারেন।

  • @AminulIslam-oe2fu
    @AminulIslam-oe2fu 2 года назад

    আমাদের এলাকায় এটেল মাটি আমাদের করনিয় কি?

    • @krisokerdorpon8573
      @krisokerdorpon8573  2 года назад +1

      জৈব সার বেশি পরিমান দেন।

  • @MdAlamin-lv1qq
    @MdAlamin-lv1qq Год назад

    আমার একটা বারো মাসি আম গাছ মাটিতে রোপণ করা ছিল আমি সেই গাছ টাকে তুলে বড় ড্রামে রুপন করেছিলাম তার দুই তিনদিন পরে গাছের পাতা সব ঝরে পড়তে থাকে তাহলে কি মারা গেল আমাকে একটু জানাব মাটি থেকে তোলার সময় কিছু শেখর কাটা গিয়েছিল ,

    • @krisokerdorpon8573
      @krisokerdorpon8573  Год назад

      পাতা ফেলে দিন, কিছু ডাল অর্ধেক কেটে ফেলুন। নিয়মিত পানি দিবেন।

  • @mdabusyed5578
    @mdabusyed5578 2 года назад

    স্যার গোবর তাড়াতাড়ি পচানোর নিয়ম কি?

    • @krisokerdorpon8573
      @krisokerdorpon8573  2 года назад

      গর্ত করে সেখানে স্তুপ করে গোবর রেখে উপরে ঢেকে দিন পলিথিন দিয়ে ,দ্রুত পচে যাবে।

  • @amolkumar4547
    @amolkumar4547 Год назад

    স্যার আম গাছ লাগিয়েছি ২৫-২৭ দিন হলো এখন কি প্রুনিং করা যাবে? আর এখন যদি প্রুনিং না করা যায় তাহলে আমার জন্য উপযুক্ত সময় কখন হবে একটু বলবেন।

    • @krisokerdorpon8573
      @krisokerdorpon8573  Год назад +1

      আরো ১৫-২০ দিন পর কর্তন করুন

    • @amolkumar4547
      @amolkumar4547 Год назад

      @@krisokerdorpon8573 ধন্যবাদ আপনাকে সুন্দর পরামর্শ দেয়ার জন্য।

  • @runuali8691
    @runuali8691 2 года назад

    আমার টবে এবারই প্রথম ড্রাগন ধরেছে। লাল ড্রাগন। কয়েকটি পেকেছে। কিন্তু টক স্বাদ যুক্ত।
    আবার ফলগুলো গাছেই শুকিয়ে যাচ্ছে। গাছের ডালগুলোও একটু নরম হয়ে গেছে। কারন বুজতে পারছি না। পরামর্শ চাই।

    • @krisokerdorpon8573
      @krisokerdorpon8573  2 года назад

      ড্রাগন পেকেছে কিনা বা যা দেখে পারলে ড্রাগন ফল পাকা হয় এটা একটা ভিডিও আছে একটু দেখে নিয়েন কাইন্ডলি।

  • @mdsirajulislam7100
    @mdsirajulislam7100 2 года назад

    আপনার দীর্ঘায়ু কামনা করি। ভাইয়া আপনার ফোন নাম্বার টা পেতে পারি???

  • @nurunnaharnur3894
    @nurunnaharnur3894 Год назад

    আপনার সাথে কিংবা আপনার নার্সারির সাথে যোগাযোগ এর ব্যবস্থা কি?

  • @user-ei4td3vb2m
    @user-ei4td3vb2m 2 года назад +1

    যেতে পারা মারা মানে বুঝতে পারছি না

    • @krisokerdorpon8573
      @krisokerdorpon8573  2 года назад +1

      যেতে পারে। ধন্যবাদ

    • @user-ei4td3vb2m
      @user-ei4td3vb2m 2 года назад

      @@krisokerdorpon8573 অন্তরের অন্তস্তল থেকে হৃদয় নিংড়ানো দোয়া ও শুভকামনা রইল খুবই গুরুত্বপূর্ণ ভিডিও।

  • @sukhendu1974
    @sukhendu1974 2 года назад

    TRICODERMA VERIDI ABONG HUMIC ACID DIYE GACH BOSALE GACH SAHOJE MORENA

  • @shahalam70393
    @shahalam70393 2 года назад

    ভাইজান আপনার নাম্বারটা দিবেন। দয়া করে।

  • @sharifurrahaman2757
    @sharifurrahaman2757 Год назад

    আপনার মত লোক কম হয়

  • @aal-masum267
    @aal-masum267 Год назад +1

    ধন্যবাদ