Aparajita Auddy Interview | শাশুড়ি বলেছিলেন, আমার ছেলেকে বিয়ে করো না: অপরাজিতা

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 405

  • @nilaykumarbhattacharya4593
    @nilaykumarbhattacharya4593 5 месяцев назад +61

    কি সুন্দর বললেন। অন্তরের অন্তস্থল থেকে উঠে আসা কথাগুলো, প্রমাণ দিচ্ছিল ওনার মুখ। খুব ভালো থাকবেন❤।

  • @namitachakraborty5084
    @namitachakraborty5084 5 месяцев назад +154

    খুব ভাল interview হয়েছে। অপরাজিতা sweet personality র মেয়ে। ওর স্বভাবের জন্য ও সবার প্রিয় হয়ে ওঠে।

    • @aesthetique1571
      @aesthetique1571 4 месяца назад +1

      আমার খুব প্রিয় এবং ভালোবাসা রএকজন অভিনেত্রী।

    • @manjusreesen3712
      @manjusreesen3712 3 месяца назад +1

      Ekdom❤!

  • @rabindranathsarkar7563
    @rabindranathsarkar7563 5 месяцев назад +40

    এটা বিশাল প্রাপ্তি এবং স্রষ্টা থেকে আশীর্বাদ যে পরিবারে যৌথ থেকেও স্বাধীন সৃজনশীলকর্মে একাত্মতা ! একে অন্যের সহমর্মী সৌভাগ্যের লক্ষী"❤

  • @Saswati19
    @Saswati19 5 месяцев назад +8

    কথা গুলো মন ছুঁয়ে গেল,, একটা সুন্দর মুখ তোমার দৃষ্টি আকর্ষণ করবে ,কিন্তু একটা সুন্দর ব্যাক্তিত্ব তোমার হৃদয় আকর্ষণ করবে। আপনার দুটোই আছে। অসম্ভব ভালো লাগে আপনাকে। ভালো থাকবেন ❤️❤️🙏

  • @bandanamukherjee6705
    @bandanamukherjee6705 4 месяца назад +5

    বাহ্ খুব ভালো লাগলো এই কথপোকথন টি অপরাজিতা আমার প্রিয় অভিনেত্রী❤🙏❤

  • @kalipadamajumder6170
    @kalipadamajumder6170 5 месяцев назад +11

    অপরাজিতার সাক্ষাৎকার শুনে খুব ভালো লাগল। ওনার যে ঈশ্বরে বিশ্বাস ও শাশুড়ীর প্রতি শ্রদ্ধা ও স্বামীর প্রতি ভালোবাসা এগুলো শুনে উনাকে শ্রদ্ধা করতে হয়। যদিও সে বয়সে আমার চেয়ে অনেক ছোট।।

  • @maladas6560
    @maladas6560 5 месяцев назад +21

    খুব ভাল লাগলো interview টা। ওর কথা শুনে বুঝলাম ও খুব ভালো মনের মানুষ। ❤❤

  • @iampabitraofficial
    @iampabitraofficial 5 месяцев назад +28

    14:50 Durdanto Ans ❤
    Mon chuye gelo interview ta, kotha gulo theke onek kichu sekhar ache.

  • @jayasribanerjee253
    @jayasribanerjee253 5 месяцев назад +4

    ভীষণ ভালো লাগলো অপরাজিতাদির কথাগুলো শুনে। এখন যেটা জি বাংলা সেটা আগে ছিল আলফা বাংলা।এই চ্যানেলটিতে দেখানো হত এক আকাশের নিচে সিরিয়ালটি। এখানেই আমি অপরাজিতাদির প্রথম অভিনয় দেখি। অপূর্ব অভিনয় দিদির। প্রত্যেকের অভিনয় অবশ্যই ভীষণ ভালো লেগেছিল।

  • @parthadas1998
    @parthadas1998 5 месяцев назад +3

    খুব সুন্দর,অনেক দিন পরে এমন একটা মানুষের সাখৎকার দেখলাম ,যে আমার মনের কথা গুলো বলে গেলো খুব ভালো লাগলো।

  • @RUPA_ROZARIN
    @RUPA_ROZARIN 5 месяцев назад +2

    মুগ্ধ হয়ে শুনছিলাম, এত সুন্দর করে কিভাবে বল অপরাজিতা দিদি❤️তুমি একটা ভালোবাসা
    রেসপেক্ট 🙏🙏🙏🙏

  • @kaidhk4457
    @kaidhk4457 5 месяцев назад +20

    সময় সকাল ৭:৩০ আমি একজন মুসলমান, অর্থ বিত্ত সমাজ আমার সবই আছে কিন্তু.... সন্মানিত মাননীয়ার সম্পূর্ম কথাগুলো শুনে অবক বিশ্বে আকাশের দিকে তাকিয়ে রইলাম খুব ভালো লাগলো চমৎকার পারিবারিক প্রকাশ শুনে এতটা ভালো লাগলো চোখে পানি এসে গেলো, মাত্র দুটো শব্দ ‘ইচ্ছে’ যদি সত্যকারে সংসারে অশান্তি পরিবর্তে শান্তি নীড় তৈরী করবে তাহলে দিদির বানীগুলোই যথেষ্ট।
    দিদি তুমি আরও ভালো থাকো আশীর্বাদ রইল।

  • @dasb38092
    @dasb38092 5 месяцев назад +3

    কেন জানি না এই মায়ের মতো মানুষটির কথা গুলো শুনলেই মন মুগ্ধ হয়ে যায় । আপনার মতো মানুষ আছে বলেই আমাদের মতো ইয়ং জেনারেশনদের বাস্তব সমাজে পথ চলার জন্য শিক্ষা আগে থেকেই জানতেন পারি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে সবসময় এইরকম সুস্থ, হাসিখুশি রাখেন। মা তো মা হয়, মায়ের কোন বিকল্প হয় না, কোন সংজ্ঞা হয় না। তাও বলবো প্রত্যেক ছেলেমেয়েরা যেন আপনার মতো একজন মা পায়।

  • @debalinachatterjee8954
    @debalinachatterjee8954 5 месяцев назад +4

    Kotha gulo boddo besi sotti
    Mon chuye gelo❤

  • @shyamalsengupta2663
    @shyamalsengupta2663 5 месяцев назад +70

    অপরাজিতা আমার কন‍্যার সমবয়সী এবং এক ই সঙ্গে মাধ‍্যমিক দিয়েছিলো, একই School থেকে। ওর দুর্ভাগ্য খুব ছোট বয়সে বাবা কে হারিয়েছে। ওর Simplicity ওর honesty ওর ভালবাসা, সত‍্যকথন এবং ওর অসাধারণ ভগবান প্রদত্ত অভিনয় প্রতিভা আমায় মুগ্ধ করে। ও যখন Screen এ "অভিনয়" করে ভুলে যাই এটা অভিনয়।
    যে বাড়ি র বউ হোয়ে গিয়েছে - তাঁদের সত‍্যিই হীংসা করি। কি চমৎকার পরিবার। ওকে ও ওর বড়কে ঠাকুর যেন সুসাস্থ‍্য ও দীর্ঘজীবন দান করেন। এইপ্রার্থণাই করি তাঁর শ্রীচরণে।

  • @nanditachatterjee4412
    @nanditachatterjee4412 5 месяцев назад +5

    খুব ভাল লাগল এইরকম স্বচ্ছ কথা বলা। সদ্য শেষ হওয়া "জল থৈ থৈ ভালবাসা'র 'কোজাগরী'র মতই আসল অপরাজিতা খুবই স্পষ্ট এবং মধুর ভাষী। সবাই কে নিয়ে খুব ভাল থাকুন

  • @tituchowdhury8387
    @tituchowdhury8387 5 месяцев назад +9

    খুব দারুণ ইন্টারভিউ!!! এবং দিদি'র কথাবার্তা শুনে ওনার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেলো।🙏🙏🙏❤️❤️❤️👍👍👍

  • @barunneogi985
    @barunneogi985 5 месяцев назад +15

    অসাধারণ একটি সাক্ষাৎকার শুনলাম । ওনার বহু জনপ্রিয় সিরিয়াল ও সিনেমা দশককে মুগ্ধ করেছে। তখন এতসব চ্যানেল ছিলোনা --- সেই সময় কলকাতা দূর দর্শনে মা দূর্গার চরিত্রে অনবদ্য অভিনয় বাংলার মানুষ ভূল বেন না । 👍👍

  • @MamanDas942
    @MamanDas942 5 месяцев назад +10

    এগুলো তো আমাদের সবার মনের কথা.... এতটা বাস্তবতা রয়েছে কথাগুলোর ....যে বারবার শুনতে ইচ্ছে করছে । সুন্দর কথাগুলোর মাধ্যমেই অপরাজিতা দির সুন্দর মনের প্রকাশ পাচ্ছে ।❤ভালোবাসা নিও❤

  • @sujatachakraborty377
    @sujatachakraborty377 5 месяцев назад +2

    তোমার সব কথা শুনলাম। খুবই ভালো লাগলো। আমার মনের কথা "একাকী থাকলে ঈশ্বর কে পাওয়া যায় "একদম ঠিক কথা

  • @shairaoishe9879
    @shairaoishe9879 4 месяца назад

    বাহ সম্পূর্ণ ভিডিও টা খুব মনযোগ দিয়ে দেখলাম। আমার মায়ের মতো অপরাজিতা আডডো। খুব ভালো লাগে কথা গুলো।

  • @rinkughosh3802
    @rinkughosh3802 5 месяцев назад +4

    খুব ভালো লাগলো, তুমি খুব খুব ভালো থেকো।সব মেয়েরা যেন তোমার মতো সুন্দর মনের মানুষ হয় এবং সুন্দর একটা মা পায়।

  • @animaray1958
    @animaray1958 4 месяца назад

    খুব ভালো লাগলো interview!! খুব সুন্দর বলেছেন,, খুব ভালো মনের মানুষ,,আজকের দিনের দাঁড়িয়ে চরম বাস্তব কথা বলেছেন
    পুরো মন ছুঁয়ে গেল,,😊
    ভালো থাকবেন ❤❤

  • @manjusreesen3712
    @manjusreesen3712 3 месяца назад

    This interview was beautifully different... very special with its naturalness and simplicity! Loved Aparajita's unaffected, easy style of talking!

  • @jayantabagh2247
    @jayantabagh2247 5 месяцев назад +6

    যারা মানুষকে নিয়ে আলোচনা ও কটুক্তি করে সত্যিই তারা "বর্বর" অসাধারণ এই উক্তি।

  • @snigdhamazumdar840
    @snigdhamazumdar840 5 месяцев назад +3

    অনবদ্য সাক্ষাৎকার ম্যাডামের, ভীষন প্রিয় মানুষ উনি আমার কাছে, ওনার কাছে অনেক কিছু শেখার আছে এবং শিখি, ভালো থাকবেন সবসময় এভাবেই ভালোবাসায় ❤❤🙏🙏

  • @kpsarkar4897
    @kpsarkar4897 5 месяцев назад +5

    তুমি খুব সুন্দর অসাধারণ মানুষ ।যেমনি সুন্দর কথা তেমনি তোমার সুন্দর ।ভালো থেকো তুমি ।❤

  • @FutureWarrenBuffett
    @FutureWarrenBuffett 5 месяцев назад +3

    Aparajita Ma'am You Are Beautiful Inside & Out. Apni shudu sundori non ekjon shundor monero odhikarini.Thank You Anandabazar for this amazing interview❤🙏🏻

  • @sumanabhattacharjee2355
    @sumanabhattacharjee2355 5 месяцев назад +2

    অপূর্ব লাগলো কথাগুলো। আপনার কথাগুলো মনে অনেক সাহস যোগায় অনুপ্রেরণা জোগায়। ভালো থাকবেন দিদি। 🙏🏻🧡

    • @mitapaul4125
      @mitapaul4125 5 месяцев назад

      দারুন লাগলো 👌

  • @sanchitasengupta4348
    @sanchitasengupta4348 5 месяцев назад +2

    খুব খুব ভালো লাগলো ❤❤❤❤

  • @MishmiBanikCreativityVlog
    @MishmiBanikCreativityVlog 5 месяцев назад +7

    অপা অনেক অনেক ভালোবাসা নিও। খুব ভালো থেকো সপরিবারে তোমরা 😘😘😘

  • @malibanerjee9840
    @malibanerjee9840 5 месяцев назад +2

    এই প্রথম একটা ভিডিও দেখলাম, নামের মতোই প্রত্যেক টা কথা খুব খুব শোনার মতো❤❤

  • @ananyachatterjee5973
    @ananyachatterjee5973 5 месяцев назад +2

    Khub bhalo manush didi apni.Amr onar kotha bebohar darun bhalo lage.apni bhalo thakun. Thakur apnar bhalo korun. Bhalo thakun apni ❤️❤️Lots of love ❤️❤️

  • @ismataramim8196
    @ismataramim8196 4 месяца назад

    মুগ্ধ হয়ে শুনলাম পুরোটা ♥

  • @bhagwandarshan1155
    @bhagwandarshan1155 5 месяцев назад +2

    অসাধারণ লাগলো তোমার কথা গুলো শুনে 🙏👌🙏

  • @poulamidebnath8705
    @poulamidebnath8705 5 месяцев назад +2

    osadharon laglo kotha gulo

  • @sanan550
    @sanan550 5 месяцев назад +2

    Eto sundor kotha gulo ar sotti bhagobane biswas thakle tobei eto marjito ar olpete santustho hoa jai. Aparajita di hats off to you. ❤

  • @keyasinha9366
    @keyasinha9366 5 месяцев назад +1

    ভীষণ সুন্দর বক্তব্য। খুব ভালো লাগলো।

  • @uncutruby2038
    @uncutruby2038 4 месяца назад +1

    এমন শাশুড়িমা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার 😊💛❤️💛

  • @mujibarrahaman4069
    @mujibarrahaman4069 5 месяцев назад

    Khub Bhalo laglo Interview ti, Aprajita Di.🎉🎉🎉🎉 Thanks. Kolkata.

  • @mycupoflife5204
    @mycupoflife5204 5 месяцев назад +1

    Darun laglo.. Mugdho holam Interview te.. Oshadharon moner manush... Stay blessed ❤❤

  • @RDO539
    @RDO539 4 месяца назад

    Bangladesh theke bolchi osomvob valo lage ae manus tike etto sundor kore kotha bolen MashaAllah...onk onk dowa roilo didi..

  • @moupiabairi6461
    @moupiabairi6461 5 месяцев назад +2

    খুব ভালো লাগছিলো ওনার কথাগুলো শুনতে, মনে হচ্ছিলো আরও বেশ খানিকক্ষণ ওনার কথা শুনি। ❤

  • @manashidas2506
    @manashidas2506 5 месяцев назад +2

    Aparajita tumi ki cool and calm...... Amra aktu tei koto venge pori ...... Tmr point of view khub Valo Laglo ❤❤❤❤❤

  • @arungupta2276
    @arungupta2276 3 часа назад

    ❤❤❤❤❤❤one of my very favourite Star
    ❤❤❤❤❤❤ so versatile..positive..true and strong..
    love from Rajshri Gupta..

  • @rupaliacharya501
    @rupaliacharya501 5 месяцев назад +5

    অসাধারণ, অপরাজিতা, ঈশ্বর তোমাকে খুব ভাল রাখুন, খুব ভালোবাসি ,মন থেকে বলছি, খুব ভালো থেকো তুমি.....

  • @nanditamitra79
    @nanditamitra79 5 месяцев назад +1

    খুব ভালো লাগল । ঈশ্বরের প্রতি বিশ্বাস ভালবাসা ও জীবনের প্রতি ইতিবাচক ভাবনা খুব প্রয়োজন। সমাজে আপনার মতো মানুষ কল্যাণকর । দিদি আপনি সপরিবারে ভালো থাকুন কামনা করি ।

  • @sangeetakrahman3977
    @sangeetakrahman3977 5 месяцев назад

    Thanks. Khub clear katha, chinta vabna khub e awesome.

  • @empresskashyapm9951
    @empresskashyapm9951 5 месяцев назад +20

    আমার অন্যতম একজন প্রিয় অভিনেত্রী 😊

  • @mitabhattacharya2128
    @mitabhattacharya2128 5 месяцев назад +4

    অপূর্ব জীবন ঢয়ন।ভালো থাকুন ঈশ্বর কে নিয়ে।

  • @amitghosh5948
    @amitghosh5948 5 месяцев назад +2

    অপরাজিতা আমার প্রিয় শিল্পী।ওনার প্রতি ধারণাও যথেষ্ট ভালো তবে আজ সব শুনে এটুকুই বলব আমার ধারণা একবর্ণ মিথ্যে নয়।গানের জগতের মানুষ হয়ে খোলা মনে বলতে পারি খুব ভালো লাগলো ইন্টারভিউটা।ভালো থাকবেন।

  • @shyamaliroychowdhury9360
    @shyamaliroychowdhury9360 5 месяцев назад +4

    প্রত্যেক টি কথা হৃদয় ছুঁয়ে গেল

  • @rupamukherjee8943
    @rupamukherjee8943 5 месяцев назад

    Darun valo lage tomake didi. Tomar katha gulo mon k chue galo❤

  • @antararoy687
    @antararoy687 5 месяцев назад +7

    আপনাকে আমি এবং বিশেষ করে আমার বাবা ভীষণ ভীষণ সম্মান করে, শ্রদ্ধা করে। প্রণাম নেবেন আমার তরফ থেকে। আর এরকমই একটা পজিটিভ মানুষ হয়ে থেকে যাবেন।

  • @KalipadaBiswas-tl2vp
    @KalipadaBiswas-tl2vp 5 месяцев назад +1

    খুবই আনন্দ পেলাম ।

  • @baisakhichattopadhyay3791
    @baisakhichattopadhyay3791 5 месяцев назад +4

    অপরাজিতা মনে হলো তুমি আমার ভিতরে ঢুকে পড়েছ।সব তো আমার মনের কথা।তুমি বললাম, কারণ তুমি অনেক বয়সে ছোট। অসাধারণ লাগল কথা গুলো।কষ্ট পেলে আমিও ঠাকুরের কাছে কাঁদি।এইরকম মন নিয়ে থেকো,এই আশীর্বাদ করি।ভাল থেকো,সবাইকে ভাল রেখো।তোমার শ্বাশুড়ি মায়ের জন্য রইল নমস্কার, স্বামীর জন্য রইল শুভেচ্ছা।

  • @SomaChakraborty-lp2nh
    @SomaChakraborty-lp2nh 5 месяцев назад +2

    Ki sundar kotha ...mon bhore gelo

  • @horekrokom2077
    @horekrokom2077 5 месяцев назад

    দিদি তোমার কথা শুনতে ভীষণ ভালো লাগলো।বাংলাদেশ থেকে তোমার কথাগুলো শুনলাম

  • @tapasibose5538
    @tapasibose5538 7 часов назад

    খুব ভাল লাগল অনুষ্ঠান

  • @arseyasultanasuha8877
    @arseyasultanasuha8877 4 месяца назад

    কথা গুলো সত্যিই খুব ভালো লাগলো 😍

  • @krishnachaudhuri2002
    @krishnachaudhuri2002 5 месяцев назад +5

    অপূর্ব ভাবনা চিন্তা বহন করে চলেছে অপরাজিতা আঢ্য । মনে হয ঈশ্বর ওর সাথেই আছেন। তার উপর নির্ভরশীল। তাই উনি সুখি যিনি সবাইকে নিযে চলতে ভালবাসেন।

  • @rumabanerjee3361
    @rumabanerjee3361 5 месяцев назад +3

    অপূর্ব লাগলো অপরাজিতার কথা গুলো এবং খুব সত্যি কথা।

  • @shatarupamaitra3099
    @shatarupamaitra3099 5 месяцев назад +5

    Darun Laglo puro interview ta Bangla te shunte ki bhalo laglo.DARUN questions gulo chilo

  • @BharatiDas-r7c
    @BharatiDas-r7c Час назад

    Khub valo laglo. ❤❤❤

  • @ritayannarayanbiswas1502
    @ritayannarayanbiswas1502 5 месяцев назад +1

    Darun , darun bollen Aparajita-ma'am, darun ! 2 , 3 bar shunlam apnar katha-gulo , apurbo !🙏

  • @manjumukherjee1961
    @manjumukherjee1961 5 месяцев назад +1

    Besh valo laglo . Thakur ma Swamiji tomader sooobai k khub valo rakhun . Ei pray kori .

  • @papiyamajumdar2189
    @papiyamajumdar2189 5 месяцев назад

    ঈশ্বর সম্পর্কে যা বলেছো সব আমার মনের কথা❤❤

  • @SteffysWorld-q5f
    @SteffysWorld-q5f 5 месяцев назад +2

    অপা দি কি বলবো। অসাধারণ অভূতপূর্ব তুমি। তোমার চিন্তন। ভালো থেকো, ভালোবাসায় থেকো।

  • @shrabontibiswas9320
    @shrabontibiswas9320 5 месяцев назад +1

    একটা interview যে এতো সুন্দর হতে পারে তা হয়তো অপরাজিতা দিদির মুখের কথা গুলো না শুনলে বোঝা যেত না। অনেক শুভকামনা দিদি।❤

  • @elorahossain1073
    @elorahossain1073 5 месяцев назад

    আপনার এক আকাশের নিচে আজ পর্যন্ত ভুলতে পারি না , আপনার অভিনয় অসাধারণ!

  • @mchakrabortty1787
    @mchakrabortty1787 5 месяцев назад +2

    Asadharon abhinetri ❤. My most favourite actress. She is multi talented and very beautiful ❤️.

  • @sutaparrannaghar845
    @sutaparrannaghar845 5 месяцев назад +1

    মন ভরে গেল দিদি আপনার কথা শুনে খুব ভালো লাগলো

  • @tanisvlogs9995
    @tanisvlogs9995 3 месяца назад

    Khub valo laglo....❤

  • @samirkumardey3445
    @samirkumardey3445 5 месяцев назад +3

    Aparajita Addyar iterview sune mone anek santi pelam. Ami onar theke anektai bara.kintu onar manasikata anek baro.Jiban samparke anek kichu janlam ebong nije samridhya holam. Bhalo thakuk amar maa.

  • @MitulBiswas-tv3oy
    @MitulBiswas-tv3oy 5 месяцев назад +1

    খুব সুন্দর লাগলো, এগুলো আমার ও মনের কথা

  • @piyalisarkhel5335
    @piyalisarkhel5335 5 месяцев назад +1

    Bah..interview ta khub valo laglo.

  • @BaisakhiBarik-s4k
    @BaisakhiBarik-s4k 5 месяцев назад +3

    খুব খুব ভালো লাগে নতুন করে আকাশ আট চ্যানেল এ নতুন করে কুরুক্ষেত্র সিরিয়াল শুরু হয়েছে আমি নিয়মিত দর্শক বড্ড ভালো বাসার মানুষ

  • @someswarmukherjee3903
    @someswarmukherjee3903 5 месяцев назад +1

    Excellent interview within quality approach.

  • @sadhanahalder2029
    @sadhanahalder2029 5 месяцев назад

    খুব খুব সুন্দর একটি ইন্টারভিউ দেখলাম। খুউব ভালো থেকো অপা ❤

  • @nabin7389
    @nabin7389 7 дней назад

    খুব ভালো লাগলো ❤

  • @RajuDadh-q1b
    @RajuDadh-q1b 5 месяцев назад +1

    ❤ You are Too good 👍, Personally I appreciate your work and Personality Kasturi Aunty, Odissa. OM MAA BHARADA

  • @JebunNaharBinty
    @JebunNaharBinty 4 месяца назад +1

    Strong personality ❤️

  • @samitkumarmandal4197
    @samitkumarmandal4197 5 месяцев назад +3

    সমৃদ্ধ হলাম ❤

  • @sharmisthagupta3393
    @sharmisthagupta3393 5 месяцев назад +1

    Khub bhalo laglo kothagulo....bhishon guni shilpi o bhalo moner manush..anek kichu shekhar ache apnar kothar theke... bhalo thakben

  • @NurunNaharLilian
    @NurunNaharLilian 4 месяца назад

    Khub sundor kotha gulo ❤

  • @chayanendusarkar6959
    @chayanendusarkar6959 4 месяца назад

    অপূর্ব সাক্ষাৎকার।

  • @aktarjahanjusy8756
    @aktarjahanjusy8756 4 месяца назад

    অপরাজিতা দিদি,তোমার কথাগুলো মুগ্ধ হয়ে শুনলাম, কারণ আমার ভাবনা,চিন্তা, চেতনার সাথে তোমার অপূর্ব একটা মিল আছে।

  • @aritrisen4689
    @aritrisen4689 4 месяца назад

    What a strong personality!!! ❤❤❤

  • @IshitaRoy-x6x
    @IshitaRoy-x6x 4 месяца назад

    Unique view of life.Really splendid.

  • @nabanitamondal9584
    @nabanitamondal9584 5 месяцев назад

    Khubi sundoor lagcha apnar kotha gulo❤sesh kotha ta darun bolla Ishwar k pabar jonno akakitto khubi proyaojan

  • @purabimishra4315
    @purabimishra4315 5 месяцев назад +16

    অপরাজিতার কথা শুনতে ভালো লাগে... অপরাজিতাকে ভালো লাগে ...

  • @ShamimaSufiabalaka
    @ShamimaSufiabalaka 5 месяцев назад +15

    Aparajita anek boro moner manush , she is beautiful and strong mentality we love her.

  • @ankitasarker8246
    @ankitasarker8246 4 месяца назад

    Darun laglo interview ta....

  • @umadatta38
    @umadatta38 5 месяцев назад

    Apner interview dekhe mon ta khub valo hoey gelo tar songe onek kichu obosso e sikhlam. Jodi o ami apner theke onek ta e boro (senior citizen). Apner program gulo khub mon diey dekho or dekher chesta kori. Valo thakben.

  • @Ayanghosh0211
    @Ayanghosh0211 5 месяцев назад +2

    অপূর্ব এতো practical মানুষ আমি সত্যিই কম দেখেছি।

  • @sabirsneha008
    @sabirsneha008 3 месяца назад

    বাপরে কত সুন্দর করে সাজিয়ে কথা বলেন উনি,,
    ❤❤❤❤

  • @Welcome_Diva
    @Welcome_Diva 4 месяца назад

    কথাগুলো ভিষণ দামী ❤❤❤❤❤

  • @Anamikaslilworld
    @Anamikaslilworld 5 месяцев назад

    Prothomer kothha guloi darun laglo ❤❤

  • @chandramallikasealmunshi6763
    @chandramallikasealmunshi6763 5 месяцев назад +1

    Aparajita tomar aar aamar katha anektai.....khub e vhalo laglo.... tomake khub e amr vhalo lage ...abhinoi.... Biswas rakhlam ekdin alap hobr amader

  • @tanwimadhar.2243
    @tanwimadhar.2243 5 месяцев назад +1

    খুব ভালো থাকুন আপনি🌼