Dormancy period weather এর উপর নির্ভর করে সাধারণত জানুয়ারি মাসের মাঝামাঝি সময় শেষ হয়ে যায় কিন্তু এবছর শীত বেশি পড়েছে তাই হয়তো জানুয়ারি মাস জুড়েই চলবে জানুয়ারি মাসের মাঝামাঝি বা শেষ সময় মিরাকুলান স্প্রে করা যাবে।ধন্যবাদ💐💐
আম গাছে মুকুল আসলে 2 - 4 ইঞ্চি হলে মুকুল বড়ো হয়ে ফোটার আগে ফুল যখন ছোট ছোট থাকবে তখন ( 2nd স্প্রে) কীটনাশক + মঙ্কজেব + প্লানোফিক্স এক সাথে মিশিয়ে স্প্রে করা যাবে কি ?
বারোমাসী সজনে গাছ হলে এ সময় ফুলের কুঁড়ি আসছে বা কিছু কিছু ফুল ফুটছে তাই মিরাকুলান স্প্রে করো।মিরাকুলাম স্প্রে করার দুতিনদিন পর একটা ভালো মাইক্রো নিউট্রিয়েন্ট সাথে বোরন ও সালফেট অফ পটাস একসাথে মিশিয়ে একটা স্প্রে করো।
@AayatStoryExplain পিজিআর ব্যবহার না করে যদি ভালো ফুল আসে তাহলে ফুল আনার জন্য কোন পিজিআর ব্যবহার করার দরকার নেই ফুল আসার পর ফল সেট হওয়ার সময় প্লেনোফিক্স ব্যবহার করবেন। ধন্যবাদ💐💐
ফুল যদি সম্পূর্ণভাবে ফুটে গেছে তাহলে গুটি সেট হওয়ার পর প্লেনোফিক্স প্রতি লিটার জলে ৫ থেকে ৬ ফোঁটা মিশিয়ে স্প্রে করুন। আর এখনও যদি ফুল ফুটে না থাকে অর্থাৎ কুঁড়ি অবস্থায় থাকে তাহলে ছত্রাকনাশক ও কীটনাশক প্রয়োগ করুন।
ছত্রাক নাশক এবং কীটনাশক কি ব্যবহার করবো?গাছের একদিকের ডালে ফুল ফুটে গেছে, অন্য ডালে ফুল ফুটে নি,তাহলে আমি কী করবো ।দয়া করে উত্তর দেবেন ।আপনার ভিডিও দেখে কমেন্টস করতে ভুলে গেছি ।
যদি সব ফুল ফুটে গেছে তাহলে এই সময় কোন কীটনাশক ও ছত্রাক নাশক ব্যবহার করা যাবে না। ফুলগুলো যদি না ফুটে কুড়ি অবস্থায় আছে তাহলে প্রতি লিটার জলে দু গ্রাম সাফ ছত্রাকনাশক তার সঙ্গে এক এম. এল. সাইপারমেথরিন কীটনাশক একসাথে স্প্রে করুন।
Aam gache Mukul asar por ki korbo? Aam er guti jhore jawa atkate planofix dewa jabe tokhon? ( baganer jonno bolchi) 2.ar amar bagane mukul aseni kintu mukh ta feteche kichu kichu, ekhon ki prestiside debo ekbar?
আপনি কি আদেও সঠিক কথা বলছেন? আপনি কিভাবে জানলেন যে এইসময়ে pgr ব্যবহার করলে সঙ্গে সঙ্গে ঘুমন্ত মানুষের মুখে পানি ছিটানোর মতন গাছের ঘুম ভেঙে যাবে? এখন আপনি যা কিছুই ব্যবহার করবেন, গাছ সেগুলো শক্তি হিসেবে সঞ্চয় করে রাখবে। ঠিক এই কারনেই এই সময় অধিক নাইট্রোজেন যুক্ত সার ব্যবহার করলে সেই গুনটাও গাছ সঞ্চয় করে রেখে দেবে আর ডরমেন্সি পিরিয়ড শেষ হলেই গ্রোথ শুরু করে দেবে। PGR এর ক্ষেত্রেও ঠিক তাই। গ্রোথ স্পেশাল pgr ব্যবহার করলে গাছ পরে গ্রোথ বেশী নেবে আর ফ্লাওয়ার স্পেশাল pgr ব্যবহার করলে ফ্লাওয়ার আনার কাজে বেশী মন দেবে।
দাদা আমি বোটানিতে মাস্টার ডিগ্রী করেছি তার ভিত্তিতে কথাগুলো বলেছি এরপর আপনার ধারণা আলাদা হতে পারে আমি পি .জি .আর. ব্যবহার করতে মানা করিনি শুধু সময়টার কথা বলেছি কখন ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট পাব সেই কথাগুলি ভিডিওতে বলেছি।
এই ভিডিও টাতে যা কিছু বলা আছে তার সাথে আমি একেবারে একমত, আমি এইভাবেই use করি, তাতে খুব ভালো রেজাল্ট পাই, তাই বলছি এই ভিডিও অনুসরণ করুন তাতে রেজাল্ট ভালোই হবে, যদিও আমি pgr use করার পক্ষপাতী নই, গাছ ম্যাচুরিটি হলে এমনিতেই ফুল ফল আসবে
বিকেলের দিকে নিমতেল ও শ্যাম্পু মিশিয়ে জোরে স্প্রে করুন পাতা থেকে ব্ল্যাক মোল্ড ছত্রাক পরিষ্কার হয়ে যাবে ৭ দিন পর আবার এইভাবে স্প্রে করুন তারপর একটা ভালো ছত্রাকনাশক ব্যবহার করবেন
অনেক ভিডিও দেখেছি , আজ ভালো কিছু শিখলাম । ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাদের সঙ্গে থাকুন💐💐
Agreed 💯...
Thank you very much 💐💐
খুব উপকারী ভিডিও খুব ভালো লাগলো
ধন্যবাদ 💐💐
Good.
Thanks 💐💐
sera❤
Thanks
খুব ভালো লাগলো
ধন্যবাদ💐💐
Very useful video ❤
Thanks 💐💐
Very much informative video
Thanks 💐💐
ধন্যবাদ
Thanku u kaku video amr jonno khub valo holo ami miraculan spray kore dyechilm
সমস্ত কিছু ভেবেই ভিডিওটা আমি করেছি তোমার কাজে লাগবে জেনে খুশি হলাম। ভালো থেকো 💐💐
Very good
Thank you please stay with us 💐💐
লাইক ও ভালোবাসা দুটোই দিয়ে গেলাম
অনেক অনেক ধন্যবাদ 💐💐
Gondhoraj gache kokon pgr sprey korbo please janan ????? 😊
এই মাসেই করা যাবে
@@versatilegardener thank you kaku
ভালো ভিডিও
Thanks
Bolchi kaku kumro lau gach barche na ki sar debo jodi ektu bolten please
লাউ ও কুমড়ো গাছে জৈব সার দিতে হবে সাথে 102626 আর মিরাকুলান ব্যবহারে ভালো ফল পাওয়া যায় আর ছোট অবস্থায় ব্যালেন্স এনপিকে অবশ্যই স্প্রে করা যাবে।
Sobeda gache kon mase sprey korbo please amai bolun ?????! 😢
অধিক ফল পেতে বুস্টার টু ফল আসার দুমাস আগে আর প্লেনোফিক্স ফল সেট হওয়ার সময় ফল বড় করতে মিরাকুলান ব্যবহার করো
@@versatilegardener kon mase korbo pgr spery
Please bolun
Pilanofix kar sakte h ki
Kar sakte
4:49 😊
Miraculan কখন ব্যবহার করতে হবে আর Dormancy period কোন মাস থেকে কোন মাস পর্যন্ত চলে বলবেন
Dormancy period weather এর উপর নির্ভর করে সাধারণত জানুয়ারি মাসের মাঝামাঝি সময় শেষ হয়ে যায় কিন্তু এবছর শীত বেশি পড়েছে তাই হয়তো জানুয়ারি মাস জুড়েই চলবে জানুয়ারি মাসের মাঝামাঝি বা শেষ সময় মিরাকুলান স্প্রে করা যাবে।ধন্যবাদ💐💐
Thank you for kind information
আম গাছে মুকুল আসলে 2 - 4 ইঞ্চি হলে মুকুল বড়ো হয়ে ফোটার আগে ফুল যখন ছোট ছোট থাকবে তখন ( 2nd স্প্রে) কীটনাশক + মঙ্কজেব + প্লানোফিক্স এক সাথে মিশিয়ে স্প্রে করা যাবে কি ?
Planofix alada kore dile valo hai aar planofix ful fotar aage na deye fol motor danar moto hole dile valo
Dada piyara gach niye bolun
Ok.
Dada 12mese Thi katimon er ki dormenci hoi please bujhiebolben
Baromashi aam gacher dormancy hoi kintu samoy khubey kom hoi December maas ses hoi aar fool ase jay
Amar gacher sob pata pore geche
Natun natun kushi beriyeche kintu barche na
Tahole ki korbo
Kushir dogai fool ache kena dekho Jodi thake tahole miraculan spray koro kushi bare jabe
Dada sajna gacha kakon pgr dita haba. Bachora 2 bar fal nay.
বারোমাসী সজনে গাছ হলে এ সময় ফুলের কুঁড়ি আসছে বা কিছু কিছু ফুল ফুটছে তাই মিরাকুলান স্প্রে করো।মিরাকুলাম স্প্রে করার দুতিনদিন পর একটা ভালো মাইক্রো নিউট্রিয়েন্ট সাথে বোরন ও সালফেট অফ পটাস একসাথে মিশিয়ে একটা স্প্রে করো।
ডরমেনসি কখন শেষ হবে
এ বছর শীত একটু বেশি আছে তাই মোটামুটি জানুয়ারি মাসের শেষ নাগাদ ডার্মেসি শেষ হবে।
Booster 2 ye te ki thake
কৃত্রিম উদ্ভিদ হরমোন তবে কিছু লেখা নেই
SoP বা সালফেট অব পটাশ কি ০০:০০:৫০ নাকি দুইটা ভিন্ন ভিন্ন?
একই জিনিস
ফোলিয়েজ গাছে স্প্রে করা যাবে কি?
আমার কিছু ইনডোর গাছ(ঘরের বাইরে রেখেছি) এখনো নতুন পাতা বের করছে। সেগুলোতে করা যায় কি?
মিরাকুলান স্প্রে করতে পারেন planofix / bumper / booster2 ব্যবহার করে চলবেনা
@versatilegardener আমারদের আলিপুরদুয়ারে আমি booster আর মিরাকুলানটাই পেয়েছি, বাকি গুলো পাওয়া যায় না।
Online এ পেয়ে যাবে
ডর্মেন্সি কবে নাগাদ কাটবে একটু বলুন |
সামনের মাসের মাঝামাঝি নাগাদ
Kon month e medicine gulo spray korbo seta bolbe na .. Important point gulo..
ভিডিওতে বলা আছে dormancy শেষ হওয়ার পর কখন কোনটা স্প্রে করতে হবে
দাদা আমার বাড়িতে দুইটা ১০ বছরের গাছ আছে সেটা জাত ভালো না তাই সেটাকে কি জাত পরিবর্তন সম্ভব???
Grafting করাতে পারেন l কোনো অভিজ্ঞ লোকের কাছে l
আম গাছের জন্য কোন PGR টা ভালো? আমি গতকাল ফ্লোরা স্প্রে করেছি।
Flowra অবশ্যই ভালো তবে এটা ফুল আনার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে আর গুটি সেট করার জন্য planofix সবচাইতে ভালো।
@versatilegardener ফ্লোরা দেবার পর কি ১০-১৫ দিন পর অন্য কোন গ্রুপের পিজিআর দেয়া যাবে? যেমন মিরাকুলান বা লিটোসেন এই জাতীয়?
মিরাকুলান দেবেন
আমার লেবু বাগান...আমি কোন পিজিআর ব্যবহার করেনি,এখন কি ফ্লোরা বা অন্য পিজিআর ব্যবহার করতে পারবো
@AayatStoryExplain পিজিআর ব্যবহার না করে যদি ভালো ফুল আসে তাহলে ফুল আনার জন্য কোন পিজিআর ব্যবহার করার দরকার নেই ফুল আসার পর ফল সেট হওয়ার সময় প্লেনোফিক্স ব্যবহার করবেন। ধন্যবাদ💐💐
ফুল এসে ঝরে যায় তার জন্য কি করতে হবে
Micronutrients+boron spray korte hobe tarpor planofix spray korte hobe
গাছকে কষ্টে রেখে ফুল আসার পর যখন গুটি set হচ্ছে তখনো কি খাবার ও জল দেবো না? এতে গুটি ও ফুল ঝরে যেতে পারে।
তখন অবশ্যই জল দিতে হবে এর উপর আমার ভিডিও রয়েছে চ্যানেল ভিজিট করে দেখে নিন। ধন্যবাদ💐💐
আমি গতকালকে ডিসেম্ভর মাসের ২৮ তারিখ আম ও লেবু গাছে ফ্লোরা পিজিয়ার দিয়েছি, কোন সমস্যা হবে নাকি।
যদি ফুলের পরিবর্তে কচি পাতা এসে যায় তাহলে আরেকবার জানুয়ারি মাসের মাঝামাঝি সময় ফ্লোরা স্প্রে করে দিবেন।ধন্যবাদ 💐💐
@versatilegardener ❤️❤️
এই সময়ে পটাশ 0.0.50 আর বোরন একসাথে মিশিয়ে দিতে পারি
অবশ্যই দেওয়া যাবে আমি তো স্প্রে করে থাকি
বোরন 1 লিটার জলে কত গ্রাম আর 00.00.50 এক লিটার জলে কত গ্রাম
@indrajitdas1736 বোরন ১ লিটার জলে এক গ্রাম আর 00:00:50 প্রতি লিটার জলে চার গ্রাম
Right
কোন সময় দেবো,সকালে দেবো না বিকালে দেবো??
আমার টবের 2 বছরের লেবু গাছে ফুল এসে গেছে ।এগুলো থাকবে না ঝরে যাবে ?যদি থাকে তাহলে কি ব্যবস্থা নিতে হবে ফলে পরিণত করার জন্য ।পরামর্শ দেন ।
ফুল যদি সম্পূর্ণভাবে ফুটে গেছে তাহলে গুটি সেট হওয়ার পর প্লেনোফিক্স প্রতি লিটার জলে ৫ থেকে ৬ ফোঁটা মিশিয়ে স্প্রে করুন। আর এখনও যদি ফুল ফুটে না থাকে অর্থাৎ কুঁড়ি অবস্থায় থাকে তাহলে ছত্রাকনাশক ও কীটনাশক প্রয়োগ করুন।
ছত্রাক নাশক এবং কীটনাশক কি ব্যবহার করবো?গাছের একদিকের ডালে ফুল ফুটে গেছে, অন্য ডালে ফুল ফুটে নি,তাহলে আমি কী করবো ।দয়া করে উত্তর দেবেন ।আপনার ভিডিও দেখে কমেন্টস করতে ভুলে গেছি ।
যদি সব ফুল ফুটে গেছে তাহলে এই সময় কোন কীটনাশক ও ছত্রাক নাশক ব্যবহার করা যাবে না। ফুলগুলো যদি না ফুটে কুড়ি অবস্থায় আছে তাহলে প্রতি লিটার জলে দু গ্রাম সাফ ছত্রাকনাশক তার সঙ্গে এক এম. এল. সাইপারমেথরিন কীটনাশক একসাথে স্প্রে করুন।
@@versatilegardenerনিয়মিত কি জল দেবো?
গাছে ফুল এসে গেলে জল দেওয়া কম করলে চলবে না। আর যদি ফুল এখনো না এসে থাকে তাহলে মেপে জল দিতে হবে এই ভিডিওতে সেটা বলা আছে
5:19 5:19
আম, লিচু, জামরুল গাছে ফুল আসার কতদিন আগে planofix দিতে হয়, কারণ একেক গাছে একেক সময় মুকুল আসে, সেটা আম, লিচু যেটাই হোক না কেন
মোটামুটি দু মাস আগে দিলে ভালো হয় কারণ ওই সময়টা গাছকে দিতে হবে তবেই এর ভালো রেজাল্ট পাওয়া যায়
তবে এখন booster2 দিলে কি মুকুল আসবে
জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে স্প্রে করুন dormancy শেষ হওয়ার ঠিক আগে ভালো রেজাল্ট পাবেন
Akhon keo miraculan deben na booster 2 din 15din antor 3bar kono problem habe na
Ok
Booster 2 এর পরিমাণ টি কেমন হবে?
@@subhradipdutta4433 এক ফোঁটা প্রতি লিটার জলে
@@versatilegardener এক ফোঁটা এক লিটার জলে দিলে ... প্রভাব পরে গাছে?? খুব অল্প তো!!
আমার লেবু গাছে প্রচুর ফুল এসেছে
খুব ভালো ফুলগুলো যাতে ফলে পরিণত হয় তার জন্য প্রয়োজনীয় যত্নও পরিচর্যা করুন।
Apni aage nursery ta open ko run na
Try korbo future ate
Eto time keno ni6en
Ami school teacher ato somoy pai na...tai
Aam gache Mukul asar por ki korbo?
Aam er guti jhore jawa atkate planofix dewa jabe tokhon? ( baganer jonno bolchi)
2.ar amar bagane mukul aseni kintu mukh ta feteche kichu kichu, ekhon ki prestiside debo ekbar?
Guti ghara rodh korte planofix/bumper dewa jabe aami babohar kori. Mukul asher aage cypermethri grouper pesticide babohar kora jabe valo result paben.
@versatilegardener presticides dewar age ekhon sulfar diye gache dhuye দেয় amader edike. Eta korle ki valo hoi? Janaben ektu
Hindi m bnao
Already banaya ek doo din me upload hoga. Thanks 💐💐
আপনার ভিডিও তে অনেক ভুল কথা বলা বড়ো দয়া করে ভিডিও টি ডিলিট করুন এতে অনেকের খুব ক্ষতি হবে বিশেষ করে লেবু গাছের
Ki vul mne hlo apnar
Sathik tatha noy....
Ki vul mne hlo janale helpful hbo
আপনার একটা মুদ্রা দোষ একি কথা বারার বলেন অথচ কাজের কথা টা কম। বর্তমানে ভনিতা শোনার মত অত সময় মানুষের নেই আর কেউ অত বোকা ও নয়
কিছু জিনিস বোঝাতে হলে একবারের বেশি বলতে হয় অনেক সময় l ঠিক আছে পরের বার খেয়াল রাখব l
আপনি কি আদেও সঠিক কথা বলছেন? আপনি কিভাবে জানলেন যে এইসময়ে pgr ব্যবহার করলে সঙ্গে সঙ্গে ঘুমন্ত মানুষের মুখে পানি ছিটানোর মতন গাছের ঘুম ভেঙে যাবে? এখন আপনি যা কিছুই ব্যবহার করবেন, গাছ সেগুলো শক্তি হিসেবে সঞ্চয় করে রাখবে। ঠিক এই কারনেই এই সময় অধিক নাইট্রোজেন যুক্ত সার ব্যবহার করলে সেই গুনটাও গাছ সঞ্চয় করে রেখে দেবে আর ডরমেন্সি পিরিয়ড শেষ হলেই গ্রোথ শুরু করে দেবে। PGR এর ক্ষেত্রেও ঠিক তাই। গ্রোথ স্পেশাল pgr ব্যবহার করলে গাছ পরে গ্রোথ বেশী নেবে আর ফ্লাওয়ার স্পেশাল pgr ব্যবহার করলে ফ্লাওয়ার আনার কাজে বেশী মন দেবে।
দাদা আমি বোটানিতে মাস্টার ডিগ্রী করেছি তার ভিত্তিতে কথাগুলো বলেছি এরপর আপনার ধারণা আলাদা হতে পারে আমি পি .জি .আর. ব্যবহার করতে মানা করিনি শুধু সময়টার কথা বলেছি কখন ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট পাব সেই কথাগুলি ভিডিওতে বলেছি।
@versatilegardener যাই হোক আমি পাতিলেবু গাছে শীতের সময় pgr ব্যবহার করে দেখেছি। এতে গাছের ডরমেন্সি সময়ের কোনো ব্যাঘাত ঘটতে দেখিনি।
Ok.Thank you 💐💐
আপনি কি ব্যবহার করতে বলছেন
এই ভিডিও টাতে যা কিছু বলা আছে তার সাথে আমি একেবারে একমত, আমি এইভাবেই use করি, তাতে খুব ভালো রেজাল্ট পাই, তাই বলছি এই ভিডিও অনুসরণ করুন তাতে রেজাল্ট ভালোই হবে, যদিও আমি pgr use করার পক্ষপাতী নই, গাছ ম্যাচুরিটি হলে এমনিতেই ফুল ফল আসবে
কাজের কোন কথা নেই শুধু আবোল তাবোল বকা
কোনটা আবোল তাবোল মনে হলো বলুন l আমিও সঠিক টা জানতে চাই l
এক কথা বার বার কেন?
Khayal rakhbo porer bar
সব ভুল ভাল বলে গেলেন, আপনার qualification কি,
Botany hnrs , MSc , High school er teacher ; r apnar?
Faltu
Ki problem bolun
লেবু গাছের পাতায় ব্ল্যাক শুটি মোল্ড কিভাবে ট্রিট করবো? আমি হতাশ অনেক শখ করে ভিয়েতনাম মাল্টা আর ইন্ডিয়ান সিকি মাল্টা গাছ লাগিয়েছিলাম।
বিকেলের দিকে নিমতেল ও শ্যাম্পু মিশিয়ে জোরে স্প্রে করুন পাতা থেকে ব্ল্যাক মোল্ড ছত্রাক পরিষ্কার হয়ে যাবে ৭ দিন পর আবার এইভাবে স্প্রে করুন তারপর একটা ভালো ছত্রাকনাশক ব্যবহার করবেন
একই কথা বার বার বললে ভালো লাগে না। আসল কথা দুই তিন মিনিট বাকিটা বক বক।
Seta noi dada jinis ta bujhia bolte hoi
সহমত
আপনাকে ধন্যবাদ জানাই💐💐