সহজ পাঠে চিরপ্রনম্য শ্রদ্ধেয় নন্দলাল বসু র তুলির এক টানে আঁকা অসাধারণ ছবিগুলো দেখলে এই বৃদ্ধ বয়সে আমি আজো অবাক হয়ে যাই,কোনো শিশুর হাতে সহজ পাঠ দেখলেই ছবিগুলোর ভিতরে ঢুকে আমি অপার্থিব আনন্দ পাই, হারিয়ে যাওয়া গ্রাম বাংলার সহজ সরল জীবনের সাদা কালো ছবিগুলো যেন জীবনানন্দের ভাষায় মনকে সান্তনা দেয়,'আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়'।
নন্দলাল বসু র জীবনী শুনে মনটা ভালো হয়ে গেলো।প্রণাম জানাই নন্দলাল বসুকে।🙏🙏🙏
ধন্যবাদ।
খুব ভালো লাগল।
ধন্যবাদ
ভালো লাগলো❤❤
Thanks
সহজ পাঠে চিরপ্রনম্য শ্রদ্ধেয় নন্দলাল বসু র তুলির এক টানে আঁকা অসাধারণ ছবিগুলো দেখলে এই বৃদ্ধ বয়সে আমি আজো অবাক হয়ে যাই,কোনো শিশুর হাতে সহজ পাঠ দেখলেই ছবিগুলোর ভিতরে ঢুকে আমি অপার্থিব আনন্দ পাই, হারিয়ে যাওয়া গ্রাম বাংলার সহজ সরল জীবনের সাদা কালো ছবিগুলো যেন জীবনানন্দের ভাষায় মনকে সান্তনা দেয়,'আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়'।
ধন্যবাদ
Avijit babu l'm spellbound
Keno
ঐ মহান অবিস্মরণীয় ভারত তথা বিশ্ববন্দিত শিল্পীর সঙ্গে আমাদের পরিচয় ঘটে 'স হ জ পা ঠ' থেকে ওনার শ্রীচরনে শত শত কোটি প্রনাম 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌷🌷🌷🌷🌷
ধন্যবাদ
Sahoj pather.chobigulo nandolal.bosur aka.amar jana chilona ..tomake anek dhonnobad
ধন্যবাদ
আচ্ছা দাদা ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব কি এই নন্দলাল বসুর কাছে আঁকা শিখেছিলেন ? আতা গাছে তোতা পাখি এই চিত্র টী ঠাকুর এঁকেছেন তাছাড়া নন্দলাল বসু গণেশ পাইন এনারা সব কিংবদন্তী অনেক ধন্যবাদ জানাই আপনাকে নমস্কার নেবেন ❤️ 🙏 তাছাড়া ঐ বিখ্যাত শিল্পীর চরণে জানাই সহস্র সহস্র প্রণাম 🙏 🙏 🙏
না