দুই বাংলার সম্প্রীতিতে আস্তানা শরীফে 17তম ওরস উৎসব : Satdin Sangbad

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • দুই বাংলার সম্প্রীতির মেলবন্ধন মঙ্গলকোটের উরস উৎসব । আস্তানা শারিফ-এ- কাদেরিয়া-এ- এরশাদিয়া মঙ্গলকোটে বাংলার সুবিখ্যাত পীর হুযুর কেবলা হযরত সৈয়েদেনা ও মাওলানা সৈয়দ শাহ রাশাদ আলি আলকাদেরীর ১৭ তম উরস মোবারক সম্প্রীতি সাড়ম্বরে পালিত হয় । হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায় ভিড় জমান উরস উৎসবে। উরস উৎসবকে ঘিরে গোটা মঙ্গলকোট গ্রাম কার্যত মিলেমিশে একাকার হয়ে গিয়েছে । বাংলাদেশের সাংসদও সম্প্রীতির বার্তা দিলেন । কেবলা হযরত বড় পীর সাহেব পীরানে পীর শ্যায়খ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি (রহমতুল্লাহি)-র ২১ তম বংশধর । ১৭৬৬ খ্রিস্টাব্দে তাঁর পূর্বপুরুষ ইরাকের বাগদাদ শহর থেকে দ্বিন প্রচারের উদ্দেশ্যে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ও বিহারের পূর্ণিয়ায় আসেন। উরস উৎসবে বাংলাদেশ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ মঙ্গলকোটে ভিড় জমান ৷ উপস্থিত ছিলেন বড় পীর সাহেব হযরত সৈয়দ শাহ ফাদিল এরশাদ রাশুদ আলী আলকাদেরী, ছোট পীর সাহেব হযরত সৈয়দ শাহ ওয়ামিকুল এরশাদ আলী আলকাদেরী, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বাংলাদেশের সাংসদ নাহিদ এজাহার খান, পীরজাদা সৈয়দ শাহ মাশুফুল এরশাদ আলকাদেরী, পীরজাদা সৈয়দ শাহ গাড়িমুর রাসাদ আলকাদেরী, মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী, বর্ধমান বিডিএ ভাইস চেয়ারম্যান আইনুল হক, মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি, মঙ্গলকোট কৈচর পুলিশ ফাঁড়ির ওসি সেখ শরিফুল, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির জনসাস্থ্যের কর্মাধ্যক্ষ মেহেবুব চৌধুরী, পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সী রেজাউল হক, মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকার সহ বিশিষ্ট জনেরা । বড় পীর সাহেব হযরত সৈয়দ শাহ ফাদিল এরশাদ রাশুদ আলী আলকাদেরী জানান ওরসকে কেন্দ্র করে প্রতিবছরই সকল সম্প্রদায়ের মিলনক্ষেত্র হয়ে ওঠে । আজ সমগ্র পৃথিবীবাসীর জন্য আমরা দোয়া প্রার্থনা করব । সকল মধ্যে হার্দিক বন্ধন গড়ে উঠুক । আন্তরিকতা ও ভালোবাসায় সমগ্র পৃথিবী আলোকিত হোক । এদিন স্বপন দেবনাথ বলেন, কিছু কিছু দুষ্টু লোক বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছে। কিন্তু আমরা আর বাংলাকে ভাগ হতে দেব না। মঙ্গলকোটের এক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে । এখানে প্রাচীন পুরাতত্ত্ব থেকে বহু ঐতিহাসিক নিদর্শন পাওয়া গিয়েছে। উরস উৎসবে আসা সকল মানুষই সম্প্রীতির বার্তা বহন করে । উরস উৎসবকে ঘিরে মঙ্গলকোটে মানুষের ঢল নেমেছে ।

Комментарии • 8

  • @rejaulkarim513
    @rejaulkarim513 10 месяцев назад +2

    খুব ভালো লাগলো আপনার এই কথাটি❤❤আল্লাহ হু আকবর

  • @RahmatMia-ph1hj
    @RahmatMia-ph1hj 4 месяца назад

    জয়গুরু ইয়া আলী আল্লাহ

  • @mi786mixs8
    @mi786mixs8 6 месяцев назад +1

    mashallah

  • @MdAshik-ip7gs
    @MdAshik-ip7gs 8 месяцев назад

    আমি এতো ভালো বাসি ❤❤❤❤❤

  • @JahirSyed-wp1wr
    @JahirSyed-wp1wr 12 дней назад

    Hujur ❤❤❤❤❤

  • @JahirSyed-wp1wr
    @JahirSyed-wp1wr 4 месяца назад

    Hujur ❤❤❤❤