অনেক অনেক ধন্যবাদ। আগামী পর্বে আসতে চলেছে এক সুন্দর লুকোনো সমুদ্র সৈকত তাজপুরের ভিডিও। আমরা এমন একটা সময় গিয়েছিলাম যখন ভাটা চলছে আর জোয়ার আসতে শুরু করেছে যার ফলে আমরা জোয়ার-ভাটা দুটো রুপই দেখতে পেরেছি। সে এক অপূর্ব দৃশ্য। আগামী শুক্রবার আসতে চলেছে তাজপুরের ভিডিও।
অনেক ধন্যবাদ দিদি। সমুদ্র সৈকতটি খুব সুন্দর এবং আমাদের কলকাতা থেকে খুব কাছেই। একদম নিরিবিলি শান্ত সমুদ্র সৈকত। বেড়াতে গেলে খুব ভালোই লাগবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
@@siddharthaghosh7931 সি বিচের কাছাকাছি রাস্তায় গাড়ি রাখা যায়। সেখান থেকে সমুদ্র সৈকত হেঁটে মাত্র 2 মিনিট। আপনি ইচ্ছে করলে সমুদ্র সৈকত অব্দি ও গাড়ি নিয়ে যেতে পারেন কিন্তু বালির রাস্তা তো গাড়ি আটকে যেতে পারে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
@@prosenjitmalik2462 Thanks. একদমই ঠিক কথা। এইসব নিরিবিলি শান্ত সমুদ্র সৈকত যত প্রচার হবে ততই ভিড় হবে। তখন সে আর শান্ত নিরিবিলি থাকবে না। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
@@subhankarbhattacharyya488 অনেক অনেক ধন্যবাদ। এই সমুদ্র সৈকত এর কাছেই রয়েছে আরো তিনটি একদম নিরিবিলি কোলাহলমুক্ত সমুদ্র সৈকত_তাজপুর, বগুড়ান জলপাই এবং বাঁকিপুট। এছাড়াও আছে হরিপুর সমুদ্র সৈকত এবং একদম কাছেই আছে মন্দারমনি। এছাড়া বাঁকিপুট যাওয়ার সময় আপনি দেখতে পাবেন পেটুয়াঘাট মৎস্যবন্দর, কপালকুণ্ডলা মন্দির এবং দরিয়াপুর লাইট হাউস। সবমিলিয়ে খুব সুন্দর। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
@@rajibdas4533 অনেক অনেক ধন্যবাদ। তবে ক্যামেরা ঠিক আছে, আমার কম্পিউটার চেঞ্জ করতে হবে। 4k তে ছবি তুললেও কম্পিউটারে এডিট করার সময় তাকে HD তে convert করতে হয়। যার ফলে ছবির quality খারাপ হয়ে যায়। আমাকে computer upgrade করতে হবে। যেহেতু সেটা বেশ খরচার ব্যাপার একটু সময় লাগবে। মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
@@siddharthaghosh7931 অনেক অনেক ধন্যবাদ। কলকাতা থেকে দক্ষিণ পুরুষোত্তমপুর সি বিচের দূরত্ব হচ্ছে 162 কিলোমিটার। আপনি কাঁথি থেকে যে রাস্তাটা শৌলার দিকে চলে যাচ্ছে সেই রাস্তা ধরে এই সৈকতে চলে আসতে পারেন। এছাড়া আপনি চাউল খোলা হয়েও আসতে পারেন। কলকাতা থেকে এখানে আসতে সময় লাগে 4 ঘন্টার মতো। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
খুব সুন্দর লাগলো ❤❤
আলাদা একটা জায়গা❤❤
এই রকম আরো আলাদা আলাদা অন্যরকম video র জন্য অধীর আগ্রহে রইলাম❤❤
অনেক অনেক ধন্যবাদ।
আগামী পর্বে আসতে চলেছে এক সুন্দর লুকোনো সমুদ্র সৈকত তাজপুরের ভিডিও।
আমরা এমন একটা সময় গিয়েছিলাম যখন ভাটা চলছে আর জোয়ার আসতে শুরু করেছে যার ফলে আমরা জোয়ার-ভাটা দুটো রুপই দেখতে পেরেছি। সে এক অপূর্ব দৃশ্য। আগামী শুক্রবার আসতে চলেছে তাজপুরের ভিডিও।
Darun leglo
@@jayasrighosh1458 Thanks a lot for the compliment. Bhalo thakben.
Darun.... নতুনত্ব ....খুব ইচ্ছে করছে যাবার......
বেড়িয়ে আসুন খুব ভালো লাগবে। একদম শান্ত নির্জন কোলাহলমুক্ত এক সমুদ্র সৈকত।
ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Khub Sundar
Thanks 🙏🙏🙏
Khub sundor laglo!
Thanks a lot.❤️❤️❤️
Very good
Thanks a lot for the compliment.
Bhalo thakben sustho thakben.
Mind blowing❤
Thanks
অসাধারণ সুন্দর
সত্যি অসাধারণ। একদিন বা দুদিন বেড়াতে যাওয়ার জন্য খুব সুন্দর জায়গা।
অপূর্ব সুন্দর
খুবই সুন্দর
খুব ভালো লাগলো ভিডিও টি। খুব সুন্দর একটি নতুন জায়গার সন্ধান পেলাম। দুই এক দিনের ছুটিতে বেশ ঘুরে আসা যাবে। ভালো থাকবেন 🙏❤️🙏।
অনেক ধন্যবাদ দিদি। সমুদ্র সৈকতটি খুব সুন্দর এবং আমাদের কলকাতা থেকে খুব কাছেই। একদম নিরিবিলি শান্ত সমুদ্র সৈকত। বেড়াতে গেলে খুব ভালোই লাগবে।
ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Video and presentation both are good
Thanks a lot for the compliment.
Bhalo thakben sustho thakben.
Beautiful
Thanks a lot.
Indeed, it's beautiful! Loved the way you presented it. Will definitely visit this place someday!
Thanks a lot for the compliment.
সমুদ্র সৈকতটি খুবই সুন্দর, একদম ভার্জিন শান্ত নিরিবিলি কোলাহলমুক্ত। সময় পেলে বেড়িয়ে আসবেন ভালোই লাগবে।
খুব ভালো লাগলো । 👍👍
@@barunneogi985 অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
দুদিন থাকার জন্য দারুন জায়গা
সত্যিই এক বা দুদিনের জন্য ঘোরার খুব সুন্দর জায়গা।
খুব সুন্দর জায়গা একদিন ঘরে আসবো
@@see3vlogs363 অবশ্যই ঘুরে আসবেন সত্যিই খুব সুন্দর জায়গা।
ভালো থাকবেন সুস্থ থাকবেন।
খুব সুন্দর জায়গা ৮/৭/২৪ গেছিলাম।
@@dipankarbanerjee2401 একদম ঠিক।
ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Sea beach অবধি গাড়ি নিয়ে যাওয়া যাবে ?
@@siddharthaghosh7931 সি বিচের কাছাকাছি রাস্তায় গাড়ি রাখা যায়। সেখান থেকে সমুদ্র সৈকত হেঁটে মাত্র 2 মিনিট। আপনি ইচ্ছে করলে সমুদ্র সৈকত অব্দি ও গাড়ি নিয়ে যেতে পারেন কিন্তু বালির
রাস্তা তো গাড়ি আটকে যেতে পারে।
ভালো থাকবেন সুস্থ থাকবেন।
This vdo took me back to our tour to bagda beach dublagari where we first met 😊
No doubt I am your 42nd like .
Thanks a lot my dear brother.
Really this is true.
সত্যি দিঘা বা নিউ দিঘাতে বড্ড ভিড়, তার থেকে ভালো এমন নিরিবিলি সৈকতে পরিবার বা বন্ধুদের সাথে হৈ হৈ করে দুটো দিন কাটানো 😊😊।
অনেক ধন্যবাদ।
একদম শান্ত নিরিবিলি কোলাহলমুক্ত ভার্জিন সি বিচ। একদিনে গিয়ে ঘুরেও আসা যায় আবার ইচ্ছে করলে দুই একদিন থাকাও যায়।
নিরিবিলি শান্ত সমূদ্র সৈকত যত ক্যামেরা বন্দী হবে ,দেখবেন আস্তে আস্তে সময় এর সাথেই তাল মিলিয়ে সেটাও দিঘা বা পুরী তে রুপান্তর হয়েছে
@@prosenjitmalik2462 Thanks.
একদমই ঠিক কথা। এইসব নিরিবিলি শান্ত সমুদ্র সৈকত যত প্রচার হবে ততই ভিড় হবে। তখন সে আর শান্ত নিরিবিলি থাকবে না।
ভালো থাকবেন সুস্থ থাকবেন।
এরকমই একটা জায়গার খোঁজ করছিলাম❤
@@saibalc13 খুবই সুন্দর জায়গা একদম নির্জন নিরিবিলি কোলাহলমুক্ত। বেড়াতে যাবেন মন ভরে যাবে।
ভালো থাকবেন সুস্থ থাকবেন।
@@SUBHENDUNeogi যাবো দাদা
দারুন লাগলো ভিডিও , আমরা কি কি sightseeing দেখতে পারবো
@@subhankarbhattacharyya488 অনেক অনেক ধন্যবাদ।
এই সমুদ্র সৈকত এর কাছেই রয়েছে আরো তিনটি একদম নিরিবিলি কোলাহলমুক্ত সমুদ্র সৈকত_তাজপুর, বগুড়ান জলপাই এবং বাঁকিপুট। এছাড়াও আছে হরিপুর সমুদ্র সৈকত এবং একদম কাছেই আছে মন্দারমনি। এছাড়া বাঁকিপুট যাওয়ার সময় আপনি দেখতে পাবেন পেটুয়াঘাট মৎস্যবন্দর, কপালকুণ্ডলা মন্দির এবং দরিয়াপুর লাইট হাউস। সবমিলিয়ে খুব সুন্দর। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
@@SUBHENDUNeogi ধন্যবাদ , পুরো টুর প্ল্যান তাই করে দিলেন
আপনারা ভীষণ ভালো ভিডিও করেন । প্রকৃত পর্যটক আপনারা । তবে ক্যামেরা আরও উন্নত করার অনুরোধ রইল কারন ছবি আন্ডার এক্সপোজার হচ্ছে ।
@@rajibdas4533 অনেক অনেক ধন্যবাদ। তবে ক্যামেরা ঠিক আছে, আমার কম্পিউটার চেঞ্জ করতে হবে। 4k তে ছবি তুললেও কম্পিউটারে এডিট করার সময় তাকে HD তে convert করতে হয়। যার ফলে ছবির quality খারাপ হয়ে যায়। আমাকে computer upgrade করতে হবে। যেহেতু সেটা বেশ খরচার ব্যাপার একটু সময় লাগবে। মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Sankunje thakte debe?
ঠিক বুঝতে পারলাম না একটু ডিটেলসে বলুন তো।
@@SUBHENDUNeogi kathite subhendur bari Santikunj.😋
@@pinakibose4392 ঠিক ঠিক ঠিক, আমার আগেই বোঝা উচিত ছিল। 😄
লাল কাঁকড়া দিনের কোন্ সময় বেশি দখা যায় ?
লাল কাঁকড়া দিনের সব সময়তেই দেখা যায়, তবে ভাটার সময় বেশি দেখা যায়। অবশ্যই গরমের সময় দুপুরবেলা খুবই কম দেখতে পাবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
সব সময়
❤ খুব ভালো লাগলো আপনার ভিডিও টি , কলকাতার থেকে কতক্ষন লাগবে বা কতো কিঃমিঃ দুরত্ব এই সি বীচ
@@siddharthaghosh7931 অনেক অনেক ধন্যবাদ।
কলকাতা থেকে দক্ষিণ পুরুষোত্তমপুর সি বিচের দূরত্ব হচ্ছে 162 কিলোমিটার। আপনি কাঁথি থেকে যে রাস্তাটা শৌলার দিকে চলে যাচ্ছে সেই রাস্তা ধরে এই সৈকতে চলে আসতে পারেন। এছাড়া আপনি চাউল খোলা হয়েও আসতে পারেন। কলকাতা থেকে এখানে আসতে সময় লাগে 4 ঘন্টার মতো।
ভালো থাকবেন সুস্থ থাকবেন।
@@SUBHENDUNeogi ধন্যবাদ আপনাকে
600 taka y 2 din noy.. ek din. jon proti
@@tiger10149 একদমই ঠিক। জনপ্রতি 600 টাকা প্রতিদিন খাওয়া-দাওয়া নিয়ে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Jal boddo ghola
একদমই নয়। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Khub sundar
@@kabitapathsomadas1387 Thanks for the compliment.
Bhalo thakben sustho thakben.
Beautiful
অনেক অনেক ধন্যবাদ।