আমার বন্ধু কেন ভিন্ন বাসে মোরে | সাবিদ কাওয়াল

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • লেখক: আবদুল বারী
    ------------------------------------------------
    আমার বন্ধু কেন ভিন্ন বাসে মোরে
    দেখা হইলে জিজ্ঞাসিও তারে ॥
    (সই গো সই) আমার বাড়ীর উপর দিয়া,
    মোহন বাঁশি যায় বাজাইয়া
    সদা বন্ধু আসা-যাওয়া করে
    ডাকিলে সেই কয়না কথা, লুকাইয়া রাখে মাথা গো
    আমার সনে শব্দ নাহি করে ॥
    (সই গো সই) কত ছিল ভালবাসা,
    প্রাণে প্রাণে মেলামেশা
    কত যত্নে রেখেছিলো মোরে
    কই গেল সেই ভালবাসা, আমারে করে নৈরাশা গো
    আমি বন্ধু হারা হইলাম সংসারে ॥
    (সই গো সই) আমার বন্ধু যদি বাসে ভিন,
    অভাগিনী বাঁচবে কয়দিন
    দীনহীন সদায় চিন্তা করে
    আবদুল বারী বিনয় করি, কয় বন্ধুর চরণ ধরি গো
    দরদী কে আছে সংসারে ॥

Комментарии •