Bansh Baganer Mathar Opor Chand Uthechhe | Bengali Modern Song | Pratima Bandopadhyay

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 апр 2012
  • Song :: Bansh Baganer Mathar Opor Chand Uthechhe
    Singer :: Pratima Bandopadhyay
    Music Director :: Sudhin Dasgupta
    Lyricist :: Jatindra Mohan Bagchi
    Label :: Saregama
    For more videos log on & subscribe to our channel :
    / saregamabengali
    For more updates Follow us on Facebook:
    / saregama
    Follow us on Twitter:
    / saregamabengali
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 366

  • @alokachatterjee9776
    @alokachatterjee9776 3 месяца назад +16

    গানটা শুনে কী জানি কেন ---'পথের পাঁচালী'র অপু-দুগ্গার কথা মনে পড়ে। দুগ্গা মারা যাওয়ার পরে এই গানটি যেন অপুর মনের গান।

  • @ziaulhasan4719
    @ziaulhasan4719 4 месяца назад +30

    ২০২৪ সালেও এসে কে কে নস্টালজিয়া হয়ে গানটি শুনছেন?

    • @BristiAdak-gm8bu
      @BristiAdak-gm8bu 3 месяца назад

      আমি 2024 সালের April 24তারিখে শুনছি ❤

    • @purbaroy1029
      @purbaroy1029 3 месяца назад

      আমি 30th April

    • @surajitsinha300
      @surajitsinha300 2 месяца назад

      আমি যখনই শুনি তখনই মিনিট পনেরো নড়তে পারিনা, কি রকম যেন কান্না পায়।। 🙏

    • @debasreemukherjee-yb4uv
      @debasreemukherjee-yb4uv 7 дней назад

      Ami

    • @shyamasengupta1995
      @shyamasengupta1995 2 дня назад

      Ami, sob somoyi shuni

  • @prabirkumardatta6679
    @prabirkumardatta6679 3 месяца назад +5

    এত মায়াময় কন্ঠস্বর, আপনা হতেই চোখ অশ্রুময় হয়ে যায় 🙏

  • @prakashpalit1599
    @prakashpalit1599 3 года назад +48

    বাংলা গানের জগতে যত সার্থক শিল্পী গান গেয়েছেন তার মধ্যে প্রতিমা বন্দ্যোপাধ্যায় তার দরদী গায়কীর জন্য অনন্য দৃষ্টান্ত।
    সুরেলা কন্ঠের সাথে সাথে গায়কীতে এত মমতা ও মিষ্টতা আর কোন শিল্পীর গায়কীর মধ্যে পেলাম কই?
    গানের কথাগুলো প্রাণ পেয়ে যায় শুধুমাত্র উনার গায়কীর মধ্যে দিয়ে।
    বিরল থেকে অনেক বিরলতম শিল্পী।

  • @AbhijitDas-do6is
    @AbhijitDas-do6is 6 дней назад +1

    আজ আমার বড়দি আকাশের তারা হয়ে গেছে। ছোটবেলায় বড়দির কাছেই প্রথম এই গান শুনি। তখন এই গানের অর্থ বুঝতাম না, কিন্ত মনটা যেন কেমন উদাস হয়ে যেত। এই গান শুনতে শুনতে মনে হয়, আর একবার যদি সেই ছোট্টবেলায় ফিরে যেতে পারতাম, দোলনায় দিদির কোলে বসে আর একবার যদি এই গানটা শুনতে পেতাম!

  • @nemainaskar5268
    @nemainaskar5268 3 месяца назад +4

    যখন এই গানটা শুনি আমার দিদার কথা মনে পড়ে যায় 😭😭😭😭😭😭

  • @somamaitra5919
    @somamaitra5919 2 года назад +43

    ওনার গলায় এত আকর্ষণ আছে যে চোখে জল এসে যায়। মা সরস্বতীর বরপুত্রী । এখন আর এরকম গান হবেনা। ওনাকে আমার প্রনাম জানাই।

  • @dr.jnanankurghosh9707
    @dr.jnanankurghosh9707 2 года назад +17

    আমার চোখের জল নিয়ন্ত্রণে নেই। 🙏🙏কুয়াশাচ্ছন্ন দৃষ্টি। কিচু লিখতে পারচি না। শুধু আমার হৃদয় আবৃত জল আছে

  • @ahmkausher6700
    @ahmkausher6700 2 года назад +17

    অসাধারণ, অনন্য, অন্তরের গভীরে রক্ত ঝরানো এই গান যখন শুনতে পেয়েছি/ শিখেছি তার অনেক আগে প্রাথমিকের বইয়ে এটি আমাদের পাঠের তালিকায় ছিল। এই কবিতা পাঠ করতে গেলে সেদিনের কোমল মনে যে দুঃখের, বেদনার আবহ তৈরি করত তাতে সমবয়সী কোন অচেনা শিশুর কান্না ভর করত দুচোখে, অবলীলায় অশ্রু নেমে আসত দু' গাল বেয়ে। শুধু আমার একার নয় প্রায় সকলের। স্বল্প শিক্ষিতা শহরবাসী তরুনী কোন খালা/ফুপী গ্রামে বেড়াতে এলে সন্ধ্যার পর উঠানে পাটিতে বসে এই কবিতা/ গান ধরত, সুর যাই হোক, সবার চোখ জলে ছলছল করে উঠত। এই সব দৃশ্য আর দেখা হয়ে উঠেনা। মোবাইল টিপলেই অডিও ভিজুয়াল শুনা দেখা যায় কিন্তু সেই কান্নাতুর আবহ তৈরি হয়না। বলুন তো আমরা কি তখন বেশী উপভোগ করতাম না এখন??????? না, সেই খালা/ ফুপী নেই, উঠোনে পাটি বিছিয়ে বসা নেই, সময় নেই, ধৈর্য নেই; জাদুর বাক্স আর সব আবেগ কেড়ে নেওয়া মোবাইল আমাদের সুখ-দুখের অনুভুতি কেড়ে নিয়েছে কিছু বুঝে উঠার আগেই। হায়রে প্রগতি, কি দিলি আর কতটা নিয়ে নিলি আমাদের অসহায় দর্শক বানিয়ে কত সহজে অবলীলায়। আমাদের জন্য উপহার দিলি শুধু প্রশ্নবোধক চিহ্ন? ????????????????

    • @prasantapatra9245
      @prasantapatra9245 2 года назад +1

      যথার্থ বলেছেন।

    • @user-mn3qg9sk7l
      @user-mn3qg9sk7l 8 месяцев назад

      Akdom thik bolechen apni seisobdin fire asuk apnar moto manusera Rai pare ta firie ante pare

  • @subhaskantisaha9360
    @subhaskantisaha9360 5 месяцев назад +4

    আমার দিদি দিন 20 হলো গত হয়েছেন ও ছোটবেলায় শুধু এই গানটি গাইতো তো শুনতে ইচ্ছে করলো

  • @mantulalsena8633
    @mantulalsena8633 2 года назад +15

    অসাধারণ গায়কী যতদিন বেঁচে থাকব সৃতির মণীকোঠায় যত্ন করে রেখে দেব।

  • @sanatkumarmitra3037
    @sanatkumarmitra3037 3 дня назад +2

    অবশ্যই, জোরে,জোরে বলবো আমি,এমন কালজয়ী গান তো আর হচ্ছে না,তাই।

  • @baribadal7470
    @baribadal7470 2 года назад +18

    আমার কাছে বাংলা গানের মধ্যে এটা একটি সেরা গান,কথা,সুর আর প্রতিমাদির গায়কী অনবরত চোখের জল রুধিতে পারিনা।

  • @gargiarupdas6700
    @gargiarupdas6700 4 года назад +55

    মাকে ভীষণ মনে পড়ে এই গানটি যখনি শুনি।মা ছোটবেলায় করতো সেটাই মনে পড়ে যায়😭😭😭😭😭

  • @tinabiswas7535
    @tinabiswas7535 2 месяца назад +2

    আমার ছোট বেলায় এই গান টা শুনলেই কাজলা দিদি r জন্য মন টা খারাপ হয়ে যেতো।আজ বহু বছর পরেও চোঁখ টা ভিজে যায়।

  • @Sohail02723
    @Sohail02723 2 года назад +22

    আজ ২৭ নভেম্বর 'কাজলা দিদি' কবিতার কালজয়ী কবি যতীন্দ্রমোহন বাগচী-র জন্মদিন।
    শ্রদ্ধা জানাই তাঁকে!
    "কাজলা দিদি" - কবি যতীন্দ্রমোহন বাগচী
    বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
    মাগো আমার শোলক্-বলা কাজলা দিদি কই?
    পুকুর ধারে লেবুর তলে,
    থোকায় থোকায় জোনাক জ্বলে,
    ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই,
    মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই?
    সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো;
    দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?
    খাবার খেতে আসি যখন
    দিদি বলে ডাকি তখন,
    ও-ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো?
    আমি ডাকি, তুমি কেন চুপটি করে থাকো?
    বল্ মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে?
    কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে!
    দিদির মত ফাঁকি দিয়ে
    আমিও যদি লুকাই গিয়ে
    তুমি তখন একলা ঘরে কেমন ক'রে রবে?
    আমিও নাই---দিদিও নাই---কেমন মজা হবে!
    ভূঁই-চাঁপাতে ভরে গেছে শিউলী গাছের তল,
    মাড়াস্ নে মা পুকুর থেকে আনবি যখন জল |
    ডালিম গাছের ফাঁকে ফাঁকে
    বুলবুলিটা লুকিয়ে থাকে,
    উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল,
    দিদি যখন শুনবে এসে বলবি কি মা বল্ |
    বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
    এমন সময় মাগো আমার কাজলা দিদি কই?
    লেবুর তলে পুকুর পাড়ে
    ঝিঁঝিঁ ডাকে ঝোপে ঝাড়ে,
    ফুলের গন্ধে ঘুম আসে না, তাইতো জেগে রই,---
    রাত্রি হোল মাগো, আমার কাজলা দিদি কই?
    RUclips link: ruclips.net/video/KWg0rHCF28s/видео.html

  • @samarpandey9790
    @samarpandey9790 3 года назад +17

    ছোট বেলার স্মৃতি মনে পড়ে যায়।
    গানটা ব্যাথাতুর, তবুও বার বার শুনতে ইচ্ছে করে

  • @dr.jnanankurghosh9707
    @dr.jnanankurghosh9707 2 года назад +2

    ছয় মাস পর আবার একই অনুভূতি টে ছেয়ে গেছে আমার হৃদয় । দু চোখ ভরে গেছে জলে । সব ঝাপসা দেখা। লিখতে পারছি না । আমার বোন আছে , নেই আমার মা , চলে গেছেন আমাকে ছেড়ে । মায়ের কথা মনে পড়ছে বার বার ।এই গান শুনে । ওগো মোর অমর শিল্পী তুমি ভগবান । তুমি ভালো থেকো ।

  • @tapankumarghosh6782
    @tapankumarghosh6782 2 года назад +2

    হেনা ব‍্যানার্জীর কথায় আমার ঠিক ওপরের দিদির কথা মনে পড়লে মনটা ভার হয়ে যায়।আমরা পিঠোপিঠি ভাইবোন।ও দারুণ গান গাইতো।খালি গলায়।সন্তান জন্ম দিতে গিয়ে অকালে চলে যায়।এই গানটা শনলে মনটা মুচড়ে কান্না ওঠে এই বৃদ্ধ বয়সেও।ভুলতে পারিনা যে ওর সান্নিধ্য।কি করি।

  • @arupdas6310
    @arupdas6310 3 года назад +5

    একাকী গানটি শুনলে বুকটা হাহাকার করে উঠে। অসাধারণ গানের সুর এবং শ্রদ্ধেয় প্রতিমা বন্দোপাধ্যায়ের কন্ঠ।

  • @henabanerjee1605
    @henabanerjee1605 3 года назад +103

    যখনই গানটা শুনি, দুচোখ জলে ভেসে যায় আমার ছোড়দির কথা মনেপডে যায়।

    • @somabhochakrabartivi-d-3541
      @somabhochakrabartivi-d-3541 2 года назад +2

      R na by Tanna hanarkuptcha erao channerkupta

    • @somabhochakrabartivi-d-3541
      @somabhochakrabartivi-d-3541 2 года назад +1

      Rannaghar

    • @taraknathdas5951
      @taraknathdas5951 2 года назад

      Antarer antosthal e thake e gan

    • @Mindfresh_Things
      @Mindfresh_Things 2 года назад +5

      দিদি এই গান শুনে আমার ছেলেবেলার কথা মনে পড়ে। দুচোখ এ জল আসে।
      বাংলা ছড়া পড়েছিলাম।
      আমার ছেলেও কেও বাংলা মিডিয়াম এ ভর্তি করবো নাহলে এসব লুপ্ত হয়ে যাবে। আমার ছেলেও এসব ছড়া পড়বে।

    • @rumasaha7522
      @rumasaha7522 2 года назад +1

      @@somabhochakrabartivi-d-3541 @

  • @block4671
    @block4671 2 года назад +3

    এতো সুন্দর গান কিভাবে সম্ভব😭😭😭😭 বড় বোন নাই, কিন্তু মনে হয় কোনদিন বড় বোন ছিলো হারিয়ে গেছে। যখন পিচ্চি ছিলাম আমাদের বাড়ির আশেপাশে অনেক গাছ ছিলো বই নিয়ে সেখানে বসে বসে এটা পড়তাম, সেই গাছ গুলোর মেমোরি মনে পড়ে গেলো😭😪

  • @parthosir9429
    @parthosir9429 3 года назад +37

    যতবার শুনি চোখের জল বাঁধ মানেনা,কি অসাধারন লেখনী আর কি অসাধারন গায়কী।

  • @iambitandas
    @iambitandas 3 месяца назад +2

    সত্যিই অসাধারণ গানটি শুনলে অনেক পিছনে ফেলে আসা অনেক মানুষের কথা মনে পড়ে যায় যারা আর আমাদের সঙ্গে নেই অনেক পুরনো স্মৃতি যা মনের মধ্যে ভিড় করে

  • @angeltanusree7368
    @angeltanusree7368 3 года назад +20

    গানটা শুনলে অব্যক্ত যন্ত্রণায় বুকটা মোচড় দিয়ে ওঠে।গায়ে কাঁটা দেয়। অপূর্ব কণ্ঠ।অপূর্ব গান।❤️❤️❤️❤️❤️❤️❤️😭😭😭😭😭😭

  • @suvendubikashmaiti8200
    @suvendubikashmaiti8200 Год назад +2

    এই গান শোনার পরে কারোর চোখে জল আসেনি এরকম মানুষ পাওয়া যাবে না।

  • @mridulmitra2415
    @mridulmitra2415 3 года назад +17

    আজও মনে পড়ে গেল সে সব দিন কি ছিল !!

  • @seafish7269
    @seafish7269 4 месяца назад +1

    খুব ভালো লাগে যখন একা থাকি, অসাধারণ

  • @angeltanusree7368
    @angeltanusree7368 3 года назад +89

    ২০২১ সালে কারা কারা এই গানটা শুনছেন তারা লাইক দিন।

    • @saurabhbasu5171
      @saurabhbasu5171 2 года назад +1

      Agree....very few listeners

    • @hamilt809
      @hamilt809 Год назад +2

      সবসময় শুনে আসছি এই মরমি গান। গানের লেখক ও শিল্পীর প্রতি শ্রদ্ধা🙏🙏

    • @bapidutta8798
      @bapidutta8798 11 месяцев назад +1

      2023 sunlam

  • @manikbhattacharya6374
    @manikbhattacharya6374 2 года назад +1

    সবসময় এই গানটি শুনি না। যখনই গানটা শুনি চোখ দিয়ে কেন জানি না জল পড়তে থাকে.............
    আহা কত ভালো শিল্পী কত সুন্দর কত দরদী গলা, কত সুন্দর সরল সাবলীল স্বভাবের সঙ্গে মানানসই কন্ঠ। আর হবে না, আর কোনদিন ও পাব না, এমন কিংবদন্তী শিল্পী.....
    আমার সবচেয়ে প্রীয় শিল্পী।
    যেখানেই থাকুন শান্তি তে থাকুন......

  • @alokedeb1852
    @alokedeb1852 3 года назад +61

    এই অসাধারণ গানটির বাণী, সুর এবং গায়কী গানটিকে অমরত্ব দান করেছে। ভিডিওটি বাহুল্য মাত্র।

  • @angeltanusree7368
    @angeltanusree7368 2 года назад +13

    পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ সর্ব সুন্দর গান।এই গানের ধারে কাছে আজকালকার সব গান একদম বেকার ও প্রাণহীন।কোনো তুলনা নেই এই গানের।কোনো পুরস্কার দিয়ে গানটার যথার্থতা বিশ্লেষণ করা যাবে না।চির অমর গান চির সবুজ গান চির নতুন গান। স্বর্গীয় কন্ঠস্বর। ঈশ্বরের গলায় ঈশ্বরের গান শুনছি।💖💖💖💖💖💖🥰🥰🥰🥰🥰🥰😇😇😇😇😇

  • @rannnniiiiii
    @rannnniiiiii 2 года назад +31

    কত বার কাজলা দিদির চরিত্রে নিজেকে বসিয়ে নিজেই কেঁদেছি আমার ভাই আর মায়ের কথা ভেবে ♥️

  • @shyamalbhattacharys7136
    @shyamalbhattacharys7136 4 года назад +11

    Ei Gaan shune shune baro hote hote , shesh hote chollam . Aaj o bhulte parina ei gaaner mishti gondho gulo

  • @somnathdatta6157
    @somnathdatta6157 3 года назад +10

    গানটি শুনলে, চোখের কোণে জল চলে আসে

  • @debasishbhattacharjee4320
    @debasishbhattacharjee4320 2 года назад +1

    একটার পর একটা প্রতিমাদি'র গান শুনছি আর দুচোখ অকারণে জলে ভেসে যাচ্ছে।

  • @samentertainment4785
    @samentertainment4785 5 лет назад +39

    ছোটোবেলাৎ রেডিওতে নিয়মিত শুনতাম । অনেকদিন পরে ফিরে পেলাম পুরানো স্মৃতিকে ।

  • @ranajitsen9384
    @ranajitsen9384 3 года назад +8

    মাপ্রতিমার এই গানটা শিল্পী হিসেবে আমি গাইলে আর কোনও গান গাওয়ার দরকার পরতো না।আর এই একটা গান শ্রোতা হিসেবে শোনার পর মরে গেলেও কোনো আফসোস থাকতো না ।

  • @bratatisom346
    @bratatisom346 4 года назад +10

    মা নেই, বোনটাও চলে গেল মায়ের কাছে। ওই যে দূর আকাশ জ্বলজ্বলে দুটো তারা। কী স্বার্থপর রে তোরা আমায় ছেড়ে .....ভালো থেকো মাগো।বোনকে দেখো।
    .

  • @b.rpathak8459
    @b.rpathak8459 3 года назад +24

    ভগবানের আশীর্বাদ না পেলে এ কালজয়ী সৃষ্টি হতো না।

  • @sumita4905
    @sumita4905 6 месяцев назад +2

    এই গানটি আমি খুব শুনি আর যখনই শুনি আমার বড় দিদির কথা মনে পড়ে যায়

  • @shrabonichakraborty8933
    @shrabonichakraborty8933 Год назад +8

    It's 2022. I still remember when I was a child I used to lie on my granny's lap and listen to this song & how my granny patted my head and put me to sleep.
    Miss you granny. Those golden times are never coming back. 💔💔💔

  • @chokher_bali.74
    @chokher_bali.74 Год назад +3

    সঙ্গীত টি শুনে অশ্রুকণা গুলিকে আবদ্ধ করা অসম্ভব ☺🌺

  • @sagnikdholey8587
    @sagnikdholey8587 3 года назад +16

    Heart touching, evergreen song

  • @shankhaguitarofficial9931
    @shankhaguitarofficial9931 2 года назад +3

    উফফফ এভাবে কিভাবে এমন সৃষ্টি হয়????

  • @ajitmandal7456
    @ajitmandal7456 Год назад +2

    অপূর্ব সুন্দর লাগল 👌👌👌

  • @durjoyde1521
    @durjoyde1521 10 месяцев назад

    আহা কী মধুর মায়াভরা কন্ঠস্বর প্রতিমাদির, এই প্রতিভাবান শিল্পী আর আসবে না ফিরে 😢।

  • @swarashruti5335
    @swarashruti5335 2 года назад +2

    এই গান শুনলেই মনের ভিতরটি দুঃখে গুমরে ওঠে। তবুও শুনতে ইচ্ছে করে। গানের রচয়িতাকে, সুরকারকে এবং গায়িকাকে আমার প্রণাম জানাই।

  • @pksarkar62
    @pksarkar62 3 года назад +9

    Heart touching, sad, too good,evergreen, excellent song!!!

  • @rudranewt4934
    @rudranewt4934 4 года назад +5

    Amar bangali amar gorbo.. Choke jol ase akono ei gan sunle......

  • @gopenduchatterjee5246
    @gopenduchatterjee5246 3 года назад +1

    যারা এই গান dislike করে - - তাদের অসংখ্য ধন্যবাদ, কারন এই পৃথিবীতে তারা অসংখ্যবার
    গ্ৰ্যামি পুরস্কার পেয়েছেন।
    এই গানের শিল্পী কখনই গ্ৰ্যামি পুরস্কার পান নি। তাই হয়তো তারা একটু প্রতিবাদ করেন।

  • @rafiqtusher8478
    @rafiqtusher8478 5 лет назад +31

    হারানো শৈশব মনে পড়ে গেলো। অসাধারণ গান। মনে ছুঁয়ে যায়।

  • @pinakide197
    @pinakide197 2 года назад +2

    এই গানটা যখনই শুনি বুকের ভেতরটা এক অব্যক্ত বেদনায় টনটন করে। বিশেষ করে আমার দুই দিদির কথা মনে পড়ে যাঁরা আর আমাদের মধ্যে নেই।
    প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের মতো সুমিষ্ট কন্ঠধারিণী শিল্পী আর একটাও পাবো বলে মনে হয় না।

  • @dipansengupta6024
    @dipansengupta6024 5 лет назад +39

    এই গান চিরন্তন ----
    মন ছুঁয়ে গেলো -----------

  • @gajennathsarkar-jt2hb
    @gajennathsarkar-jt2hb Год назад +1

    এই গান গেয়ে আমার মা বাবা ঘুম পারাতেন আমরাও আমাদের সন্তানদের ঘুম পারিয়েছি এ এক চিরন্তন আবেগের গান।

  • @gamersumit6899
    @gamersumit6899 4 года назад +14

    ছোটো বেলার কথা মনে পরে গেল অসাধারন😭😭

  • @joynulabedinjoy1718
    @joynulabedinjoy1718 4 года назад +24

    মহাকালের স্রোতে ভেসে যেতে হবে একদিন সেদিন হয়তো আমার প্রিয়জন কবিতার মত খুজবে, এই কবিতা টা পড়ে শৈশবে কেথেই কেমত যেন ব্যথিত হই।

  • @dilipbhattacharya5486
    @dilipbhattacharya5486 2 месяца назад

    Sundor Gaan taking us back to those era.Thanks.

  • @btstaehyung790
    @btstaehyung790 2 года назад

    অসাধারণ। এমন দরদী ও সুরেলা কণ্ঠ ভারতীয় স্্গীত জগতের মনিহার।এ বয়সে এসেও প্রতিটি গান বারবার শুনতে ইচ্ছে করে।

  • @biplabdev1835
    @biplabdev1835 2 года назад +1

    Pranam late _ Jotindraya mohan Baghchi , who had given this emotional rendering songs to Bengalees .

  • @Sambhu724
    @Sambhu724 2 месяца назад

    Sotti osadharon Kub sundor akta gan ❤❤

  • @krishnadas1384
    @krishnadas1384 6 дней назад

    ছোট বেলার কথা মনে পড়ে গেল,

  • @paulpurification1665
    @paulpurification1665 8 месяцев назад

    আমি যখন ক্লাস থ্রী ফোরে পড়ি, তখন “কাজলা দিদি”কবিতাটি আমাদের সিলেবাসে ছিল.।

  • @nisankasekharsahoo3471
    @nisankasekharsahoo3471 9 месяцев назад

    গ্ৰাম জীবনের একটি অতি বেদনাদায়ক স্মৃতি আলেখ্য।শুনতে শুনতে নিজের অজান্তেই চোখ দুটি অশ্রুসজল হ'য়ে ওঠে।পরম দয়ালের কাছে ঐকান্তিক প্রার্থনা,বাস্তবে যেন কার ও জীবনে কখন ও এ ঘটনা বাস্তব না হ'য়ে ওঠে।

  • @p_sgaming1807
    @p_sgaming1807 4 дня назад

    সত্যিই অসাধারণ

  • @milanbhattacharya1531
    @milanbhattacharya1531 Год назад

    Anek din par eay Gan sune choto belai chale gelam.

  • @shashankamondal2734
    @shashankamondal2734 5 лет назад +68

    এই গানটা শুনলে মনে পড়ে যায়, প্রিয়জন হারানোর ব্যাথা।

  • @SMAZUMDAR1984
    @SMAZUMDAR1984 2 года назад +16

    Old is always not gold,,,,,,,,,,ITS PLATINUM,,,,,,,,,,,,,,,😊😊

  • @asimkumarroy2459
    @asimkumarroy2459 2 года назад

    শুধু সংগীত ন য় যতদিন পৃথিবীতে শব্দ বেঁচে থাকবে ততদিন এ গান থাকবে অসাধারণ সৃষ্টি

  • @naliniranjanroy1863
    @naliniranjanroy1863 2 года назад +1

    গান টি অনেক বার শুনেছি।
    কখনো ক্লান্ত হই না।
    কখনো পুরনোও হয় না।

  • @sanjitmandal3969
    @sanjitmandal3969 2 года назад +1

    অসাধারন গান। খুব দরদী কন্ঠ

  • @parkmaiami
    @parkmaiami Год назад

    Eii situation ta dekhe nijer chotobelar kotha mne pore jaii... Aj thakurer doyai didi pase ache... Khub valobashi didi toke 😭❤❤

  • @birajchanda3139
    @birajchanda3139 3 года назад +8

    More and more sad feelings in this songs and it's more deeply express through protimas voice.

  • @MouMajumder1990
    @MouMajumder1990 3 года назад +1

    এই গানটা ছোটো বেলায় রেডিও তে শুনতাম.....শৈশব এর স্মৃতি কে নাড়া দিয়ে দিলো.....

  • @niranjanprasaddas1692
    @niranjanprasaddas1692 2 года назад

    এত মিষ্টি সুরের গান হতে পারে ভাবলে বড্ড শান্তি পাই । চোখ দুটো জলে স্নান করে ফেলল যেন।

  • @farhadnajmin2847
    @farhadnajmin2847 9 месяцев назад

    যখন শুনি তখনই হৃদয় ছুঁয়ে যায়, বার বার শুনি তার পরেও শুনি।

  • @rayhansadia9495
    @rayhansadia9495 3 года назад +5

    সত্যি অসাধারন, মন ছুয়ে যায়, শিল্পী কে ধন্যবাদ ।

  • @srideepbanerjee1400
    @srideepbanerjee1400 3 года назад +12

    I used to sleep in my childhood just after listen it....I like to listen it so much... and how many times when I listen it my past childhood memories arises.

    • @snowdrop4710
      @snowdrop4710 3 года назад

      Same

    • @srideepbanerjee1400
      @srideepbanerjee1400 3 года назад

      hmmm 👍🙏

    • @swarashruti5335
      @swarashruti5335 2 года назад

      গানটা শুনলেই মনের ভিতরে দুঃখে গুমরে ওঠে। খুব sensitive গান রচনা হয়েছে। তবুও শুনতে ইচ্ছা করে।

  • @SelimUlla-gw2er
    @SelimUlla-gw2er Месяц назад

    Ei ganta shunle amar dadimar Katha mone pore

  • @jibansen3087
    @jibansen3087 4 года назад +6

    কাল জয়ী সৃষ্টি তা শিল্পীর কণ্ঠ মিশে গিয়ে কী অপূর্ব পরিমণ্ডলে সৃষ্টি হয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না।

  • @bishnupadamaiti7110
    @bishnupadamaiti7110 3 года назад

    অসাধারণ এই গানটি শিল্পী র কন্ঠে খুব ভালো লাগলো। সাথে র ভিডিও চিত্র টি বেশ সুন্দর।

  • @sakhawathossain3801
    @sakhawathossain3801 2 года назад +5

    Tear has come to eyes hearing my boyhood kobita tuned in to song . Sweety tone. Thanks to the singer.

  • @dhrubodutta6472
    @dhrubodutta6472 3 года назад +2

    প্রিয়জন হারানোর কথা মনে পড়ে যায়😔😔

  • @chinmoykumardas4363
    @chinmoykumardas4363 2 года назад +1

    Madam Pratima Bandopadhay. is my mother's favourite singer
    .

  • @banhishikhasengupta8915
    @banhishikhasengupta8915 Месяц назад

    Ganta amar meyer prio gan,choto belay ai ganta ami kortam or chokhe jol vorti hoe jeto.

  • @kushalpal6133
    @kushalpal6133 3 года назад +2

    গানটি শুনে খুবই ভালো লাগলো

  • @putuldas3256
    @putuldas3256 3 дня назад

    অসাধারণ

  • @krishanubasu1620
    @krishanubasu1620 3 месяца назад

    সবচেয়ে মিষ্টি গলা।

  • @malaymondal-yq6vk
    @malaymondal-yq6vk Год назад

    মিষ্টি মধুর কন্ঠে সাবলীল ভাবে গানটি গেয়েছেন ।

  • @jibondas6440
    @jibondas6440 Год назад

    Asadharan.

  • @bimanbhattacharjee5173
    @bimanbhattacharjee5173 9 месяцев назад

    এই গান এই গলার কোনো দিন ভোলার নয় ❤❤ চোখে জল আসে

  • @DemonSubarna
    @DemonSubarna Год назад

    দিদা ছোটোবেলায় শোনাতো ...তখন‌ও কাঁদতাম.. এখনো চোখে জল আসে 😔♥️🌙

  • @anadikundu1508
    @anadikundu1508 3 года назад +2

    The poem was in our syllabus, the song was yet to be recorded, my younger sister lived away from me with my parents, but I lived in our village with my Uncle and aunty. During the period whenever I used to read the poem my eyes were filled with tears for my sister.

  • @manimaladas1827
    @manimaladas1827 3 года назад +6

    So melodious voice and simple beautiful lyrics.Soul touching song of childhood👍👌

  • @gorachandmallik8120
    @gorachandmallik8120 Год назад +1

    এই সব গান কোন দিন
    ভোলা যাবে না।

  • @ramprasadnaskar8672
    @ramprasadnaskar8672 Год назад +1

    গান টা শুনলে খুব কষ্ট হয়

  • @shimlasheikh5795
    @shimlasheikh5795 Год назад

    সেরা

  • @bubulroy1665
    @bubulroy1665 2 месяца назад

    Choke jol ascha

  • @juibiswas4216
    @juibiswas4216 Год назад +1

    আমি প্রসেনজিৎ,
    আমার একটাই দুঃখ আমার একটা নিজের দিদি কাজলা দিদি নেই।। 😭😭😭😭

  • @mantoochowdhury7133
    @mantoochowdhury7133 4 года назад +6

    Old song is gold , natural lyric word is very excellent & wonderful