Jonmo Theke Jolchi | Bengali Full Movies | Bengali Romantic Full Movie | জন্ম থেকে জ্বলছি |

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 198

  • @panchmeshali1
    @panchmeshali1 4 дня назад +1

    অসাধারণ অভিনয়! ২০২৪ সালে মুভিটা আবার দেখলাম। ❤❤❤❤❤

  • @MominMia-ie6ff
    @MominMia-ie6ff Год назад +5

    Brilliant actress Babita madam famous in Bangladesh ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gourangasarkar8904
    @gourangasarkar8904 Год назад +6

    বুল বুল আহমেদ মে কতো বড়ো মাপের শিল্পী তার স্বাক্ষর এই ছবিতে রেখেছে,ন ।

  • @TtY-og9cp
    @TtY-og9cp 8 месяцев назад +5

    ২০২৪ সালে আমি দেখতেছি।
    ভালবাসার আরেক নাম বুলবুল আহমেদ।
    আহ কি অসাধারণ অভিনয়
    যতৈ দেখি ততই ভালো লাগে।
    একবার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসত 😭😭😭❤️❤️❤️🌹❤️🌹🌹😭

  • @jiaurrahiman7027
    @jiaurrahiman7027 Год назад +3

    বুলবুল আহমেদ এর অভিনয় আমাকে মুগ্ধ করে দিয়েছে। অসাধারণ একটা ছবি 🧡💚❤️

  • @sharifulalam3366
    @sharifulalam3366 Год назад +4

    কত উন্নত ছিল আমাদের চলচ্চিত্র।!!!!!

  • @mdshojib1156
    @mdshojib1156 4 года назад +9

    বাস্তব জীবনের সাথে কত মিল, এই ছবিটি।
    আমার জীবনের সাথে এই ছবির কাহিনী অনেক মিল আছে!

  • @farhanahaquekoly9424
    @farhanahaquekoly9424 Год назад +5

    আজকে যে কতবার দেখলাম... এত বছর পরেও ঠিক ছোট বেলার মতোই কাঁদলাম...

    • @mohsinaurmi
      @mohsinaurmi 8 месяцев назад

      আমার ও একই অবস্থা ❤

  • @shafiqulislam6681
    @shafiqulislam6681 5 лет назад +26

    আমজাদ হোসেনের অসাধারণ কৃতিত্ব

  • @zahidrahman7825
    @zahidrahman7825 3 года назад +7

    জন্ম থেকে জ্বলছি মাগো এই গানটা কতবার শুনলাম ও দেখলাম। তৃষ্ণা মেটে না। কী এক অপূর্ব সৃষ্টি। গানটা শুনলেই মনটা বিষন্ন হয়ে পড়ে।

  • @monalizamonaliza1197
    @monalizamonaliza1197 5 лет назад +9

    কি আর বলবো বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না,,,,,এক কথায় অসাধারণ মুভি,,,,,,,,💕💕💕💙💜💚😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 thanks a lod .....

  • @mdkhalil1584
    @mdkhalil1584 5 лет назад +17

    এত সুন্দর ছবি এমন জীবন ধর্মী ছবি এখন তো আর হয়না ছবির প্রতিটা দৃশ্যে আমার চোখে জল এসে গেছে ববিতা বুলবুল আহমেদ অনেক সুন্দর অভিনয় করেছি আনোয়ারা প্রবীর মিত্র অসাধারণ অভিনয় করেছে এদের মত জীবনধর্মী অভিনয় এখন আর দেখা যায়না জীবনঘনিষ্ঠ এমনভাবে তারা কিভাবে করেছিল এরকম অভিনয় এখনকার শিল্পীর এত শর্ট কাপড় পড়ে আর ল্যাংটা ডান্স মারে এজন্য সিনেমা দেখতে ইচ্ছে করে না

  • @tuhinhossain8265
    @tuhinhossain8265 2 года назад +2

    প্রথম মুভিটা ১৯৮৯ দেখি তখন ছোট, মুভিটার একটি গান খুব গাইতাম বাবা বলে গেলো আর কোনদিন গান করোনা, সেই দিনগুলো কোথায় হারিয়ে গেলো আজ ডিজিটাল হলেও সেই পুরানো দিনের মুভিগুলোই আমার কাছে বেশী প্রিয় কারন দিনগুলো আমার শৈশবের ছিলো, এই ধরনের পরিচালক অভিনেতা আর শিল্পী আর গানের লেখক আর আসবেনা, ১৯৯৭ শেষ মুভি দেখা সালমানের কারন রাজ্জাক স্যার বুলবুল আহমেদ স্যার সাফর ইকবাল এবং সালমান মান শাহ্ এরা কখনোই হারাবেনা সব সময় দর্শক হৃদয়ে থেকে যাবে।

  • @toiaburrahman8332
    @toiaburrahman8332 4 года назад +16

    আমরা বর্তমান প্রজন্ম তাদের জন্য গর্বিত। আমাদের দেশেও একসময় ভাল ছবি হতো।

  • @Nazmul19881
    @Nazmul19881 5 лет назад +18

    একটাই শিক্ষণীয় বিষয় -যত ভালবাসা তত কষ্ট!

  • @mustafizurrahamanmiraj8884
    @mustafizurrahamanmiraj8884 4 месяца назад

    অসাধারণ একটা গান। আর অভিনয়ও চমৎকার।

  • @bornabala3539
    @bornabala3539 2 года назад +5

    ভালোবাসি বোঝাতে I love you বলতে হয়না ।অনুভব আর অনুভূতিতে বুঝতে হয়

  • @sarahzarahaleemavlogs9185
    @sarahzarahaleemavlogs9185 4 года назад +17

    দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়,
    আগুনে হাত পুড়ে অলংকার বানাতে হয়۔۔۔۔۔এখনকার সঙ্গীত পরিচালকগণ এইসব গান বানানোতো দূরে থাক, এইসব কথার অর্থই বুঝবে না

  • @tanvirrussel6322
    @tanvirrussel6322 6 лет назад +14

    Miss u king of emotion Amjad Hossain. Love u Alauddind Ali for ur great scores

  • @monirbhuiyan3327
    @monirbhuiyan3327 Год назад +1

    Old is always gold ❤

  • @towhidachowdhury8600
    @towhidachowdhury8600 3 года назад +6

    ববিতা বুলবুলের এত মার্জিত অভিনয় বর্তমানে কিসব অভিনয় করে অবাক লাগে

  • @syfulislam5141
    @syfulislam5141 5 лет назад +16

    খুব ভাল একটা ছবি দেখলাম। যখন শুরু করি তখন রাত ২:৩০ আর এখন ৫ টা পার

  • @rtthe3029
    @rtthe3029 2 года назад +3

    আমি অনেক অনেক ভালো বাসি
    বুলবুলি আহমেদ কে
    কিন্তু কষ্ট একটা তারসাথে
    দেখা করতে পারলাম না

  • @Yesstudio-u2w
    @Yesstudio-u2w 2 месяца назад

    এই হল আমাদের বাংলা ছবি , এই আমাদের অহংকার।

  • @mamun9979
    @mamun9979 4 года назад +2

    এক সিনেমা কতবার দেখলে মন ভরবে.......😥😥মাঝে মাঝেই দেখতে আসি এখানে 😥

  • @ummayhabibaummayhabiba5888
    @ummayhabibaummayhabiba5888 Год назад +1

    ২০২৩ এ কে কে দেখছো এই সিনেমাটি ❤❤

  • @alifahasan6502
    @alifahasan6502 3 года назад +7

    আমার মতো 2021, সালে এই সিনেমা টি কে কে দেখেছো সাড়া দাও

  • @balakabokpokhi178
    @balakabokpokhi178 Год назад

    ছবি প্রানের অব্যক্ত কথা গুলো বলে কষ্ট বাড়িয়ে দেয়।

  • @burhanuddin5067
    @burhanuddin5067 2 года назад +2

    পুরনো ছবির কোনো তুলনা হয় না

  • @rajunannu4976
    @rajunannu4976 4 года назад +2

    A great bangla movie
    Black and white
    But
    No problem
    My favorite bangla movie

  • @amdadkhan9009
    @amdadkhan9009 Год назад +2

    আমজাদ হোসেন, জহির রায়হান অনেক বড় শক্তিমান পরিচালক ছিলেন।আমাদের বড় সম্পদ ছিলেন।

  • @rjbaker2256
    @rjbaker2256 5 лет назад +11

    আহহহ বুকের পাঁজরে তীব্র গতিতে আঘাত লাগলো,
    আহহ ভালোবাসা আহহ জীবন সংসার।

  • @AmirTechnique
    @AmirTechnique 3 года назад +3

    এই রকম মুভি ডিজিটাল দুনিয়া চাই

  • @chashimahoolmahool2898
    @chashimahoolmahool2898 4 года назад +10

    এর চেয়ে ভাল আর কিছু নেই।
    পুরাতন মানেই আপন শিকড়ের মাটি। শান্তির পরশ মাখা ভালবাসা।

    • @ariesneil693
      @ariesneil693 3 года назад

      A trick: you can watch series on flixzone. I've been using them for watching loads of movies during the lockdown.

    • @kareemcain6174
      @kareemcain6174 3 года назад

      @Aries Neil yea, have been using flixzone for since november myself :D

  • @talukdershaheb9510
    @talukdershaheb9510 2 года назад +4

    বাংলাদেশের লিজেন্ড আমজাদ হোসেন….তার প্রতিটি ছবিই আমার দেখা সেরা…মেয়েদের সংসার তার পরিবারের জন্যই নষ্ট হয়…আর বেলাল যেন আমার চরিত্র কষ্ট পেলেও কাওকে বলে না নিজে নিজে জ্বলে

  • @ArifCreations-lx8ou
    @ArifCreations-lx8ou 2 месяца назад +1

    কি আসাধারন বাংলা ছবি।
    যেমন গল্প তেমন অভিনয়। তেমন গানের কথা।
    এ ধরনের নির্মান আর কখনও হবে না।

  • @mojafforislam-ov3pl
    @mojafforislam-ov3pl 11 месяцев назад +1

    নায়ক মেহেদী এতো ভালো অভিনয় করতো,,কিন্তু তাকে কিছু খারাপ পরিচালক, তাকে দিয়ে খারাপ ছবি বানতো

  • @MohajanstoreMohajan-it8vi
    @MohajanstoreMohajan-it8vi Год назад

    ছোট বেলায় দেখেছি, আবার দেখলাম চোখে জল এসেগেছে,ববিতা মেমকে ধন্যবাদ

  • @aminulislambadal9207
    @aminulislambadal9207 5 лет назад +10

    I am now 24.before my birth this movi was released but it is still meaningful.really end of this movi was brilliant

  • @sahinrahiman712
    @sahinrahiman712 5 лет назад +4

    Dukkho vlobashe premer khela khelte hoy agune mon pore olonkar banate hoy ..... i love bobita+joy

  • @jannatulfardayus-shabamoni2990
    @jannatulfardayus-shabamoni2990 11 месяцев назад

    শিশু শিল্পী -- এখনকার নায়ক মেহেদি

  • @AK-xj2di
    @AK-xj2di 5 лет назад +6

    Why isn't Bobita medam no1 actress in Bangladesh, she should be.

  • @বিদ্যুৎস্কাই
    @বিদ্যুৎস্কাই 3 года назад +1

    চমৎকার একটি মুভি

  • @MohidurMahi-yw6vo
    @MohidurMahi-yw6vo 16 дней назад

    কত আশা ভালবাসা আধারে হল মলিন।
    জন্ম থেকে জলছি মাগো

  • @ajmain06
    @ajmain06 5 лет назад +33

    ভাবতেই অবাক লাগে যে আমাদের দেশে ববিতার মত প্রতিভাবান অভিনয় শিল্পি এসেছিলেন ।

  • @harunrashad3307
    @harunrashad3307 Год назад +2

    এই ধরনের সিনেমা হতো বলেই, তখন মানুষ সপরিবারে সিনেমা দেখতে যেত।

  • @fahmidakolpona5114
    @fahmidakolpona5114 Год назад

    আমার কিশোরী বেলার মুভি ছিল এটি।হলে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল এই মুভি তাই বাবা মা পরিবারের সবাই মুভিটা দেখতে গিয়েছিলাম চট্রগ্রামের আলমাস সিনেমা হলে। গানগুলো সবার মুখে মুখে ছিল তখন। আজ ২৩ সালে এসে আবারো দেখলাম। কি অসাধারণ অভিনয় প্রতিভা সবার।এখন সেই পরিচালক ওনেই আর সেই মানের মুভি ও তৈরি হয় না।

  • @emadhasanyoutubers
    @emadhasanyoutubers 3 года назад +1

    অসাধারণ ছবি

  • @sajalsaha2656
    @sajalsaha2656 2 года назад +1

    অসাধারণ

  • @sadekshovi6217
    @sadekshovi6217 Год назад

    বি টি তে পুর বাড়ির মানুষ দল বেধে দেখে ছি তখন পিচিচ ছিলাম আংশিক মনে আছে আজ ২০২৩ দেখচি

  • @md.litonakand2317
    @md.litonakand2317 5 лет назад +4

    অসাধারন ছবি অনেক ভাল লাগলো

  • @mahabubkabir6251
    @mahabubkabir6251 4 года назад +6

    এরকমের ছবি বাংলাদেশে আর হবে না

  • @nilimsaha5685
    @nilimsaha5685 4 года назад +4

    ববিতা অসাধারণ, ববিতার কসাই, প্রতিজ্ঞা,মিন্টু আমার নাম, পেনসন সহ সকল ছবির upload চাই।

  • @UzzolKhan-l8k
    @UzzolKhan-l8k Год назад

    This movie is our golden time. Thanks for everyone special stronger direction Amjad Hosain.Bulbul Ahmed. Babita

  • @bulbulahmed7433
    @bulbulahmed7433 3 года назад +4

    এমন একজন জেন্টেলম্যান আমি জীবনেও আর দেখি নাই।

  • @sazzadhusein6857
    @sazzadhusein6857 3 года назад +1

    জন্ম থেকে জলছি ছবিটা আসলে অন্য রকম বলার ভাসাই নাই

  • @saifuddin-ej5md
    @saifuddin-ej5md 6 лет назад +8

    স্মৃতির মাঝে জড়িয়ে থাকা Move এটি । অনেক স্মৃতি বহন করে ।

  • @mdsamrat6802
    @mdsamrat6802 11 месяцев назад

    নায়ক মেহেদী শিশু শিল্পী ভেরি ভেরি নাইস

  • @muslimakhatun102
    @muslimakhatun102 Год назад

    অসাধারন!!

  • @mohammadashadul6731
    @mohammadashadul6731 5 месяцев назад

    এই রঙীন যুগে এসেও সেই অতীতের মুভি গুলো খুঁজে খুঁজে কে কে দেখেন-হাত তুলুন তাদের মুখ খানা একটু দেখি-!
    ৩০-০৫-২০২৪ এর পর কে কে দেখলেন জানাবেন-!!

  • @mdshamsuzzaman2044
    @mdshamsuzzaman2044 3 года назад +1

    অসংখ্য ধন্যবাদ আমজাদ হোসাইন কে

  • @mdbiltu6713
    @mdbiltu6713 4 года назад +1

    কি সুন্দর গান আগে ছিল আর এখন আকাশেতে ...............।তারা চাদ কিন্তু ১টা রে ,...........................ইয়া

  • @TanvirAhmed-ym8xl
    @TanvirAhmed-ym8xl Год назад

    আমি এখন দেখছি । এই ছবিগুলো আজীবন চিরস্মরনীয় হয়ে থাকবে ।

  • @ridaykhan6807
    @ridaykhan6807 3 года назад +2

    আমি ও বুক ফুলিয়ে বলতে পারি একসময় আমাদের দেশে নায়ক নাইকা ছিলো ও ভালো ছবি হতো

  • @hnsac8330
    @hnsac8330 3 года назад +2

    অতীতের সিনেমা মানেই শিক্ষামূলক বক্তব্য.

  • @শাহরিয়ারসালমান

    ছোট্ট ছেলেটি মেহেদী

  • @foysalahmed2539
    @foysalahmed2539 12 дней назад

    মেহেদির ছোট বেলার অভিনয় ভালোই ছিলো।

  • @amzadhossain2022
    @amzadhossain2022 2 года назад +1

    বাবা বলে গেলো আর,,,,,,,, গান করোনা এই গান আমার খুব পছন্দের।

  • @পৃথিবীরপথেপথে

    অসাধারণ সিনেমা।

  • @sabbirhossain9608
    @sabbirhossain9608 Год назад

    2023 a k k dekhla

  • @balayethossainjoy1345
    @balayethossainjoy1345 2 года назад +1

    🇿🇦🇧🇩 This Movie is Heart Touching With My Life History Since I Borne Still I Didn't Get Any Happiness now I'm 76 Years old man

  • @mdshafiulislam8718
    @mdshafiulislam8718 6 лет назад +2

    আমার দেখা অন্যতম সেরা বাংলা ছবি

  • @abdulgaffar3502
    @abdulgaffar3502 Год назад

    ২০২৩ সালে দেখলাম মুভিটা খুব সুন্দর

  • @syedmohammadalihossain9502
    @syedmohammadalihossain9502 23 дня назад

    জানিনা বুলবুল আহম্মেদ এ ছবিতে পুরস্কার পেয়েছে কিনা। তবে দারুন অভিনয় করেছে।

  • @alamgirchowdhury2138
    @alamgirchowdhury2138 7 месяцев назад

    ❤❤❤

  • @mdrkdipu6709
    @mdrkdipu6709 Год назад

    background music helps to feel this movie in more deeply.

  • @KamrulIslam-je9py
    @KamrulIslam-je9py 6 лет назад +3

    Thanks EAGLE.Please keep uploading such movies.

  • @shirinakhter8043
    @shirinakhter8043 2 года назад

    Sad movie of Amzad Hussain. Please upload "Kosai", Boro Barir meye"

  • @kabiralamgir902
    @kabiralamgir902 2 года назад +1

    এমন সিনেমা এদেশে আর হবেনা।

  • @lokmanhossainlaksham7282
    @lokmanhossainlaksham7282 6 лет назад +14

    আশ্চর্য হলেও সত্য যে -এই ছবিটিতে বুলবুলের ছেলের পরিচয়ে অভিনয় করেছেন মেহেদী!

    • @shamimahmed4756
      @shamimahmed4756 6 лет назад

      কোন মেহেদী ভাই

    • @mahamudhassan9161
      @mahamudhassan9161 5 лет назад

      @@shamimahmed4756 চিত্র নায়ক মেহেদী

    • @KhaledFerdous-zk7ff
      @KhaledFerdous-zk7ff 5 лет назад +1

      @@shamimahmed4756 অশ্লীল সিনেমার নায়ক মেহেদী?

  • @mahbubkhokon228
    @mahbubkhokon228 17 дней назад

    একি নায়ক মেহেদি

  • @jahanararashidrupa6079
    @jahanararashidrupa6079 4 года назад +2

    Beauty with brain,Babita mam love you so much.

  • @ahmedfiroz
    @ahmedfiroz 4 года назад +1

    সেই ছোট্ট বেলায় মনে দাগ কেটে গিয়েছিল সিনেমাটি, সবারই অভিনয় অনবদ্য ছিল।

    • @tuhinhossain8265
      @tuhinhossain8265 2 года назад

      মুভিটা সেই ১৯৮৯ তে বিটিভিতে দেখে কেদেছিলাম অনেক, অনেক ভালো লাগতো তখন সবাই আমাদের বাসায় আসতো শুক্রবার করে মুভি দেখতে, কতোনা মধুর ছিলো সোনালী যুগটা মিস করি সেইদিন গুলো সেই অভিনেতাদের, আজ যারা আছে ২০০০ পর থেকে তাদের দেখলে আর অতীত দেখলে বলতে ইচ্ছে হয় তাদের করে যাওয়া কাজগুলো তোমরা শিখো তাহলে প্রকৃত অভিনেতা হতে পারবে, আবার যদি ফিরে পেতাম সেই দিনগুলো সাধাকালো টিভি রেডিও।

  • @ayshahy2553
    @ayshahy2553 Год назад

    জীবনের গল্প বলার মতো

  • @mamunurrashid4161
    @mamunurrashid4161 4 месяца назад

    দুই রাজকুমার ছবিটি আপলোড করুন

  • @hnsac8330
    @hnsac8330 3 года назад +1

    1:24:13 সকল মানুষের উচিৎ বিশেষ করে সকল স্বামী⇄স্ত্রীর উচিৎ একে অপরের মা⇄বাবা তুলে না কথা বলা.
    আর যদিও দুই জনের এক জন রাগ করে বোলেও বসে অপর জনের উচিৎ ক্ষমা করা.
    আর একই ভূল বার বার না করা.

  • @towhidachowdhury8600
    @towhidachowdhury8600 3 года назад +2

    বাংলাদেশে ববিতা কবরীর মত অভিনেত্রী আর কখনও আসবে না

  • @habibullamahdi9299
    @habibullamahdi9299 Год назад

    2023 ❤❤❤❤ কে কে দেখছেন

  • @mdsaiful-sx7fy
    @mdsaiful-sx7fy 4 года назад +1

    অনেক সুন্দর ছবি

  • @mohidurmahi3894
    @mohidurmahi3894 2 года назад +3

    ববিতার কি চাহনি,,ক্রাশ খাওয়ার মত

  • @ishratjahan3235
    @ishratjahan3235 Год назад

    এত কষ্টের চোখের পানি চলে আসে

  • @diliphaldar6984
    @diliphaldar6984 2 года назад

    Excellent movie 20/08/22

  • @acertop899
    @acertop899 5 лет назад +3

    Amar dheka shera chobi

  • @mahmudaferdousi2708
    @mahmudaferdousi2708 Год назад

    বহু বহু বছর পর বাংলা মুভি দেখে কেঁদে ফেললাম!!১২/৫/২৩ইং।

  • @ajmain06
    @ajmain06 5 лет назад +18

    দেশের মুক্তিসংগ্রামের কিছুটা বিকৃত উপস্তাপন বাদ দিলে ছবিটি ভালই । ববিতা , বুলবুল আহমেদ সবাই ভাল অভিনয় করেছেন ।অবাক লাগে এই দেখে যে সিনেমাটিতে বার বার মিলিটারি শব্দটি ব্যাবহার করা হয়েছে।পাকিস্তানি হানাদার কিনবা রাজাকার তখন ছিল অনুচ্চারিত একটি শব্দ যেমন অনুচ্চারিত ছিল বংগবন্ধু শব্দটি ।

    • @KhaledFerdous-zk7ff
      @KhaledFerdous-zk7ff 5 лет назад +8

      কি বিকৃৃত করা হলো বুঝলাম না, সিনেমাটিতে কোন দল কে সাপোর্ট করা হয় নি, এখানে রাজনৈ্তিক ভাবে কাউকে ছোট করা হয়নি, বা কোন বিতর্ক করা হয়নি, এখন কি অন্য নেতার অবদান কে স্বীকার করা হয়? হয় না!!খুব ই সুন্দর সামাজিক ছবি এট, একটা মৌলিক ছবি এটি, গান গুলো ও অসাধারন, পাকিস্থানি হানাদার বললেই কি খুব দেশপ্রেমিক হতে পারব আমরা? পাকিস্থানী সেনাবাহিনী বা সেই সময়ের সরকারের প্রতি ঘৃৃনা চিরজীবন মানুষের থাকবে!!!!!!!পরিচালক কি আংগিকে বা কি উদ্দেশ্য বিষয় গুলো উল্লেখ করেন নি তা উনি ভালো ভাবে ব্যাখ্যা দিতে পারতেন , এ নিয়ে অহেতুক বিতর্ক করা একদম ই অনুচিত

    • @24ruhul
      @24ruhul 3 года назад +1

      Uni buza ase uni league kore tai ata tar abdar keno league chilo na. Jini movie banaisen jini kahini songlap likhsen tader thake tarek mia legend. Ai jonno ai desh a valo man r movie thake amra sobai bonchito

    • @fahmednayon
      @fahmednayon 3 года назад

      সময় কালটা কি ছিলো দেখতে হবে? তাছারা তখন বঙ্গবন্ধুর নাম মুখে নেয়া ও অপরাধ ছিল

    • @tuhinhossain8265
      @tuhinhossain8265 2 года назад +2

      জানিনা তখন আপনি কতোটুকু, যদি এমনটা মনে করেন এই মুভি নিয়ে তাহলে আবার দেখবেন তোরা আবার মানুষ হও মুভিটা ১৯৮৮ দেখেছে পরে সেটা আবার ১৯৯৩ দেখে বুজতে মোটেও বাকি ছিলো ১৯৭১ পর যা হয়েছে সেটা পরিচালক তুলে ধরার কারনে তখন অনেক ছোট হতে হয়েছিলো তাই বলছি ভালোর ভিতরও খারাপ আছে, আর জীবন থেকে নেওয়া মুভিটাতে কোন কিছুই বিকৃত করা হয়নি যদি তাই হতো তাহলে ১৯৬৯ নিয়ে এখন কার লিগ সৈনিক যারা মুখুস্ত বিদ্যায় বিদ্যাশীল তারা ভাষানীকে বিকৃত করতোনা তারা শেরে বাংলাকে বিকৃত করতোনা, তাই আবার অনুরোধ করছি ভালোকে ভালো বলতে শিখুন ইতিহাসটা ভালো করে পড়ুন কারো কথায় বিকৃত না হয়ে বিকৃত ইতিহাস না ঘেটে সত্যকে তুলে ধরুন।

  • @ishratjahan3235
    @ishratjahan3235 Год назад

    লোকের কথায় মনের মানুষ কে ভুল বুখতে নেই

  • @noornaharpoly9456
    @noornaharpoly9456 4 года назад +1

    Golden time a best movie cilo.

  • @Duti-Kotha
    @Duti-Kotha 2 года назад +1

    অতিতের সিনেমাগুলো খুব ভালো আর এখানকার সিনেমা খুব খারাপ

  • @arifulislamakash3327
    @arifulislamakash3327 7 лет назад +3

    Thanks....pls shakil khan er hridoy er bashi & biyer full movie ta upload din pls pls pls...

  • @Xprem-zw6wz
    @Xprem-zw6wz 7 лет назад +6

    nice movie