বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও ইনডোর ফার্মিং | Vertical farming | Shykh Seraj | Channel i |
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও ইনডোর ফার্মিং
সম্পূর্ণ অনুষ্ঠান- • বিশ্বের সাথে তাল মিলিয়...
========================
এবার ঢাকার মিরপুরে বাড়ি ভাড়া নিয়ে আবাসন নয়, গড়ে তোলা হয়েছে ভার্টিকাল কৃষি খামার। উন্নত বিশ্বের ‘ইনডোর ফার্ম’ আদলের ওই খামারে ফলছে নানা রকমের সবজি ফসল।
উন্নত দেশগুলো খোলামাঠের কৃষিকে অনেকাংশে নিয়ে গেছে গ্রিন হাউসে। এর পাশাপাশি চার দেয়ালের ভেতর যান্ত্রিক অবকাঠামো সহযোগে চলছে মাটিবিহীন হাইড্রোপনিক ভার্টিকাল কৃষি। একই আদলে এবার ঢাকার মিরপুরে ঘরের ভেতর উর্দ্ধমুখি অবকাঠামোয় কৃত্রিম আলো-বাতাস আর পুষ্টি নিয়ে ফলানো হচ্ছে সবুজ সতেজ সবজি ফসল।
টেলিভিশন আর সামাজিক মাধ্যমের প্রচার প্রচারণা বিশ^কৃষিকে পৌঁছে দিচ্ছে এক কাতারে। উদ্যোক্তাদের অন্যতম একজন পারভীন আক্তার বলছেন, নানা মাধ্যমে জেনে বুঝেই নেমেছেন এই আধুনিক কৃষিতে।
বাড়ি-ভাড়া করে কৃষিকাজের এক বছর বয়সী এই উদ্যোগ এরই মধ্যে পেয়ে গেছে বাণিজ্যিক সাফল্য। বাড়িটির ছাদেও গড়ে তোলা হয়েছে কাঁচে ঘেরা প্রাকৃতিক আলোর আরেক কৃষিক্ষেত্র। এটিও জানান দিচ্ছে বহু সম্ভাবনা।
Facebook: / shykhseraj
RUclips: / shykhseraj
Twitter: / shykhseraj
Instagram: / shykhseraj
Linkedin: / shykhseraj
#SSERAJ #VerticalFarming #IndoorFarming