কেউ ডিবির পরিচয় দিলে কী করবেন ? | DB Police | News | Ekattor TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2022
  • কেউ ডিবির পরিচয় দিলে কী করবেন ?
    #db #dbpolice #harunorrashid #dig_harun #fake_db #newsupdate #latestnews #banglanews #news #ekattortv
    SUBSCRIBE | goo.gl/sNmTXy
    for latest news updates, sports news, ekattor shongjog, ekattor khelajog, banglar uddogta, daily bangla news, live bangla news, bangladeshi news, বাংলা নিউজ, বাংলা সংবাদ, সর্বশেষ সংবাদ, from Ekattor TV.
    ============
    Follow us on
    ============
    Facebook: / ekattor.tv
    RUclips Channel: / ch71tv
    Website: www.ekattor.tv
    Twitter: / ekattortv
    E-mail: ekattor.online@gmail.com
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Ekattor is the First TWO-WAY News and Current Affairs Television of Bangladesh with cutting-edge technology as well as excellence in contents. It's the First Full HD television of Bangladesh and pioneer in many other aspects of television industry of Bangladesh as well as South Asia region. The television marked its signature in broadcast journalism around the country and abroad.
    Connecting News and People is the USP of the Channel. Upholding the spirit of Liberation War of Bangladesh is the editorial position of the station.
    Ekattor Media Limited
    Bangabandhu Satellite Parameter:
    Satellite: BS1
    Orbital Position: 119.1 ͦ East
    Polarization: Horizontal
    Frequency: 4600MHz
    Modulation: 8PSK
    FEC: 2/3
    Symbol Rate: 30,000
    DVB-S2
    ======================
    WARNING ANTI PIRACY
    ======================
    This Content Is Original and Copyright Belongs To Ekattor Media Limited. Any Unauthorised Use, Reproduction, Redistribution Or Re-upload Is Strictly Prohibited Of This Material. Legal Action Will Be Taken Against Those Who Violate The Copyright and Usage Policy.

Комментарии • 1,2 тыс.

  • @smkamruzzamanratan5524
    @smkamruzzamanratan5524 Год назад +1411

    কার্ড দেখাতে বললে তারা খুব বেশি খারাপ ব‍্যবহার করে থাকে

    • @pashabhai6489
      @pashabhai6489 Год назад

      খারাপ ব্যবহার করলে সাথে সাথে লাঠি নিয়ে কয়েকটা মারবেন সব ঠিক হয়ে যাবে।

    • @md.naimahmed7026
      @md.naimahmed7026 Год назад +30

      সঠিক কথা ভাই

    • @msiktechnology4067
      @msiktechnology4067 Год назад +163

      খারাপ ব্যবহার করলে পিটাবেন।
      কারন উনি বলেছেন চাহিবা মাত্র কার্ড দিতে হবে

    • @fazleelahee5580
      @fazleelahee5580 Год назад +57

      বাহ বাহ বাহ গুলি কে খাবে?

    • @sportsworld5452
      @sportsworld5452 Год назад +30

      কার্ডে খাইতে না চাইলে থাপ্পড় আবি ইচ্ছামত থাপ্পড় আবি

  • @dewsecy1354
    @dewsecy1354 Год назад +194

    এক্ষেত্রে 999 এর সাথে একটা সামঞ্জস্যতা রাখলে বা সিমিলার কোনো সেবা যদি রাখা হতো যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান যোগাযোগ করে নিশ্চিত হতে পারতো।

  • @md.saadman3272
    @md.saadman3272 Год назад +210

    ফেইক কার্ড বানানোত তেমন কোন কঠিন কাজ না স্যার। আর সাধারণ মানুষদের তৎক্ষণাৎ কার্ড ভেরিফাইড করার মত সিচুয়েশনও থাকেনা। কেউ ডিবি পরিচয়ে দিয়ে কাউকে ধরে নিতে চাইলে অবশ্যই তাদের লোকাল থানায় যোগাযোগ করার মত সুযোগ করে দিতে হবে, কেবল লোকাল থানা থেকেই নিশ্চিত করতে পারবে তারা আসলেই ডিবির সদস্য কিনা।

    • @hemalmd64
      @hemalmd64 Год назад

      👍

    • @AmanEyes
      @AmanEyes Год назад +4

      কিউআর কোড আছে, এটা কাজ করবে আশাকরি।

    • @katsuo3228
      @katsuo3228 Год назад +7

      @@AmanEyes গত বছর এক চাইনিজ কোম্পানি থেকে অ্যাডিডাস এর এক জোড়া জুতা কিনেছিলাম। জুতার সাথে একটা কার্ড ও কার্ডে একটা কিউআর কোড ছিলো। স্ক্যান করার পর ব্রাউজার আমাকে ঠিক অ্যাডিডাস এর আসল ওয়েবপেজে নিয়ে গিয়েছিলো। এটা বললাম কারণ আজকাল ১০/১২ বছরের বাচ্চারাও ফিশিং সাইট বানাতে পারে। আর তখন মাথায় ধরবেই না যে পরখ করে দেখি স্ক্যানের ফলাফল আসল কি না।

    • @tisolution405
      @tisolution405 Год назад

      @@AmanEyes aita apni akhon e online a banaite parben. Online verification with picture jodi option thake tahole best hobe.

    • @Prime_Nemesis_Autobots_Optimus
      @Prime_Nemesis_Autobots_Optimus Год назад +2

      @@AmanEyes কিউয়ার কোড নকল করা যায় ভাই এখন বেশিরভাগ ব্র্যান্ডের জিনিস নকল কিন্তু এদের কিউয়ার কোড স্ক্যান করলে আসল ওয়েব দেখায় এখন প্রোগ্রামিং অনেক হাই

  • @user-cy2bz2jm9p
    @user-cy2bz2jm9p Год назад +267

    QR Code ড্রেস ও আইডি কার্ড সংযোজনটি বাংলাদেশের ডিবি ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর জন্য অনেক ভালো হয়েছে বলে মনে করি। এতে করে সাধারণ জনগণের নিরাপত্তা বাড়বে।

    • @probalbishwas9057
      @probalbishwas9057 Год назад

      আপনাদের সিস্টেম বদলাতে হবে এর জন্য দায়ী আপনাদের সিস্টেম

    • @shakilhossain6814
      @shakilhossain6814 Год назад +1

      Apps daiy ki cheek kora jaba

    • @mahfuzzaman85
      @mahfuzzaman85 Год назад

      QR code check korte chaile pa.. bas debe.

  • @nazmulnazmul3859
    @nazmulnazmul3859 Год назад +151

    বিষয়টা পরিষ্কার করে বলার জন্য ধন্যবাদ স্যার,।

    • @mdnizamhasanshakil9388
      @mdnizamhasanshakil9388 Год назад +3

      এরপরে জাকরার আপনারা কোরবেন।

  • @kanjfatema637
    @kanjfatema637 Год назад +321

    আমাদের দেশের প্রশাসন মিডিয়ায় আসলে এক রকম কথা বলে মাঠে গেলে কাজ ভিন্ন রকম করে। এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের দেশের প্রশাসন যেন দেশের জন্য নয় বরং নির্দিষ্ট একটি দলের এবং পার্শ্ববর্তী একটি দেশের জন্য হয়ে কাজ করে।

  • @bjoy5288
    @bjoy5288 Год назад +79

    স্যার তাদের পরিচয় জানতে চাইলে অর্থাৎ কার্ড দেখতে চাইলে তারা আরও বেশি খারাপ ব্যাবহার করে।
    তারা সব সময় ক্ষমতার অপব্যবহার করে থাকেন।

  • @omarsharif1418
    @omarsharif1418 Год назад +7

    এই বিষয়ে এত বছর পরে আপনি ঘুম থেকে উঠে কথা বলার জন্য ধন্যবাদ 😄 🤣 😂 😆 😄 🤣 😂 😆 😄

  • @rifathasan7847
    @rifathasan7847 Год назад +97

    কার্ড তো ১০০ টাকা হলেই নকল করা যায়। কার্ড যদি দেখায়ও, রাস্তায় দাঁড়িয়ে কিভাবে ভ্যারিফাই করবো যে কার্ডটা আসল????

    • @lalhimsangbawm6967
      @lalhimsangbawm6967 Год назад +2

      QR code ase....

    • @Gpays
      @Gpays Год назад

      ​@@lalhimsangbawm6967 Document dile ami qrcode make kore dite parbo.

    • @lalhimsangbawm6967
      @lalhimsangbawm6967 Год назад

      @@Gpays.. Bhai DB server e reserved kora hoi...R apni chaileo possible na...

    • @fatimaakter2179
      @fatimaakter2179 Год назад

      @@Gpays bania post koren ...

    • @Gpays
      @Gpays Год назад

      @@fatimaakter2179 any confusion
      Obviously I can make Qrcode

  • @ahmmedrony9844
    @ahmmedrony9844 Год назад +156

    আমরা কি তাহলে পিডাইতে পারি? id না দেখাইলে, পরে আবার বইলেন্না যে আইন এর লোক পিডায়া বেআইনি কাজ করছি🤔🤔🖐️🖐️

    • @shk824
      @shk824 Год назад +3

      😂😂😂

    • @iON_
      @iON_ Год назад

      হাত দিয়ে দেইখেন সমস্যা নাই নকল পুলিশ যদি হয়ে থাকে তাহলে ভাই জিতসেন।
      কিন্তু যদি আসল পুলিশ হয় এটা মনে রাইখেন এমন কোনো হাত এইদেশে আস্ত নাই যেই হাত কোনো পুলিশের গায়ে পড়ছে।
      এখন সে কন্সটেবল টু আইজি যেই পদেই থাকুক আপনি আপনার হাতে আর শৌঁচ সারতে পারবেন না।
      ভালোভাবে চলেন আপনাকে কেউ বিরক্ত করবে না।
      এইসব ভদ্র লোকের কাজ না।

    • @sm71485
      @sm71485 Год назад +14

      "কার্ড না দেখাইতে পারলে আপনারা যা করার তাই করবেন"
      আপনি শুধু পিটাবেন কেন?

    • @fahimsojib1511
      @fahimsojib1511 Год назад +2

      পিটানোর কথা তো যা খুশি আপনারা করতে পারবেন যদি কার্ড দেখাতে না পারে এতে স্পষ্ট বোঝায়।

    • @MdSohag-du1tx
      @MdSohag-du1tx Год назад

      🤪🤪🤪🤪

  • @mdomarvlogsf6818
    @mdomarvlogsf6818 Год назад +8

    পরিচয় পত্র দেখতে চাইলে তখন খুবই খারাপ করে আপনাদের উচিত একটা হেল্প লাইন ব্যবহার করা যেটার মধ্যে সাধারণ মানুষদেরকে উঠিয়ে নেওয়ার সময় তারা সঠিক তথ্যটা দিতে পারে হেল্পলাইনে কল করে তাহলে এসব বিপদ থেকে মানুষ রক্ষা পাবে তা ছাড়া আর কোন উপায় নাই।

  • @MehedihassanShimul
    @MehedihassanShimul Год назад +9

    " যদি কার্ড না দেখাতে পারে, তাহলে আপনারা যা করার করবেন। " - সেরা কথা। আগেই তৈরী হয়ে থাকবো। কার্ড দেখাতে না পারলেই শেষ।
    😄😄

  • @mdmostafizur2236
    @mdmostafizur2236 Год назад +19

    স্যার ভালো কথা বলেছেন কিন্তু ওনার সদস্যরা মনে হয়না এমন সু্যোগ দেবে সাধারণ মানুষের

  • @twocutebird3112
    @twocutebird3112 Год назад +90

    সিস্টেমটা এমন হওয়া উচিত ছিল ।ডিবি তদন্ত করে সবকিছু বের করবে আসামি ধরার পর তুলে নেওয়ার ক্ষমতা ডিবির থাকবে না স্থানীয় পুলিশ কল করে তাদের হাতে তুলে দেয়া হবে

    • @JUBAER6447
      @JUBAER6447 Год назад

      সুন্দর আইডিয়া

    • @nayemtilesconstructions7331
      @nayemtilesconstructions7331 Год назад

      সুন্দর আইডিয়া

    • @warcriminal71
      @warcriminal71 Год назад

      kagoje kolome ai law ache, emonki civil dress pore ashami dhora jabena ebong arrest warrant thakte hobe unless investigation er sharthe ebong ashami jodi paliye jawar possibility thake.

    • @iON_
      @iON_ Год назад +2

      এইসব এত সহজ নারে ভাই।
      ধরেন আমরা কোনো একটা ডিলার কে ধরতে গেলাম।
      এইসব ডিলার রা একেক সময় একেক জায়গায় থাকে আর যেইখানে থাকে তার আসে পাশে এদের লোক ও সেট করা থাকে যেনো পুলিশের কোনো লোক বা পুলিশের মত দেখতে কোনো লোক দেখলেই সাবধান করে দেয়।
      এইসব ব্যবসায়ীদের ইনফরমেশন যেমন হঠাৎ করে পাওয়া যায় তেমন ই যত দ্রুত পারা যায় এদের কে ধরতে হয়।
      আর ধরার সাথে সাথে আসামিকে সরিয়ে ফেলতে হয়।

    • @mahbub9888
      @mahbub9888 Год назад

      100% RIGHT IDEA

  • @islamicyoutubebanglabd
    @islamicyoutubebanglabd Год назад +19

    কোথাও কাউকে ধরতে গেলে এরেষ্ট ওয়ারেন্ট দেখান,রাতে আধারে মানুষকে ধরেন কেন। আল্লাহ আমাদের প্রশাসনকে সৎ ও হেদায়াতের পথে পরিচালনা করুক।

    • @ashissarker515
      @ashissarker515 Год назад

      কারন দিনের আলোতে অপরাধীরা ভোল পাল্টে ফেলে.......
      অপরাধী ধরাটা কি এত্তো সোজা?

  • @asrafulislamzubayer
    @asrafulislamzubayer Год назад +63

    হারুন শার আপনার কি যে হবে একমাত্র আল্লাহ ভালই জানেন। আপনি আমাদের বড় বড় সব আলেমদের দরে দরে নিছেন। আল্লাহ আপনাকে এক দিন ধরবেন ইনশাআল্লাহ।

    • @azadmadbar6147
      @azadmadbar6147 Год назад +17

      Alem jodi jalem hoy ki korbe

    • @Moinkhan-dc5ob
      @Moinkhan-dc5ob Год назад +17

      আলেম না বলে বলাৎকারকারী পায়ুপথের যুদ্ধা বললে বুঝতে সুবিধা হবে

    • @Asifkhan-wk2lt
      @Asifkhan-wk2lt Год назад +4

      @@azadmadbar6147 hmm

    • @mdalomgir7320
      @mdalomgir7320 Год назад

      moin khan কে মনে হয় পায়ুপথে ওয়াশ করা হয়েছিল

    • @asrafulislamzubayer
      @asrafulislamzubayer Год назад

      @@azadmadbar6147 a sob alem jamel noy

  • @babudocumentary2835
    @babudocumentary2835 Год назад +17

    অনেক সুন্দর❤🥰❤‍🔥

  • @sedrobd6302
    @sedrobd6302 Год назад +15

    খুবই সময়োপযোগী সিদ্ধান্ত। ভূয়া ডিবিদের গণপিটুনির আওতায় আনা হোক। জনগন প্রস্তুত।

  • @funnyworld6671
    @funnyworld6671 Год назад +2

    Subhanallah alhamdulillah Allah hu akbar la ilaha illallahu muhammadur rasulullah

  • @abukausar5199
    @abukausar5199 Год назад +4

    বিষয়টা ক্লিয়ার করে বলার জন্য ধন্যবাদ স্যার

  • @shawonahmed879
    @shawonahmed879 Год назад +14

    কি কইতাম ভাই সিংগাপুর থাকি দেশে গেলাম ছুটি তে রাত ১১ টায় ৪ ৫ জন ডিবি দরলো বাইক সহ বললো বাইক কার বললাম ছোট ভাইয়ের উত্তর দিলো আপনি নিয়ে বাহির হইসেন কেনো😆 আরে ভাই আমার টাকার গাড়ি আমি প্রবাসী তাই বলে আমার কোনো শখ আললাদ নাই😴😴 তারপর বললো কি করেন বললাম প্রবাসী সিংগাপুর থাকি আর দিলেন ধান্দা কইরা ২ হাজার থাক সমস্যা নাই ২ হাজার গেসে মান ইজ্জত তো বাচলো😕 এই আপনাদের অবস্থা সালাম আপনাদের 😁😁😁😁😄😃😃🤣🤣🤣🤣🤣 বাসায় আইসা কেউরে বলতে ও লজ্জা লাগতাসিলো একা একা অনেক খন হাসলাম আপনাকে দেখে কথা বলে ফেললাম😂

  • @md.hadayetulislam7765
    @md.hadayetulislam7765 Год назад +31

    তার কথায় মনে হচ্ছে সরকার নরবরে অবস্থায়।
    গুমের যে প্রথা চালু হইছে তা কি এত সহজে বন্ধ করতে পারবা। এই প্রথা তোমাদের নিয়েই ডুববে।
    যাই হোক ভালো কাজের প্রসংশা হওয়া উচিত। দেরিতে আর নিজেদের জান বাঁচানের তাগিদে হলেও নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ।

    • @spyroo8876
      @spyroo8876 Год назад

      Hm...hasina er payer nicher mati sore jacche

    • @kibriabd
      @kibriabd Год назад

      ইলিয়াস হোসেন সব ফাঁস করে দিচ্ছে। কোনদিন ডিবির কি ফাঁস করে দেয় এই ভয়ে আগে থেকেই সাধু সাজতেছে।

  • @helpdesk8608
    @helpdesk8608 Год назад +2

    Thank you sir, you are so great. I appreciate you sir.

  • @nishanshill7796
    @nishanshill7796 Год назад +1

    ধন্যবাদ আপনাদের,,,

  • @lbanik2229
    @lbanik2229 Год назад +8

    Absolutely good decision bangladesh DB

  • @hmkawsar9164
    @hmkawsar9164 Год назад +8

    কার্ড দেখতে চাইলে তাদের ইগো তে লাগে আরো খারাপ আচরণ করে আইনের লোক নিজেরাই😥😥

  • @gfnb7955
    @gfnb7955 Год назад +7

    কার্ড চাইলে জাগায় রিমান্ড শুরু করবে এমন ভাব লয়।যাইহোক কোন কাযে যেন পুলিশের কাছে না যেতে হয়।আল্লাহ রহম কর।সেটা হোক ভাল আর আর বিপদ আপদে।

  • @cdbdjjfjff7154
    @cdbdjjfjff7154 Год назад

    ধন্যবাদ খুব সুন্দর পরামর্শ দিয়েছেন

  • @mdnazmulislam6196
    @mdnazmulislam6196 Год назад +16

    আপনি গাজীপুরে যা করে গেছেন তা গাজীপুরের মানুষ জীবনে ভুলবেনা, গাজীপুর বাসী প্রতি ঘন্টায় ঘন্টায় আপনাকে অভিশাপ দেয়।

  • @emonsuremonsur7700
    @emonsuremonsur7700 Год назад +3

    কার্ড টাও যদি নকল হয় তাহলে আমরা কি? করতে পারি। সেটা তো বললেন না।

  • @vocalian
    @vocalian Год назад

    ধন্যবাদ স্যার।

  • @MdAbir-lz3xi
    @MdAbir-lz3xi Год назад

    ধন্যবাদ ভালো লাগলো আপনার বক্তব্য টা

  • @rahmanmizanur3635
    @rahmanmizanur3635 Год назад +12

    রাতে ডিবি পরিচয় দিলে সমানে পিটানো এবং কোপানো শুরু করা উচিৎ। তার পরে পুলিশে খবর দেওয়া উচিত।

    • @user-sm1ch7hj7c
      @user-sm1ch7hj7c 10 месяцев назад

      D.d poreca dela hat paa banga gaca goleya deta haba ata jonaganr aien a bola aca .

  • @zakariakamal
    @zakariakamal Год назад +12

    Arresting must be done by uniformed police of local Thana --- not by DB.
    However, the RAB can arrest, because they have a special mission, given by Government, to fulfill.

  • @asifhasan2166
    @asifhasan2166 Год назад

    vi khub valo akta kotha bisoia bolsen....

  • @silent2104
    @silent2104 Год назад

    গুরুত্বপূর্ণ ভিডিও।

  • @user-vp8nq3zm9i
    @user-vp8nq3zm9i Год назад +5

    এটা কোনো সমাধান না। ডিবি কাহকে আনতে হলে ঐ থানার পুলিশের দারোগাকে অথবা স্থানীয় এলাকার চকিদার যেনো সাথে থাকে। নতুবা ডিবি আনার প্রয়োজন কি? খবর দিলেই কার্যালয়ে চলে আসবে।

  • @bhuiyanswapon3386
    @bhuiyanswapon3386 Год назад +5

    ধন্যবাদ বিষয় টা পরিস্কার করে দেবার জন্য।

  • @md.mursalinsheikh7590
    @md.mursalinsheikh7590 Год назад

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @mrshaikh6425
    @mrshaikh6425 Год назад +1

    স্যার আপনাকে অনেকেই পছন্দ করে না, কিন্তু আজকে আপনাকে আমি অনেক অনেক পছন্দ করলাম।

  • @hossenbillal9500
    @hossenbillal9500 Год назад +47

    আল্লাহ তুমি আমাদের সবাইকে ইসলাম বুঝার ও আমল করার তাওফীক দান করুন আমীন

    • @mashchy_mt.2797
      @mashchy_mt.2797 Год назад +1

      তোর শান্তির ধর্ম নিয়ে তুই থাক , বাকিদের জ্ঞান চোদাতে আসিস না , তোরাই একমাত্র ধর্ম তারা নিজেদের মসজিদে নিজেরাই বোমা মারিস, কাফেরদের গলা কাটিস

    • @BD-mm9ep
      @BD-mm9ep Год назад +2

      অপ্রাসঙ্গিক মন্তব্য করবেন না। মানুষকে বিরক্ত করবেন না।

    • @mahfujmahfuj3658
      @mahfujmahfuj3658 Год назад

      অপ্রাসঙ্গিক কথা বলাটা কোন ধরনের ভদ্রতা রে ভাই

    • @MamunurRashid-vy3fs
      @MamunurRashid-vy3fs Год назад

      ধুর সালা

    • @ssr5049
      @ssr5049 Год назад

      বোকাচো** নাকি?

  • @mdjahedhassan3187
    @mdjahedhassan3187 Год назад +14

    "আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু"
    আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না, আবার একদিন থাকব ও না। আসুন আমরা সবাই মিলে সালাত কায়েম করি। অতএব, নিজে সালাত আদায় করুন এবং অন্যকে সালাত আদায় করার জন্য দাওয়াত দিন।

    • @BD-mm9ep
      @BD-mm9ep Год назад +1

      অপ্রাসঙ্গিক মন্তব্য করবেন না। মানুষকে বিরক্ত করবেন না।

  • @masudmehedi9826
    @masudmehedi9826 Год назад

    100% খাটি কথা Thank you Brother

  • @nasarulhoque203
    @nasarulhoque203 Год назад

    ধন্যবাদ আপনাকে আপনাদের উপর সাধারণ জনগণের খোব অনেকটা কমে আসবে

  • @RafiqulIslam-gm9rl
    @RafiqulIslam-gm9rl Год назад +7

    হারুন স্যার আপনাকে ধন্যবাদ।

  • @nowjeshalamkhandakerjeweln5913
    @nowjeshalamkhandakerjeweln5913 Год назад +7

    এতোদিনে হুশ আসলো জনাব!

  • @mydreamg8
    @mydreamg8 Год назад

    অনেক সুন্দর উদ্দেগ 👍👍👍

  • @Anayetinternational1993
    @Anayetinternational1993 Год назад

    খুব ভাল লাগছে

  • @AbdusSattar-bh8vs
    @AbdusSattar-bh8vs Год назад +8

    এটা কোন সমাধান না। কড ওরা দেখায় না গালাগালি করে। আমার মনে হয় ডিবি পরিচয়ে দরা হলে আপনারা নিকটস্থ পুলিশ কে অবহিত করে তাদের হাতে তুলে দিয়েন তার পর ওখান কার পুলিশ কমকতার কার থেকে আপনারদের তদন্তে প্রযোজনে যেতায় খুশি নিয়ে যান, যাতে তার পরিবার থানাতে গিয়ে জানতে পারে যে প্রশাশনের হেফাজতে আছে।

  • @mdismailsheikh7196
    @mdismailsheikh7196 Год назад +14

    এমন ভাবে বলতেছেন যে কার্ড আর নকল করতে পারবেনা আরে ভাই এটা বাংলাদেশ এখানে সব সম্ভব।

    • @lalhimsangbawm6967
      @lalhimsangbawm6967 Год назад

      QR code ase bhai.. Possible na

    • @mesbaulhaque2572
      @mesbaulhaque2572 Год назад

      @@lalhimsangbawm6967 সম্ভব, কোড তো নিজেও বানানো যায়। আমার সকল পাসওয়ার্ড আমি মোবাইল এপস দিয়ে কোড দিয়ে সেভ করে রেখেছি

    • @lalhimsangbawm6967
      @lalhimsangbawm6967 Год назад +1

      @@mesbaulhaque2572 আপনি কোনো পণ্য কিনে থাকলে সেখানে QR কোড থাকবে, সেটা স্কেন করলে ক্রয়কৃত পণ্য সম্পর্কে সমস্ত তথ্য চলে আসবে আসলে পণ্য টা সত্যি কিনা এটাও ঠিক তেমনি।কোনো ভাবে বানানো যায় না। পুলিশের কম্পিউটার সার্ভারে সাথে যুক্ত থাকে।

  • @runaakther9009
    @runaakther9009 8 месяцев назад

    ধন্যবাদ বাদ স্যার

  • @dr_traveller
    @dr_traveller Год назад

    অনেক সুন্দর সিদ্ধান্ত স্যার

  • @mohammedshahanur4649
    @mohammedshahanur4649 Год назад +7

    যারা ডিবি পরিচয় দেয় তাদের ফটো ওটিয়ে রাখা খুবই জরুরী।

  • @DrFazlerabbi
    @DrFazlerabbi Год назад +3

    Is it possible to ask for I'd cards ? No

  • @jiyontv
    @jiyontv Год назад

    ধন্যবাদ

  • @rumaiyajannat9900
    @rumaiyajannat9900 Год назад

    Onek vlo kotha bolechen ,,, DB porichalok ..tnx,

  • @nuralam4689
    @nuralam4689 Год назад +6

    আপনার কথার মত কাজটা যদি এতটা মসৃণ হত! ডিবির কাছে আইডি কার্ড চাওয়া! এতটা সাহজ না, এর চেয়ে ডাকাতের কছে তার পরিচয় জানতে চাওয়া আরো সহজ।

  • @nakibahmed9266
    @nakibahmed9266 Год назад +3

    999 ফোন দিয়ে ensure korar somoy দেওয়া উচিত

  • @abulkhayer8532
    @abulkhayer8532 Год назад +1

    দিনকাল খুব খারাপ মামা কি যে হবে আল্লাহ ভালো জানেন।

  • @mdrafiqulislam2983
    @mdrafiqulislam2983 Год назад

    ধন্যবাদ স্যার

  • @sohorcity4804
    @sohorcity4804 Год назад +3

    যে নিজে চুরি করে সে চোরের সন্ধান কিভাবে দিবে এ সকল অপকর্মের কারণে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে

  • @sumonmia7129
    @sumonmia7129 Год назад +24

    হারুনর রশীদ স্যার কে,গাজীপুরের পুলিশ কমিশনার হিসেবে দেখতে চাই,,,,,,,,,,,

    • @zahirmasud7242
      @zahirmasud7242 Год назад +2

      Why? are you looking for RAW agents?

    • @shahabuddin434
      @shahabuddin434 Год назад

      সে হারামি টাইপের, বয়স বৃদ্ধি আন্দোলনে সে যে নির্যাতন করে তার বিবরণ দেওয়া যায় না।

    • @Rashid05299
      @Rashid05299 Год назад +1

      @@zahirmasud7242 WHAT IS YOUR PROBLEM? ARE YOU INVOLVED ANY CRIMINAL MEMBER?

    • @filmselecttrailer190
      @filmselecttrailer190 Год назад

      Ami kore dibo 150 taka diye QR code shoh

    • @hasanwahid07
      @hasanwahid07 Год назад +1

      Gazipurer SP chilo

  • @mdkamalarif3098
    @mdkamalarif3098 Год назад +17

    সেলুট সার আপনাকে আপনাদের আর বাংলাদেশ সেনাবাহিনী এই দুটো গ্রুপ আছে বলেই বাংলাদেশ এখনো ভালো আছে 💗💗💗💗💗

  • @radoanazad4535
    @radoanazad4535 Год назад

    Very nice moment thanks for you

  • @hmmamun1781
    @hmmamun1781 Год назад

    অনেক সুন্দর তথ্য পেলাম, কিউ আর কোড দিয়ে যাচাই করা খুব সহজ, সবাই কিউ আর কোডের ব্যবহার জেনে নিবেন ।

  • @gmsayed2967
    @gmsayed2967 Год назад

    সুন্দর কথা বলছেন

  • @monmonmonkkm3219
    @monmonmonkkm3219 Год назад

    thank you sir.......

  • @noormahmood425
    @noormahmood425 Год назад +2

    Qr verified uniform is a very ideal step. Thank you for your service

  • @emranasrafi
    @emranasrafi Год назад

    Tnq

  • @princeratuldas1250
    @princeratuldas1250 Год назад

    Valobasar akjon Manus 💝

  • @reizenworld
    @reizenworld Год назад

    Thanks

  • @Evergreenbangalsong
    @Evergreenbangalsong Год назад +2

    কার্ড নকলের অনেক উপায় আছে,,, মেডিকেল ডঃ দের মতো প্রত্যেক ডিবি সদস্যের আলাদা সিরিয়াল নাম্বার এবং তা ডিবি ওয়েব সাইটে ভেরিফিকেশন এর ব্যাবস্থা থাকলে ভালো হয়।

  • @NurMohammad-pp2xt
    @NurMohammad-pp2xt Год назад

    স্যার ভালো কথা বলেছে

  • @morningdew9387
    @morningdew9387 Год назад

    ভালো কথা বলেছেন স্যার।

  • @emonhasan1463
    @emonhasan1463 Год назад +1

    Nice💞

  • @cnf9948
    @cnf9948 Год назад +1

    কার্ড দেখাতে না পারলে বাসায় বটি ছুরি লাঠি ইট যা থাকবে তা দিয়ে মাথা ফাটিয়ে দিন অথবা হাত পা কেটে দিন এ কথাই আমি এতদিন কমেনট করতাছি ধন্যবাদ হারুন স্যারকে।

  • @gazimohammadrasal9247
    @gazimohammadrasal9247 Год назад +1

    আপনারা ডিবি কে বলে দিবেন কার্ড দেখানোর জন্য জিজ্ঞেস করলে কার্ড দেখানোর জন্য।
    ধন্যবাদ আপনাকে একটা ভালো পরামর্শ দেওয়ার জন্য।

  • @rootcat643
    @rootcat643 Год назад +1

    কার্ড দেখাতে না পারলে যা করার নিজেরা করতে অতএব, কেউ ডিবি পরিচয়ে দুর ব্যবহার করলেও হাত পা ভেঙ্গে দেওয়া উচিৎ জনগণের

  • @user-ms1or8es6y
    @user-ms1or8es6y 8 месяцев назад

    ধন্যবাদ হারুন ভাই আপনাকে।

  • @rhrobi4854
    @rhrobi4854 Год назад

    খুব সুদর কথা বলেছেন স্যার

  • @imrulimrul4735
    @imrulimrul4735 Год назад +1

    আপনার বিচার হবে ইনশাআল্লাহ

  • @mdjaberhossain2254
    @mdjaberhossain2254 Год назад +1

    এসপি।হারু সাহেব আপনি যত সহজে ব্রিফিং করছেন ব্যাপারটা তখন তত সহজ থাকে না

  • @hossainasif9431
    @hossainasif9431 Год назад

    খুব ভাল কথা।

  • @mashiatmostazim6024
    @mashiatmostazim6024 Год назад

    Thank you very much

  • @jahangirhossan9042
    @jahangirhossan9042 Год назад

    এত বছর পরে আপনি এ ধরনের জ্ঞান আসছে মাথায় আমরা বুঝতে পারলাম না বাংলাদেশে হাজার হাজার ঘটনা এরকম ঘটেছে মানুষ নিয়ে যাচ্ছে আপনি আজ সোমবার সম্মেলন করে আপনি এ ধরনের কথা বলতাছেন আপনারা ক্ষমতার অপব্যবহার করার জন্য এক নম্বর বাংলাদেশের মাটিতে আপনাদেরকে বিশ্বাস করাটা খুবই টপস আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক সাধারণ মানুষকে আল্লাহর রহমত করুক এটাই আমাদের কামনা আল্লাহর কাছে

  • @md.hanifhanif902
    @md.hanifhanif902 10 месяцев назад

    Rait vai tanks

  • @hasanrana1040
    @hasanrana1040 Год назад +2

    আমরা তো কার্ড চিনিনা, নকল কার্ড দেখাইলে কিভাবে বুঝবো? আর এই বিষয়টা আরো আগে বলা দরকার ছিলো, এতো দেরি কেন বন্ধু? আবার বন্ধু বলছি বইলা রাগ কইরেনা 🙂 "অনেক জায়গায় লেখা দেখছি পুলিশ জনগণের বন্ধু"

  • @misstykotha2963
    @misstykotha2963 Год назад +1

    👍👍👍👍👍👍

  • @ashanurrahman7565
    @ashanurrahman7565 Год назад

    আপনি ঠিক বলেছেন ভাই এবং

  • @mohammedsiraj1932
    @mohammedsiraj1932 Год назад

    Good job

  • @TahmidsCreationBD_
    @TahmidsCreationBD_ Год назад +2

    অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন স্যার 👍👍👍👍

  • @tozammolhaquebokul7444
    @tozammolhaquebokul7444 Год назад

    ধন্যবাদ ঠিক আছে কাড দেখে

  • @MdRafi-oc3cz
    @MdRafi-oc3cz 4 месяца назад +1

    কথা শেষে হারুন সাহেব মাথা কেন চুলকাচ্ছে?
    Why is Mr. Harun's head itching?

  • @warrior...c....w...
    @warrior...c....w... Год назад +1

    প্রশাসনকে অপারেশনে গেলে অবশ‍্যই যেন আইডি কার্ড দেখাবেন এবং অথেনটিক তৃতীয় পক্ষের কাছে ঐ সময় কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ সংরক্ষণ করার ব‍্যবস্থা রাখা প্রয়োজন ।

  • @user-ho5ff3qu1q
    @user-ho5ff3qu1q 9 месяцев назад

    শুভকামনা

  • @samiulislam1082
    @samiulislam1082 Год назад +2

    স্যার যদি কাড চাওয়া হয় আর সে যদি হয়ে অরিজিনাল ডিবি তা হলে সাথে সাথে অত্যাচার সুরু হয়ে যা-ই

  • @mdsototaplaza3451
    @mdsototaplaza3451 7 месяцев назад

    খবর আছে ভালো খবর আছে

  • @sumonromi848
    @sumonromi848 Год назад

    Very good

  • @MDJAHANGIR-us2po
    @MDJAHANGIR-us2po Год назад +1

    কার্ডটির নমুনা দেশবাসির সবাইকে দেখালে ভাল হতো, অনেকেই হয়তো ভুয়া একটি দেখিয়ে বলবে যে এটি ডিবির পরিচয় পত্র৷ অবশ্যই উন্নতমানের কার্ড করতে হবে যাতে কেউ নকল করতে না পারে৷ উক্ত ব্যক্তি ঠিক কিনা তা যাচাই করার জন্য একটি হট লাইন নম্বর দিলে ভাল হবে৷ ধন্যবাদ

  • @icarusicarus4801
    @icarusicarus4801 Год назад

    Khub upokar hoilo bae
    Jara DB ar full outfit banaite pare oy to r card banaite prbo na tai na ??