খুব সুন্দর একটি উপস্থাপনার মাধ্যমে প্রকৃতির কোলে শান্ত পরিবেশে শান্তির ঠিকানা পেলাম ঘুরন চণ্ডী টিমের এই অবিস্মরণীয় ও বৈশিষ্ট পূর্ণ ভিডিও টি র মাধ্যমে। এমন ভাবেই ভ্রমণের সাথে জড়িয়ে থাকুক দেশের ধর্ম, সংস্কৃতি, সংগীত , নৃত্য, ও বিবিধ ধারার শিল্প, কারিগরী কর্ম নিপুনতার দৃষ্টান্ত মূলক কাজের সঙ্গে জড়িয়ে থাকা অফ বিট জায়গায় ঘুরতে ঘুরতে অভিনব অনুভূতির প্রকাশ ঘটুক অন্তরে ও মননে। মাজুলী দ্বীপের বিভিন্ন সত্র গুলিতে সংস্কৃতি ও আধ্যাত্মিক শিক্ষার শ্রেষ্ঠ পীঠস্থান হিসেবে সুবিখ্যাত। সনাতন ধর্মের বিভিন্ন পর্য্যায় অপূর্ব সুরেলা সংগীতের মুর্চ্ছনা, মন্ত্র মুগ্ধ কর নৃত্যের মাধ্যমে পুরানো ইতিহাস কে সত্য হিসেবে মূর্ত হয়ে উঠেছে তাদের শিল্প কলা র মাধ্যমে।
Khub bhalo laglo
ধন্যবাদ দিদি
খুব ভালো লাগলো মাজুলী ভ্রমণের কথা। সাথে আপনার প্রয়োজনীয় উপস্থাপনা এককথায় অনবদ্য। ভবিষ্যতে মাজুলী যাওয়ার ইচ্ছে থাকলো।
ধন্যবাদ দাদা, এই বছরের নভেম্বরে আবার যাওয়ার কথা ভাবছি আমরা
খুব সুন্দর একটি উপস্থাপনার মাধ্যমে প্রকৃতির কোলে শান্ত পরিবেশে শান্তির ঠিকানা পেলাম ঘুরন চণ্ডী টিমের এই অবিস্মরণীয় ও বৈশিষ্ট পূর্ণ ভিডিও টি র মাধ্যমে। এমন ভাবেই ভ্রমণের সাথে জড়িয়ে থাকুক দেশের ধর্ম, সংস্কৃতি, সংগীত , নৃত্য, ও বিবিধ ধারার শিল্প, কারিগরী কর্ম নিপুনতার দৃষ্টান্ত মূলক কাজের সঙ্গে জড়িয়ে থাকা অফ বিট জায়গায় ঘুরতে ঘুরতে অভিনব অনুভূতির প্রকাশ ঘটুক অন্তরে ও মননে।
মাজুলী দ্বীপের বিভিন্ন সত্র গুলিতে সংস্কৃতি ও আধ্যাত্মিক শিক্ষার শ্রেষ্ঠ পীঠস্থান হিসেবে সুবিখ্যাত।
সনাতন ধর্মের বিভিন্ন পর্য্যায়
অপূর্ব সুরেলা সংগীতের মুর্চ্ছনা, মন্ত্র মুগ্ধ কর নৃত্যের মাধ্যমে পুরানো ইতিহাস কে সত্য হিসেবে মূর্ত হয়ে উঠেছে তাদের শিল্প কলা র মাধ্যমে।
সত্যিই মাজুলি দ্বীপের এই রাস মহোৎসব সমগ্র বিশ্বে অনন্য এক উৎসব