কচুয়া ধাম ভ্রমণ | Kachua Dham tour in bangla | Birth place of baba lokenath | weekend tour

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • 9PIXVIDEO
    কচুয়া ধাম | চন্দ্রকেতুগড় ও তাঁর সংগ্রহশালা | চাকলা ধাম | ইছামতি নদীর ধার ।শীতে একদিনের দারুন ট্যুর।
    Hello Friends
    In this video we will visit
    (Please go with the time stamp)
    1) kachuya dham (Birth place of Loknath baba) 2:05
    2) Chandraketugarh 6:22
    3) Chakla dham 10:03
    4) Chandraketugarh museum (Berachampa) 12:38
    5) Dhannokuriya 14:06
    6) Ichamati river (Itinda ghat) 14:25
    -----------------------------------------------------------------
    🏡 ঘুরে এলাম লোকনাথ বাবার কচুয়া ও চাকলা ধাম, সাথে আমাদের এক্সট্রা পাওনা চন্দ্রকেতু গড় ও তার সংগ্রহশালা , আর দিনের শেষে সব ক্লান্তি দুরে চলে গেল বসিরহাটের ইছামতি নদীর পারে একটু সময় কাটিয়ে।
    😔এবছরের শীতটা কেমন যেন হট করে চলে যাওয়ার সাথে সাথে মনটা খারাপ হয়ে গিয়েছিল।দিন কয়েক আগে মা হটাৎ বললো অনেক দিনের ইচ্ছে লোকনাথ বাবার মন্দিরে একটু পূজো দিতে যাবে , আর এর সাথেই আমি একটা ছোট্ট একবেলার ঘোরার প্লান করে ফেললাম। মনটাও বেশ চনমনে হয়েগেল 😊. পাড়ার এক দাদার গাড়ি কে ভাড়া করে সকাল সকাল বেরনোর প্লান করা হলো।
    🚗 শিত চলে গেলেও সকালের দিকটা এখনো একটু ঠান্ডা ঠান্ডা ভাব , তাই গাড়ির ভিতর টা ac ছাড়াই বেশ আরাম দায়ক লাগছিলো। আমরা new town হয়ে রাজার হাটের রাস্তা ধরে ফেললাম , সকাল বেলার sec5, বিশ্ববাংলা সরণি , সদ্য যাত্রা শুরু করা ew মেট্রো , কর্ম ব্যস্ত মানুষজনকে পাশে ফেলে সবুজ মাঠ ঘাটের রাজ্যে চলে গিয়েছিলাম। আশেপাশের উঁচু বাড়িগুলো হটাৎ যান ছোট্ট ছোট্ট হয়ে গিয়েছিলো। এর পর আমরা বসিরহাট টাকি রোড ধরে ফেললাম । চোখে পড়লো বড় বড় জলাশয় , আসলে ওগুলো নাকি মাছের ভেরি ছিল। বেশ খিদে পেয়ে যাওয়াতে আমরা গাড়ি থামিয়ে একটা ছোট্ট দোকানে কিছু খেয়ে নিলাম। আবার আমাদের পথ চলা শুরু হলো।
    🙏 অবশেষে আমরা স্বরূপনগর বাজারের কাছে লোকনাথ বাবার কচুয়া ধামে এসে উপস্থিত হলাম।বেশ বড় এই মন্দির চত্বর। পুকুর , ছোট দোকান পাট, বড় একটা ভোগ খাওয়ার ঘর , আর প্রচুর আম গাছ যা কিনা মুকুলে ভর্তি। পূজো বসে ঠিক দুপুর 12 টা নাগাদ , আর তার ঠিক দেড় ঘন্টা বাদে ভোগ দেওয়া হয়ে থাকে। তাই আগে থেকে 50 টাকা দিয়ে ভোগের টিকিট করে নেওয়া হয়েছিল। সময় মতো পূজো দেওয়া সেরে ও ভোগ খাওয়ার পর আমরা পাশের এলাকা টা ঘুরে দেখে নিলাম। একজন জানালেন এখানে একটা নতুন রাধাকৃষ্ণ এর মন্দির হয়েছে সেটাও দেখে আস্তে , সত্যি দারুন সুন্দর ছোট্ট মন্দির টা। এর পর আমরা অনেকটা মিছড়ি নিয়ে (প্রসাদ) বাবাকে প্রণাম করে আমাদের গাড়ি ছেড়ে দিলাম।
    🌐 পথে এবার আমরা নেমে পড়লাম চন্দ্রকেতু গড়ের প্রত্নস্থল দেখতে , ইতিহাস টা আগেই google জেঠার কাছে জেনে নিয়ে ছিলাম তাই ঘুরে দেখতে আরো রোমাঞ্চিত হয়ে গেলাম। তবে প্রত্নস্থল টিকে আরো ভালো ভাবে রক্ষণাবেক্ষণ করা উঠিত বলে আমি মনে করি। এই
    প্রত্নস্থল থেকে পাওয়া অনেক সামগ্রী নিয়ে হালে তৈরি হয়েছে এক নতুন চন্দ্রকেতুগড় সংগ্রহশালা । সেটাও আমরা দেখে নিলাম চাকলা ধাম থেকে ফেরার পথে। এখনো কোনো টিকিট এর ব্যাবস্থা চালু করা হয় ওঠেনি। বেশ ঝাঁ চকচকে এই সংগ্রহশালা টি । জানলে অবাক হবেন এই এলাকা থেকে রোম পর্যন্ত বাণিজ্য চলতো সেকালে।
    🙏 এবার আমরা চললাম চাকলা ধামের উদ্দেশে । সেটাও বেশ সাজানো গোছানো মন্দির। দোতলা বিশাল মন্দিরের সামনে অনেকটা সবুজের অবস্থান। আর একটা বিশাল যজ্ঞ কুন্ড। দুটো মন্দিরেই কোনো পান্ডা চক্র নেই , এটা বেশ ভালো। তবে চাকলা ধামের car parking থেকেই পূজা সামগ্রী কেনার জন্য অনেকে জ্বালাতন করছিলেন। দুপুর গড়িয়ে বিকেলে আমরা পা দিলাম ।
    🌐 এবার আমরা বসিরহাটের ইছামতী নদীর রূপ দেখতে গাড়ি ছাড়লাম , গাড়ি থেকেই পথে 250 বছরের পুরনো এক রাজবাড়ী দেখতে পেলাম। দিনের শেষে আমরা ইছামতী নদীর পাড়ে এসে উপস্থিত । ঠান্ডা বাতাসে আমাদের সব ক্লান্তি উবে গেল। স্থানীয় মানুষেরা জানালেন এই নদী পার করে ওপারে কিছুটা গেলেই নাকি বাংলাদেশ ।যাহোক আমাদের তো আবার কলকাতায় ফিরতে হবে তাই একটু চা খেয়ে আবার গাড়িতে উঠে পরা। একদিনের ছোট্ট এই ট্রিপ টাতে অনেক কিছু জানার ও দেখার সুযোগ আছে , তাছাড়া ছোট ও বয়স্কদের জন্য এই ট্রিপ টা কিন্তু আদর্শ। কলকাতা শহরের কাছে এই জায়গা গুলো কিন্তু টুক করে যেকোনো দিন দেখে আসা যায়। আপনারাও বেরিয়ে আসুন , বেশ এনজয় করবেন আসা করছি। আমার বানানো একটা ভিডিও ও তোলা কিছু ছবি সাথে দিয়ে দিলাম, দেখবেন সবাই , ধন্যবাদ 🙏.
    -----------------------------------------------------------------
    Some of my other travel videos are
    1) • Incredible Bicitrapur ... ( বিচিত্রাপুর - ওড়িশা ভ্রমণ )
    2) • Garchumuk 58 ,Uluberia... ( গড়চুমুক - উলুবেড়িয়া ভ্রমণ )
    3) • Gangtok tour with side... ( গ্যাংটক - সিকিম ভ্রমণ )
    4) • bakkhali tourist spot ... ( বকখালি ভ্রমণ প্রথম পর্ব ভ্রমণ )
    5) • bakkhali tourist spot ... ( বকখালি ভ্রমণ দ্বিতীয় পর্ব ভ্রমণ )
    6) • Chintamani kar bird Sa... ( চিন্তামনি কর অভয়ারণ্য ভ্রমণ )
    7) • সুভাষগ্রাম | 23Rd janu... ( কোদালিয়ার নেতাজি সুভাষ চন্দ্র বোসের আদি বাড়ি ভ্রমণ )
    8) • Ghatshila tour plan in... ( ঘাটশিলা - ঝাড়খন্ড ভ্রমণ )
    9) • Covid 19 Impact on Kol... ( শোভা বাজার রাজবাড়ীর দূর্গা পুজো ভ্রমণ )
    10) • Jubilee bridge আর সম্প... ( জুবিলী ব্রিজ ভ্রমণ )
    11) • Ahare Bangla/আহারে বাং... ( আহারে বাংলা খাদ্য মেলা কোলকাতা ভ্রমণ )
    12) • Ram Thakur Ashrom, Ja... ( কৈবল্য ধাম কলকাতা ভ্রমণ )
    13) • Chandannagar Jagadhatr... ( চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ভ্রমণ )
    14) • kolkata Durga puja 201... ( কোলকাতার দুর্গাপুজো ২০১৯ ভ্রমণ )
    15) • iscon rath of kolkata . ( ইস্কন এর রথযাত্রা -কলকাতা ভ্রমণ )
    16) • Champahati / চাম্পাহাট... ( বাজি বাজার - চম্পাহাটি ভ্রমণ )
    and Many More..
    facebook page of 9pixvideo
    / 9pixvideo
    twitter of 9pixvideo
    / 9pixvideo
    JOYBABALOKNATH
    babaloknath
    loknathtemple
  • РазвлеченияРазвлечения

Комментарии • 64

  • @cmaarpanmukherjee9136
    @cmaarpanmukherjee9136 3 года назад +5

    amar mone hye etai best video dekhlam kachua mandir tour e je kota dekhechi. oi museum theke ichamati river kotokhon laglo jete ektu janaben??

    • @9PIXVIDEO
      @9PIXVIDEO  3 года назад +1

      30 থেকে 40 min লেগেছিল অর্পণ বাবু । খুব ভালো লাগলো আপনার কমেন্ট টা। অনেক ধন্যবাদ আপনাকে , আমার চ্যানেলের অন্য ভিডিও গুলো দেখবেন , আসা করি আপনার ভালো লাগবে। 😊👍.

    • @dayamaymandal1327
      @dayamaymandal1327 3 года назад

      দাদা আমি কোথাও গেলে আশেপাশে কোথাও লোকনাথ বাবা মন্দির আছে কিনা কিনা দেখি ,এবং বাবাকে দর্শন করি! আর আপনার ভিডিও দেখে তো মন ছুয়ে গেল! আমিও তো আপনার সাথে কথা বলতে চাই !এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8145560521 প্লিজ দাদা কিছু বলবেন!

  • @pritamsarkar2946
    @pritamsarkar2946 3 года назад +1

    Jay baba loknath .aamader sabai k Rokhha koro baba.aamader pranam nio baba

    • @9PIXVIDEO
      @9PIXVIDEO  3 года назад

      নিশ্চই করবেন লোকনাথ বাবা 🙏.

  • @dayamaymandal1327
    @dayamaymandal1327 3 года назад +2

    Joy baba lokenath

    • @9PIXVIDEO
      @9PIXVIDEO  3 года назад +1

      জয় বাবা লোকনাথ 🙏

  • @shyamalkrdas3134
    @shyamalkrdas3134 3 года назад

    খুবই সুন্দর ভিডিও।

    • @9PIXVIDEO
      @9PIXVIDEO  3 года назад

      অনেক ধন্যবাদ শ্যামল বাবু , আমার অন্য ভিডিও গুলো পারলে দেখবেন আশাকরি সেগুলো ও ভালো লাগবে। 😊👍.

  • @sreesvlog3910
    @sreesvlog3910 2 года назад

    Darun informative

    • @9PIXVIDEO
      @9PIXVIDEO  2 года назад

      অনেক ধন্যবাদ 👍😊.

  • @soujaanya
    @soujaanya 2 года назад

    Nice

  • @loveshudajay5998
    @loveshudajay5998 2 года назад

    Darun video ..subsribe korlam...

    • @9PIXVIDEO
      @9PIXVIDEO  2 года назад

      ধন্যবাদ Jay 😊👍.

  • @sneharoy6567
    @sneharoy6567 3 года назад +1

    Nice video 📷👍🙏upner name ta ki jante pari?

    • @9PIXVIDEO
      @9PIXVIDEO  3 года назад

      ধন্যবাদ , Sayan 😊👍.

    • @sneharoy6567
      @sneharoy6567 3 года назад

      @@9PIXVIDEO আপনার মোবাইল নাম্বার টা কি জানতে পারি?

    • @9PIXVIDEO
      @9PIXVIDEO  3 года назад

      বলুন , এই ট্রাভেল ভিডিও সম্পর্কে কিভাবে আপনাকে সাহায্য করতে পারি , এখানেই ask করুন ।

  • @abhimukhopaddhay938
    @abhimukhopaddhay938 2 года назад +1

    Chakla dham thke kachua dham jaoar direct auto ache?

    • @9PIXVIDEO
      @9PIXVIDEO  2 года назад

      আমি পুরো ট্রিপ তা গাড়িতে করি , তবে অটো সার্ভিস আছে বোধয় , ধন্যবাদ !!

  • @attitudeheartkiller2302
    @attitudeheartkiller2302 3 года назад +1

    Darun jaaga amr khub valo laglo

    • @9PIXVIDEO
      @9PIXVIDEO  3 года назад

      অনেক ধন্যবাদ , আমার অন্য video গুলো কেও আসা করবো দেখবেন। 😊👍

  • @adisaktiastrochannel9003
    @adisaktiastrochannel9003 3 года назад

    Valo laglo .nice video

  • @jharnamanna3045
    @jharnamanna3045 2 года назад +1

    ট্রেনে করে গিয়ে একদিনে সব জায়গা গুলো দেখে কি কলকাতা ফেরা যাবে ?

    • @9PIXVIDEO
      @9PIXVIDEO  2 года назад

      একটু কষ্ট কর হয়ে যাবে ট্রেনে গেলে । অনেক ব্রেক জার্নি করতে হবে আপনাদের।

  • @sujitdebnath4492
    @sujitdebnath4492 3 года назад +2

    Chakla dham ami30 years ago giachilam. Abarjabo. Joy baba loknath joyba;ba loknath

    • @9PIXVIDEO
      @9PIXVIDEO  3 года назад

      জয় বাবা লোকনাথ 🙏.

  • @sreesvlog3910
    @sreesvlog3910 2 года назад +1

    By car kolkata theke kotokhon lage ?

    • @9PIXVIDEO
      @9PIXVIDEO  2 года назад

      দুই , আড়াই ঘন্টার মতো লাগবেই , কারণ মাঝ পথে একটু তো থামতেই হবে সবাই কে 😊.

  • @biplabdutta7686
    @biplabdutta7686 2 года назад

    Belghoria expressway theke Kochua Jabar Route ta kii ektu janale bhalo hoyy Dada....Ami Dakshineswar theke Belghoria expressway dhorbo....

    • @9PIXVIDEO
      @9PIXVIDEO  2 года назад

      বরাহনগর থেকে চিড়িয়া মোড় হয়ে রাজারহাট চৌমাথা যান এবার খরিবাড়ি হয়ে দেগঙ্গা পারকরে কচুয়া ধাম পৌঁছে যাবেন।

  • @pritampaul6045
    @pritampaul6045 4 года назад +1

    Darun hyeche

    • @9PIXVIDEO
      @9PIXVIDEO  4 года назад

      অসংখ্য ধন্যবাদ প্রীতম বাবু আপনাকে। 👍😊.

  • @sarnasaha2414
    @sarnasaha2414 3 года назад +1

    জয় বাবা লোকনাথ

  • @rksrider5594
    @rksrider5594 Год назад

    Night stay korar jonno hotel er babostha achay ki?

    • @9PIXVIDEO
      @9PIXVIDEO  Год назад

      বোধয় আছে , কিন্তু আমরা রাত্রিবাস করেনি , ঘুরে আসুন একদিন ভালো লাগবে আপনার , আসা করছি 😊👍.

  • @madhudutta2141
    @madhudutta2141 2 года назад

    Chakla theke ichha moti river koto time lage,r koto km

    • @9PIXVIDEO
      @9PIXVIDEO  2 года назад

      40 থেকে 45 মিনিট লাগবে গাড়িতে মাধুবাবু 😊👍.

  • @KreativeKreator
    @KreativeKreator 4 года назад

    khub valo hoyeche :)

  • @shyamapadaroy7746
    @shyamapadaroy7746 3 года назад +1

    JOY BABA MONGOLO KARI LOKENATH BROMVO CHARI PROVHU TUMI SOKOLER MONGOL KORO 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @tonmoydas1227
    @tonmoydas1227 3 года назад

    Joy baba loknath

    • @9PIXVIDEO
      @9PIXVIDEO  3 года назад

      🙏জয় বাবা লোকনাথ 🙏

  • @kanchanpaul5847
    @kanchanpaul5847 3 года назад

    KHUB sundor.....kotokhon laglo....ar koto km total janaben pls

    • @9PIXVIDEO
      @9PIXVIDEO  3 года назад

      অনেক ধন্যবাদ দাদা 😊👍.
      2 থেকে 2.30 ঘন্টার মতো লেগেছিল আমাদের । যাওয়া আসা মিলে 170 km এর মত পরে যায় এই পুরো ট্রিপ টাতে। তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিলাম বলে আমাদের একটু বেশি সময় লেগেছিল।

  • @linasarkar2393
    @linasarkar2393 4 года назад

    বাহ 👌👌

    • @9PIXVIDEO
      @9PIXVIDEO  4 года назад

      Thank you ma'am.👍😊

  • @aankhighosh623
    @aankhighosh623 3 года назад +1

    Rajbarir vetore jaowa allow nei?

    • @9PIXVIDEO
      @9PIXVIDEO  3 года назад +1

      হা একদম , আমরা যখন গিয়েছিলাম দেখলাম তালা দেওয়া আছে , সাথে বোর্ডে ও লেখা আছে ভিতরে প্রবেশ নিষিদ্ধ।

  • @rekhapradhan6387
    @rekhapradhan6387 3 года назад +1

    Voger time kotha theke kota obdhi?

    • @9PIXVIDEO
      @9PIXVIDEO  3 года назад

      পূজো বসে ঠিক দুপুর 12 টা নাগাদ , আর তার ঠিক দেড় ঘন্টা বাদে ভোগ দেওয়া হয়ে থাকে। তাই আগে থেকে 50 টাকা দিয়ে ভোগের টিকিট করে নেওয়া হয়েছিল।

  • @kanishkamandal987
    @kanishkamandal987 3 года назад

    Kolkata theke gele prothome kachua jaoa thik naki chakla dham??
    Kon rasta diye gelen details ta Jodi bolen khub valo hoye??

    • @9PIXVIDEO
      @9PIXVIDEO  3 года назад

      আগে কচুয়া , তারপর চন্দ্রাকেতুগর , তারপর চাকলা ধাম , then চন্দ্রাকেতুগর সংগ্রহশালা , রাজবাড়ী ও শেষে ইছামতী নদীর পাড়। রাজারহাট থেকে কাচকল হয়ে টাকি রোড যান , এবার স্বরুপ নগর বাজারের কাছেই কচুয়া ধাম চলে যাবেন।

  • @suranjandey6747
    @suranjandey6747 3 года назад

    chakla kibhabe jabo kochua thekhe by train

    • @9PIXVIDEO
      @9PIXVIDEO  3 года назад

      আমরা গাড়িতে গিয়েছিলাম , যত সম্ভব ট্রেনে করে ওখানে যাওয়া যায়না।

  • @dipakkundu4506
    @dipakkundu4506 3 года назад

    Wapp no debe bondhu💚

    • @9PIXVIDEO
      @9PIXVIDEO  3 года назад

      এখনো wa num নেওয়া হয়নি দীপক বাবু , আপনি ইন্সটা বা এই কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারবেন , ধন্যবাদ

  • @indian-suvonker17510
    @indian-suvonker17510 2 года назад

    Nice

  • @supriyabandyopadhyay2126
    @supriyabandyopadhyay2126 3 года назад

    জয় বাবা লোকনাথ

    • @9PIXVIDEO
      @9PIXVIDEO  3 года назад

      জয় বাবা লোকনাথ 🙏

  • @dayamaymandal1327
    @dayamaymandal1327 3 года назад

    Joy baba lokenath