পৃথিবীর আর যেকোন গানের থেকে এই গান আলাদা। কারণ, এই গানে কোন দৃশ্যকে অযথা "স্টাইলাইজ" করার চেষ্টা করা হয়নি। সম্পূর্ণ স্বাভাবিক দৃশ্য, চমৎকার কথা আর অর্ণব ভাইয়ের জাদুকরী কন্ঠ; সবমিলিয়ে অসাধারণ একটা গান হয়েছে। শুনছি শুনছি আর শুনছি!!!
এতদিন শুধু কলকাতার আর্ট ফিল্ম গুলোতে দেখেছি ওদের নোংরা রাস্তাঘাটকেও কি সুন্দর করে ওরা ফ্রেমে তুলে আনে, আর ভাবতাম ঢাকাকে নিয়ে কেউ কি কেউ এভাবে ভাবতে পারে না ? অপেক্ষার অবসান হল অবশেষে...... :)
এপার আর ওপার বাংলার অভিন্ন অনুভুতির সেতুবন্ধনে মিশে আছে শহরের ইতিকথাগুলো ......আমার শহর কলকাতা আমার শহর ঢাকা ....সময়ের বিবর্তনে রাজনৈতিক ব্যাবধান প্রাচীর আমাদেরকে আলাদা করলেও সেই যেন পুরনো চেনা চেনা মেঠো গানের সুরে একি ঐক্যে পাশাপাশি চলেছি আজও ..... ♥️♥️
kacher kolkata theke bolchi...arnob er simply fan ami....but ekhane aamay 'aynabaji' 'r trailer niye elo...aar ki bolbo....oshadharon concept mone holo....kolkatay ki release kora jabe....karon churi jore e jinish dekhte chaina....btw miss kore jachilam...superb lyrics and arnob as usual....muah to the team 'aynabaji'
Yeah...It was an awesome experience for us, just enhanced the thirst to watch it twice. Such a captivating story needs being watched again and again to unfold itself !! #Aynabaji is a beauty!
ঢাকা অনেক সুন্দর একটা শহর হতো যদি এর উপর থেকে কিছুটা চাপ কমানো যেতে...।তার পরেও মুভিতে এতো সুন্দরভাবে ঢাকাকে তুলে ধরা হয়েছে যা দেখে সত্যি অনেক ভালো লেগেছে
দেশের বাইরে যখনই যাই বিদেশের বিলাসী পঠভূমি ঝকঝকে পরিবেশ মুগ্ধ করে রাখে, কিন্তু সে অনুভূতি বড়জোর ১,২,কি৩দিন ৪দিনের দিন কেন যেন মন অস্থির হতে থাকে অব্যক্ত কিছু অনুভুতি বলার জন্য ছটফট করে। আজ জানলাম সেই কথা গুলো কি। অসাধারণ কথা অসাধারণ কম্পোজিশন।
অর্ণবদা অনেকদিন পর দেকলাম আপনাকে। আপনি প্লিজ ফিরে আসুন আবার এমন সব গান নিয়ে। খুব মিস করি সেই "একটা ছেলে"কে। 🙁 আমার অর্ণবের গানের সাথে বেড়ে ওঠার সেই দিনগুলো।
I've just heard a very well arranged song after a long time. This kind of music is very soothing and one of my favourite music type. Arnob Da is among the few music composers who give us a feeling like this. Thank You DADA for the song.
Ami Kolkata dekhechi, Dhaka shohor take eivabe ei prothom dekhlam. Duto shohor er majhe kono farak korte parlam na. Epar ar opar banglar kono parthokyo nei :)
সন্ধ্যায় বারান্দায় দাড়িয়ে ট্রাফিক দেখে খুব বিরক্ত হচ্ছিলাম। মাঝে মাঝে ঢাকা ছেড়ে চলে যেতে ইচ্ছে করে। গানটা শুনে চোখে পানি চলে এলো। যেমনি হোক এটাই আমার প্রানের শহর। অমিতাভ রেজাকে খুব কাছ থেকে কৃতজ্ঞতা জানাতে ইচ্ছে করে ভিডিওটা দেখলে। কি সুন্দর করে তুলে ধরেছে ধুপখোলা বাজার, খেলাঘর, গেণ্ডারিয়া, খুব চেনা অলিগলি, আমার প্রানের পুরানো ঢাকা। সত্যি এই শহর আমার, এই মানুষ আমার.................................।
The slo-mo fever has reached us after a long time(bangla music video). We have seen some good works too. But this one scene at 2:52 sets you apart from all of them. For me this one is world class. Great work by the crew.
ayna baji dekhlm dekhe mne hlo bd er 1 ta sera movie dekhlm(monpura r por).....jdio dekhchilam arnob dar gaaner jnno....kintu movie tao sundar ar as usual chanchal chowdhury r anaboddo acting....dekhe vlo laglo
অর্ণব নামটি শুধু যে নামে মানায় তাই নয় ""গানেও মানায় বেশ "আমি আজ পযর্ন্ত অর্ণবের যতগুলো গান শুনেছি "শোনার আগেই ভেবেছি এটা বৎসরের সেরা গান"গানে খোজে পেয়েছি ভাষা পেয়েছি বার বার শোনার আগ্রহ""আমাদের এপার বাংলায় অনেক প্রতিভা আছে যা আমাদের চোখে পড়েনা ""যেমন প্রিতম ""
গানটা যত শুনি শুধু শুনতে ইচ্ছে করে, দেখলাম কলকাতা আর ঢাকা কি মিল, অর্নব ভাইয়ের জাদু গরি কন্ঠ মিলে যায় অনুমপ সাথে। অনুপমের কয়েকটি গানের বিডিও এইরকম। এই শহর আমার এই মানুষ আমার।।
যার যেই ক্যারেকটার সে সেই ক্যারেকটার এর মদ্ধ্যেই অবস্থান করতেছে... এর থেকে আর কি বলার আছে.... আর অর্নব দা তোমাকে যে কতটা ভালোবাসি তা বলে বোঝাতে পারবো নাহ.... তোমার সব গান ই আমি ফিল করি.. আর সেই ফিল করার মদ্ধ্যে যেই মজা আছে তা আর কিছুতে নেই.....
Last time when I went back to Dhaka in 2021 after 2 long years for a small visit I played this song first thing after getting into the car. I've been living in Toronto for 3.5 years now and it's an amazing city but WALLAHI it can never top Amar shohor. Playing this song in Dhaka (Amar Shohore) after all these time hits you differently. I love my shohor karon ei Shohor Amar.
gaan ta dekhe mone hoche chiro chena shohor tar prem e pore gelam notun kore..seriously khub kom movie evabe vabai..hats off to aynabazi team..aro emon movie hok r amra Hollywood bollywood pechone fele egie jai :-)
সখী, ভাবনা কাহারে বলে। সখী, যাতনা কাহারে বলে । তোমরা যে বলো দিবস-রজনী 'ভালোবাসা' 'ভালোবাসা'-. সখী, ভালোবাসা কারে কয়! সে কি কেবলই যাতনাময় । সে কি কেবলই চোখের জল? সে কি কেবলই দুখের শ্বাস ? লোকে তবে করে কী সুখেরই তরে এমন দুখের আশ । আমার চোখে তো সকলই শোভন,. সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন,. বিশদ জোছনা, কুসুম কোমল
I was wondering how come I took such a liking to the song.. Then came the realization- it's Arnob; that Arnob from Majhe Majhe and Tomar Jonno and several other beautifully crafted work.
first time bangla movie te sohor ta describe korte dekke onk vlo laglo vai tnk you for this song for this type of cinematography. all the best wishes for you ayna baji project
আইসক্রিম মুভিতে অসাধারণ রাতের ঢাকা দেখার পর ......... ভোরের ঢাকা দেখলাম এই মুভিতে ......... ঢাকার এই রূপ কোন গান,মুভি বা ভিডিওতে এর আগে আসছে কিনা মনে পড়ে না ......... আর অর্ণবের কথা কি বলব ......... গানটা শুনার পর থেকেই একটা ঘোরের মধ্যে আছি !!!!
প্রিয় ৩ "অ"- অঞ্জন দত্ত, অনুপম রায় আর সবচেয়ে প্রিয় অর্ণব। দারুণ!
mile gelo!high 5 bro
Valobasa bro😍
Anupom roy😂😂
Tore koise shala r bolod🤣
Rupom Islam কই যাবে? 🙄
পৃথিবীর আর যেকোন গানের থেকে এই গান আলাদা। কারণ, এই গানে কোন দৃশ্যকে অযথা "স্টাইলাইজ" করার চেষ্টা করা হয়নি। সম্পূর্ণ স্বাভাবিক দৃশ্য, চমৎকার কথা আর অর্ণব ভাইয়ের জাদুকরী কন্ঠ; সবমিলিয়ে অসাধারণ একটা গান হয়েছে। শুনছি শুনছি আর শুনছি!!!
ফালতু একটা গান। বাস্তবতার সাথে মিলের জন্য গানের কোন প্রয়োজন নেই। গান শোনা হয় মনের প্রশান্তির জন্য। এই গানের চেয়ে শেয়ালের ডাক অনেক শ্রুতিমধুর।
@@rakibrakib7529 এখানে কেন বিষ ছড়াইতে আসছেন তাহলে?
@@rakibrakib7529 neja vlo hon tahole sob kicu bodlabe
@@rakibrakib7529 আরমান আলিফের ফ্যান এখানেও এসে গেছে
এই শহর আমার.....
এই মানুষ আমার.!..
কথাটা শোনার পর ঢাকা শহর নিয়ে যত অভিযোগ সব মনে হয় এক নিমিষেই শেষ হয়ে যায়
।।।।
বাহ! সুন্দর বলসেনতো ......
valo lagarr kotha... 😊
ভালো বলেছেন
Akash Jones
Akash Jones nc
এতদিন শুধু কলকাতার আর্ট ফিল্ম গুলোতে দেখেছি ওদের নোংরা রাস্তাঘাটকেও কি সুন্দর করে ওরা ফ্রেমে তুলে আনে, আর ভাবতাম ঢাকাকে নিয়ে কেউ কি কেউ এভাবে ভাবতে পারে না ?
অপেক্ষার অবসান হল অবশেষে...... :)
এপার আর ওপার বাংলার অভিন্ন অনুভুতির সেতুবন্ধনে মিশে আছে শহরের ইতিকথাগুলো ......আমার শহর কলকাতা আমার শহর ঢাকা ....সময়ের বিবর্তনে রাজনৈতিক ব্যাবধান প্রাচীর আমাদেরকে আলাদা করলেও সেই যেন পুরনো চেনা চেনা মেঠো গানের সুরে একি ঐক্যে পাশাপাশি চলেছি আজও ..... ♥️♥️
kacher kolkata theke bolchi...arnob er simply fan ami....but ekhane aamay 'aynabaji' 'r trailer niye elo...aar ki bolbo....oshadharon concept mone holo....kolkatay ki release kora jabe....karon churi jore e jinish dekhte chaina....btw miss kore jachilam...superb lyrics and arnob as usual....muah to the team 'aynabaji'
hmm... Kolkata te release hobe....
Yeah...It was an awesome experience for us, just enhanced the thirst to watch it twice. Such a captivating story needs being watched again and again to unfold itself !! #Aynabaji is a beauty!
Ashadharan ! Dhaka k niye lekha gaan kintu hajar miles dure pore thaka amar sahar Kolkata k hub miss koriye dilo!
eto sundar ekta gaan... khub bhalo laglo... ei dhoroner movie amader India te release chay... Bangladesh egiye jao...
❤
ঢাকা অনেক সুন্দর একটা শহর হতো যদি এর উপর থেকে কিছুটা চাপ কমানো যেতে...।তার পরেও মুভিতে এতো সুন্দরভাবে ঢাকাকে তুলে ধরা হয়েছে যা দেখে সত্যি অনেক ভালো লেগেছে
দেশের বাইরে যখনই যাই বিদেশের বিলাসী পঠভূমি ঝকঝকে পরিবেশ মুগ্ধ করে রাখে, কিন্তু সে অনুভূতি বড়জোর ১,২,কি৩দিন ৪দিনের দিন কেন যেন মন অস্থির হতে থাকে অব্যক্ত কিছু অনুভুতি বলার জন্য ছটফট করে। আজ জানলাম সেই কথা গুলো কি। অসাধারণ কথা অসাধারণ কম্পোজিশন।
সেম ফিলিংস অলসো মি!!!
দাদা তুমি কি হয়তো তুমি নিজেও জান না ।।
এত ট্যালেন্টেড কেন তুমি দাদা।।
তুমি বস।।
From Kolkata. Big fan of Arnob and Anusheh Anadil's voice. What a talent.
অর্ণব'দা, আপনার পক্ষেই এমন কিছু গাওয়া সম্ভব। ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা নিবেন।
পৃথিবী থেকে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবার পরেও এই পৃথিবীতে অর্ণবের সুর থাকবে।
❤️❤️❤️
#অনুপম_দার সাথে তোমার তুলনা করবো না #অর্ণব_দা! জাস্ট ফাটিয়ে দিয়েছ গুরু।
শুধু এটাই বলতে ইচ্ছে করছে....
"এই শহর আমার...এই মানুষ আমার!!!!💜💜💜💜💜
Onupom da kodiner bhai. Arnob shunchi 7/8 bochor to holo. BTW there is nothing about to compare.
Tahole unar nam eikhane nilen keno ?
arnob is better
এতো বেশী সুন্দর কেন!!!
মন ছুয়ে গেল :)
অর্ণব দার অনেক দিন পর ভাল লাগলো । এই শহরকে এত সুন্দর আর কোন গানে পাওয়া যায়নাই ।
ঢাকা শহরের এরকম চেহারা ক্যামেরায় এর আগে এভাবে দেখিনি। অসাধারণ।
অস্থির লিরিক্স,Significant মিউজিক কম্পোজিশন।Arnob,the boss
অর্ণবদা অনেকদিন পর দেকলাম আপনাকে। আপনি প্লিজ ফিরে আসুন আবার এমন সব গান নিয়ে। খুব মিস করি সেই "একটা ছেলে"কে। 🙁
আমার অর্ণবের গানের সাথে বেড়ে ওঠার সেই দিনগুলো।
❤️❤️❤️
I've just heard a very well arranged song after a long time. This kind of music is very soothing and one of my favourite music type. Arnob Da is among the few music composers who give us a feeling like this. Thank You DADA for the song.
অসাধারণ। লিরিক্স, কম্পোজিশন, ভিডিও গ্রাফী, ফাটাফাটি।
অনেক কিছুর ভিড়েও আপ্নারা আমাদের আশাবাদী করে তুলেন...অর্ণব তো অর্ণব।। অমিতাভ রেজা অসাধারণ
Ami Kolkata dekhechi, Dhaka shohor take eivabe ei prothom dekhlam. Duto shohor er majhe kono farak korte parlam na. Epar ar opar banglar kono parthokyo nei :)
akdom thik kotha bolecho ....
duipar to ek silo vai :) ei jonno..
PABITRA BADHUK
এই বাংলাকে আমরা এখন ভাগ করে বসে আছি ভাই।
ami dhaka ar kolkata dutoi dekhechi. dekhchi.
duto shohor e amar.
আসাধারণ!!!!!আমাদের সম্পদ অর্নব ভাই,একটু একটু করে সমৃদ্ধ করে যান আমাদের এই শিল্পটাকে।
অপূর্ব!!
আয়নাবাজির 'ক্যামেরাবাজি' দেখার অপেক্ষায়...
সন্ধ্যায় বারান্দায় দাড়িয়ে ট্রাফিক দেখে খুব বিরক্ত হচ্ছিলাম। মাঝে মাঝে ঢাকা ছেড়ে চলে যেতে ইচ্ছে করে। গানটা শুনে চোখে পানি চলে এলো। যেমনি হোক এটাই আমার প্রানের শহর। অমিতাভ রেজাকে খুব কাছ থেকে কৃতজ্ঞতা জানাতে ইচ্ছে করে ভিডিওটা দেখলে। কি সুন্দর করে তুলে ধরেছে ধুপখোলা বাজার, খেলাঘর, গেণ্ডারিয়া, খুব চেনা অলিগলি, আমার প্রানের পুরানো ঢাকা। সত্যি এই শহর আমার, এই মানুষ আমার.................................।
The slo-mo fever has reached us after a long time(bangla music video). We have seen some good works too. But this one scene at 2:52 sets you apart from all of them. For me this one is world class. Great work by the crew.
আমি ঢাকা কে ভালবাসি তাই এই গান টা আমার কাছে অন্যরকম
Dhakar achol rup fute uhteche e movie te
252 জন
আমি কলকাতা কে ভালবাসি, তাই আমার কাছে এই গান টা অন্যরকম ।
ayna baji dekhlm dekhe mne hlo bd er 1 ta sera movie dekhlm(monpura r por).....jdio dekhchilam arnob dar gaaner jnno....kintu movie tao sundar ar as usual chanchal chowdhury r anaboddo acting....dekhe vlo laglo
এই মুভিটা অবশ্যই দেখব। ইমোশনাল হয়ে গেলাম
অর্ণব ভাই অনেকদিন পর দেখলাম আপনাকে।
কই থাকেন ভাই??
অস্থির একটা মিউজিক ভিডিউ।
😂😂👿👿👿👿
+Shamiul Hasan হাহাহাহাহাহা
জোস বলছেন।
আমি নোয়াখালী থাকি,কিন্তু ঢাকা অসম্ভব ভালো লাগে।কেমন জানি মায়া আছে শহরটায়।
মনপুরা ছবির পর এটা বাংলাদেশের সেরা ছবি।
both done by chonchol chowdhuri ❤️❤️
@@ahsanuddin3973 2 ta tei music e cilo arnob❤❤
ri8 u r,,,,giasuddin selim& amitab reza rocksss!
love from kolkata.
এ শহর আমার, এই মানুষ আমার!👍
Simply অর্ণব ভাই!💜💜💜
কি লিরিক
কি সুর
কি সিনেমাগ্রাফী!! 🌾🌾🌾
সত্তি এই শহর আমার এই দেশ আমার এই বাংলাদেশ আমার।। #বাংলাদেশ💕💕💕
"A message to the future generations...
Don't let this masterpiece song die....♥️"
মনটা অনেক খারাপ ছিলো কিন্তু গানটা শুনার পর অনেকটা শান্তি পেলাম ☺
ahh..onek din por Arnob er ekta sundor gaan shunlam...khub valo laglo...ganer kotha khub pochondo hoyeche....Kudos Arnob..Kudos Amitabh Reza..
এই শহর আমার....আমার! আমি পুরনো ঢাকার ছেলে। থাকি এখন কানাডার মন্ট্রিয়াল শহরে। তবু এই পুরনো ঢাকাই আমার!
অর্ণব নামটি শুধু যে নামে মানায় তাই নয় ""গানেও মানায় বেশ "আমি আজ পযর্ন্ত অর্ণবের যতগুলো গান শুনেছি "শোনার আগেই ভেবেছি এটা বৎসরের সেরা গান"গানে খোজে পেয়েছি ভাষা পেয়েছি বার বার শোনার আগ্রহ""আমাদের এপার বাংলায় অনেক প্রতিভা আছে যা আমাদের চোখে পড়েনা ""যেমন প্রিতম ""
৪ বছর আগের গান কিন্তু আজ ও শুনলে গায়ে কাটা দেই।।।
এভাবেই সারাজীবন থাকুক সবার মনে
☺☺☺☺☺☺☺☺☺☺
গানটা যত শুনি শুধু শুনতে ইচ্ছে করে, দেখলাম কলকাতা আর ঢাকা কি মিল, অর্নব ভাইয়ের জাদু গরি কন্ঠ মিলে যায় অনুমপ সাথে। অনুপমের কয়েকটি গানের বিডিও এইরকম।
এই শহর আমার
এই মানুষ আমার।।
অরনব দা সবসময় ই ভাললাগার সেরা স্থান দখল করে আছে এবং থাকবে
মতিঝিলের শাপলা ফুলে পানি
আর এক স্কুলবালিকার সবুজ ড্রেসখানি
বার বার হাজার বার শুনতে ইচ্ছে করে , এইটাই মনে হয় একমাত্র গান যেইটার সবটা লিরিক্স আমার জানা
ভালো লাগার মতো কিছু গান থাকে
যা কিনা ১০০০ বার শুনলে ও মনে হয়
আবার শুনি আবার শুনি 😍😍😍😍
ক্যামেরার কাজটা অসাধারণ হয়েছে , আর লিরিক্স , দাদার ভয়েস'ও জোশ ।
Ak valobashar gan
Ak jantrik shohortar proti valobasha onuvob kora ta shotti oshadharon chilo
Ai shohor Amar❤️
এই গানটা যতবার শুনি মনে হয় ভোরের বেলা ঢাকা শহরটাকে একলা যদি হেটে বেড়াতে পারতাম...
দেশের বাইরে থেকে দেশকে মনে পড়াটা খুব কষ্টের...
এই শহর আমাদের, এই অর্ণব আমাদের...
যার যেই ক্যারেকটার সে সেই ক্যারেকটার এর মদ্ধ্যেই অবস্থান করতেছে... এর থেকে আর কি বলার আছে.... আর অর্নব দা তোমাকে যে কতটা ভালোবাসি তা বলে বোঝাতে পারবো নাহ.... তোমার সব গান ই আমি ফিল করি.. আর সেই ফিল করার মদ্ধ্যে যেই মজা আছে তা আর কিছুতে নেই.....
Finally a movie that captures the real DHAKA. Thank You.
One of the most talented musician of BD. ^-^
east or west Arnob dada is the best.
jotil akta song😍😍😍
Last time when I went back to Dhaka in 2021 after 2 long years for a small visit I played this song first thing after getting into the car. I've been living in Toronto for 3.5 years now and it's an amazing city but WALLAHI it can never top Amar shohor. Playing this song in Dhaka (Amar Shohore) after all these time hits you differently. I love my shohor karon ei Shohor Amar.
গানের কথা, সুর, আর অর্ণবের গায়কি সবকিছু মিলিয়ে অসাধারণ। ভিন্ন রকম স্বাদ ।
Oshadharon ekta gaan. Hats off Arnab vai and the lyricist.
এককথায় সবকিছুই "আয়নাবাজি"😍😍😍
একাধিক লাইক দিতে পারলে মনে হয় ভাল হত। এই রকম গানকে একটা লাইক দিয়ে মন ভরে না...
ঢাবি ক্যাম্পাসের কোন একটা উৎসবের চিত্রায়ন যোগ করলে কেমন হত?
কিন্তু ভাল লেগেছে খুব। খুব খুব ভাল। এগিয়ে যাক ঢাকাই ছবি।
অর্ণব এর গলাটা সবসময় উদাস করে দেয়া, যেন মন থেকে মনান্তরে।
পরান টা জুড়িয়ে গেল ।
অসাধারণ
Indian hisabe ai gantake salute janate baddhyo hocchi awesome chanchol and arnab
অসাধারণ। ঢাকা শহরের সত্যিকার উপস্থাপন হয়েছে।
ভালোবাসার অর্ণবের মুখে এই শহর আমার .... উফ ভালোবাসি এই শহর আমারও এই মানুষ জন আমার
দুঃখ নিয়ে বসে ছিলাম কিন্তু এই গানটা সোনার পরে মনটা ভাল হয়ে গেল
onek din por Ornob er gaan....khub valo laglo..
sheiii hoisa arnob bhai☺
gaan ta dekhe mone hoche chiro chena shohor tar prem e pore gelam notun kore..seriously khub kom movie evabe vabai..hats off to aynabazi team..aro emon movie hok r amra Hollywood bollywood pechone fele egie jai :-)
Tamanna Tammy řl
সুস্থ বিবেক এর মানুষগুলো এনার গান ভালোবাসে😍😍
সখী, ভাবনা কাহারে বলে। সখী, যাতনা কাহারে বলে । তোমরা যে বলো দিবস-রজনী
'ভালোবাসা' 'ভালোবাসা'-. সখী, ভালোবাসা কারে কয়! সে কি কেবলই যাতনাময় ।
সে কি কেবলই চোখের জল? সে কি কেবলই দুখের শ্বাস ? লোকে তবে করে কী সুখেরই
তরে এমন দুখের আশ । আমার চোখে তো সকলই শোভন,. সকলই নবীন, সকলই বিমল, সুনীল
আকাশ, শ্যামল কানন,. বিশদ জোছনা, কুসুম কোমল
চমৎকার গান। হৃদয়ছোঁয়া লিরিক, ভিডিওগ্রাফি।
এই দেশটাই তো আমার, সবগুলো মানুষ আমার, কাউকে দিব না একটুও 💕 সব আমার
mone hoyce eta amader flim amader movie amaderi kotha bole...go ahead
আর কত অপেক্ষা করবো? রিলিজ হবে কবে!!
৩০ সেপ্টেম্বরে রিলিজ পাবে। অামরা অপেক্ষায়
ক্যামেরার কাজ অসাধারণ। মাঝে মাঝে মনে হচ্ছিলো ফটোগ্রাফি IMAX ক্যামেরা দিয়ে ধারণ করা হয়েছে।
আর গানটা বেশি বেশি সুন্দর। অর্ণব মারাত্মক গেয়েছে।
I was wondering how come I took such a liking to the song.. Then came the realization- it's Arnob; that Arnob from Majhe Majhe and Tomar Jonno and several other beautifully crafted work.
lyrics ta awsome.....music and arnober voice outstanding.....just loved it
মুঘধো মুঘধো!!!
অসাধারণ 💜
এক কথায় চমৎকার মুগ্ধ হবার মতো একটা গান...
arnob rocks alltime.
amitabh reza real life based maker.
hm moti vai
You again proved you are genius, some extraordinary hidden truth I know my friend !!!
best of luck.........
গভীর রাত, গানটি শুনছি!
এক অন্যরকম অনুভুতি!!
#এই_শহর
আমার কিছু প্রিয় গায়ক রয়েছে, এদের মধ্যে অর্ণব একজন।❤️❤️🌹🌺🌼
oshadharon arnob da.......
Dhaka shohor pran er shohor.... Khub proud feel Kori je Ami dhakar
Sundor re vhai. Mashallah onek sundor. Manus je keno eto ulta palta bole.
Arnob er composing!! Ouff!! ❤👌 simply awesome!! 😇
Arnab Bhai 🥰🥰
Apnar gaann goollaa onek vallage bahii 🥰
বলার ভাষা খুঁজে পাচ্ছিনা। অর্ণবকে নিয়মিত চাই বাংলা ছবির গানে!
ei ganta amr onek valo lagse, duita like dilam
10000 Subscribers Without any Video lol
@2.09 !!!! amader bashar samner rasta !
বাহ , ট্রিট দিন এখন
Aparajita Debnath treatttttttt!
♥♥♥♥
খুব সুন্দর খুব ভালো লাগলো। শুভকামনা সবসময়।
first time bangla movie te sohor ta describe korte dekke onk vlo laglo vai tnk you for this song for this type of cinematography.
all the best wishes for you ayna baji project
osomvob sunder ekta gan.......
ghumanor age gan ta suni
আইসক্রিম মুভিতে অসাধারণ রাতের ঢাকা দেখার পর ......... ভোরের ঢাকা দেখলাম এই মুভিতে ......... ঢাকার এই রূপ কোন গান,মুভি বা ভিডিওতে এর আগে আসছে কিনা মনে পড়ে না ......... আর অর্ণবের কথা কি বলব ......... গানটা শুনার পর থেকেই একটা ঘোরের মধ্যে আছি !!!!
Osthir dada