ম্যাম আমি ছেলে, আমার বয়স 26 আমি বিয়ে করেছি চার মাস হল। কিন্তু আমার ওয়াইফ আমাকে তৃপ্ত করতে পারছে না সে ব্যথা অনুভব করে। 1/আমার মনে হচ্ছে আমার সাইজটা একটু বড় 2/ সময়টা একটু বেশি লাগছে। আরেকটা বিষয় সপ্তাহে আমরা 1/2 দিন মিলিত হচ্ছি,কারণ আরো পরে আনা হবে আমাদের বাড়ি। সমস্যা হচ্ছে,আমি অন্য নারীদের প্রতি আকৃষ্ট হচ্ছি। প্লীজ হেল্প ম্যাম
এ মেয়ে আবারো বাগবে ওরে তালাক দাও ও স্বেচ্ছোয় আসেনি এতে বুঝা যায় ওনি আবার ও বিশ্বাসঘাতকতা করবে নিশ্চিত।
বাহিরে মজা পাইছে
Bangladesh ta akhon ar valo mahnus mahnus khuje pawai jabe na
পর পুরুষের সাথে চলে যাবার আগে ভাবা উচিত ছিল না।
এ মহিলাকে তালাক দেওয়া উচিত।।আমি জীবনেও মানতাম না এমনটা হলে।
ম্যাম আমি ছেলে, আমার বয়স 26 আমি বিয়ে করেছি চার মাস হল। কিন্তু আমার ওয়াইফ আমাকে তৃপ্ত করতে পারছে না সে ব্যথা অনুভব করে। 1/আমার মনে হচ্ছে আমার সাইজটা একটু বড় 2/ সময়টা একটু বেশি লাগছে।
আরেকটা বিষয় সপ্তাহে আমরা 1/2 দিন মিলিত হচ্ছি,কারণ আরো পরে আনা হবে আমাদের বাড়ি।
সমস্যা হচ্ছে,আমি অন্য নারীদের প্রতি আকৃষ্ট হচ্ছি। প্লীজ হেল্প ম্যাম
শারিরিক সম্পর্ক করার আগে ওয়াইফকে প্রচুর ভালোবাসা দিন।
দিলেও কাজ হয় না। @@shamimayasmin1118
সেনোরা মাথায় চুল কুথাই