শিউলি গাছের A to Z পরিচর্যা ও গাছকে ঝাঁকড়া করে প্রচুর ফুল পাবার টিপস্। A to Z care of Night Jasmine

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 июл 2022
  • #শিউলি
    #sheuli
    #শিউলি_ফুল
    #Night_Jasmine
    #organicfertilizer
    #roof_garden
    #ছাদ_কৃষি
    #organicgardening
    #organicfertilizer
    #fertilizer
    #gardening
    সাধের ছাদ বাগান ফেসবুক page এর link👇
    / সাধের-ছাদ-বাগান-101603...
    সাধের ছাদ বাগান ফেসবুক গ্রুপের link👇
    / 405996456614669
    ছাদ বাগানের নানা ফার্টিলাইজার, কীটনাশকসহ নানা সামগ্রী পাইকারি দামে ও অনলাইনে কোথায় পাবেন, জানতে দেখুন
    • ছাদ বাগান এর ফার্টিলাই...
    জবা ফুল গাছ পরিচর্যার নানা ভিডিও
    • Hibiscus Care
    গোলাপ ফুল গাছের পরিচর্যার নানা ভিডিও
    • Rose Care
    বিভিন্ন ফল গাছের পরিচর্যার ভিডিও
    • Fruits Plants
    নানা সব্জি গাছের পরিচর্যার ভিডিও
    • Vegetables
    Online থেকে গাছের জন্য Sticker কেনার লিংক
    amzn.eu/d/60g4XyT
    গাছের প্রুণিং কিভাবে করবেন ?👇
    • গাছের প্রুনিং এর সেরাস...
    অমৃত সার তৈরি করে, গাছে প্রয়োগ করবার ভিডিও👇
    • জৈব অমৃতসার কিভাবে বান...
    জৈব সার তৈরির ভিডিও👇
    • জৈব সার (NPK) বানিয়ে ফ...
    জৈব পেস্টিসাইড ও ফাঙ্গিসাইড তৈরির ভিডিও👇
    • Organic Pesticide & Fu...
    তারলসার তৈরির ভিডিও👇
    • বাড়িতেই খুব সহজে তৈরি ...
    বোগেনভ্যালিয়া ফুলগাছ পরিচর্যার নানা ভিডিও
    • Bougainvillea Flower Care
  • ХоббиХобби

Комментарии • 107

  • @greenlover9651
    @greenlover9651 2 года назад +7

    মাত্র তেরো মিনিটে শিউলি ফুলগাছের পরিচর্যায় কি অপূর্ব মুশকিল আসান করে দিলেন রাজু ভাই।
    আপনার গাছটিও দারুন সুন্দর হয়েছে। মন ভরে গেলো।
    এভাবেই আপনার হাজারো ব্যস্ততার মাঝেও এই ধরনের ভিডিও দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন রাজু ভাই।
    ঈশ্বরের কাছে আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 года назад

      আন্তরিক ধন্যবাদ আপনাকে দাদা।
      ভিডিওতে যা যা বলেছি, সেগুলো যদি করতে পারেন, আপনার শিউলি ফুলের গাছ সব্বার সেরা হয়ে প্রচুর পরিমাণে ফুল দেবে।
      যদি প্রুনিং না করে থাকেন, তাহলে করে দিন খাবার দিয়ে। বর্ষা চলে গেলেই গাছ ঝাঁকড়া হয়ে ফুলে ফুলে ভরে উঠবে কথা দিলাম।

  • @letsgo7982
    @letsgo7982 2 года назад +1

    বাহ্
    মায়ের আগমনী বার্তা আপনি দিয়ে দিলেন রাজু ভাই।
    কি সুন্দর পুজো পুজো একটা গন্ধ চলে এলো।
    খুব সুন্দর আপনার গাছ আর তার চেয়েও সুন্দর আপনার শর্টকাট টিপস্ এর এই অসাধারণ ভিডিও টি। দারুন দারুন ভালো লাগলো। শেয়ার করলাম।

  • @sipanmajumder7668
    @sipanmajumder7668 4 дня назад +1

    খুব ভাল

  • @chinmoygupta6225
    @chinmoygupta6225 2 года назад

    দারুণ একটা উপকারী ভিডিও দাদা ধন্যবাদ

  • @shuvapratimsaha3508
    @shuvapratimsaha3508 2 года назад +1

    Asadharon shiuli phul er gach apnar.
    Porichorjar tips gulo darun.

  • @Jay-SteveEdits11
    @Jay-SteveEdits11 2 года назад +2

    Dada khub sundor laglo 🙏

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 года назад

      আন্তরিক ধন্যবাদ।
      সঙ্গে থাকবেন।

  • @sumitadas7541
    @sumitadas7541 2 года назад

    Khub bhalo laglo

  • @mariasultanamim7160
    @mariasultanamim7160 11 месяцев назад +1

    ভীষন উপকারী ভিডিও, অনেক ধন্যবাদ আপনাকে।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  11 месяцев назад

      মোস্ট ওয়েলকাম।
      সঙ্গে থাকুন।

  • @alpanamondal4788
    @alpanamondal4788 2 года назад

    Darun darun thanks

  • @anuradhabanerjee7928
    @anuradhabanerjee7928 2 года назад

    Khub upokar holo dada🙏🙏🙏🙏🙏

  • @laxmipriyabiswas5089
    @laxmipriyabiswas5089 2 года назад

    Khub valo laglo ebar gandharaj gacher video korle valo hoi

  • @bandanaroy1213
    @bandanaroy1213 Год назад +1

    Khub khub valo laglo.

  • @swapanpaul747
    @swapanpaul747 2 года назад

    Very nice

  • @subhramajumder4350
    @subhramajumder4350 2 года назад +1

    নন্দিনী গাছ নিয়ে বললে ভালো হয়৷ ধন্যবাদ৷ এই ভিডিও টা খুব উপকার দেবে৷

  • @judhajitghoshray8915
    @judhajitghoshray8915 2 года назад +1

    গন্ধরাজ গাছ নিয়ে ভিডিও চাই। ভালো থাকবেন ।

  • @sujatabhowmick8422
    @sujatabhowmick8422 2 года назад +1

    . Darun darun explanation dada .👍

  • @banasrisen6517
    @banasrisen6517 2 года назад +1

    Khb sundar kore bojhalen dada thanks

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 года назад

      ওয়েলকাম
      কোনো অসুবিধা হলে plz জানাবেন।

  • @sumitabiswas6434
    @sumitabiswas6434 Год назад +1

    Really informative video. Many thanks.

  • @malabikasen5662
    @malabikasen5662 2 года назад +1

    রাজু ভাই, আপনার কাছে অনুরোধ হাইব্রিড নয়নতারার A to Z পরিচর্যার ওপরে একটা ভিডিও দিলে খুব উপকৃত হবো।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 года назад

      অবশ্যই মালবিকা দিদি।
      আপনার অনুরোধ টি খাতায় লিখে নিলাম।

  • @-wu1jp
    @-wu1jp 5 месяцев назад +1

    আমার প্রিয় ফুল ❤

  • @tapasroy6380
    @tapasroy6380 2 года назад +2

    dada amar sheuli gachtar shikar tober opore chole eseche. borshar jol peye jhimie gechilo akhon shade a rakha ache. amar question akhon root prooning kore repotting kore drainage system thik korte pari? please janaben.

  • @queensparkvlogs7882
    @queensparkvlogs7882 2 года назад

    Dada.
    Dragon gach porichorja neya ekta vlg korben please..

  • @enakshimajumder813
    @enakshimajumder813 2 года назад +1

    Amar khub upokar holo abar

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 года назад

      আন্তরিক শুভেচ্ছা দিদি।
      আমি আপ্লুত।

  • @ajayrakshit1453
    @ajayrakshit1453 2 года назад +1

    রাজু ভাই, আমার দুটো গাছ আছে । অনেক বড়ো এবং ঝাঁকড়া হয়েছে । কিন্তু ফুল নেই বলে হার্ড প্রুনিং করবো ভাবছিলাম ।

  • @hasikhatun3061
    @hasikhatun3061 День назад

    আমি July মাসের শেষের দিকে শিউলি গাছ লাগিয়ে ছি তাহলে কি এখন গাছের ডগা গুলি কেটে দেবো

  • @swattwikdas774
    @swattwikdas774 13 дней назад

    Ei gach tar price koto hoy nursery te bolben plz ??

  • @rashedasultana7030
    @rashedasultana7030 8 месяцев назад

    শিউলি ফুলের গাছে হার্ড প্রুনিং এর উপযুক্ত সময় কি ফেব্রুয়ারী মাসে ?? প্লিজ জানাবেন

  • @srijanikalakendrakankurgac9560
    @srijanikalakendrakankurgac9560 Год назад +1

    Nice

  • @deepnag8961
    @deepnag8961 8 месяцев назад

    ami seed theke siuli gach korechi.ki vabe jotno korbo? ar dokan theke kinechi akta gach.kener somoy phul chilo.ar akhon ar phul ase na.

  • @SujoyDas-ou9jl
    @SujoyDas-ou9jl 2 года назад +2

    স্যার আদৌ বারোমাসি শিউলি গাছ হয় ।

  • @zobaidasamina7482
    @zobaidasamina7482 2 года назад

    Dada I am living in Sydney. Your mentioned all fertiliser I don’t able to get here. I have one shuli flower plant. It is 3 years old . But didn’t give any flower. What I can do?

  • @prodiproy5112
    @prodiproy5112 2 года назад

    রাজু ভাই, আমি আপনার ইউটিউব চ্যানেলের regular subscriber, আমার দুটো শিউলি গাছ আছে ছাদের টবে, এক বছর বয়স, বিজ থেকে চারা, প্রথমে 6 ইঞ্চি টবে ছিলো, কিন্তুু টবে root bound হওয়ার জন্য আমি may মাসে 8 ইঞ্চি তবে repot করি, কোনো রুট damanage না করে, তবে চারি দিকে ডাল পালায় জঞ্জাল hoye গেছিলো, সেগুলো পরিষ্কার করে তিনটে main branch রেখে দিই, বর্ষার আগে কোনো খাবার দেওয়া হয় নি, এখন July মাস শেষ হতে চললো, এখন কি mixed জৈব সার দিতে পারবো, আর e বছর কি গাছ দুটোতে কি ফুল হবে, বললে খুব উপকৃত হবো, উত্তরের অপেক্ষায় রইলাম

  • @dhananjoychatterjee2877
    @dhananjoychatterjee2877 2 года назад +1

    প্রিয় রাজু ভাই,
    আমার বরষার শুরুতে জবা গাছের পাতা হলুদ হয়ে জাচছে জৈব সার দিযেছিলাম আপনার দেখানো মতো , উপায় বলে দিলে বাধিত থাকবো।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 года назад

      গাছের ড্রেনেজ সিস্টেম টা ঠিক আছে তো?
      না থাকলে গাছ কে প্রবল বৃষ্টির সময়ে সেড এর নিচে রাখতে হবে।
      জল যেন গোড়ায় কোনও মতেই না জমে।
      এই ভিডিওটি একটু দেখুন, উপকার পাবেন।
      ruclips.net/video/X584VtpZYic/видео.html

  • @KanizFatema-tq3zc
    @KanizFatema-tq3zc 21 день назад

    আমি কিনে এনেছিলাম ২ মাস হল গাছটা বেস সুন্দর বড় হচ্ছিল হটাত গাছের সব পাতা শুকিয়ে গেছে কি করব আমি।

  • @abirsmithvlog380
    @abirsmithvlog380 2 года назад +2

    Dada lychee gacher growth ba besi branch er jonno ki korte hobe..bolle khub upokrito hobo

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 года назад +1

      ফল হয়ে যাবার পর গাছ টা প্রুনিং করে ফেলতে হবে। অবশ্যই গোড়ায় খাবার দিয়ে তারপর করবেন।
      আর ফেব্রুয়ারি মাসে প্রুনিং করতে হবে।
      তাহলেই গাছ ঝাঁকড়া হয়ে উঠবে।

  • @chanchaldutta3252
    @chanchaldutta3252 2 года назад +1

    Khub bhalo laglo video sir.
    Ami Marche karting korechilam.
    tar por July 1st pinching korechi. 2to kore sakhao beriache.
    Tao ki August pinching korbo.?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 года назад

      August এর 1st week এ সফট প্রুনিং করে দিন।

    • @chanchaldutta3252
      @chanchaldutta3252 2 года назад

      @@sadherchhadbagan ok
      Thank you sir

  • @priyaghosh4011
    @priyaghosh4011 2 года назад

    স্থল পদ্ম নিয়ে ভিডিও দিন তাড়াতাড়ি 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bisakhapramanik2138
    @bisakhapramanik2138 9 месяцев назад

    দাদা আমার Adenium গাছের বয়স ৮থেকে৯ মাস খুব সুন্দর ভাবে বড় হয়ে উঠছে কিন্তু যতবার কুড়ি আসছে ততবার ই সেটা কিছু দিনের মধ্যেই সুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে, কি করি বলুন তো??

  • @niloybiswas7414
    @niloybiswas7414 2 месяца назад +1

    দাদা আমি মে মাসের ১১ তারিখ শিউলি গাছের ডাল ছেটেছি দাদা এখনো নতুন পাতা আসছে না কেন?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 месяца назад

      এখন কাটা উচিত হয়নি।
      বর্ষা কালে কাটলে ভালো হতো।
      অপেক্ষা করুন, অবশ্যই আসবে।

  • @HeadtoHell
    @HeadtoHell 2 года назад +1

    রাজুভাই কি মাসে শিকর ছাটাই করতে হবে যানতে পারলামনা। ডাল ছাটাই বা খাবার যানলাম।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 года назад

      শেকড় কাটাই ছাঁটাই ও রিপর্টিং করবেন ফেব্রুয়ারি মাসে।
      আর এখন গাছের গ্রোথ ভালো করার জন্য, প্রুনিং করে দিন।
      কচি ডালে ফুল আসবে।

  • @rambhattacharjee7153
    @rambhattacharjee7153 7 месяцев назад +1

    আমার শিউলি গাছের নতুন পাতা এসেছে কিন্তু পাতার ডগাগুলো শুকিয়ে যাচ্ছে। কি করলে উপকার পাবো। একটু জানাবেন।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  7 месяцев назад

      এখন শিউলি ফুল গাছ ডর্মেন্সি পিরিয়ড এ থাকবে, তাই কোনো খাবার দেবেন না।
      পাতা শুকিয়ে যাবার জন্য, fungicide স্প্রে করুন।

  • @kakalimukherjee2848
    @kakalimukherjee2848 2 года назад +1

    ভাই ইউরিয়া এপসম সল্ট ও সাফ পাউডার মিশিয়ে সেই জল কি সব গাছের পাতায় দেয়া যাবে?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 года назад

      যাবে।
      1 লিটার জলে সব কিছু 2 গ্রাম করে দেবেন।

  • @pampadebnath2015
    @pampadebnath2015 11 месяцев назад +1

    Siuli gach e k no suopoka hoy pls bolun

  • @manjulasarkar1092
    @manjulasarkar1092 2 года назад +2

    Amar dopati phul du mash hoe galo lageachi gacher growth khub bhalo kintu kono Kuri aschana plss kichu suggestion din ar ektu reply din

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 года назад

      Wait করুন
      নিশ্চয়ই কুড়ি আসবে।
      এই ভিডিওটি দেখতে পাবেন
      ruclips.net/video/03LVcVit3Gc/видео.html

  • @chanchaldutta3252
    @chanchaldutta3252 2 года назад +1

    Chandromolika chara kabe kinbo ar tar poricharcha video korun.sir

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 года назад

      চন্দ্রমল্লিকা নিয়ে অনেক ভিডিও আছে তো। নীচের লিংকে ক্লিক করে
      Plz একটু দেখে নিন।
      ruclips.net/p/PL6Fd79lVQ3yXYszMFc0asB4kUfDPBkfId
      চারা কিনতে হয় জুন মাসে।
      এখনও পারবেন।

    • @chanchaldutta3252
      @chanchaldutta3252 2 года назад

      @@sadherchhadbagan ok

  • @sandipsett5323
    @sandipsett5323 9 месяцев назад +1

    Ei gache ti ki Hybrid ?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  9 месяцев назад

      না না
      এটা দেশী শিউলি গাছ।

  • @kakalimukherjee2848
    @kakalimukherjee2848 Год назад

    ইউরিয়া এপসম সল্ট ও সাফ পাউডার মিশিয়ে জল কি পাতা পোড়া দাগ হলে মে কোনো গাছেই দেওয়া যাবে। please জানাও।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Год назад

      না
      পাতা পোড়া সমস্যার জন্য অন্য ঔষধ দিতে হবে।
      এই ভিডিওটি দেখুন।
      ruclips.net/video/9z2ztWTkLk4/видео.html

  • @sujanmallick4453
    @sujanmallick4453 2 года назад +1

    দাদা ভাই আমার শিউলি ফুলের পাতা গুলি শুকিয়ে গেছে কি করব জৈব ভাবে কিছু বলবেন পিলিজ দাদা

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 года назад

      শুকিয়ে যাওয়া পাতা গুলো ছেঁটে দিন।
      গাছের গোঁড়ায় অমৃত সার দিন।
      যেটা ভিডিওতে বলেছি।
      Kaka pesticide কিনে নিন।
      1ml 1 লিটার জলে গুলে সপ্তাহে 1 বার।

  • @chowadiu4524
    @chowadiu4524 Год назад +1

    রেডিমিক্স মাটিতে শিউলি গাছ লাগিয়েছি, ঝোপালো হয়না গাছ, ফুল কম আসে।।। শুধু লম্বা হয়, ডাল বের হয়না। কি করবো?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Год назад

      বরষার পরেই গাছ কেটে দিন।
      দেখবেন শরৎ ও হেমন্তে প্রচুর ফুল পাবেন।

  • @seemadutta3852
    @seemadutta3852 Год назад +1

    আমার গাছের পাতা কালো দাগ দেখা যাচ্ছে কি করব??

  • @networld9075
    @networld9075 Год назад +1

    Amar siuli Gacher patar dogar dike poore jarchay, ki korbo bolte paren?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Год назад +1

      শিউলি গাছ রাসায়নিক সার একদম সহ্য করতে পারেনা।
      তাই রাসায়নিক সার বর্জন করুন।
      আক্রান্ত পাতা গুলো ছেঁটে দিন।
      ভিডিওতে যে সার টা বলেছি সেভাবে সার তৈরি করে গোড়ায় দিন।
      Biovita X নামে একটা মাইক্রোনিউট্রেন্ট আছে সেটা 1ml 1লিটার জলে গুলে স্প্রে করুন প্রতি সপ্তাহে।
      গাছের পাতা সব সবুজ থাকবে।

    • @networld9075
      @networld9075 Год назад

      @@sadherchhadbagan thanks for help.

    • @networld9075
      @networld9075 Год назад

      @@sadherchhadbagan video tay j mixed fertilizer ta bolechen, tate sarser khol er paribortay badam khol deoa jete pare ? R pariman ki aki hobe?

  • @chowadiu4524
    @chowadiu4524 Год назад +1

    মাটিসহ সার নাকি মাটি ছাড়া শুধু সার?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Год назад

      মাটির সাথে মাটি ছাড়া শুধু সার দিন।

  • @murtuzahaider698
    @murtuzahaider698 Год назад +1

    Pata gulo more jacce ki korbo

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Год назад

      সেপ্টেম্বর মাসে গাছ টি প্রুনিং করে দিলে পাতা গুলো নষ্ট না হয়ে কচি পাতায় ফুল চলে আসতো এত দিনে।
      সব আক্রান্ত পাতা কেটে দিন।
      SAAF Fungicide স্প্রে করুন।

  • @sujitdey7064
    @sujitdey7064 2 года назад +1

    দাদা trichoderma খুড় কুচি আর শিং কুচি কি এক ই জিনিস আর trichoderma কি সব গাছের দিতে পারব

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 года назад

      না
      ট্রাইকোডারমা ভিরিডি হলো একটা fungicide
      যেটা
      গাছের মাটির মধ্যে মিশিয়ে দিতে হয়। এটা মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে ও অপকারী ফাঙ্গাস কে মেরে ফেলে মাটিতে উপকারী ছত্রাকের সংখ্যা বাড়িয়ে দেয়।
      অন্য দিকে
      ক্ষুর কুচি, শিং কুচি হলো জৈব সার।
      এগুলো সব গাছেই ব্যাবহার করা যায়।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 года назад

      না
      ট্রাইকোডারমা ভিরিডি হলো একটা fungicide
      যেটা
      গাছের মাটির মধ্যে মিশিয়ে দিতে হয়। এটা মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে ও অপকারী ফাঙ্গাস কে মেরে ফেলে মাটিতে উপকারী ছত্রাকের সংখ্যা বাড়িয়ে দেয়।
      অন্য দিকে
      ক্ষুর কুচি, শিং কুচি হলো জৈব সার।
      এগুলো সব গাছেই ব্যাবহার করা যায়।

    • @sujitdey7064
      @sujitdey7064 2 года назад

      আসলে লেখাটা একসাথে হয়ে গেছে trichoderma কি সব গাছের দেওয়া যাবে অন্য ফুল গাছে। আর খুড়কুচি আর শিং কুচি কি এক জিনিস?

  • @chitrasdreamkitchen1629
    @chitrasdreamkitchen1629 2 года назад

    আছে দারুণ লাগে দূগা মা আসছে ভেবে

  • @mrityunjaykarmakar4925
    @mrityunjaykarmakar4925 2 года назад +1

    পদ্মফুলের গাছেভিডিওকরলেউপকারহতো

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 года назад

      পদ্ম গাছ নিয়ে এক্সপেরিমেন্ট চলছে।
      সফল হই, তারপর নিশ্চয়ই করবো।

    • @mrityunjaykarmakar4925
      @mrityunjaykarmakar4925 2 года назад

      @@sadherchhadbagan আমার খুব প্রয়োজন

  • @akimunrahman8131
    @akimunrahman8131 Год назад +1

    দাদা আমার গাছের পাতা বাদামি হয়ে গেছে দুটো পাতা 🥲কি করতে পারি?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Год назад

      অসুবিধে নেই।
      বাদামী পাতা গুলো ছেঁটে দিন।
      খাবার খুব বেশি দেবেন না।

    • @akimunrahman8131
      @akimunrahman8131 Год назад

      @@sadherchhadbagan ধন্যবাদ 🙂

  • @sujitbiswas3803
    @sujitbiswas3803 Год назад

    লংকা হচ্ছে না। হলেও পাতা কুকরে যাচ্ছে

  • @pravatidas743
    @pravatidas743 Год назад

    ঞঙ

  • @shilpibiswas9398
    @shilpibiswas9398 Год назад +1

    Amar gach boro jhakra hoeche ekhono ful aseni bhai

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Год назад +1

      দিদি মহালয়ার পড়েই ফুল পাবেন।
      আপনার গাছের ভ্যারাইটি টা আসলে হয়ত বারোমাসি নয়।

    • @shilpibiswas9398
      @shilpibiswas9398 Год назад

      @@sadherchhadbagan TQ bhai

  • @kakolichakraborty6891
    @kakolichakraborty6891 10 месяцев назад

    খুব বেশী কেমিকেল ব্যাবহার ,,

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  10 месяцев назад

      সম্পূর্ন ভিডিওটি দেখুন।