Housing Documentary | পরিকল্পিত অবকাঠামো | বসুন্ধরা বারিধারা | Bashundhara R/A | বসুন্ধরা আবাসিক

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • Housing Documentary | পরিকল্পিত অবকাঠামো | বসুন্ধরা বারিধারা | Bashundhara R/A | বসুন্ধরা আবাসিক
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Thanks for watching. Like Comment and Share. Subscribe to Our Channel: www.youtube.co....
    Stay with us. We are here:
    ===================================================
    ►RUclips: • Best Housing of Bangla...
    ►FB Page: / bashundharah. .
    ►Website : www.bashundhar... ===================================================
    নিবিড় সবুজের মাঝে আভিজাত্যের শীর্ষে, আধুনিক ও পরিকল্পিত অবকাঠামো, ব্লকের পর ব্লক নিশ্চিদ্র নিরাপত্তা, কোলাহল ও দূষণমুক্ত নির্মল জীবন, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই হল বসুন্ধরা। রাজউক অনুমোদিত বেসরকারি খাতে, বাংলাদেশের সর্ববৃহত্তম এবং প্রথম সুপরিকল্পিত আবাসন প্রকল্প, বসুন্ধরা। "সবুজে বাঁচুন" এখন আর স্লোগান নয়, এটি বসুন্ধরার বাস্তব ভূ বৈশিষ্ট্য । দেশের সবচেয়ে সক্রিয় কর্পোরেট, শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক জনপদ এখন বসুন্ধরা। বসুন্ধরা বারিধারা সম্পূর্ণ প্রকল্পই রাজউক অনুমোদিত রিহ্যাব এবং বিএলডি-এর সদস্য।
    বসুন্ধরায় রয়েছে বিশ্বমানের সব সুযোগ-সুবিধা। আইএসডি স্কুল, প্লেপেন স্কুল, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ইবেনজার ইন্টারন্যাশনাল স্কুল, সানিডেল স্কুল, হার্ডকো স্কুল, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আগাখান শিক্ষা কমপ্লেক্স, এভারকেয়ার হাসপাতাল, বারডেম হাসপাতাল এবং বসুন্ধরা চক্ষু হাসপাতাল। বাজার সারাবেলা ও রূপায়ণ শপিং স্কয়ারের পাশাপাশি বসুন্ধরায় ব্যাংক ও বীমাসহ আরও অনেক কর্পোরেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শপিং মল, যমুনা ফিউচার পার্ক বসুন্ধরার একেবারেই সংনিকটে।
    দেশের একমাত্র আন্তর্জাতিক মানের কনভেনশন হল আইসিসিবি (ICCB) বসুন্ধরায়।
    সুবিশাল এবং দৃষ্টিনন্দন বাংলাদেশের সর্ববৃহৎ মসজিদ কমপ্লেক্সটি যেন আধুনিক স্থাপত্যের এক প্রতিফলন।
    সমগ্র আবাসিক এলাকার নিরাপত্তায় ২৪ ঘন্টা নিয়োজিত রয়েছে চৌকস ও স্বয়ং-সম্পূর্ণ নিজস্ব নিরাপত্তা বাহিনী। তাছাড়া সার্বক্ষণিকভাবে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্কের মাধ্যমে নজরদারির ব্যবস্থা রয়েছে। বসুন্ধরার সুপ্রশস্ত সড়ক নেটওয়ার্ক যোগাযোগ ব্যবস্থাকে করেছে সহজ। অগ্নি নির্বাপণের জন্য গড়ে তোলা হয়েছে নিজস্ব ফায়ার ফাইটিং ইউনিট। সম্পূর্ণ এলাকার পরিচ্ছন্নতায় ২৪ ঘন্টা নিয়োজিত রয়েছে নিজস্ব ক্লিনিং টিম। আছে আধুনিক গার্বেজ ব্যবস্থাপনা। তাই বসুন্ধরার অর্থ "সবুজের মধ্যে" প্রশান্তি। বসুন্ধরা বারিধারা প্রকল্পের বর্তমান পরিসীমা, বারিধারা থেকে শুরু করে ক্রমবর্ধমান চাহিদা ও উন্নয়নের লক্ষে মেগা পরিকল্পনা অনুযায়ী পূর্ব দিকে প্রসারিত হচ্ছে। বসুন্ধরার সম্প্রসারিত প্রকল্পটি রাজউক পূর্বাচল এবং জলসিঁড়ি আবাসিক প্রকল্পের কাছে। তাই আশেপাশের সমস্ত অবকাঠামোগত সুবিধা এবং পরিষেবাগুলি এখন সন্নিকটে।
    বসুন্ধরা বারিধারা প্রকল্পটি বালু নদীর উভয় তীরে অবকাঠামোগত সমন্বয়ের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যত প্রয়োজনের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে এবং পূর্বাচল অভিমুখে ৩০০ ফুট এক্সপ্রেস হাইওয়ে বসুন্ধরার বিভিন্ন প্রবেশপথের সাথে সরাসরি সংযোগ করে যোগাযোগ সহজ করেছে।
    ধারাবাহিক আধুনিকায়নের প্রক্রিয়ায় বসুন্ধরায় প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন সব সুযোগ সুবিধা। গড়ে উঠছে সুবিশাল পরিসরে বসুন্ধরা রয়্যাল ক্লাব। খেলাধূলার জগতে বিশ্বদরবারে বাংলাদেশের অগ্রযাত্রাকে আরো সুপ্রতিষ্ঠিত করতে বসুন্ধরা আবাসিক প্রকল্পে বৃহৎ পরিসরে ২৫০ বিঘা জমির উপর নির্মিত হচ্ছে, উপমহাদেশের সর্ববৃহৎ এবং বাংলাদেশের প্রথম ও একমাত্র নয়নাভিরাম বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স। যাতে থাকবে বিভিন্ন ধরনের খেলাধূলার জন্য বিশ্বমানের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণের ব্যবস্থা। ফিফা ও এএফসি স্ট্যান্ডার্ড অনুযায়ী, ফ্লাডলাইট সহ, নিয়মিত ৭০০০ দর্শকধারণ ক্ষমতা সম্পুন্ন ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়াম। এছাড়াও থাকছে ফুটবল ফ্যাসিলিটি সহ প্র্যাকটিস ফুটবল গ্রাউন্ড।
    আইসিসি এর স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি হচ্ছে অত্যাধুনিক ফ্লাডলাইট ও ইনডোর প্র্যাকটিস ফ্যাসিলিটি সহ ২০০০০ দর্শকধারণ ক্ষমতা সম্পুন্ন ইন্টারন্যাশনাল মানের ক্রিকেট স্টেডিয়াম। আরও থাকছে ৩০০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন, ফ্লাডলাইট সহ আর একটি ক্রিকেট স্টেডিয়াম। আউটডোরে থাকছে ফ্লাডলাইট সহ, হকি স্টেডিয়াম, এছাড়া এতে থাকবে টেনিস কোর্ট, বাস্কেটবল কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট, ভলিবল কোর্ট, ফুটবল, হেলথ কেয়ার, জিম, স্পা, কনসার্ট হল, মিউজিক্যাল ফাউন্টেন এবং আরও অনেক সুবিধা। এছাড়াও গড়ে উঠছে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা দুটি ইয়োগা সেন্টার।
    বসুন্ধরায় হচ্ছে এশিয়ার অন্যতম আকর্ষণীয় বিনোদন কেন্দ্র টগি ফান ওয়ার্ল্ড, যেখানে থাকছে আকর্ষণীয় আধুনিক অভ্যন্তরীণ বিনোদন এবং বিনোদন সুবিধা, যার মধ্যে থাকবে হ্যাডো, বিট সাবের, স্পেস ট্যুর, লেজার ট্যাগ, রোল গ্লাইডার, সায়েন্স সিটি ট্যুর ইত্যাদি। টগি ফান ওয়ার্ল্ড এর বসুন্ধরা ওয়াটার পার্কে থাকছে ১৩টি অ্যাডভেঞ্চারাস রাইড এবং ওয়াটার ফান জোন, যার মধ্যে রয়েছে অ্যাডভেঞ্চার কেভ, ওয়েভ পুল, লেজি রিভার উইথ ওয়েভ ইত্যাদি।
    [বসুন্ধরা আবাসিক এলাকা, গুলশান, বারিধারা, পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেস হাইওয়ে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, আর্মি হাউজিং, জলসিঁড়ি আবাসন, কুড়িল ফ্লাইওভার, ৩০০ ফুট ইস্টার্ন বাইপাস, মাদানী এভিনিউ, মেট্রো স্টেশন, টগি ফান ওয়ার্ল্ড, toggi fun world, বিনোদন,,হ্যাডো, বিট সাবের, স্পেস ট্যুর, লেজার ট্যাগ, রোল গ্লাইডার, সায়েন্স সিটি ট্যুর, টগি ফান ওয়ার্ল্ড, ওয়াটার পার্ক, অ্যাডভেঞ্চারাস রাইড, ওয়াটার ফান জোন, খেলাধূলা, বসুন্ধরা, বসুন্ধরা আবাসিক এলাকা, মেট্রোরেল, মেট্রোরেল স্টেশন, ICCB]
    Housing Documentary | পরিকল্পিত অবকাঠামো | বসুন্ধরা বারিধারা | Bashundhara R/A | বসুন্ধরা আবাসিক

Комментарии • 21

  • @jackdon6507
    @jackdon6507 4 года назад +2

    Excellent

  • @spsafikrahim4634
    @spsafikrahim4634 3 года назад

    Masah Allah

  • @nishatnasrin1521
    @nishatnasrin1521 3 года назад +5

    বাচ্চাদের খেলার মাঠ টা মিস করি. এটি থাকলে ভালো হতো.

  • @zenitsu221
    @zenitsu221 4 года назад +4

    You guys should build skyscrapers. That would be great.

  • @travelforbusiness8836
    @travelforbusiness8836 4 года назад

    Wonderful place 💐

  • @6396islam
    @6396islam 4 года назад

    Such a wonderful place.

  • @Khaled-if4xs
    @Khaled-if4xs 3 года назад

    🇧🇩🇧🇩💞💞

  • @zakairashohag7045
    @zakairashohag7045 2 года назад

    Bashundarar ei rokom boro pokolpe bangladesh er nam bohibishe ujol hoce boro akahre 1ta highrise 1ta building kra drkar ei group er.donobad bashundara group ke.

  • @shahjahanmd8280
    @shahjahanmd8280 3 года назад +3

    how long it would take to reach that stage?

    • @jubaerrafi6821
      @jubaerrafi6821 3 года назад +1

      ভাই অামরা যৌথ ভাবে বসুন্ধরা এরিয়াতে জমি কিনতে চাচ্ছি।চাইলে অামাদের সাথে কিনতে পারেন।
      ০১৯৭৬৭১৯৩৪০

  • @Mahmud_101
    @Mahmud_101 3 года назад +1

    আপনাদের এখানে কি বুকিন কি দেওয়া যাবে ।রিভারভিও বসুন্ধরায় কি বুকিন হবে

    • @jubaerrafi6821
      @jubaerrafi6821 3 года назад

      ভাই অামরা যৌথ ভাবে বসুন্ধরা এরিয়াতে জমি কিনতে চাচ্ছি।চাইলে অামাদের সাথে কিনতে পারেন।
      ০১৯৭৬৭১৯৩৪০

  • @shakiruddin9502
    @shakiruddin9502 2 года назад

    বসুন্ধরা বারিধারায় ৩ কাঠা প্লটের নূনতম মূল্য কত?

  • @ahsanetakbim8977
    @ahsanetakbim8977 Год назад

    আজানের ধ্বনি শুনতে পাই না 😭

  • @tfcgamer1528
    @tfcgamer1528 4 года назад

    Minimum plot price please

  • @taponchandra1216
    @taponchandra1216 3 года назад +1

    আপনার মোবাইল নাম্বার টা কি দিবেন?

    • @jubaerrafi6821
      @jubaerrafi6821 3 года назад

      ভাই অামরা যৌথ ভাবে বসুন্ধরা এরিয়াতে জমি কিনতে চাচ্ছি।চাইলে অামাদের সাথে কিনতে পারেন।
      ০১৯৭৬৭১৯৩৪০