কেমন দেশ তাইওয়ান | তাইওয়ান দেশের অজানা তথ্য এবং ইতিহাস | All about Taiwan in Bengali

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • তাইওয়ান পূর্ব এশিয়ার একটি ছোট একটি দেশ।কিন্তু যথেষ্ট উন্নত। দেশটির অফিশিয়াল নাম রিপাবলিক অফ চায়না হওয়ার পিছনে কারন হল তাইওয়ান একটি স্বাধীন রাষ্ট্র হওয়া সত্বেও চায়না জোরপূর্বক এই দেশের ওপর নিজেদের কর্তৃত্ব রাখতে চাই। তাই চায়না এখনো তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে। তবে বর্তমানে তাইওয়ান তাদের পূর্ণ স্বাধীনতার জন্য যতেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে।এ দেশের মোট জনসংখ্যা প্রায় ২ কোটি ৩৫ লাখ ৬৮ হাজার। অর্থাৎ প্রতি বর্গকিলোমিটারে দেশের জনসংখ্যার ঘনত্ব প্রায় ৬৫০ জন। জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বিবেচনা করলে তাদের স্থান পৃথিবীতে দশম। এই দেশে রাষ্ট্রীয় কোন ধর্ম নেই। তবে এই দেশে বৌদ্ধ ধর্ম ও তাউজম এর প্রভাব লক্ষ্য করা যায়। বৌদ্ধধর্ম এ দেশে সবচেয়ে বড় ধর্ম।এই দেশের নাগরিকরা বিভিন্ন ভাষাই কথা বলাই এখানকার অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ এর মর্যাদা বেশ কয়েকটি ভাষাকে দেয়া হয়েছে। যেমন হাক্কা, ফর্মোসা ল্যাঙ্গুয়েজ, মান্দারিম, হকিয়ান ইত্যাদি। ইউনিটারি সেমি প্রেসিডেন্সিয়াল, কনস্টিটিউশনাল রিপাবলিক ধরনের সরকারও দেখা যায়।তাইওয়ানের নাগরিকদের প্রকৃতির সাথে যেন এক অদ্ভূত বিরোধ রয়েছে। এই কথাটি মনে হওয়ার কারন হল তাইওয়ানের নাগরিকরা বৃষ্টিকে খুব অপছন্দ করে । সামান্য বৃষ্টিতে ও তারা কয়েক সেকেন্ড পর্যন্ত কাটাতে চায় না। কারন তাইওয়ানের নাগরিকরা মনে করে যে দেশের মাত্রাতিরিক্ত পলিউশন এর কারণে এই বৃষ্টিতে এসিডের পরিমাণ বেশি হতে পারে। তাই তারা অ্যাসিড বৃষ্টি থেকে বাঁচতে এই বৃষ্টিতে ভিজে না। তাইওয়ানের প্রায় ৭০ শতাংশ ছাত্র বিভিন্ন বিষয়ের উপর এক্সপার্ট। তবে এর সাথে শিশুদের ছোটবেলা থেকেই মানবিক কিছু শিক্ষা ও প্রদান করা হয়। যেমনঃ- বিনয়ী হয়ে কথা বলা, বড়দের সম্মান দেওয়া, ইত্যাদি। সত্যিই একজন সু - শিক্ষিত ছাত্র তাইওয়ানেই তৈরি হয়। এখানে মানুষরা অনেক healthy হয়ে থাকেন। দেশটির মানুষ গড়ে প্রায় ৮০ বছর বয়স পর্যন্ত জীবিত থাকেন। এটির একটি অন্যতম কারণ হলো এখানে স্পোর্টস খুবই পপুলার এবং খেলাধুলা মানুষের শরীরকে ফিট রাখে। দেশটি মেডিকেল সুবিধার দিক দিয়ে অনেক উপরে মানা হয়। এখানে প্রতিটা মানুষকে সরকার থেকে ফ্রিতে মেডিকেল সুবিধা দেয়া হয়।আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি তাইওয়ান দেশের অজানা তথ্য সম্পর্কে। এবং তাইওয়ান দেশের ইতিহাস সম্পর্কে। সেই সাথে আরো আলোচনা করা হয়েছে তাইওয়ান উন্নত দেশ হওয়া সত্ত্বেও কেন পরাধীন? এবং তাইওয়ান দেশের বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা।
    #দেশ_পরিচিতি #countryinformation #বাংলা_ডকুমেন্টারি #তাইওয়ান #taiwan_country
    তাইওয়ান ও চীন
    তাইওয়ান কি স্বাধীন দেশ
    তাইওয়ান দেশ কেমন
    তাইওয়ান কি স্বাধীন দেশ
    taiwan technology
    taipei travel
    taiwan tour
    vacation in taiwan
    taiwan visa for bangladeshi
    taiwan vs china
    taiwan geography
    taiwan country
    taiwan amazing facts
    taiwan bangla
    তাইওয়ান
    taiwan facts
    Taiwan Country

Комментарии •