আরও বিস্তারিত জানতে যুক্ত থাকুন আমাদের সাথেঃ Group: facebook.com/groups/OjanaExpress/ Page: facebook.com/OjanaExpress/ এছাড়া, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দিয়ে নোটিফিকেশন অন রাখুনঃ Subscribe: ruclips.net/user/OjanaExpress
ঠিক আছে ভাই। এখন থেকে প্রতি মাসে কমপক্ষে ২টা করেই ভিডিও দেবো ইনশাআল্লাহ্। এই মাসে একটা হয়ে গেছে। আরেকটা ভিডিও দিলেই আপাতত আমার দায়িত্ব শেষ। আপনাকেও ধন্যবাদ।
সাঈফ ভাই আপনাকে ধন্যবাদ ।আমি দেখলাম আপনি সবগুলো কমেন্টের উত্তর দিয়েছেন এটি আপনার একটি ভালো দিক। আর আশা করছি বাজাজ ভি ফিফটিন পাওয়ার আপ এর উপর একটি রিভিউ করবেন এটি বাংলাদেশ কবে আসবে ,কেমন দাম হতে পারে ইত্যাদি বিষয়ের উপরে একটি রিভিউ চাই।
ভাই, বাংলাদেশে বাজাজ V15 তো বাংলাদেশে ছিলো কিন্তু এখন সম্ভাবত মার্কেট আউট হয়ে গিয়েছে। তারপরেও যদি আবার আসে বা বর্তমানে পাওয়া যায় তাহলে এর উপরে একটা রিভিউ করার চেষ্টা করবো। ধন্যবাদ ভাই।
আসসালামুয়ালাইকুম আমি দুবাই থেকে মাসুদ আপনার মাধ্যমে absসম্পর্কে জানতে পারলাম ও সবকিছু অবাক হলাম তবে ভাইজান এখন মার্কেটে bs6একটু যদি বিস্তারিত বলেন তাহলে উপকৃত হব
I am very stingy. I don't like and comment more. But I am fascinated by your beautiful way of explaining. Thank you very much. I have been looking for the right solution for abs and cbs for a long time. Today Alhamdulillah: The solution is in your video. I liked your video and subscribed to your channel. Thanks. Brother, I want to buy a 125 cc bike. Which bike do you advise me to buy?
ধন্যবাদ ভাই, আমি ইতিমধ্যে বেশ কিছু ১২৫ সিসি বাইক নিয়ে ভিডিও দিয়েছি এবং সেগুলর ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করেছি। আপনি সেগুলো থেকে পছন্দ করতে পারেন কিংবা এর বাইরে থেকেও পছন্দ করতে পারেন। বাংলাদেশে ১২৫ সিসি'র বেশ কিছু মডেলের বাইক রয়েছে যেগুলো একেক ক্ষেত্রে একেকটি বাইক এগিয়ে থাকবে। যেমনঃ ভালো মাইলেজ চাইলে Bajaj Discover 125, একটু স্টাইলিশ বাইক চাইলে Honda CB Shine SP 125 তবে এর পিছনের চাকা চিকন, এছাড়া আরেকটু ভালো পারফর্মেন্স পেতে চাইলে বাজেট বাড়িয়ে Suzuki 125 GSX তবে, এর মাইলেজ কম। আপনার বাজেট যদি কম থাকে তাহলে TVS Stryker, Hero Ignitor মোটামুটি ভালো ১২৫ সিসি বাইক তবে, এগুলোর মাইলেজ কম। এখন আপনার পছন্দ এবং প্রয়োজনকে প্রাধান্য দিয়ে এগুলো থেকে একটি বাইক পছন্দ করতে পারেন।
Thanks vai apnake. Amar ai breaking system gulo janar onek agroho silo. Amar apnar kase akta request please Honda CB Shine SP bike tir akti review den.
অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছে প্রশ্ন এখানে আপনি ABS এবং CBS ব্রেক সম্পর্কে বললেন তো হিরো কোম্পানি IBS ব্রেক সিস্টেম দিয়েছে সেটা কিভাবে কাজ করে প্লিজ জানাবেন।
ভাই, ABS এর সাথে Fi এর কোনও সম্পর্ক নেই। একটা ব্রেকিং সিস্টেম আর অন্যটি ইঞ্জিনের ফুয়েল ডেলিভারি সিস্টেম। মানে ফুয়েল ডেলিভারি সিস্টেমের উপর ভিত্তি করে ইঞ্জিনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে Carburetor ইঞ্জিন আরেকটা হচ্ছে Fi বা Fuel Injection ইঞ্জিন।
ভাইয়া (ABS+FI) নিয়ে একটা ভিডিও বানাও। আশাকরি অনেক ভিউয়ার বা রাইডার উপকৃত হবে এবং সে অনুযায়ী বাইক ক্রয় করবে। পাশাপাশি আপনার চ্যানেলের ফলোয়ার দ্বিগুণ হয়ে যাবে আমার বিশ্বাস। ফলস্বরূপ কেমন ধরনের ভিডিও আর কোন একটা পেজে আছে বলে আমার মনে হয় নাই। পাশাপাশি আপনাকে ধন্যবাদ আপনি প্রায় প্রত্যেকটি কমেন্টের উত্তর দিয়ে থাকেন। আশা করি আমার কমেন্টের উত্তর দিবেন। ভাইয়া উত্তরের অপেক্ষায় রইলাম।। ভালোবাসা অবিরাম।।❤️❤️❤️
ভাই, মিটার প্যানেলে ABS লেখা থাকলেই যে সেটিতে ABS থাকবে বিষয়টি এরকম নয় বরং, সেই বাইকে ABS সক্রিয় রয়েছে কিনা সেটা দেখতে হবে। এই বাইকের ABS ভার্সনও রয়েছে এবং মিটার প্যানেল একই রকম। তাই যাদের ABS ভার্সন না তাদের মিটার প্যানেলেও ABS লেখা থাকতে পারে। তবে, মিটার প্যানেলে ABS লেখাটি যদি জ্বলে অর্থাৎ ABS লেখার পিছনে যদি আলো জ্বলে তাহলে বুঝতে হবে সেই বাইকে ABS সক্রিয় রয়েছে।
ভাই, মিটার প্যানেলে ওটা একবার জ্বলার পরে যদি নিভে যায় তাহলে ABS থাকার কথা নয়। তাছাড়া, বাংলাদেশে এই বাইকের ABS ভার্সন এখনো পর্যন্ত অফিসিয়ালি আসেনি সুতরাং, আপনারটা তে ABS থাকার সম্ভাবনা কম, যদি বাংলাদেশ থেকে অফিসিয়ালি কিনে থাকেন। ধন্যবাদ।
@@OjanaExpress বাংলাদেশে কি এই বাইকের নতুন কোনো আপডেট ভার্সন আসবে ১-২ মাসের মাঝে? আমি বাইকটা নিতে চাচ্ছিলাম ১-২ মাস পরে নিলেও সমস্যা নাই।(যদি আপডেট ভার্সন আসে তাহলে) আর বাইকটা ওভারঅল কেমন একটু জানালে উপকৃত হতাম। ধন্যবাদ ভাই 😍😍
Saif vaii TVS Apache RTR 160 4v BS6, ABS Version Kobe Bangladeshe asbe ar BS6 asole ki.. Ar Bangladeshe asle kmn dam hobe ata niye akta review den.. Plz... Vaya..
vaia bike kinbo tai amar taka hate ready.just ektu confusion a achi. seta hoche abs minimum koto speed a kaj kore ba sorbo nimno koto speed a biker goti kome asle abs r kaj kore na. ami sunechi 60 kmh er upore sudhu abs active hoy. plz inform me details as urgent basis.
ভাই, ABS একটিভ করা থাকলে এটি সবসময় কাজ করবে। ধরুন ৫৫ kmph স্পিডের সাধারণ কোনো বাইকে যদি কড়া ব্রেক করা হয় তাহলে চাকা লক হয়ে স্কিড করতে পারে। কিন্তু ABS থাকলে তা চাকা লক হতে দিবে না, ফলে স্কিড করবে না। ABS কিভাবে এবং কতটুকু ব্রেক এর উপর অ্যাপ্লাই হবে তা স্পিডের উপর নির্ভর করেই সেন্সর কাজ করবে। তবে গতি বেশি থাকলেও এটি কাজ করবে আবার গতি কম থাকলেও এটি কাজ করবে।
Vai, Overall khub valo na holeo dam hisabe motamuti valo. but olpotei gorom hoye jaoar bishoy ti sothik noy. karon ei bike ta ami kichu din use korechilam ebong joto tuku gorom hoto ta shavabik.
Saif vai amar ekta Qsn ase...Ektu bhalo kore kheal korben...Vhai amar kache...Honda CB Hornet bike ta ache jeta CBS edition...To ami chaile etake Abs korte parbo kina? Jeno amar CBS er shathe shathe ABS' O jeno kaj kore....Vai amar ei Qsn tar ans diben asha kori....Thanks a lot....bhai
যে বাইকে ইন্সটল করবেন সেই বাইকের ABS এর অরিজিনাল পার্টস যদি যোগাড় পারেন তাহলে ইন্সটল করে নেওয়া যাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা মূল কোম্পানির বাইকের মতন অত বেশি নিখুঁত নাও হতে পারে। ধন্যবাদ।
যাবে, অনেকেই ABS ইন্সটল করে দেওয়ার কথা বলে থাকেন এবং তারা ২৫-৩০ হাজার টাকার উপরে খরচ হতে পারে কিন্তু এটা যদি আলাদা ইন্সটল করে নেওয়া হয় তাহলে একদম নিখুঁত নাও হতে পারে। অর্থাৎ কোম্পানি থেকেই যদি এটা কেনার সময় ইন্সটল করা থাকে সেটা বেশি ভালো হয়।
Keeway k light 150cc এবং Keeway superlight 150cc বাইকগুলোতে কি ABS ইন্সটল করা আছে? না থাকলে, এটা কোথায় কিভাবে আমি ইনস্টল করে নিবো? ফন্ট ব্রেক এবং রেয়ার ব্রেক উভয় ব্রেকেই কি ABS install করতে হবে? আর খরচ কত পড়বে?
না, এই বাইক দুটোতে ABS নেই। আর আমার জানামতে আপাতত বাংলাদেশে এই বাইকে ABS কেউ ইন্সটল করে দিতে পারবে না। তারপরেও যাদের কাছ থেকে বাইক কিনবেন তাদের কাছে বিষয়টি নিশ্চিতভাবে জেনে নিতে পারেন।
আরও বিস্তারিত জানতে যুক্ত থাকুন আমাদের সাথেঃ
Group: facebook.com/groups/OjanaExpress/
Page: facebook.com/OjanaExpress/
এছাড়া, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দিয়ে নোটিফিকেশন অন রাখুনঃ
Subscribe: ruclips.net/user/OjanaExpress
Tnx bro group e achi.....
Ok. Thanks bro.
সাইফ ভাই। আপনাকে নতুন করে ধন্যবাদ দেয়ার কিছু নেই। আপনার প্রত্যেকটি রিভিউ, অনন্য অসাধারণ। আপনার ভোকাল ও আকর্ষণীয়। আর হ্যাঁ। আপনি একজন ইউনিক ইউটিউবার।
আলহামদুলিল্লাহ্ ভাই। আপনাকে অনেক ধন্যবাদ।
এ্যাতো সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই।
ধন্যবাদ সুন্দর ভাবে উপসহাপনা করার জন্য।এখন পরিসকার ভাবে বুঝলাম ABS এবংCbs সমপর্কে।
আপনাকে স্বাগত।
আপনি খুব সুন্দর কথা বলেছেন ভাই কারণ আমি নতুনকারণ ব্রেকিং বিষয়টা যারা নতুন তাদের খুব গুরুত্বপূর্ণ আপনি সেই বিষয়ে বলেছেন আপনাকে ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ ভাই।
Thnx vai.... Apnar bujhanor style ta osthir chilo
Welcome vai.
ধন্যবাদ সাইফ ভাই সুন্দর ভাবে বোঝানোর জন্য আরেকটি কথা আপনার কণ্ঠস্বর কিন্তু খুব সুন্দর সকল ইউটিউবার থেকে।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
vai apnar onek gulo video deksi...bt amnake ei prothom deklam...khub valo laglo
আপনাকে ধন্যবাদ ভাই। যদিও এর আগেও বেশ কয়েকটি ভিডিও তে আমাকে দেখা গিয়েছিলো।
ভাই ভিডিও দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমরা আপনার কাছ থেকে প্রতি মাসে কমপক্ষে ২টি ভিডিও আশাকরি।
ঠিক আছে ভাই। এখন থেকে প্রতি মাসে কমপক্ষে ২টা করেই ভিডিও দেবো ইনশাআল্লাহ্। এই মাসে একটা হয়ে গেছে। আরেকটা ভিডিও দিলেই আপাতত আমার দায়িত্ব শেষ। আপনাকেও ধন্যবাদ।
সাঈফ ভাই আপনাকে ধন্যবাদ ।আমি দেখলাম আপনি সবগুলো কমেন্টের উত্তর দিয়েছেন এটি আপনার একটি ভালো দিক। আর আশা করছি বাজাজ ভি ফিফটিন পাওয়ার আপ এর উপর একটি রিভিউ করবেন এটি বাংলাদেশ কবে আসবে ,কেমন দাম হতে পারে ইত্যাদি বিষয়ের উপরে একটি রিভিউ চাই।
ভাই, বাংলাদেশে বাজাজ V15 তো বাংলাদেশে ছিলো কিন্তু এখন সম্ভাবত মার্কেট আউট হয়ে গিয়েছে। তারপরেও যদি আবার আসে বা বর্তমানে পাওয়া যায় তাহলে এর উপরে একটা রিভিউ করার চেষ্টা করবো। ধন্যবাদ ভাই।
ধন্যবাদ আপনাকে একটি সুন্দর পদ্ধতি ABS AND CBS কি বুঝানোর জন্য।
আপনাকে স্বাগত ভাই।
Tnx vai...apner shob video gulo ami dakhi khub valo lage.
Apnakeo Thanks vai.
ভাই অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর করে বুঝানোর জন্য
আপনাকে স্বাগত ভাই।
ভাই, আপনার উপস্থাপনা খুবই ভালো। আমি অনেক কিছু শিখতে পারলাম ।thank you
ধন্যবাদ ভাই।
বেশ ভালো লাগলো ভাই!
ধন্যবাদ ভাই।
খুব সুন্দার ভাবে বুজিয়ে বলার জন্য ধন্যবাদ,,,
ধন্যবাদ ভাই।
খুব সুন্দর উপস্থাপনা..
আপনাকে ধন্যবাদ।
থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক সুন্দর করে বিষয়টি বুঝিয়ে দেয়ার জন্য।
onek valo hoyece bro Ami Cbs use kori...
Ok bro, apnar CBS use korar experience share korben. Thanks.
ভাই সাবস্ক্রাইব করে দিলাম আপনার কথা বলার ধরন ভালো লাগলো। ❤
আপনাকে ধন্যবাদ ভাই।
Nice kaku khub sondor laglo
ধন্যবাদ আপনাকে।
awwesome bro, just awesome ... thnx a lot ...
no east no west
ABS is the nest !!!
Welcome bro
সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ।
খুব সুন্দর উপস্থাপনা💯💯
ধন্যবাদ।
ধন্যবাদ ভালো বুঝিয়েছেন।
আপনাকেও ধন্যবাদ।
কথায়, অসাধারণ।
ধন্যবাদ।
Your representing skill is just wow
Thank you.
ভাই, ভিডিওটি অনেক ভাল হইছে।
ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাই সঠিক তথ্য দিয়ে সহায়তা করার জন্য
আপনাকেও ধন্যবাদ ভাই।
Thanks vai onek help holo❤️❤️
Welcome vai.
খুব ভালো লাগলো ভাই
আসসালামুয়ালাইকুম আমি দুবাই থেকে মাসুদ আপনার মাধ্যমে absসম্পর্কে জানতে পারলাম ও সবকিছু অবাক হলাম তবে ভাইজান এখন মার্কেটে bs6একটু যদি বিস্তারিত বলেন তাহলে উপকৃত হব
ওয়ালাইকুম আসসালাম ভাই, ব্রেকিং সিস্টেমের সাথে bs6 এর কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে ইঞ্জিন। যেমনঃ আগে ছিল bs3, bs4
অনেক কিছু শিকলাম ধন্যবাদ আপনাকে
আপনাকেও ধন্যবাদ ভাই।
আপনি খুব সুন্দর করে কথা বলেন।
ধন্যবাদ আপনাকে।
tnxs vai, abosheshe TVS Stryker 125cc black with blue ajke kinlam, Mr. Saif doya korben. tnxs a lot
Ok, Welcome vai. Best of luck.
I am very stingy. I don't like and comment more. But I am fascinated by your beautiful way of explaining. Thank you very much. I have been looking for the right solution for abs and cbs for a long time. Today Alhamdulillah: The solution is in your video. I liked your video and subscribed to your channel. Thanks.
Brother, I want to buy a 125 cc bike. Which bike do you advise me to buy?
ধন্যবাদ ভাই, আমি ইতিমধ্যে বেশ কিছু ১২৫ সিসি বাইক নিয়ে ভিডিও দিয়েছি এবং সেগুলর ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করেছি। আপনি সেগুলো থেকে পছন্দ করতে পারেন কিংবা এর বাইরে থেকেও পছন্দ করতে পারেন। বাংলাদেশে ১২৫ সিসি'র বেশ কিছু মডেলের বাইক রয়েছে যেগুলো একেক ক্ষেত্রে একেকটি বাইক এগিয়ে থাকবে। যেমনঃ ভালো মাইলেজ চাইলে Bajaj Discover 125, একটু স্টাইলিশ বাইক চাইলে Honda CB Shine SP 125 তবে এর পিছনের চাকা চিকন, এছাড়া আরেকটু ভালো পারফর্মেন্স পেতে চাইলে বাজেট বাড়িয়ে Suzuki 125 GSX তবে, এর মাইলেজ কম। আপনার বাজেট যদি কম থাকে তাহলে TVS Stryker, Hero Ignitor মোটামুটি ভালো ১২৫ সিসি বাইক তবে, এগুলোর মাইলেজ কম। এখন আপনার পছন্দ এবং প্রয়োজনকে প্রাধান্য দিয়ে এগুলো থেকে একটি বাইক পছন্দ করতে পারেন।
Thank's vaiya khub vhalo laglo.....
Welcome vai.
ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য ❤️❤️❤️
আপনাকেও ধন্যবাদ ভাই।
অনেক সুন্দর করে বুঝালেন ভাই love uu
ধন্যবাদ ভাই।
Thanks vai apnake.
Amar ai breaking system gulo janar onek agroho silo.
Amar apnar kase akta request please Honda CB Shine SP bike tir akti review den.
Welcome vai, Next video te honda cb shine sp niye ekta review deoar try korbo. Thanks.
Vai bajaj ct 100 es niya riveow den vai ami onek din theke oyetige asi
Excellent speech..
Thank You.
Bangladesh er sob bike a abs taka ochit,
kotati amr moner kotha
bolar jonne donnobad
Apnakeo dhonnobad Vai.
ধন্যবাদ সাইফ ভাই।
আপনাকে স্বাগত ভাই।
অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছে প্রশ্ন এখানে আপনি ABS এবং CBS ব্রেক সম্পর্কে বললেন তো হিরো কোম্পানি IBS ব্রেক সিস্টেম দিয়েছে সেটা কিভাবে কাজ করে প্লিজ জানাবেন।
ভাই, CBS এবং IBS একই জিনিস, শুধুমাত্র নামটি ভিন্ন। CBS সম্পর্কে এই ভিডিও তে যেমনটা বলেছি IBS এর ক্ষেত্রেও তেমনটাই হবে।
ধন্যবাদ ভাই
আমি নতুন বাইক কিনবো কনফিউস ছিলাম এখন ক্লিয়ার হলাম
আপনাকে স্বাগত ভাই।
ভাই অনেক দিন পরে দেখলাম ,ভালো লাগলো।দয়া করে সুজুকি হায়াতের 19 মডেলের একটা রিভিউ করবেন প্লিস।
ভাই, যদিও এটা আগের মডেলের মতই। সব কিছুই এক শুধু কালারটা আলাদা। তবে সুযোগ পেলে চেষ্টা করবো। ধন্যবাদ।
ভালো লাগলো ভাই।
ধন্যবাদ ভাই।
ভাইয়া ABS এ কিভাবে ব্রেক করে এটা বলেন নি কিন্তু CBS এ ব্রেক করতে সামনে এবং পিছনে ব্রেক বলেছেন,,,
ধন্যবাদ ভাই আপনাকে
নতুন বন্ধু যোগ হয়ে গেলাম আপনার চ্যানেল এর সাথে 👍
ধন্যবাদ ভাই।
ভাই 2020 Model bs6 এটা সম্পর্কে আলোচনা করেন
ঠিক আছে ভাই। পরবর্তীতে সুযোগ পেলে আলোচনা করবো। ধন্যবাদ।
ভাই সাধারণ Abs আর Fi abs এর মধ্যে পারথক্য কি? যদি বলতেন ভালো হতো।
ভাই, ABS এর সাথে Fi এর কোনও সম্পর্ক নেই। একটা ব্রেকিং সিস্টেম আর অন্যটি ইঞ্জিনের ফুয়েল ডেলিভারি সিস্টেম। মানে ফুয়েল ডেলিভারি সিস্টেমের উপর ভিত্তি করে ইঞ্জিনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে Carburetor ইঞ্জিন আরেকটা হচ্ছে Fi বা Fuel Injection ইঞ্জিন।
@@OjanaExpress Thanks
@@OjanaExpress কোনটা ভালো ইঞ্জিন ভাই
ভাই Abs বাইকে কি
Abr + cbs একই সাথে থাকে
আশা করি জানাবেন
বা abs bike a break korlay ke combined break hoy
Your video is very nice
Thank you.
অনেক.রিভিও.দেখি.তবে.সাইফ.চাচ্চুর.মত.কেউ.বুজিয়ে.বলতে.পারেনা..ধন্যবাদ.চাচ্চু.
আপনাকেও ধন্যবাদ।
ভাইয়া (ABS+FI) নিয়ে একটা ভিডিও বানাও। আশাকরি অনেক ভিউয়ার বা রাইডার উপকৃত হবে এবং সে অনুযায়ী বাইক ক্রয় করবে। পাশাপাশি আপনার চ্যানেলের ফলোয়ার দ্বিগুণ হয়ে যাবে আমার বিশ্বাস। ফলস্বরূপ কেমন ধরনের ভিডিও আর কোন একটা পেজে আছে বলে আমার মনে হয় নাই। পাশাপাশি আপনাকে ধন্যবাদ আপনি প্রায় প্রত্যেকটি কমেন্টের উত্তর দিয়ে থাকেন। আশা করি আমার কমেন্টের উত্তর দিবেন। ভাইয়া উত্তরের অপেক্ষায় রইলাম।। ভালোবাসা অবিরাম।।❤️❤️❤️
পরবর্তীতে সুযোগ পেলে পর্যায়ক্রমে এ বিষয়গুলো নিয়ে আরো ভিডিও বানানোর চেষ্টা করবো। আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাইয়া সাথে সাথে উত্তর দেয়ার জন্য।
কিন্তু ABS+FI নিয়ে ভিডিওর অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ ভাই, বাজাজ প্লাটিনা ১১০ cc H গিয়ার ও হোন্ডা ১১০ cc বাইকে মধ্য তুলোনা মুলোক ভিডিও দেওয়ার প্রস্তব করছি।
ভাই, বাংলাদেশে বাজাজ প্লাটিনা 110cc H Gear এখনো পর্যন্ত বাংলাদেশে আসেনি। তবে আসলে নিশ্চয় তুলনামূলক ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।
Thank u so much man!
Welcome.
হমম বুঝতে পারলাম ।
ধন্যবাদ।
হর্সপাওয়ার, টর্ক, সিসি - এগুলো নিয়ে একটা ভিডিও বানাবেন, plz.
ঠিক আছে ভাই, সুযোগ পেলে চেষ্টা করবো।
ধন্যবাদ ভাই।
আপনাকে স্বাগত ভাই।
Thank you so much bro 💕💕
Welcome bro 😊
ধন্যবাদ।
আপনাকে স্বাগত।
ধন্যবাদ ভাই আফনাকে
আপনাকে স্বাগত ভাই।
Thanks dear brother for your vedeo from Dubai masud love you
Welcome brother.
ভাই আমার APACHE RTR 4V DD. মিটারে ABS লেখা রয়েছে তাহলে এটা কি ABS BREAKING SYSTEMS ANS. PLZ আপনার ভিডিও সবগুলোই আমি দেখি ধন্যবাদ
ভাই, মিটার প্যানেলে ABS লেখা থাকলেই যে সেটিতে ABS থাকবে বিষয়টি এরকম নয় বরং, সেই বাইকে ABS সক্রিয় রয়েছে কিনা সেটা দেখতে হবে। এই বাইকের ABS ভার্সনও রয়েছে এবং মিটার প্যানেল একই রকম। তাই যাদের ABS ভার্সন না তাদের মিটার প্যানেলেও ABS লেখা থাকতে পারে। তবে, মিটার প্যানেলে ABS লেখাটি যদি জ্বলে অর্থাৎ ABS লেখার পিছনে যদি আলো জ্বলে তাহলে বুঝতে হবে সেই বাইকে ABS সক্রিয় রয়েছে।
@@OjanaExpress ধন্যবাদ ভাই আপনার সাথে আছি, ABS লেখাটি চাবি অন করার সময় মিটার প্যানেলে জলে আবার নিভে যায় বাট দেখা যায় যে ABS লেখা আছে
ভাই, মিটার প্যানেলে ওটা একবার জ্বলার পরে যদি নিভে যায় তাহলে ABS থাকার কথা নয়। তাছাড়া, বাংলাদেশে এই বাইকের ABS ভার্সন এখনো পর্যন্ত অফিসিয়ালি আসেনি সুতরাং, আপনারটা তে ABS থাকার সম্ভাবনা কম, যদি বাংলাদেশ থেকে অফিসিয়ালি কিনে থাকেন। ধন্যবাদ।
Thanks bro for details
Welcome bro.
Vai honda xblade abs naki hornet cbs valo hoba ami khub confussed.
ভাই, অবশ্যই ABS ভালো হবে তবে, বাইক হিসাবে xblade এর চেয়ে Hornet কে কিছুটা এগিয়ে রাখতে পারি।
ভাইয়া, বর্তমান বাংলাদেশে কোন বাইকের( & Model) ABS system সবচেয়ে ভালো??
ভাই, যে সব বাইকে ABS রয়েছে সেগুলো সবই ভালো মানের ব্রেকিং সিস্টেম। সুতরাং, বাইকের বাকি পারফর্মেন্স দেখে নিতে পারেন।
মুল্যবান কথা বল্লেন ভাই
ধন্যবাদ ভাই।
ভালো লাগলো ভাই ❤❤
Hero passion xpro bike a ABS,CBS ki ache vai?
ধন্যবাদ ভাই। এই বাইকে ABS এবং CBS কোনটাই নেই। তবে ইন্ডিয়াতে সম্ভাবত এই বাইকে CBS রয়েছে।
@@OjanaExpress বাংলাদেশে কি এই বাইকের নতুন কোনো আপডেট ভার্সন আসবে ১-২ মাসের মাঝে?
আমি বাইকটা নিতে চাচ্ছিলাম ১-২ মাস পরে নিলেও সমস্যা নাই।(যদি আপডেট ভার্সন আসে তাহলে)
আর বাইকটা ওভারঅল কেমন একটু জানালে উপকৃত হতাম।
ধন্যবাদ ভাই 😍😍
ভাই, এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তাই নিশ্চিতভাবে বলতে পারছি না তবে, আগামী ১-২ মাসের মধ্যে আসার সম্ভাবনা খুবই কম।
@@OjanaExpress ধন্যবাদ ভাই
Acctualy CBS break dea cornering korte and offroad use korte khub jhamela hocce.... ami cachhe CBS disconnect korte ... is it possible??
হ্যাঁ, যদি প্রয়োজন মনে করেন তাহলে, এটা ডিসকানেক্ট করা সম্ভব। মেকানিকের কাছে গেলে করে দিতে পারবেন আশা করছি।
Tnxx vaiya
Great suggestion. Tnx bro
Welcome bro.
Saif vaii TVS Apache RTR 160 4v BS6, ABS Version Kobe Bangladeshe asbe ar BS6 asole ki.. Ar Bangladeshe asle kmn dam hobe ata niye akta review den.. Plz... Vaya..
ভাই, এ ব্যাপারে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কিছু জানতে পারলে নিশ্চয় জানাবো এবং রিভিউ করবো। ধন্যবাদ।
Vaii ABS version ta Kobe aste pare a bisoye kisu janen..?
Sorry vai, eta sure bolte parchi na.
Okk vaii jodi aii bisoye kisu jante paren aktu boilen
Nishchoy vai.
fine but, Tvs stryker ON/OFF switch nay, kintu eta ki lagano jabe plz janaben.
Ha vai, apni ei switch alada lagiye nite parben.
thanks vai bolar jonno
Welcome vai.
pulser 150 abs ব্রেকিং বাংলাদেশে কত দিন পরে আসবে?
ভাই, এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারণ, এ ব্যাপারে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাইনি। তবে কিছু জানতে পারলে নিশ্চয় জানাবো।
Thx.
You're welcome!
Saif ভাই সিবিএস ব্রেকিং a সামনের ব্রেক করলে একই রেসেও তে কাজ করবে কি
না ভাই, সামনের ব্রেক চাপলে শুধুমাত্র সামনের ব্রেক কাজ করবে তবে, পিছনের ব্রেক কাজ করলে সামনে এবং পিছনের উভয় ব্রেক একসাথে কাজ করবে।
Excellent 👌
Thanks a lot 😊
boro vai payer break ki class chaype chapte hobe??
না ভাই, ক্লাচ আগে চাপা যাবে না। ক্লাচ পরে চাপতে হবে। এ বিষয়ে খুব শীঘ্রই একটি ভিডিও দিব, ইনশাআল্লাহ্। সঙ্গেই থাকুন। ধন্যবাদ।
Highway r jonno ABS better or CBS.. Konta skip kom kore?...
একটার সাথে আরেকটার তুলনা হয় না কারণ, দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। তাই ABS কে এগিয়ে রাখতে হচ্ছে।
vaia bike kinbo tai amar taka hate ready.just ektu confusion a achi. seta hoche abs minimum koto speed a kaj kore ba sorbo nimno koto speed a biker goti kome asle abs r kaj kore na. ami sunechi 60 kmh er upore sudhu abs active hoy. plz inform me details as urgent basis.
ভাই, ABS একটিভ করা থাকলে এটি সবসময় কাজ করবে। ধরুন ৫৫ kmph স্পিডের সাধারণ কোনো বাইকে যদি কড়া ব্রেক করা হয় তাহলে চাকা লক হয়ে স্কিড করতে পারে। কিন্তু ABS থাকলে তা চাকা লক হতে দিবে না, ফলে স্কিড করবে না। ABS কিভাবে এবং কতটুকু ব্রেক এর উপর অ্যাপ্লাই হবে তা স্পিডের উপর নির্ভর করেই সেন্সর কাজ করবে। তবে গতি বেশি থাকলেও এটি কাজ করবে আবার গতি কম থাকলেও এটি কাজ করবে।
ধন্যবাদ
আপনাকে স্বাগত।
Very nice tutorial 👍
Thank You.
Vai tvs stryker 125 kinte chacci..but bike ta naki olpotei gorom hoye jai...r overall bike ta kemon aktu bolben?? R honda livo kemon hobe?)
Vai, Overall khub valo na holeo dam hisabe motamuti valo. but olpotei gorom hoye jaoar bishoy ti sothik noy. karon ei bike ta ami kichu din use korechilam ebong joto tuku gorom hoto ta shavabik.
Saif vai amar ekta Qsn ase...Ektu bhalo kore kheal korben...Vhai amar kache...Honda CB Hornet bike ta ache jeta CBS edition...To ami chaile etake Abs korte parbo kina? Jeno amar CBS er shathe shathe ABS' O jeno kaj kore....Vai amar ei Qsn tar ans diben asha kori....Thanks a lot....bhai
Vai, apni jodi India te thaken tahole ABS korte parben. r ABS ebong CBS duto kei active rakha possible. valo kono mechanic hole eta parben. Thanks.
খুবসুদর হয়েছে।
যদি কোনো বাইকে ডিস্ক থাকে কিন্তু ABS না থাকে ওই বাইকে কি ABS ইনিস্টল করা যাবে?
যে বাইকে ইন্সটল করবেন সেই বাইকের ABS এর অরিজিনাল পার্টস যদি যোগাড় পারেন তাহলে ইন্সটল করে নেওয়া যাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা মূল কোম্পানির বাইকের মতন অত বেশি নিখুঁত নাও হতে পারে। ধন্যবাদ।
গুড
ধন্যবাদ।
Hunk bike a ki abs system install kora jabe?
আপাতত যাবে না।
Thx Nice video
Thank you too.
ভাই নতুন ডিসকভারের CBS টাকে কি ABS করা যায়,,যদি যায় তাহলে খরচ কত
ভাই, আপাতত সম্ভব নয়।
vai ami apnar video onek follow kori akhon amar akta chotto caoa ami driving licences ki vabe banabo jodi A to z bolten valo hoto think you
ভাই, এটা একটু লম্বা প্রক্রিয়া। অনেক আগে করেছিলাম তো তাই এখন পুরোপুরি মনে নেই। তবুও সুযোগ পেলে এ বিষয়টি একটি ভিডিও বানানোর চেষ্টা করবো। ধন্যবাদ।
Vai, Honda Xblade vs Abs vs 4v konta valo hoba?
ভাই, মাইলেজের দিক বিবেচনা করলে xblade ভালো হবে। তবে, ABS ব্রেক যে বাইকে রয়েছে সেটা ভালো ব্রেকিং পারফর্মেন্স এর জন্যে ভালো হবে।
Very nice Thanks,
Welcome.
Suzuki Gixxer SF Moto GP te abs kora jabe , cost kmn Hobe , plz janaben
যাবে, অনেকেই ABS ইন্সটল করে দেওয়ার কথা বলে থাকেন এবং তারা ২৫-৩০ হাজার টাকার উপরে খরচ হতে পারে কিন্তু এটা যদি আলাদা ইন্সটল করে নেওয়া হয় তাহলে একদম নিখুঁত নাও হতে পারে। অর্থাৎ কোম্পানি থেকেই যদি এটা কেনার সময় ইন্সটল করা থাকে সেটা বেশি ভালো হয়।
Thanks 😊
You're welcome! 😊
Thik you bro
Welcome bro.
Keeway k light 150cc এবং Keeway superlight 150cc বাইকগুলোতে কি ABS ইন্সটল করা আছে?
না থাকলে, এটা কোথায় কিভাবে আমি ইনস্টল করে নিবো?
ফন্ট ব্রেক এবং রেয়ার ব্রেক উভয় ব্রেকেই কি ABS install করতে হবে?
আর খরচ কত পড়বে?
না, এই বাইক দুটোতে ABS নেই। আর আমার জানামতে আপাতত বাংলাদেশে এই বাইকে ABS কেউ ইন্সটল করে দিতে পারবে না। তারপরেও যাদের কাছ থেকে বাইক কিনবেন তাদের কাছে বিষয়টি নিশ্চিতভাবে জেনে নিতে পারেন।
@@OjanaExpress ধন্যবাদ।।
আপনাকে স্বাগত।
yamaha saluto 125 সিসি বাইকে কি ব্রেক ব্যবহার করা হয়েছে জানাবেন প্লিজ
না ভাই, বাংলাদেশের Yamaha saluto 125 এ ABS কিংবা CBS কোনটাই ব্যবহার করা হয়নি।