১৯৯৯ কি ২০০০ সালের কথা! আমাদের ক্যাসেটের দোকান ছিল, অনেকেই নতুন ক্যাসেট কিনতো, কেউ কেউ পুরনো ক্যাসেট এনে নতুন গান রেকর্ড করে নিয়ে যেত। আমি দোকানে বসতাম, আর এই গানগুলো শুনতাম। ৯-১০ বছরের বালক আমি। গানগুলো শুনে হুদাই দুঃখে মন-ভারাক্রান্ত হয়ে উঠতো। ক্যাসেটের ফ্ল্যাপকভারে আবার গানের লিরিক্স দেয়া থাকতো। লিরিক্স দেখে দেখে গান শুনে মুখস্থ করতাম আর ভাবতাম একদিন কোন রূপবতীকে এইসব গান শুনিয়ে মুগ্ধ করবো! কী অদ্ভূত দিনগুলো ছিল!!!
৯০ দশকের মানুষ ছাড়া এইসব গানের মজা এখনকার ছেলেমেয়েরা বুঝবে না । এই ২০২৩ সালে কমেন্ট করে গেলাম সেই একই অনুভূতি , সেই একই রোমাঞ্চকর ছিল আজও । ❤❤❤❤❤ সৃতি রেখে গেলাম আগামী প্রজন্মের জন্য । ❤❤❤❤
৯ম ও ১০ম শ্রেনীর ক্লাসে গনিত শিক্ষক তুলিপ স্যার এর কন্ঠে প্রায় এই গান শুনতাম। অনেক বছর পর শুনেছি স্যার একটা মেয়েকে ভালোবাসতো বাট অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। এই গান খানা শুনলে স্যার এর কথা মনে পরে। ব্যাচারা
Suvro da r fan ami chotobela thekei. Uni oshadharon ekjon singer. Eshob kaljoyi gaan upohar dewar jonno unar kache amader whole 90's er generation kritoggo.
৯০ দশকে শুভ্রদেব অনেক সাড়া জাগানো ও জনপ্রিয় শিল্পী ছিলেন। সম্ভবত ১৯৯৪ সালে শুভ্রদেব এর গানটা রিলিজ হয়েছিলো, ওই সময়ে তুমুল জনপ্রিয় ছিলো এই গানটা। শুভ্রদেব এই গানের মাধ্যমে অনেক জনপ্রিয় পেয়েছিলেন। এইসব গান এখনো অনেক জনপ্রিয়। ৯০ দশকে ব্যাটারি চালিত টেপরেকর্ডারে ক্যাসেট বাজিয়ে বন্ধুরা মিলে রাতের বেলায় পুকুর পাড়ে চাঁদের আলোয় এই গান গুলো প্রচুর শুনতাম। কি সুন্দর ছিলো, ওই সময় গুলো। ৯০ দশকের অনেক জনপ্রিয় গানের অনেক জনপ্রিয় শিল্পী দের তেমন খুঁজে পাওয়া যায়না মিডিয়াতে। তবে ৯০ দশকের জনপ্রিয় গান গুলো জনপ্রিয় শিল্পীরা থেকে যায় সবার অন্তরে। খুব মিস করি সেই ৯০ দশকের সোনালী সময়গুলো কে।
আলাদা ধরণের গায়কী সবসময়ই! শু ভ্র --- সম্ভবত: তোমার * প্রথম অডিও তে -- একটা আমার খুব ভালোলাগার গান ছিল -- শুনতে চাইছি ,,,,, কাটেনা বিরহের দিন ,,,, না কি ওই রকম ঠিক কথাগুলো মনে পরছে না - l -' @ র, মামী
ঢাকা, বনানি পুজামন্ডপে উনি গান গাইতে আসেন, জানা ছিলোনা যে উনি আসবেন, আমাদের পাশের এলাকা তাই এমনেই কৌতুহলে পুজা দেখতে গিয়ে উনার লাইভ ভয়েজ শুনার ভাগ্য হয়ে গেলো, সেদিন এই ১টা গান গেয়েই চলে গেলেন কন্ঠ আর উনি দেখতে একদম সেই ৯০ সালের মতই ছিলো.. সব মিলিয়ে দারুন ১টা দিন ছিলো আমার জন্য
ভুল, শুভ্র দেব আরো অনেক আগেই সুপারস্টার এই গানের আগে আরো অনেক সুপার হিট গান তার আছে এই গান শুভ্র দেবের ক্যারিয়ারের দশ বছর পরের গান শুভ্রদেব কে পরিচিত নয় বরং আপনি পরিচিত হয়েছেন তার সাথে এ গানের মাধ্যমে আর আমি তার হ্যামিলনের বাঁশিওয়ালা যে বাঁশি ভেঙে গেছে সাদা কাগজ ছোঁয়া প্রিয়জন শেষ চিঠি কোন এক সন্ধ্যায় সহ আরো অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে ভক্ত হয়েছি
শুভ্র দেব দাদা আমাদেরসারা বাংলাদেশের গর্ব বহুবার আপনার কথা বাবার কাছে শুনেছি সিরাজগঞ্জ আপ্নারা এসেছিলেন আমার বাবা এবং বাবার বন্ধুরা কন্সার্ট এর আয়োজন করেছিল ১৯৯২ সালে হবে তখনকার সময় সিরাজগঞ্জের জনপ্রিয় কন্ঠ শিল্পী বাবন আংকেল আপনাদের সাথে গানগেয়েছেন তিনি আয়োজন করেছিলেন বাবন আংকেল মারা গেছে বছর ২ আগে।দাদা আপ্নার জন্য অনেক অনেক শুভ কামনা এবং ভালো বাসা রইলো ❤️
ভুল, শুভ্র দেব আরো অনেক আগেই সুপারস্টার এই গানের আগে আরো অনেক সুপার হিট গান তার আছে এই গান শুভ্র দেবের ক্যারিয়ারের দশ বছর পরের গান শুভ্রদেব কে পরিচিত নয় বরং আপনি পরিচিত হয়েছেন তার সাথে এ গানের মাধ্যমে আর আমি তার হ্যামিলনের বাঁশিওয়ালা যে বাঁশি ভেঙে গেছে সাদা কাগজ ছোঁয়া প্রিয়জন শেষ চিঠি কোন এক সন্ধ্যায় সহ আরো অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে ভক্ত হয়েছি
শুভ্র দেব এর বাড়ী সিলেটের কাষ্টঘর এ আর আমার বাড়ী চালিবন্দর এ।২০০৭ বা ২০০৮ সালে তখন অনেক ছোট ছিলাম।অনেক মানুষ আসতো, এসে শুভ্র দেবের বাড়ী জিগ্যেস করতো তাদেরকে বাড়ী পর্যন্ত পৌঁছে দিতাম😊😊😊
সব গান কি মানুষের মনে দাগ লাগে,,কিছু গান আছে যে গানগুলো মানুষ বারবার শুনতে চাই,মনে রাখতে চাই,,মানুষের বাস্তবতা খুজে ফিরে পাওয়া যায়,,,ভালো থেকো শুভ্র দাদা,,,আরো বেশি করে ভাল ভাল গান শোনান আপনার প্রিয় শ্রোতাদেরকে,,,
সত্যি সোনালী দিনের কোন তুলনা হয় না এই জন্য ওল্ড ইজ গোল্ড শুভ্র দেব এর কন্ঠে অসাধারণ সুন্দর চমৎকার একটা অসম্ভব মিষ্টি সুরের গান এমন অামার পাথর তো নয়।👍👍👍👍👍👍
সত্যি এর পর কী বলবো আমি তাকে আমার সত্যি বলার মত কোনো ভাষা জানা নাই অনেক ভালো লাগে গান টা শুনলে আমি শুনি অনেক সময় আমার মন খারাপ হলে আর কী এর পর কীছু না সে ছিলো সে আছে সে থাকবে আমার হৃদয় জুড়ে সারা জীবন ও আজীবন আর কীছু নাই বলার
অসাধার একটা গান আমার জীবনের সাথে মিশে গেছে একে বারে বলার মত কোনো ভাযা আমার জানা নাই আমি জানিনা এর পর বলবো আমি তাকে অনেক অনেক ধন্যবাদ তাকে আমার পক্ষ থেকে
ক্লাস 4 থেকে শুনে এক মেয়েকে প্রপুস যা মাইর খাইলাম স্যারের। সেই থেকে মনে ভালোবাসা জেগেছে 2017 সালে মাঠি ছাপা। এখন পযর্ন্ত আর কোন মেয়ের দিকে থাকানো তো দূরের কথা ভাই ব্রাদার কাউকে সাপোর্ট ও করি না। কারন আমার জীবনে দুই একটা প্রেম আসছিলো শেষটাই ছিলো আমার থেকে 1000% সঠিক এবং মারাত্মক সৃতিতে মেমোরি ওভার লোড। খুঁজ করারও কেউ নাই তাই জীবনের প্রতি টেনশনও করি না। এক কথায় জিন্দালাশ। বাট ওরে হাজার চেষ্টা করেও এখন পযর্ন্ত ভুলতে পারিনি। আর আমার মত কালফিটরা পৃথিবীতে ভালোবাসার জন্য আসে নি। সেই ভালো থাকুক 😍💚
সবার জীবনে একজন প্ৰিয় মানুষ থাকে তাকে কখনো ভুলা যায়না। এক বার যদি ভালো বাসার মানুষটি হারিয়ে যায় তাকে আর কখনও ফিরে পাওয়া যায় না,, তবে মাঝে মাঝে তার কথা মনে হলে অনেক কষ্ট হয়,,,।।এক সময় সব কিছু হারিয়ে জীবনটা অর্থহীন হয়ে পড়ে,,তাই স্মৃতি হিসাবে কমেন্ট করে গেলাম...যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে তখন আমার কমেন্টে কেউ লাইক করলে নোটিফিকেশন পেয়ে আমি আবারও এই গানটি শুনতে চলে আসবো প্রিয়।ভালো থেকো সুখে থেকো প্রিয় দোয়া করি তোমার জন্য।।......
সেই ২০০৯ সালের কথা স্কুল জীবনের সেরা একটি গান ছিল😢 আজ ২০২৩ সাল... অনেক দিন পরে গানটা সামনে আসলো...তাই শুনা হইল...ভাল থাকুক তারা যারা ভালবাসার বিরোহর জন্য শুনতো...
আমি সব ব্যাথা নীরবেই সয়ে যাচ্ছি। এক অভিশপ্ত জীবন দিয়ে স্রস্ট্রা আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে। সারা জীবন ধরে অভিনয় করে যাচ্ছি আম। স্রস্টা আমাকে যেভাবে সৃস্টি করছেন তা প্রকাশ করতে পারছি না। এ কেমন সৃস্টি স্রস্টার আকৃতি দিল পুরুষের আর মনটা বানিয়ে দিল নারীর।
১৯৯৯ কি ২০০০ সালের কথা! আমাদের ক্যাসেটের দোকান ছিল, অনেকেই নতুন ক্যাসেট কিনতো, কেউ কেউ পুরনো ক্যাসেট এনে নতুন গান রেকর্ড করে নিয়ে যেত। আমি দোকানে বসতাম, আর এই গানগুলো শুনতাম। ৯-১০ বছরের বালক আমি। গানগুলো শুনে হুদাই দুঃখে মন-ভারাক্রান্ত হয়ে উঠতো। ক্যাসেটের ফ্ল্যাপকভারে আবার গানের লিরিক্স দেয়া থাকতো। লিরিক্স দেখে দেখে গান শুনে মুখস্থ করতাম আর ভাবতাম একদিন কোন রূপবতীকে এইসব গান শুনিয়ে মুগ্ধ করবো! কী অদ্ভূত দিনগুলো ছিল .11.01.2023
কুমার শানুর স্টাইলে গাওয়া এই গানটা অসাধারণ অনুভব করায়। শুভ্রদেব ছিলেন আমাদের বাংলাদেশের কুমার শানু। অসাধারণ তার সুর। ❤❤
😮😅😮😮😮😅
১৯৯৯ কি ২০০০ সালের কথা! আমাদের ক্যাসেটের দোকান ছিল, অনেকেই নতুন ক্যাসেট কিনতো, কেউ কেউ পুরনো ক্যাসেট এনে নতুন গান রেকর্ড করে নিয়ে যেত। আমি দোকানে বসতাম, আর এই গানগুলো শুনতাম। ৯-১০ বছরের বালক আমি। গানগুলো শুনে হুদাই দুঃখে মন-ভারাক্রান্ত হয়ে উঠতো। ক্যাসেটের ফ্ল্যাপকভারে আবার গানের লিরিক্স দেয়া থাকতো। লিরিক্স দেখে দেখে গান শুনে মুখস্থ করতাম আর ভাবতাম একদিন কোন রূপবতীকে এইসব গান শুনিয়ে মুগ্ধ করবো! কী অদ্ভূত দিনগুলো ছিল!!!
সোনালী দিন
You are luck vai
নাইস
2023
কমেন্টটা খুব সুন্দর, কমেন্ট পড়তে ভালো লাগে ভীষণ।
শুভ্র সেই কবে থেকেই এই গান শুনেছি -- ভাললেগেছে আজও- এক ই রকম অসাধারণ
কন্ঠ স্টাইল !
অনেক আগে শুনতাম মাঝে শোনা হয়নি আজ আবার নতুন করে শুনলাম । এই ভালোলাগার অনুভূতি বলে বোঝানো যাবে না। অনেক ধন্যবাদ দাদা
HiHi
২০২২
Same to u
❤❤❤❤
৯০ দশকের মানুষ ছাড়া এইসব গানের মজা এখনকার ছেলেমেয়েরা বুঝবে না । এই ২০২৩ সালে কমেন্ট করে গেলাম সেই একই অনুভূতি , সেই একই রোমাঞ্চকর ছিল আজও । ❤❤❤❤❤ সৃতি রেখে গেলাম আগামী প্রজন্মের জন্য । ❤❤❤❤
Right vai
tik bolsan bhi
৯ম ও ১০ম শ্রেনীর ক্লাসে গনিত শিক্ষক তুলিপ স্যার এর কন্ঠে প্রায় এই গান শুনতাম।
অনেক বছর পর শুনেছি স্যার একটা মেয়েকে ভালোবাসতো বাট অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে।
এই গান খানা শুনলে স্যার এর কথা মনে পরে।
ব্যাচারা
এই গানগুলা অনেক ভালো লাগে আমার ❤❤❤❤
গান টা কখনোই পুরনো হবে না 🥺❤❤❤
এসময়ের প্রেম অসম্ভব সুন্দর ছিলো
Suvro da r fan ami chotobela thekei. Uni oshadharon ekjon singer. Eshob kaljoyi gaan upohar dewar jonno unar kache amader whole 90's er generation kritoggo.
৯০ দশকে শুভ্রদেব অনেক সাড়া জাগানো ও জনপ্রিয় শিল্পী ছিলেন।
সম্ভবত ১৯৯৪ সালে শুভ্রদেব এর গানটা রিলিজ হয়েছিলো,
ওই সময়ে তুমুল জনপ্রিয় ছিলো এই গানটা।
শুভ্রদেব এই গানের মাধ্যমে অনেক জনপ্রিয় পেয়েছিলেন।
এইসব গান এখনো অনেক জনপ্রিয়।
৯০ দশকে ব্যাটারি চালিত টেপরেকর্ডারে ক্যাসেট বাজিয়ে বন্ধুরা মিলে রাতের বেলায় পুকুর পাড়ে চাঁদের আলোয় এই গান গুলো প্রচুর শুনতাম।
কি সুন্দর ছিলো, ওই সময় গুলো।
৯০ দশকের অনেক জনপ্রিয় গানের অনেক জনপ্রিয় শিল্পী দের তেমন খুঁজে পাওয়া যায়না মিডিয়াতে।
তবে ৯০ দশকের জনপ্রিয় গান গুলো জনপ্রিয় শিল্পীরা থেকে যায় সবার অন্তরে।
খুব মিস করি সেই ৯০ দশকের সোনালী সময়গুলো কে।
রাইট বলেছেন একমত
I agree with you.
এখন কোথায়??
আহারে গানটা শুনে ছোটোবেলায় হারিয়ে গেলাম
আমি এ গান ২০৬ সালে সুনছি বাটাম ফোনে, আর এখন ২০২২ সাল, মিস 😢😭😭😭করি শেই দিন গুলো
এসব গানের কদর নব্বই দশকের শ্রোতাদের কাছে সারাজীবন থাকবে
আমার জিভনের,সেরা, গান 😢😢😢😢😢😢😢😢😢😢
মনে শুব্রত দাদা,র পেপসি এড" ❤ পুরানো দিন বেঁচে থাকবো❤️ love you boss
আলাদা ধরণের গায়কী সবসময়ই! শু ভ্র --- সম্ভবত: তোমার * প্রথম অডিও তে -- একটা আমার খুব ভালোলাগার গান ছিল -- শুনতে চাইছি ,,,,, কাটেনা বিরহের দিন ,,,, না কি ওই রকম ঠিক কথাগুলো মনে পরছে না - l -' @ র, মামী
কিছু কিছু গান আছে যা কখনও পুরানো হয় না ।মন ভালো হয়ে গেল ❤❤❤❤
দাদা,আপনি তো দুঃখের গান গেয়ে গেয়ে সবার মন পাথর করে দিয়েছেন....এখন কি হবে?💖❤💖❤
ঢাকা, বনানি পুজামন্ডপে উনি গান গাইতে আসেন, জানা ছিলোনা যে উনি আসবেন, আমাদের পাশের এলাকা তাই এমনেই কৌতুহলে পুজা দেখতে গিয়ে উনার লাইভ ভয়েজ শুনার ভাগ্য হয়ে গেলো, সেদিন এই ১টা গান গেয়েই চলে গেলেন
কন্ঠ আর উনি দেখতে একদম সেই ৯০ সালের মতই ছিলো.. সব মিলিয়ে দারুন ১টা দিন ছিলো আমার জন্য
ছোটবেলাটা মনে পরে গেলো। শুভ কামনা শুভ্র দা❤️❤️
সেই ছেলে বেলাই শুনেছি,,,কত প্রিয়ে ছিল এই গানটা আমার,,আর শুভ্র দেব ছিল তখনকার মধ্যে সব থেকে প্রিয় শিল্পি ❤❤❤
এক কথায় অসাধারন 💞💞এমন আমার পাথর তো নয় সব বেথ্যা সয়ে যাবে নিরবে😭😭😭😭
অনেক সুনদর গান পিপাসা মিটে না।পৃথীবী যত দিন থাকবে এই গান থাকবে।এই গান যত শুনবে মনে হবে নতুন
শুভ্রদেব কে পরিচিতি এনে দেয়া গান।অসাধারণ গেয়েছেন
কেন ? শুভ্রদেবের আরো জনপ্রিয় গান আছে। কৃষ্ণচূড়া ছায়ে ছায়ে, আমি হ্যামিলনের বাঁশিওয়ালা , এই আমার শেষ চিঠি , অনেক গান আছে।
ভুল, শুভ্র দেব আরো অনেক আগেই সুপারস্টার এই গানের আগে আরো অনেক সুপার হিট গান তার আছে এই গান শুভ্র দেবের ক্যারিয়ারের দশ বছর পরের গান শুভ্রদেব কে পরিচিত নয় বরং আপনি পরিচিত হয়েছেন তার সাথে এ গানের মাধ্যমে আর আমি তার হ্যামিলনের বাঁশিওয়ালা যে বাঁশি ভেঙে গেছে সাদা কাগজ ছোঁয়া প্রিয়জন শেষ চিঠি কোন এক সন্ধ্যায় সহ আরো অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে ভক্ত হয়েছি
অসাধারণ একটি গান, সারাজীবন ধরে শুনলেও গানটি কারো কাছে কখনো পুরানো হবে বলে মনে করি না।
Hmm
বিটিভিতে একটি সাক্ষাৎকার দেখেছিলাম ওনি নাকি মাইকেল জ্যাকসনের সাথে দেখা করেছিলেন , সাক্ষাৎকারটি ছিল সম্ভবত 2000 থেকে, এক অথবা, দুই সালে...
এমন একটা সময় ছিলো যে সময় শুধু আমি গান শুনতে পাগল ছিলাম। আবার অনেক দিন পরে এ গান টা শুনলাম ভালোই লাগছে।
শুভ্র দেব দাদা আমাদেরসারা বাংলাদেশের গর্ব বহুবার আপনার কথা বাবার কাছে শুনেছি সিরাজগঞ্জ আপ্নারা এসেছিলেন আমার বাবা এবং বাবার বন্ধুরা কন্সার্ট এর আয়োজন করেছিল ১৯৯২ সালে হবে তখনকার সময় সিরাজগঞ্জের জনপ্রিয় কন্ঠ শিল্পী বাবন আংকেল আপনাদের সাথে গানগেয়েছেন তিনি আয়োজন করেছিলেন বাবন আংকেল মারা গেছে বছর ২ আগে।দাদা আপ্নার জন্য অনেক অনেক শুভ কামনা এবং ভালো বাসা রইলো ❤️
খুব খুব খুব খুব খুব
ভালো লাগলো
শুভ্রদেব
আপনার। অনেক অনেক
মঙ্গল। কামনা করি
ছোট বেলায় হারিয়ে। গেলাম আমার খুব খুব। প্রিয়। গান
গান তার শিল্পীকে মনে করিয়ে দেয়ার আগে নিজের ফেলে আসা দিনগুলিকেই বেশি মনে করিয়ে দেয়, মনে করিয়ে দেয় যে এখন আমি কত বড় হয়ে গেছি।
শুভ্রদেব কে পরিচিতি এনে দেয়া গান।অসাধারণ গেয়েছেন । আমার গানের তালিকায় এটি একটি..
ভুল, শুভ্র দেব আরো অনেক আগেই সুপারস্টার এই গানের আগে আরো অনেক সুপার হিট গান তার আছে এই গান শুভ্র দেবের ক্যারিয়ারের দশ বছর পরের গান শুভ্রদেব কে পরিচিত নয় বরং আপনি পরিচিত হয়েছেন তার সাথে এ গানের মাধ্যমে আর আমি তার হ্যামিলনের বাঁশিওয়ালা যে বাঁশি ভেঙে গেছে সাদা কাগজ ছোঁয়া প্রিয়জন শেষ চিঠি কোন এক সন্ধ্যায় সহ আরো অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে ভক্ত হয়েছি
ফেলে আসা শৈশবের কথা মনে পড়ে গেলো, শুভ্রদেব দাদার গানটি শুনে 😥
শুভ্র দেব,অনেক দিনের চেনা অনেক অনেক এবং অনেক ভালো লাগা গান!
কমেন্ট করে গেলাম নতুন প্রজন্মের জন্য
ওরা দেখে জাতে বুঝতে পারে
আমাদের শইসব কেমন ছিলো, কেউ না কেউ একদিন তো দেখবে
যে দিন গুলো চলে গেছে সেগুলোই বেশি সুন্দর। কারণ সেদিন গুলোতে মিশে আছে শৈশবের সৃতি।
vai ajke dekhlam
ঘুরে ফিরে সেই পুরোনো নিয়েই বেঁচে থাকি আমরা।
পুরোনো গান মানে শৈশবের আবেগ।
ভালোবাসা অবিরাম।
শারজাহ প্রবাসী।
😭😭😭😭
Yup I'll ííôp
Right
😭😭😭
Roy
শুভ্র দেব এর বাড়ী সিলেটের কাষ্টঘর এ আর আমার বাড়ী চালিবন্দর এ।২০০৭ বা ২০০৮ সালে তখন অনেক ছোট ছিলাম।অনেক মানুষ আসতো, এসে শুভ্র দেবের বাড়ী জিগ্যেস করতো তাদেরকে বাড়ী পর্যন্ত পৌঁছে দিতাম😊😊😊
এখন কি বিদেশ পাড়ি দিয়েছেন?
না দেশেই থাকেন
@@hirasultana7293বাইরে ও ঘরে দুই জায়গাতেই থাকে। ডুয়েল সিটিজেনশিপ আছে সম্ভবত।
❤❤❤❤❤ sarajibon superhit thakbe ei gan
I love you SINGER-SUVRO DEV ; এসব গানের কদর নব্বই দশকের শ্রোতাদের কাছে সারাজীবন থাকবে, কী অদ্ভূত দিনগুলো ছিল!!!
খুব সুন্দর একটা গান,প্রান টা জুরিয়ে যায়💞💞💞
শুভ্রদেব এর এই গানটা শুনলে মনে হয় জীবনটাকে অনেক বছর পিছনে টেনে দিলাম কোথায় হারালো স্মৃতিময় সেই দিনগুলি,,
এ গানটা আমার খুব পছন্দের একটা গান, অসম্ভব ভালো লাগে। যত শুনি শুনতে ইচ্ছে করে।।
😢😢😢😢 এই গান শুনেই চোখে অশ্রু ঝরে পরছে বুক ফাঁটা কান্নায় বাবা কে খুব মনে পরছে।
রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি ছগিরা।
দারুণ ! দারুণ ! মন ছুঁয়ে গেল ,,,,,, @
ol.imi.imio
ooo
Lo
O
ঘুরেফিরে সেই পুরোনো দিনের গান নিয়েই তো বেঁচে আছি আমরা। পুরনো দিনের গান শুনে মনে হয়শৈশবেরআবেগ.ভালোবাসাআবিরাম♥️💚💚💚♥️♥️
Oppl)LLM kill KLM loll loll loll loll lookjjjjgbvvccvvvhhjkl
P
যখন গান শুনতে চাইতাম তখনই এ গানটা শুনতাম হয়ত বিশ বছর পরে আবার আজকে শুনলাম, গানটা শুনা মাএই কলিজায় চিপা দিয়ে জানান দিল সেই বিশ বছর আগের কথা
সব গান কি মানুষের মনে দাগ লাগে,,কিছু গান আছে যে গানগুলো মানুষ বারবার শুনতে চাই,মনে রাখতে চাই,,মানুষের বাস্তবতা খুজে ফিরে পাওয়া যায়,,,ভালো থেকো শুভ্র দাদা,,,আরো বেশি করে ভাল ভাল গান শোনান আপনার প্রিয় শ্রোতাদেরকে,,,
কি পরিমান যে শুনেছি একটা সময়, সবখানে এই গান বাজতো💖💖
গানটার কথা এক কথায় সেই আর কন্ঠ মাশাল্লাহ
Aaha Shuvro dev er best song nirshondehe 🙏
এ মন আমার পাথর তো নয়, গানটি অনেক জনপ্রিয়তা ধরে রেখেছে ২৩ সালে এসেও,আরও অনেক দিন চলতেই থাকবে। এ ছাডা ক্রিকেট নিয়ে গুডলাক বাংলাদেশ গানটিও অনেক জনপ্রিয়
30ye bro
এই গান একটা সময় তুমুল জনপ্রিয় ছিল মানুষের মুখে মুখে শুনা যেত ❤
সাথী ---- এ মন আমার পাথর তো নয় । দারুন 💔 👍
অনেক অনেক সুন্দর এই গানটা ছোটবেলায় শুনেছি বিটিভিতে এখন 2021 সালে ইউটিউবে দেখলাম খুব ভালো লাগলো ভেরি নাইস
seim amio tnx xxxxxxxxxx ganta dewar jonno youtube
সত্যি সোনালী দিনের কোন তুলনা হয় না এই জন্য ওল্ড ইজ গোল্ড শুভ্র দেব এর কন্ঠে অসাধারণ সুন্দর চমৎকার একটা অসম্ভব মিষ্টি সুরের গান এমন অামার পাথর তো নয়।👍👍👍👍👍👍
ছেলেবেলার সেই সুন্দর গান এখনো মনকে আলোড়িত করে।
হম তখন আমিও ছোট ছিলাম
হুম ভাই, ধন্যবাদ মনে করবার জন্য 💛
এই ধরনের শিল্পী বাংলার মাটি থেকে হারিয়ে গেছে
এই গান গুলো শুনলে আজকে'র এই দিনে'ও মনে হয় নতুন গান, খুব সুন্দর কথা ও সুর।
ছাএ জীবনে অনেকে শুভ্রদেবের চেহারার সাথে আমার চেহারা মিলাতো।আমি তখন হাসতাম।কিন্তু কে জানতো? আজ শুভ্রদেবের এ গানের কথার সাথে আমার জীবন হুবুহু মিলে যাবে!
Thanks suvro Deb...akti osadharon gan
২০৫০ সালের জন্য কমেন্টে করে গেলাম। আগামি প্রজন্ম গানটা শুনবে আশা করি
❣
অসাধারণ একটি গান ধন্যবাদ Thanks shuvro sir
শুভ্র দা আমাদের দেশের এক জন গোরব তার মতো শিল্পী এখন আর হবে না
গর্ব
তুমি আমাদের গৌরব
সত্যি এর পর কী বলবো আমি তাকে আমার সত্যি বলার মত কোনো ভাষা জানা নাই অনেক ভালো লাগে গান টা শুনলে আমি শুনি অনেক সময় আমার মন খারাপ হলে আর কী এর পর কীছু না সে ছিলো সে আছে সে থাকবে আমার হৃদয় জুড়ে সারা জীবন ও আজীবন আর কীছু নাই বলার
I am so lucky i have heard your song in my ages many years back. Love to hear your song still and miss you Shuvro Dev.....
😊😢😊 GG
গানটির মিওজিক আর সুর সত্যি মনে নাড়া দেয়।।
অসাধার একটা গান আমার জীবনের সাথে মিশে গেছে একে বারে বলার মত কোনো ভাযা আমার জানা নাই আমি জানিনা এর পর বলবো আমি তাকে অনেক অনেক ধন্যবাদ তাকে আমার পক্ষ থেকে
আপনার সব এলবাম ইউটিউবে চাই
প্রিয় শুভ্রদেব!
Very nice,Wonderful song !
গান শুনে ২৫ বছর আগের সৃতি মনে পরে যায়.. অসাধারণ গান
Bah oshadaron sundor gayoki Bhai
Best singer ever in Bangladesh
Uhhbvcfy
অনেক দিন পরে আমার প্রিয় শিল্পীর গানটা শুনে ভালো লাগলো
আমি তখন অনার্স এর ছাত্র। এই গানটি বের হলো । মনে আছে, গানটি খুব শুনতাম। আজ ২০/৫/২০২২ এ আবার শুনলাম গানটি । খুব ভালো লাগলো।
অনেক পছন্দের গান। অনেক পছন্দের শিল্পী আপনি।।
Love from cricket player
Dadar gan amar khub vhalo lage ❤❤❤ khub sundor kontho dadar ❤❤❤ dada apnake amar shosroddho selut ❤❤❤
ক্লাস 4 থেকে শুনে এক মেয়েকে প্রপুস যা মাইর খাইলাম স্যারের। সেই থেকে মনে ভালোবাসা জেগেছে 2017 সালে মাঠি ছাপা। এখন পযর্ন্ত আর কোন মেয়ের দিকে থাকানো তো দূরের কথা ভাই ব্রাদার কাউকে সাপোর্ট ও করি না। কারন আমার জীবনে দুই একটা প্রেম আসছিলো শেষটাই ছিলো আমার থেকে 1000% সঠিক এবং মারাত্মক সৃতিতে মেমোরি ওভার লোড। খুঁজ করারও কেউ নাই তাই জীবনের প্রতি টেনশনও করি না। এক কথায় জিন্দালাশ। বাট ওরে হাজার চেষ্টা করেও এখন পযর্ন্ত ভুলতে পারিনি। আর আমার মত কালফিটরা পৃথিবীতে ভালোবাসার জন্য আসে নি।
সেই ভালো থাকুক 😍💚
অনেক দিন পর গানটি শুনলাম । খুব ভালো লাগলো
আমার মনে হয় এই গানটি শুনেনি বাংলাদেশের এমন খুজে পাওয়া যাবে না।
সুভ্রদার গান শুনলে মনে হয় ইন্ডিয়ান কোনো গ্রেট সিঙ্গার গাইছে, সত্যি বলতে বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রি তাকে যথেষ্ট মর্যাদা দেয় নি🥺
ঠিক বলেছেন ভাই
Dik blesen
হ্যাঁ উনি কুমার শানু শিষ্য।
সিলেট শহরের কুমার পাড়ার ছেলে। তিনি আমাদের গৌরব। ❤
এখন তো একুশে পদক পেয়ে থাকে বিতর্কিত করেদিলো😢
সবার জীবনে একজন প্ৰিয় মানুষ থাকে তাকে কখনো ভুলা যায়না। এক বার যদি ভালো বাসার মানুষটি হারিয়ে যায় তাকে আর কখনও ফিরে পাওয়া যায় না,, তবে মাঝে মাঝে তার কথা মনে হলে অনেক কষ্ট হয়,,,।।এক সময় সব কিছু হারিয়ে জীবনটা অর্থহীন হয়ে পড়ে,,তাই স্মৃতি হিসাবে কমেন্ট করে গেলাম...যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে তখন আমার কমেন্টে কেউ লাইক করলে নোটিফিকেশন পেয়ে আমি আবারও এই গানটি শুনতে চলে আসবো প্রিয়।ভালো থেকো সুখে থেকো প্রিয় দোয়া করি তোমার জন্য।।......
Khoob sundor. ❤
আহ কোথায় হাড়িয়ে গেল সেই দিন গুলো😥😥
জীবন অদ্ভুত এক অনুভূতি ।
সম্পা
জানিনা কোথায় আছোস
কেমন আছোস ?
এইটুকু বিশ্বাস রাখিস আজও তরে অন্ধের মতোই ভালবাসি ।
লক্ষী আমার যেখানেই থাকিস
ভালো থাকিস...
Nice ❤
1995 te audio cassette player a ay gan ta shuntam...class 5 a pori...💝💝💝
সেই ২০০৯ সালের কথা স্কুল জীবনের সেরা একটি গান ছিল😢 আজ ২০২৩ সাল... অনেক দিন পরে গানটা সামনে আসলো...তাই শুনা হইল...ভাল থাকুক তারা যারা ভালবাসার বিরোহর জন্য শুনতো...
যতো দিন বেচে থাকবো এই গান শুনে যাবো,, অনেক পছন্দের একটা গান 😍
অফিস যাত্রায় গাড়ীতে বসে এই গানটি শুনে মুহূর্তেই ছেলেবেলায় চলে গেলাম। সুন্দর অদ্ভুত সুন্দর আমাদের ছেলেবেলা আর এই গান গুলো।
অনেক শুনেছি। আজকে শুনলাম আর ছোটবেলার স্মৃতিগগুলো মনে করলাম।
সত্যিই ভালো লাগার মতো একটি গান..............💌💌💌💌💌
আমার এই কমেন্ট টা রেখে গেলাম পরবর্তী জেনারেশন এর জন্য। খুবই ভালো প্রিয় একটা গান ♥♥♥
আহ,কতদিন পর সেই চেনা সুর ❤️
যতবারই শুনি নতুন লাগে ❣️❣️
আমি সব ব্যাথা নীরবেই সয়ে যাচ্ছি।
এক অভিশপ্ত জীবন দিয়ে স্রস্ট্রা আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে।
সারা জীবন ধরে অভিনয় করে যাচ্ছি আম। স্রস্টা আমাকে যেভাবে সৃস্টি করছেন তা প্রকাশ করতে পারছি না।
এ কেমন সৃস্টি স্রস্টার আকৃতি দিল পুরুষের আর মনটা বানিয়ে দিল নারীর।
শ্রষ্ঠা বা আল্লাহ্ হবে । স্রস্ট্রা, স্রস্টা হবেনা।
অসম্ভব সুন্দর ভালো লাগার মত একটি গান।
১৯৯০ হইতে ১৯৯৯ সাল পর্যন্ত ওই সময়ের মানুষগুলো খুব সুন্দর মনের ছিল
আমি তো ১৯৯৫ সালের
একদম আমার মনের কথাই বলেছেন🎉
একদম সত্য কথা বলেছেন
এতো মেলোডিয়াসসসস❤😮
ছোটবেলার কথা মনে পরে গেলো,রেডিও ছিলো আমাদের এইটা...😢
This Song is Never Old🇧🇩
Exact
Yes.
শুভ্র দেব আমার খুব প্রিও শিল্পী, এই গানটা যদি নতুন করে আবার গাইতেন।
ুুুুউুুুুুু
ঁঁৃঁু
২যযঁ২২!
ঁঁৃ
ঁঁঁুঁঁঁঁ
এই গান গুলো শুনলে সেই শৈশবের সৃতি মনে পড়ে, বেঁচে থাকুক চিরকাল এই সৃষ্টি।
এই গান গুলো জীবনে অনেক শুনেছি ।
১৯৯৯ কি ২০০০ সালের কথা! আমাদের ক্যাসেটের দোকান ছিল, অনেকেই নতুন ক্যাসেট কিনতো, কেউ কেউ পুরনো ক্যাসেট এনে নতুন গান রেকর্ড করে নিয়ে যেত। আমি দোকানে বসতাম, আর এই গানগুলো শুনতাম। ৯-১০ বছরের বালক আমি। গানগুলো শুনে হুদাই দুঃখে মন-ভারাক্রান্ত হয়ে উঠতো। ক্যাসেটের ফ্ল্যাপকভারে আবার গানের লিরিক্স দেয়া থাকতো। লিরিক্স দেখে দেখে গান শুনে মুখস্থ করতাম আর ভাবতাম একদিন কোন রূপবতীকে এইসব গান শুনিয়ে মুগ্ধ করবো! কী অদ্ভূত দিনগুলো ছিল .11.01.2023
A juger cele hoieo song ta onk valo lage amr 😊❤
Ei ganta sunle amr ager sei sriti gulo mone pore jay 😔😔vison miss kori ager seidin gulo.abaro fire jete icche hoy ager sei din gulote😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭