যদি এমন যুক্তি আনা হয় যে - যেহেতু আমাদের এই পৃথিবীর মত আরও ছয়টি পৃথিবীতে একই নামের নবী ও রাসুল (সা:) ছিলেন বা আছেন। তাহলে এটাও বলা যায় আসলে পৃথিবী একটাই। যার আয়তন সাত আকাশের সমান। তাছাড়া নবী ও রাসুল (সা.) গনের পৃথক না হয়ে একই হলো কেন এটা কি ভাববার বিষয় নয় ?
@@sarwarhossain2251একথা সত্য সেই দুনিয়াতেও ওহি প্রেরণ হয়েছে এবং সাত আসমান ও জমিন রয়েছে এবং পৃথিবীর বাইরে এতো বিশাল প্রাণী রয়েছে যারা পৃথিবীকে গিলে খেতে পারে এবং মোহাম্মদ (স.) শেষ নবী সকল জগতে মিরাজের রাতে ঘুরে এসেছেন আলহামদুলিল্লাহ।
@@habibhabib9258 মহান আল্লাহ তার গায়েবী বিষয় জানার ক্ষমতা মানুষকে দেন নাই। আল্লাহ নিজেই বলেছেন তিনি মানুষকে খুব কমই জ্ঞান দান করেছন। আল্লাহ আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুণ ।
- খ্রীষ্টান ধর্ম বলেঃ- নারীরা নরকের দ্বার 😧 - বৌদ্ধ ধর্ম বলেঃ- নারীরা সকল পাপের মূল 😔 - গ্রীস ধর্ম বলেঃ- নারীরা শয়তানের প্রতিভু 😔 - হিন্দু ধর্ম বলেঃ- নারীদের কোন অধিকার নেই 😥 ,,,,,,আর আমাদের ইসলাম ধর্ম বলেঃমায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত 🥀🥰 নারীরা তোমাদের রাব্বাতুল বাইত তথা ঘরের রানী🌿 নারী হলো তোমাদের জন্য রহমত, নেয়ামত, জান্নাত, বরকত🥀 সুবহানাল্লাহ 🥰🌺 🌺"𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡"🌺 আমরা মুসলিম,, শান্তির অনুসারী, -"𝗔𝗿𝗲 𝘆𝗼𝘂 𝗠𝘂𝘀𝗟𝗶𝗺🌺 -'𝗦𝗮𝘆 𝗔𝗹𝗵𝗮𝗺𝗱𝘂𝗹𝗶𝗹𝗹𝗮𝗵"🥰
হাদীস ১০০% জাল॥ আর সুরা তালাকের আয়াত ভাল আলেম হতে জানেন॥ তরকের বিষয় না, একটু চিন্তা করলেই পাবেন, যদি বিষয় সহি হত আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর কয়েক হাজার হাদিস/দলিল থাকতো॥
আল্লাহই সৃষ্টি করেছেন সপ্ত আকাশ এবং পৃথিবীও অনুরূপ,[১] ওগুলোর মধ্যে নেমে আসে তাঁর নির্দেশ,[২] যাতে তোমরা বুঝতে পার যে, অবশ্যই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে রয়েছেন। [৩] [১] أَيْ: خَلَقَ مِنَ الأَرْضِ مِثْلَهُنَّ সাত আসমানের ন্যায় সাত যমীনও আল্লাহ সৃষ্টি করেছেন। কেউ কেউ এর অর্থ করেছেন, সাতটি প্রদেশ। তবে এ কথা ঠিক নয়। বরং যেভাবে উপর্যুপরি সাতটি আসমান রয়েছে, অনুরূপ সাতটি যমীনও রয়েছে। এগুলোর মধ্যে দূরত্ব ও ব্যবধানও আছে এবং প্রত্যেক যমীনে আল্লাহর সৃষ্টি আবাদ রয়েছে। (ক্বুরত্ববী) বহু হাদীস দ্বারা এ কথার সমর্থনও হয়। যেমন, নবী (সাঃ) বলেছেন, "যে ব্যক্তি যুলুম করে বিঘত পরিমাণ যমীন আত্মসাৎ করবে, কিয়ামতের দিন সাত তবক যমীনকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে।" (মুসলিম, বাণিজ্য অধ্যায়, যুলুম করা হারাম পরিচ্ছেদ) সহীহ বুখারীর শব্দাবলী হল, (خُسِفَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ إِلَى سَبْعِ أَرَضِينَ) "কিয়ামতের দিন তাকে সপ্ত যমীনের নীচ পর্যন্ত ধসিয়ে দেওয়া হবে। (বুখারী, মাযালিম অধ্যায়, যমীন আত্মসাৎ করার পাপ পরিচ্ছেদ) কেউ কেউ এটাও বলেন যে, প্রত্যেক যমীনে ঐ রকমই পয়গম্বর রয়েছেন, যে রকম পয়গম্বর তোমাদের যমীনে এসেছেন। যেমন, আদমের মত আদম, নূহের মত নূহ। ইবরাহীমের মত ইবরাহীম। ঈসার মত ঈসা (আলাইহিমুস সালাম)। কিন্তু এ কথা কোন সহীহ হাদীস দ্বারা প্রমাণিত নয়।
Amader nobi karim s.m. tini meraj Korcen tini 7 jomin par kore aros mohole pocecen tini bolen amader moto kaho nai tobe amader pita adom a.m.theke suru kore kisu nobi ak ak jon ak ak asmane ace
আমরা আমাদের পৃথিবী নিয়েই সন্তুষ্ট থাকা উচিত অন্য পৃথিবী আমাদের জন্য না। অন্য পৃথিবী নিয়ে ইহুদি নাসারা পড়ে থাকুক মুসলিমরা এইটা নিয়েই আলহামদুলিল্লাহ। আমাদের সময় খুব কম সময় অপছয় করার মানে হয়না
এটাই মুসলামানদের দোষ ও নির্বুদ্ধিতা। এটা সময় অপচয় নয়। আল্লাহ নিজেও বলেছেন , তোমরা আকাশ নিয়ে ভাবো। আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো অর্থাৎ গবেষণা করো। গবেষণা করার তাগিদ আছে কুরআনে। সেই জন্যই একদিন ইবনে বতুতা , তৎকালীন পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে , প্রায় পঞ্চাশ বছর সময় অপচয় করে ( আপনার মতে) পৃথিবীর পূর্ব প্রান্তে পৌঁছেছিলেন । আর এখন আমরা অমুসলিমদের হাতে অপদস্ত হয়ে , তাদের কে দেখিয়ে নিজেদের অপদার্থতাকে লুকাবার চেষ্টা করি , নির্লজ্জের মতো কিন্তু নিজেরা কিছুই করতে পারি না। আমাদের ধর্মের মূল আরবরা শুধু ব্যভিচার , খআদ্য অপচয় , আর বিলাসিতা নিয়েই পড়ে থাকে। কিন্তু এইসব কিছু করেও ইউরোপ জ্ঞানচর্চা করতে পারে।
হযরত আদম আঃ থেকে আমাদের আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝে যত পয়গম্বর আসছে। তারা শুধু আমাদের পৃথিবীতে আসছে।এমন কিছু বলবেন না যেন মানুষ বিভ্রান্তি তো হয়। আল্লাহ ক্ষমা কর
উনি ফেতনা সৃষ্টি করছে!যতো নবী রাসূল এসেছেন সবাই এই পৃথিবীতে এসেছে!আর উনি জাল হাদিসের ভেতরে কোরআন ঢুকিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ!এই সব ভিডিও দেখা ঠিক না! আল্লাহ সাত জমিন সাত আসমানের কথা বলেছেন,কোথাও সাত পৃথিবী বলেনি!এই মিথ্যা ভিডিওর জন্য শাস্তি দেয়া দরকার!
❇️⬆️❇️=• সাকআসমানের কথাবলাআছে = কিন্তু - পৃথিবীতে ৭ টি তাহা - কখনও বলাহয়নি। ইহার উপরিভাগে -অনেক মাখলুরবসবাসকরেন ঃ- আবার - উহার জলভাহে সীমাহীন - প্রাণীবসবাসকরে -এবং মাচির ভিতরেও লাখো প্রানীর বসবাসের বযূস্থাআল্লাহ করে দিয়েছেন। আগুলারেই সমবেতভাবে বিশ্ব বলাহয়ে থাকে। 🎉বৈজ্ঞযানিকগেরমতে = পৃথিবিএকটি “”” গ্রহ - একমত আর ও- কিছিছুগ্রআছে - যেমন - মংঙল বুধ - “””” বৃহস্পতি - শুক্র- শুনি- -ইউরেনাস - নেপচুন - ও প্লোটু - কিন্তু মানুষের দানামতে - সেই গুলুতে - কোনপ্রকার - প্রানীরবসবাস মিলেনাই। চন্দ্রকে- পৃথিবীর উপগ্রহ বলে আখযায়িতকরাহয়েছে - উহা পৃথিবীর সর্ব - নিকটতম - উপগ্রহ। উহা বিশ্ব বাসিরজন্য দিন - মাস - বছর - ইতযাদি হিসাবের কাঁদে লিপ্ত রয়েছে🎉
সর্ব শক্তিমান আল্লাহ তায়ালা সব কিছু করতে সক্ষম । তাই কুরআন ও হাদীসের আলোকে সহীহ হলে, আমাদের চিন্তা ভাবনা করার বাইরে হলেও । মুসলিম হিসেবে মানা ফরম। এই হল মহান আললাহ সর্তিকারের সৃষ্টি কর্তা। সুবাহানাল্লাহ আল্লাহুআকবার।
আমরা মুসলমান রা সবই অন্ধের মতো বিশ্বাস করি । কারন আমাদের ধর্মে সৃষ্টি কর্তা কে না দেখে রসূল সা: কুরআনে আল্লাহ্ র নির্দেশ অনুসারে যা করতে বলেছেন সে অনুসারে যারা জীবন জাপন করবে তারাই ইমানদার ।
আরো ছটা পৃথিবী থাকলে আমাদের কি যায় আসে। সেখান থেকে তো আপনার জন্য কোন খাবার টাকা-পয়সা আসবে না আর এখান থেকেও যাবে না😂😂😂😂😂😂😂😂😂😂 আর বললেন না তো - কটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন ?
Dear Customer, Your January bill has been issued with a total amount of SAR 888.78 VAT included. Please pay before:17/02/2024 And you can pay through the below link: zain.app/en/quickpay?subscriber=181935473
আমার মনে এই প্রশ্ন বহুবার এসেছে, হয়তো কোন কোন গ্রহে কোন প্রাণি বাস করা মাত্র শুরু করেছে, হয়তো কোন গ্রহে কেয়ামত হয়ে গেছে, হয়তো কোন গ্রহে আমাদের মতো চলছে, আল্লাহ পাক ভালো জানেন
মহান রাব্বুল আলামিন আল্লাহ সুবাহানাহু তায়ালা আমাদেরকে সত্যর সাথে মিথ্যা কে মিক্স করার মারাত্মক কবীরা গুনাহ থেকে হেফাজত করুন এবং ইবলিশ শয়তানের ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমীন।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ পবিত্র মেরাজের রাতে সাত আসমানের ও জমিনের ভ্রমণের বিবরণ দিয়েছিলেন এবং এই পবিত্র মেরাজের রাতে আল্লাহ তাআলা প্রত্যেক আসমানে মহানবীকে তার আগের নবিদের সাথে সাক্ষাত করিয়েছিলেন।
@@muhammadsmummah আপনার এই দোয়া আপনার উপর আল্লাহ কবুল করুন। আমি এখনও মরে যাইনি যে আপনি আমার জন্য এমন দোয়া করছেন বেশি কিছুই বলবো না যদি না জেনে এমন দোয়া করে থাকলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে উত্তম জ্ঞান দান করুন
৭ পৃথিবী ৭ আসমান উপরে আরশিল আজিম এক আসমান হতে আরেক আসমান প্রাণী ও মানুষ এর পক্ষে যাওয়া সম্ভব নয়.... তবে মহান আল্লাহর নেয়ামত পেলে তা সম্ভব যেমন নবী ও রাসূল গন..... কিন্তূ তা আমাদের খুঁজে লাভ নেই...!!! আল্লাহ সকলকে সুন্দর জীবন দান করুন এবং নেয়ামত ও রহমত দান করুন আমীন।
Masha Allah great upostapona khuboye chomotkar hoyese ageye jan insha'Allah Mohan Allah jeno amader shotik Islamer pote takar tawfik Dan koren Ameen 🇧🇩🙏
মরুর বুকে ছিলো একটি গোলাপ 🌹
সেই গোলাপ হলো আমাদের সকলের প্রিয়
হযরত মুহাম্মদ (সাঃ)❤❤
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাত দান করুন।
যদি এমন যুক্তি আনা হয় যে - যেহেতু আমাদের এই পৃথিবীর মত আরও ছয়টি পৃথিবীতে একই নামের নবী ও রাসুল (সা:) ছিলেন বা আছেন। তাহলে এটাও বলা যায় আসলে পৃথিবী একটাই। যার আয়তন সাত আকাশের সমান। তাছাড়া নবী ও রাসুল (সা.) গনের পৃথক না হয়ে একই হলো কেন এটা কি ভাববার বিষয় নয় ?
@@sarwarhossain2251একথা সত্য সেই দুনিয়াতেও ওহি প্রেরণ হয়েছে এবং সাত আসমান ও জমিন রয়েছে এবং পৃথিবীর বাইরে এতো বিশাল প্রাণী রয়েছে যারা পৃথিবীকে গিলে খেতে পারে এবং মোহাম্মদ (স.) শেষ নবী সকল জগতে মিরাজের রাতে ঘুরে এসেছেন আলহামদুলিল্লাহ।
🎉🎉@@muhammadsmummah
আমার নবী শুধুমাত্র পৃথিবীর নবী নন
তিনি সম্পূর্ণ সৃষ্টির নবী
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন।
@@muhammadsmummahso......
@@muhammadsmummahবেচে থাকতে জান্নাত...?
আলহামদুলিল্লাহ আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়ালাইকুম আসসালাম এর উম্মাদ আমি ধন্য
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন।
আপনি যা লিখেছেন তা কি সঠিক ( মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়ালাইকুম ) সঠিক কোন টা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই টা মনে হয়
SubhanAllah ❤️❤️❤️
গায়েবী বিষয় নিয়ে অতিরিক্ত কথা না বলাই উত্তম বলে মনে করি। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুণ।
দোয়া করি, আল্লাহ আপনাকে সুস্থ সুন্দর এবং সফল জীবন দান করুন।
Exactly
একমত ।
গায়েবী খবর জানলে তো বোঝা যায় আল্লাহর কত বড়ো মহান কুদরত মহি
@@habibhabib9258 মহান আল্লাহ তার গায়েবী বিষয় জানার ক্ষমতা মানুষকে দেন নাই। আল্লাহ নিজেই বলেছেন তিনি মানুষকে খুব কমই জ্ঞান দান করেছন। আল্লাহ আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুণ ।
অবশ্যই আমার রব যা বলেছেন তার মধ্যে কোনো সন্দেহ নেই। সুবাহানআল্লাহ।
❤❤❤❤
আল্লাহু আকবার ❤❤
Subhan allah
আল্লাহ মহান
100%
মহান আল্লাহ যা বলেছেন নিঃসন্দেহে শতভাগ সত্যি এবং সঠিক।
বচ য়গী 🥼🧠👄🧇🥩🇧🇩🛅👛🎒🎒🧤🧤🩴🧱🧱🏗️🗻🏕️🏕️🎗️🎫🏉🎀🥔🫓🥕🫐🧅🍑🍑🥒🐎🐃☺️😗😚🤐🤔🎒🥼🎒
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনার মনের সকল আশা পূরন করুন।
এটা জাল হাদিস
রাইট ,
আল্লাহ সর্ব শক্তি মান আল্লাহ সব কিছু করার ক্ষমতা রাখেন
Mashallah
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনার রিযিক বৃদ্ধি করে দিন।
সমস্ত কথায় সঠিক। এবং ভিডিওটি খুব ভালো লাগলো।
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থতার নেয়ামত দান করুন।
হাদীস টি কতটা সঠিক, আল্লাহ ই ভাল জানেন। আল্লাহ তায়ালা বলেছেন, আমি সপ্ত আকাশ এবং জমি ছয় দিনে সৃষ্টি করেছি।
- খ্রীষ্টান ধর্ম বলেঃ- নারীরা নরকের দ্বার 😧
- বৌদ্ধ ধর্ম বলেঃ- নারীরা সকল পাপের মূল 😔
- গ্রীস ধর্ম বলেঃ- নারীরা শয়তানের প্রতিভু 😔
- হিন্দু ধর্ম বলেঃ- নারীদের কোন অধিকার নেই 😥
,,,,,,আর আমাদের ইসলাম ধর্ম বলেঃমায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত 🥀🥰
নারীরা তোমাদের রাব্বাতুল বাইত তথা ঘরের রানী🌿
নারী হলো তোমাদের জন্য রহমত, নেয়ামত, জান্নাত, বরকত🥀
সুবহানাল্লাহ 🥰🌺
🌺"𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡"🌺
আমরা মুসলিম,, শান্তির অনুসারী,
-"𝗔𝗿𝗲 𝘆𝗼𝘂 𝗠𝘂𝘀𝗟𝗶𝗺🌺
-'𝗦𝗮𝘆 𝗔𝗹𝗵𝗮𝗺𝗱𝘂𝗹𝗶𝗹𝗹𝗮𝗵"🥰
Amio nijew qurane porechi 6 dine allah sristy korechen
Eder kotha bissas vua korle iman thakbe na
সূরা তালাক আয়াত 12 পড়ুন,সঠিক বুঝ আসবে ইনশাআল্লাহ
হাদীস ১০০% জাল॥ আর সুরা তালাকের আয়াত ভাল আলেম হতে জানেন॥ তরকের বিষয় না, একটু চিন্তা করলেই পাবেন, যদি বিষয় সহি হত আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর কয়েক হাজার হাদিস/দলিল থাকতো॥
@@yarhossain7722 তালাক সূরা, কোরআন এর কত নাম্বার সূরা?
আল্লাহ যা বলেছেন তাই সত্যি, এর মধ্যে কোনো সন্দেহ নাই
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনার এবং আপনার পরিবারকে সকল বিপদ আপদ থেকে দূরে রাখুন।
আল্লাহই সৃষ্টি করেছেন সপ্ত আকাশ এবং পৃথিবীও অনুরূপ,[১] ওগুলোর মধ্যে নেমে আসে তাঁর নির্দেশ,[২] যাতে তোমরা বুঝতে পার যে, অবশ্যই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে রয়েছেন। [৩]
[১] أَيْ: خَلَقَ مِنَ الأَرْضِ مِثْلَهُنَّ সাত আসমানের ন্যায় সাত যমীনও আল্লাহ সৃষ্টি করেছেন। কেউ কেউ এর অর্থ করেছেন, সাতটি প্রদেশ। তবে এ কথা ঠিক নয়। বরং যেভাবে উপর্যুপরি সাতটি আসমান রয়েছে, অনুরূপ সাতটি যমীনও রয়েছে। এগুলোর মধ্যে দূরত্ব ও ব্যবধানও আছে এবং প্রত্যেক যমীনে আল্লাহর সৃষ্টি আবাদ রয়েছে। (ক্বুরত্ববী) বহু হাদীস দ্বারা এ কথার সমর্থনও হয়। যেমন, নবী (সাঃ) বলেছেন, "যে ব্যক্তি যুলুম করে বিঘত পরিমাণ যমীন আত্মসাৎ করবে, কিয়ামতের দিন সাত তবক যমীনকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে।" (মুসলিম, বাণিজ্য অধ্যায়, যুলুম করা হারাম পরিচ্ছেদ) সহীহ বুখারীর শব্দাবলী হল, (خُسِفَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ إِلَى سَبْعِ أَرَضِينَ) "কিয়ামতের দিন তাকে সপ্ত যমীনের নীচ পর্যন্ত ধসিয়ে দেওয়া হবে। (বুখারী, মাযালিম অধ্যায়, যমীন আত্মসাৎ করার পাপ পরিচ্ছেদ) কেউ কেউ এটাও বলেন যে, প্রত্যেক যমীনে ঐ রকমই পয়গম্বর রয়েছেন, যে রকম পয়গম্বর তোমাদের যমীনে এসেছেন। যেমন, আদমের মত আদম, নূহের মত নূহ। ইবরাহীমের মত ইবরাহীম। ঈসার মত ঈসা (আলাইহিমুস সালাম)। কিন্তু এ কথা কোন সহীহ হাদীস দ্বারা প্রমাণিত নয়।
সহিহ হাদিস দারা যেটা প্রমাণিত নয় সেটা নিয়ে এত বাড়াবাড়ি না করায় ভাল ভিউ বারানোর জন্য।
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিন।
Amader nobi karim s.m. tini meraj Korcen tini 7 jomin par kore aros mohole pocecen tini bolen amader moto kaho nai tobe amader pita adom a.m.theke suru kore kisu nobi ak ak jon ak ak asmane ace
আল্লাহ এক, পৃথিবী এক, নবী এক, আদম এক
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থতার নেয়ামত দান করুন।
ভাই আল্লাহ এক, কিন্তু বাকি গুলো কিভাবে এক হয়।
আপনি কুরআন ভালো করে বুঝেন
আমি ও এক মত
সুবহানাল্লাহ, তুমি সুমহান তুমি মহাপরাক্রান্ত তুমি সর্বশ্রোতা।
আল্লাহু আকবার
❤❤❤❤
সোবাহান আল্লাহ!
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে ইহকালীন এবং পরকালীন শান্তি দান করুন।
দোয়া করি দোয়া চাই মাফ করি মাফ চাই দুনিয়ার ক্ষণস্থায়ী আখেরাত চিরস্থায়ী সুবাহান আল্লাহ
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে সুন্দর এবং সফল জীবন দান করুন।
নাওজুবিল্লাহ এদের উপর লানত।যারা কুরআন এবং হাদিস বিকৃত করে।অচিরেই এরা ধ্বংস হোক।
আল্লাহ পাক অসংখ্য গ্রহ সৃষ্টি করছেন সব গুলো মানুষের বসবাসের উপযোগী নয়।
এই গ্রহটি মানুষের উপযোগী একটি গ্রহ আল্লাহপাক আমাদেরকে এই গ্রহতে রেখেছেন
কামনা করি, আপনার জীবন সুখ শান্তি, সুন্দর এবং সফলতায় ভরে উঠুক।
@@muhammadsmummah জাল হাদিস নিয়ে এত মাতামাতি করার কি আছে? জমিন অর্থ জমিনের ৭ স্তর... আগে জ্ঞান অর্জন করেন...পরে জ্ঞান বিতরণ করুন।
সোবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর, আল্লাহ পাক সর্ব শক্তি মান
#AH singer
সুবহানআল্লাহ। দোয়া করি, আল্লাহ আপনাকে মর্যাদাপূর্ন জীবন দান করুন।
আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অতি মেহের বান।
আল্লাহ্ সর্ব শক্তির অধিকারী। সুবাহান আল্লাহ্।
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন।
আল্লাহ পাক মহান, আল্লাহ সর্বশক্তিমান।
আলহামদুলিল্লাহ।
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থতার নেয়ামত দান করুন।
আল্লাহ আমাদের সঠিক বিষয় বুঝার তৌফিক দান করুক ( আমিন ) ❤️👍
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনার রিযিক বৃদ্ধি করে দিন।
@@muhammadsmummah ওয়ালাইকুম আসসালাম
❤️
আমরা আমাদের পৃথিবী নিয়েই সন্তুষ্ট থাকা উচিত অন্য পৃথিবী আমাদের জন্য না। অন্য পৃথিবী নিয়ে ইহুদি নাসারা পড়ে থাকুক মুসলিমরা এইটা নিয়েই আলহামদুলিল্লাহ। আমাদের সময় খুব কম সময় অপছয় করার মানে হয়না
দোয়া করি, আল্লাহ আপনাকে সুন্দর সফল এবং কামিয়াবী জীবন দান করুন।
এটাই মুসলামানদের দোষ ও নির্বুদ্ধিতা।
এটা সময় অপচয় নয়। আল্লাহ নিজেও বলেছেন , তোমরা আকাশ নিয়ে ভাবো। আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো অর্থাৎ গবেষণা করো। গবেষণা করার তাগিদ আছে কুরআনে।
সেই জন্যই একদিন ইবনে বতুতা , তৎকালীন পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে , প্রায় পঞ্চাশ বছর সময় অপচয় করে ( আপনার মতে) পৃথিবীর পূর্ব প্রান্তে পৌঁছেছিলেন ।
আর এখন আমরা অমুসলিমদের হাতে অপদস্ত হয়ে , তাদের কে দেখিয়ে নিজেদের অপদার্থতাকে লুকাবার চেষ্টা করি , নির্লজ্জের মতো কিন্তু নিজেরা কিছুই করতে পারি না। আমাদের ধর্মের মূল আরবরা শুধু ব্যভিচার , খআদ্য অপচয় , আর বিলাসিতা নিয়েই পড়ে থাকে। কিন্তু এইসব কিছু করেও ইউরোপ জ্ঞানচর্চা করতে পারে।
Then you should not use what is discovered and innovated by them.
আল্লাহ পাক রাব্বুল আলামীন কুরআনে যেটা বলেছেন সেটাই সত্য সুবহানাল্লাহ ❤❤❤
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে সফল জীবন দান করুন।
হযরত আদম আঃ থেকে আমাদের আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝে যত পয়গম্বর আসছে। তারা শুধু আমাদের পৃথিবীতে আসছে।এমন কিছু বলবেন না যেন মানুষ বিভ্রান্তি তো হয়। আল্লাহ ক্ষমা কর
ভন্ড মনে হচ্ছে
ঠিক বলেছেন
কথাটা মিথ্যা বলে উড়িয়ে দিবেন না যা বলছে সঠিক বলেছেন
উনি ফেতনা সৃষ্টি করছে!যতো নবী রাসূল এসেছেন সবাই এই পৃথিবীতে এসেছে!আর উনি জাল হাদিসের ভেতরে কোরআন ঢুকিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ!এই সব ভিডিও দেখা ঠিক না! আল্লাহ সাত জমিন সাত আসমানের কথা বলেছেন,কোথাও সাত পৃথিবী বলেনি!এই মিথ্যা ভিডিওর জন্য শাস্তি দেয়া দরকার!
Onno prany thakte pare kintu manus noy
আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি সর্ব শক্তিমান, সাত আসমান তার সৃষ্টি। আল্লাহ আকবর।
আল্লাহু আকবার। দোয়া করি, আল্লাহ আপনাকে সফল জীবন দান করুন।
সাত আসমানের কথা সত্য কিন্তু সাত পৃথিবী ?
❇️⬆️❇️=• সাকআসমানের কথাবলাআছে = কিন্তু - পৃথিবীতে ৭ টি তাহা - কখনও বলাহয়নি। ইহার উপরিভাগে -অনেক মাখলুরবসবাসকরেন ঃ- আবার - উহার জলভাহে সীমাহীন - প্রাণীবসবাসকরে -এবং মাচির ভিতরেও
লাখো প্রানীর বসবাসের বযূস্থাআল্লাহ করে দিয়েছেন। আগুলারেই সমবেতভাবে বিশ্ব বলাহয়ে থাকে।
🎉বৈজ্ঞযানিকগেরমতে = পৃথিবিএকটি
“”” গ্রহ - একমত আর ও- কিছিছুগ্রআছে - যেমন - মংঙল বুধ -
“””” বৃহস্পতি - শুক্র- শুনি-
-ইউরেনাস - নেপচুন - ও প্লোটু - কিন্তু
মানুষের দানামতে - সেই গুলুতে - কোনপ্রকার - প্রানীরবসবাস মিলেনাই।
চন্দ্রকে- পৃথিবীর উপগ্রহ বলে আখযায়িতকরাহয়েছে - উহা পৃথিবীর সর্ব - নিকটতম - উপগ্রহ। উহা বিশ্ব
বাসিরজন্য দিন - মাস - বছর - ইতযাদি হিসাবের কাঁদে লিপ্ত রয়েছে🎉
@@askamonikhatun6670সূরা তালাক এ আয়াত ১২নং এ লেখা আছে।
আল্লাহ সর্বশক্তিমান তিনি উত্তম পরিকল্পনাকারী ❤
আমি কখনোই কোন আলেম কি মাওলানার মুখে এমন কথা শুনি নি যে পৃথিবী সাতটা ! - এই হাদিসটির সত্যতা সম্পর্কে গভীর সন্দেহ আছে ।
আমিও
আপনার জ্ঞান সীমাবদ্ধ এটা বিশ্বাস করতে আপনার সমস্যা কোথায়
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনার মনের ছোট বড় সকল আশা পূরন করুন।
@@selimselim991 এটা কি আপনার সীমাহীন জ্ঞান থেকে ঊপলব্ধি করলেন ?
পৃথিবী ছাড়াও অন্য কোথাও প্রানের অস্তিত্ব আছে, এটা সত্যি
উপস্থাপকের যুক্তি আমার কাছে গ্রহণযোগ্য এবং আমার বিশ্বাসের অনুরূপ হয়েছে। উপস্থাপককে অনেক ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে সুন্দর এবং বরকতময় জীবন দান করুন।
লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ❤❤❤❤🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🌹🌹🌹🌹🌹🌹🌹💓💓💓💓👌👌👌👌👌👌🤲🤲🤲🤲🤲🤲
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থতার নেয়ামত দান করুন।
আল্লাহ যদি চাই তাহলে হতে পারে।
আল্লাহ মহান। দোয়া করি, আল্লাহ আপনাকে সুন্দর এবং সফল জীবন দান করুন।
Sbhnhlla❤❤❤❤
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাত দান করুন।
মহান আল্লাহ সর্ব শক্তিমান। আমরা আমাদের পৃথিবী নিয়েই চিন্তা করি। নিজের কর্তব্য সঠিক ভাবে পালন করি। এটাই যথেষ্ট অত গভীর চিন্তা করার কোন দরকার নাই।
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে সুন্দর এবং বরকতময় জীবন দান করুন।
খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য। সুবহানআল্লাহ।
দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।
অসাধারন শিখনীয় একটি ভিডিও। অনেক ধন্যবাদ সুন্দর একটি অজানা তত্ব জানার মত একটি ভিডিও প্রকাশ করার জন্য
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে সুন্দর এবং সফল জীবন দান করুন।
Ki shilhte perechen?
Great content
গুজবে কান না দিয়ে কোরআন অর্থসহ পড়ুন তাহলেই সত্য জানতে পারবেন! আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন
Subhanallah,,,, আল্লাহ সব কিছু ভাল জানেন,,,
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে এবং পরিবারকে হেফাজতে রাখুন।
আপনার কন্ঠ মাশাল্লাহ খুবই সুন্দর
আল্লাহর দান❤❤
আল্লাহর পছন্দের মানুষ
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে ইহকালীন এবং পরকালীন শান্তি দান করুন।
সুবহানআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার।
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থতার নেয়ামত দান করুন।
সর্ব শক্তিমান আল্লাহ তায়ালা সব কিছু করতে সক্ষম । তাই কুরআন ও হাদীসের আলোকে সহীহ হলে, আমাদের চিন্তা ভাবনা করার বাইরে হলেও । মুসলিম হিসেবে মানা ফরম। এই হল মহান আললাহ সর্তিকারের সৃষ্টি কর্তা। সুবাহানাল্লাহ আল্লাহুআকবার।
❤
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে পরকালীন জীবনে মুক্তি দান করুন।
আলহামদুলিল্লাহ হি রাব্বিল আলামীন- অর্থ হল - সকল প্রশংসা জগত সমূহের প্রতিপালক মহান আল্লাহর
আলহামদুলিল্লাহ্ , আমার মাবুদ যাহা বলেছেন সবি নিঃসন্দেহে সত্য, সুবাহানআল্লাহ ।
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে সুন্দর এবং বরকতময় জীবন দান করুন।
আলহামদুলিল্লাহ আমার রব যা বলছে ১০০% সত্যি বলছেন আল্লাহ মহান।
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থতার নেয়ামত দান করুন।
কলেমার দাওয়াত দিয়ে গিলাম
লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিন।
হাদীসের আগাছা গুলোরই জন্য কোরআন আজ অবহেলিত!
কিভাবে একটু বোঝাবেন,
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থতার অপার নিয়ামত দান করুন।
সুবাহানললাহ আললাহ সর্বশকতিমান। আললাহ সবিকছু করতে পারে।
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থতার অপার নিয়ামত দান করুন।
আলহামদুলিল্লাহ ❤️💯
আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাত দান করুন।
ধন্যবাদ ইসলাম প্রচারের জন্য
আল্লাহ্ র কথাই সত্য এবং তিনি ই এক মাএ পরিচালক।
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিন।
সমগ্ৰ সৃষ্টিকুলের রহমাতুল্লিল আলামান আমার নবি মোহাম্মদ দঃ,
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে ইহকালীন এবং পরকালীন শান্তি দান করুন।
সুবহানাল্লাহ্ ❤❤❤
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে এবং পরিবারকে হেফাজতে রাখুন।
সুবহানাল্লাহ ❤❤❤
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন সুমমাআমিন 🕋🕌🤲
মহান রাব্বুল আলামীন দয়াময়
আল্লাহ তুমি সবই জান সব তোমার আদেশে হয় তুমি সব কিছু ই অবগত
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থতার নেয়ামত দান করুন।
Allah Hu Akbar Subhanallah
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।
দারুণ বলেছেন আপনাকে অনেক ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন।
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
দোয়া করি, আল্লাহ আপনাকে সুন্দর, সুখী আর সফলতায় ভরা জীবন দান করুন। ভালো রাখুন আল্লাহ আপনাকে।
Subhanallah
আমরা মুসলমান রা সবই অন্ধের মতো বিশ্বাস করি । কারন আমাদের ধর্মে সৃষ্টি কর্তা কে না দেখে রসূল সা: কুরআনে আল্লাহ্ র নির্দেশ অনুসারে যা করতে বলেছেন সে অনুসারে যারা জীবন জাপন করবে তারাই ইমানদার ।
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে জান্নাত দান করুন।
অবশ্যই মহান আল্লাহ পাক সব কিছু করতে পারেন ।
আল্লাহু আকবার। দোয়া করি, আল্লাহ আপনাকে জান্নাত দান করুন।
Subhanallah alhumdulillah Allah hu akber Amin Amin Amin ❤
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে জীবনের প্রতি মুহুর্তে সুখ শান্তি দান করুন।
নতুন সুরে নতুন বয়ান
একদম।
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে ইহকালীন এবং পরকালীন শান্তি দান করুন।
সোবহান আল্লাহ
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে জীবনের প্রতি মুহুর্তে সুখ শান্তি দান করুন।
আরো ছটা পৃথিবী থাকলে আমাদের কি যায় আসে। সেখান থেকে তো আপনার জন্য কোন খাবার টাকা-পয়সা আসবে না আর এখান থেকেও যাবে না😂😂😂😂😂😂😂😂😂😂 আর বললেন না তো - কটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন ?
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে জীবনের প্রতি মুহুর্তে সুখ শান্তি দান করুন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার।
আপনার বিষয়বস্তু গুলো অন্যদের থেকে ভালো আর আলাদা হয় সবসময়।
🎉🎉🎉
❤❤❤❤
Dear Customer,
Your January bill has been issued with a total amount of SAR 888.78 VAT included.
Please pay before:17/02/2024
And you can pay through the below link:
zain.app/en/quickpay?subscriber=181935473
অসম্ভব সুন্দর
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থতার অপার নিয়ামত দান করুন।
৭টি পৃথিবী সৃষ্টির কথা কোরআনের কোথায় বলা হয়েছে?? আসমানের কথা বলা হয়েছে, বাট পৃথিবী ৭ টি কোথায়ও নেই!
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনার এবং আপনার পরিবারকে সকল বিপদ আপদ থেকে দূরে রাখুন।
ভাই সাত আসমান ও অনুরূপ ভূমির কথা বলা হয়েছে
সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহান্নালাহিল আযিম।
যে বিষয়ে মহান আল্লাহ কোরআনে বিস্তারিত কিছু বলেন নাই, তাই এগুলো নিয়ে কোন কথা না বলাই শ্রেয়।
দোয়া করি আল্লাহ আপনাকে সুখ আর শান্তির জীবন দান করুন।
@@muhammadsmummahআর মিথ্যা প্রচারণার জন্য আল্লাহ আপনাদের উপর লানত বর্ষিত হোক
Alhamdulillah Ami Hazrat Mohammad Rosala umat hoye onek khusi
আমার মনে এই প্রশ্ন বহুবার এসেছে, হয়তো কোন কোন গ্রহে কোন প্রাণি বাস করা মাত্র শুরু করেছে, হয়তো কোন গ্রহে কেয়ামত হয়ে গেছে, হয়তো কোন গ্রহে আমাদের মতো চলছে, আল্লাহ পাক ভালো জানেন
নাউযুবিল্লাহ্ ।
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনার রিযিক বৃদ্ধি করে দিন।
কোরআনের ব্যাখ্যা নিয়ে মশকারা করবেন না।ভেবে চিন্তে কথা বলুন।
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনার এবং আপনার পরিবারকে সকল বিপদ আপদ থেকে দূরে রাখুন।
আল্লাহ সুবহানাহু তায়ালা মহান তিনি সব সৃষ্টির মালিক আল্লাহু আকবার
সর্বশক্তিমান আল্লাহ ভাল জানে কথা গুলো কতোটা সত্যি
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন।
মহান আল্লাহর বাণী সত্য।
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।
মহান রাব্বুল আলামিন আল্লাহ সুবাহানাহু তায়ালা আমাদেরকে সত্যর সাথে মিথ্যা কে মিক্স করার মারাত্মক কবীরা গুনাহ থেকে হেফাজত করুন এবং ইবলিশ শয়তানের ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমীন।
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে সফল জীবন দান করুন।
আমিন - সুম্মাআম্ন।
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ।
হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহ তায়ালার প্রিয় রাসুল ❤
সুবহানাল্লাহ 💝
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনার মনের সকল আশা পূরন করুন।
আমার রব কুরআনে যা বলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই সুবহানাল্লাহ
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিন।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ পবিত্র মেরাজের রাতে সাত আসমানের ও জমিনের ভ্রমণের বিবরণ দিয়েছিলেন এবং এই পবিত্র মেরাজের রাতে আল্লাহ তাআলা প্রত্যেক আসমানে মহানবীকে তার আগের নবিদের সাথে সাক্ষাত করিয়েছিলেন।
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে সুন্দর এবং সফল জীবন দান করুন।
আমদের সৌরজগতের মতো মহাবিশ্বে আরও হাজার হাজার সৌরজগত আছে। সুতরাং আমাদের পৃথিবীর মতে পৃথিবী আছে।
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনার এবং আপনার পরিবারকে সকল বিপদ আপদ থেকে দূরে রাখুন।
Subhanallah masaallah ❤❤❤❤🥰🥰🥰🌹🌹🌹🌹🌹🌹🌹😱😱😱
আল্লাহ পারেনা এমন কোনো কাজই নেয় আল্লাহ এক ও অদ্বিতীয়। ❤❤❤
অবশ্যই আল্লাহ যা বলেন তা আমাদেৰ কে বিশ্বাস কৰতেই হবে।
আমাদেৰ জ্ঞান খুবই কম।
আল্লাহুআকবৰ ছোবহানআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমিন, ❤❤❤❤
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনার এবং আপনার পরিবারকে সকল বিপদ আপদ থেকে দূরে রাখুন।
দি মেসেঞ্জার ছায়াছবির দৃশ্য এ মহানবীর মোজেজা।❤❤❤
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনার মনের সকল আশা পূরন করুন।
আল্লাহ তায়ালা সব সব কিছু র মালিক আমিন আমিন আমিন
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে সুন্দর এবং বরকতময় জীবন দান করুন।
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মত আর আল্লাহ পাক কাউকে তৈরি করেন নি এটাই সঠিক
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে সুন্দর এবং বরকতময় জীবন দান করুন।
মহান আল্লাহর কাছে সকল বিপদের নিমিষেই সমাধান
এটি স্পষ্ট বিভ্রান্তিকর আর এর আগে এমন কোন কিছুই শুনি নি
আর আমাদের নবী মুহাম্মদ (সা) শুধুমাত্র এই দুনিয়ার নবী নন
বরং তিনি সমগ্র সৃষ্টির নবী
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাত দান করুন।
@@muhammadsmummah আপনার এই দোয়া আপনার উপর আল্লাহ কবুল করুন।
আমি এখনও মরে যাইনি যে আপনি আমার জন্য এমন দোয়া করছেন
বেশি কিছুই বলবো না
যদি না জেনে এমন দোয়া করে থাকলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে উত্তম জ্ঞান দান করুন
দলিল গুলো দেবার জন্য অবর্ণনীয় ধন্যবাদ ♥️
Subhan-Allah...The concept of multivarse is maybe true❤
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থতার নেয়ামত দান করুন।
সাতটি আসমানের কথা শুনেছি সাতটি পৃথিবীর কোথায় এই প্রথম শুনলাম
Subhanallah,Subhanallah,Subhanallah,Ameen Ameen Ameen
৭ পৃথিবী ৭ আসমান উপরে আরশিল আজিম এক আসমান হতে আরেক আসমান প্রাণী ও মানুষ এর পক্ষে যাওয়া সম্ভব নয়....
তবে মহান আল্লাহর নেয়ামত পেলে তা সম্ভব যেমন নবী ও রাসূল গন..... কিন্তূ তা আমাদের খুঁজে লাভ নেই...!!!
আল্লাহ সকলকে সুন্দর জীবন দান করুন এবং নেয়ামত ও রহমত দান করুন আমীন।
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে সফল জীবন দান করুন।
আল্লাহ্ পাক আমাদের সবাই কে হেদায়েত দান করুক আমিন
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন।
আল্লাহ সর্বজান্তা সর্বশক্তিমান। উনি ই সব কিছুর মালিক উনি ই গায়েবের সব কিছু জানেন।
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিন।
সুবহানাল্লাহ 🌹 ইন্ডিয়া থেকে 🌹
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন।
Subhanallah। আল্লাহর বিশাল এই গ্যালাক্সিতে থাকতে পারে বলে আমার মনে
ধারণা তৈরি হয়েছে ।আমি এ বিষয় নিয়ে কিছু দিন ধরে ভাবছি।
Masha Allah great upostapona khuboye chomotkar hoyese ageye jan insha'Allah Mohan Allah jeno amader shotik Islamer pote takar tawfik Dan koren Ameen 🇧🇩🙏
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে জীবনের প্রতি মুহুর্তে সুখ শান্তি দান করুন।
আল্লাহ বলেছেন শুধু পৃথীবিকেই মানুষের বসবাসের উপযুক্ত করেছেন ।
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।
আল্লাহ তাআলা শুধু মানুষ আর জিন জাতিকে তার ইবাদত এর জন্য সৃষ্টি করেছে
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনার মনের ছোট বড় সকল আশা পূরন করুন।
সাত ভোমান্ডো আশে আল্লাহ সর্ব শক্তি মান আল্লাহ সব কিছু করার ক্ষমতা রাখেন
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনার রিযিক বৃদ্ধি করে দিন।
Suban allah,allhumdu lilla, ameen.
Subhanallah allahu akbar ❤❤❤
আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আপনাকে সুন্দর এবং সফল জীবন দান করুন।