আসসালামুআলাইকুম ভাই। আপনার প্রতিটি বিডিও আমার ভাল লাগে। আপনি খুব ভাগ্যবান, বিজয় ও স্বাধীন দুই ছেলেকে নিয়ে নানা যায়গায় ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া এক কথায় অসাধারন। সবার ভাগ্যে এটা হয় না। আজ লম্বা একটা ট্যুর উপভোগ করলাম।মনে হল সারাদিন আপনাদের সাথে ছিলাম। আগামীতে আরো সুন্দর সুন্দর বিডিও ইনশাল্লাহ দেখব আশাকরি। খুব ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।
Rasel Rasel ruclips.net/video/7t8fTT3Clq4/видео.html ruclips.net/video/jXQWXlNWbw0/видео.html ruclips.net/video/8Jv20u7vfY0/видео.html ভিডিও তিনটি মনযোগ দিয়ে দেখুন। skip না করে। আপনার সব প্রশ্নের উত্তর পাবেন। ধন্যবাদ।
সালাম ফারুক ভাই , বিজয় আশাকরি আপনারা ভাল আছেন ! ভাবী আর স্বাধীন ও আশাকরি ভাল ! এতো অপুর্ব আকাশ বহুদিন পর দেখলাম ! কেমন করে সাদা মেঘেরা হাল্কা নীল আকাশের সাথে খেলায় মেতেছে ! অশেষ মুগ্ধতায় মন ছুঁয়ে গেল ! আজ আর কিছুই বলবোনা, শুধুই মুগ্ধতা নিয়ে সাদা মেঘে ঢাকা হাল্কা নীল আকাশকে দেখবো চোখ বুজে ! অনেক অনেক ধন্যবাদ ডিয়ার ফারুক ভাই এই এপিসোডটির জন্য !
Uncle আমি নিয়মিতভাবে আপনার সবগুলো ভিডিও দেখি।।আপনার উপস্থাপনা সত্যিই মনোমুগ্ধকর।।একটা জিনিস খেয়াল করলাম আপনার ভিডিও দেখে যে আমেরিকার আকাশে নীল রঙের পরিমাণ আমাদের বাংলাদেশ থেকে অনেক বেশি।।অনেক সুন্দর লাগে এরকম নীল আকাশ দেখতে।।কিন্তু আমাদের দেশের আকাশে এরকম নীল দেখা যায় না।।এর কারণ কি আমাদের দেশের pollution????
খুব ভালো লাগলো। আমি কিছু অনুরোধ নিয়ে লিখছি। সম্ভব হলে please রাখবেন। নিউ ইয়র্ক কার পার্কিং এর একটা ভিডিও দেখাবেন ভাই। দূর থেকে দেখে আমার মাথা ঘুরে গেছিলো। যদি সম্ভব হয় দেখাবেন ভাই। আর রাতে হবোকেন হাডসন এর এপার থেকে নিউ ইয়র্ক দেখা। আপনার ছোট ছোট বাচ্চা ফ্যান দের জন্য একটা অনুরোধ রইল। HERSEY chocholat কারখানা বিস্তারিত ভাবে দেখান ভালো লাগবে। এবার আমার মেয়ের অনুরোধ ঝিলমিল কে আর ও বেশী করে দেখতে চায়। ঐ সব অনুরোধ যদি সম্ভব হয় তবেই রাখবেন। ভালো থাকবেন। সুস্থ থাকবেন। তাহলে আমরা এত ভালো ভিডিও দেখতে পাবো।
আপনি এত বছর আমেরিকা থেকে এই প্রথম নিউইয়র্ক গেলেন ট্রেনে চেপে আমাদের সঙ্গী করেই!সংগে স্বাধীন বিজয় থাকায় আরো ভাল লাগল!টাইমস স্কোয়ার নিখুঁত ভাবে তুলে ধরলেন!আর শুরুতেও অনেক তথ্য জানলাম!
এই ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো অংকেল Times Square দেখে ভালো লাগলো Inshallah হয় তো পড়াশোনা জন্য USA আসবো অংকেল আপনার ভিডিও গুলো ভালো লাগলে আমার কাছে অংকেল .
ভাইয়া অনেক ধন্যবাদ times square দেখানোর জন্য ।মনে মনে ভাবতাম আমেরিকা অতুলনীয় জীবন যাত্রার একটি দেশ।কিন্তু না সে দেশেও আমাদের মত গরীব মানুষ আছে,রাস্তায় খাবার পাওয়া যায় ।মানুষের ভীড় রয়েছে ।তারা পথেঘাটে অভিনয় বা গানবাজনা করে টাকাপয়সা আয় করে ।আপনার মাধ্যমে অনেক অজানা তথ্য জানতে পারলাম ।আবারও ধন্যবাদ জানালাম।আল্লাহ্ হাফেজ ।
Adventure Tube21 স্যার আমি আপনাকে এত টুকুই বলতে পারি । যখন আপনি আমেরিকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন । আমার মনে হয় You’re very street forward man and so nice of you, to be honest sir 👍🏼🙂
ধন্যবাদ ফারুক ভাই। শুভ সন্ধ্যা। তুমি কথা দিয়ে কথা রেখেছো এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। রাতের বেলা টাইম স্কয়ার দেখলাম ভাবতেই পারছি না এটা স্বর্গ না অন্য কিছু আমাদের দেশের লোকেরা কল্পনা করতে পারবে না যে আমেরিকা এত উন্নত। স্ট্রীট ফুড যেটা খেলে খুব সস্তা ছিল আশাকরি সবাই পেটভরে গেছিল। নিউ ইয়র্কের মেট্রো স্টেশন গুলো খুব পরিষ্কার-পরিচ্ছন্ন। তুমি আমাদের জন্য খুব কষ্ট করলে এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। স্বাধীন ও বিজয় কে খুব ব্যস্ত দেখছিলাম।
বরাবরের মত আপনাকে ধন্যবাদ জানাই সুন্দর ভ্লগের জন্য । একটি জিনিসে আমার দৃষ্টি আটকে গেল ( 24:50) , সেটা হলো “হ্যারি পটারের” নাটক মঞ্চায়ন হচ্ছে । প্রথমে ভেবেছিলাম মুভি দেখাচ্ছে , পরে নেটে সার্চ করে জানলাম এটা নাটক । যেখানে দেখানো হয় সেটাকে “ Lyric Theater" বলে যেমন আমাদের বেইলী রোডে মহিলা সমিতি মঞ্চ ইত্যাদি।
Seen several videos of Times square, but yours is special. Good camera and stabiliser. I have been to NY four times and at least twice to time square. The famous stairs to nowhere at the corner of 7th Ave, 47th Street crossing, plus father Duffy statue evokes a lot of memory. The Mcdonalds on 7th Avenue visible from the stairs is probably the most photographed ! You could have walked from Penn station to Times Square, 12 blocks, 45 mins. That was about 30 years back, 1991 when I did it. Very enjoyable video.
We walked from Times sq to Penn station in about 20 minutes. I figured it would take same time to catch Subway train with waiting time included. Thank you for your kind remarks. Appreciate it.
Fahmida Diana এক বড় ভিডিও নিয়ে সবাই complain করে। কিন্তু বেশী কাটাকুটি করলে তো আমি যা দেখাতে চাই, আমি যেভাবে দেখি তা দেখানো যাবে না তাই না? Thank you uncle তুমার support এর জন্য। ভাল থেক দোয়া করি।
আসসালামু আলাইকুম, আপনাদের নিউইয়র্ক দেখছি অনেক লোকজন, আমাদের আগের গুলিস্তান। এখন অবশ্য ঢাকা শহরের সব জাগাই গুলিস্তানের মতো লোকজন, তবে আপনাদের ভেজাল ছাড়া খাবার আর আমাদের ভেজাল যুক্ত খাবার এবং মূল্য ও বেশি। আপনাকে অনেক ধন্যবাদ।
আশা করি ভালো আছেন সবাই.. আপনার ব্লগ এর মধ্যে দিয়ে আমি আমেরিকা কে দেখি.. একটা সময় আমার স্বপ্ন ছিল ওখানে যাবার.. But আর আমার জন্য সম্ভব নয়.. ছেলেদের জন্য চেষ্টা করব.. God এর কাছে প্রার্থনা করবেন আমার ছেলেদের জন্য.. আপনার ব্লগ এ অনেক কিছু জানতে পারি.. সেটা আমার জন্য খুব দরকারি.. Thanks.. সবাই ভালো থাকবেন ♥️♥️
ami onek deshe jai sir. amar business er karone.. ar apnar jonno usa dekha hoye jacche sir.. thank you sir.. apnar videos dekhe nijer o vlog korte icche hocche..hahaha... lots of love for you sir \
Oh Mama .. This Video made Me nostalgic 🙁 I spent best part of My life here .. I was a student of Columbia University and used to work here at 42nd St.
ফারুক ভাই রাতের নিউ ইয়র্ক দেখলাম। সাথে টাইম স্কোয়ার। এখানে দেখে মনে হল আমরিকাশ কিছু মানুষ আছে। আর দেখলাম মোটর চালিত রিকসা। কষ্ট করে ভিডিও করার জন্য ধন্যবাদ।
Thank you for bringing up a subject that very much exists but no one feels comfortable talking about. Hope to live in a country where everyone is treated equally regardless of their race or religion. You covered the city very well. Should have tried the Halal guys. Missed bhabi.
Apnr video gulu onk informative.. Ami just klk e apnr video gulu dekha start korlam.. Ami dream hocche Bangladesh thake MBBS complete kore USA te permanent residency nibo.. Apnk onk dhonnobad.
আসসালামুআলাইকুম ভাই। আপনার প্রতিটি বিডিও আমার ভাল লাগে। আপনি খুব ভাগ্যবান, বিজয় ও স্বাধীন দুই ছেলেকে নিয়ে নানা যায়গায় ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া এক কথায় অসাধারন। সবার ভাগ্যে এটা হয় না। আজ লম্বা একটা ট্যুর উপভোগ করলাম।মনে হল সারাদিন আপনাদের সাথে ছিলাম। আগামীতে আরো সুন্দর সুন্দর বিডিও ইনশাল্লাহ দেখব আশাকরি। খুব ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।
M.D HUMAYUN Kabir ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি প্রথম ট্রেনে করে নিউইয়রক গেলাম। আর রাতের নিউইয়র্ক তো আরেক নিউইয়র্ক। অনেক এনজয় করেছি আমরা। ভাল থাকুন ভাই। ধন্যবাদ।
Amaka ak ta lemon tree dita parban
Rasel Rasel প্রথমে ভিসা পেতে হবে ভাই। ধন্যবাদ।
Rasel Rasel This has all the information you need. Thank you. bd.usembassy.gov/visas/
Rasel Rasel ruclips.net/video/7t8fTT3Clq4/видео.html
ruclips.net/video/jXQWXlNWbw0/видео.html
ruclips.net/video/8Jv20u7vfY0/видео.html
ভিডিও তিনটি মনযোগ দিয়ে দেখুন। skip না করে। আপনার সব প্রশ্নের উত্তর পাবেন। ধন্যবাদ।
রাতের নিউইয়র্ক অসাধারণ সুন্দর , ধন্যবাদ আপনাকে !
মন খারাপ থাকলে এখানে একা একা ঘুরতাম।চেনা শহর দেখে ভালো লাগছে 👍
এখন আপনি কোথায়?
আমি এখন ঢাকায়।আবার যাবো...।আমার বর এখন আটলান্টা তে থাকে।আগে new year কে থাকতাম।7 eleven এ কাজ করতাম।
আংকেল অনেক সুন্দর হইছে
Jakir Hossain ধন্যবাদ।
Excellent. Apnar vlog ar modhe subject ba msg thake sob somoy ja helpful. Thank you
Apni valo thakben sobsomoy family nea ae dua roilo.o ha MashaAllah apnar dui ta chelei khub lokkhi.apnar Kotha suntei khub besi valo lage sobsomoy.
Beena Masuda Thank you 🥰
অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে খুব ভালো লাগলো
সালাম ফারুক ভাই , বিজয় আশাকরি আপনারা ভাল আছেন ! ভাবী আর স্বাধীন ও আশাকরি ভাল !
এতো অপুর্ব আকাশ বহুদিন পর দেখলাম ! কেমন করে সাদা মেঘেরা হাল্কা নীল আকাশের সাথে খেলায় মেতেছে ! অশেষ মুগ্ধতায় মন ছুঁয়ে গেল ! আজ আর কিছুই বলবোনা, শুধুই মুগ্ধতা নিয়ে সাদা মেঘে ঢাকা হাল্কা নীল আকাশকে দেখবো চোখ বুজে ! অনেক অনেক ধন্যবাদ ডিয়ার ফারুক ভাই এই এপিসোডটির জন্য !
Walaikum assalam. Thank you dear 🥰💕
@@AdventureTube21 You are most welcome dear Farook bhai! I love this episode so much!
আদিলের gyro, অনেক মজা, আর এত কোয়ানটিটি দেয় যে একা শেষ করা যায় না, আমি মাঝেমধ্যে খাই,
Siddiqur Rahman হ্যা। দুইজনের হয়ে যায়। মাত্র ৬ ডলার। খেতেও মজা 🥰
Wow amazing vlog. My city❤️❤️❤️. Very crowded but the most vibrant city in the world.
অপূর্ব অপূর্ব অপূর্ব,,,আর কিছু বলার নেই 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏😍😍😍😍😍😍😍
Uncle আমি নিয়মিতভাবে আপনার সবগুলো ভিডিও দেখি।।আপনার উপস্থাপনা সত্যিই মনোমুগ্ধকর।।একটা জিনিস খেয়াল করলাম আপনার ভিডিও দেখে যে আমেরিকার আকাশে নীল রঙের পরিমাণ আমাদের বাংলাদেশ থেকে অনেক বেশি।।অনেক সুন্দর লাগে এরকম নীল আকাশ দেখতে।।কিন্তু আমাদের দেশের আকাশে এরকম নীল দেখা যায় না।।এর কারণ কি আমাদের দেশের pollution????
Shining Squad ছোটবেলা দেখেছি বাংলাদেশের আকাশ এমন নীল। এখন pollution এর কারনে আর অত নীল দেখা যায় না। ধন্যবাদ আংকেল।
অনেক দিন পর বড় সময় ধরে ভিডিও উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আংকেল।
ছোট ভিডিও দেখলে আফসোস হয় তাড়াতাড়ি শেষ হয়ে গেল এটা বড় ছিল ভাল লাগল ধন্যবাদ
vai salam.........apanar chelera khubi poribar kendrik........apnader onek shomoy dey.....apnara valo thakben.
Rezaul Hoq Khan Walaikum assalam. Thank you.
খুব ভালো লাগলো। আমি কিছু অনুরোধ নিয়ে লিখছি। সম্ভব হলে please রাখবেন। নিউ ইয়র্ক কার পার্কিং এর একটা ভিডিও দেখাবেন ভাই। দূর থেকে দেখে আমার মাথা ঘুরে গেছিলো। যদি সম্ভব হয় দেখাবেন ভাই। আর রাতে হবোকেন হাডসন এর এপার থেকে নিউ ইয়র্ক দেখা। আপনার ছোট ছোট বাচ্চা ফ্যান দের জন্য একটা অনুরোধ রইল। HERSEY chocholat কারখানা বিস্তারিত ভাবে দেখান ভালো লাগবে। এবার আমার মেয়ের অনুরোধ ঝিলমিল কে আর ও বেশী করে দেখতে চায়। ঐ সব অনুরোধ যদি সম্ভব হয় তবেই রাখবেন। ভালো থাকবেন। সুস্থ থাকবেন। তাহলে আমরা এত ভালো ভিডিও দেখতে পাবো।
Sikha das আপনার অনুরোধ রাখার চেষ্টা করব। ধন্যবাদ।
Thak you so much
ভালোই লেগেছে ভাই
আপনি এত বছর আমেরিকা থেকে এই প্রথম নিউইয়র্ক গেলেন ট্রেনে চেপে আমাদের সঙ্গী করেই!সংগে স্বাধীন বিজয় থাকায় আরো ভাল লাগল!টাইমস স্কোয়ার নিখুঁত ভাবে তুলে ধরলেন!আর শুরুতেও অনেক তথ্য জানলাম!
baishali sarkar Mithu1999 অনেক ধন্যবাদ ভাই।
স্যার এই রকম ব্যস্ততার মাঝে প্রতি দিন আমাদের চলতে হয় .অনেক ভালো লাগলো ...ধন্যবাদ .
Sobuj Bangla Welcome
এই ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো অংকেল
Times Square দেখে ভালো লাগলো
Inshallah হয় তো পড়াশোনা জন্য USA আসবো অংকেল
আপনার ভিডিও গুলো ভালো লাগলে আমার কাছে অংকেল .
Shaown Islam Thank you uncle. Sorry for the late response.
No problem uncle 👍
করোনার কারনে বাইরে যাওয়া নিষেধ।
অফিস ও ছুটি। সারাদিন আপনার ব্লগ দেখে সময় কাটাচ্ছি। ভালোই লাগছে
Jibey jol asar jonney apni dai, koto rokom khabar 😛😛😛😛😛
🤪💕🥰
ধন্যবাদ। ১৯৯৫ তে আমেরিকায় ট্রেনে চড়েছি। টুইন টাওয়ার দেখার জন্য। আমার কাছে সেই জার্নি অসাধারণ লেগেছিল। তখন এত ভীড় ছিল না।
Ahmed Abbas Welcome ভাই।
আসসালামুয়ালাইকুম ভাইজান, আপনার Video টা অনেক enjoy করলাম।সবাধীন এবং Bijoy কে একসাথে দেখতে পেয়ে অনেক ভাল লাগল।Thank you.
Walaikum assalam. ধন্যবাদ ভাই।
Onk valo video....
Khan Sumon Thank you 😊
Apnar video ki bolbo oshadharon...plzz make more video
Khan Sumon Inshallah বানাবো। ধন্যবাদ।
Such a beautiful travel video Dadabhai , NYC is in my wish list ❤️❤️❤️
Thank you dear
খুব ভালো লাগলো আপনি আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করলেন। খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো
Excellent video.
Thank you.
অনেক কিছুই দেখলাম। time square বেশ ভালই লাগল। খাবারের দাম বেশি না। মজা পেলাম আপনার কথায় " ফার্মগেটে তাবিজ বিক্রি" ভাল থাকবেন ভাই। দোয়া করবেন।
Israil Munshi ছোট বেলা তাবিজ ওয়ালাদের জাদু অনেক দেখেছি ভাই। ভাল থাকুন। ধন্যবাদ।
Onek important kotha bolsen apne, i love New York City 🌃 ar night view ta onek Sundor always apner video gula dekthe balo lage 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Thank you.
ভাইয়া অনেক ধন্যবাদ times square দেখানোর জন্য ।মনে মনে ভাবতাম আমেরিকা অতুলনীয় জীবন যাত্রার একটি দেশ।কিন্তু না সে দেশেও আমাদের মত গরীব মানুষ আছে,রাস্তায় খাবার পাওয়া যায় ।মানুষের ভীড় রয়েছে ।তারা পথেঘাটে অভিনয় বা গানবাজনা করে টাকাপয়সা আয় করে
।আপনার মাধ্যমে অনেক অজানা তথ্য জানতে পারলাম ।আবারও ধন্যবাদ জানালাম।আল্লাহ্ হাফেজ ।
Ayesha Siddiqua You are very welcome ভাই।
ভাই আপনার দুই ছেলে মানুষের মত মানুষ হয়েছে দোয়া করি আরো অনেক বড় হবে
Ameen. 💕
Assalamualaikum , long vlog enjoy korlam. onek kisu dekhelam, janlam thnx 👍👍👍🚄🚄🚄🚄🌯🌯🌯🌯🌯🌯
Welcome.
এবারেরটা ফাটাফাটি হয়েছে স্যার।
lisa jannat ধন্যবাদ।
Great watch. I love to watch all your adventures video.. Great job👏👍
Thank you.
Wow..khub valo laglo vdo ta
bat man Thank you 😊
Love u uncle. U r my inspiration! U deserve the respect. Love u uncle.
Thank you. Love you too.
স্যার অনেক ধন্যবাদ আপনাকে। এতটা কষ্ট করে ভিডিও তৈরি করে শেয়ার করবার জন্যে।
Really great full to you 😊😀
Shimanto Adnan You are very welcome dear.
Adventure Tube21 স্যার আমি আপনাকে এত টুকুই বলতে পারি । যখন আপনি আমেরিকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন । আমার মনে হয় You’re very street forward man and so nice of you, to be honest sir 👍🏼🙂
ধন্যবাদ ফারুক ভাই। শুভ সন্ধ্যা। তুমি কথা দিয়ে কথা রেখেছো এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। রাতের বেলা টাইম স্কয়ার দেখলাম ভাবতেই পারছি না এটা স্বর্গ না অন্য কিছু আমাদের দেশের লোকেরা কল্পনা করতে পারবে না যে আমেরিকা এত উন্নত। স্ট্রীট ফুড যেটা খেলে খুব সস্তা ছিল আশাকরি সবাই পেটভরে গেছিল। নিউ ইয়র্কের মেট্রো স্টেশন গুলো খুব পরিষ্কার-পরিচ্ছন্ন। তুমি আমাদের জন্য খুব কষ্ট করলে এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। স্বাধীন ও বিজয় কে খুব ব্যস্ত দেখছিলাম।
It is my pleasure dear. Thank you 💕🥰
অনেক ধন্যবাদ আপনাকে,,,আপনার প্রতিটা ভিডিও দেখি অনেক ভালো লাগে
Md Shamsul Alam Welcome 🥰
Fantastic that's a really Beautiful video I can't stop watching this video.
Anar Haque Thank you 😊
New Yorke krishna nam programe jeta hochhe dekhe onek valo laglo,,, most probably it's organized by iskon
ata iskcon er
Thank You Uncle for showing us Time square...
My pleasure. 😊
লোগো টা দারুণ হয়েছে।
valo laglo apnar camera i time square abar deklam. Hello From NYC.
Nusrat Sharif Hello dear. Thank you 😊
ইনশাআল্লাহ একদিন ঘুরতে যাবো আমেরিকায়😍😍
Kawsar Jahid Inshallah.
বরাবরের মত আপনাকে ধন্যবাদ জানাই সুন্দর ভ্লগের জন্য । একটি জিনিসে আমার দৃষ্টি আটকে গেল ( 24:50) , সেটা হলো “হ্যারি পটারের” নাটক মঞ্চায়ন হচ্ছে । প্রথমে ভেবেছিলাম মুভি দেখাচ্ছে , পরে নেটে সার্চ করে জানলাম এটা নাটক । যেখানে দেখানো হয় সেটাকে “ Lyric Theater" বলে যেমন আমাদের বেইলী রোডে মহিলা সমিতি মঞ্চ ইত্যাদি।
Ibnul Hossain You got it. Thank you.
Wow,nice blog dada.
Seen several videos of Times square, but yours is special. Good camera and stabiliser. I have been to NY four times and at least twice to time square. The famous stairs to nowhere at the corner of 7th Ave, 47th Street crossing, plus father Duffy statue evokes a lot of memory. The Mcdonalds on 7th Avenue visible from the stairs is probably the most photographed !
You could have walked from Penn station to Times Square, 12 blocks, 45 mins. That was about 30 years back, 1991 when I did it.
Very enjoyable video.
We walked from Times sq to Penn station in about 20 minutes. I figured it would take same time to catch Subway train with waiting time included. Thank you for your kind remarks. Appreciate it.
barigulo just ❤️❤️❤️
Kolkata thke dekhi..sob vedio dekchi...darun lage...like ASMR VEDIOS motn apnar voice ta...vey nice
Rupam Bose Thank you.
Thank you Uncle for the nice video
Welcome dear.
beautiful video,Thanks for video.😍😍😍
No comments শুধু এইটুকু বলব অসাধারণ আপনি এবং আপনার ব্লগটা।সত্যি বলতে কি মনে হলো আমিও আপনার সাথে আপনাদের সাথে পুরা টাইম স্কয়ারে ঘুরলাম।
Kazi Anwar ধন্যবাদ ভাই 🥰
এবার র বলব না ( আমারও ছিল মনে ...।। ) লং weekend এ আমিও যাচ্ছি NY এ , খুব ভাল হল ভিডিও টা পেয়ে , ধন্যবাদ আপনাকে দাদা , সময় মত ভিডিও তা দেবার জন্য
Kumkum's Passions Welcome. Enjoy your trip.
Niee
খুব ভাল লাগল
Oneek Din por Boro video paise.. thanks Uncle full video dekhy oneek Valo lagse. Thanks uncle video share korsen.
Fahmida Diana এক বড় ভিডিও নিয়ে সবাই complain করে। কিন্তু বেশী কাটাকুটি করলে তো আমি যা দেখাতে চাই, আমি যেভাবে দেখি তা দেখানো যাবে না তাই না? Thank you uncle তুমার support এর জন্য। ভাল থেক দোয়া করি।
@@AdventureTube21 ji obboshoi uncle... welcome 🥰
Fahmida Diana 😍🥰❤️
নিউইয়র্ক তো দেখছি আমাদের ঢাকা শহর থেকেও বেশি ঘনবসতি।
prothom barer moto bijoy vaia k dekhlam apnar video te soitchay kotha bolte...valo laglo besh😊
ami bangali Thank you.
nice video
I like this video
Thanks for this video
I am really amazed to see Rickshaw in New York, Times Square.
Wow....
Uncle onk nice Kore video banan apni
Thank you dear.
Bari gulo ashadharon, tfs
আঙ্কেল অল টাইম বেস্ট স্পিকার 💝
Mind Reader Thank you 😊
Salam neben Uncle asa kori valo achen Eto long videor jonno Tnx Uncle Mone hocchilo apnar pashe bose gurchilam Osadaron video...
Mehedi Hasan Walaikum assalam. Thank you uncle.
আপনার ভিডিও দেখলে মনে হয় আমি নিজেই আমেরিকায় ঘুরছি 😍😍
Kawsar Jahid ধন্যবাদ।
আস সালামুআলাইকুম ভাইয়া আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন এবং ভাবি ভাতিজা সবাইকে নিয়ে ভালো থাকুন এই দোয়া করি আল্লাহ হাফেজ
ওয়ালাইকুম আসসালাম ভাই। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম, আপনাদের নিউইয়র্ক দেখছি অনেক লোকজন, আমাদের আগের গুলিস্তান। এখন অবশ্য ঢাকা শহরের সব জাগাই গুলিস্তানের মতো লোকজন, তবে আপনাদের ভেজাল ছাড়া খাবার আর আমাদের ভেজাল যুক্ত খাবার এবং মূল্য ও বেশি। আপনাকে অনেক ধন্যবাদ।
Walaikum Assalam. Thank you.
bhai...your 2 sons looks like very polite ......................
Mr. Islam Thank you 😊
বুড়িগঙ্গা নদীর এপার ওপার জাস্ট ফান
ফারুকি ভাই, আপনার চায়না সফর দেখে খুবই ভাল লাগল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বিনে পয়সায় চায়না দেখার সুযোগ করে দিলেন।
My pleasure dear brother. Thank you.
@@AdventureTube21 চায়না সফরটা আর একটু বেশী করতে পারতেন।
I have seen the entire video without boring... It realy good job. Thanks uncle
This is a really long video. I am glad that you have liked it. Thank you.
আশা করি ভালো আছেন সবাই.. আপনার ব্লগ এর মধ্যে দিয়ে আমি আমেরিকা কে দেখি.. একটা সময় আমার স্বপ্ন ছিল ওখানে যাবার.. But আর আমার জন্য সম্ভব নয়.. ছেলেদের জন্য চেষ্টা করব.. God এর কাছে প্রার্থনা করবেন আমার ছেলেদের জন্য.. আপনার ব্লগ এ অনেক কিছু জানতে পারি.. সেটা আমার জন্য খুব দরকারি.. Thanks.. সবাই ভালো থাকবেন ♥️♥️
ANISH BARAN MOZUMDER অবশ্যই দোয়া করি ভাই। আল্লাহ আপনার মনের সৎ ইচ্ছা পূর্ন করুন। ধন্যবাদ।
Thanks for the bonus walk.
Welcome.
আমেরিকার বৃহত্তম জাদুঘর নিয়ে কবে vlog বানাবেন।
Ashik Sumon Someday Inshallah.
Has an vai apnar attitude amai khub valo lage ..from dubai
Thank you brother.
Uncle apner kase onk kisu sikha jay...
R AJ onk kisu deklam MasAllah.
mahiya siddiqa Thank you 😊
Really nice video Sir 😇
আপনার বাচনভঙ্গি অসাধারণ ।
Parthajit Ghosh ধন্যবাদ।
Wow uncle খুব চেনা জাগা
First comment
Thank you.🥰
ami onek deshe jai sir. amar business er karone.. ar apnar jonno usa dekha hoye jacche sir.. thank you sir.. apnar videos dekhe nijer o vlog korte icche hocche..hahaha... lots of love for you sir
\
Thank you 💕🥰
Oh Mama .. This Video made Me nostalgic 🙁
I spent best part of My life here .. I was a student of Columbia University and used to work here at 42nd St.
Where are you now?
@@AdventureTube21 Now living in Hyde Park, New York State .. Dutchess County
Thanks a lot for your beautiful journey...
Safin Ahmed Welcome
Vai ratar new york shorta daka onak valo lagaca shaden o vjoy ka amar doay deban vai apnaka shalam doay kore valo takan
Moli Naher Walaikum assalam. অনেক ধন্যবাদ।
আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, আরও বেশি ভিডিও চাই।
Bangladesi Village Food Lover 🥰
ফারুক ভাই রাতের নিউ ইয়র্ক দেখলাম। সাথে টাইম স্কোয়ার। এখানে দেখে মনে হল আমরিকাশ কিছু মানুষ আছে। আর দেখলাম মোটর চালিত রিকসা। কষ্ট করে ভিডিও করার জন্য ধন্যবাদ।
Welcome dear. Thank you 😊
@@AdventureTube21 ভাই আপনাকে ধন্যবাদ। সামনে WwE রেসলিং স্টুডিও দেখতে চাই। পারলে রেসলার দের সাথে। Orton. Jon cina,,, ,, ,
Very very nice
Mona hoy aime o apna dar satae celam
নজরুল ইসলাম Thank you 😊
দারুণ
যাব না আমেরিকায় 😑
বাংলাদেশে জন্ম নিয়েছি,
এদেশের মাটিতে ঘুমাবো ইনশাআল্লাহ 😍
কেউ বলছে নাকি যাওয়ার জন্য?
sonet Inshallah.
আপনি যাইতে পাললেই তো যেতেন!! পারবেন না যাবেন কিভাবে!
কপালে থাকলে তো আমেরিকাতে যাবেন ভালোই নিজেই নিজেরে সান্তনা দিতেছেন
ভাই আমি বলছি
একরকম আপনারা তা ভেবে নিলেন আরেক রকম করে
Thank you for bringing up a subject that very much exists but no one feels comfortable talking about. Hope to live in a country where everyone is treated equally regardless of their race or religion. You covered the city very well. Should have tried the Halal guys. Missed bhabi.
Rahat Choudhury You are very welcome dear. Next time we will try Halal guys inshallah. Thank you.
Meh, sorry to break it to everyone, racism and the US’ issues didn’t start Nov. 2016.
Uncle awesome hoise lecture
I am noob Thank you 😊
সুন্দর সুন্দর
Thank you.
আবার দেখলাম ধন্যবাদ
soooooo nice👌👌👌👌👌
Many thanks Adventure Tube21.. onek kichu dekhlam ja chilo odekha ojana. Love you all.
Thank you.
Apnr video gulu onk informative..
Ami just klk e apnr video gulu dekha start korlam..
Ami dream hocche Bangladesh thake MBBS complete kore USA te permanent residency nibo..
Apnk onk dhonnobad.
It is my pleasure dear. Here is a link that might be helpful to you. Wish you all the best.
ruclips.net/video/2hMbpgL2qmQ/видео.html
@@AdventureTube21 thank you soo much..💝
Fantastic that's a really Beautiful video