সংসদে নারীদের সংরক্ষিত আসন নিয়ে যা বললেন বদিউল আলম মজুমদার | Badiul Alam Majumdar | Ekhon TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 255

  • @Infinity_Rs69
    @Infinity_Rs69 3 часа назад +42

    ৪০০ কেনো ৪ হাজার করলেও কোনো লাভ নাই। যদি তারা সৎ না হয়। আমার মতে ২০০ আসন করলে আরো ভালো হয়

  • @MdKamrul-sp1ln
    @MdKamrul-sp1ln 3 часа назад +26

    এ রকম সুশীলতা কথা গুলো দেশে ১২টা বাজ তে সাহায্য করে।

  • @Himel-Hawoa
    @Himel-Hawoa 3 часа назад +34

    350 আসন থেকে আরো কমিয়ে, ৩০০ আসন করা হোক 😊
    ছোট দেশ হিসেবে, ৩৫০ আসন বেশি হয়ে যায় 😑🔪

  • @AliAkbar-l6h
    @AliAkbar-l6h 3 часа назад +9

    ছোট দেশ মাথামোটা চিন্তাভাবনা সংসদে আসন বাড়ানো যাবে না ❤

  • @rabiulalam951
    @rabiulalam951 2 часа назад +8

    আসন সংখ্যা নারী আসনসহ মোট আসন ৩০০ (তিন শত) এর মধ্যে রাখা উচিত। যতই আসন বাড়ানো হবে ততই ব্যয় বাড়বে। আসন বাড়া মানেই জনগণের ট্যাক্সের টাকার ব্যয় বাড়বে।

  • @shamimahmed-rg9cj
    @shamimahmed-rg9cj 3 часа назад +10

    শুধু পরিবর্তন নয় পুরো সংবিধানকে জ্বালিয়ে পুড়িয়ে নতুন করে লিখতে হবে

    • @aminurislam9715
      @aminurislam9715 3 часа назад +1

      সংবিধানের কোন দোষ নেই।দোষ হলো মানুষের

    • @mdsadi6089
      @mdsadi6089 2 часа назад

      সংবিধানের দোষ নেই ।কিন্তু সংবিধান যারা লিখেছে তারা তো মানুষ। তারা তো নিজেদের স্বার্থ অনুযায়ী সংবিধান লিখেছে। একারণেই সংবিধান বাতিল করতে হবে।​@@aminurislam9715

    • @TaohidKhan-wn7gn
      @TaohidKhan-wn7gn Час назад

      সংবিধানের দোষ এই সংবিধান করতে,সাধারন মানুষের মত নেওয়া হয় নি..@@aminurislam9715

  • @ashiqulislam6593
    @ashiqulislam6593 3 часа назад +9

    মাথামোটা চিন্তাভাবনা। আবার নারী কোঠা সিস্টেম।

  • @Kamal92236
    @Kamal92236 2 часа назад +5

    ১) সংসদের আসন ৪০০ করে নুন্যতম ১০ বা ১৫% নারী মনোনয়ন দিতে হবে। কোন সংরক্ষিত নারী আসনের দরকার নাই। প্রতিযোগীর ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারন করে দিতে হবে।
    ২) সংসদ বৃটিশ পদ্ধতি না হয়ে আমেরিকান প্রেসিডেন্ট পদ্ধতি করা উচিত। এক্ষেত্রে প্রেসিডেন্টকে সরাসরি ভোটে নুন্যতম ৫১% ভোটারের ভোট পেতে হবে।
    ৩) আমেরিকার মতো সরকার গঠনে ইলেকটোরাল পদ্ধতির ব্যবস্হা করা যেতে পারে। এ ক্ষেত্রে প্রতিটা আসনের বিপরীতে ইলেক্টোরাল ভোটের সংখ্যা নির্ধারন করা যেতে পারে। এক্ষেত্রে ঐ আসনের মোট জনসংখ্যা, মোট ভোটার সংখ্যা, গর শিক্ষার হার এবং মাথাপিছু গর আয়ের উপর ভিত্তি করে ইলেক্টোরাল ভোটের সংখ্যা নির্ধারন করা যেতে পারে।
    ৪) সংসদকে দ্বী-কক্ষ বিশিষ্ট করা যেতে পারে, একটি আইন সভা এবং অপরটি সাধারন সভা। আইন সভা মূলতঃ যে কোন আইন পরিবর্তন/পরিবর্ধন এবং রাষ্ট্রীয় চুক্তি অনুমোদনের এক্ষতিয়ার রাখবে। এ ক্ষেত্রে অবশ্যই সাংসদদের ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি নুন্যতম কর্মক্ষেত্রর বাস্তবিক অভিজ্ঞতার মানদন্ড নির্ধারন করে দিতে হবে।

  • @shopnilakash2263
    @shopnilakash2263 3 часа назад +23

    শিক্ষাগত যোগ্যতাটা বাধ্যতামূলক করে দিলে আমার মনে হয় ভালো হয়

  • @MrIslam-c9k
    @MrIslam-c9k 3 часа назад +5

    উপজেলা পরিষদ বাতিল করা হোক, তদস্থলে প্রতিটা উপজেলা একজন করে এমপি নির্বাচিত করা হোক, জেলা পরিষদ বাতিল করা হোক, প্রতিটা জেলায় একজন করে গভর্নর নির্বাচন করা হোক, তাহলে খরচ কমবে উন্নয়ন বাড়বে! রফিকুল ইসলাম লালমনিরহাট সদ

  • @ahamedkhalil1557
    @ahamedkhalil1557 Час назад

    রাইট আপনার কথা

  • @mdsadi6089
    @mdsadi6089 2 часа назад +2

    সংরক্ষিত কোন আসন থাকতে পারে না। জনগণ যদি তাকে চায় তাহলে তো সে অবশ্যই নির্বাচিত হবে। মেয়েদের জন্য সংসদে সংরক্ষিত আসন রাখা মানে ছেলেদের সাথে বৈষম্য করা ।এই বৈষম্য কখনো মেনে নেওয়া যায় না। যদি মেয়েদেরকে বিভিন্ন আসনে মানুষ নির্বাচিত করে তাহলে তারা সংসদ সদস্য হবে । কেন তাদেরকে বিশেষভাবে সংরক্ষিত আসন দেওয়ার প্রয়োজন পড়বে।

  • @imranhossain-rl6iy
    @imranhossain-rl6iy 3 часа назад +4

    স্যার চোরের সংখ্যা আরো বাড়িয়ে লাভ কি?

  • @BirhamUddin
    @BirhamUddin 2 часа назад

    আপনাকে ধন্যবাদ।

  • @masudislam2547
    @masudislam2547 Час назад +1

    ৩০০+২০০= ৫০০ আসনের দুই কক্ষ সংসদ চাই যার ৩০০ আসনে সরাসরি আর ২০০ আসনে আনুপাতিক প্রতিনিধিত্ব চাই। ব্রিটেনে ৭ কোটি মানুষের দেশে ৬৫০ আসন তাহলে ১৭ কোটি মানুষের দেশে কত আসন হওয়া প্রয়োজন????

  • @sabbirrahman3519
    @sabbirrahman3519 Час назад

    আমি আপনার সাথে একমত

  • @mehedihasanvlogs5528
    @mehedihasanvlogs5528 3 часа назад +3

    যত আসন তত দুর্নীতি। অতএব, আসন সংখ্যা কমানোর দাবি জানাচ্ছি।

  • @masudhowlader1452
    @masudhowlader1452 3 часа назад +6

    এদেশে ২০০ আসন হইলে এনাফ যত ছোট একটা দেশ

  • @333peace
    @333peace 2 часа назад +1

    আপনি সংস্থার প্রতিনিধি হয়ে আসনের কথা বলেন কেন?আমরা চাই আনুপাতিক নির্বাচন

  • @rasudas4626
    @rasudas4626 2 часа назад

    শিক্ষাগত যোগ্যতাটা বাধ্যতামূলক

  • @MdJaberHosen-v9i
    @MdJaberHosen-v9i 2 часа назад +2

    Amara kono quota chaina

  • @sunborn1996
    @sunborn1996 Час назад

    সংরক্ষিত নারী আসন বাদ দেওয়া উচিত। West Minister সিস্টেমে ৩০০ আসনে ভোট হোক আগের মতন। আর এই নির্বাচনের মোট ভোটের ভিত্তিতে আরও ১০০ আসন আনুপাতিক হারে বন্টন করা উচিত PR system a ... তাহলে দেশের কারো ভোটই নষ্ট হবে না । সবাই আত্মবিশ্বাস নিয়ে ভোট দিবে এই ভেবে তার ভোট নষ্ট হবে না।

  • @abedhosain6230
    @abedhosain6230 2 часа назад

    20 কোটি মানুষের দেশে 300 আসন সত্যিই বেমানান। অবশ্যই 400 আসন করা উচিত।

  • @liaquatali5818
    @liaquatali5818 Час назад

    চাঁদের আলোয় স্বপ্ন দেখে এমনটাই বলতে পারেন। নারীদের রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনে প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উপযোগী।

  • @JuberHossain-r5r
    @JuberHossain-r5r 2 часа назад

    Assalamualikum sir

  • @Moniruzzamanlinkon-o8f
    @Moniruzzamanlinkon-o8f 3 часа назад +3

    আধুনিক যুগে 'তত্তাবধায়ক সরকার' বা 'অন্তর্বর্তী সরকার ' ব্যবস্থা বাতিল করে। সংসদ বহাল রেখেই "সংখ্যানুপাতিক হারে আসন বিন্যাস পদ্ধতি" চায়। একই সাথে ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন করলে জনগণ ও সরকার ব্যবস্থা শক্তিশালী হবে। ❤️🇧🇩🇧🇩🇧🇩❤

  • @kamaluddinmajumder5833
    @kamaluddinmajumder5833 30 минут назад

    ৪০০ নয় ৬৪ টি আসন হওয়া উচিত। গরীব দেশের মানুষের কষ্টার্জিত টাকা বেহুদা কাজে বৃয় না করা উচিৎ। বাংলাদেশের সংসদে কি হয় সেটা সবার জানা আছে।

  • @bEHINDtHEsCENES24
    @bEHINDtHEsCENES24 Час назад

    আমরা নতুন সংবিধান চাই ,জনগণের সংবিধান ,যেটি জনগণের উন্নয়নে বাস্তব রূপ নিবে

  • @mdakash-i7h
    @mdakash-i7h Час назад

    নির্বাচন ব্যবস্থা পরিবর্তন না করলে। সব চেষ্টাই ব্যর্থ হবে।

  • @arifkhandokar2491
    @arifkhandokar2491 2 часа назад

    স্বতন্ত্র প্রার্থীদের জন্য আসন রাখতে হবে সংরক্ষিত মহিলা আসনের মতো এটাও একটি আসন।
    যেখানে একজন সাধারণ জনগন যদি চায় রাষ্ট্র সেবাই সংসদে নিজেকে নিয়োজিত করতে চায় তাহলে তাকে অবশ্যই সেই সুযোগ দিতে হবে পক্ষ থেকে। এক্ষেত্রে রাজনৈতিক দলের পরিচয় পরিচিত হওয়া বাধ্যতামূলক নয়।

  • @HuzifaHasan-s9u
    @HuzifaHasan-s9u Час назад

    নারী আসন ৫০ ই ভালো, ছোট দল গুলো যাতে সংসদে যেতে পারে এর জন্য নির্ধারিত আসন বরাদ্দ দেওয়া হোক।

  • @Md.Anisuzzaman-o4m
    @Md.Anisuzzaman-o4m 2 часа назад +1

    Off course, qualifications must be criteria for all both nari and male. Truthfulness, faithful, patriotic and academic qualifications-(Masters ) may be eligible criteria for MP elections.

  • @AFRfood.
    @AFRfood. 39 минут назад

    সংরক্ষিত নারী আসন বাতিল করা হোক

  • @Mithu707
    @Mithu707 Час назад

    কোন সংরক্ষিত আসন দরকার নাই। সব আসনের নির্বাচন হতে হবে। আর কোন দল কাকে(নারী বা পুরুষ) মনোনয়ন দেবে তাঁদের বিষয়।

  • @mariyamim1912
    @mariyamim1912 2 часа назад

    ৪০০ নয় ৫০০ আসন করেন।২০০ আসনে সংখ্যানুপাতিক নির্বাচন আর ৩০০ আসনে প্রচলিত নির্বাচন করেন। ঝামেলা দূর হয়ে যাবে।

  • @jahed_alam
    @jahed_alam 44 минуты назад

    নারী আসন নিয়ে ভাবনা আমিও চিন্তা করছি এটা হলে খুব ভালো হবে, তবে ৫০ টাই ঠিক আছে

  • @RashedSumaiya
    @RashedSumaiya Час назад +1

    সংসদে আসন হোক ৫০০ টি। ৩০০ আসনে সরাসরি নির্বাচন হবে। বাকী ২০০ আসনের প্রার্থী নির্বাচিত হবে দল/জোট গুলোর প্রাপ্ত মোট ভোটের ভিত্তিতে সংখ্যানুপাতিকহারে।

    • @jesan145
      @jesan145 5 минут назад

      আমি ও একমত

  • @shopnilakash2263
    @shopnilakash2263 3 часа назад +2

    রাইট.. এক্সট্রা আসন থাকা দরকার

  • @Mdsaifulislam-tu5ng
    @Mdsaifulislam-tu5ng 2 часа назад

    শিক্ষাগত জগ্যতা বাধ্যতামূলক

  • @MdershadaliAli
    @MdershadaliAli 2 часа назад

    নতুন সংবিধান চাই

  • @عبدوالرحيم-ث1خ
    @عبدوالرحيم-ث1خ 3 часа назад +1

    ২০০ আসন করা হোক আনুপাথিক নির্বাচন করা হোক।।।

    • @MdRakib-bk2wb
      @MdRakib-bk2wb 3 часа назад

      Hobe na আনুপাতিক 😂

  • @mohammadrony4446
    @mohammadrony4446 2 часа назад

    অনেক কম হয়ে গেল ৪০০০ হলে ভাল হত | এত অল্প সংখ্যক চোর দিয়ে কি দেশ পরিচলনা করা মোটেও ঠিক নয় |

  • @abdulmotin5960
    @abdulmotin5960 Час назад

    যে সকল যাগায় পর্দা লংঘন হয়,সেখান থেকে নারীদের পর্দায় কাজের সুযোগ করে দিন, আল্লাহ কে ভয় করুন।

  • @comment2024
    @comment2024 2 минуты назад

    সংরক্ষিত আসনসহ সকল প্রকার বৈষম্য দূর করতে হবে।

  • @sanwarhossain6899
    @sanwarhossain6899 Час назад

    যে সংসদে পঞ্চদশ সংশোধনী হয়েছে, সেই সংসদ কি বৈধ ছিল?
    আগে সেই বিষয়ে আলোচনা দরকার।

  • @Md.RafiqulIslam-f4d
    @Md.RafiqulIslam-f4d Час назад

    কোন প্রয়োজন নাই ৷
    পারলে ফ্যাসিস্ট মুক্ত প্রশাসন চাই ৷

  • @masudhowlader1452
    @masudhowlader1452 3 часа назад +3

    ৪০০ আসন করে কি এত ব্যয় বাড়াইয়া লাভ আছে।

  • @ebrahimsarder3328
    @ebrahimsarder3328 2 часа назад

    আপনি যদি আইন করে ১০০ আসনে শুধু নারী দেন, তাহলে আমি নারীকে ভোট দিতে বাধ্য। কিন্তু আমি তো নারীকে আমার প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাতে চাই না, তাহলে গনতন্ত্র কি করে হলো?

  • @MdRana-w4c8f
    @MdRana-w4c8f 3 часа назад +1

    এক মত হতে পাড়ালাম না

  • @NakAhsan
    @NakAhsan 2 часа назад

    এত সাংসদ দরকার নাই। এদের থেকে স্থানীয় সরকার থেকে পৃথক করতে হবে।

  • @sanjedaaktarsawpna
    @sanjedaaktarsawpna 2 часа назад

    কোনো সংরক্ষিত আসন/নারী আসন চাই না। সবকিছু হতে হবে যোগ্যতায়।

  • @safeheaven4131
    @safeheaven4131 3 часа назад +6

    400 ashon korben aro 100 ta chor barbe.

  • @Get-Agar
    @Get-Agar 12 минут назад

    নারী আসন বাতিল করা উচিৎ

  • @mdsadi6089
    @mdsadi6089 2 часа назад

    সংসদ সদস্য বাড়লে এই সমস্ত বাজে বুদ্ধিজীবীদের আত্মীয়-স্বজনরাও সংসদ সদস্য হতে পারবে। তখন সুবিধা ভোগ করতে পারবে ।এ কারণে সংসদ সদস্য বাড়ানোর পক্ষে তারা।

  • @ahasanshish3262
    @ahasanshish3262 3 часа назад

    এতো জটিলতা বর্জন করে সংসদের যোগ্য ব্যক্তিদের স্থান দিন। নারী-পুরুষ বিবেচ্য নয়।
    বরঞ্চ এটা দেখা উচিৎ আইনসভার সদস্য যারা হবেন তাদের শিক্ষাগত যোগ্যতা, আইন সম্পর্কে সঠিক জ্ঞান, জনবান্ধব ব্যক্তিদের আসার জন্য সুযোগ করে দেয়া উচিৎ

  • @AlAmin-l8d
    @AlAmin-l8d 2 часа назад

    এইসব আকাশ কুসুম কল্পনা করতে গিয়ে বাস্তবায়ন তো হবেই না, বরং দেশের ১২ টা বাজবে। আমার এলাকায় সংসদ সেই ব্যক্তি হবে যে জনপ্রিয়, তিনি নারী না পুরুষ সেটা প্রয়োজনীয় না।

  • @mohammad-Amir1987.
    @mohammad-Amir1987. 2 часа назад

    সংসদে প্রতিনিধিত্ব বৈষম্য কেনো? যুগ্যতা থাকলে ইলেকশনের মাধ্যমে নির্বাচন হবে।

  • @mir7851
    @mir7851 3 часа назад +1

    যত আসন ততই ব্যায় টাকা কোথা থেকে আসবে সকল সুজক সুবিধা ভোগ করবে তারা যা জন জীবনে ব্যায়ভার বেড়ে যাবে স্যার

  • @KdrHH
    @KdrHH Час назад

    সংরক্ষিত নারী আসন বাতিল করা উচিৎ ।
    নারিরা নিজ যোগ্যতায় নির্বাচিত হয়ে আসুক । নারী পুরুষ সমান অধিকার ; তারা কেন করুনা আশা করে....???

  • @MahmudulHasan-su7tr
    @MahmudulHasan-su7tr Час назад

    এখানে উচিত হবে কোনো দল প্রার্থী দিতে পারবেনা। এরা সম্পূর্ণ নিরপেক্ষ হতে হবে।

  • @ZayanHossain-k6w
    @ZayanHossain-k6w 3 часа назад

    দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চায়, আইন সভা এবং স্হানীয় সংসদ এইভাবে বিন্যাস করা হোক।

  • @md.tonmoyislam5393
    @md.tonmoyislam5393 2 часа назад

    ভালো কোন চিন্তা নাই। শুধু আকামের চিন্তা। বাড়িতে বউকে দেখে কি এদের মন ভরে না!

  • @AlAmin-l8d
    @AlAmin-l8d 2 часа назад

    স্থানীয় শাসন পরিচালিত হবে এমপিদের দিয়ে, আর এত জনপ্রতিনিধি জনপ্রতিনিধি করছেন আপনারা নিজেরাই নির্বাচিত নন, আর নির্বাচনের কথা বললেই বিরক্ত হচ্ছেন। আপনি এই দেশের নাগরিক কী না সেটা নিয়েও মানুষের সন্দেহ আছে।

  • @mdhumaiyunkhabir9596
    @mdhumaiyunkhabir9596 2 часа назад

    লুটপাটের ভাগীদারার আরো বাড়ানোর জন্য

  • @poweronmultitech2705
    @poweronmultitech2705 55 минут назад

    চোরের সংখ্যা আরো বেশি করতে চান? জনাব ৬০ বা ৭০ টা আসনের বেশি লাগে এই ছোছ একটা দেশে?

  • @mdmonirul-rc8qx
    @mdmonirul-rc8qx 2 часа назад

    আমার মতে স্থানীয় পর্যায়ে একজন চেয়ারম্যান যোগ্যতা থাকতে হবে এম. এ. পাশ, ওয়ার্ড মেম্বারের যোগ্যতা থাকতে হবে বি.এ. পাশ এবং মেম্বারের যোগ্যতা থাকতে হবে বি.এ. পাশ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সৎ ও যোগ্য হতে হবে।

    • @jahidhassan9831
      @jahidhassan9831 Час назад

      বি এ পাশের ব্যাক্তি আসবে আড়াই হাজার টাকার বেতনের ওয়াড মেম্বার হতে নাকি আপনাকে নোবেল দেওয়া দরকার

  • @travelnature5675
    @travelnature5675 2 часа назад

    আরো আসন বাড়ান। সংসদের খরচা বাড়ান। দেশের চিন্তা করেন?

  • @mohammedkarim3370
    @mohammedkarim3370 Час назад

    খুব ব্যস্ত !

  • @AbulKashem-s4m
    @AbulKashem-s4m Час назад

    এ পর্যন্ত দেশে কতজন সুশিক্ষিত করেছেন কতজন সুশাসক বানিয়েছেন খালি আসন বড় করতে চান যে আসুন বড় করে লাভ নাই সুশাসন ফিরিয়ে আনুন দেশ এবং জাতি প্রেমিক তৈরি করুন

  • @ss-.1263
    @ss-.1263 Час назад

    মাএ ১০০ আসন করা হোক।তাতে খরচ কমবে

  • @web2490
    @web2490 3 часа назад

    আপনার এই এসি রুমের ভিতর বসে সংবিধানের সংস্কারের আলাপ সাধারণ জনগণের কি উপকারে আসবে।

  • @kazi.shanto
    @kazi.shanto 3 часа назад

    ১০০০ আসন করলেও কাজ হবেনা যদি চোর হয়। ২০০ আসন করা হোক, তবে অবশ্যই সৎ ব্যক্তি হতে হবে। যত কম হবে ডিসিশন নিতে তত সুবিধা হবে।

  • @mohammadalibahadur7224
    @mohammadalibahadur7224 3 часа назад

    এই সংবিধান এতোই ধর্ষিত হয়েছে, এটা রেখে কিছু করা কে আমি সমুচিন মনে করি না। নতুন সংবিধান নিয়ে বাংলাদেশের নতুন যাত্রা শুরু করা বাঞ্ছনীয়। জনাব মজুমদার সংসদ সদস্য সংখ্যা সম্পর্কে যে প্রস্তাব দিয়েছেন তার সংগে একমত ♦️

  • @abedhosain6230
    @abedhosain6230 Час назад

    আপনি তো দেখা যাচ্ছে ভারত প্রেমে। ইসলামের এত সুন্দর বিধান থাকতে আপনি ভারতের কোন নমুনা আমাদেরকে দেখাচ্ছেন

  • @mdfoysalahmed6053
    @mdfoysalahmed6053 3 часа назад

    Union porisodh ache upozila porisodh ache 400 mp diye ki hobe?? Tara to just aayin korbe..aayin korar jonno 400 mp too much.. 200 kora uchit

  • @AliAkbar-l6h
    @AliAkbar-l6h 3 часа назад

    সংসদে আসন কমাতে হবে ২০০ করা হোক

  • @Md.MahabubA
    @Md.MahabubA 3 часа назад

    ৪ হাজার করলে কেমন হয়, বাংলাতে যে একটু দেশ 300 আসন আছে তা হয় না

  • @AbulKashem-s4m
    @AbulKashem-s4m Час назад

    এত নারী নারী করতেছেন কেন নারীদেরকে দিয়ে কি করবেন আপনারা বিগত দিনের সরকার নারীদের সাথে কি করেছে একজন নারী সরকার হয়েও নারীদের প্রতি কি আচরণ হয়েছে অতএব আগে দেশকে ভালো করুন নিজেরা ভালো হন

  • @roniahmed9876
    @roniahmed9876 2 часа назад

    ৩০০ চাই

  • @mdhaziliton6337
    @mdhaziliton6337 2 часа назад

    উদাহারন হিসাবে বিধর্মী রাষ্ট্র ভারতের নাম আসল কেন? পাকিস্হানের নাম নয় কেন?

  • @freedomofspeech9377
    @freedomofspeech9377 3 часа назад

    🎉264 জন এমপি যথেষ্ট 200 জন এমপি আসন থাকবে আর 64 জন নারী সরাসরি নির্বাচন অংশগ্রহণ করবে 64 জেলা থেকে ভোটের মাধ্যমে পাস করবে বিনা ভোটে কোন এমপি কোন রাষ্ট্রপতি কোন প্রধানমন্ত্রী কোন স্পিকার কোন জাতির পিতা কোন জনকের সৃষ্টি চায় না জনগণ❤

  • @dependablelearningschool2167
    @dependablelearningschool2167 Час назад

    এতো লোক দরকার হয় ছোট দেশ চালাতে। আর খাদক তৈরি হবে।

  • @ashrafulislam882
    @ashrafulislam882 3 часа назад

    কোন আসন থেকে দাঁড়াবে

  • @KdrHH
    @KdrHH Час назад

    সংসদ সদস্যদের সিট ৫,০০০ করুন । তাদের সুযোগ সুবিধা ১০ গুন বাড়িয়ে দিন । সবাই কে ১টা করে গনভবন এবং ১০টা করে গাড়ি, ২টা করে হেলিকপ্টার, ১০টা করে প্লট দিন 😂😂😂.....!

  • @md.mozammelhaquehaque1437
    @md.mozammelhaquehaque1437 3 часа назад

    নারী এমপিদের নিয়ে নাটক করা হয় এই পদ বাতিল করা দরকার। মুরুব্বী ঠিক বলেছেন ।

  • @333peace
    @333peace 2 часа назад

    শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবীথেকে, ২০ জন রিজার্ভ কেটায় এমপি থাকতে হবে,এমপিদের টেক্সট ফ্রী গাড়ী,বন্দ করুন

  • @ahmednuman171
    @ahmednuman171 3 часа назад +1

    সংরক্ষিত আসনের কোনো মানেই হয় না।

  • @shafiqurrahman7461
    @shafiqurrahman7461 Час назад

    বদি ভাই সময় নাই।

  • @roniahmed9876
    @roniahmed9876 2 часа назад

    বেশী আসন সরকারি টাকার অপচয় হবে।

  • @fashionexpart1992
    @fashionexpart1992 2 часа назад

    ২০০ আসন করা উচিৎ বেশি আছে,,এসব লোক কেমনে বুদ্ধি জীবি হয় কে জানে

  • @helenasultana8294
    @helenasultana8294 3 часа назад

    সৎ যোগ্য শিক্ষিত লোক দরকার।

  • @jahidhassan9831
    @jahidhassan9831 Час назад

    আসন বাড়ানো উচিৎ হবে না

  • @muhiburrahmanreman4055
    @muhiburrahmanreman4055 2 часа назад

    কইন কি

  • @MdSyed-o3u
    @MdSyed-o3u Час назад

    তুই বড় বড় কথা বলিস আগে জিনিসের দাম কমা

  • @MehediHasan-fz2gb
    @MehediHasan-fz2gb 3 часа назад

    সংসদ সদস্যদের বেতন তোমার বাবা দেয়? আর যে হারে সুযোগ সুবিধা নেয়।

  • @md.saifsheikh7562
    @md.saifsheikh7562 2 часа назад

    আল কোরআনের সংবিধান চাই

  • @alamgirdadon3788
    @alamgirdadon3788 48 минут назад

    চিনতা ভাবনা করে মত দিবেন ৩০০ আসনের খরচ জাতি বহন করতে হিম সিম মহিলা আসন কি কাজে লাগে কর না দিয়ে গাড়ি আনা বাদ দিতে হবে

  • @mdafteb8171
    @mdafteb8171 Час назад

    প্রতিথানা একটা আসন যায়।

  • @rseries2622
    @rseries2622 Час назад

    Sogrokkhito ason bad deya uchit

  • @HabirRahman-k9p
    @HabirRahman-k9p 3 часа назад

    সব এলো মেলো কথা