ওরিজিনালটা শুনে এটাই বোঝা যায় গানটা কত কষ্ট পেয়ে লেখা এবং গাওয়া হয়েছে। তাহসিন এর কভার টাও সুন্দর এটা সত্যি কিন্তু এই ওরিজিনালটা একেবারে বুকে গিয়ে লাগে। শুরুতে আমারও মনে হয়েছিল কভার তাই সুন্দর কিন্তু না, ওটা জীবনে অনেকবার শুনেছি তাই এমন মনে হয়েছিল, আর কিছুই না। ধন্যবাদ, এই গানটি আমাদেরকে দেয়ার জন্য
@@muratkhan2997 দুঃখিত কিন্তু গান সম্পর্কে আপনার তেমন ধারণা নেই, আমি নিজেও গান গাই। আমি বিষয়টা বুঝি। উভর শিল্পিকেই সম্মান দেওয়া উচিত। কিন্তু তাহসান গানটা চুরি করেছে। আর আপনার যদি কভার ই ভালো লাগে, তবে বলব, আপনি এই জনরার বিট মিউজিক ফ্যান। কভাআর গানে অটো টিউন এ খেয়ে দিছে আর আপনি অটো টিউনের ফ্যান। অরিজিনাল গানে যে মেলডি আছে সেটার ধারে কাছেও কভার গানটা নাই।
এই প্রথম অরিজিনাল গান টা শুনছি❤️ প্রতিটি টানে প্রতিটি লাইনে আসল সিংগার এর প্রতি এত ভালবাসা আর শ্রদ্ধা আসছে❤️ ধন্যবাদ সেই গ্রুপ কে যার মাধ্যমে জানতে পেরেছি অরিজিনাল গানটি আসলে কার❤️ গায়কের গলা কি সুন্দর কি টান আহা❤️
খুবই অবাক আর একই সাথে কষ্ট হচ্ছে এতো দীর্ঘদিন পরে জানতে পারলাম যে এটা SWAT এর গান💔 যাক অরজিনাল টা থেকে যে ফিলটা পেলাম তা অসাধারন 😍 ধন্যবাদ SWAT মেম্বারদের এমন মাস্টারপিস দিবার জন্য😍
একটু আগে Bangla Band Music Group (FB group) থেকে জানতে পারলাম যে এই গানটা SWAT Band এর। তার আগে প্রায় ৪ মাস ধরে জানতাম এটা তাহসিন আহমেদের। যাই হোক আজকে original versionটা শুনে ভালো লাগলো।
২০১১ সালে এ গানটা শুনেছিলাম আমার ফ্রেন্ড ওয়াকিলুর রহমান মিলু গেয়েছিলো কুয়েট এ। ও এই গান এর জন্য ২০১১ সালে এয়ারটেল রেডিও ফুর্তির ইয়াংস্টার অব দি মান্থ হয়েছিলো। কিন্তু তাহসিন কিভাবে ওর গানটা চুরি করলো তা বুঝতে পারছিনা।
Both of the versions are good but this original one hits directly in the core of the heart. Speechless lyrics and melody. Thanks, SWAT for this song. Now, record this original version for us please ❤️
I can't stop missing her. She's still very fresh in my memory, like it just happened. The feeling is like a strong ache in my heart, and I think about her all the time. I wish she was still here with me.
তখন ২০১১ সাল, কেবলমাত্র কলেজে উঠেছি।বিশেষ কোন কারণ ছাড়াই ১/২বার শোনার পর গানটি হয়ে গেলো খুব প্রিয়।প্রেম,ভালোবাসা কিছুই বুঝিনা তখনও কিন্তু গানটিতে নিজেকে এমনভাবে খুঁজে পেতাম মনে হয় প্রেম ভালোবাসায় এক বিশাল অভিজ্ঞতা আছে।কিন্তু গানটি ভীষণ প্রিয় ছিল।২০১৯ এর শেষ দিকে দীর্ঘ ৪ বছর পর প্রিয় মানুষটি চলে গেলে গানটিকে যেন নতুনভাবে উপলব্ধি করতে পারি! রোজকার দিনের সঙ্গী হয়ে আছে এই গানটি।বেঁচে থাকুক গান।বেঁচে থাকুক ভালোবাসা।
Bangladesh band music society গ্রুপ হতে অরিজিনাল টা পেলাম প্রথমে শুনে নির্বাক।। তারপর আম্মুকে বললাম আম্মু গানটা একটু লক্ষ্য কর,, তারপর অফ করে তাহসিন এর টা শুনালাম। আম্মু বলতেছে কোথায় এটা আর কোথায় ওটা!! প্রথম তথা অরজিনাল টাতে আলাদা মায়া।। tnx swat🙂
গানটা যতবার শুনি যখন ই শুনি, বার বার ফিরে যাই কুয়েট ক্যাম্পাসে, স্টুডেন্ট লাইফে, আর ভাবি হলের ছাদে গোল হয়ে আমারা সবাই বসা মিলু, ইয়ামিন মাঝখানে একের পর গান হচ্ছে আড্ডা হচ্ছে।।। রাত বাড়ছে, হাজার বছরের পুরানো সেই রাত।।।।।
He's already leaving! Can't even hold him forever. He's not mine anymore. He was never mine. According to him, we're glitch of time. But for me.. He became everything. Because of his motivation and inspiration I again started to live my life and here he's... Leaving me behind.. I pray and hope that wherever he goes May Allah keep him safe. May Allah bless him always. I pray for his long and healthy life. I will never be able to forget his face and Name and last but not the least..his unforgettable innumerable memories!! I will keep loving him.
After @Majharul_Mikat uploaded his cover version on youtube he gave the original credit to your band..Than I have known that it's not Tahsin's original..For the first time I am listening the original version..It just has 5/6k views..I am feeling very sad that people don't know about this original version..Which is really a great song!🥺
This Original is a Masterpiece really... Shooting Voice and really far better than the popular Cover(Theft Version) by Tahsin Ahmed. This one touches the soul directly 🖤
খোলা জানালা দখিনের বাতাসে ঢেকে যায় পর্দার আড়ালে তখন তুমি এসে হেসে বলে দাও আছি তোমার পাশে বহুদূর পথ ভীষণ আঁকাবাঁকা চলতে ভীষণ ভয় তুমি এসে বলে দাও আছি আমি পাশে করো না কিছুতেই ভয় তখনও ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে তখনও বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে সাদা আকাশে মেঘের ভেলা রচে রঙের মেলা কখনও কালো, কখনও নীল কখনও বা হলুদ-সাদা আমার আকাশ জুড়ে ছিল তোমারই রঙের মেলা সাদার মাঝে কালো বসিয়ে তোমারই বিদায়ের পালা অনেক পথের পথিক আমি, ক্লান্ত সর্বশেষ তোমার পথের ঠিকানা খুঁজে আমি আজ অবশেষ তুমি আমার প্রথম ও শেষ জীবনের ভালোবাসা তোমার মাঝে তাইতো আমার জীবনের শত আশা
My one the best favourite song. Last 3 years, it was my most repeatedly listening song. But for the first time I am listening orginal version ( that was covered by tahsin)
আমদের বড় ভাইরা শুনতো দেখতাম গানটা কিন্তু বর্তমান প্রজন্ম এখনও ভুল করে এই গানকে তাহাসিন এর গান মনে করে তাদের ভুল শুধরিয়ে দিতে দিতে আজও আমরা ক্লান্ত প্রায়
গান্টা ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত শুনতাম, একটা অয়েবসাইটে ,নাম মনে পরছে না,তখন ইয়ুটিউবে এই ganta ছিলা না,শুধু অই ওয়েবসাইটেই ছিল।youtube a তাহসিন ভার্সন চলত। এই গান্টা ২০১২ সালে শুনি উইনিভার্সিটি ফার্স্ট ইয়ার।তাই পরবর্তিতে তাহসিনের টা আর ভালো লাগে নাই, কিন্তু দেখতাম, জুনিয়র রা তাহসিনের টা নিয়ে মজে আছে
ওরিজিনালটা শুনে এটাই বোঝা যায় গানটা কত কষ্ট পেয়ে লেখা এবং গাওয়া হয়েছে। তাহসিন এর কভার টাও সুন্দর এটা সত্যি কিন্তু এই ওরিজিনালটা একেবারে বুকে গিয়ে লাগে। শুরুতে আমারও মনে হয়েছিল কভার তাই সুন্দর কিন্তু না, ওটা জীবনে অনেকবার শুনেছি তাই এমন মনে হয়েছিল, আর কিছুই না। ধন্যবাদ, এই গানটি আমাদেরকে দেয়ার জন্য
exactly, i first heard this song 2011,my 1st year at university life,tahsin er ta khub valo holeo sevabe akorshon korte parenai.
অরিজিনাল গানের সুরে কি এক অদ্ভুত রকমের মায়া, একদম ভিতরে গিয়ে লাগে! 🖤
Cover গানের ভিউ বাড়িয়ে লাভ নাই,অরিজিনাল টাই বেস্ট এবং এর মতো করে আর কেউ মায়া দিয়ে গাইতেই পারবেনা।hats of Swat
Cover er dhare kasew nei eii original,,, ota gan na ota emotion ,, apner bhujar gen hoy nai
চুরির মাল অনেক ভালো❤@@muratkhan2997
@@muratkhan2997 দুঃখিত কিন্তু গান সম্পর্কে আপনার তেমন ধারণা নেই, আমি নিজেও গান গাই। আমি বিষয়টা বুঝি। উভর শিল্পিকেই সম্মান দেওয়া উচিত। কিন্তু তাহসান গানটা চুরি করেছে। আর আপনার যদি কভার ই ভালো লাগে, তবে বলব, আপনি এই জনরার বিট মিউজিক ফ্যান। কভাআর গানে অটো টিউন এ খেয়ে দিছে আর আপনি অটো টিউনের ফ্যান। অরিজিনাল গানে যে মেলডি আছে সেটার ধারে কাছেও কভার গানটা নাই।
এই প্রথম অরিজিনাল গান টা শুনছি❤️
প্রতিটি টানে প্রতিটি লাইনে আসল সিংগার এর প্রতি এত ভালবাসা আর শ্রদ্ধা আসছে❤️
ধন্যবাদ সেই গ্রুপ কে যার মাধ্যমে জানতে পেরেছি অরিজিনাল গানটি আসলে কার❤️
গায়কের গলা কি সুন্দর কি টান আহা❤️
BBMG?
@@redoyanofficial9022 Yes 🤝
Thanks, SWAT. This song reminds me of my first year's memories of KUET.
ভাই এই গানটার অরিজিনাল ভার্সন এতদিন পর পেলাম কেন?🙂
আলাদা একটা মায়া,, আলাদা একটা তৃপ্তি ,,,আলাদা একটা অনুভুতি কাজ করে এটা শুনলে ...
বেস্ট❤️
same😌🥀
আগের মতো কাঁদতে পারিনাহ,কান্নাই আসেনাহ!চোখ দিয়ে পানিই পড়েনাহ,কষ্টগুলা চোখের পানির বেথর আটকে আছে কিছুতেইই বাহির'ই করতে পারতাসিনাহ,কি অদ্ভুত একটু কান্নার জন্যেও কতো চেষ্টা😄
২০১৩ তে প্রথম রেডিও ফূর্তি তে শুনেছিলাম।তখন থেকে গানটার প্রতি মারাত্মক মায়া লেগে আছে, থাকবেও ❤️
খুবই অবাক আর একই সাথে কষ্ট হচ্ছে এতো দীর্ঘদিন পরে জানতে পারলাম যে এটা SWAT এর গান💔 যাক অরজিনাল টা থেকে যে ফিলটা পেলাম তা অসাধারন 😍 ধন্যবাদ SWAT মেম্বারদের এমন মাস্টারপিস দিবার জন্য😍
এতদিন ধরে জানতাম যে এটা তাহসিন এর গান।
আজ জানলাম যে এটা Swat এর গান।
রিস্পেক্ট টু Swaat..
ফর গিভিং আস দিস লেজেন্ডারি সং❤️
যে যাই বলুক কভার তো কভার, আর আসল তো আসলই থাকে🖤
ঠিক ❤️❤️❤️
প্রথম বার এর মতো Original গান🌸 টা শুনে আমি নির্বাক 🙂
ধন্যবাদ ভালবাসার 'পিনিক' পেজ কে আমাদের সাথে গান টা শেয়ার করার জন্য❤️
আমি যে নিজেই বের করলাম
একটু আগে Bangla Band Music Group (FB group) থেকে জানতে পারলাম যে এই গানটা SWAT Band এর। তার আগে প্রায় ৪ মাস ধরে জানতাম এটা তাহসিন আহমেদের। যাই হোক আজকে original versionটা শুনে ভালো লাগলো।
Proud feel
Dear SWAT, could you please re-record this now? With the maturity you have now, this is going to be some wonder❤️❤️❤️❤️
is there any wrong with it??
২০১১ সালে এ গানটা শুনেছিলাম আমার ফ্রেন্ড ওয়াকিলুর রহমান মিলু গেয়েছিলো কুয়েট এ। ও এই গান এর জন্য ২০১১ সালে এয়ারটেল রেডিও ফুর্তির ইয়াংস্টার অব দি মান্থ হয়েছিলো। কিন্তু তাহসিন কিভাবে ওর গানটা চুরি করলো তা বুঝতে পারছিনা।
ভাই তাহসিন আহমেদ এটা চুরি করে নাই।সে কভার করছে আর সেটা হিট হইছে! এখানে চুরির কিছুই নেই!!!!
@@sapniltheshapu কাভার করলে লিরিক চেইঞ্জ করে ???, কাভার করলে গান এর ক্রেডিট দিতে হয়। আর তাহসিন গান টা নিজের বলে বরাবরই ই দাবি করেছে। জেনে কথা বলেন
Apnar bondhur name mention din
@@abdurrazzak4582 walikur rahman milu
Churi korse to churi e.. Ekta gan er credit dite hoy.. Sapnil music
Both of the versions are good but this original one hits directly in the core of the heart. Speechless lyrics and melody. Thanks, SWAT for this song. Now, record this original version for us please ❤️
ভালো থাকার জন্য চলে গিয়েছিল যারা, সবসময় ভালো থাকে যেন তারা....
অবশেষে অরিজিনালটা পেলাম। প্রতিদিন কোনো কারন ছাড়াই এই গানটা শোনা হয়।
I can't stop missing her. She's still very fresh in my memory, like it just happened. The feeling is like a strong ache in my heart, and I think about her all the time. I wish she was still here with me.
অরিজিনাল টা পুরা কলিজায় গিয়া টাচ করে।আহা কি সুর ধন্যবাদ swat team কে❤️❤️❤️
After i heard this original version -
I was speechless for a few sec
The other version is quite good but this-
Soothes the soul 🖤
তখন ২০১১ সাল, কেবলমাত্র কলেজে উঠেছি।বিশেষ কোন কারণ ছাড়াই ১/২বার শোনার পর গানটি হয়ে গেলো খুব প্রিয়।প্রেম,ভালোবাসা কিছুই বুঝিনা তখনও কিন্তু গানটিতে নিজেকে এমনভাবে খুঁজে পেতাম মনে হয় প্রেম ভালোবাসায় এক বিশাল অভিজ্ঞতা আছে।কিন্তু গানটি ভীষণ প্রিয় ছিল।২০১৯ এর শেষ দিকে দীর্ঘ ৪ বছর পর প্রিয় মানুষটি চলে গেলে গানটিকে যেন নতুনভাবে উপলব্ধি করতে পারি! রোজকার দিনের সঙ্গী হয়ে আছে এই গানটি।বেঁচে থাকুক গান।বেঁচে থাকুক ভালোবাসা।
Bangladesh band music society গ্রুপ হতে অরিজিনাল টা পেলাম প্রথমে শুনে নির্বাক।।
তারপর আম্মুকে বললাম আম্মু গানটা একটু লক্ষ্য কর,, তারপর অফ করে তাহসিন এর টা শুনালাম।
আম্মু বলতেছে কোথায় এটা আর কোথায় ওটা!!
প্রথম তথা অরজিনাল টাতে আলাদা মায়া।।
tnx swat🙂
কেমন আছো? -এইতো আছি।
কোথায় থাকো? -কাছাকাছি।
বদলে গেছো? -সবাই বলে।
তারপর সব? -যাচ্ছে চলে।
বিয়ে-সাদী? -লাভ কি শুনে।
কতদিন হলো? -রাখিনি গুনে।
ছেলে হয়েছে? -একটি মেয়ে।
কোথায় এখন? -ঘুমালো খেয়ে।
নাম কি ওর? _সোনা মা' ডাকি।
এই নামটা তো... -এখন রাখি।
ব্যাস্ত খুবই? -একটু খানি।
বছর পাঁচেক... -আমি জানি।
এড়িয়ে যাচ্ছো? -এমন টা নয়।
মনে পরে না? -পাইনা সময়।
সেদিন যদি... -থাক সেসব।
ভুলেই গেছো? -যথা সম্ভব।
থাকতো যদি.. -থাকবে কি আর?
ভুলিনি আমি -যায় আসে কার।
রাখবো এখন? -কিছু কি বাকি?
ভালো থেকো!! -ভালোই থাকি।
এত অভিমান? -রাখিনি মোটেই।
এখন কাঁদো? -অল্প চোটেই।
হ্যাঁ কাঁদো কি?? -না,কাঁদি না।
বেণি করা চুল..? -আর বাধিঁ না।
বৃষ্টিতে ছাদে?? -যাই না এখন।
প্রিয় গানগুলো? -শুনি কিছুক্ষণ
কখন শুনো?? -মন খারাপে।
মন খারাপ হয়? -ভয় তে কাঁপে।
কিসের ভয়ে?? -থাক আপাতত।
কিছুটা আছো? -আগের মতো।
আবার যদি... -চাই না আমি।
আপন কে খুব? -অন্তর্যামী।
চাইলে কি দোষ? -হবে বিপরীত
আমি কেউ না?? -শুধুই অতীত..😪
আমাদের সকালের জীবন এই কিছু লাইনের মধ্যে সীমাবদ্ধ। ভালো থাকুক সে। 🥀
আল্লাহ, এত দিক আমি কি শুনসি😑😑😑
অরিজিনাল টা রাইখা কি শুনতাম😑😑
you guys are gem♥️
গানটা যতবার শুনি যখন ই শুনি, বার বার ফিরে যাই কুয়েট ক্যাম্পাসে, স্টুডেন্ট লাইফে, আর ভাবি হলের ছাদে গোল হয়ে আমারা সবাই বসা মিলু, ইয়ামিন মাঝখানে একের পর গান হচ্ছে আড্ডা হচ্ছে।।। রাত বাড়ছে, হাজার বছরের পুরানো সেই রাত।।।।।
আহা অরিজিনাল টা অনেক সুন্দর তো❤
Hats off SWAT
After hearing the original version of this masterpiece I'm feeling blessed.
Go ahead like this Legends.
২০১২ থেকে গানটা শুনি। আজ প্রথম ২০২১ সালে অরিজিনালটা শুনলাম।
অনেক আগেই গানটা শুনছি..
আজকে প্রথম অরিজিনাল টা শুনলাম🙂
He's already leaving! Can't even hold him forever. He's not mine anymore. He was never mine. According to him, we're glitch of time. But for me.. He became everything. Because of his motivation and inspiration I again started to live my life and here he's... Leaving me behind.. I pray and hope that wherever he goes May Allah keep him safe. May Allah bless him always. I pray for his long and healthy life. I will never be able to forget his face and Name and last but not the least..his unforgettable innumerable memories!! I will keep loving him.
After @Majharul_Mikat uploaded his cover version on youtube he gave the original credit to your band..Than I have known that it's not Tahsin's original..For the first time I am listening the original version..It just has 5/6k views..I am feeling very sad that people don't know about this original version..Which is really a great song!🥺
mee tooooo......!!!!!!
🥺🥺🥺
The cover version doesn't give enough credit to SWAT!!
both versions are just amazing!
But when I heard the original version of the song I was just lost in another world.Take Love ❤️
3 ta account diye sub korlaam :( you guys deserves 1m :'( we'll love u SWAT The Band
এটা শুনতাম মনে হয় ১৪/১৫ সালের দিকে, এটার অডিও খুঁজে বের করেছিলাম তখন, তাহসিনেরটা ভালো লাগে নি কখনোই...
Take love guys...
এতো সুন্দর একটা গান এতো সুন্দর মিউজিক কম্পোজিশন কিন্তু ভিওয়ারস্ নাই
আফসোস 😴😴
Finally the original one . Please remaster PLEASE
I am amazed by the original one
Dear Swat team,
Please, Remake this version.
And try to cooking some Songs like this for reviving us.
২০১৪ তে প্রথম গানটা শুনি...
সেই থেকে গানটার প্রতি এক অদ্ভুত মায়া কাজ করে..!!
Thnks My Love Rahim
অরজিনাল ভার্সন টা দেওয়ার জন্য😊
29_02_2024🍂
আমি সফল প্রেমিক,সফল স্বামী,সফল বাবা,,,, কিন্তু কেনো জানি এসব গান গুলো আমার বেশী ভালো লাগে।। খুব ই ভালো একটা গান।।
original is always the gold..
The best one as long as 2022 also♥️
It is never easy to forget someone you love, when you keep remembering how happy you were together.
This version has the heart...thank you for making this song SWAT...
বিষণ প্রিয় গানটির অরিজিনাল ভার্শন টা আজকে পেলাম ❤️
উফফ গানটা যে কত প্রিয় বলে বুঝাতে পারবো না 🙂
আমার আকাশ জুড়ে
তোমারই রঙ্গের মেলা ❤️
Just, awesome vai. Love from KUET.
This Original is a Masterpiece really... Shooting Voice and really far better than the popular Cover(Theft Version) by Tahsin Ahmed. This one touches the soul directly 🖤
The original one, original vibe❤️
অরিজিনাল টা কতটা গভীরে নিয়ে যায়, বলা মুশকিল।
ভালো থাকুক সকল ভালোবাসা।
কেউ আঘাত পেয়ে থাকলে রিকোভারি করুন। উনারা আসেই চলে যাওয়ার জন্য।
আমার অনেক পছন্দের একটি গান।কিন্ত এতোদিন জানতাম ই না এটি আপনাদের।তাহসিন এমন টা করে একদম ই ঠিক করেন নি।
অনবদ্য হয়েছে! 🖤
অরিজিনাল। ফিলিংসই আলাদা এটার। তাহসিনেরটা প্রচারের কারণে বেশি জনপ্রিয় হয়েছে যদিও সেও ভালো গেয়েছে।
Vai eita e best cause eita direct heart e giye touch kore💖
২০১১সালের দিকে গানটি অনেক শুনতাম এফ.এম রেডিও তে,অনেক মায়াবী একটা গান......💔💔💔
I'm so sorry, I'm feeling very guilty as I didn’t know about this original,
SWAT ❤️❤️
Hi
kire bhai !!! eta to differently hit kore !! etodin por orginal shunlam! omg
Aj original version ta sunlam. Cover song ta amar khubi favourite. But aj orginal version ta sune gaye kmn jno kata dicchilo. Ato mon juriye jacchilo.
original গানটা না হয় একটু underrated ই থাক।
শুধু আমরাই শুনি🖤
mashallah ato sundor reall gan ta . protek ta sur mon vore gello . osadharon🖤🥀
এই প্রিয় গানটার যে অরিজিনাল ভার্সন এটা, জানতামই না এতদিন!!!!
Finally I find this masterpiece song. Its really too much good .
আমি উনার কন্ঠে গাওয়া গানটাই সব সময় মিস করতাম। আজ পেলাম 💜💜💜।
Missing those days bro. ❤️
This original song has different vibe....the cover is commercial..... This is an art
শুনতে এটাই বেশী প্রশান্তিকর ❤️🌺
গানটা আসল শিল্পী কে ৫ বছর ধরে জানতাম এটা তাহসিন আহমেদ এর গান এইমার প্রায় ৫০ টা কভার শুনতে শুনতে এটা পেলাম আমি নকনফিউজ!!!
ruclips.net/video/fHHC1teA56E/видео.html এটার সময়টা চেক করুন। আর তাহসিন কবে প্রথম রিলিজ করেছে সেই সময় টা চেক করুন উত্তর পেয়ে যাবেন।
main song SWAT Tahsin song ta churi kore nijer moto nijer name chalay dise... jottoshob faltu polapan eguli
i thought it was tahsin's song, thanks for the original!
সব সময় তাহসিন আহমেদের টা শুনতাম, এটা যে অরিজিনাল সেটা জানতাম না। সেরা।
Same 🙃
খোলা জানালা দখিনের বাতাসে
ঢেকে যায় পর্দার আড়ালে
তখন তুমি এসে হেসে বলে দাও
আছি তোমার পাশে
বহুদূর পথ ভীষণ আঁকাবাঁকা
চলতে ভীষণ ভয়
তুমি এসে বলে দাও
আছি আমি পাশে
করো না কিছুতেই ভয়
তখনও ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে
তখনও বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে
সাদা আকাশে মেঘের ভেলা
রচে রঙের মেলা
কখনও কালো, কখনও নীল
কখনও বা হলুদ-সাদা
আমার আকাশ জুড়ে ছিল
তোমারই রঙের মেলা
সাদার মাঝে কালো বসিয়ে
তোমারই বিদায়ের পালা
অনেক পথের পথিক আমি, ক্লান্ত সর্বশেষ
তোমার পথের ঠিকানা খুঁজে আমি আজ অবশেষ
তুমি আমার প্রথম ও শেষ জীবনের ভালোবাসা
তোমার মাঝে তাইতো আমার জীবনের শত আশা
ভাইয়া ২ যায়গায় ভুল আছে, যদি ঠিক করে দিতেন।
@@pubgnaim6139 where vaiya ? Indicate plz
@@rrifat5778 Already Edit kore felesen
@@pubgnaim6139 accha vaiya 😅 jene vlo lglo je nijer vul nije dhorte prchi 😇
Thanks for point out my mistakes! Blessed 🙌
My one the best favourite song. Last 3 years, it was my most repeatedly listening song. But for the first time I am listening orginal version ( that was covered by tahsin)
সেই হাই স্কুলে থাকা কালীন শুনেছিলাম এক আত্মীয়ের কম্পিউটারে।অনেক বছর পর
কিছু গান শুধু অনুভূতি দিয়ে ঘেরা থাকে😊❤️
আমার আকাশ জুরে ছিল তুমারি রং এর মেলা সাদার মাঝে কালো বসিয়ে তুমারি বিদায়ের পালা❤️❤️
You guys should remaster it.It's a masterpiece.
I just love this song but after hearing this original version just got speechless... ❤❤❤
this orginal one has my whole heart
This original version is best for mind satisfaction ❤️🇧🇩
এত দিন পরে অরিজিনাল গান টা পেলাম😅
অন্যরকম একটা ভালোবাসা ♥️
onek valo laglo gaan ti sune. Mone pore gelo purono diner kotha. Gaan ti prothom sunechilam 2013 sale
we're looking forward for more masterpiece like this. 🌼✨
আমদের বড় ভাইরা শুনতো দেখতাম গানটা কিন্তু বর্তমান প্রজন্ম এখনও ভুল করে এই গানকে তাহাসিন এর গান মনে করে তাদের ভুল শুধরিয়ে দিতে দিতে আজও আমরা ক্লান্ত প্রায়
Original e Alada Akta Maya Ashe🥺💝
Still same feelings as before 🥰
Original version ta khub underrated🛐
SoundCloud e first shunsilam.... And Amar Friend ra Bolto "Eida Ki charsos..." Hashi pay ekhn jokhn Ora eshe Bole "Mama, Eita shon..." Time flies :D
Masterpiece 🖤
Original টা শুনে cover ভুলে গেলাম।কী soothing এটা!
sorry swat. How did we missed this original one.you guys should recover this one..
This one!🔥🙃
Hit the heart♥️🥺
Orginal version always masterpiece... ❤️
মানসিক প্রশান্তি রয়েছে এই গানে। 🎧🥰
Eto ager eto sundor gan keno aj 2023 e sunlam ami.
তাহসিন ভাইয়ের কভার করা টা ভালো কিন্তু এইটা অসাধারণ!🖤
lovely song!
Original version is better than Tahsin's version. It makes me emotional. Masterpiece ❤️
Thank you SWAT❤️
গান্টা ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত শুনতাম, একটা অয়েবসাইটে ,নাম মনে পরছে না,তখন ইয়ুটিউবে এই ganta ছিলা না,শুধু অই ওয়েবসাইটেই ছিল।youtube a তাহসিন ভার্সন চলত। এই গান্টা ২০১২ সালে শুনি উইনিভার্সিটি ফার্স্ট ইয়ার।তাই পরবর্তিতে তাহসিনের টা আর ভালো লাগে নাই, কিন্তু দেখতাম, জুনিয়র রা তাহসিনের টা নিয়ে মজে আছে
Nostalgic 🥀
ধন্যবাদ পিনিককে। ❤❤
Beautiful pain 💘💘