আমি কার ভুলে ছিলাম ভুলে এক রক্তমাংসের অপ্সরী খুঁজে ফিরে অপূর্ণতায় পূর্ণতা জীবনের সাথে লুকোচুরি মনে পড়ে তুমি ছিলে পাশে এখনও যেভাবে আছো জড়িয়ে তবু নীরবে তোমায় স্মৃতিচারণ সমস্ত অস্তিত্ব জুড়ে তুমি এলে উৎসবে সাজবে নতুন আকাশ বাতাসে ভাসবে অজানা অবাক উল্লাস তোমার ভেতর জন্ম নেব আমি মুছে ফেলে দু'জনার আলাদা নিঃশ্বাস আমি কার ভুলে ছিলাম ভুলে এক রক্তমাংসের অপ্সরী খুঁজে ফিরে অপূর্ণতায় পূর্ণতা জীবনের সাথে লুকোচুরি মনে পড়ে তুমি ছিলে পাশে এখনও যেভাবে আছো জড়িয়ে তবুও নীরবে তোমায় স্মৃতিচারণ সমস্ত অস্তিত্ব জুড়ে তুমি এলে উৎসবে সাজবে নতুন আকাশ বাতাসে ভাসবে অজানা অবাক উল্লাস তোমার ভেতর জন্ম নেব আমি মুছে ফেলে দু'জনার আলাদা নিঃশ্বাস তুমি আমার জন্য এনেছিলে স্বর্গ শোনাতে নতুন কোন মূর্ছনা তুমি অবাধ বিশ্বাসে গিয়েছিলে বলে পৃথিবীর ওপারে আরেক পৃথিবী আমার নিঃশ্বাসে ছিল মিথ্যে আগুন চেতনায় কত মিথ্যে অসীমতা অতৃপ্তি নিয়ে সাজাতে সুখের জীবন জন্মান্তরের ভুলে ছিলাম স্বাধীনতা তুমি এলে উৎসবে সাজবে নতুন আকাশ বাতাসে ভাসবে অজানা অবাক উল্লাস তোমার ভেতর জন্ম নেব আমি মুছে ফেলে দু'জনার আলাদা নিঃশ্বাস তুমি এলে উৎসবে সাজবে নতুন আকাশ বাতাসে ভাসবে অজানা অবাক উল্লাস তোমার ভেতর জন্ম নেব আমি মুছে ফেলে দু'জনার আলাদা নিঃশ্বাস
মহাসময়ের চিরসবুজ গান। এই গান পৃথিবীর অন্য কোন ব্যান্ড কোনদিনই করতে পারবে না। আর্টসেল আন্তর্জাতিক মানের উপরের কিংবদন্তি একটি ব্যান্ড। আর্টসেলের সকল সদস্য সহ আর্টসেল এর সকল চমৎকার ভক্তদের প্রতি শ্রদ্ধা এবং ভালবাসা।
G Series World Music চ্যানেলে Artcell এর (Original Track) 1.Dhushor Shomoy (ধূসর সময়) 2.Chile Kothar Shepai (চিলে কোঠার সেপাই) 3.Ei Bidaye (এই বিদায়ে) 4.Opshori (অপ্সরী) 5.Leen (লীন) 6.Kandari Hushiar (কান্ডারী হুশিয়ার) 7.Bangladesh Smriti O Amra (বাংলাদেশ স্মৃতি ও আমরা )।আসছে খুব শীঘ্রই Artcell এর প্রিয় Original Track গুলো। আছে অন্যান্য প্রিয় ব্যান্ডের Original Track ও মিউজিক ভিডিও। listen to the original track & enjoy🖤
Artcell, your music has always been a source of inspiration for me. You have touched the hearts of millions with your unique sound and meaningful lyrics. Keep making magic, and thank you for being a part of my life.
আমি কার ভুলে ছিলাম ভুলে
এক রক্তমাংসের অপ্সরী
খুঁজে ফিরে অপূর্ণতায় পূর্ণতা
জীবনের সাথে লুকোচুরি
মনে পড়ে তুমি ছিলে পাশে
এখনও যেভাবে আছো জড়িয়ে
তবু নীরবে তোমায় স্মৃতিচারণ
সমস্ত অস্তিত্ব জুড়ে
তুমি এলে উৎসবে সাজবে নতুন আকাশ
বাতাসে ভাসবে অজানা অবাক উল্লাস
তোমার ভেতর জন্ম নেব আমি
মুছে ফেলে দু'জনার আলাদা নিঃশ্বাস
আমি কার ভুলে ছিলাম ভুলে
এক রক্তমাংসের অপ্সরী
খুঁজে ফিরে অপূর্ণতায় পূর্ণতা
জীবনের সাথে লুকোচুরি
মনে পড়ে তুমি ছিলে পাশে
এখনও যেভাবে আছো জড়িয়ে
তবুও নীরবে তোমায় স্মৃতিচারণ
সমস্ত অস্তিত্ব জুড়ে
তুমি এলে উৎসবে সাজবে নতুন আকাশ
বাতাসে ভাসবে অজানা অবাক উল্লাস
তোমার ভেতর জন্ম নেব আমি
মুছে ফেলে দু'জনার আলাদা নিঃশ্বাস
তুমি আমার জন্য এনেছিলে স্বর্গ
শোনাতে নতুন কোন মূর্ছনা
তুমি অবাধ বিশ্বাসে গিয়েছিলে বলে
পৃথিবীর ওপারে আরেক পৃথিবী
আমার নিঃশ্বাসে ছিল মিথ্যে আগুন
চেতনায় কত মিথ্যে অসীমতা
অতৃপ্তি নিয়ে সাজাতে সুখের জীবন
জন্মান্তরের ভুলে ছিলাম স্বাধীনতা
তুমি এলে উৎসবে সাজবে নতুন আকাশ
বাতাসে ভাসবে অজানা অবাক উল্লাস
তোমার ভেতর জন্ম নেব আমি
মুছে ফেলে দু'জনার আলাদা নিঃশ্বাস
তুমি এলে উৎসবে সাজবে নতুন আকাশ
বাতাসে ভাসবে অজানা অবাক উল্লাস
তোমার ভেতর জন্ম নেব আমি
মুছে ফেলে দু'জনার আলাদা নিঃশ্বাস
ধন্যবাদ 😍😍😍
Mr Stark93 ভাই অসংখ্য ধন্যবাদ ।
এই গান গুলোই আমাদের অহংকার।।
বাংলাদেশের রক্ মিউজিক এর লেভেল এই পর্যায়ে আসার বরো এক সহায়ক
জি-সিরিজ ও দুরে ভাই।।
ছেঁড়া আকাশ এর জন্য অপেক্ষায় আছি!
আজ এই গানটা কতবার শুনেছি তার কোন হিসাব নেই।
বেচে থাকুক ভালবাসা
Finally, this track is available on RUclips with the best quality. Thank you, G-Series.💙
মহাসময়ের চিরসবুজ গান। এই গান পৃথিবীর অন্য কোন ব্যান্ড কোনদিনই করতে পারবে না। আর্টসেল আন্তর্জাতিক মানের উপরের কিংবদন্তি একটি ব্যান্ড। আর্টসেলের সকল সদস্য সহ আর্টসেল এর সকল চমৎকার ভক্তদের প্রতি শ্রদ্ধা এবং ভালবাসা।
রূপক ছাড়া আর্টসেল অপূর্ণ।
রাইট ভাই☺️☺️☺️
G Series World Music চ্যানেলে Artcell এর (Original Track)
1.Dhushor Shomoy (ধূসর সময়) 2.Chile Kothar Shepai (চিলে কোঠার সেপাই) 3.Ei Bidaye (এই বিদায়ে) 4.Opshori (অপ্সরী) 5.Leen (লীন) 6.Kandari Hushiar (কান্ডারী হুশিয়ার) 7.Bangladesh Smriti O Amra (বাংলাদেশ স্মৃতি ও আমরা )।আসছে খুব শীঘ্রই Artcell এর প্রিয় Original Track গুলো।
আছে অন্যান্য প্রিয় ব্যান্ডের Original Track ও মিউজিক ভিডিও।
listen to the original track & enjoy🖤
I still believe they are humans in disguise ... it requires much more than 'Talent' to produce songs like these!!!
The song which defines artcelllllllllllllll !!!
গানটা প্রথমবার শুনলাম। আর্টসেল কখনোই হতাশ করে না। দারুণ 😍
বিস্ময়কর ব্যান্ড Artcell- এর আজ ২৫ বছর পুর্তি ❤🤘❤
After listening the new album upto 50 times, here I'm back to the root of real ARTCELL!
This was & will always be one of the best tracks of ARTCELL!
Artcell er shobcheye deepest lyrics o eita
@@zayedwakarshaan2453 agreed...
এটা কভার দেওয়া প্রায় অসম্ভব!! মাষ্টারপিস
একটা কাভারো পেলাম না এখন পর্যন্ত
Challenge Accepted
This is Artcell’s anthem song, signature performance by everyone. Epic.
Ohh at last opshori😌❤️🤟
Definitely
Hummmm so
Beche thakte artcell ke eivabe hariya jete dekhte parbo na...thnx for uploading those songs again
Smriti sharok...rahur grash... obosh onuvutir deyal.... rupok...eigulao upload korar onurodh roilo🙏.and sobai plz gangula beshi beshi share korben.amader band culture amaderi tikai rakhte hobe😔
My most favourite drumming out of all Artcell tracks
What a wonderful truck _ every member of artcell is outstanding specially saju( he makes artcell is different between all of them)
AS WELL ERSHAD VAI
Good to see second Opshori upload after ages... undoubtedly one of the best songs of BD for all ages
One of the most favourite track ever!😁 thank you G Series World Music!💙 waiting for ছেঁড়া আকাশ!😍
Khub dhonnobad evabe Gaan guloke notun jibon dawar jonne
Only goosebumps! Bhai jokhon release hoise tokhon o shunsi r ekhon 2022! Artcell: lengnds!
one of the underrated track of mighty Artcell
Ahhh finally
ছেঁড়া আকাশ আপলোড করেন please❣️🎸
এই গানটা অনেক জোস একটা গান। Gaan app aa paben
Solo টা অসাধারণ।
"Obosh Onuvutir Deyal" & "Chera Akash" Upload Koren joldi..!!
2nd view love Artcell
" জীবনের সাথে লুকোচুরি "💔
BLOODCELL🖤🖤
the most beautiful underatted song in bd band music industry ❤️
0.75 a suntesi ganta..... Joss feell ditasa
4:18 what a Metallic Melody
Artcell, your music has always been a source of inspiration for me. You have touched the hearts of millions with your unique sound and meaningful lyrics. Keep making magic, and thank you for being a part of my life.
Kotodin pore pailam🖤
🔥মনে পড়ে তুমি ছিলে পাশে
এখনো যেভাবে আছো জড়িয়ে🔥
মনে পড়লে জানাতো
@@shishirmondol6624 ke?
That intro gives me goosebumps❤️
লিরিক্স🔥
দারুন ❤️
Finally pailam
একটা সময় আসবে যখন আমি থাকব না কিন্তু গানটা থাকবে। ১০০ বছর পড়ে সবাই দেখবে ও শুনবে 🖤🥀
Artcell...🤘🤘🤘valobashar onno naam
1st view
বউ এর সাথে ঝগড়া করে রাগ ক্ষোভ নিয়ে এসে গান শুনত বসছি!গান শেষ হওয়ার আগেই রাগ নেমে গেছে,বউকে মিস করা শুরু করে দিয়েছি!আর্টসেল রকস..
বউ কে সাথে লিয়ে শুনছি ভাই। আর্টসেল রকস
তাই এসে কমেন্ট করলেন😃
Moja paisi bole hassi🤣🤣🤣🤣 but bow nai bole kadsi🥺🥺
নিরবে তোমায় স্মৃতিচারনে, জন্মহোক নতুন পৃথিবীর....
Drumming is top notch here.
Artcell mane😍😍🖤❤️💘
Artcell's music always touches my heart. They are the true legends of Bangladeshi rock music!
ভালাবাসা অবিরাম
আমার অপ্সরী 🖤
One of the most favourite track ever 🤘🤘
obosh onuvutir deyal ta cai ❤️❤️
Old Artcell Feel! 👀❤️
This song probably one of the best bangla metal song ever created so far.
2nd one is Bhul Jonmo.
তুমি এলে উৎসবে সাজবে নতুন আকাশ
বাতাসে ভাসবে অজানা অবাক উল্লাস
গানটি শুনে সব ক্লান্তি দূর হয়ে গেলো
বেঁচে থাকো তুমি Artcell ❤🤟🎸
মনে পরে তুমি ছিলে পাশে
কিন্তু সারা জীবন থাকলে
কি শুনতে পেতাম এমন
সুন্দর গান 💔🥀
Lyrics for Opshori were written by Rupok.
Not Rumman Ahmed. Expecting this important information to get corrected.
তুমি অবাধ বিশ্বাসে গিয়েছিলে বলে
পৃথিবীর ওপারে আরেক পৃথিবী
Epic! Only regret, not regularly performed in live!
Ahhhh❤️
_সুন্দর_
Waiting for ছেড়া আকাশ 😌🌿
Finally in youtube!!
My all-time favt❤️
মনে পড়ে তুমি ছিলে পাশে এখনও যেভাবে আছো জড়িয়ে
Thanks For Upload G- Series ✊
Artcelll 🔥
Artcell er fav Song♥
I want this one at my funeral...
O Artcell.... o Lincoln... O ershad.. O Shaju... O Cezanne
What u have done with this one😭😭😭cry more
Heartcell❤️❤️❤️
তুমি অামার জন্য এনেছিলে স্বর্গ শুনাতে নতুন কোনো মুর্চনায়
তোমাকে ভুলতে এই গানটিই যথেষ্ট
Artcell's Most underrated song🖤🖤
✌
❤️❤️❤️
One of the most underrated song of Artcell
who told u broo?
Artcell=Bloodcell=Heartcell😍❤
I donno but how this song could be underrated?
No brother it's not a underrated...
Should be underrated too.
not underratted... jara artcell lover or band music lover shobar kache well known
অবশ অনুভূতির দেয়াল আপলোড চাই🤘🤘
দিয়েছে
অনেক আগেই দেওয়া আছে
Odekha sorgo ta deyan please 🤘💘
NexT অবশ অনূভুতির দেয়াল চাই 😊❤️
Epic chorus🔥
❤❤আমার মনে পড়েনা তোমাকে, Artcell ase bole
Next অবশ অনুভূতির দেয়াল please please 🙏🙏☺️
Lincon da o tar wife coronay akranto... Sobai susthota kamona kori
now there negative
alhamdulliah ❤️
Thanks a lot
Most favourite track ❤️❤️❤️
Waiting for pathor bagan🤘
........👌👌👌💖💖💖💖
Awesome
আমি কার ভুলে ছিলাম ভুলে🍀
Rupok vai gan
Artcell ঘুণে খাওয়া রোদ
প্লিজ
💙💙💙🔥🔥🔥
Oh my god
🤘Artcell🤘
কথা গুলো এককথায় সেরা❤️
eta Artcell ek onno rokom sristi
favourite songs
পৃথিবীর ওপারে আর এক পৃথিবী,
তুমি এলে সাজবে নতুন উৎসবে আকাশ
রাত্রীঃ ৪টা ১৪ মিনিট।
অপ্সরী ড্রামসের মধ্যেই একটা অপ্সরীর ভাব আসে,মনে হয় ওপার থেকে অপ্সরী আসতেছে
Nife song