সুচিত্রা মিত্র - এখনো ঘোর ভাঙে না তোর যে | Suchitra Mitra - Ekhono ghor bhange na tor jey

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025
  • দূরদর্শন সংগ্রহ থেকে । From the Doordarshan archives
    _____________________________________________________
    রাগ: পিলু
    তাল: দাদরা
    রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ চৈত্র, ১৩১৮
    রচনাকাল (খৃষ্টাব্দ): 1912
    রচনাস্থান: শিলাইদহ
    স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, ভীমরাও শাস্ত্রী
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    এখনো ঘোর ভাঙে না তোর যে, মেলে না তোর আঁখি,
    কাঁটার বনে ফুল ফুটেছে রে জানিস নে তুই তা কি।
    ওরে অলস, জানিস নে তুই তা কি?
    জাগো এবার জাগো, বেলা কাটাস না গো॥
    কঠিন পথের শেষে কোথায় অগম বিজন দেশে
    ও সেই বন্ধু আমার একলা আছে গো, দিস নে তারে ফাঁকি॥
    প্রথম রবির তাপে নাহয় শুষ্ক গগন কাঁপে,
    নাহয় দগ্ধ বালু তপ্ত আঁচলে দিক চারি দিক ঢাকি--
    পিপাসাতে দিক চারি দিক ঢাকি।
    মনের মাঝে চাহি দেখ্‌ রে আনন্দ কি নাহি।
    পথে পায়ে পায়ে দুখের বাঁশরি বাজবে তোরে ডাকি--
    মধুর সুরে বাজবে তোরে ডাকি॥

Комментарии • 18