শুরুর কথা গুলো একদম আমার সাথে মিলে গেলো ❤️.. আমি এখনও প্রায় দিন রাজধানী এক্সপ্রেস কে দেখি আর ভাবি হয়তো কোন একদিন এতে করেই সফর করবো কোনো এক স্বপ্নের গন্তব্য স্থলে..
আমি ইদানীং বেশ কয়েকটি ট্রাভেল ভ্লগ আর ফুড ভ্লগ দেখি। তোমার ভিডিওটা সব শেষে দেখি, শেষ পাতে দই-এর মতো। ভ্লগে তোমার সততা, ডিটেইলিং খুব ভালো লাগে। All the best.
দাদা গো তোমার ভিডিও আমায় কোন স্মৃতি র অতলে নিয়ে যায় ,সে এক অদ্ভুত অনুভূতি এক সময় কাশ্মীর থেকে কন্যা কুমারী , আসাম অরুনাচল থেকে গুজরাট কচ্ছ ঘুরেছি , আজ বয়সের শেষ দোর গোড়ায় এসে ঠেকেছি , দীপুদা ছাড়া আর শরীর ,মন এগোতে চায় না, আজ তোমার হাসি মাখা মুখে সেই মধুর স্মৃতি গুলো ফিরে পেতে ভালো লাগে । আর সাদা চাদরের কথা বলছ দাদা , তার সাইডে তো রেল কম্পানির স্টেম্প দেওয়া থাকবে না , সেটা গায়ে চড়িয়ে শান্তির দুনিয়ায় যাবার জন্য ফিট সাদা থাকবে।
প্রিয় কৌশিক, আমি তোমার ট্রাভেল ভিডিও চ্যানেল এর একজন ভক্ত। তোমার প্রতি তা ভিডিও আমার দুর্দান্ত লাগে এবং আমি মনে করি তুমি one of the best bengali travel blogger। তোমার ট্রাভেল ব্লগ গুলো তে তোমার সাহসিকতা এবং adventures এর জন্য আরো বেশি ভাল লাগে। বিশেষ করে লাদাখ এর সিরিজ মোটরবাইক এ একা ট্রাভেল করার সাহস আমাকে অভিভূত করেছে। তোমার আজকের রাজধানী এক্সপ্রেস এর এসি 1st ক্লাস এর ভিডিও তা থেকে একটা দারুণ ধারণা হল। dumdum থেকে শিয়ালদাহ এর রাস্তা তা দেখার সময় একটু nostalgic হয়ে পড়েছিলাম কারণ আমার বাড়ি dumdum এর sinthee এলাকা তে কিন্তু শেষ ৩ বছর কর্মসূত্রে USA তে আছি। ওই রুট ( Dumdum to sealdah) এ দীর্ঘ 18 বছর অফিস/ collage যাতায়াত করেছি। তোমার আগের ভিডিও তে তুমি বলেছ একটা অন্য মিশন এর জন্য তুমি এখন নিরামিষ খাবার এবং ফল খাচ্ছ। তাই ওই মিশন টা ব্যাপারে জানার খুব আগ্রহ থাকল। ভাল থেকো এবং এরকম আরো ভিডিও বানিয়ে যেও আমাদের জন্য। ধন্যবাদ।
মিশন ফিটনেস.. বাইরের খাবার খেয়ে শরীরের Immunity কমেছে.. সেই লেভেল এ Exercise করা হয়না.. সময় পাওয়া যায় না.. পেশা আর নেশা কে সাথে নিয়ে এগিয়ে চলতে গিয়ে শরীরের সাথে কথা বলাই হয়না..
আমি বাংলাদেশ থেকে দেখছি, খুব ভালো লাগলো আপনার Journey. আমি দুরন্ত এক্সপ্রেস ট্রেনে হাওড়া থেকে যশোমনপুর গিয়েছিলাম। খুব ভালো লেগেছিলো। ভালো থাকুন, সুস্থ থাকুন আর এই রকম নতুন নতুন ভিডিও আমাদেরকে উপহার দিন। এই শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
একদম ঠিক বলেছেন দাদা, toilet এর পর ফ্ল্যাশ করে না, আর গুটকা খেয়ে থুকে দেয়। মানুষ যতক্ষণ সচেতন হবে না তো কিছু হবে না। আর মানুষ ভাবে যে আমার তো কাজ হয়ে গেছে যা হয়েছে হক গা। আবার সেই সব মানুষ গুলোই কোনো ট্রেন এ চাপলে বলবে ট্রেন টা পরিষ্কার নয়।
Indian Railways may bring numerous number of corporate train or executive train..but man Rajdhani Express is still and will be the ultimate... lucky to experience the royality couple of times ❤️
ভাই আমি 64 বছরের তোমার এক অনুরাগী দাদা, আমার অনুরোধ কোন দ্রুত গতির ট্রেনের দরজায় দাঁড়িয়ে ব্লক করো না বা বন্দেভারতের মতো অটোমেটিক দরজা বন্ধ হওয়ার মতো ট্রনের দু-এক মিনিটের হল্টিং প্লাটফর্মে নেমে ব্লক নাই বা করলে এতে ঝুঁকি অনেক। সত্যি কথা বলতে বড্ড গা শিরশির করে। আসলে ছোট ভাইয়ের মতো ভালবাসার টানে কথা কটা বল্লাম, কিছু মনে করো না, কিন্ত মনে রেখো।
আমার মনের সুপ্ত বাসনা আছে রাজধানীর বাতানুকুল প্রথম শ্রেণীতে যাত্রা করা। আপনার মধ্যে দিয়ে হয়তো এখনের মত পূর্ণ হয়ে গেল। বাকি টা দেখা যাক কবে পূর্ণ হয়। আপনার ভিডিও গুলো একদম সাধারণ মানুষের মনের সুপ্ত ইচ্ছা কে জানে। তাই হয়তো আপনার মাধ্যেমে আমাদের ইচ্ছা পূরণ হচ্ছে। আর বাকি যা ইচ্ছা আছে সেটাও একদিন পূর্ণ হবে, আর আমরা সবাই আপনার মধ্যে দিয়ে আমাদের ইচ্ছা গুলোকে পূরণ করতে পারবো। কলকাতা বিমানবন্দর দিয়ে যখন কোন নতুন জায়গায় যাবেন, তখন দয়া করে একটু জানাবেন, আপনার সাথে দেখা করার ইচ্ছা আছে 🙏। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইশ্বর আপনার মঙ্গল করুন 🙏।
Fatafati Rajdhani express er journey... r white chador er byapar ta akdom thikiii bley6o Koushik da... Pujo bhalo kaatuuk... Fit nd fine thekyo...👌👌👌❤️❤️❤️❤️
খুব ভালো লাগলো রাজধানী যাত্রা।তবে আমি প্রথম বার রাজধানী তে যে খাবার পেয়ে ছিলাম এখন তা দেখলাম না। বিশেষ করে ফিশ ফ্রাই। তার স্বাদ এখনো মুখে লেগে আছে। আমি 2005 সালের কথা বলছি। আমি Dumdum এ তে থাকি। তোমার প্রতিটি vlog আমার খুব ভালো লাগে।
২০০৫ সালে একটা কাজে ৫ বার গিয়েছি,বাই রোডে বাংলাদেশ থেকে দিল্লী প্রথম বার মিচ করেছিলাম।তারপরের ৪ বারই রাজধানী এক্সপ্রেসে গিয়েছি। জার্নি টা অসাধারণ ছিল।❤️❤️❤️ বাংলাদেশ থেকে 🇧🇩🇧🇩🇧🇩
Bhasha khuje pacchi na Koushik.. Darun fatafati ekta journey. Tomar excitement ta feel korte pacchilam. Train e byabostha dekhlam ottonto valo. Food quality kon train e better.. Rajdhani na Duronto? Mone hocchilo ami nijei travel korchi. Sada chador er concept ta darun laglo. Overall fantabulous ekta journey. Aro ei rokom journey dekhar opekkhay roilam. Best of luck for your next trip ❤👍🏻
Dada video niye kichu bolar nei 👌👌👌tomk nijer Dada vabi.. Tmr video dekhe ak ak somoy emotion hoye pori .. Tumi dada khhb khhb valo theke ar risk free video banao..
They are heavily bleached and any other dyed cloth's color fades away due to the harsh washing conditions giving the fabric an old look That's why hotels and hospitals also use the same.. It can't be changed..
Ashadhoran blog dada khub enjoy korlam apner Kashmir episode thank you apnet moton amar o eccha ache ac first a travel korrer asha kore apner moton amar o a asha akden puron hobe amar babar bare o Dumdum a waiting for your next blog
ইশ! পুরনো দুঃখ মনে করিয়ে দিলে গো, লাল রঙের রাজধানী দেখলেই ভাবতাম কবে যে উঠতে পারবো!!! কতবার দিল্লি, দিল্লিগামী হয়ে কত জাগায় গেছি কিন্তু রাজধানী চড়া আর হয়নি 😭
Darun laglo dada vlog ta ar bisesh kore oi Rajdhani kup er sada chadorer prosongo ta 😀 ekdom thik bolecho eivabei egiye jao aro notun notun vlog chai amra always tomar pase a6i love you Koushik da ❤️
তোমার ঘোরারপর্ব আগের হোক বা পরের দেখতে সব সময় ভালো লাগে। একটা কথা খুব ভালো লাগলো, মানুষ যতক্ষণ না নিজে বদলাবে ততক্ষণ পরিষ্কার থাকবে না কিছুই। আজকে তুমি বালির দুই খানা স্টেশন কে দেখালে খুব ভালো লাগলো দাদা। আমি তোমার বালি এলাকা থেকে একজন সাবস্ক্রাইবার। ❤️
Ashadharon laglo. Train e uthlei tomer enthusiasm just onno level hoe jai vlog dekhte gie jeta amer modhye o chorie pore ,bhishon sundor onu bhuti hoi. Thank you.
2 din dhore ..barir ek problem er jonno busy .chilam..ajj..time peye...video ta dekhalm....wow......tomar video gulo te tmr golpo gulo....ro chomkdar......sei golper jonno..video gulo... interesting hoye uthe
সাদা চাদর টা একদম ঠিক আছে.... এটা একটা International standard... যেকোন বড় হোটেলেও bed এ সাদা চাদর দেওয়া হয়.... এতে কোনও দাগ বা নোংরা থাকলে সহজেই চোখে পড়ে....
যে কোন ব্রিজ এর উপর দিয়ে যাওয়ার সময় স্পীড টা দেখানো খুব প্রয়োজন। যেমন শিয়ালদা বিকানের দুরন্ত খুব সম্ভবত 70 থেকে 75km/h এ বিবেকানন্দ সেতুর উপর দিয়ে যায়। খুব সম্ভবত অনিন্দ ট্রাভেল ব্লগ এ অনিন্দদা দেখিয়েছিলেন
কৌশিক বাবু আমি আপনার ব্লগের নিয়মিত দর্শক ঠিকি কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক ছাড়া। অসাধারণ লাগে আপনার ব্লগ গুলো অসাধারণ আপনার ক্রিয়েটিভিটি, আপনাকে আন্তরিক ভাবে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা এত বিস্তারিত এবং সুন্দর ভাবে ব্লগিং উপস্থাপনার জন্য। কিন্তু এই ভিডিও তে একটা লাইন আপনি অসাধারণ বলেছেন (কেমন যেনো মনে হয় মর্গে চলে এসেছি) শুধু মাত্র এইটুকু লাইনের জন্য আমি আমার হাসি থামাতে পারিনি। মন থেকে আপনাকে কুর্নিশ জানালাম, ভালো থাকবেন। ❤
Love you dada tomar sob video follow kori darun sundor vabe explain kor sobkota vdo te tomar sathe iche kore dur deshe paridi but se souvaggo amar nei 😔 but best of luck for you and your/our favourite channel in RUclips
Ajker vlog ta dekhe daru laglo dada . Tobe Rajdhani express er khub facilities ache. Rajdhanir train r khabar gulo darun. Ei vlog ta dekhe ami khub enjoy korlam . Bhalo thakben dada . By see you 😎😎😎
১৯৮৩ সালে কলকাতা থেকে দিল্লী গিয়েছিলাম এই রাজধানি এক্সপ্রেস ট্রেনে। তখন ভাড়া ছিল ২৫৩ রুপি (নন এসি)। সম্ভবত ১৭ ঘণ্টায় দিল্লী গিয়েছিলাম। চমৎকার অভিজ্ঞতা। আবার যাওয়ার ইচ্ছা আছে। শুভেচ্ছা বাংলাদেশ থেকে।
কৌশিকদা, খুব ভালো লাগলো ভিডিওটা প্রথমের দিকের কথাগুলো আমার নিজের সাথে একদম মিলে গেল। হয়তো কোন একদিন এইভাবেই কোথাও যাব ! ভিডিওটা যথারীতি খুব সুন্দর হয়েছে। ভালো থেকো দাদা !
Darun lagche apner blog. Akta blog dekhechilam r tar por theke nesar moto apner blog dekhei jachi.. RUclips asley apner blog dekchi r akta akta notun jaigai jachi. Kotha die somai kete jache. Ami domdomi thaktam.
জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছর পার
সেদিনের 17 র যুবক আজ 35 এর দ্বার
দুরন্ত না রাজধানী কোনটা বেশি ভালো লাগলো? 10K Like চাই ❤️
Best of luck from Berhampore
একদম দাদা☺️
Yes dada
একদম দাদা
AKDOM 🤝
শুরুর কথা গুলো একদম আমার সাথে মিলে গেলো ❤️.. আমি এখনও প্রায় দিন রাজধানী এক্সপ্রেস কে দেখি আর ভাবি হয়তো কোন একদিন এতে করেই সফর করবো কোনো এক স্বপ্নের গন্তব্য স্থলে..
Yes bro
ভরসা রাখ সফল হবে
Hmm 💝💝😍
এইরকম স্বপ্নই দেখি !
তোমার স্বপ্ন নিশ্চয়ই একদিন পূর্ণ হবে।
আমি ইদানীং বেশ কয়েকটি ট্রাভেল ভ্লগ আর ফুড ভ্লগ দেখি। তোমার ভিডিওটা সব শেষে দেখি, শেষ পাতে দই-এর মতো। ভ্লগে তোমার সততা, ডিটেইলিং খুব ভালো লাগে। All the best.
দাদা গো তোমার ভিডিও আমায় কোন স্মৃতি র অতলে নিয়ে যায় ,সে এক অদ্ভুত অনুভূতি
এক সময় কাশ্মীর থেকে কন্যা কুমারী , আসাম অরুনাচল থেকে গুজরাট কচ্ছ ঘুরেছি , আজ বয়সের শেষ দোর গোড়ায় এসে ঠেকেছি , দীপুদা ছাড়া আর শরীর ,মন এগোতে চায় না, আজ
তোমার হাসি মাখা মুখে সেই মধুর স্মৃতি গুলো ফিরে পেতে ভালো লাগে । আর সাদা চাদরের কথা বলছ দাদা , তার সাইডে তো রেল কম্পানির স্টেম্প দেওয়া থাকবে না , সেটা গায়ে চড়িয়ে শান্তির দুনিয়ায় যাবার জন্য ফিট সাদা থাকবে।
প্রিয় কৌশিক, আমি তোমার ট্রাভেল ভিডিও চ্যানেল এর একজন ভক্ত। তোমার প্রতি তা ভিডিও আমার দুর্দান্ত লাগে এবং আমি মনে করি তুমি one of the best bengali travel blogger। তোমার ট্রাভেল ব্লগ গুলো তে তোমার সাহসিকতা এবং adventures এর জন্য আরো বেশি ভাল লাগে। বিশেষ করে লাদাখ এর সিরিজ মোটরবাইক এ একা ট্রাভেল করার সাহস আমাকে অভিভূত করেছে। তোমার আজকের রাজধানী এক্সপ্রেস এর এসি 1st ক্লাস এর ভিডিও তা থেকে একটা দারুণ ধারণা হল। dumdum থেকে শিয়ালদাহ এর রাস্তা তা দেখার সময় একটু nostalgic হয়ে পড়েছিলাম কারণ আমার বাড়ি dumdum এর sinthee এলাকা তে কিন্তু শেষ ৩ বছর কর্মসূত্রে USA তে আছি। ওই রুট ( Dumdum to sealdah) এ দীর্ঘ 18 বছর অফিস/ collage যাতায়াত করেছি। তোমার আগের ভিডিও তে তুমি বলেছ একটা অন্য মিশন এর জন্য তুমি এখন নিরামিষ খাবার এবং ফল খাচ্ছ। তাই ওই মিশন টা ব্যাপারে জানার খুব আগ্রহ থাকল। ভাল থেকো এবং এরকম আরো ভিডিও বানিয়ে যেও আমাদের জন্য। ধন্যবাদ।
মিশন ফিটনেস.. বাইরের খাবার খেয়ে শরীরের Immunity কমেছে.. সেই লেভেল এ Exercise করা হয়না.. সময় পাওয়া যায় না.. পেশা আর নেশা কে সাথে নিয়ে এগিয়ে চলতে গিয়ে শরীরের সাথে কথা বলাই হয়না..
আমি বাংলাদেশ থেকে দেখছি, খুব ভালো লাগলো আপনার Journey. আমি দুরন্ত এক্সপ্রেস ট্রেনে হাওড়া থেকে যশোমনপুর গিয়েছিলাম। খুব ভালো লেগেছিলো। ভালো থাকুন, সুস্থ থাকুন আর এই রকম নতুন নতুন ভিডিও আমাদেরকে উপহার দিন। এই শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
ভারতের রেল সেবা দেখে খুবই ভালো লাগলো।
বাংলাদেশ থেকে দেখছি
গৌড় এক্সপ্রেসের 3 tier এ জার্নি করতে করতে তোমার রাজধানীর এসি ফার্স্ট ক্লাসের ভিডিও দেখছি... 🙂🙂
একদম ঠিক বলেছেন দাদা, toilet এর পর ফ্ল্যাশ করে না, আর গুটকা খেয়ে থুকে দেয়। মানুষ যতক্ষণ সচেতন হবে না তো কিছু হবে না। আর মানুষ ভাবে যে আমার তো কাজ হয়ে গেছে যা হয়েছে হক গা। আবার সেই সব মানুষ গুলোই কোনো ট্রেন এ চাপলে বলবে ট্রেন টা পরিষ্কার নয়।
Xcellent journey, hope to see you again shortly.parimal sinha.
I .am .totally..bedridden..but..i...love..watching ..your .blogs .carry..on..the .good. Work
Indian Railways may bring numerous number of corporate train or executive train..but man Rajdhani Express is still and will be the ultimate... lucky to experience the royality couple of times ❤️
ভিডিও খুব ভালো লাগলো কৌশিক।❤️❤️
কিন্তু আগামীতে আর কখনো দ্রুতগতিতে
চলমান ট্রেনের দরজাতে দাঁড়ানোর ঝুঁকি নিওনা।
Love u daada......tomar video r oshadharon bachonvongi sottyi tulona hoi na...
দাদা আমি আপনার প্রতিটি ভিডিও দেখি,,, অনেক ভালো লাগে,,, কুষ্টিয়া, বাংলাদেশ থেকে বলছি।
দাদা তুমি বাংলাদেশে এসো।তোমার কথা বলা আমার খুব ভাল লাগে।
Khub valo laglo Koushik. Valo theko. Akta request ache Aasansol gami kono rail blog dekhte chai
রবিবারের দুপুর তো একদম জমিয়ে দিলেন কৌশিক দা।। 👍👍
Bangla Travel Vlog mane Koushik da Chara kono kotha Hobe na ❤❤❤❤❤❤❤❤❤ From Bethuadahari
ভাই আমি 64 বছরের তোমার এক অনুরাগী দাদা, আমার অনুরোধ কোন দ্রুত গতির ট্রেনের দরজায় দাঁড়িয়ে ব্লক করো না বা বন্দেভারতের মতো অটোমেটিক দরজা বন্ধ হওয়ার মতো ট্রনের দু-এক মিনিটের হল্টিং প্লাটফর্মে নেমে ব্লক নাই বা করলে এতে ঝুঁকি অনেক। সত্যি কথা বলতে বড্ড গা শিরশির করে। আসলে ছোট ভাইয়ের মতো ভালবাসার টানে কথা কটা বল্লাম, কিছু মনে করো না, কিন্ত মনে রেখো।
Dada 1st like ta amar.. Best Of Luck.. R Ha To Tomar Video Dekhar Jonno Wait Kore Thaki.
কিছুদিন আগে আমি এলাম দাদা, শিয়ালদহ থেকে! এখানে এসে প্রাণের বাংলাকে অনেক মিস করছি।
কৌশিক দা তুমি ডানকুনির ওপর দিয়ে গেলে খুবই ভালো লাগলো
কি অদ্ভুত একটা জিনিস দুরন্তর 1st ac তে রাজধানীর কোচ আর রাজধানীর 1st ac তে দুরন্তর কোচ। Incredible Indian Railways 😄
Asadharon chilo aajker Rajdhani Express vlog. Food recipes guli chilo darun.
Koushik , amazing presentation 🙏, khub bhalo laglo 👍🏼
Video ta khub valo legeche amar koushik da
Koushik Babu Tumi Champ 🏆🏆🏆🏆🏆
Amra bardhhaman thekeo tomar video dekhi,tomar video khub khub khub bhalo lage😊,ai bhabei video banate thako nitto nutun😊
আমার মনের সুপ্ত বাসনা আছে রাজধানীর বাতানুকুল প্রথম শ্রেণীতে যাত্রা করা। আপনার মধ্যে দিয়ে হয়তো এখনের মত পূর্ণ হয়ে গেল। বাকি টা দেখা যাক কবে পূর্ণ হয়। আপনার ভিডিও গুলো একদম সাধারণ মানুষের মনের সুপ্ত ইচ্ছা কে জানে। তাই হয়তো আপনার মাধ্যেমে আমাদের ইচ্ছা পূরণ হচ্ছে। আর বাকি যা ইচ্ছা আছে সেটাও একদিন পূর্ণ হবে, আর আমরা সবাই আপনার মধ্যে দিয়ে আমাদের ইচ্ছা গুলোকে পূরণ করতে পারবো। কলকাতা বিমানবন্দর দিয়ে যখন কোন নতুন জায়গায় যাবেন, তখন দয়া করে একটু জানাবেন, আপনার সাথে দেখা করার ইচ্ছা আছে 🙏। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইশ্বর আপনার মঙ্গল করুন 🙏।
Khub sundor. Àpnar kotha apnar Blog gulo ka aro sundor kore dai.,
যত দেখি ততই অবাক হয়ে যাই♥️♥️♥️।
Fatafati Rajdhani express er journey... r white chador er byapar ta akdom thikiii bley6o Koushik da... Pujo bhalo kaatuuk... Fit nd fine thekyo...👌👌👌❤️❤️❤️❤️
Bhai mujhe bangla nahi aati lekin aapke video se shikha raha hu love from bihar ❤❤
খুব ভালো লাগলো রাজধানী যাত্রা।তবে আমি প্রথম বার রাজধানী তে যে খাবার পেয়ে ছিলাম এখন তা দেখলাম না। বিশেষ করে ফিশ ফ্রাই। তার স্বাদ এখনো মুখে লেগে আছে। আমি 2005 সালের কথা বলছি। আমি Dumdum এ তে থাকি। তোমার প্রতিটি vlog আমার খুব ভালো লাগে।
শুরুর হাঁটা টা GTA vice City এর মত 😂
Btw খুব ভালো হয়েছে
Khub valo laglo...Asole tumi khub boro moner manush. .sei porichoitao ei porbe proman holo..emniii theko chirokal...r sobar asirbad r valobasa thakuk tomar mathar opor
Travel with hope.. Keep it up da... First watch korlm tomar video.. stay with us ❤️❤️❤️
Sundayr dupur ta tumi r o valo kore dile...Durdanto laglo... oneek valobasa krishnagar theke..
২০০৫ সালে একটা কাজে ৫ বার গিয়েছি,বাই রোডে বাংলাদেশ থেকে দিল্লী প্রথম বার মিচ করেছিলাম।তারপরের ৪ বারই রাজধানী এক্সপ্রেসে গিয়েছি। জার্নি টা অসাধারণ ছিল।❤️❤️❤️
বাংলাদেশ থেকে 🇧🇩🇧🇩🇧🇩
RUclips e prochur travel vlogger ache kintu bangali travel vlogger e tumi sera.Keep up the good work..
২০১৯ amr ei experience hoyechhe. Husband er jonno Rajdhanir AC 1st class journey kora hoy. Khub valo laglo Koushik.
Rajdhani express darun ai journy kono bekolpo hobe na Koushik tomar ai Rajdhani r vlog khub khub valo laglo
Bhasha khuje pacchi na Koushik.. Darun fatafati ekta journey. Tomar excitement ta feel korte pacchilam. Train e byabostha dekhlam ottonto valo. Food quality kon train e better.. Rajdhani na Duronto? Mone hocchilo ami nijei travel korchi. Sada chador er concept ta darun laglo. Overall fantabulous ekta journey. Aro ei rokom journey dekhar opekkhay roilam. Best of luck for your next trip ❤👍🏻
apnar video 1st time dek6i, video quality superb, r onk information pelam, dhonnobad
বাংলাদেশ থেকে সব ভিডিও দেখি
Dada video niye kichu bolar nei 👌👌👌tomk nijer Dada vabi.. Tmr video dekhe ak ak somoy emotion hoye pori .. Tumi dada khhb khhb valo theke ar risk free video banao..
তোমার ট্রেন যাত্রা বরাবর ভাল লাগে।এবারে বেশি পাওনা মা ভবতারিণী মন্দির।
ভালো থেকো।
Kub vlo lage Dada.... Apner ai Video gulo jeno Golper moto.... 🥰🥰🥰🥰🥰😍😍
2nd view 😍
Love from Bangladesh
Khub valo laglo eto details jene...ice cream je tomar khub priyo seta bojha jachchhe bhai..🥰🥰
They are heavily bleached and any other dyed cloth's color fades away due to the harsh washing conditions giving the fabric an old look
That's why hotels and hospitals also use the same..
It can't be changed..
তোমার ব্লগ গুলো বাংলাদেশ থেকে দেখি আর খুবই ভালো লাগে । তোমার কথা গুলো খুব সুন্দর ।
আমি যখন class 4 এ পড়ি তখন sealdha rajdhani তে chepechilam
দারুন train ❤️❤️❤️❤️
Ashadhoran blog dada khub enjoy korlam apner Kashmir episode thank you apnet moton amar o eccha ache ac first a travel korrer asha kore apner moton amar o a asha akden puron hobe amar babar bare o Dumdum a waiting for your next blog
ইশ! পুরনো দুঃখ মনে করিয়ে দিলে গো, লাল রঙের রাজধানী দেখলেই ভাবতাম কবে যে উঠতে পারবো!!! কতবার দিল্লি, দিল্লিগামী হয়ে কত জাগায় গেছি কিন্তু রাজধানী চড়া আর হয়নি 😭
Rajdhani tickets over price howar janna ,,ami o uthte pari nai 😔 😟 🙁
Hope you travel soon with Rajdhani
Darun laglo dada vlog ta ar bisesh kore oi Rajdhani kup er sada chadorer prosongo ta 😀 ekdom thik bolecho eivabei egiye jao aro notun notun vlog chai amra always tomar pase a6i love you Koushik da ❤️
Love from dankuni ❤️😬🤗
তোমার ঘোরারপর্ব আগের হোক বা পরের দেখতে সব সময় ভালো লাগে। একটা কথা খুব ভালো লাগলো, মানুষ যতক্ষণ না নিজে বদলাবে ততক্ষণ পরিষ্কার থাকবে না কিছুই। আজকে তুমি বালির দুই খানা স্টেশন কে দেখালে খুব ভালো লাগলো দাদা। আমি তোমার বালি এলাকা থেকে একজন সাবস্ক্রাইবার। ❤️
❤️
অসাধারন অভিজ্ঞতা ❤️❤️👌
Thank you কৌশিক দা
এতদিন পর আপনি আমাদের request রাখলেন ।
ভগবানের কাছে কামনা করি যে আপনি খুব তাড়াতাড়ি ১০ লক্ষ ছুঁতে পারেন ।
দারুন লাগলো কিন্তু আপনি এমন করে ট্রেনের দরজায় দাঁড়িয়ে shoot করবেন না কখনো কিছু হয়ে যেতে পারে কি জোরে ট্রেন চলছিল ভয় করে..খুব সুন্দর হয়েছে আজকের ব্লগ
Thik
Madam apnar RUclips channel ar link daw
Asadharon, Apurbo, bhishon valo hoyeche video ta Koushik da
Goa mumbai and rajstan.....ei place gulo cover karar request roilo....apnar sob blog darun❤️
Ashadharon laglo. Train e uthlei tomer enthusiasm just onno level hoe jai vlog dekhte gie jeta amer modhye o chorie pore ,bhishon sundor onu bhuti hoi. Thank you.
অমরনাথ যাত্রার আগাম শুভেচ্ছা রইল। অপেক্ষায় রইলাম বাবা অমরনাথের দর্শনের অপেক্ষায় আপনার চোখ দিয়ে।
2 din dhore ..barir ek problem er jonno busy .chilam..ajj..time peye...video ta dekhalm....wow......tomar video gulo te tmr golpo gulo....ro chomkdar......sei golper jonno..video gulo... interesting hoye uthe
ঈদ মোবারক দাদা সকলকে ঈদের শুভেচ্ছা
কৌশিক দা আপনার ট্রেন এর ব্লগ গুলা দেখে ইন্ডিয়ান ট্রেন এ চড়ার নেশায় পড়ে গেলাম, ধন্যবাদ দাদা আমাদের এতো সুন্দর কিছু সময় উপহার দেবার যন্য
Rajdhani express best train.
First comment from Siliguri West Bengal best vlog
Op
সাদা চাদর টা একদম ঠিক আছে.... এটা একটা International standard... যেকোন বড় হোটেলেও bed এ সাদা চাদর দেওয়া হয়.... এতে কোনও দাগ বা নোংরা থাকলে সহজেই চোখে পড়ে....
Onek din bade tomar vedio dekhlam
রাজধানী এক্সপ্রেস অসাধারণ.... সবকিছুই ভালো ভালো...... তবে টিকিটের দামটা বেশি..👌👌👌
দাদা আপনার ভয়েশটা খুব সুন্দর লাগে আমার ধন্যবাদ ☺
দাদা প্লিজ একবার ত্রিপুরা রাজ্যে আসুন love from Agartala ❤️
Dada love from siliguri. Apnar vlog khub guchano thake dekhte khub valo lage.. Ebhabe amder volg diye jeo #rail fan ❤️
যে কোন ব্রিজ এর উপর দিয়ে যাওয়ার সময় স্পীড টা দেখানো খুব প্রয়োজন। যেমন শিয়ালদা বিকানের দুরন্ত খুব সম্ভবত 70 থেকে 75km/h এ বিবেকানন্দ সেতুর উপর দিয়ে যায়।
খুব সম্ভবত অনিন্দ ট্রাভেল ব্লগ এ অনিন্দদা দেখিয়েছিলেন
Rajdhani express ❤️❤️❤️ amio damdam, bidhan nagar. Thekya ei bhebya rajdhani express dektam ... Speed 🚄🚅
Dada speedometer er jonno kon app use koro? Ami gps speedometer download korechi, but konovabei speed show korena jokhn train e travell kori
Google map ei speed dekhae
আপনি আমাদের এত ভালো জিনিষ গুলো বলেন আমার খুব ভালো লাগে।
দাদা ভ্রমনের পথে তুমি এগিয়ে চলো তোমার পরিবারের সঙ্গে আমরাও এগিয়ে চলছি, দাদা যদি সম্ভব হয় কোন দিন Goa ভিডিও তৈরি করো,
তোমার ইন্ট্রো সবসময় অসাধারন, শুনেই আটকে গেলাম এবং না টেনেই পুরাটাই দেখলাম
😍
অতীতের বেশ কয়েকবারের অভিজ্ঞতা থেকে বলছি যে চিরদিনই রাজধানীর বিভিন্ন শ্রেণীর পরিষেবা সম্পূর্ণভাবেই আলাদা ছিল, বিশেষ করে 1st ac র।
07:33 🤣🤣 dada kobita ta sera chilo.... Btw Love from Cossimbazar.❤
কৌশিক বাবু আমি আপনার ব্লগের নিয়মিত দর্শক ঠিকি কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক ছাড়া। অসাধারণ লাগে আপনার ব্লগ গুলো অসাধারণ আপনার ক্রিয়েটিভিটি, আপনাকে আন্তরিক ভাবে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা এত বিস্তারিত এবং সুন্দর ভাবে ব্লগিং উপস্থাপনার জন্য। কিন্তু এই ভিডিও তে একটা লাইন আপনি অসাধারণ বলেছেন (কেমন যেনো মনে হয় মর্গে চলে এসেছি) শুধু মাত্র এইটুকু লাইনের জন্য আমি আমার হাসি থামাতে পারিনি। মন থেকে আপনাকে কুর্নিশ জানালাম, ভালো থাকবেন। ❤
ধন্যবাদ
joto dekhi tomar blog totoi abak hoye jai darun awesome
Love you dada tomar sob video follow kori darun sundor vabe explain kor sobkota vdo te tomar sathe iche kore dur deshe paridi but se souvaggo amar nei 😔 but best of luck for you and your/our favourite channel in RUclips
Koushik tomar katha gulo vishon valo lage👍👍👍ei vabei egiye jao onk dur❤️
Dada tomar video gulo amr khub vlo laga, tomar protak ta video gulo ami 5 - 6 bar dhaki❤
Ajker vlog ta dekhe daru laglo dada . Tobe Rajdhani express er khub facilities ache. Rajdhanir train r khabar gulo darun. Ei vlog ta dekhe ami khub enjoy korlam . Bhalo thakben dada . By see you 😎😎😎
Ajka apner ay video ta dakha complete korlam. Darun video.
Tomar kotha gulo darun lagche...lot of love ♥️♥️🤗
Hotath korei chomke giyechilm, amra Kashmir theke NDLS kivabe pouche gelam. Tmr songe dekhar korar iccha roilo.
Valo theko Dada….. ❤️❤️❤️❤️
Apurbo, bhishon valo hoyeche video ta Koushik da
Tomar khotha gulo khub sunte amr bhalo lage tumi puro amari moton r khub sundor bhabe video dekhao. Tata bye abr kotha hobe 🥰🥰🥰🥰😍😍😍😍
সাদা চাদরে আপনার, আমার এবং অনেক যাত্রীদেরই আপত্তি ।
১৯৮৩ সালে কলকাতা থেকে দিল্লী গিয়েছিলাম এই রাজধানি এক্সপ্রেস ট্রেনে। তখন ভাড়া ছিল ২৫৩ রুপি (নন এসি)। সম্ভবত ১৭ ঘণ্টায় দিল্লী গিয়েছিলাম। চমৎকার অভিজ্ঞতা। আবার যাওয়ার ইচ্ছা আছে। শুভেচ্ছা বাংলাদেশ থেকে।
কৌশিকদা, খুব ভালো লাগলো ভিডিওটা প্রথমের দিকের কথাগুলো আমার নিজের সাথে একদম মিলে গেল। হয়তো কোন একদিন এইভাবেই কোথাও যাব ! ভিডিওটা যথারীতি খুব সুন্দর হয়েছে। ভালো থেকো দাদা !
Dada majhe majhe you are so funny 🤣
White chador er explanation ta sera diyecho
সত্যি আপনার পোগ্রাম দেখে আমার মোন প্রাণ ভোরে যাই 👌👌👌👌👌👌👌👌👌
Darun lagche apner blog. Akta blog dekhechilam r tar por theke nesar moto apner blog dekhei jachi.. RUclips asley apner blog dekchi r akta akta notun jaigai jachi. Kotha die somai kete jache. Ami domdomi thaktam.
Daruuunnn presentation Koushik👍👍. Bishon enjoy korlam journey ta.