নদীর যতটুকু অংশ খনন করলে সারা বছর নাব্যতা থাকবে ততটুকু খননের পর কয়েকটি ইঞ্জিন চালিত নৌকা দিয়ে দিন। স্বল্প খরচে ও দ্রুততার সাথে পারাপার সম্ভব হবে ইনশাআল্লাহ
অনেকে অনেক কমেন্ট করেছে, যার যেটা মনে হয়েছে, সে সেটাই বলেছে, ।। কমেন্টটা যেহেতু ★❤বসের জন্য,, সেহেতু সলিউশন টাও বস ক্যাটাগরির হতে হবে,।। ❤ বস ❤যেমন সম্মানী ও সৌন্দর্যপূর্ণ, তেমনি কাজটাও ঠিক তার মত সম্মান ও সৌন্দর্যপূর্ণ হতে হবে,,যেমন- "নদীর তীর থেকে কিছু দূর পর্যন্ত অর্থাৎ গভীর পানি পর্যন্ত স্টিল ও বাসের ছোট্ট ব্রিজ বানাতে হবে, যেটার উপর দিয়ে মানুষ, পশু,ছোট যানবাহন, যেমন- ভ্যান, মোটরসাইকেল এইগুলা চলতে পারবে,!! এই ছোট্ট ব্রিজ অর্থাৎ সেতুটা যখন নদীর কিছু দূরে যেয়ে শেষ হবে,তখন শেষ মাথাতে একটা টঙের মতো ঘর থাকবে,,।, সেখানে মানুষ বিশ্রাম ও নৌকার জন্য অপেক্ষা করবে,, এতে করে মানুষ বৃষ্টি হলে ভিজে যাবে না,।। ঠিক টঙ্গের সামনের দিকটা স্লোপ অর্থাৎ ঢালু হবে, নৌকার ঘাট হবে,নৌকার ঘাট ও টুঙ্গের সিড়িগুলা এমন ভাবে হবে যেন মানুষ পিছলে না পড়ে যায় এবং অনায়াসে মোটরসাইকেল ভ্যান সহ নৌকায় উঠতে ও নামতে পারে ,, এই সেতুটি একটু দূর থেকে দেখলে, একটি ছোট্ট সুন্দর রিসোর্ট এর মত অপরূপ সৌন্দর্য দেখাবে ❤❤এবং যত মানুষ, যতদিন এই সেতু পার হয়ে গোপালগঞ্জ যাবে, আসবে সবাই, ❤বসের কথা স্মরণ করবে এবং বাহবা দেবে,, এতে করে, ❤বসের সম্মান ও সৌন্দর্য , দুটোই বৃদ্ধি পাবে, এবং সাধারণ মানুষ মাশরাফি Boss এর জন্য দোয়া করবে.... ❤❤ ইনশাল্লাহ,,,, ইনশাল্লাহ..!!
আমার কাছে বেষ্ট অপশন হচ্ছে- প্রথমে নদীর স্রোত প্রবাহের মোট জায়গাটাকে ৩ ভাগে ভাগ করে নেন। অত:পর সাধারণ রাস্তার মতোই বালু-মাটি দিয়ে রাস্তা করে নেন।আর ওই রাস্তাটাকেই বাছাইকৃত ৩ টি ভাগের জায়গায় নদীর স্বাভাবিক স্রোতের জন্য মিডিয়াম ৩ টি কালভার্ট করে দেন। (এতে ব্রীজ বানানোর মতো বেশি খরচ হবেনা আবার নদীর স্রোতও আটকাবেনা)। আইডিয়াটা মানসম্মত হলে বাস্তবায়নের অনুরোধ রইলো।
মার্সাফি সাহেবের যে সততা, তার থেকে বলতে পারি, সে একটা সিদ্বান্ত নিবে ইনশাল্লাহ,, নড়াইল বাসীর কাছে মারসফি সাহেব কে আল্লাহ্ পাঠিয়েছেন নড়াইল বাসিকে ভালো রাখার জন্য,, আল্লাহ্ ওনার ভালো করবেন
যেখানে এলাকাবাসী দেখাচ্ছে সেখানেই যাতায়াত ব্যাবস্থা করতে হবে এমন তো না। এর আসেপাশে ৫ কিলোমিটার দেখতে হবে কোথায় নদী চওড়া কম, কোথায় ব্রিজের উপযোগী । কারন যোগাযোগ ব্যাবস্থার উপর উন্নয়ন নির্ভরশীল । নদী গবেষণা এবং পানি উন্নয়ন বোর্ডের পরামর্শে ব্রিজ করাই উত্তম
সমাধান: ১) ছোট পরিসরে ড্রেজার দিয়ে নদীর গভীরতা বৃদ্ধি করে, নৌকা বা লঞ্চ যেন ঘাটে ভিড়তে পারে , সেই ব্যবস্থা করা। ২) বৃহত্তর পরিসরে বাস, ট্রাক সবই যেন নদী পারাপার করতে পারে, তার জন্য ফেরির ব্যবস্থা করা। ৩) মহা পরিকল্পনার অংশ হিসেবে নদীর উপর দীর্ঘ সেতু নির্মাণ করা। একজন সৎ ব্যক্তি হিসেবে অবশ্যই মনে রাখতে হবে, ব্যয় এর সকল অর্থ জনগণের , যা সরকারের কাছে আমানত। এই আমানতের অর্থের যেন অপব্যবহার বা খেয়ানত না হয়। ধন্যবাদ সবাইকে, ক্যাপ্টেন মাশরাফির জন্য অনেক অনেক শুভকামনা।❤❤❤❤❤
মাশরাফি ভাইয়ের কথাই ঠিক মনে হচ্ছে, এখানে বাশের চওড়া সাকো তৈরি করলে আপাতত সবচেয়ে ভাল হবে, তাতে টাকার অপচয় কম হবে বলে আমার মনে হয়, সিমেন্টের খুটি এবং লোহার এংগেল দিয়ে তারপর বাশের চাটাই ব্যবহার করলে অনেক মজবুত হবে।
রাস্ত তৈরী করা যায়, এলাকা থেকে রাস্তা টেনে নিয়ে মূল নদীর উপর দিয়ে উচু করে ব্রিজ করা যায় যাতে ব্রিজের নিচে দিয়ে বর্সার সময় ট্রলার বা ইঞ্জিন চালিত নৌযান গুলো ব্রিজের নিচে দিয়ে যেতে পারে। অথবা ভ্যান, বহন উপোযোগী ট্রলারের ব্যবস্থাও করা যেতে পারে
এখানে ঝুলন্ত "ক্যাবল কার" স্থাপন করে জনগণের পারাপারের ব্যবস্থা করার জন্য মাশরাফি ভাইয়ের কাছে অনুরোধ করছি।তাহলে জনগণের ভোগান্তি বিলুপ্ত হয়ে এই এলাকার নান্দনিক দৃশ্য তৈরি হবে এবং এলাকাটি পর্যটন এলাকায় পরিনত হয়ে এলাকার আর্থসামাজিক উন্নয়ন হবে।
কোনো সমস্যা হবে না যশোর এর ঝাঁপাতে খুব সুন্দর ভাবে নৌকা পার হয় মাঝখান থেকে। সম্ভব হলে একটি ভিডিও দেখে নেবেন। ভাসমান ব্রিজটির নিচ দিয়ে যাতে নৌকা চলাচল করতে পারে তার সুপরিকল্পিত কাঠামো সেখানে বিদ্যমান । @@zahirulislammehadi3238
@@zahirulislammehadi3238 কোনো সমস্যা হবে না যশোর এর ঝাঁপাতে খুব সুন্দর ভাবে নৌকা পার হয় মাঝখান থেকে। সম্ভব হলে একটি ভিডিও দেখে নেবেন। ভাসমান ব্রিজটির নিচ দিয়ে যাতে নৌকা চলাচল করতে পারে তার সুপরিকল্পিত কাঠামো সেখানে বিদ্যমান ।
কোনো সমস্যা হবে না যশোর এর ঝাঁপাতে খুব সুন্দর ভাবে নৌকা পার হয় মাঝখান থেকে। সম্ভব হলে একটি ভিডিও দেখে নেবেন। ভাসমান ব্রিজটির নিচ দিয়ে যাতে নৌকা চলাচল করতে পারে তার সুপরিকল্পিত কাঠামো সেখানে বিদ্যমান । @@zahirulislammehadi3238
কোনো সমস্যা হবে না যশোর এর ঝাঁপাতে খুব সুন্দর ভাবে নৌকা পার হয় মাঝখান থেকে। সম্ভব হলে একটি ভিডিও দেখে নেবেন। ভাসমান ব্রিজটির নিচ দিয়ে যাতে নৌকা চলাচল করতে পারে তার সুপরিকল্পিত কাঠামো সেখানে বিদ্যমান ।
একটা ব্যাপার খেয়াল করছেন, অনেক মানুষ যার যার মতো কথা বলতে পারছেন উনার সাথে, কোন প্রটোকল বা বাধা নেই। এর থেকে সুন্দর জিনিস আর কি হতে পারে। আর আমার "মাশরাফি" রে দেখলে এমনই ভালো লাগে। সত্যি মুগ্ধ তার ব্যক্তিত্বে।
নদী খনন করে, দুই পাড়ে দুটি স্থায়ী ঘাট নির্মাণ করা সম্ভব হলে, স্থানীয় মানুষেরা নৌকা ব্যবহার করে নদী পারাপার করতে পারবে। নদীর গভীরতা ঠিক থাকলে, স্থানীয় জেলেরা আর্থিক ভাবে স্বচ্ছলতা ফিরে পাবেন ইনশাআল্লাহ।
নড়াইল কে একদিন সোনার নড়াইল বানিয়ে ফেলবে ইনশাআল্লাহ একদিন সবাই আফসোস করবে যে কেন আমরা নড়াইলে জন্মগ্রহণ করলাম না। আমাদের টাঙ্গাইলে কবে যে এরকম একজন মাশরাফি আসবে ।।।। আল্লাহ যেন সব এলাকায় এরকম একজন মাশরাফিকে দিয়ে দেয়।।। মাশরাফি ভাইয়ের দীর্ঘ আয়ু কামনা করতেসি আল্লাহ সুবহানাতায়ালা তাকে নেক হায়াত দান করুন আমিন।।।❤❤❤❤❤❤❤
নদী যদি আয়তে বড় হয় এবং নদীর দুই পাড়ে যদি অসংখ্য লোক যাতায়াতের মাধ্যম থাকে এবং নদী মরে গিয়ে থাকে তাহলে নদীর দুই ধার দিয়ে রাস্তা করে এনে ছোট্ট একটা ব্রিজ করে দিলে হবে।
Better Option একটাই ইষ্টিল আর বাঁশ যদি লম্বা করে বানানো যায় plus মাছ-খানে যে পিলার গুলো গবে সেই গুলো খুবি শক্ত বা মজবুত হতে হবে আর feture যদি নদী টা খনন করে তো no problem আমাদের দেশনেত্তি অবশ্যই mash boss❤ এর কাজ টার কথা then তার এলাকার মানুষদের কথা চিন্তা করে অবশ্যই ভালো যে কোনো একটা উদ্দেক নিবে ইনশাআল্লাহ❤❤এই ভাবে যদি বানানো যায় তোবে ইনশাআল্লাহ মোটরসাইকেল বা ভ্যান সবি আরাম-ছে চলতে পারবে❤❤
ভাই সব চেয়ে ভালো হবে 2দিকে 2টা সেলো মেশিনের নৌ কা দিন তাহলে। খরচ কম হবে আর একদিক থেকে একটা যাবে আরেক দিক থেকে আরেকটা আসবে এটাই মনে হয় ভালো হবে ধন্যবাদ মাশরাফি ভাই
আমাদের এখানে এমন একটা নদী আছে এমন ই দুরত্ব,,, যশোর রাজগঞ্জ ভাষনা ব্রিজ নামে পরিচিত,,,,ভাশনা ব্রিজ করতো বেশি টাকা লাগে না,,, বহু ড্রাম জোড়া দিয়ে তার উপরে লোহার পাত ফেলে যেটা বানাই,,,এটা করে দিলে লোকদের চলাচলের অনেক সুবিধা হবে,,,,,কারন আমাদের এখানে যে ব্রিজ টা করেছে আমার জানা মতে সে কোন সরকারি কর্মকর্তা না,,,,আপনি তো সরকারী কর্মকর্তা হয়তো চেষ্টা করলে আপনি এটা পারবেন😇
Bro you can do one thing. Tader proyojon taa hocche nodi paar hoye bechakena/ business korbe . Nodi bhalo kore clean kore feri type kichu ekta deya jay . Othoba floating bridge ache China te nodir kono problem hobe na . Oirokom bridge kora jay jeita diye transport cholte parbe
আমি মনে করি যখন নদী খনন করবে তখন কারটা তখন দেখা যাবে তবে আমি মনে করি বর্তমান অনুযায়ী মানুষ যে ভাবে চলাচল করতে পারে সে ব্যবস্থা করা উচিত। আরেকটা কথা , ম্যাপে যদি রাস্তা থেকে থাকে সে অনুযায়ী রাস্তা করা উচিত কারণ নদী খনন ম্যাপ অনুযায়ী তো হবে। ম্যাপের বাহীরে কিন্তু হবেনা।
নদীর পানির প্রবাহ ঠিক রেখে যতটুতু নদী সংকুচিত করলে সমস্যা হয় না সেটুটু ভরাট করে ভাসমান সেতু করাটাই উত্তম, ভাসমান সেতু পারাপারে টুল আদায় করে রক্ষণাবেক্ষণ খরচ তুলার ব্যবস্হা রেখে স্হানীয়ভাবে মাসরাফির সহযোগিতায় সেতুটি করা যেতে পারে, ইতিমধ্যে একটি সেতু তো সফলভাবে রানিং করতেছে।
বাঁশ দিয়ে করলে,যা,এক পিলার দিয়ে 2.50হাত চোওরা বিরিজ বানালে ভালো হতো , শুধু পিলারের কিছু খরচ হবে, আর উপরে একটা বিধ ধালায় তাহলে খরচ কম হবে ,ঠিকবে বেশি দিন,, ধন্যবাদ
একটাই সমাধান আছে ফেরি বা নৌকা নিজ খরচে লোকজনকে পারাপারের ব্যবস্থা করে দেওয়া, মাঝি থাকবে বেতনভুক্ত সারাদিন তার ডিউটি হচ্ছে লোকজনকে পারাপার করা তাহলেই সম্ভব।
তিনটা পিলার স্থাপন করে ঝুলন্ত সেতু তৈরি করা যেতে পারে! নদীর দু'পাশে দুইটা আর মাঝখানে একটা পিলার দিয়ে ঝুলন্ত সেতু তৈরি করলে নান্দনিক সৌন্দর্য ফুটে উঠবে!! এবং সেই সাথে পুরো এলাকা পর্যটন কেন্দ্রে পরিণত হবে!! ফলে উন্নয়নের সাথে সাথে এলাকার আর্থিক অবস্থার পরিবর্তন হবে!!
স্টিল ব্রিজ করলে টাকা কম পরবে এটা করলে পারবেন সাথে যাতায়ত জন্য গাড়ি ও চলতে পারবে এবং কি ব্রিজে নিচে দিয়ে টলার জাহাজ নৌকা ইত্যাদি চলবে জনগনের জন্য ভালো হয়
আমার মতে মূল নদীর পাড় পর্যন্ত সাধারণ মানের পিলার তৈরি করে তারপর মূল নদীতে ভাল মানের চার টি পিলার তৈরি করে সাধারণ জনগণের চলা চলের পথ তৈরি করা যেতে পারে কিন্তু এই সেতুর উপর দিয়ে ভারি যানবাহন চলাচল বন্ধ রাখতে হবে।
এখানে এমপি সাহেবের বাজেট কম৷ আবার গ্রাম বাসী চাচ্ছেন দীর্ঘ স্হায়ী সমাধান৷ এমপি সাহেবের উচিত নদীর এপার থেকে ওপার লম্বা করে ড্রেজার দিয়ে খনন করে ফেরী বা ট্রলার চালু করা৷
আমার মনে হয় দুপাশে মাটি দিয়ে কিছুটা রাস্তা বানিয়ে মাঝখানে একটা ছোট ব্রিজ করে দিলে জোয়ার ভাটাও থাকবে আর কম টাকায় একটা ব্রিজ হয়ে যাবে কম খরচে, এবং এলাকাবাসী দুর্ভোগ থেকে মুক্তি পাবে
আসসালামুয়ালাইকুম মাশরাফির ভাই এটা আমার মনে হয় চর পাঁচালী আর গোনাপাড়া খেয়াঘাট ধানকোড়া থেকে বন্ধু হয়ে যাওয়ার কারণে নদীটা অনেক গতি হারিয়ে ফেলে চর পুড়ে গেছে বালি ভোরের রাস্তা করলে বর্ষাকালে রাস্তা ভেঙে যাওয়ার ভয় আছে এ থেকে আপনার বাঁশের সাঁকো তরিক করলে অনেকদিন টিকবে না শুধু আসা যাওয়ার জন্য 3 ফিট বা 4 ফিট চওড়া করে চৈত্র মৌসুমে যদ্দুর পানি থাকে ততদূর একটা ব্রিজ করে দিলে ভালো হয়❤❤❤❤❤❤❤
যেহেতু এটা নদীপথ এবং সরকারি সম্পত্তি। এটাকে যদি স্থলপথে রুপান্তরের কোন অপশন না থাকে তাহলে আমরা এটাকে নদীপথ হিসেবেই রাখতে পারি। নদীপথ হিসেবে রেখেই এর আধুনিকায়ন করা যেতে পারে। যার ফলে খরচও কমে হবে আর এলাকার মানুষের দুর্ভোগও কমবে.........
Asslamualikum amazing subhanalla alhamdulilha keep it up sir. You are right ✅ Better you build proper berrege ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আমি মনে করি, যেহেতু এটা সারা টা নদী,,তাহলে রাস্তা ব্রীজ এই কাজ অসম্ভব তাই নদীকে নদী করে দিন,,তাদের কে নৌ পথ করে দিন,,নদী আরো সুন্দর করে নৌকার পথ করে দিন,,এখন তো তাদের না আছে নদী না আছে পথ,, তাই নৌকার পথ করে দিন
পা পাংখার চর এর মানুষের এই দাবি পূরণ করা হোক, এই নদী একসময় এতটাই খরস্রোতা ছিল যে বড় বড় স্টিমার লঞ্চ এখানে চলাফেরা করেছে। আমার বাড়ি গোপালগঞ্জ আমার ফুফু বাড়ি কিন্তু নদীর ওপারে। সুতরাং নড়াইলের এ অংশের সঙ্গে গোপালগঞ্জের মানুষের নাড়ীর সম্পর্ক।
মিঠামাইন কে স্মরণ করুন, জনগণ নিয়ে ভাবলে বাজেট কোন ব্যাপার না, মাঝে একটা সেতু থাকবে দুইদিকে রাস্তা থাকবে রাস্তার দুই ধার বাধা থাকবে, এটা তো কোনো আর বহ...মান নদী না, সৎ ইচ্ছা থাকলে সবই সম্ভব যেটা ক্যাপ্টেন এর মধ্যে আছে।
ভাই শক্ত কাঠ দিয়ে পাটাতনের একটা ব্রিজ করে দিলে ভালো হয় খুঁটি গুলা দিবেন গজারি গাছের আর পাটাতন গুলো দিবেন একটু শক্ত কাঠের তাহলে ব্রিজটা মজবুত হবে মানুষ চলাচল করতে পারবে আবার যখন দরকার হবে তখন ভেঙ্গেও ফেলা যাবে টাকাও কম খরচ হবে
সবখানেই তো নদীর প্রশস্থতা এক নাহ, সে হিসেবে যেখানে প্রশস্থতা কম & উভয় পাশের রাস্তা এক্সিসটিং আছে এমন কোন জায়গায় ব্রিজ করার পরামর্শ দেওয়া যেতে পারে সেক্ষেত্রে প্যারাবলিক স্লোপ একটু বেশি দিলে ব্রিজের দৈর্ঘ্যও কিছুটা কমানো সম্ভব, তবে নেভিগেশন কেমন সেটাও ১টা ইম্প্যাক্ট এখানে, নৌযান স্বাভাবিক হারে হলে উপরোক্ত পদ্ধতিতে ব্রিজ করাই যায়। এসব কিছুর পরেও যদি দেখা যায় যে সব কিছু বিবেচনায় আনা যাচ্ছে নাহ তবে সাবমার্জড (ভাসমান) ব্রিজ করা যেতে পারে, তবে সেটা খুব বেশি যানবাহন সহনীয় হবে কিনা এ বিষয়ে বলতে পারতেছিনাহ। (ভূলত্রুটি মার্জনীয়) ধন্যবাদ
আমার কাছে একটা সহজ সমাধান আছে, এতে করে একটা ব্যাবসাও হয়ে যাবে, এখানে সরকারি খরচে ক্যাবল লিফট কার বসানো যায়, সব মিলিয়ে হয়ত ১ কোটি টাকার মত খরচ হবে, এটাকে পর্যটন মন্ত্রণালয়ের অধীনে রেখে ম্যানেজমেন্ট করা যাবে ৪/৫ টা লিফট রেখে অপারেট করলে সকল সমস্যার সমাধান।
বাংলাদেশের বিভিন্ন যায়গা থেকে অচল ফেরীগুলো নিয়ে এসে পানির গতিপথ স্বাভাবিক রাখার স্বার্থে কিছুটা দূরত্ব রেখে ফেরীগুলো সারিবদ্ধভাবে যদি দাঁড় করিয়ে রাখা যায় তাহলে হয়তো সমস্যাটা কম বাজেটে আর সহজে করা সম্ভব।
সত্যি কথা বলতে আমরা একসময় এরকম একটি সমস্যায় ছিলাম আমাদের মাননীয় এমপি একটি ব্রিজ দিয়ে সমস্যার সমাধান দিয়েছেন আমি দোয়া করি আল্লাহ পাক রাব্বুল আলামীন তাদের সমস্যা সমাধান করে দেব
নদী পারাপারে আপনাদের সমাধান কমেন্ট করুন, বেস্ট সল্যিউশনটা ক্যাপ্টেনের অফিশিয়াল কতৃপক্ষে সাজেস্ট করা হবে!!
মাশরাফী ভাইয়ের ভিডিও বিগত ৬বছর আমরা একটানা করে যাচ্ছি, সবাই ক্যাপ্টেনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ধন্যবাদ।
ভাসমান ড্রামের সেতু বানিয়ে দিতে পারেন।আমাদের এলাকায় একটা আছে বেশ ভালোই ওইটা।নিচে ড্রাম উপরে বাঁশ।
ওখানে ইঞ্জিনচালিত নৌকা আনলেই হয়, নদী আগে কেটে গভীর করা লাগবে
নদীর যতটুকু অংশ খনন করলে সারা বছর নাব্যতা থাকবে ততটুকু খননের পর কয়েকটি ইঞ্জিন চালিত নৌকা দিয়ে দিন।
স্বল্প খরচে ও দ্রুততার সাথে পারাপার সম্ভব হবে ইনশাআল্লাহ
স্বল্প সংখ্যক পরিবারের জন্য কম বাজেটের মদ্ধে মুল নদী থেকে রাস্তা পর্যন্ত খাল খনন করে ইঞ্জিন চালিত নৌকা চলাচলের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে ।
অনেকে অনেক কমেন্ট করেছে, যার যেটা মনে হয়েছে, সে সেটাই বলেছে, ।।
কমেন্টটা যেহেতু ★❤বসের জন্য,, সেহেতু সলিউশন টাও বস ক্যাটাগরির হতে হবে,।।
❤ বস ❤যেমন সম্মানী ও সৌন্দর্যপূর্ণ, তেমনি কাজটাও ঠিক তার মত সম্মান ও সৌন্দর্যপূর্ণ হতে হবে,,যেমন-
"নদীর তীর থেকে কিছু দূর পর্যন্ত অর্থাৎ গভীর পানি পর্যন্ত স্টিল ও বাসের ছোট্ট ব্রিজ বানাতে হবে, যেটার উপর দিয়ে মানুষ, পশু,ছোট যানবাহন, যেমন- ভ্যান, মোটরসাইকেল এইগুলা চলতে পারবে,!! এই ছোট্ট ব্রিজ অর্থাৎ সেতুটা যখন নদীর কিছু দূরে যেয়ে শেষ হবে,তখন শেষ মাথাতে একটা টঙের মতো ঘর থাকবে,,।, সেখানে মানুষ বিশ্রাম ও নৌকার জন্য অপেক্ষা করবে,, এতে করে মানুষ বৃষ্টি হলে ভিজে যাবে না,।।
ঠিক টঙ্গের সামনের দিকটা স্লোপ অর্থাৎ ঢালু হবে, নৌকার ঘাট হবে,নৌকার ঘাট ও টুঙ্গের সিড়িগুলা এমন ভাবে হবে যেন মানুষ পিছলে না পড়ে যায় এবং অনায়াসে মোটরসাইকেল ভ্যান সহ নৌকায় উঠতে ও নামতে পারে ,,
এই সেতুটি একটু দূর থেকে দেখলে, একটি ছোট্ট সুন্দর রিসোর্ট এর মত অপরূপ সৌন্দর্য দেখাবে ❤❤এবং যত মানুষ, যতদিন এই সেতু পার হয়ে গোপালগঞ্জ যাবে, আসবে সবাই,
❤বসের কথা স্মরণ করবে এবং বাহবা দেবে,, এতে করে, ❤বসের সম্মান ও সৌন্দর্য , দুটোই বৃদ্ধি পাবে, এবং সাধারণ মানুষ মাশরাফি Boss এর জন্য দোয়া করবে.... ❤❤ ইনশাল্লাহ,,,, ইনশাল্লাহ..!!
মিথ্যা কথা, মিথ্যা আশ্বাস এ জিনিস ভালো না...... অন্যদের সাথে আমাদের মাশরাফির পার্থক্যটাই এইখানে 🥰
এমন মানুষ আমি বাংলাদেশে দেখেনি,আসলেই ভালো একজন নেতা।
তবুও একদলের কাছে ভালোনা.. ভোটচোর হয়ে থেকে গেছেন.. ধিক্কার জানাই তাদের প্রতি..
ওনার সততার সংগে চেষ্টা করাটাকে সাধুবাদ জানাই।
আমার কাছে বেষ্ট অপশন হচ্ছে-
প্রথমে নদীর স্রোত প্রবাহের মোট জায়গাটাকে ৩ ভাগে ভাগ করে নেন।
অত:পর সাধারণ রাস্তার মতোই বালু-মাটি দিয়ে রাস্তা করে নেন।আর ওই রাস্তাটাকেই বাছাইকৃত ৩ টি ভাগের জায়গায় নদীর স্বাভাবিক স্রোতের জন্য মিডিয়াম ৩ টি কালভার্ট করে দেন।
(এতে ব্রীজ বানানোর মতো বেশি খরচ হবেনা আবার নদীর স্রোতও আটকাবেনা)।
আইডিয়াটা মানসম্মত হলে বাস্তবায়নের অনুরোধ রইলো।
Amio aita comment korte ascilam je 5 ta boro kalvat jeno dey
মাটির অনেক প্রয়োজন হবে আমার মতে যদি ব্রিজ বাঁশ দিয়ে তৈরি করা হয় তাহলে বেশি টাকা লাগবে না।
যেভাবে মানুষ চলাচল করতে পারে সেই ব্যাবস্তা করে দিন ভাই। আপনার প্রতি মানুষের আস্থা আছে।❤❤❤❤
এরকম নেতা হলে আর কিছু চাইনা লাভ ইউ ভাইয়া আপনার জন্য অনেক দোয়া রইলো এভাবেই এগিয়ে যান❤❤❤❤
মার্সাফি সাহেবের যে সততা, তার থেকে বলতে পারি, সে একটা সিদ্বান্ত নিবে ইনশাল্লাহ,, নড়াইল বাসীর কাছে মারসফি সাহেব কে আল্লাহ্ পাঠিয়েছেন নড়াইল বাসিকে ভালো রাখার জন্য,, আল্লাহ্ ওনার ভালো করবেন
ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ বানান টা এভাবে লিখলে ভালো হয়।
শুকরিয়া
ইনশাআল্লাহ আপনাদের আশা সফল হবে। কথা হয়েছে মাননীয় চীপ হুইপের সাথে। ধন্যবাদ সবাইকে।
ইন শা আল্লাহ
যদিও আমি নড়াইলের বাসিন্দা নই তবুও ক্যাপ্টেন ফ্যাস্টিকের প্রতি এতোটুকু ভরসা আছে যে তিনি নড়াইলবাসীর জন্য ভালো কিছুই করবেন.. ❤❤❤
যেখানে এলাকাবাসী দেখাচ্ছে সেখানেই যাতায়াত ব্যাবস্থা করতে হবে এমন তো না। এর আসেপাশে ৫ কিলোমিটার দেখতে হবে কোথায় নদী চওড়া কম, কোথায় ব্রিজের উপযোগী । কারন যোগাযোগ ব্যাবস্থার উপর উন্নয়ন নির্ভরশীল ।
নদী গবেষণা এবং পানি উন্নয়ন বোর্ডের পরামর্শে ব্রিজ করাই উত্তম
সমাধান: ১) ছোট পরিসরে ড্রেজার দিয়ে নদীর গভীরতা বৃদ্ধি করে, নৌকা বা লঞ্চ যেন ঘাটে ভিড়তে পারে , সেই ব্যবস্থা করা।
২) বৃহত্তর পরিসরে বাস, ট্রাক সবই যেন নদী পারাপার করতে পারে, তার জন্য ফেরির ব্যবস্থা করা।
৩) মহা পরিকল্পনার অংশ হিসেবে নদীর উপর দীর্ঘ সেতু নির্মাণ করা।
একজন সৎ ব্যক্তি হিসেবে অবশ্যই মনে রাখতে হবে, ব্যয় এর সকল অর্থ জনগণের , যা সরকারের কাছে আমানত। এই আমানতের অর্থের যেন অপব্যবহার বা খেয়ানত না হয়।
ধন্যবাদ সবাইকে, ক্যাপ্টেন মাশরাফির জন্য অনেক অনেক শুভকামনা।❤❤❤❤❤
১ নাম্বার টা করতে পারবে সহজে, আর এটা ভালো হবে।
ক্যাপ্টেন ম্যাশ চিন্তাভাবনা করে এই এলাকার মানুষের আশাটা পূরণ করবে
মাশরাফি ভাইয়ের কথাই ঠিক মনে হচ্ছে, এখানে বাশের চওড়া সাকো তৈরি করলে আপাতত সবচেয়ে ভাল হবে, তাতে টাকার অপচয় কম হবে বলে আমার মনে হয়, সিমেন্টের খুটি এবং লোহার এংগেল দিয়ে তারপর বাশের চাটাই ব্যবহার করলে অনেক মজবুত হবে।
প্রত্যেক উপজেলায় নাই হোক অন্তত প্রত্যেকটা জেলায় জেলায় একেকটা মাশরাফি থাকুক❤️
❤ মাশরাফি বিন মর্তুজা ভাই কে অনেক ধন্যবাদ ❤
লোহাগড়া কোনোদিন একজন মাশরাফি পাবে না।
ম্যাশ ভাইয়ের সুন্দর পরামর্শ 👏💐
রাস্ত তৈরী করা যায়, এলাকা থেকে রাস্তা টেনে নিয়ে মূল নদীর উপর দিয়ে উচু করে ব্রিজ করা যায় যাতে ব্রিজের নিচে দিয়ে বর্সার সময় ট্রলার বা ইঞ্জিন চালিত নৌযান গুলো ব্রিজের নিচে দিয়ে যেতে পারে।
অথবা ভ্যান, বহন উপোযোগী ট্রলারের ব্যবস্থাও করা যেতে পারে
সঠিক
Right
বলছে পদ্মা সেতুর অর্ধেক খরচ অনেক হবে তাই করবে না।
অনেক খরচ হবে মাশরাফি নিজেই বলল মাশরাফির স্বার্থের বাইরে
অল্প কিছু মানুষের জন্যে তো এতো টাকার বাজেট করা এখানে সম্ভব নাহ।
হবে ভাল এই টা কিন্তু খরচ প্রচুর
এখানে ঝুলন্ত "ক্যাবল কার" স্থাপন করে জনগণের পারাপারের ব্যবস্থা করার জন্য মাশরাফি ভাইয়ের কাছে অনুরোধ করছি।তাহলে জনগণের ভোগান্তি বিলুপ্ত হয়ে এই এলাকার নান্দনিক দৃশ্য তৈরি হবে এবং এলাকাটি পর্যটন এলাকায় পরিনত হয়ে এলাকার আর্থসামাজিক উন্নয়ন হবে।
Valo.. Lakce kintu vai.. Ai sob porichalona bay onek base..ar aita o mathay rakhte hobe..aita Bangladesh..
Ekdom moner kotha bolchen
সেরা কথা বলছো ভাই❤
ক্যাবল কারে সব কিছু নিয়ে পারাপার হওয়া যাবে না। মালামাল সহ পার হয় এখানে
জীবনে কোনো দিন নিজের চোখে দেখছ নি ভাই ক্যাবল কার। খালি টিভির মধ্যে দেইখা বইলা ফালাও। মাথার মধ্যে আছে নাকি পায়ে লম্বা হইলেতো পায়ে থাকবে এটাই স্বাভাবিক।
Old is not always gold. New generation could be a platinum too.
মাশরাফি ভাই আমাদের নড়াইল জেলার গর্ব না সারা বাংলাদেশের গর্ব আললাহ মাশরাফি ভাই এর নেক হায়াত কে বাড়িয়ে দিন আমিন
যশোর ঝাপার মতো ভাসমান ব্রিজ তো করা যাবে। নিচে ড্রাম দেন , ওপরে স্টিল না দিয়ে বাশ ব্যবহার করতে পারেন। ভাটির পানি কথা মাথায় রেখে ব্রিজ করা যেতে পারে
নৌকা পারাপার এ সমস্যা হবে
কোনো সমস্যা হবে না যশোর এর ঝাঁপাতে খুব সুন্দর ভাবে নৌকা পার হয় মাঝখান থেকে। সম্ভব হলে একটি ভিডিও দেখে নেবেন। ভাসমান ব্রিজটির নিচ দিয়ে যাতে নৌকা চলাচল করতে পারে তার সুপরিকল্পিত কাঠামো সেখানে বিদ্যমান । @@zahirulislammehadi3238
@@zahirulislammehadi3238 কোনো সমস্যা হবে না যশোর এর ঝাঁপাতে খুব সুন্দর ভাবে নৌকা পার হয় মাঝখান থেকে। সম্ভব হলে একটি ভিডিও দেখে নেবেন। ভাসমান ব্রিজটির নিচ দিয়ে যাতে নৌকা চলাচল করতে পারে তার সুপরিকল্পিত কাঠামো সেখানে বিদ্যমান ।
কোনো সমস্যা হবে না যশোর এর ঝাঁপাতে খুব সুন্দর ভাবে নৌকা পার হয় মাঝখান থেকে। সম্ভব হলে একটি ভিডিও দেখে নেবেন। ভাসমান ব্রিজটির নিচ দিয়ে যাতে নৌকা চলাচল করতে পারে তার সুপরিকল্পিত কাঠামো সেখানে বিদ্যমান । @@zahirulislammehadi3238
কোনো সমস্যা হবে না যশোর এর ঝাঁপাতে খুব সুন্দর ভাবে নৌকা পার হয় মাঝখান থেকে। সম্ভব হলে একটি ভিডিও দেখে নেবেন। ভাসমান ব্রিজটির নিচ দিয়ে যাতে নৌকা চলাচল করতে পারে তার সুপরিকল্পিত কাঠামো সেখানে বিদ্যমান ।
বস এমন এমপি মহোদয় বাংলাদেশের সব জায়গায় দরকার ❤❤
আমার একটা পরামর্শ হলো এখানে ভাসমান ব্রিজ করা যেতে পারে আর্মিদের ভাসমান ব্রিজের মত, যখন লাগবে না খুলে ফেলবে তাতে টাকার অপচয় হবে না ইনশাআল্লাহ
এটা তো অনেক ভালো আইডিয়া।
যখন খনন হবে খুলে ফললো।
মাশরাফির মতো আর ব্যারিস্টার সুমন এর মত এমপির দরকার
Right
যারা সত্যিকারের রাজনীতিবিদ তারা কখনো ঘরে বসে থাকতে পারে না, তারা মানুষের উপকারের কথা চিন্তা করে, মানুষের কাছে ছুটে যায়।💚💚💚💚
একটা ব্যাপার খেয়াল করছেন, অনেক মানুষ যার যার মতো কথা বলতে পারছেন উনার সাথে, কোন প্রটোকল বা বাধা নেই। এর থেকে সুন্দর জিনিস আর কি হতে পারে।
আর আমার "মাশরাফি" রে দেখলে এমনই ভালো লাগে। সত্যি মুগ্ধ তার ব্যক্তিত্বে।
মাশরাফি ভাই এগিয়ে যাও ❤❤❤❤
এরকম একজন এমপি হলে আর কিছু লাগবে না নড়াইলে 🥰লাভ ইউ ম্যাশ ভাই 😘
নদী খনন করে, দুই পাড়ে দুটি স্থায়ী ঘাট নির্মাণ করা সম্ভব হলে, স্থানীয় মানুষেরা নৌকা ব্যবহার করে নদী পারাপার করতে পারবে।
নদীর গভীরতা ঠিক থাকলে, স্থানীয় জেলেরা আর্থিক ভাবে স্বচ্ছলতা ফিরে পাবেন ইনশাআল্লাহ।
ধন্যবাদ ভাই আপনাকে উৎসাহিত করার জন্য
মাশরাফি ভাই আমাদের তরুণ সমাজের আইডল তারুণ্যের অহংকার ওনি সত্যবাদী সৎ মানুষ ❤❤❤
আসসালামুয়ালাইকুম ভাই জান কেমন আছেন আপনি ইনশাআল্লাহ
মাশরাফি বিন মর্তুজা ভায়ের জন্য দোয়া রয়লো অবিরাম ইনশাআল্লাহ 🤲🤲😪❤️
নড়াইল কে একদিন সোনার নড়াইল
বানিয়ে ফেলবে ইনশাআল্লাহ
একদিন সবাই আফসোস করবে যে কেন আমরা নড়াইলে জন্মগ্রহণ করলাম না।
আমাদের টাঙ্গাইলে কবে যে এরকম একজন মাশরাফি আসবে ।।।।
আল্লাহ যেন সব এলাকায় এরকম একজন মাশরাফিকে দিয়ে দেয়।।। মাশরাফি ভাইয়ের দীর্ঘ আয়ু কামনা করতেসি
আল্লাহ সুবহানাতায়ালা তাকে নেক হায়াত দান করুন আমিন।।।❤❤❤❤❤❤❤
আপাতত ৪ টি ট্রলার দেয়া হক পারাপারের জন্য ❤❤❤❤সুভ কামনা রইল
পাকিস্তানের ইমরান,,, আর আমাদের মাসরাফি,,,একদিন ওনিও প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
নদী যদি আয়তে বড় হয় এবং নদীর দুই পাড়ে যদি অসংখ্য লোক যাতায়াতের মাধ্যম থাকে এবং নদী মরে গিয়ে থাকে তাহলে নদীর দুই ধার দিয়ে রাস্তা করে এনে ছোট্ট একটা ব্রিজ করে দিলে হবে।
Vai the boss i love guru masrafi,,,,
We want Mashrafe Mortuza as a future Prime Minister ✌✌✌✌
Sera boss 💪
এমন একটা এমপি পুরা বাংলাদেশের গর্ব।।।
বস ইজ বস সময় ,ই বস
সেটা হোক খেলার মাঠে অথবা রাজনৈতিক অঙ্গনে ❤🎉
Better Option একটাই ইষ্টিল আর বাঁশ যদি লম্বা করে বানানো যায় plus মাছ-খানে যে পিলার গুলো গবে সেই গুলো খুবি শক্ত বা মজবুত হতে হবে আর feture যদি নদী টা খনন করে তো no problem আমাদের দেশনেত্তি অবশ্যই mash boss❤ এর কাজ টার কথা then তার এলাকার মানুষদের কথা চিন্তা করে অবশ্যই ভালো যে কোনো একটা উদ্দেক নিবে ইনশাআল্লাহ❤❤এই ভাবে যদি বানানো যায় তোবে ইনশাআল্লাহ মোটরসাইকেল বা ভ্যান সবি আরাম-ছে চলতে পারবে❤❤
May Allah bless Mash 💚💚❤️❤️💚💚
Excellent masrafe brother discuss
ভাই সব চেয়ে ভালো হবে 2দিকে 2টা সেলো মেশিনের নৌ কা দিন তাহলে। খরচ কম হবে আর একদিক থেকে একটা যাবে আরেক দিক থেকে আরেকটা আসবে এটাই মনে হয় ভালো হবে ধন্যবাদ মাশরাফি ভাই
নদী খরন করে দেন ভাই আর দুইটা নৌকা দেন দুইটা মাঝি রাখেন বেতন দেন ভাই এইটা উত্তম কাজ হবে ইনশাল্লাহ
লাভ ইউ কলিজা মাশরাফি বিন মর্তুজা❤
আমি ওখানে গেছিলাম, যায়গাটা অনেক সুন্দর, ওখানে বাশের বা কাটের তৈরি একটা ব্রিজ হলেও চলবে, তাহলে অনেকে যায়গাটা দেখতেও যাবে🙋♂️
প্রথমে জানতে হবে সেখানে কতো গুলো পরিবার বসবাস করে। তার উপর বাজেট।
Good luck
Love you Boss ❤❤
ভালো লাগলো 💖💖💖💖
আমাদের এখানে এমন একটা নদী আছে এমন ই দুরত্ব,,, যশোর রাজগঞ্জ ভাষনা ব্রিজ নামে পরিচিত,,,,ভাশনা ব্রিজ করতো বেশি টাকা লাগে না,,, বহু ড্রাম জোড়া দিয়ে তার উপরে লোহার পাত ফেলে যেটা বানাই,,,এটা করে দিলে লোকদের চলাচলের অনেক সুবিধা হবে,,,,,কারন আমাদের এখানে যে ব্রিজ টা করেছে আমার জানা মতে সে কোন সরকারি কর্মকর্তা না,,,,আপনি তো সরকারী কর্মকর্তা হয়তো চেষ্টা করলে আপনি এটা পারবেন😇
Allah mashrafe Vai ke o tar poribar ke sushtho jibone Dan korun Mon theke doa kore
Ami o ashci .. In sha Allah onek kaj korte parbo 🇨🇦
Bro you can do one thing.
Tader proyojon taa hocche nodi paar hoye bechakena/ business korbe .
Nodi bhalo kore clean kore feri type kichu ekta deya jay . Othoba floating bridge ache China te nodir kono problem hobe na . Oirokom bridge kora jay jeita diye transport cholte parbe
আমি মনে করি যখন নদী খনন করবে তখন কারটা তখন দেখা যাবে তবে আমি মনে করি বর্তমান অনুযায়ী মানুষ যে ভাবে চলাচল করতে পারে সে ব্যবস্থা করা উচিত। আরেকটা কথা , ম্যাপে যদি রাস্তা থেকে থাকে সে অনুযায়ী রাস্তা করা উচিত কারণ নদী খনন ম্যাপ অনুযায়ী তো হবে। ম্যাপের বাহীরে কিন্তু হবেনা।
নদীর পানির প্রবাহ ঠিক রেখে যতটুতু নদী সংকুচিত করলে সমস্যা হয় না সেটুটু ভরাট করে ভাসমান সেতু করাটাই উত্তম, ভাসমান সেতু পারাপারে টুল আদায় করে রক্ষণাবেক্ষণ খরচ তুলার ব্যবস্হা রেখে স্হানীয়ভাবে মাসরাফির সহযোগিতায় সেতুটি করা যেতে পারে, ইতিমধ্যে একটি সেতু তো সফলভাবে রানিং করতেছে।
পদ্দা সেতুর অর্ধেক,, দারুন ভালো লাগলো। মিথ্যা আশ্বাস ভালোনা।এটাই বিশ্বের প্রবাদ
বাঁশ দিয়ে করলে,যা,এক পিলার দিয়ে 2.50হাত চোওরা বিরিজ বানালে ভালো হতো , শুধু পিলারের কিছু খরচ হবে, আর উপরে একটা বিধ ধালায় তাহলে খরচ কম হবে ,ঠিকবে বেশি দিন,, ধন্যবাদ
যেমন বাঁশ দিয়ে কাজ করলে বছরে,বছরে করতে হবে, সেজন্য আমি এই টা সিলেক্ট করেছি ❤❤❤
মাশরাফি ভাই ইজ বেস্ট
এমপি হলে মাশরাফি বিন মুর্তজা ভাই এর মতোই হওয়া দরকার আমি একজন প্রবাশী সেই শুবাধে আমি চাই প্রত্যেক টা জেলার এমপি যে মাশরাফি বিন মুর্তজা ভাই এর মতোই হয়।
একটাই সমাধান আছে ফেরি বা নৌকা নিজ খরচে লোকজনকে পারাপারের ব্যবস্থা করে দেওয়া, মাঝি থাকবে বেতনভুক্ত সারাদিন তার ডিউটি হচ্ছে লোকজনকে পারাপার করা তাহলেই সম্ভব।
দশে মিলে করি কাজ হারি জিতি নয় লাভ
তিনটা পিলার স্থাপন করে ঝুলন্ত সেতু তৈরি করা যেতে পারে! নদীর দু'পাশে দুইটা আর মাঝখানে একটা পিলার দিয়ে ঝুলন্ত সেতু তৈরি করলে নান্দনিক সৌন্দর্য ফুটে উঠবে!! এবং সেই সাথে পুরো এলাকা পর্যটন কেন্দ্রে পরিণত হবে!! ফলে উন্নয়নের সাথে সাথে এলাকার আর্থিক অবস্থার পরিবর্তন হবে!!
স্টিল ব্রিজ করলে টাকা কম পরবে এটা করলে পারবেন সাথে যাতায়ত জন্য গাড়ি ও চলতে পারবে এবং কি ব্রিজে নিচে দিয়ে টলার জাহাজ নৌকা ইত্যাদি চলবে জনগনের জন্য ভালো হয়
বস বসই।।।
আমার মতে মূল নদীর পাড় পর্যন্ত সাধারণ মানের পিলার তৈরি করে তারপর মূল নদীতে ভাল মানের চার টি পিলার তৈরি করে সাধারণ জনগণের চলা চলের পথ তৈরি করা যেতে পারে কিন্তু এই সেতুর উপর দিয়ে ভারি যানবাহন চলাচল বন্ধ রাখতে হবে।
আসলেই কঠিন কাজ এতো বড় নদী
এখানে এমপি সাহেবের বাজেট কম৷ আবার গ্রাম বাসী চাচ্ছেন দীর্ঘ স্হায়ী সমাধান৷ এমপি সাহেবের উচিত নদীর এপার থেকে ওপার লম্বা করে ড্রেজার দিয়ে খনন করে ফেরী বা ট্রলার চালু করা৷
আমার মনে হয় দুপাশে মাটি দিয়ে কিছুটা রাস্তা বানিয়ে মাঝখানে একটা ছোট ব্রিজ করে দিলে জোয়ার ভাটাও থাকবে আর কম টাকায় একটা ব্রিজ হয়ে যাবে কম খরচে, এবং এলাকাবাসী দুর্ভোগ থেকে মুক্তি পাবে
Love u Mash.
এটা পদ্মা সেতুর অর্ধেক 😂
হুমম
দেড় থেকে ২কিলোমিটার চওড়া এই পয়েন্ট টা
ম্যাশ মানেই বস
আমি মনেকরি সরকারে সহযুগিতা চাওয়া দরকার এম পির ব্রিজ করার জন্য
আসসালামুয়ালাইকুম মাশরাফির ভাই এটা আমার মনে হয় চর পাঁচালী আর গোনাপাড়া খেয়াঘাট ধানকোড়া থেকে বন্ধু হয়ে যাওয়ার কারণে নদীটা অনেক গতি হারিয়ে ফেলে চর পুড়ে গেছে বালি ভোরের রাস্তা করলে বর্ষাকালে রাস্তা ভেঙে যাওয়ার ভয় আছে এ থেকে আপনার বাঁশের সাঁকো তরিক করলে অনেকদিন টিকবে না শুধু আসা যাওয়ার জন্য 3 ফিট বা 4 ফিট চওড়া করে চৈত্র মৌসুমে যদ্দুর পানি থাকে ততদূর একটা ব্রিজ করে দিলে ভালো হয়❤❤❤❤❤❤❤
কিশোরগঞ্জের মিঠামইনের মত একটি রাস্তা করা হোক
যেহেতু এটা নদীপথ এবং সরকারি সম্পত্তি। এটাকে যদি স্থলপথে রুপান্তরের কোন অপশন না থাকে তাহলে আমরা এটাকে নদীপথ হিসেবেই রাখতে পারি। নদীপথ হিসেবে রেখেই এর আধুনিকায়ন করা যেতে পারে। যার ফলে খরচও কমে হবে আর এলাকার মানুষের দুর্ভোগও কমবে.........
Big fan vai support to pete pari
সে বস❤❤❤❤
Asslamualikum amazing subhanalla alhamdulilha keep it up sir. You are right ✅ Better you build proper berrege ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আমি মনে করি, যেহেতু এটা সারা টা নদী,,তাহলে রাস্তা ব্রীজ এই কাজ অসম্ভব তাই নদীকে নদী করে দিন,,তাদের কে নৌ পথ করে দিন,,নদী আরো সুন্দর করে নৌকার পথ করে দিন,,এখন তো তাদের না আছে নদী না আছে পথ,, তাই নৌকার পথ করে দিন
Mash cap hisabe o best MP hisabe o best.
Asa cilo aybar kuno montri hbe. Jak. Inshaallah nxt time e montri hbe
সব আসনে একজন মাশরাফী /সুমন দরকার!!!
রাউজান,পাহাড়তলী ইউনিয়নে খৈয়াখালী গ্রাম +কদলপুর ইউনিয়ন সংযোগ সেতু টি দেকলে মনে হয় করা যাবে।একটু নজরে আনতে পারেন।
পা পাংখার চর এর মানুষের এই দাবি পূরণ করা হোক, এই নদী একসময় এতটাই খরস্রোতা ছিল যে বড় বড় স্টিমার লঞ্চ এখানে চলাফেরা করেছে। আমার বাড়ি গোপালগঞ্জ আমার ফুফু বাড়ি কিন্তু নদীর ওপারে। সুতরাং নড়াইলের এ অংশের সঙ্গে গোপালগঞ্জের মানুষের নাড়ীর সম্পর্ক।
সব এমপি জদি এমন হতো বাংলা দেশ সোনার বাংলা হতো
মাশরাফি ভাইকে আমার চাই
মিঠামাইন কে স্মরণ করুন, জনগণ নিয়ে ভাবলে বাজেট কোন ব্যাপার না, মাঝে একটা সেতু থাকবে দুইদিকে রাস্তা থাকবে রাস্তার দুই ধার বাধা থাকবে, এটা তো কোনো আর বহ...মান নদী না, সৎ ইচ্ছা থাকলে সবই সম্ভব যেটা ক্যাপ্টেন এর মধ্যে আছে।
মাত্র ৫০০শ এর মতো মানুষের বসবাস এখানে, এছাড়া অপর পাড়ের গোপালগঞ্জের মানুষের এপাশে আসার প্রয়োজন হয়না।
500 Jon ki manush na...tader jaygay Jodi apni hoten tokhon???
সব জায়গায় বড় রাস্তা বা ব্রিজ হয় না, এমনটা হলে বাংলাদেশের প্রতিটা জায়গায় বড় বড় রাস্তা ও ব্রিজ থাকতো।
জায়গাটা খুব ভালো লাগছে
ভাই শক্ত কাঠ দিয়ে পাটাতনের একটা ব্রিজ করে দিলে ভালো হয় খুঁটি গুলা দিবেন গজারি গাছের আর পাটাতন গুলো দিবেন একটু শক্ত কাঠের তাহলে ব্রিজটা মজবুত হবে মানুষ চলাচল করতে পারবে আবার যখন দরকার হবে তখন ভেঙ্গেও ফেলা যাবে টাকাও কম খরচ হবে
Dream sistem akta sakho dwa jaby jahyto sorkare jaiga🌺🌺🌺🌺🌺
❤❤❤❤❤❤ u masrfe vai
Joy, bangla joy bongobondhu
সবখানেই তো নদীর প্রশস্থতা এক নাহ, সে হিসেবে যেখানে প্রশস্থতা কম & উভয় পাশের রাস্তা এক্সিসটিং আছে এমন কোন জায়গায় ব্রিজ করার পরামর্শ দেওয়া যেতে পারে সেক্ষেত্রে প্যারাবলিক স্লোপ একটু বেশি দিলে ব্রিজের দৈর্ঘ্যও কিছুটা কমানো সম্ভব, তবে নেভিগেশন কেমন সেটাও ১টা ইম্প্যাক্ট এখানে, নৌযান স্বাভাবিক হারে হলে উপরোক্ত পদ্ধতিতে ব্রিজ করাই যায়। এসব কিছুর পরেও যদি দেখা যায় যে সব কিছু বিবেচনায় আনা যাচ্ছে নাহ তবে সাবমার্জড (ভাসমান) ব্রিজ করা যেতে পারে, তবে সেটা খুব বেশি যানবাহন সহনীয় হবে কিনা এ বিষয়ে বলতে পারতেছিনাহ।
(ভূলত্রুটি মার্জনীয়)
ধন্যবাদ
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেই কাম সাকসেস 😂
আমার কাছে একটা সহজ সমাধান আছে, এতে করে একটা ব্যাবসাও হয়ে যাবে, এখানে সরকারি খরচে ক্যাবল লিফট কার বসানো যায়, সব মিলিয়ে হয়ত ১ কোটি টাকার মত খরচ হবে, এটাকে পর্যটন মন্ত্রণালয়ের অধীনে রেখে ম্যানেজমেন্ট করা যাবে ৪/৫ টা লিফট রেখে অপারেট করলে সকল সমস্যার সমাধান।
বাংলাদেশের বিভিন্ন যায়গা থেকে অচল ফেরীগুলো নিয়ে এসে পানির গতিপথ স্বাভাবিক রাখার স্বার্থে কিছুটা দূরত্ব রেখে ফেরীগুলো সারিবদ্ধভাবে যদি দাঁড় করিয়ে রাখা যায় তাহলে হয়তো সমস্যাটা কম বাজেটে আর সহজে করা সম্ভব।
আমাদের আফিল সাহেবের চেহারা ও দেখা যায় না
মাশাহ আল্লাহ
সত্যি কথা বলতে আমরা একসময় এরকম একটি সমস্যায় ছিলাম আমাদের মাননীয় এমপি একটি ব্রিজ দিয়ে সমস্যার সমাধান দিয়েছেন
আমি দোয়া করি আল্লাহ পাক রাব্বুল আলামীন তাদের সমস্যা সমাধান করে দেব