তোমার কথা বলার ধরন টা খুব ভালো লাগে, একদম সাদামাটা, কোনো নাটকীয় বা Artificial কিছু নেই, এটাই আমার পছন্দের, আমার শুভেচ্ছা রইলো তোমাদের জন্য, ভালো থেকো, From Hooghly...
খুব ভালো লাগলো। বিশেষ করে তোমার বলার ধরণটা। যে জন্য তোমার সমস্ত ব্লগ নিয়মিত দেখি । ভালো থেকো আর USA ফিরে এভাবেই ব্লগ করে যেও। তুমি বললাম কারণ তুমি বয়সে অনেকটাই ছোটো।শুভেচ্ছা রইলো। চন্দননগর,হুগলি।
আপনার ভিডিওটা দেখতে দেখতে কখন হঠাৎ শেষ পর্যায় চলে যায় বুঝতেই পারিনা। ভিডিও টা শেষ হয়ে গেলে মনটা খারাপ হয়ে যায়।আপনি বিদেশে থেকেও আপনার বাচ্চাদের মধ্যে বাঙালিয়ানা, দেশের প্রতি এতো ভালোবাসা তাদের মনে জাগিয়ে তোলার যে শিক্ষা আপনি দিচ্ছেন তার জন্য অনেক ধন্যবাদ। আমার প্রণাম নেবেন। খুব ভালো থাকবেন।
মহুয়াদির দিদার প্রতি ভালোবাসা দেখে, আমার নিজের দিদার কথা মনে পড়ে যায়। আমিও উদয়নারায়নপুর এর কাছাকাছি পুড়শুরার বাসিন্দা। আপনাকে আমার প্রচুর ভালো লাগে আপনার ব্লগ আমি নিয়মিত দেখি। আপনার জন্য প্রচুর ভালোবাসা শুভকামনা রইল।
আমি সাধারণত ভ্লগ দেখি না, কিন্তু এত্ত স্নিন্ধ, এত্ত মার্জিত, এত্ত সুন্দর পরিবেশ গড়ে তোলেন আপনি যেখানেই যান, খুব আতিথেয়তা বোধ করি। কোনোদিন দেখা হবে না কারণ আমি উত্তরবঙ্গের বাসিন্দা, কিন্তু দেখা হলে কটা প্রশ্ন রেডি আছে জিজ্ঞেস করব ♥️
খুব ভালো লাগছে এখানে আসার পর থেকে আপনি যে মুহূর্তগুলো আমাদের সঙ্গে share করেছেন। তবে একটা কথা না বললেই নয়, মেহা এবং রামকৃষ্ণ দুজনেই যেকোনো জায়গায় হাসিমুখে মানিয়ে নেওয়ার যে শিক্ষা আপনাদের থেকে পেয়েছে বা পাচ্ছে তা অবশ্যই প্রশংসনীয়। খুব আনন্দে কাটান এই কয়েকটা দিন। মানিকদাও তাড়াতাড়ি join করুক আপনাদের সঙ্গে।😊💝
Amake akta katha bolben please. Amar desh er bari Howrah district er Udaynarayan pur....ai Udaynarayan pur ki alada Hoogli district te ki kono Udaynarayan pur ache?
এই সুখ স্মৃতি কে পাথেয় করে আপনি আবার দুরে চলে যাবেন। যখন মন খারাপ লাগবে তখন এই স্মৃতি গুলো আপনার মন ভালো করে দেবে। আপনার ব্লগ গুলোর মধ্যে একটা হ্যাপি ফিলিং আছে। বাস্তবে আমরা কেউ হ্যাপি নেই।
আপনি যে Vlog গুলোই করেন প্রত্যেকটাই খুব সাবলীল ভাবে বর্ণনা করেন। সেই সঙ্গে অসাধারণ ফটোগ্রাফি তো আছেই। সত্যিই ঘরে বসেই আপনার প্রতিটি vlog ই খুব এনজয় করি। দূরে থেকেও মনে হয় জায়গাগুলোতে নিজেই ট্রাভেল করছি। আরও নতুন কিছু দেখার অপেক্ষায় থাকলাম। আপনি আর আপনার পুরো পরিবার খুব ভালো থাকবেন।
দিদি আপনার vlog দেখতে খুব ভালো লাগে। আমার বাড়ি হুগলীর জাঙ্গীপাড়ায়.... আর উদয়নারায়ণপুর bridge খুবই কাছে । প্রতিদিন vlog এ আমেরিকার রাস্তা দেখে অভ্যস্ত আজ নিজের এলাকার চেনা রাস্তা দেখে খুব ভালো লাগলো। আপনি এতো কাছ থেকে ঘুরে যাবেন ভাবতেই পারিনি... দিদি আপনারা সবাই ভালো থাকবেন।
আমার দিদার দেহাবসান হয়েছে তিন বছর আগে। চোখে জল এলো যখন আপনি বললেন "চার বছরের আশীর্বাদ নিয়ে নিই"..... by the way....খুব heart touching একটি ভ্লগ......❤️❤️❤️ from bolpur Shantiniketan.....
তোমার মামার বাড়ি আমাদের এখানে জানতাম না। এত দিন তোমার ভ্লগ দেখছি দিদি ,,, কিন্তু আজ কোথাও যেন মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ পেলাম। রসিদপুর সুকান্ত পার্ক কে কখনো তোমার ভ্লগে পাবো জানতাম না।
আপনার ব্লগ আর প্রশংসার মাধ্যমে নিজের রাজ্যর ভালো দিকটাও উঠে আসে, নয়তো পশ্চিমবাংলায় কিচ্ছু নেই ( আমরা বলবো কিন্তু জায়গা ছাড়বো না) মানষিকতার লোকের কথা শুনতে শুনতে কান ঝালাফালা। কি সুন্দর সাজিয়ে খেতে দিয়েছে, এইজন্যই বলে মামাবাড়ি ভারি মজা কিল চড় নাই। খুব খুব ভালো লাগলো। আপনার ব্লগের পরেই মনে হয় ইস আরেকটু বড় হলে পারতো। ❤️👌❤️👌❤️
ekdam , uni valo dik ta i bolchen, kono jaiga sudhu kharap hai na abar valo hai na, ami 19 bachar dhore bangalore e thaki tao ekhon jaiga te ke nijer korte parlam na. . .amar oi kashbon ,pukur ar matir rastai valo lage. . .
দিদি তুমি যখন বাজার বা অন্য কোথাও যাও অার বলো চলুন আপনাদের সাথে করে নিয়ে যায় তখন মনে হয় আমরা সত্যি তোমার সাথেই আছি মনটা খুশিতে ভরে ওঠে. তোমরা সবাই খুব ভালো থাকো 💖💖💖💖
আমার মামার বাড়িও ওখানেই মহুয়া দি। উদয়নারানপুর থেকে একটু ভিতরে রামপুর। তবে উদয়নারানপুর জায়গা তাও আমার চেনা জায়গা। আনন্দময়ী সিনেমা হলে কত্ব সিনেমা দেখেছি একটা সময় ছোটমামার সাথে। আমারো নারীর টান আছে ওখানের মাটির সাথে। আমার জন্মই তো ওখানে মামার বাড়িতে। তোমার দিদা কে দেখে আমার দিদার কথা মনে পরে গেলো গো ❤❤❤❤❤❤ খুব ভালো লাগলো 😊😊ভাল থেকো সবাই ভালো থাকুক ❤❤❤❤
সারাদিন কাজকর্মের পর, তোমার vlog পেলে যেনো মনটা খুব ভালো হয়ে যায় , আমার বন্ধুমহলে তোমার vloger প্রসংশা সবার মুখে মুখে,ভালো থেকো আর এভাবেই আমাদের আনন্দ দিতে থাকো 💖💕❤️💗
মেহার বাংলা লেখা দেখে খুব ভাল লাগল, আমার এক বন্ধু যার সাথে স্কুলে একসাথে পড়তাম সে এখন টেক্সাসের দিকে থাকে ওর ছেলে মেয়েরা বাংলা অল্প অল্প বুঝতে পারে কিন্তু বলতে বা লিখতে পারেনা। আপনি যে মেহাকে বিদেশেও ওর মাতৃভাষা শেখাচ্ছেন এটে জেনেও খুব ভালো লাগল ।
Wow what a beautiful Family! Why on earth you are staying aboard leaving such wonderful, loving ,kind Family! Your children are missing out so much! Love watching such beautiful culture and family values. এমন আশ্চর্যজনক বাঙালি খাবার আমি আর পাব না, আমি আপনার সাথে খেয়েছি বোন |
খুব ভালো লাগলো আপনার মামার বাড়ি ভ্রমণ টি। আপনার উপস্থাপনা তো আকর্ষণীয় বটেই, তার সঙ্গে আমার বিশেষ ভালো লাগার কারণ টি হলো আমার মামার বাড়ি ও হুগলী র জাঙ্গিপাড়া য়। তাই আপনার blog টি দেখতে দেখতে বড় nostalgic হয়ে পড়ছিলাম। 👍❤️
সত্যি আপনার মুখে উদয়নারায়নপুর নামটা শুনে কেমন যেন একটু চমকে গেলাম। সেই সুদূর আমেরিকায় থাকেন আর এখানে আমাদের উদয়নারায়ণপুরে এসে ঘুরে গেলেন খুবই ভালো লাগলো দেখে ❤️
Khub valo laglo video ta dekhe ..ami khub kadlam tomar dida ke ador dekhe amar didar kotha mone pore gelo..onek agei ami amar dida ke hariyechi...tai tomar dida ke dekhe amar khub valo laglo
দিদি আপনার খাওয়া দেখে আমার ও লোভ লেগে গেছে,, আমি ও খেতে বসে পরলাম,, তবে এত কিছু ছিলনা,, সাধারণ খাবার খেলাম ,,, তবে খুব ভালো লাগলো👌,, আপনার মামার বাড়ি বেড়ানো টা দেখে,,
Didi khub valo laglo... Khete bose apnar BORI bolar dhoron ta khub misti... Pochonder jinis onek din por pawa gele mon vore jai... Sei bapar ta apnar kothai sob somoy pai .... Valo thakben.DIDA k pronam janaben... 💝💝
পিসি মা কে দেখে ভালো লাগলো, babai এর মেয়েরা এখন কতো বড়ো হয়ে গেছে. কতো আড্ডা দিয়েছি ওই বাড়িতে, তখন pisemosai বেঁচে ছিলেন. যাইহোক তোর vlog খুব ভালো লাগে, sub করাও আছে. সবাই ভালো থাকিস, Rama আর mehar জন্য অনেক স্নেহ ভালোবাসা রইল.
Didi mon bhore galo ,thik ei rokom e anondo lage bari gele ! Apnar shathe amader o manoshbhromon holo banglai,matir tan onubhuto holo!5 Boro bhalo laglo ! Protiti pod amader o khub priyo Mach o taritarkarir shad amader banglar moto kothai nei !
খুব খুব খুব ভালো লেগেছে আমার আপনার এই মনোভাবটা।এই সবাইকে নিয়ে চলার মনোভাবটাই মানুষকে অনেক দূর এগিয়ে দেয়। এতটা আন্তরিকতা একাত্মতা বোধ আজকাল বড় একটা চোখে পড়ে না।আপনার এই ব্লগ আমাদের সমাজের অনেককে অনেক কিছু শেখার আলো দেখায়। আর শুধু কিছু শেখাই নয়,কথাও যে কত সুন্দর করে আন্তরিক করে মজা করে বলা যায় সেই শিক্ষাও আমাদের দিয়ে যায়।আমি খুঁজে খুঁজে প্রত্যেকদিন আপনার ব্লগ গুলো দেখি শুনি আর অনেক আনন্দ পাই। আপনারা সব্বাই অনেক অনেক ভালো থাকবেন,সাবধানে থাকবেন আর সুস্থ থাকবেন।
সব কিছুই তোমার কাছে কি সুন্দর! আর কি ভালো লাগছে! শুনতে আমার ও খুব ভালো লাগে। তুমি যা বলো অন্তর থেকে বলো। তুমি একবার রামকৃষ্ণ কে দিয়ে কিছু বলাও ওর কথা শুনতে খুব ইচ্ছে করে। একবার অন্তত বলিও।
বুঝলেন দিদিভাই আপনি তো তবু চার বছর পর দিদার আশীর্বাদ পেলেন আর আমি চিরতরের জন্য হারিয়ে ফেলেছি দিদাকে চার বছর হল। আপনার দিদাকে দেখে জানি না আমার দিদার কত ভীষণ ভীষণ মনে পড়ছে। আমিও যখনই দিদার সাথে দেখা করতে যেতাম এরকম জড়িয়ে ধরতো আর জিজ্ঞেস করতাম শরীরটা কেমন আছে? দিদাও বলতো ভালো না দিদা, আজকে স্মৃতিগুলোর যেন খুব টাটকা হয়ে গেল। ভালো থাকুক আপনার দিদা ভালো থাকুন আপনি।
hello Mohua from another Mohuya from u.s.a. Maryland very close to washington D.C. hope you are enjoying your trip. please have lot of fun with your children and family.stay safe and healthy.
Ami apnar channel ek jon notun subscriber. Ae episode ta khub bhalo laglo. Ameo probasi tobe India te e thaki. Onek bochor hoye gache Kolkata jai ni. Apnar didake dekhe mon ta bhore galo. Amar Dida mara gachen. Tai se episode ta khub heart touching. Apnar santo voice ta khub bhalo lage........Joyeeta
Didi vai ami first tomer vlog dekhchi....khb valo laglo ..tomer golar voice r kotha bolar dhoron ta amake khb akorson korechea .......ami Kolkata meye , Medinipur a amr sosur bari ......😊😊
Wow you’re so lucky to have your Dida still alive, I lost my paternal grandparents when I was 10, and lost my Dida when I was 24 years old in 2004, I never got to see my maternal grandfather as he passed away when my Mother was 11 years old in the late 50’s , cherish every moment with them.
প্রবাসে ঘরকন্যা নয়... এ যেনো প্রবাসে দশভূজা . এই ভিডিও টা আগেও বহুবার দেখেছি তবুও আজে আবার দেখলাম ,সারা শরীর মনে এক অপরিসীম আনন্দ , ভালোলাগা ❤❤❤❤
মাটির টান,যতই আপনি বিদেশে থাকুন,শিকড় টা দেশে,দারুন লাগলো,
তোমার কথা বলার ধরন টা খুব ভালো লাগে, একদম সাদামাটা, কোনো নাটকীয় বা Artificial কিছু নেই, এটাই আমার পছন্দের, আমার শুভেচ্ছা রইলো তোমাদের জন্য, ভালো থেকো, From Hooghly...
Ekdom thik bolechen
একমত, কথার মধ্যে সুন্দর একটা মাটির গন্ধ আছে....
খুব ভালো লাগলো। বিশেষ করে তোমার বলার ধরণটা। যে জন্য তোমার সমস্ত ব্লগ নিয়মিত দেখি । ভালো থেকো আর USA ফিরে এভাবেই ব্লগ করে যেও। তুমি বললাম কারণ তুমি বয়সে অনেকটাই ছোটো।শুভেচ্ছা রইলো। চন্দননগর,হুগলি।
Ekdom thik bolechen 👌❤️
Amar poribare jog dao please didivai
মেহার বাংলার উন্নতি আমাকে মুগ্ধ করল। আমাদের এখানে কিছু কিছু বাঙালি বাংলা ভোলা তেই আত্মশ্লাঘা বোধ করে।
আপনার ভিডিওটা দেখতে দেখতে কখন হঠাৎ শেষ পর্যায় চলে যায় বুঝতেই পারিনা। ভিডিও টা শেষ হয়ে গেলে মনটা খারাপ হয়ে যায়।আপনি বিদেশে থেকেও আপনার বাচ্চাদের মধ্যে বাঙালিয়ানা, দেশের প্রতি এতো ভালোবাসা তাদের মনে জাগিয়ে তোলার যে শিক্ষা আপনি দিচ্ছেন তার জন্য অনেক ধন্যবাদ। আমার প্রণাম নেবেন। খুব ভালো থাকবেন।
Amar poribare jog dao please didivai
মহুয়াদির দিদার প্রতি ভালোবাসা দেখে, আমার নিজের দিদার কথা মনে পড়ে যায়। আমিও উদয়নারায়নপুর এর কাছাকাছি পুড়শুরার বাসিন্দা। আপনাকে আমার প্রচুর ভালো লাগে আপনার ব্লগ আমি নিয়মিত দেখি। আপনার জন্য প্রচুর ভালোবাসা শুভকামনা রইল।
তোমার দিদা কে প্রনাম, আমার বাড়ি বাগনান,কথা গুলো শুনতে বেশ ভালো লাগে,রামকৃষ্ণ কে ❤❤❤❤
নিজের মানুষদের সঙ্গে দেখা হলে কি আনন্দ লাগে ঠিক আমার ও তোমার মত আনন্দ হয়। খুব ভালো লাগলো
এত ভালবাসা, স্নেহ, মায়া, মমতা মাখা এক সংসারের জলছবি, চোখ ভিজে এল
আমি সাধারণত ভ্লগ দেখি না, কিন্তু এত্ত স্নিন্ধ, এত্ত মার্জিত, এত্ত সুন্দর পরিবেশ গড়ে তোলেন আপনি যেখানেই যান, খুব আতিথেয়তা বোধ করি। কোনোদিন দেখা হবে না কারণ আমি উত্তরবঙ্গের বাসিন্দা, কিন্তু দেখা হলে কটা প্রশ্ন রেডি আছে জিজ্ঞেস করব ♥️
❤️
Same
ekdom thik kotha❤
খুব ভালো লাগছে এখানে আসার পর থেকে আপনি যে মুহূর্তগুলো আমাদের সঙ্গে share করেছেন। তবে একটা কথা না বললেই নয়, মেহা এবং রামকৃষ্ণ দুজনেই যেকোনো জায়গায় হাসিমুখে মানিয়ে নেওয়ার যে শিক্ষা আপনাদের থেকে পেয়েছে বা পাচ্ছে তা অবশ্যই প্রশংসনীয়। খুব আনন্দে কাটান এই কয়েকটা দিন। মানিকদাও তাড়াতাড়ি join করুক আপনাদের সঙ্গে।😊💝
ruclips.net/video/FojQ819OQJE/видео.html চলুন আজ একটু মামাবাড়ী যাই..দিদাকে দেখে আসি 😊হুগলী #bengalivlog #banglaranna
আপনি তো বেশ মাটি তে বাবু হয়ে বসে বেশ খাবার খেতে পারলেন..
Akdam thik moner katha bolechen.
Yes you are right. We all should convey our root to our next generation.
Amar poribare jog dao please didivai
আমি হুগলীর পুরশুড়া থেকে, খুব ভালো লাগলো আপনি হুগলীতে এসেছিলেন। অসাধারণ একটা পরিবার। খুব সুখি ও শান্তি সমৃদ্ধি জীবন কামনা করি
Amake akta katha bolben please. Amar desh er bari Howrah district er Udaynarayan pur....ai Udaynarayan pur ki alada Hoogli district te ki kono Udaynarayan pur ache?
এই সুখ স্মৃতি কে পাথেয় করে আপনি আবার দুরে চলে যাবেন। যখন মন খারাপ লাগবে তখন এই স্মৃতি গুলো আপনার মন ভালো করে দেবে। আপনার ব্লগ গুলোর মধ্যে একটা হ্যাপি ফিলিং আছে। বাস্তবে আমরা কেউ হ্যাপি নেই।
আপনি যে Vlog গুলোই করেন প্রত্যেকটাই খুব সাবলীল ভাবে বর্ণনা করেন। সেই সঙ্গে অসাধারণ ফটোগ্রাফি তো আছেই। সত্যিই ঘরে বসেই আপনার প্রতিটি vlog ই খুব এনজয় করি। দূরে থেকেও মনে হয় জায়গাগুলোতে নিজেই ট্রাভেল করছি। আরও নতুন কিছু দেখার অপেক্ষায় থাকলাম। আপনি আর আপনার পুরো পরিবার খুব ভালো থাকবেন।
দিদি আপনার vlog দেখতে খুব ভালো লাগে। আমার বাড়ি হুগলীর জাঙ্গীপাড়ায়.... আর উদয়নারায়ণপুর bridge খুবই কাছে । প্রতিদিন vlog এ আমেরিকার রাস্তা দেখে অভ্যস্ত আজ নিজের এলাকার চেনা রাস্তা দেখে খুব ভালো লাগলো। আপনি এতো কাছ থেকে ঘুরে যাবেন ভাবতেই পারিনি...
দিদি আপনারা সবাই ভালো থাকবেন।
খুব ভালো লাগলো মেহা ও রামকৃষ্ণ সকলের সাথে কি সুন্দর মিলে মিশে রয়েছে।🎉🥰
বহু দিন পর কাছের মানুষকে পেলে তার অনুভূতি আলাদা, চোখে জল চলে আসলো
খুব ভালো।আমরা শুধু তোমাকে RUclips এ দেখি তুমি দেশের বারী এসেছো এটা ভাবলে ও খুব ভালো লাগে শুভকামনা রইলো ভালো থেকো।
আমার দিদার দেহাবসান হয়েছে তিন বছর আগে। চোখে জল এলো যখন আপনি বললেন "চার বছরের আশীর্বাদ নিয়ে নিই"..... by the way....খুব heart touching একটি ভ্লগ......❤️❤️❤️ from bolpur Shantiniketan.....
Amar poribare jog dao please
তোমার মামার বাড়ি আমাদের এখানে জানতাম না। এত দিন তোমার ভ্লগ দেখছি দিদি ,,, কিন্তু আজ কোথাও যেন মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ পেলাম। রসিদপুর সুকান্ত পার্ক কে কখনো তোমার ভ্লগে পাবো জানতাম না।
বিউটিদি! নামটা তো বেশ 😊 আপনার এই সহজ সরল ভিডিও গুলো এত মন প্রাণ ছুয়ে যায় কারণ এগুলোই জীবনের আসল স্বাদ। খুব খুব ভাল
মহুয়া , খুব ভালো লাগলো তোমার বাচ্চাদের দেখে । অত দূর বিদেশে থেকেও তুমি ওদের খুব ভালো শিক্ষা দিয়েছো । খুব ভালো থেকো
Amar poribare jog dao please didivai
সত্যি মামার বাড়ির মজাই আলাদা হয়।
নিজের আপন জনে দের পাবার অনুভূতি অন্যরকম । খুব ভালো থাকুন সবাই। খুব ভালো লাগলো সবাই কে দেখে।
Amar poribare jog dao please didivai
ভীষণ ভালো লাগলো ।আর এই মিলনাত্মক দৃশ্য খুশিতে চোখে জল এসে গেল ।
Amar poribare jog dao please didivai
আপনার ব্লগ আর প্রশংসার মাধ্যমে নিজের রাজ্যর ভালো দিকটাও উঠে আসে, নয়তো পশ্চিমবাংলায় কিচ্ছু নেই ( আমরা বলবো কিন্তু জায়গা ছাড়বো না) মানষিকতার লোকের কথা শুনতে শুনতে কান ঝালাফালা। কি সুন্দর সাজিয়ে খেতে দিয়েছে, এইজন্যই বলে মামাবাড়ি ভারি মজা কিল চড় নাই। খুব খুব ভালো লাগলো। আপনার ব্লগের পরেই মনে হয় ইস আরেকটু বড় হলে পারতো। ❤️👌❤️👌❤️
ekdam , uni valo dik ta i bolchen, kono jaiga sudhu kharap hai na abar valo hai na, ami 19 bachar dhore bangalore e thaki tao ekhon jaiga te ke nijer korte parlam na. . .amar oi kashbon ,pukur ar matir rastai valo lage. . .
অসাধারন লাগলো আমরাও খুব খুব খুশি হলাম দিদি তোমার খুশি দেখে।খুব আনন্দ করো
Apni erokom ei thakun…..apnar vlog maya momotai bhora….aajkal ja sob vlogger sarakhon nijeder dhaak bajacche….apni puropuri alada, khub bhalo!
এই নিয়ে তিন বার এই ভিডিও টা দেখছি ।ভীষণ ভালো লাগে।শুধু খাবার পাতে একটু ঘি আর কাচাঁ লঙ্কা হলে আরও ভালো লাগতো।
উদয়নারায়ণ পুর বোধহয় হাওড়া ডিস্ট্রিক্ট। হুগলী র বর্ডারে। চমৎকার ভ্লগ। ভালো থাকবেন ম্যাডাম। বাচ্চাদের সাবধানে রাখবেন। মানিক বাবুর খবর দেবেন।
Ha Udaynarayanpur Howrah ey
Udaynarayanpur howrah district .pash theke hooghly dt. start.
Udaynarayanpur e Damodor er bridge cross kora mnei hooghly pore jai
সোনা গো
Hmm
হঠাৎ ইউটিউব খুলে দেখি তোমার ভিডিও।দেখলাম আর তোমার কণ্ঠস্বর এর প্রেমে পরে গেলাম।তোমার কণ্ঠস্বর আমার ভীষণ ভালো লাগে।
আমি উদায়নারায়ন পুরের বাসিন্দা।
দিদি তুমি যখন বাজার বা অন্য কোথাও যাও অার বলো চলুন আপনাদের সাথে করে নিয়ে যায় তখন মনে হয় আমরা সত্যি তোমার সাথেই আছি মনটা খুশিতে ভরে ওঠে. তোমরা সবাই খুব ভালো থাকো 💖💖💖💖
আমার মামার বাড়িও ওখানেই মহুয়া দি। উদয়নারানপুর থেকে একটু ভিতরে রামপুর। তবে উদয়নারানপুর জায়গা তাও আমার চেনা জায়গা। আনন্দময়ী সিনেমা হলে কত্ব সিনেমা দেখেছি একটা সময় ছোটমামার সাথে। আমারো নারীর টান আছে ওখানের মাটির সাথে। আমার জন্মই তো ওখানে মামার বাড়িতে। তোমার দিদা কে দেখে আমার দিদার কথা মনে পরে গেলো গো ❤❤❤❤❤❤ খুব ভালো লাগলো 😊😊ভাল থেকো সবাই ভালো থাকুক ❤❤❤❤
সারাদিন কাজকর্মের পর, তোমার vlog পেলে যেনো মনটা খুব ভালো হয়ে যায় , আমার বন্ধুমহলে তোমার vloger প্রসংশা সবার মুখে মুখে,ভালো থেকো আর এভাবেই আমাদের আনন্দ দিতে থাকো 💖💕❤️💗
যা বলেছেন আমর ও খুব ভালো লাগে
Amar poribare jog dao please didivai
khub bhalo laglo apnar mamar bari dekhe sobai eksathe darun bhalo thakun enjoy korun jibaner sundor dingulo..
মেহার বাংলা লেখা দেখে খুব ভাল লাগল, আমার এক বন্ধু যার সাথে স্কুলে একসাথে পড়তাম সে এখন টেক্সাসের দিকে থাকে ওর ছেলে মেয়েরা বাংলা অল্প অল্প বুঝতে পারে কিন্তু বলতে বা লিখতে পারেনা। আপনি যে মেহাকে বিদেশেও ওর মাতৃভাষা শেখাচ্ছেন এটে জেনেও খুব ভালো লাগল ।
Amar poribare jog dao please dadavai
Eto bhalo laglo purota dekhe.Tumi mamabarir ranna eto sundor guchie khele khub sundor laglo.Tomar achoron ,tomar baybohar eto sundor ,sob milie tumi manus ta khub bhalo.Sobsomoy erokom bhaloi theko ei kamona kori
তোমার ভিডিও র জন্যে অপেক্ষায় থাকি ...... খুব enjoy করো ... অনেক অনেক শুভেচ্ছা.... রামকৃষ্ণ আর মেহার জন্যে রইলো প্রাণ ভরা ভালোবাসা 🥰💞🙌🤩
Khub bhalo laglo didi
ruclips.net/video/FojQ819OQJE/видео.html চলুন আজ একটু মামাবাড়ী যাই..দিদাকে দেখে আসি 😊হুগলী #bengalivlog #banglaranna
খুব ভালো লাগলো ।খুব ভালো থেকো তোমরা সবাই ।মেহা আর রামা র জন্য রইলো অনেক অনেক ভালোবাসা।❤❤❤❤
Ami prothom dekhchi apnar blig, ki darun lagche, besh Koekta dekhe fellam. ❤❤❤❤. Khub sundar. Bhalo thakben
Wow what a beautiful Family! Why on earth you are staying aboard leaving such wonderful, loving ,kind Family! Your children are missing out so much! Love watching such beautiful culture and family values.
এমন আশ্চর্যজনক বাঙালি খাবার আমি আর পাব না, আমি আপনার সাথে খেয়েছি বোন |
Tomader dekhe khub valo lagche......
Meha r Rama ki sundar kore sob jaigai maniye nicche eta dekhe khub valo lagche..... ❤❤
Bengal is so beautiful! Love the place🙂💕
Amar poribare jog dao please didivai
Khub valo laglo.maa, masi, didar r tomar face gulor ki sundor mil.. khub valo lagche. ❤️❤️❤️❤️
দিদিভাই আপনার জীবনের সুন্দর মুহূর্ত গুলো এভাবেই আমাদের সাথে শেয়ার করবেন
Khub bhalo .. Tumi jokhon Dida ke joria dhorle khub emotional laglo. Khub anondo koro.❤️
খুব ভালো লাগলো আপনার মামার বাড়ি ভ্রমণ টি। আপনার উপস্থাপনা তো আকর্ষণীয় বটেই, তার সঙ্গে আমার বিশেষ ভালো লাগার কারণ টি হলো আমার মামার বাড়ি ও হুগলী র জাঙ্গিপাড়া য়। তাই আপনার blog টি দেখতে দেখতে বড় nostalgic হয়ে পড়ছিলাম। 👍❤️
এতো সুন্দর কথা বলার ধরন যে শুনতে খুব ভালো লাগে, মেদিনীপুর শিক্ষিতের জায়গা তাই এতো সুন্দর করে বর্ননা করতে পারেন, কেবল একটু মেদিনীপুরের টান আছে কথায়
সত্যি আপনার মুখে উদয়নারায়নপুর নামটা শুনে কেমন যেন একটু চমকে গেলাম। সেই সুদূর আমেরিকায় থাকেন আর এখানে আমাদের উদয়নারায়ণপুরে এসে ঘুরে গেলেন খুবই ভালো লাগলো দেখে ❤️
❤
Amar poribare jog dao please didivai
Khub valo laglo
You are legend Mam. ❤❤❤
Women 📌
Simplicity📌
Kindness📌
Cultural📌
Best Wife & Mom📌
Educated📌
And So On.
Very Inspirational ❤❤
😳
Shohag1990
Khub valo laglo video ta dekhe ..ami khub kadlam tomar dida ke ador dekhe amar didar kotha mone pore gelo..onek agei ami amar dida ke hariyechi...tai tomar dida ke dekhe amar khub valo laglo
এই মিলন দেখে চোখ থেকে জল এসে গেল দিদিভাই খুব ভালো লাগলো ❤️🙏
রত্না মুখার্জী পূর্ব বর্ধমান তোমার।ব্লগ দেখতে খুব ভালো লাগে।তুমি এতো আন্তরিক ভাবে সব বর্ণনা করো সেই সঙ্গে দেখাও মনে হয় সামনে থেকে দেখছি।
মহুয়া খুব ভালো লাগছে তোমাদের দেখে আমার ও মামাবাড়ীর কথা মনে পড়ছে। তোমার ভ্লগ দেখে মন ভালো হয়ে যায়
Tomar vlog dekhle anek anondo paoya jae.
কি যে ভালো লাগে তোমার জীবন যাত্রা দেখতে অনেক ভালো থেকো মেহা রামা কে অনেক ভালোবাসা ❤️❤️
Amar poribare jog dao please didivai
দিদি মন ভরে সবার সাথে কথা বলে না ও আর আনন্দ করে নাও,,,, এইরকম নির্ভেজাল আনন্দ বিদেশে পাওয়া কঠিন
Khub valo laglo...tumi somrabajar asle amader barite asbe...amader bari behulay.....💖💖💖💖💖💖
আপনার খাওয়া দেখে আমির তিপ্তি পেলাম । কারণ দেশের বাইরে অন্য কিছু সুবিধা থাকলেও আমাদের দেশের মতন খাওয়ার সুবিধা খুব একটা নেই।
Amar poribare jog dao please didivai
খুব ভালো লাগে তোমাকে, তোমার কথা বার্তা দারুন ভালো। খুব ভালো থেকো, আনন্দে থেকো ভাই।
দিদি আপনার খাওয়া দেখে আমার ও লোভ লেগে গেছে,, আমি ও খেতে বসে পরলাম,, তবে এত কিছু ছিলনা,, সাধারণ খাবার খেলাম ,,, তবে খুব ভালো লাগলো👌,, আপনার মামার বাড়ি বেড়ানো টা দেখে,,
Darun...
আপনি বাড়ি ফেরার সময় বেতাই এর শীতলার পান্ডুয়াটা খেয়ে যাবেন।
Amar poribare jog dao please didivai
Khub khub sundor video Madam. Oshadharon Family Great Great sobai.🙏🙏🙏🙏👍🙏🙏🙏👍
আপনাকে সত্যি খুব ভালো লাগে, আপনি আমাদের বড় ঘরের মেয়ের মতোনই❤️, ভালো থাকুন
Amar poribare jog dao please didivai
Didi khub valo laglo... Khete bose apnar BORI bolar dhoron ta khub misti... Pochonder jinis onek din por pawa gele mon vore jai... Sei bapar ta apnar kothai sob somoy pai .... Valo thakben.DIDA k pronam janaben... 💝💝
আজকের ব্লগটা দেখে সত্যি একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমার ঠাকুমার কথা খুব মনে পড়ছিল। খুব ভালো থাকুক সমস্ত দিদিমা ঠাকুমারা ❤️❤️🙏
ruclips.net/video/FojQ819OQJE/видео.html চলুন আজ একটু মামাবাড়ী যাই..দিদাকে দেখে আসি 😊হুগলী #bengalivlog #banglaranna
Mahua ajker videota khub khub khub valo luglo mahua tumi r manik ato valo bole tomader chele meye duti khub valo r mishuke hoyeche
পিসি মা কে দেখে ভালো লাগলো, babai এর মেয়েরা এখন কতো বড়ো হয়ে গেছে. কতো আড্ডা দিয়েছি ওই বাড়িতে, তখন pisemosai বেঁচে ছিলেন. যাইহোক তোর vlog খুব ভালো লাগে, sub করাও আছে. সবাই ভালো থাকিস, Rama আর mehar জন্য অনেক স্নেহ ভালোবাসা রইল.
আপনি প্রবাসে ঘরকন্নার মহুয়া দির কোনো আত্মীয় সম্পর্কের নাকি বন্ধুত্বের সম্পর্কের কেউ
@@fullukhatun7006 আমি ওর (প্রবাসে ঘরকন্না) মামা সম্পর্ক
Didi mon bhore galo ,thik ei rokom e anondo lage bari gele !
Apnar shathe amader o manoshbhromon holo banglai,matir tan onubhuto holo!5
Boro bhalo laglo !
Protiti pod amader o khub priyo
Mach o taritarkarir shad amader banglar moto kothai nei !
দারুন মজা লাগলো আজকের blog টা দেখে.....বিশেষতঃ তোমার খাওয়াটা দেখে 😂
তোমার এই ব্লগ টি দেখে আমি অঝোরে কেঁদে ফেলেছি,আমার দিদা 1 বছর আগে গত হয়েছেন তাঁকে খুব মনে পড়ে গেল। আমায় কি যে ভালোবাসতেন কি বলবো।
খুব ভালো লাগলো আজকের ব্লগ টি। দিদিকে খুব সুন্দর লাগছে আজকে। আর রামা ও মেহা কে ভালোবাসে। 💚❤💚❤
খুব খুব খুব ভালো লেগেছে আমার আপনার এই মনোভাবটা।এই সবাইকে নিয়ে চলার মনোভাবটাই মানুষকে অনেক দূর এগিয়ে দেয়। এতটা আন্তরিকতা একাত্মতা বোধ আজকাল বড় একটা চোখে পড়ে না।আপনার এই ব্লগ আমাদের সমাজের অনেককে অনেক কিছু শেখার আলো দেখায়। আর শুধু কিছু শেখাই নয়,কথাও যে কত সুন্দর করে আন্তরিক করে মজা করে বলা যায় সেই শিক্ষাও আমাদের দিয়ে যায়।আমি খুঁজে খুঁজে প্রত্যেকদিন আপনার ব্লগ গুলো দেখি শুনি আর অনেক আনন্দ পাই। আপনারা সব্বাই অনেক অনেক ভালো থাকবেন,সাবধানে থাকবেন আর সুস্থ থাকবেন।
Thank you very much 🙏 😊
সব কিছুই তোমার কাছে কি সুন্দর! আর কি ভালো লাগছে! শুনতে আমার ও খুব ভালো লাগে। তুমি যা বলো অন্তর থেকে বলো। তুমি একবার রামকৃষ্ণ কে দিয়ে কিছু বলাও
ওর কথা শুনতে খুব ইচ্ছে করে। একবার অন্তত বলিও।
Khub valo laglo 👌 Sab parichito jayga.Hoogly, Burdwan, Medinipur ei jato atmiyera thake.Peithibi ta naki chhoto hote hote......💕😍🙏
তোমার আজকে র মামাবাড়ির ব্লগ টা দারুন দারুন তোমাকে আমি যত দেখি ততই ভাবি তোমার এতটুকু অহঙ্কার নেই তোমার ছেলে মেয়ে দুটি জেনো তোমার মত হয়
Boro hok ba chhoto,mamar bari manei khub adorer jayga. Bhalobasha roilo tomader sobar jonyo.👍
Deda is very strong 💪 nice to see.
ruclips.net/video/FojQ819OQJE/видео.html চলুন আজ একটু মামাবাড়ী যাই..দিদাকে দেখে আসি 😊হুগলী #bengalivlog #banglaranna
Mamar barir bhalobasa...etar ekta alada anubhuti....tumi ki mishti kore kotha bolo... khub sundor bhalo theko sabai 😊👍💖💖
ভালো আছি, একেই বলে উন্নয়ন 🌴🥦🌴
ruclips.net/video/FojQ819OQJE/видео.html চলুন আজ একটু মামাবাড়ী যাই..দিদাকে দেখে আসি 😊হুগলী #bengalivlog #banglaranna
সেই উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে।
@@kaustavkantimahapatra8900 desbikri rukte hobe tore babaji
@@mechhobong737 যে দেশে প্রশাসন চোর নেতাদের কথায় চলে, সেদেশ বিক্রি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না।
বুঝলেন দিদিভাই আপনি তো তবু চার বছর পর দিদার আশীর্বাদ পেলেন আর আমি চিরতরের জন্য হারিয়ে ফেলেছি দিদাকে চার বছর হল। আপনার দিদাকে দেখে জানি না আমার দিদার কত ভীষণ ভীষণ মনে পড়ছে। আমিও যখনই দিদার সাথে দেখা করতে যেতাম এরকম জড়িয়ে ধরতো আর জিজ্ঞেস করতাম শরীরটা কেমন আছে? দিদাও বলতো ভালো না দিদা, আজকে স্মৃতিগুলোর যেন খুব টাটকা হয়ে গেল। ভালো থাকুক আপনার দিদা ভালো থাকুন আপনি।
hello Mohua from another Mohuya from u.s.a. Maryland very close to washington D.C. hope you are enjoying your trip. please have lot of fun with your children and family.stay safe and healthy.
Amar poribare jog dao please
Tin projanmo ke eksathe dekhe khoob valo laglo.Onek valo theko.
গুটি তে আমার বাবার বাড়ি ❤️
চেনা জায়গা চেনা রাস্তা কি ভালো রে লাগলো।
খুব আনন্দ করো। তোমরা সবাই ভালো থেকো।
আগে জানলে একটু দেখা করতাম। ভালো থেকো।❤️❤️
Sab theke bhalo laglo tumi sab jaygar naam bolecho. 👌👌
দারুন হয়েছে ভিডিওটা দিদি। তুমি আমাদের মেদিনীপুরের গর্ব
ruclips.net/video/FojQ819OQJE/видео.html চলুন আজ একটু মামাবাড়ী যাই..দিদাকে দেখে আসি 😊হুগলী #bengalivlog #banglaranna
Ami apnar channel ek jon notun subscriber. Ae episode ta khub bhalo laglo. Ameo probasi tobe India te e thaki. Onek bochor hoye gache Kolkata jai ni. Apnar didake dekhe mon ta bhore galo. Amar Dida mara gachen. Tai se episode ta khub heart touching. Apnar santo voice ta khub bhalo lage........Joyeeta
তোমার video টা দেখে আমার চোখে জল এসে গেল । দেশের টান বোধ হয় একেই বলে
Video ta bar bar dekhchi go.khub valo laglo. Ami sanchita domdom can't theke
তোমার এখানের vlog গুলো দেখতে খুব ভালো লাগছে😊
Didi vai ami first tomer vlog dekhchi....khb valo laglo ..tomer golar voice r kotha bolar dhoron ta amake khb akorson korechea .......ami Kolkata meye , Medinipur a amr sosur bari ......😊😊
এক এ সঙ্গে ছবি তোলা,আর সভভি জীবন কী করে সম্বভ?
তার সাথে দারুন গল্প বলা,দশভুজা।
দিদিভাই এখন গাছে গাছে কৃষ্ণচূড়া ফুল থাকে, পলাশ ফুল নয়
❤️❤️❤️❤️
Apnar bachhader onek onek Ador r valobasa,Oder banglar proti prem ta jeno thake..ei kamonai kori.
দিদি ভ্লগ গুলোকে একটু বড় করো। একটুখানি দেখে ঠিক পোষায় না।❤️
Ekdom thik boleychen
Dealy tomer video dakhi ... Khub valo lagha ... Sobai valo takho ..
দিদি আমাদের বাড়ি 😇উদায়নারায়ণপুর। তুমি আমাদের বাড়ির কাছ দিয়ে গেছো। তবে দিদি উদায়নারায়ণপুর হাওড়া জেলা। হুগলি নয়।
আমার মাসির বাড়ি উদয়নারায়ণ পুর। এই কিছুদিন হল গিয়েছিলাম।
Wow you’re so lucky to have your Dida still alive, I lost my paternal grandparents when I was 10, and lost my Dida when I was 24 years old in 2004, I never got to see my maternal grandfather as he passed away when my Mother was 11 years old in the late 50’s , cherish every moment with them.
আমার দিদা গত বছর বিস্বকর্মা পুজোর দিন মারা গেছেন। 😢
মামার বাড়ি ভারী মজা......., সে আর নেই। 😔
আপনি দারুন মজার কথা বলেন তো......
😢
choke e jol chole elo, dida thakuma r emoni hai. . .apnara valo thakben. . .Dida ke pronam janaben.
কিছু মনে করবেন না.........আপনার মামা বাড়ির সদস্য সংখ্যা যা দেখলাম এবং তার পরে 7 বছর পরে যাচ্ছেন তাই মিষ্টি আর cold drink বড্ডো কম নেয়া হলো ।😂
আপনি কি দেখেছেন উনি আরও মিষ্টি নিয়েছেন কি না, ভিডিও তে হয় তো দেখানো হয় নি, এটাও তো ভাবতে পারেন ,আসলে নিন্দা না করে থাকা যায় না
Aree baire theke esechen ki6u khabar jinis to nia e thakben packed biscuit dry fruits ki6u gifts sob ki dekhabe apnak 😂
Darun enjoy korchcho ...deykhey bhalo laglo . Sobai bhalo theyko
Apner voice khub bhalo lage
.roj apner jonnyo wait kori
Ajke first tumer video dekhlam khub valo lagse sob theke valo lagse didi tumer kotha bola styl ta tumi khub down to earth❤