বন্ধুর মৃ'ত্যুতে ভেঙে পড়েছেন রাফসান দ্য ছোটভাই | Iftekhar Rafsan | LABAID Hospital | Wrong Treatment

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 1 тыс.

  • @alkafi7355
    @alkafi7355 10 месяцев назад +519

    আল্লাহ আমাদের এই ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করুক।আমিন

  • @malekmahmud2554
    @malekmahmud2554 10 месяцев назад +685

    এমন ডাক্তার ও হাসপাতালের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিৎ

    • @Vengeance_03
      @Vengeance_03 10 месяцев назад

      চোপ কসাই​@@Jack061-f5n

    • @integer9655
      @integer9655 10 месяцев назад

      এদেশের ফেইমাস ডাক্তারগুলাই বেশি জাউরা। আমার কাছে এই রকম এক জাউরার তথ্য আছে যে এখনো সেইম জাঊরামি করে যাচ্ছে। সে করে কি একেক দিন একেক হাস্পাতালে এক সাথে ৪/৫ টা থেকে ১০ টা পর্যন্ত অপারেশন করে তাও আবার একই দিনে। কেমনে করে যানেন? একসাথে ৪ টা শুরু করে পাশাপাশি কয়েকটা ওটি তে সে শুধু হাল্কা কিছু মেইন কাজ করে বাকিগুলা তার সাহায্যকারী ইন্টার্ন ও সো কল্ড দক্ষ হেল্পার দিয়ে। এখন বুঝেন অবস্থা? এরপরে আবার অই রকম ওটির ফাকে ফাকে আবার রুগি দেখে কারন একেক হাস্পাতালে সে সপ্তাহে ১/২ দিনের বেশি আসেন না সে যাই হোক না কেন।

    • @abusayed2128
      @abusayed2128 10 месяцев назад +8

      সহমত

    • @Haidar536
      @Haidar536 10 месяцев назад

      India te tai jay manus ebar naki abar India boycott korba

    • @Noorislam-e9k
      @Noorislam-e9k 10 месяцев назад

      ওদের গলায় ছুরি দিয়ে জীবন নিয়ে তারপর বলা উচিত যে মিসটেক হইছে তারপর ওর বাবা-মা রা এই হাততারপর ওর বাবা-মা রা এই হাতুড়ি ডাক্তারের বাবা মারা বুঝুক পাস না কইরা হাতুড়ি ডাক্তার হওয়া জীবনে কতটুক বড় ভুল করছে

  • @Chandan7404
    @Chandan7404 10 месяцев назад +47

    অনেক বড় মনের মানুষ ছেলেটি। ডাক্তারের নাম জানতে চাইলেও বললো না। তার উদ্দেশ্য কাউকে ব্যাক্তিগতভাবে ছোট করা না, বরং সেই ছোট আচরনের বিপরিতে মানুষের যে কি ক্ষতি আর ভোগান্তি হচ্ছে সেটা তুলে ধরা। প্রকারন্তরে সেই ডাক্তারের সমালোচনাই করেছে, কিন্তু অনেক ডিসেন্ট ভাবে।

  • @mdrubelkhan208
    @mdrubelkhan208 10 месяцев назад +194

    বন্ধু হারানো কস্ট টা আমি হারে হারে বুঝি😢😢।সকল বন্ধু সহ সকল মুসলিমদের জান্নাতুল ফেরদৌসের দান করেন।

  • @sharminchowdhury6689
    @sharminchowdhury6689 10 месяцев назад +10

    বন্ধু হলো এমন একটা সম্পর্ক যা ভাষায় প্রকাশ করা যায় না। কথা গুলো শুনছ আর চোখ থেকে পানি ঝরছে। আল্লাহ ধৈর্য ধারন করার তেীফিক দান করুক পরিবার সহ এমন বন্ধু কে।

  • @AsizffWef
    @AsizffWef 10 месяцев назад +177

    কঠোর ব্যাবস্থা নেয়া হোক

  • @ShantaKaton
    @ShantaKaton 10 месяцев назад +131

    মহান আল্লাহ তাআলা ভাইকে জান্নাত নছিব করুন।আমিন
    এমন ডক্টর এবং হাসপাতাল কর্তৃপক্ষ আইনের আওতায় আনা হোক।

  • @POLASH__BRO
    @POLASH__BRO 10 месяцев назад +1

    😢bundu 💔💔

  • @sarminakterrima9160
    @sarminakterrima9160 10 месяцев назад +112

    আপনি একজন দেশের পরিচিত মুখ।আপনি যদি প্রতিবাদ করেন কঠোর ভাবে, তাহলে দেশের প্রতিটি সাধারন মানুষ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে,প্রতিবাদে এগিয়ে আসবে,আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক।😢

    • @raven-888
      @raven-888 10 месяцев назад +2

      Nothing will change. Similar things happened thousands of times before, they are still happening, and they'll keep happening.

  • @aminaaktherjharna3279
    @aminaaktherjharna3279 10 месяцев назад +12

    ল্যাবএইডে ম্যাক্সিমাম সময় এটা হয়। সেইম এমন একটা অভিজ্ঞতা আমাদের ও ছিলো। আল্লাহর অশেষ কৃপায়
    আমরা সে দিন রোগী নিয়ে বাসায় ফিরে আসি।

  • @mrshadhin8630
    @mrshadhin8630 10 месяцев назад +53

    ডাক্তারের কঠোর শাস্তির জন্য দাবি জানাই

  • @sanjidaislam2659
    @sanjidaislam2659 10 месяцев назад +50

    কিছু বলার ভাষা নেই আল্লাহ তাআলা তার পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার ক্ষমতা দিন আমিন 😢😢😢😢

  • @taher5269
    @taher5269 10 месяцев назад +47

    কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

  • @monjursamad5909
    @monjursamad5909 10 месяцев назад +29

    রাফসান তোমার কষ্টের সাথে সহমর্মি। কিন্তু আমাদের উপলব্ধির অনেক অভাব। আমরা ভেতর থেকে ফাঁপা হয়ে যাচ্ছি। মানুষের জীবনে মুখ্য কী তা উপলব্ধি-ই এখন বিবেচ্য।

  • @RSTvraju
    @RSTvraju 10 месяцев назад +5

    হে মহান আল্লাহ পাক আপনি আমাদের রহমত দান করুন এবং আমাদের মাফ করে দিন 🌨️🌨️🌨️🤲🕋🤲🌨️🌨️🌨️ ভাইয়াকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন আমিন আমিন

  • @pepsiboy95
    @pepsiboy95 10 месяцев назад +129

    রাফসান কিছু একটা করো আমরা তোমার সাথে আছি। কয়েকদিন ধরেই দেখতেছি ডাক্তারদের ভুলে বাচ্চা রোগী মারা যাচ্ছে আমরা কি বলবো আমাদের তো কেউ চেনে না তোমাকে তো সবাই চেনে তুমি নেতৃত্ব দাও আমরা তোমার সাথে আছি। ডাক্তাররা কি জবাবদিহিতার ঊর্ধ্বে এদের কি জেল ফাঁসি হবে না প্লিজ ভাইয়া কিছু একটা করো আমরা তোমার সাথে আছি।

    • @shajidhasan3808
      @shajidhasan3808 10 месяцев назад +7

      ভাই উনিতো সরকারি মেডিকেল পড়চ্ছে। সরকার উনারে পড়াইছে।সরকারি মেডিকেলে intern দের প্রফেসররা রোগীদের অবেহলা দিয়ে রোগী দেখানো শিখায়।

    • @BinMishal
      @BinMishal 10 месяцев назад +1

      এখানে রাফসান কি করবে? আপনারা রাস্তায় নামেন,হসপিটালের বিরুদ্ধে মামলা করেন না কেন?

    • @Mrtickle1
      @Mrtickle1 10 месяцев назад

      বাংলাদেশ কোনোদিন ভারতের শত্রু ছিলনা,
      কিন্তু
      ভারত কোনোদিন বাংলাদেশের বন্ধু ছিলনা।
      অথচ এই ভারত আজ একটা সম্পূর্ন জাতি ,দেশ ধ্বংসের পিছনে উঠে পড়ে লেগেছে।

    • @abdurrahim7539
      @abdurrahim7539 10 месяцев назад

      shomoy ar bichi ektao nai karo kase@@BinMishal

  • @niloy2342
    @niloy2342 10 месяцев назад +394

    বয়কটের পাশাপাশি দেশকে উন্নত করার সুবর্ণ সুযোগ চলছে। এখনই সময়, পরিবর্তন হওয়ার। ❤❤❤❤❤❤

    • @integer9655
      @integer9655 10 месяцев назад

      এদেশের ফেইমাস ডাক্তারগুলাই বেশি জাউরা। আমার কাছে এই রকম এক জাউরার তথ্য আছে যে এখনো সেইম জাঊরামি করে যাচ্ছে। সে করে কি একেক দিন একেক হাস্পাতালে এক সাথে ৪/৫ টা থেকে ১০ টা পর্যন্ত অপারেশন করে তাও আবার একই দিনে। কেমনে করে যানেন? একসাথে ৪ টা শুরু করে পাশাপাশি কয়েকটা ওটি তে সে শুধু হাল্কা কিছু মেইন কাজ করে বাকিগুলা তার সাহায্যকারী ইন্টার্ন ও সো কল্ড দক্ষ হেল্পার দিয়ে। এখন বুঝেন অবস্থা? এরপরে আবার অই রকম ওটির ফাকে ফাকে আবার রুগি দেখে কারন একেক হাস্পাতালে সে সপ্তাহে ১/২ দিনের বেশি আসেন না সে যাই হোক না কেন।

    • @sohaelchowdhury2061
      @sohaelchowdhury2061 10 месяцев назад +7

      সহমত

    • @darkweb8277
      @darkweb8277 10 месяцев назад +1

      ও হবে না মাইরি।

  • @rokibulhasanrahul2202
    @rokibulhasanrahul2202 10 месяцев назад +5

    Man is mortal, no one will remain forever. You will find more storys like this if you look, but media will never show them coz no one talk for others like they talk for their friends. ❤❤❤❤

  • @DrRezaAliRumi
    @DrRezaAliRumi 10 месяцев назад +1

    এই সব ডাক্তারদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত

  • @SifatBaba
    @SifatBaba 10 месяцев назад +53

    এই হলো দেশের চিকিৎসা ব্যবস্থা🥲

  • @redoykhan3907
    @redoykhan3907 10 месяцев назад +30

    আল্লাহ্ তুমি রহমত করে সবাইকে

  • @wecantoohumanelyteam
    @wecantoohumanelyteam 10 месяцев назад +3

    বন্ধু হারানো কষ্ট টা বুঝি,,৬মাস ব্যবধানে ২বন্ধু কে হারালাম,,একজন এক্সিডেন্টে আর একজন হাসপাতালে ২০১৭ সালে কাহীনি,,সেই থেকে আজও স্বপ্নে দেখি একসাথে হাসি মুখে সেই ঘোরাফেরা,আনন্দ করা,,মৃত্যর খবর যেদিন শুনেছিলাম,,আমি আর আমার মধ্যে ছিলাম না।।
    আল্লাহ যারা বন্ধু হারিয়েছে এবং যারা কবরে শুয়ে আছে তাদের সকলকে ক্ষমা করে দিও,এবং তাদের জান্নাতুলফেরদৌস নসিব করো (আমিন)।

  • @shikdarsaddamsarpv4436
    @shikdarsaddamsarpv4436 10 месяцев назад +79

    আমি বাকরুদ্ধ ভাই😢😢😢
    আল্লাহ হেফাজত করুন
    উনার পরিবারকে

  • @zamilhasan4299
    @zamilhasan4299 10 месяцев назад +24

    ডাক্তারদের দায়িত্বহীনতা দিনকে দিন মাত্রা ছাড়াচ্ছে। জনগণ আইন হাতে তুলে নেয়ার আগে প্রশাসনের উচিৎ ডাক্তার সহ হাসপাতাল মালিকদের কঠিন শাস্তির আওতায় আনা।

  • @mishalfatima408
    @mishalfatima408 10 месяцев назад +96

    রাফসান ভাই এটা সুবিচার চাই, আর এরকম যেন আর কোন মানুষ মারা না যায়। আপনারা একটা উদ্যোগ নেন।

  • @md.masudemon1710
    @md.masudemon1710 10 месяцев назад +6

    আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন।

  • @obaidwali6630
    @obaidwali6630 10 месяцев назад +141

    মৃত্যু কোন না কোন বাহানায় আমাদের কাছে আসবেই, ঠেকানোর সাধ্য নাই কারো।

    • @mithshort
      @mithshort 10 месяцев назад +24

      sata thik kinto bul ta to doctor ar😢

    • @md.walidhasan7760
      @md.walidhasan7760 10 месяцев назад +3

      Tomar buddi jutae

    • @kamruzzamanjohnny4566
      @kamruzzamanjohnny4566 10 месяцев назад +4

      Hala sagol...

    • @integer9655
      @integer9655 10 месяцев назад

      ​@@mithshortএদেশের ফেইমাস ডাক্তারগুলাই বেশি জাউরা। আমার কাছে এই রকম এক জাউরার তথ্য আছে যে এখনো সেইম জাঊরামি করে যাচ্ছে। সে করে কি একেক দিন একেক হাস্পাতালে এক সাথে ৪/৫ টা থেকে ১০ টা পর্যন্ত অপারেশন করে তাও আবার একই দিনে। কেমনে করে যানেন? একসাথে ৪ টা শুরু করে পাশাপাশি কয়েকটা ওটি তে সে শুধু হাল্কা কিছু মেইন কাজ করে বাকিগুলা তার সাহায্যকারী ইন্টার্ন ও সো কল্ড দক্ষ হেল্পার দিয়ে। এখন বুঝেন অবস্থা? এরপরে আবার অই রকম ওটির ফাকে ফাকে আবার রুগি দেখে কারন একেক হাস্পাতালে সে সপ্তাহে ১/২ দিনের বেশি আসেন না সে যাই হোক না কেন।

    • @jobayerhossain9848
      @jobayerhossain9848 10 месяцев назад

      তুমি কুত্তা দিয়া চো*দাও যদি কিছু আক্কল হয়

  • @marufahmed6719
    @marufahmed6719 10 месяцев назад +18

    ইন্নাইলাইহি ওয়া ইন্নাইলাইহির রাজীওন। আল্লাহ তায়ালা সর্ব উওম পরিকল্পনাকারী। কিন্তু আমাদের নিজেদের মান আর হূস রেখে দুনিয়াতে চলতে হবে। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সুস্থ রাখুন 🤲 দোয়া রইল ভাইর জন্য।

  • @Muhammad31300
    @Muhammad31300 10 месяцев назад +11

    আইনের আনা হুক এই সব ডাক্তারকে😢

  • @অভদ্র-শ২ত
    @অভদ্র-শ২ত 10 месяцев назад +2

    খুবই দুঃখজনক😢😢😢

  • @shahedabegum7486
    @shahedabegum7486 10 месяцев назад +3

    আল্লাহ্ সবাইকে দায়িত্ব সম্পর্কে সচেতন করুন।

  • @jannatulferdousblog9680
    @jannatulferdousblog9680 10 месяцев назад

    যে ডাক্তার রিপোর্ট দেখার সময় পায়না,
    এ ধরনের ডাক্তার কে প্রকাশ্যে জবাই করে দেওয়া উচিত
    😡😡

  • @GAZiSultanulIslam
    @GAZiSultanulIslam 10 месяцев назад +7

    RAFSAN Tumi DARAO.. Allah tomer pase thakbe

  • @Tanmoyahamed216
    @Tanmoyahamed216 10 месяцев назад +7

    একজন ডাক্তারের অবহেলার কারণে একজন রোগী মারা গেলো 😢

  • @MNIRASHEDKHAN
    @MNIRASHEDKHAN 10 месяцев назад +1

    এই ধরনের অপরাধ যেন পুনরায় না ঘটে সেই দিকে প্রশাসনের সঠিক দৃষ্টি আকর্ষণ করছি

  • @mdsahriarislamhasib2263
    @mdsahriarislamhasib2263 10 месяцев назад +14

    এগুলো বাংলাদেশে কমন,আপনি আজকে দেখছেন, আমি সব সময় দেখছি। আমার না অভ্যাস হয়ে গেছে,কার কাছে অভিযোগ দিন বলেন।আমি মানিয়েনিয়েছি।😢

  • @mdatik8940
    @mdatik8940 10 месяцев назад +5

    ভাই রে এই দেশে আমাদের জন্মগ্রহণ করাটাই এখন পাপ হয়ে দাঁড়িয়েছে😢😢

  • @insanhasan-g5c
    @insanhasan-g5c 10 месяцев назад +2

    হসপিটালের বিরুদ্ধে ও ডাক্তার এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

  • @najrulalam949
    @najrulalam949 10 месяцев назад +98

    This is one of the Reason Everyone Wants To Go Other County's for living Their Life...

    • @obaidwali6630
      @obaidwali6630 10 месяцев назад +2

      People dont die in those counties, right?

    • @samitalhalut1521
      @samitalhalut1521 10 месяцев назад +13

      ​@@obaidwali6630 thay do... but they don't do this kind of things.

    • @farhanahaquekoly9424
      @farhanahaquekoly9424 10 месяцев назад

      ঠিকই বলেছেন অন্য country তে কেউ কোনদিন ও মারা যায় না শুধু এই দেশে ই মারা যায়।।

    • @siamrahman6148
      @siamrahman6148 10 месяцев назад

      They die but not for these type of reasons ​@@obaidwali6630

    • @nahidkhan3225
      @nahidkhan3225 10 месяцев назад +1

      ​@@samitalhalut1521who said to you,search and see each and every country has that type of problem,less or More.

  • @user-IMRAN-Ri8
    @user-IMRAN-Ri8 10 месяцев назад

    আমি তো এন্ডোসকপি এবং কলোনোস্কপি করেছি।ধানমন্ডি ইবনেসিনার 9এর A থেকে।প্রফেসসর ডক্টর মোহাম্মাদ জাহিদুর রহমান স্যার।উনি বঙ্গবন্ধু মেডিকেল এর ডক্টর। আমার জন্য দুয়া করবেন সবাই।😢😢

  • @aeyshashiddiqua9280
    @aeyshashiddiqua9280 10 месяцев назад +10

    একজন মানুষকে মেরে ফেলে তারপর বলা হয়েছে মিসটেক হয়ে গেছে😮😮

  • @rasalahmed4572
    @rasalahmed4572 10 месяцев назад +4

    কঠোর শাস্তি দাবি করছি😢

  • @mddaud-oe9cm
    @mddaud-oe9cm 10 месяцев назад +8

    এটা কোন প্রাকৃতিক ঘটনা না যে বসে বসে শোক প্রকাশ করতে হবে! এ ধরনের ঘটনা প্রতিরোধ করার জন্য সকলকে সোচ্চার হতে হবে!

  • @KalponaSouthKorea
    @KalponaSouthKorea 10 месяцев назад

    অনেক কষ্টের,,
    Rest ln Peace

  • @Faisalscookingworld
    @Faisalscookingworld 10 месяцев назад +5

    দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।

  • @masudmiya7431
    @masudmiya7431 10 месяцев назад

    বাংলাদেশ সব ডাঃ এমন হটাৎ ভালো ডাঃ পাওয়া যায় 😥😥😥

  • @MdNazmul-yd4sh
    @MdNazmul-yd4sh 10 месяцев назад

    আল্লাহ ভরসা মহান আল্লাহ পাক তাকে জান্নাত দান করেন, আমীন সবসময় দোয়া করবেন

  • @nishitranjansarker8792
    @nishitranjansarker8792 10 месяцев назад +5

    এই ভুল চিকিৎসার জন্য আরো যে কত প্রাণ যাবে 😢

  • @shalehakrer
    @shalehakrer 10 месяцев назад

    😢😢😢😢😢 3:53 onak kharap lglo😢😢

  • @mdshakilkhan8796
    @mdshakilkhan8796 10 месяцев назад +10

    সব দোষ বিএনপি'র বিএনপির জন্য এই লোকটি মারা গেছে😂😂😂😂 বিএনপি তুমি সাবধান হয়ে যাও

  • @niloy2342
    @niloy2342 10 месяцев назад +50

    এটা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করুন।
    বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডা: কালি প্রদীপ দেশের সিলেটে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করতে চেয়েছিলেন, কিন্ত একটা অদৃশ্য শক্তি তা হতে দেয় নাই।😢😢😢😢😢😢😢😢😢😢

    • @irfotech3893
      @irfotech3893 10 месяцев назад

      3 ta desh bangladesh a international maner haspatal korte seacilo ----banglar sorkar ta korte dei ni

    • @fightforbd
      @fightforbd 10 месяцев назад +3

      Ami Cancer Hospital korte ci .. Projects ready from Canada 🇨🇦
      Ki kote chow.. Ki chu akta koro .. na parle
      Amder dako.. Sorry tomra Shudu Number Babu . 🇨🇦

    • @right2875
      @right2875 10 месяцев назад +2

      হুম সত্যি খুবই দুক্ষজনক। এই অশুভ শক্তি বিদেশে বসবারত বাংলাদেশী ডাক্তার ইন্জিনিয়ার বা যেকোনো অভিজ্ঞ প্রফেশসনের যারা আছে তাদের বাংলাদেশে কোনো কাজের সুযোগ দেয় না, বিশেষ করে ডাক্তার খুবই জরুরী। তাদের সুযোগ দিয়ে নিজেদের ডাক্তারদের সুশিক্ষিত করুক তাদের কাছ থেকে ট্রেনিং নিক, ডাক্তারি পড়তে বিদেশে পাঠান এটা একটা গুরুত্বপূর্ণ দায়ীত্ব সরকারের।🇺🇸

    • @darkweb8277
      @darkweb8277 10 месяцев назад

      মানুশের গুয়া মারার রাস্তা দেখায়া দিলি, তুরস্ক, চঈন, ইরান, ভালো হাস্পাতাল করার প্রস্তাব দিসিলো আর এরা সেটাকে ভারতের জন্য করতে দেয় নাই।

    • @darkweb8277
      @darkweb8277 10 месяцев назад

      ​@@fightforbdতুই তো একটা কোল্কাতার বেজন্মা মাল্লু। দেশেই থাক

  • @MofizulkhanMofizulkhan123
    @MofizulkhanMofizulkhan123 10 месяцев назад +2

    আল্লাহ সবাই কে হেফাজত করুন আমার পরিবার এমন অমানুষ ডঃ পাল্লায় পড়েছিলো আল্লাহ রকখা করছে আমিন

  • @Jack061-f5n
    @Jack061-f5n 10 месяцев назад +13

    এন্ডোস্কোপি করার সময় কোন রোগী মারা যাবার সম্ভাবনা নাই এসব কথা কি আজ পর্যন্ত কোন চিকিৎসাবিজ্ঞানী জানিয়েছেন মানুষকে? এত মানতে না পারলে কাগজে সই দেন কেন?শত পারসেন শুদ্ধ চিকিৎসা হয় সেখানে চিকিৎসা করবেন

    • @ariful421
      @ariful421 10 месяцев назад

      কথাটাতো মানুষের মতো করে বললেন না...বললেন জানোয়ারের মতো করে।
      ডাক্তার ট্রিটমেন্ট করবে তার আগে রিপোর্ট চেক করবে না রোগী ফিট নাকি আনফিট?
      কিসব বুলশিট কথাবার্তা!

    • @sharminjahan8873
      @sharminjahan8873 10 месяцев назад

      অন্যের বেলায় বড় বড় কথা বলতে সবারই ভালো লাগে। নিজের আপন জন মারা গেলে এই পন্ডিতি বের হয়ে যেত। কোন দেশের নিয়মে বলা আছে যে কাগজ সাইন করলেই ডাক্তার রোগী মেরে ফেলতে পারবে।😡😡😡

    • @russellchowdhury9955
      @russellchowdhury9955 10 месяцев назад +2

      পদ্য ভাই, এটা কি বল্লেন ? ডক্টরের এর স্কিলের বাইরে হলে এটা মানা যায়। কিন্তু এটা carelessness, এটা মানা যায় না।

    • @shahriarnatokkidumbderjonn2837
      @shahriarnatokkidumbderjonn2837 10 месяцев назад

      @everyone @poddo31 উনার উপর যেন যেকোনো পরীক্ষামূলক মেডিকেল পরীক্ষা চালানো হয় এটা দাবী জানাচ্ছি

    • @SharifulIslam-vm1wg
      @SharifulIslam-vm1wg 10 месяцев назад

      কথা বার্তা গুলা কেমন জানি!!! রোগী পক্ষ হিস্টোরি তে কেনো ইনফর্ম করে নাই তার স্লিপ এপনিয়া বা শ্বাস কষ্ট ছিলো! মরার পর বললে তো হবে না! কনসেন্ট পেপার সাইন করার আগে এসব জিনিস তো আগে পড়তে হবে ভাই!

  • @Fazley1983
    @Fazley1983 10 месяцев назад

    জড়িত ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি✔️

  • @md.rafiulislamtomal2577
    @md.rafiulislamtomal2577 10 месяцев назад +3

    হৃদয় বিদারক ঘটনা

  • @Tahmina-hriditha-youtubeSEO
    @Tahmina-hriditha-youtubeSEO 10 месяцев назад +6

    পাশের দেশে ইন্ডিয়া চেন্নাই দিনে ৪০ জন রোগী দেখে তাও দুই বেলা একটা রোগীর জন্য ৪০ মিনিট বরাদ্দ আর আমাদের দেশের ডাক্তার রা মূখাস্ত চিকিৎসা করে

    • @afsanatoshni4952
      @afsanatoshni4952 10 месяцев назад

      Amr literally thappor dite mon chai doctor gulo k jokhn room e dhuika nam bolar shthe shthe oshudh likha shuru kore....beyadob gula

  • @arifurhasan8546
    @arifurhasan8546 10 месяцев назад +1

    এই জন্যেই সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া উচিত প্রাইভেট হাসপাতাল গুলোকে আইনের আওতায় আনা হউক

  • @armanhossain7181
    @armanhossain7181 10 месяцев назад +3

    বাংলাদেশের ডাক্তারেরা ভয় দেখায় অনেক হালকা কিছু হলেই অনেক ভয় দেখায়... আমি আজকে সৌদি আরব ডাক্তারের কাছে গিয়ে অধিক সুস্থ হয়ে গেছি তার ব্যাবহারে...

  • @mdashikurrohman8025
    @mdashikurrohman8025 10 месяцев назад +1

    করুনা না করে কঠিন শাস্তি র মোখমুখি করা হুউক 😢😢
    শাস্তির মোখমুখি না করল্লে পরবর্তী ডাক্তার রা শিক্ষা কি জিনিস বুঝবে না।
    আমার আকুল আবেদন😢😢

  • @rmrakibhossain4914
    @rmrakibhossain4914 10 месяцев назад +2

    ল্যাবএইড হসপিটাল বন্ধ করে দেওয়া উচিত।

    • @kobitasultana8903
      @kobitasultana8903 10 месяцев назад

      ভুল চিকিৎসা আমার স্যারের বন্ধুর বাচ্চা মারা গেছে 😭😭😭

  • @masudulislam5766
    @masudulislam5766 10 месяцев назад +1

    আজকে বাংলাদেশের চিকিৎসা ব্যবসথা এই জদি হয় অবস্থা 😢, সাধারণ মূসলমানিতে শিশু মারা যাচ্ছে, এনডোসকপি করতে গিয়ে মানুষ মারা যাচ্ছে, দেশের চিকিৎসা বেবস্থার উপর আস্থা হারিয়ে ফেলেছে মানুষ, আল্লাহ আপনি হেফাজত করেন আমাদের সবাইকে।

  • @cftstudiosbd
    @cftstudiosbd 10 месяцев назад +41

    এই জন্য বাংলাদেশের মানুষ ভাষার জন্য জীবন দিয়ে DJ ভাষা আবিষ্কার করেছেন

  • @abirsheikh2277
    @abirsheikh2277 10 месяцев назад

    এই সব ডাক্তারের বিরুদ্ধে কঠিন ব্যাবস্থা নেওয়া উচিত। আর না হয়লে ওরা ভালো হবে না

  • @RimZimBrishti
    @RimZimBrishti 10 месяцев назад +19

    Bangladesh is now badly in need of at least 10 Dr. Zafrullah Chowdhury and 10 Professor Nurul Islam.

    • @GUULLIVER
      @GUULLIVER 10 месяцев назад

      জাফ্রুল্লাহ আরও বড় বাটপার!!!

  • @Adneeartandcraft
    @Adneeartandcraft 10 месяцев назад

    Allah Tumi sobaike hedayat koro.
    Amin .

  • @TubaMoni-rd3dj
    @TubaMoni-rd3dj 10 месяцев назад +10

    কিছুই বলার নেই😢
    যা হচ্ছে হতে দাও
    না হয় দেশ ছেড়ে ভাগো

  • @ittaher3085
    @ittaher3085 10 месяцев назад +1

    এই ডাক্তারের কঠিন শাস্তি চাই

  • @jannatulferdousi4434
    @jannatulferdousi4434 10 месяцев назад +6

    News, tv channels, social media everywhere we are just seeing that a boy died by a doctor's wrong diagnosis. But still I didn't even see the doctor’s face & get arrested. So, how could we be conscious & not take any service from him. If we do not know him.

  • @Fimehasan-v4g
    @Fimehasan-v4g 10 месяцев назад +1

    সেই ডাক্তারের বিচারের আওতায় আনতে হবে

  • @SajibIslam-y6c
    @SajibIslam-y6c 10 месяцев назад +5

    সাংবাদিক ভাই, আপনাদের মাধ্যমে বলতে চাই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সত্যি পরিবর্তন আসা উচিত এটা খুব দুঃখজনক, 😢

    • @darkweb8277
      @darkweb8277 10 месяцев назад

      সে তো আরেক চাটা পার্টি

  • @FardinIslam-x9k
    @FardinIslam-x9k 10 месяцев назад +22

    দোস্ত ভুল ট্রিটমেন্টে মারা গেছে খুব কষ্ট পায়ছো/সাধারণ মানুষ মারা গেলে তাদের ওপর দিয়ে কী?যায় বুঝতে বাকি নেই।

    • @maxdavis1483
      @maxdavis1483 10 месяцев назад +6

      Apnio toh same taina?or dost mara gese dekhe khub hedam dekhassen tajna?nijer hole tokhon ei type faltu comment korten na...

  • @mausomiakhter3161
    @mausomiakhter3161 10 месяцев назад +2

    আমাকে ভুল রোগের চিকিৎসা দিয়ে আইসিওতে দিয়েছিলো। আজ ৪ বছর ধরে ভুগছি তার ফল।

  • @md.raselhowlader4675
    @md.raselhowlader4675 10 месяцев назад +3

    Dr er nam nite voy lage ken

  • @Fishingbrother682
    @Fishingbrother682 10 месяцев назад +2

    এমন ঘটনা নিয়মিত ঘটছে বাংলাদেশের ভিতর কিন্তু বিচার হচ্ছে না বলেই ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা

  • @asifhasan6008
    @asifhasan6008 10 месяцев назад +4

    I lost my own sister who died after 20 days of birth a child due to adult phenomena 😔, its happened for the Ichie hospital's doctor careless, may be for anesthesia overdose! She become mother after 12 years! She was really a mother with great responsibilities for his upcoming baby as we did’t have mother too to take care of her pre birth. She was ready to wellcome her baby in home but she couldn’t back with her life after 13 days in ICU. Pray for my sister.

  • @stylesboy5501
    @stylesboy5501 10 месяцев назад +1

    কার মৃত্যু কখন কোথায় হয় কেউ বলতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া তাই সময় থাকতে ভালো ভাবে চলুন সৎ ব্যবহার করুন সৎভাবে আয় করুন আল্লাহর ইবাদত বেশি করে করুন তাহলে আপনার মৃত্যু হলেও সার্থক হবে😢

  • @MehediHasan-zs9mn
    @MehediHasan-zs9mn 10 месяцев назад

    কঠোর শাস্তি চাই এতে অন্য ডাক্তার শিখবে 😢

  • @SaluteAaronBushnell
    @SaluteAaronBushnell 10 месяцев назад +1

    ল্যাব এইড এর লাইসেন্স কেড়ে নেয়া উচিৎ

  • @panamamamun8762
    @panamamamun8762 10 месяцев назад

    এমন ডাক্তার এর বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হউক

  • @asrafuddin4462
    @asrafuddin4462 10 месяцев назад +2

    খুব তাড়াহুড়ো.. অনেক রুগী দেখতে হবে অনেক গুলো এন্ডোসকপি করতে হবে, অনেক টাকা লাগবে অনেক.... টাকা,আর ঐ দিকে একটা পরিবার শেষ 😢, আইনের আওতায় এনে কঠোর শাস্তি (ফাঁসি)দেয়ার জোর দাবি জানাচ্ছি।

  • @alifmahammud8265
    @alifmahammud8265 10 месяцев назад +1

    আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আহ্ আমার মা এভাবেই মারা গেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন 😂😂😂

  • @banglatechguru
    @banglatechguru 10 месяцев назад

    বাংলাদেশের চিকিৎসা ব্যাবস্থার করুন দিক!😢😢😢

  • @md.mahmudulhassan4320
    @md.mahmudulhassan4320 10 месяцев назад +1

    কঠিন শাস্তি দেয়া হোক যাতে ভবিষ্যতে এমন কাজ করতে কেউ সাহস না পায়

  • @NomanMoral
    @NomanMoral 10 месяцев назад

    Thanks somoy tv

  • @SmilingBirdNest-tx6kk
    @SmilingBirdNest-tx6kk 10 месяцев назад +1

    Allah takay jannat nosib koruk

  • @HridoySinger-u4u
    @HridoySinger-u4u 10 месяцев назад +2

    এজন্যেই ভারতে এত লাঞ্ছিত হওয়ার পরেও বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য ভারতে যায়।
    ধিক্কার জানাই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার এবং ধিক্কার জানাই বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রীর কুদৃষ্টির কারণে।
    স্বাস্থ্য মন্ত্রীর নতুন তাও ওনার সুদৃষ্টি এখনো পড়ে নাই।

  • @Naatofwisdom
    @Naatofwisdom 10 месяцев назад +1

    😢 it's too bad 😢

  • @Polasdas-u2c
    @Polasdas-u2c 10 месяцев назад

    ডাক্তারের প্রতি সব ফ্যামিলি থেকেই একজন একটা গল্প আছে

  • @mdmona7472
    @mdmona7472 10 месяцев назад

    Allah amader rokkha koru 😭😭😭😭

  • @monirahman9991
    @monirahman9991 10 месяцев назад

    এই ঘটনার একটা কঠিন বিচার হওয়া উচিৎ।

  • @Faysal007
    @Faysal007 10 месяцев назад +1

    সুনার দেশের ডিজিটাল ডাক্তারদের কাছ থেকে এর চেয়ে ভালো চিকিৎসা কি বা আশা করা যায় 🙄

  • @cadetshemanto5080
    @cadetshemanto5080 10 месяцев назад +1

    সেই ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নাহলে ডাক্তাররা সচেতন হবে না

  • @AishaKitchenBD
    @AishaKitchenBD 10 месяцев назад

    এনডোসকপি করার পর আমার মা অনেক কস্ট পেয়েছিল। খুব মনে পড়ে গেল মাকে । আল্লাহু তুমি হেদায়েত কর এদেশের সব ডাক্তারদের

  • @KhairulAlam-f1c
    @KhairulAlam-f1c 10 месяцев назад

    এই ডাক্তারের বিরুদ্ধে কঠোর বেবস্থা না নিলে আল্লাহ আমাদের মাফ করবেন না

  • @numanahmed4289
    @numanahmed4289 10 месяцев назад +1

    এই দেশে এখন অসুস্থ হয়ে হসপিটালে যাওয়ার চেয়ে বিছানায় কষ্ট পাওয়াই ভালো মনে হচ্ছে 😢

  • @abkyaewm4902
    @abkyaewm4902 10 месяцев назад +1

    গতকাল আমি আমার বোন কে বাতের ব্যথার জন্য ইবনে সিনাতে ডাক্তার দেখালাম। বললাম স্যার গতপরশু আমি আমার বোন কে পরীক্ষা করিয়েছি দয়া করে আর পরীক্ষা দিয়েন না। সে রাগ হয়ে গেল আবার কতগুলো টাকার পরীক্ষা দিল। তারা ঠিক মত কথাও বলে না। আসলে আমরা এখন এসব ডাক্তার দের কাছে জিম্মি হয়ে গেছি। ডাক্তার তার ইচ্ছে মত চেম্বারে আসে। ডাক্তার আসার কথা ৬ টায় আসে ৮ টায় রাত। ডাক্তারা এখন যা মনে চায় তাই করে কারন এদের তো বিচার করার মত কেউ নেই।আবার বিচার করতে গেলে সব এক হয়ে ধর্মঘট ডাকে।

  • @SN-Media433
    @SN-Media433 10 месяцев назад +4

    এরা কসাই হয়ে গেছে।। এদের শাস্তি না হতে হতে আজ এ অবস্থা।।

  • @sizeaahamed9246
    @sizeaahamed9246 7 месяцев назад

    সাহসিকতার প্রশংসা জানাচ্ছি রাফসানকে

  • @Password1010
    @Password1010 10 месяцев назад +1

    আজ আরেকটি মর্মান্তিক ঘটনা শুনলাম যেখানে সুন্নত না করাতে গিয়ে এক বাচ্চার মৃত্যু

  • @tomaldebnath899
    @tomaldebnath899 10 месяцев назад

    ডাক্তারের আর কখনো রোগী দেখা থেকে ব্যান করা হোক, কোনো হাসপাতালে বা কোথাও যাতে রোগী না দেখাতে পারে তার ডাকৃতারি সার্টিফিকেট বাতিল করা হোক। যদি দেশে সঠিক ন্যায়বিচার না থাকে তবে এরকম হবে