কারো কাছে নন্দিত, কারো কাছে নিন্দিত । কাশেম বিন আবুবাকার
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- তিনি কখনো নন্দিত, কখনো নিন্দিত-বাংলাদেশের গ্রামীণ পাঠকদের কাছে কাশেম বিন আবুবাকার এক বিস্ময়কর নাম। ইসলামী আদর্শ, প্রেম, সম্পর্ক আর জীবনের টানাপোড়েনের গল্প বলার নিজস্ব ঢং তাঁকে এনে দিয়েছে বিপুল জনপ্রিয়তা। আবার কিছু লেখার জন্য তিনি সমালোচিতও হয়েছেন।
📖 "ফুটন্ত গোলাপ" থেকে শুরু করে অসংখ্য বেস্টসেলার উপন্যাস লিখে, কীভাবে তিনি গড়ে তুললেন তাঁর পাঠক-ভুবন? কেমন ছিল তাঁর লেখালেখির যাত্রা? সমালোচনার মুখেও কেন তাঁর বইগুলো এত জনপ্রিয়? এসব নিয়েই গল্প করেছেন ‘গল্পগ্রাফি’র এই বিশেষ পর্বে!
🎧 শুনুন, একজন অনন্য লেখক কাশেম বিন আবুবাকার অজানা গল্প-তাঁর সাহিত্য, তাঁর জীবন