magur fish farming।দেশি মাগুর মাছ চাষ পদ্ধতি

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • দেশি মাগুর মাছ সুস্বাদু ও উপাদেয়। দেশের সব শ্রেণির মানুষের পছন্দের মাছ। এছাড়া পুষ্টিকর খাদ্য হিসেবেও সর্বত্র দেশি মাগুরের চাহিদা রয়েছে।
    মাগুরের অতিরিক্ত শ্বাসনালী থাকায় পানি ছাড়াও বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে। তাই মজা ও পচা পুকুর, ছোট ছোট ডোবা ইত্যাদি জলাশয়ের দূষিত পানিতেও বেঁচে থাকতে কোনো সমস্যা হয় না।
    পুকুর থেকে ওঠানোর পর দীর্ঘদিন বেঁচে থাকার কারণে জীবন্ত মাগুর মাছ বাজারজাত করা সম্ভব।
    অধিক গভীরতা উৎপাদনের জন্য অসুবিধাজনক। কেননা মাগুর মাছকে শ্বাস নেওয়ার জন্য সবসময় উপরে আসতে হয়। এতে অতিরিক্ত শক্তিক্ষয়ের কারণে মাছের বৃদ্ধি প্রতিক্রিয়ায় ব্যাঘাত ঘটে।
    আসুন জেনে নিন দেশি মাগুরের চাষ প্রণালি-
    #magur #profitable magur farming #magur farming #deshi magur farming
    #deshimagur,

Комментарии • 68