আচ্ছা এখানে আমার একটা ছোটু প্রশ্ন আছে যে আমি তো এই প্রথম জন্মাষ্টমী করমু ইচ্ছা আছে স্মাতমর্তে সোমবার সকাল 8:37 অষ্টমীর তিথি শুরু তো এইদিন কি সন্ধ্যা দিকে জন্মাষ্টমীর পূজা করতে পারমু না স্মার্তমতে নিশি রাতে যে পূজা সময় এই সময় করতাম কিছু বুঝতে পারচ্ছি না যদি এ কটু দয়া করে বলেন।
Ami ei bar jonmastomite pujote boste chai to amake ektu bolun je kon somoy pujote boste hobe ebong pujo suru hobe o somapto hobe!! Time ta ullek kore deben ektu, Ajke 26 tarikh to ajke kokhon pujo!!
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে 🙏🙏🙏🙏🙏
राधे राधे❤
আচ্ছা এখানে আমার একটা ছোটু প্রশ্ন আছে যে আমি তো এই প্রথম জন্মাষ্টমী করমু ইচ্ছা আছে স্মাতমর্তে সোমবার সকাল 8:37 অষ্টমীর তিথি শুরু তো এইদিন কি সন্ধ্যা দিকে জন্মাষ্টমীর পূজা করতে পারমু না স্মার্তমতে নিশি রাতে যে পূজা সময় এই সময় করতাম কিছু বুঝতে পারচ্ছি না যদি এ কটু দয়া করে বলেন।
উপবাস করতে না পারলে দুপুর 12 টার পর থেকেই করতে পারবেন। আর যদি উপবাস করে থাকতে পারেন, তাহলে সন্ধ্যে বেলায় বা নিশি রাতে ও করতে পারবেন।
Ami ei bar jonmastomite pujote boste chai to amake ektu bolun je kon somoy pujote boste hobe ebong pujo suru hobe o somapto hobe!! Time ta ullek kore deben ektu,
Ajke 26 tarikh to ajke kokhon pujo!!
জন্মাষ্টমীর পুজো সন্ধ্যে রাত্রে হয়। উপবাস করে থাকতে না পারলে, দুপুর 12 পর করবেন। অষ্টমী পড়ছে সকাল 8.37 মিনিটে। অষ্টমী থাকাকালীন করবেন।
Smartoh r goswami duto ki difference , amra konta korbo??
স্মার্ত টাই বেশির ভাগ জন পালন করেন।
Pujor por ki luchi khaoya jabe
অষ্টমী শেষ হবার পর খাবেন। থাকতে না পারলে ফল , সাবুদানা খেতে পারেন।