কি কি পরীক্ষা করে ক্যান্সার শনাক্ত করা হয়? Exams & Tests for Cancer Diagnosis.

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • কি কি পরীক্ষা করে ক্যান্সার শনাক্ত করা হয়? Exams and Tests for Cancer Diagnosis. How is Cancer Diagnosed? What are the tests given to detect cancer?
    আলোচনা করেছেনঃ
    ডাঃ হাসান শাহরিয়ার কল্লোল
    কনসালটেন্ট, জেনারেল ও ক্যান্সার সার্জন
    এমবিবিএস (ডি.এম.সি), এফসিপিএস (সার্জারী)
    ক্লিনিক্যাল ফেলো (সার্জিক্যাল অনকোলজি)
    ন্যাশনাল ক্যান্সার সেন্টার, সিঙ্গাপুর
    কোলোরেক্টাল সার্জারীতে উচ্চতর প্রশিক্ষন
    চাঙ্গি জেনারেল হাসপাতাল, সিঙ্গাপুর।
    চেম্বারঃ প্রেসক্রিপশন পয়েন্ট, বনানী।
    সিরিয়ালঃ ০১৭১৩ ৩৩৩২৩৩-২৩৪
    Business Purpose: hcbangla1m@gmail.com
    / @hcb
    Further reading: www.cancer.org...

Комментарии • 281

  • @mdferdousahmedabid8191
    @mdferdousahmedabid8191 2 года назад +121

    ও আমার, আল্লাহ,যত দিন হায়াত দিয়েছো সুস্থ রেখো 😓 কোন মরন ব্যেধি রোগ দিও না, তুমি সবকিছু করতে সক্ষম, তুমি হচ্ছ আরহামুর রাহিমীন 💖💖💖

  • @foizulhaque9094
    @foizulhaque9094 Год назад +8

    ধন্যবাদ স্যার , আপনার এই ভিডিওর মাধ্যমে ক্যান্সার রুগি এবং তার আত্মীয়-স্বজনরা সহজে বুঝতে সক্ষম হবে।

  • @mdrazu6514
    @mdrazu6514 Год назад +17

    আল্লাহ আপনি সব রোগ থেকে সুস্থ রাখুন মাফ করে দিন

  • @shantoislam2863
    @shantoislam2863 3 года назад +53

    হে মহান আল্লাহ্ পাক আমাদের কে রোগ মুক্ত জীবন দান করুন আমিন ❤️❤️

  • @nurulamin-qy3us
    @nurulamin-qy3us 3 года назад +8

    May Almighty Allah protect us every one with His Mercy.

  • @RifatRana-v4m
    @RifatRana-v4m 8 месяцев назад +3

    হে মহান আল্লাহতালা আপনি আপনার বান্দাদের ক্যান্সার থেকে রক্ষা করেন

  • @AbuSufian-cv6gw
    @AbuSufian-cv6gw 4 года назад +72

    আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন কাউকে কেনচার নামক এই রোগটি না দেয়

  • @Mim-lb5ot
    @Mim-lb5ot 9 месяцев назад +1

    ধন্যবাদ অসাধারণ ভাসায় বোঝানোর জন্য

  • @rumanahmed3289
    @rumanahmed3289 3 года назад +8

    হে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন,আমিন

  • @sajedqatar8846
    @sajedqatar8846 3 года назад +14

    আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের এই রোগ থেকে শিফা দেন।

  • @md_sago
    @md_sago 2 месяца назад +1

    ইয়া আল্লাহ যত দিন বেচে আছি সুস্থ রাখেন৷ সব ধরণের অসুখ থেকে মুক্তি দিন

  • @nabilaaktermim7883
    @nabilaaktermim7883 4 месяца назад +2

    হে মহান আল্লাহ এই রকম সমস্যা থেকে রক্ষা করুন।

  • @sobnomyesmin3454
    @sobnomyesmin3454 5 лет назад +4

    অনেক অজানা তথ্য জানতে পারি আপনার জন্য 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @sathibiswas775
    @sathibiswas775 3 года назад +2

    God tmi amder sahaye hoy.

  • @Rukaiakhatun-m3n
    @Rukaiakhatun-m3n Месяц назад +1

    আল্লাহ সবাইকে সুস্থতা দান করেন

  • @farhansahriar3266
    @farhansahriar3266 2 года назад +3

    স‍্যার আমার ৩/৪ মাস ধরে শুকনা কাশি হচ্ছে। মাঝেমাঝে কমে আবার হয়। এলার্জি টেস্ট করিয়েছি, বুকে এক্সরে করিয়েছি কোন সমস্যা নেই। এখন ডাক্তার Pft টেস্ট দিয়েছে। এটা কিসের লক্ষণ হতে পারে?

  • @সোনারমদিনাচ্যানেল

    আল্লারে আমাদের সকলকে,, রমজানের রোজা রাকার তৌফিক দান করুন

  • @shawonkhan8836
    @shawonkhan8836 5 лет назад +12

    Allah amader cancer theke rokkha korun

  • @technoudyalogus4319
    @technoudyalogus4319 2 года назад +3

    Your represention is very good and helpful.

  • @Mahato182
    @Mahato182 Год назад +6

    ভগবান সমস্ত মরণ ব্যাধি থেকে সবাইকে রক্ষা করো 🙏🙏🙏

  • @sobnomyesmin3454
    @sobnomyesmin3454 5 лет назад +3

    ধন্যবাদ ডাঃ বাবু 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @avijitmondal9298
    @avijitmondal9298 2 года назад +4

    God bless you sir 🙏❤️

  • @naimhasan3433
    @naimhasan3433 3 года назад +2

    Allah tumi amader hefajot koro,,, ameen

  • @OnlineShop016
    @OnlineShop016 3 года назад +5

    বায়পসি পরীক্ষায় শুধূ ক্যান্সার রোগ ছাড়াও অন্যান্য রোগ ধরা পড়ে কিনা এই বিষয়ে একটা ভিডিও বানাবেন।

  • @snehamondal4560
    @snehamondal4560 5 лет назад +1

    Darun onk upokar holo dhonnobad

  • @ayeshashikderayeshashikder4626
    @ayeshashikderayeshashikder4626 4 года назад +8

    স্যার আমি অনার্স ফাইনাল ইয়ারে আছি দু'চোখ ভরা স্বপ্ন নিয়ে জিবনের গতি যখন ভালো পথে চলছিল তখনই হঠাৎ করে শরীরের মধ্যে এমন কিছু অনুভব করছি, যার কারনে আমি এলোমেলো হয়ে গেছি।
    বেশ কিছুদিন আগে আমার বাম হাতে অনেকটা জায়গা জুড়ে কালো হয়ে গেছিলো।আজ আবার বাম পায়ে।শারিরীক ভাবেও খুব দুর্বল হয়ে যাচ্ছি।খুব বেশি পিপাসা ও পায়।আমি জানি এগুলো ক্যান্সারের লক্ষণ। আমার মায়ের ছিলো।সঠিক চিকিৎসার অভাবে আমি আমার মাকে হারিয়েছি।
    আমার এখন কি করা উচিত?যদি আপনার মূল্যবান সময় থেকে একমিনিট আমায় দেন তাহলে অনেক উপকৃত হবো

    • @bdsobkichu
      @bdsobkichu 3 года назад

      Ami o vai

    • @mdferdousahmedabid8191
      @mdferdousahmedabid8191 2 года назад +1

      আল্লাহ রাব্বুল আলামীন ‌।
      আপনাকে সুস্থতা দান করেন

    • @shawonallbassar3750
      @shawonallbassar3750 2 года назад

      😭😭😭

    • @shawonallbassar3750
      @shawonallbassar3750 2 года назад

      ভাই আপনার কি অবস্থা..?

  • @jannatul9390
    @jannatul9390 Год назад +3

    আল্লাহ তায়ালা মালিক

  • @abbdullahobaid2750
    @abbdullahobaid2750 5 лет назад +2

    ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ্ ।সুন্দর ভিডিও ।

  • @obilashimon201
    @obilashimon201 8 месяцев назад

    আল্লাহ আমাদের সবাইকে মাপ করুন

  • @MDshahanurShahanur-ig7hy
    @MDshahanurShahanur-ig7hy 3 дня назад

    আসসালামুয়ালাইকুম স্যার । আমার মেরুদন্ডে দীর্ঘদিন ধরে ব্যথা কোন ওষুধে কাজ হচ্ছে । না ডক্টরস CRP টেস্ট দিয়েছে RA টেস্ট দিয়েছে । এম আর আই ও করেছি আমার 5/6 ডিস্ক এ প্রবলেম রয়েছে ।

    • @HCB
      @HCB  3 дня назад

      ওয়ালাইকুম আসসালাম। মেরুদণ্ডের দীর্ঘস্থায়ী ব্যথা অনেক সময় ডিস্কের সমস্যা, যেমন হাড়ের ক্ষয় বা হাড়ের মধ্যবর্তী ডিস্কের হ্রাসের কারণে হতে পারে। যেহেতু আপনার এমআরআই রিপোর্টে 5/6 ডিস্কে সমস্যা দেখা গিয়েছে, তাই এটাকে ডিস্ক প্রলাপস বা ডিস্ক হেরনিয়েশন বলে মনে হচ্ছে।
      এই ধরনের ব্যথা ব্যবস্থাপনার জন্য সাধারণত কিছু পরামর্শ দেয়া হয়:
      1. ফিজিওথেরাপি: এটি মেরুদণ্ডের ব্যথার চিকিৎসায় বেশ কার্যকর হতে পারে। একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শে ব্যায়াম করলে তা মেরুদণ্ডের স্থিতিশীলতা উন্নত করতে সাহায্য করতে পারে।
      2. পেইন ম্যানেজমেন্ট: অনেক সময় ব্যথা কমানোর জন্য অ্যান্টি-ইনফ্লেমেটরি ওষুধ বা পেইন কিলার ব্যবহার করা হয়। কিছু ক্ষেত্রে ডাক্তার পেশির ইনজেকশনও দিতে পারেন।
      3. পজিশন এবং চলাফেরা: সঠিক ভঙ্গিমায় বসা, শোয়া এবং চলাফেরা করা মেরুদণ্ডের উপর চাপ কমাতে সাহায্য করতে পারে। নিয়মিত বিরতিতে হাঁটাচলা করাও উপকারী।
      4. ওজন নিয়ন্ত্রণ: অতিরিক্ত ওজন থাকলে তা মেরুদণ্ডের উপর চাপ বাড়ায়, তাই ওজন নিয়ন্ত্রণে রাখাও গুরুত্বপূর্ণ।
      5. শল্যচিকিৎসা: যদি সমস্যা খুব গুরুতর হয় এবং অন্যান্য চিকিৎসায় কোনো উন্নতি না হয়, তবে ডাক্তার শল্যচিকিৎসার পরামর্শ দিতে পারেন।
      আপনার ডাক্তার যদি বিশেষ কোনো থেরাপি বা চিকিৎসা দিয়ে থাকেন, তবে তা নিয়মিত অনুসরণ করুন।

  • @rezaulkarim-fn6mt
    @rezaulkarim-fn6mt 2 года назад +2

    স্যার, আমি ১ বছর যাবৎ বুকে ব্যাথা, কফ বের হয়, এলার্জি, এ্যাজমা সমস্যায় ভোগতেছি। সিটি স্কান করেছি ব্রংকাইটিস আছে। আমার বুকে ও পিটের ব্যাথার কারনে গায়ে সব সময় অনেক জ্বর থাকে। আমি জানতে চাই স্যার এটা কিসের লক্ষন?

  • @SankarNaiya-jn9cy
    @SankarNaiya-jn9cy 2 месяца назад

    Thank you so much sir❤❤❤❤

  • @RahulIslam-vy9ju
    @RahulIslam-vy9ju Месяц назад

    AllhA vlo rako sok ol manuser

  • @shahebali2917
    @shahebali2917 7 месяцев назад

    Wish ur brightest future.

  • @roniahmed805
    @roniahmed805 5 лет назад +2

    Sir tnx ato valo kore bujanur jonno

  • @zannatulbabu6733
    @zannatulbabu6733 3 года назад +3

    ESR ৯৫/৯৬ যদি হয় তাহলে কি সমস্যা। দয়া করে এটা নিয়ে আলোচনা করবেন।

  • @MDAMIR-mv3me
    @MDAMIR-mv3me 3 года назад +4

    স্যার যদি সম্ভব হয় জানাবেন কাটা ছেঁড়া ছারা কোন লাইপোমা টিউমার এর চিকিৎসা করা যায় কিনা। বাংলাদেশে এ চিকিৎসা আছে কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে।

    • @drhasanshahriarkallol7464
      @drhasanshahriarkallol7464 3 года назад +1

      লাইপোমা যদি চিকিৎসা করতে হয় , সে ক্ষেত্রে অপারেশন ছাড়া অন্য কোন উপায় নেই।

    • @obayedmunna7436
      @obayedmunna7436 5 месяцев назад

      Sir amr teomar theke cencer dhora porche . Apni kon hospitale bosen akto bolben plz

  • @pijussaha8303
    @pijussaha8303 Год назад +2

    স্যার আমার মায়ের ৪ মাস ধরে হালকা শুকনো কাশি, এবং টনসিলের জায়গায় সাদা আকৃতির ছোট ছোট কিছু গোটা, শরীর দুর্বল, ক্লান্তিবোধ, এমমকি ওজন কমাটাও অনুমান করছি। ডাক্তার দেখানোর পর ডাক্তার কিছু ঔষধ দিয়েছিলো কোনো উন্নতি নেই রাতের বেলায় কাশি বেশি হয় আর আজকে থেকে গলা ব্যাথা শুরু হয়েছে স্যার আমি কি করবো বুঝতে পারছি না😭

  • @kakalichakraborty8770
    @kakalichakraborty8770 Год назад +1

    Thank you sir

  • @atikurrahmanrahman5481
    @atikurrahmanrahman5481 2 года назад +1

    Sir amar paer agola akta caka ak mas hoysa ami ke baba bogbo ata ke ke porikka kora bogbo sorira kon cencer asa ke na

  • @moonmariya1298
    @moonmariya1298 3 года назад +2

    বায়পসির জন্য কত টাকা লাগে???
    প্লিজ স্যার জানাবেন,,,আমাকেও ডক্টর বায়পসি পরিক্ষা দিয়েছে,কিন্তু কত খরচ আর কত দিন পর রিপোর্ট দিবে টার কিছুই বলে নি,,,
    এটা জানা খুব দরকার,,,
    দয়া করে রিপ্লাই দিবেন স্যার

    • @drhasanshahriarkallol7464
      @drhasanshahriarkallol7464 3 года назад +1

      Biopsy এর ধরন অনুযায়ী খরচের তারতম্য হয়।
      Core biopsy এর জন্য আট থেকে দশ হাজার টাকা লাগতে পরে। তবে যদি সেটা ultrasono guided বা CT guided হয়, সেক্ষেত্রে খরচ আরো বাড়ে।

  • @bdmujc3215
    @bdmujc3215 3 года назад +3

    স্যার আমার পা একটা টিউমার হয়েছিল। ২০১৯ সালে সোরোওয়াদী মেডিকেল স্যাজারি কর হয় তখন FANC করা হয়। FANC তে পরিস্কার কিছু বা হয় নি। মেজর টিট্টিমেট জন্য বায়োপসি কথা বলা হয়েছিল।কিন্তু তখন আর বায়াপসি দেয় নি ডক্টর আর করা হয় নি।
    এখন ওখানে ব্যথা হয় মাঝে মাঝে। স্যাজারি ডক্টর দেখানো হয়েছিল তখন আগের রিপোট নিয়ে যেতে বলে। সে রিপোর্ট নেই। এখন কি কোন পরিক্ষা করা যায়? আপনি বসেন কোথায়? একটু জানাবেন! ধন্যবাদ স্যার

    • @raja8105
      @raja8105 7 месяцев назад

      Apni kamon achen akhon?

  • @MDShohanBabu-v7l
    @MDShohanBabu-v7l Месяц назад

    malignant priephers narve sheath tumour ki rokom tumour plz bolben,,, ja spindly cell sarcoma,,,

  • @zahidhasan4187
    @zahidhasan4187 4 года назад +4

    Allah amder sokolke cancer teke rokka korun amin

  • @shuvomaisarker3217
    @shuvomaisarker3217 11 месяцев назад +3

    হরে কৃষ্ণ

  • @souravgolder5286
    @souravgolder5286 3 года назад +1

    আপনার চেম্বার কোথায় আর কোন সময় রোগী দেখেন জানাবেন plz

  • @raysulislam9140
    @raysulislam9140 Год назад +1

    Dear Sir, are normal PET Scan is used for prostate cancer? Please response.

    • @drhasanshahriarkallol7464
      @drhasanshahriarkallol7464 Год назад +1

      প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে পেট স্ক্যান ব্যবহৃত হতে পারে। তবে সব সময় নয়। প্রয়োজন অনুযায়ী।

  • @lamiaakternishi9588
    @lamiaakternishi9588 5 лет назад +1

    Fusfuser cancer ki akdom valo hoy...??
    Plz aktu janaben...??

  • @abulhussain2427
    @abulhussain2427 4 года назад +1

    Assla mulaikum sir amar maar cancer opraton kora hoye gesa kinthu ekon abar golar maje guta hoye gesa ekon kemoterapi newa hoiche plz amake janan na ki korte hobe

  • @moniya0192
    @moniya0192 4 года назад +1

    Sr amr mar onk bosor dore piles er problem ase but age kono din blood jayni but aaj toylate chara blood ber hoitc period er moto toylate er rastay r onk pain hoitc r amr maar hath er neche tumr ase otar ousd khaitac sr bolbn plz ki hoic 😰

  • @marzanabonita2691
    @marzanabonita2691 5 лет назад +5

    Pet scan er price kemon?

  • @onantho777
    @onantho777 Год назад +1

    আল্লাহ সবাইকে এই মরন ব্যাধী রোগ থেকে রক্ষা করুন 😭😭

  • @nahidislam7348
    @nahidislam7348 3 года назад +1

    আসসালামু আলাইকুম
    ভাইয়া আমার ব্রেস্ট টিউমার হয়ে ছিলো অপারেশন করেছি তিন বার আবার পাইলছ আছে সেখানেও প্রচুর রক্ত ক্ষরন হয় শরীলে রক্ত থাকে না বার বার শরীলে ব‍্যালাড দিতে হয় এখন আমার কি কেন্সার পরীক্ষা করলে ভালো হবে একটু জানাবেন

    • @drhasanshahriarkallol7464
      @drhasanshahriarkallol7464 3 года назад

      আপনার যদি পাইলস থাকে এবং সেজন্য শরীরে রক্ত দিতে হয় সেক্ষেত্রে পাইলস এর চিকিৎসা করানো জরুরী। যদি ওষুধে না কমে, তবে সার্জারির প্রয়োজন হতে পারে।

  • @ShakilKhan-hi8jz
    @ShakilKhan-hi8jz Год назад +4

    আসসালামু আলাইকুম স্যার।
    আমি রাঙ্গামাটি থেকে বলছি...
    আমার আম্মুর স্তন এ টিউমার হয়েছিলো। ডক্টর FNAC করে বললো যে ক্যান্সার এর কোষ এর উপস্থিত পাওয়া গেছে। তখন তিনি এটার সার্জারী করে স্তন কেটে ফেলেন, এবং সেই স্তন এর হিস্ট্রোপ্যাথলজি রিপোর্ট বের করেন। তার পর অপারেশন শেষে ঘা শুকানোর পর বললেন যে, একজন ক্যান্সার বিশেষজ্ঞ এর কাছে যেতে, পরিক্ষা নিরিক্ষা করে দেখবেন যে শরীরের অন্য কোথাও ক্যান্সার এর উপস্থিত আছে কিনা, থাকলে করনীয় কি?
    স্যার, আপনার কাছে জানতে চাচ্ছিলাম এখন আমাদের করনীয় কি?

    • @drhasanshahriarkallol7464
      @drhasanshahriarkallol7464 Год назад

      দ্রুত একজন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

    • @AshaAbeer
      @AshaAbeer Год назад

      সুন্দর তথ্য নির্ভর আলোচনা যাহা সচেতনতার জন্য গুরুত্বপূর্ণ কাজ দেবে।

  • @mdbadiuzzamanzaman5580
    @mdbadiuzzamanzaman5580 3 года назад +1

    ধন্যবাদ।

  • @mdkamal2195
    @mdkamal2195 5 лет назад +1

    ধন্নবাদ,

  • @ayshasiddika4428
    @ayshasiddika4428 Год назад

    Sir, amar onnek din jabot komore betha, onnek doctor dekhaichhi tara kisuii ble nh... Ojon khub kome jaschhe, sorir sob smy khub kelanto thake, mathar chul sob uthe jaschhe... Ami ki korbo ektu ble ki helo korben

  • @josnabegum4309
    @josnabegum4309 4 года назад

    আমার স্বামী বেস কিছুদিন যাবদ গায়ে বেশ জ্বর ও বুক ব্যাথা আামি ইসলামিয়া হাসপাতালে বুকের Ct Scan করিয়েছি পরে আবার CT Guided FNAC from left lung lesion পরীক্ষা করিয়েছি Dr. বলেন suggestive of small cell carcinoma এই অবস্থা আমার কি করনীয়

  • @sed_status_king7030
    @sed_status_king7030 2 года назад

    Apni taken kothay apnar sathe ki vabe jugajug korbo plzzz kolen amr onk problem

  • @priyasarkar5696
    @priyasarkar5696 10 месяцев назад

    Sir foda theke ki cancer hote pare?

  • @ayeshajulekha8903
    @ayeshajulekha8903 29 дней назад

    MRI kore ki cancer dhora pore?

  • @mdjahageer8802
    @mdjahageer8802 2 года назад

    স‍্যার আমার ছোট বোনের বাম চোখের মনি হটাৎ করে ব‍ড় হয়ে গেছে ডাক্তার দেখানোর পরে অনেক ধরনের ব্লাড টেস্ট দেয় পরে রিপোর্ট দেখা বলে যে ব্লাড ক‍্যানসার হয়েছে সেক্ষেত্রে করননীয় কি প্লীজ জানাবেন স‍্যার

  • @JannatulFerdous-w2n
    @JannatulFerdous-w2n 23 дня назад

    আমর ডান উপরের দিকে ৬ ৭ মাস যাবত একটা জায়গায় সাদা হয়ে মাংস একটু নিচের দিকে চলে গেছে । আর যেখানে নিচের দিকে চলে গেছে তার নিচে একটু জায়গায় ফুলে শক্ত হয়ে গেছে।। কি হইচে জানি না কখনো কাউকে এমন দেকিও নাই

  • @babu.1M
    @babu.1M 5 лет назад +2

    স্যার কতখানি কোষ নেয়া হয়? আমার নানি কে fnac test kore advice korse biopsy.
    নানি খুব ভয় পাচ্ছে পরে সেই অঙে ইনফেকশন করবে কি না?

  • @rahimakhatun1347
    @rahimakhatun1347 2 года назад +2

    আমার শরীরে কোন ধরনের চাকা বা গোটা নেই। কিন্তু আমার মাথা সবসময় ঘোড়ায় শরীর দুর্বল লাগে খেতে পারিনা এবং ওজন কমে যাচ্ছে। অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোন রোগ ধরা পড়ছে না।

  • @aponislam2195
    @aponislam2195 2 года назад

    আসসালামুয়ালাইকুম স্যার আমার গাল দিয়ে নাক দিয়ে ককের মত জমাট বাধা রক্ত পড়ে এখন এটা কোন ধরনের রোগ হিসেবে গণনা করবেন দয়া করে একটা ভিডিও দিবেন???????

  • @sufianmolla4141
    @sufianmolla4141 3 года назад

    সার্ভিকেল বায়োপসি করার খরচ কেমন??

  • @aklemaaklema7527
    @aklemaaklema7527 5 лет назад +2

    ধন্যবাদ ছাৰ 👍👍👍👍❤❤

  • @alamgir.hossain3026
    @alamgir.hossain3026 3 года назад +2

    স্যার আপনি কোথায় বসেন

  • @ars7707
    @ars7707 5 лет назад +4

    amar abbur o thik ei kaj gula korchilo😣😣

  • @mdyusufahmadmahmud2633
    @mdyusufahmadmahmud2633 4 года назад

    স‍্যার আমার মায়ের তিল ছিল জন্ম থেকেই এখন এই তিলে সমস‍্যা হইছে তারপর অপারেশন করাইছি ভাল হয়ে গেছে এক বছর পর আবার সেই সেলাইর গুরি ফুলে ওটতাছে হালকা ব‍্যথা ও করে এখন কি করব

  • @MdMijan-od1fd
    @MdMijan-od1fd 2 месяца назад

    আল্লাহ পাক যেন মরণ অসুখ না দেয় ,,

  • @mssonda8191
    @mssonda8191 3 года назад

    sar amar sarire gota hoyese akta. seta gare hoyese. sarire nana jaigay bisforar mato ber hosse.doctor ar kase giyesilam. doctor bolse aita blood infection.

  • @sohelrana5294
    @sohelrana5294 3 года назад +5

    স্যার টাকা কত লাগে?

  • @khandakarmasud9042
    @khandakarmasud9042 3 года назад +2

    খাদ্য নালীতে ক্যান্সার এবং পেটে টিউমার অপারেশন করার পর এটা কোন স্টেজে ক্যান্সার আছে বোঝা যাবে? সঠিক পরামর্শ চাই স্যার।

    • @drhasanshahriarkallol7464
      @drhasanshahriarkallol7464 3 года назад +1

      টিউমার বা ক্যান্সার সার্জারির পরে যে স্টেজিং করা হয় তাকে প্যাথলজিক্যাল স্টেজিং বলে। প্যাথলজিক্যাল স্টেজিং সবচেয়ে accurate।

  • @rashedkhanmd7999
    @rashedkhanmd7999 5 лет назад +2

    thanks

  • @afiazmuhammadmasum6924
    @afiazmuhammadmasum6924 2 года назад

    আসসালামু আলাইকুম স্যার,, আমার বয়স ২০ বছর,,,আমি একজন ছেলে গত দেড় মাস আগে আমার পেনিসের নিচে চামড়ার নিচে একটা ফোড়ার মতো উঠে,,ওই জায়গাটা আমার ছোটোবেলা থেকেই একটু ফুলা ছিলো, কারন গ্রামে যারা খাত্না করান অনেকেরি এমন থাকে শুনেছি,, তো ওই জায়গায় আমার প্রব্লেমটা হয়েছে,,দেড় মাস আগে ওখানে দেখি আগের থেকে আরেকটু বেশি ফুলা,,দুইদিন পরে সেখান থেকে পুজ ঘামতে দেখলে একজন জেনারেল ডাক্টারের শরনাপন্ন হলে উনি বলে ওখানে নাকি সুতা নাকি একটু কাপড় রয়ে গিয়েছিল ওটা এখন পেকে গেছে তাই অপারেশন করে ফেলে দিতে হবে,,তো উনার কাছে অপারেশন করালে সেখান থেকে একটা বড় চালের মতো পদার্থ এবং সামান্য কিছু মাংস বের হয়,,ওই সময় ওগুলো ফেলে দিয়েছিলো ডাক্তার,,অপারেশন এর একদিন আগে থেকে অণ্ডকোষে হাল্কা ব্যাথা অনুভব করি,,ওই ব্যাথাটা না যাওয়াতে আমি একজন প্রফেসরের শরনাপন্ন হই,, উনি তখন আমাকে বলে এটা জেনারেল ডাক্টারের কাছে অপারেশন করা ঠিক হয়নি,,৩ মাস পরে দেখা করতে বলেছে,, উনার কথা শুনে আমি খুব ভয়ে আছি স্যার,, এখন আমার অণ্ডকোষের ব্যাথাটা একদম কমে এসেছে আলহামদুলিল্লাহ,, তবে পেনিসের ওখান থেকে নাকি টিউমার ইনফেকশন হয়ে ক্যন্সার হয়ে যায়,,তো স্যার আমার ওই সামান্য মাংসটুকুতো বায়োপ্সি করা হয়নি,,,এখন কি কোনো মেডিকেল টেষ্ট আছে যেটার মাধ্যমে বুঝা যাবে আমার শরীরে ক্যান্সার কোষ আছে কিনা,,,,? প্লিজ স্যার উত্তর দিবেন

  • @sankarnaiya6346
    @sankarnaiya6346 2 года назад +1

    Good morning sir.

  • @nishsongoakash609
    @nishsongoakash609 4 года назад +1

    stage p3anxmx এটা কি ধররের স্টেজ চিকিংসায় ফলাফল কেমন যানাবেন

  • @m.a.hannanbhuiyan8316
    @m.a.hannanbhuiyan8316 5 лет назад +2

    Tnx

  • @anamanam1424
    @anamanam1424 Год назад

    Assalamualaikum sir amar mone hocce amar cancer hoyece . Akhn kivabe ami nistic hobo?

  • @sanjidasultana8142
    @sanjidasultana8142 4 года назад

    Sir amr ojon kome jacce alcer ace urine a blood jay tol pate betha kono khabar khete essa kore na sorir hat pa jalapora r jim jim kore r sorir onk dorbol lage khali ghom pay matha betha kore amr ki cancer hoice? Plz ans diben

  • @surjotalukder5331
    @surjotalukder5331 2 года назад +1

    স্যার আমার ১-৪মাস ধরে,,, পেটের বাম পাস বেধা করে যাচছে।।। তবে ঢাকা একটা প্রাইভেট ক্লিনিকে কয়েটা টেস্ট করাইছি ডাক্তার বলছে কিডনিতে একটু সমস্যা বলছে পানি বেশি করে খাইতে আরো কিছু ঔষধ দিছে খাইছি, আবার এখোন আমার মাঝে মাঝে ব্যাথা করে।আর পায়খান সাথে রক্ত আসেনা, কিণ্তু পেট ভরা ভরা লাগে,,পিলিছ স্যার আমার উত্তর দিবেন,,, আমি কি করতে পারি পিলিছ আমার ভয় লাগে।। আপনার ভিডিও দেখতে থাকি প্রায় যখোন দেন তখনই দেখি,,,পিলিছ বলেন কি করতে পারি

    • @موستميتو
      @موستميتو Год назад

      ভাই আমার ভায়ের সেম আপনার এখন কেমন আছেন এটু জানাবেন

    • @موستميتو
      @موستميتو Год назад

      ভাই আমি শুনেছি যে কিডনিতে পাথর হলে এটা হয়

  • @assaassa6092
    @assaassa6092 3 года назад +1

    আমার সামির সারা শরীরের গোটা গোটা উঠেছে গোটা গুলো বেশ বড়ো এটা কি ক‍্যানচার এর লহ্মণ হতে পারে

  • @lutfunnahar4613
    @lutfunnahar4613 3 года назад +2

    স্যার হাড়ে হলে?

  • @sumayasumaya5856
    @sumayasumaya5856 Год назад +1

    স্যার বিলাট কারসার হলে কি মানুষ বাচে ডাক্তার বলেছে ৪০%

  • @tushardas5554
    @tushardas5554 5 лет назад +3

    আমার পিঠে দুইটা গোল আকারের কি যেন হইছে সেটা কি হতে পারে স্যার সে গুলি মাজে মদ্দে বেথা হয় অনেক সমস্যা করে

  • @mayhenurkhanom148
    @mayhenurkhanom148 3 года назад

    আমার একটু হাটলে বা কিছু করলে হাপিয়ে যাই কিছু খেতে ইচ্ছা করে না বসে থাকলে উঠলে মাথা ঘুরায় এই লখোন থাকলে কি কেনছার হয়

  • @evanatasnim67
    @evanatasnim67 Год назад

    Ihc test ki Bangladesh e ache ?

  • @খোকারডায়েরী

    এই রিপোর্ট টা দেখে একটু বুলুন প্লিজ

  • @hashikhushi6592
    @hashikhushi6592 5 лет назад

    আমার ডাক্তার চেক করে বলেছে,আমার লাইকেন প্লানাস হয়েছে,যেটা আমার মুখে,এবং শরিরে হইছে,চিকিৎসা করে কিছুটা কমেছে,অনেক ব্যয় বহুল খরচা তাই এখন আর চিকিৎসা করিনা,কিন্তু মুখের সমস্যা অনেক আছে এখনো,ভয় পাই এটা কি? ক্যানসার হতে পারে কিনা?

    • @shabrinashah370
      @shabrinashah370 5 месяцев назад

      আপু আমার আইডিতে একটা নক দিয়েন আমার ও মুখে একি অবস্তা আপনার এখন কি অবস্থা আমার তো কোন ঔষুধে ভালো হয়না

  • @mdyusufahmadmahmud2633
    @mdyusufahmadmahmud2633 4 года назад

    স‍্যার আপনি একটা পরামর্শ দেন

  • @farjanasgerdining9910
    @farjanasgerdining9910 5 лет назад +1

    ammu buke tumer ace dui bar oparetion koreche but abar o hoyece hat pa khub chabay, buke betha kore, sara din vlo thake but rat hole e osustho hoye pore. eta ki censer?

    • @ArpitaPandith
      @ArpitaPandith 2 месяца назад

      amaro ache tumar 😢😢 apu apnar ammu kutha theke operation korche

  • @majidnursajad6098
    @majidnursajad6098 5 лет назад

    ভাই আমি আপনার হসপিটালে টিটমেন হতে চাই আপনি কোথাই চেম্বার একটু বলবেন

  • @Halima-mi1en
    @Halima-mi1en Год назад

    আমার ওজন কমে যাচ্ছে,খাবারে একদমই রুচি নেই যতই রুচি বাড়ানোর ওষুধ খাই কোনো কাজে আসে না, রক্তশূন্যতায় কিছু দিন পর পর অসুস্থ হয়ে পরি😔

    • @jotondas7056
      @jotondas7056 6 месяцев назад

      Amro jotoi ruchir osud khai kintu ojon cromagoto kome jacche

  • @SigmaMale_6T9
    @SigmaMale_6T9 6 месяцев назад

    আমার বৃহস্পতিবারে সেহেরি খেতে উঠেছিলাম তখন বাথরুমে একটু কশা হয়ে পরিষ্কার করার সময় দেখি হাতে রক্ত, তারপর ৩বার গিয়েছিল রক্ত, এরপর আর যায়নি রক্ত, কিন্তু এখন পায়খানা রাস্তায় দেখি যে একটা গোটা মত হাতে লাগতেছে, প্রস্রাব মোটামুটি ৭-৮ বার হচ্ছে, পায়খানা ও পরিষ্কার। কিন্তু সমস্যা একটা যায়গায় আমার পেট শুধু কাপতেছে এটা কেন হচ্ছে? পেট কেপে কেপে উঠতেছে শুধু। কেউ কি এর কারন বলতে পারেন?

  • @suzanhossain9117
    @suzanhossain9117 2 года назад

    স্যার আমার মায়ের লোয়ার ইসোফেগাল এডিনোকারসিনোমা হয়েছে। এন্ড লিম্ফ নোড ইনভলব আছে শুধু। উনার বয়স ৬৫ বছর ডাঃ বলছে স্টেজ থ্রি।
    বয়স& ফিটনেস বিবেচনায় ডাঃ অপারেশন এর পরামর্শ দেয় নি। কেমোথেরাপি + রেডিওথেরাপি দিয়ে চিকিৎসা করতে বলছে।
    সপ্তাহে ১ টি কেমোথেরাপি মোট ৫ টি। + ১৮০ সেন্টিগ্রে রেডিওথেরাপি ২৮ টি দিতে বলছে। এতে কি কিউর হবে স্যার?

    • @MdarafatLincoln-to2xz
      @MdarafatLincoln-to2xz 8 месяцев назад

      আপনার মা এখন কেমন আছেন?

  • @MdNasir-de7wp
    @MdNasir-de7wp 4 года назад +2

    স্যার কোথায় পরিখ্খা করা হয়

  • @hashemali7101
    @hashemali7101 3 года назад +1

    স্যার আমি আপনার সাথে কি করে যোগাযোগ করবো একটু যদি বলতেন খুব খুব বেশি প্রয়োজন আপনার সাথে কথা বলব

    • @drhasanshahriarkallol7464
      @drhasanshahriarkallol7464 3 года назад

      ১. প্রেসক্রিপশন পয়েন্ট, বনানী, রোড ১২
      ২. ডেল্টা হেলথকেয়ার লিমিটেড, মিরপুর ১১ বাস স্ট্যান্ড
      ৩. আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল, উত্তরা

  • @rajibahmed1467
    @rajibahmed1467 3 года назад

    sir amar besh koyekdin jabot Khabarovsk ba panio pan korte provlem hoy

    • @drhasanshahriarkallol7464
      @drhasanshahriarkallol7464 3 года назад

      কি ধরনের সমস্যা সেটা না দেখে বলা সম্ভব না