Interview with Subho Dasgupta | 2nd Part| Pratilipi Bengali | Writers Academy

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2018
  • #গল্পে_কথায়_কিছুক্ষণ[শুভ দাশগুপ্ত][দ্বিতীয় ভাগ]
    এ যুগের জনপ্রিয় কবিদের মধ্যে শুভ দাশগুপ্ত একটি উল্লেখযোগ্য নাম। তীক্ষ্ণ শ্লেষ , ক্ষুরধার ব্যঙ্গ, সামাজিক অবক্ষয় গুলো তাঁর লেখায় সুন্দর ভাবে ফুটে ওঠে। মনে হয় এ যেন আমার আপনার ঘরের কথা, মনের কথা। তিনি একজন সফল গীতিকার ও সুরকার হিসেবেও প্রখ্যাত। এই আলোচনায় যেসব কথা উঠে এসেছে সেগুলো আপনিও যেন বলতে চান এইভাবে। সমাজের এক আলেখ্য এই সাক্ষাৎকারটি।
    গল্পে কথায় কিছুক্ষণ প্রসঙ্গেঃ যারা বই পড়তে ভালোবাসেন, সাহিত্য জগতে যাদের বিচরণ তারা সাহিত্য ও সাহিত্যিকদের নানা কর্মকান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে এক অনির্বচনীয় আনন্দ লাভ করেন। কিন্তু অনেক কিছুই থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। এ ভাবনার থেকেই "গল্প কথায় কিছুক্ষণ"-এর পরিকল্পনা করা হয়। সাহিত্যিকদের নানান সৃষ্টির গোড়ার কথা, কেমন ছিল তাঁদের শৈশব, সাহিত্য সৃষ্টির অনুপ্রেরণা কোথা থেকে পেলেন, দীর্ঘ চলার পথের সেই যাত্রা , না জানা সেইসব কথা জানার উদ্দেশ্যেই এই আলোচনার আয়োজন করা হয়।
    সহযোগিতায়ঃ
    সঞ্চালনায়ঃ মৌমিতা দত্ত
    ক্যামেরায়ঃ পার্থ সারথী দে
    এডিটিংঃ প্রতীক সিং
    আমাদের সঙ্গে যুক্ত হনঃ
    bengali.pratilipi.com/about/p...
    ওয়েবসাইটঃ bengali.pratilipi.com/
    অ্যাপঃplay.google.com/store/apps/de...
    ইমেলঃbengali@pratilipi.com
    ফেসবুক পেজঃ / pratilipi.be. .
    ইন্সটাগ্রামঃ / pratilipibe. .
    ট্যুইটারঃ / pratilipi_beng

Комментарии • 3

  • @taroqdey4593
    @taroqdey4593 2 года назад +1

    মুগ্ধ হই এই মহৎ এর কথায়....🙏🙏

  • @mayukhmukherjee8080
    @mayukhmukherjee8080 2 года назад +2

    ভদ্রলোক দৈনন্দিন জীবনের প্রচ্ছদকে মানুষের সামনে, গণতন্ত্রের সামনে ফুটিয়ে তুলতে সক্ষম।
    এমন মানুষ, এমন citizen আমাদের মত মূর্খদের সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন, যে আমরা কবে কোন level এ।
    He is my favorite speaker, as well as a debater.
    কবি তো সকলের কাছে।